ওয়াও! সংকেত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

চিত্র:Wowsignal.gif
ওয়াও! সংকেত
প্রযত্নে: ওহিও স্টেট ইউনিভার্সিটি রেডিও মানমন্দির এবং নর্থ আমেরাকান অ্যাস্ট্রো-ফিজিক্যাল মানমন্দির

ওয়াও! সংকেত (Wow! signal) একটি সরু পরিসরের বেতার সংকেত। অধ্যাপক জেরি আর. এহমান ১৯৭৭ সালের ১৫ আগস্ট তারিখে ওহিও স্টেট ইউনিভার্সিটির বিগ এয়ার বেতার দূরবীক্ষণ যন্ত্র থেকে এটি চিহ্নিত করেন। এই সংকেতটি সবার দৃষ্টি কেড়ে নিয়েছিলো, কারণ এতে বহির্জাগতিক প্রাণের সম্ভাবনা দেখা দিয়েছিলো। এই ধরণের সংকেত সৌরজগতের ভিতর থেকে আসার কথা নয়। এটি ৭২ সেকেন্ড ধরে বিরাজমান ছিল কিন্তু এরপর এই সংকেতটি আর পাওয়া যায়নি। এটি সেটি প্রকল্পের একটি বড় সাফল্য।

[সম্পাদনা] বহিঃসংযোগ

অন্যান্য ভাষা