জগন্নাথ বিশ্ববিদ্যালয়
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Latin: Jagannath University
|
|
স্থাপিত | ২০০৫ |
---|---|
ধরণ | পাবলিক বিশ্ববিদ্যালয় |
আচার্য | অধ্যাপক ডঃ ইয়াজুদ্দিন আহমেদ |
উপাচার্য | অধ্যাপক এ. কে. এম. সিরাজুল ইসলাম খান |
ছাত্র | প্রায় ৩৫,০০০ |
অবস্থান | ঢাকা, বাংলাদেশ |
ঠিকানা | লক্ষ্মীবাজার, ঢাকা- ১০০০ |
ক্যাম্পাস | প্রায় ৭.০২ একর |
ডাকনাম | জবি (JB) |
জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকার, সদরঘাটে অবস্থিত। পূর্বতন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজকে একটি পুর্নাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের সম্মানিত শিক্ষক অধ্যাপক ড: এ. কে. এম. সিরাজুল ইসলাম খান এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। ২০০৫ সালে এই বিশ্ববিদ্যালয়ের কার্যত্রম শুরু হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অব্যবহিত প্রাক্তন নাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ, তবে এটি জগন্নাথ কলেজ নামেই বিংশ শতাব্দীর অধিকাংশ সময় জুড়ে পরিচিত ছিল। এটি ঢাকার একটি ঐতিহ্যবাহী কলেজ। ১৮৫৮ সালে ঢাকা ব্রাহ্ম স্কুল নামে এর প্রতিষ্ঠা হয়। ১৮৭২ সালে এর নাম বদলে জগন্নাথ স্কুল করা হয়। ১৮৮৪ সালে এটি একটি দ্বিতীয় শ্রেণীর কলেজে ও ১৯০৮ সালে প্রথম শ্রেণীর কলেজে পরিণত হয়। এসময় এটিই ছিল ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বেসরকারী কলেজ। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু হলে জগন্নাথ কলেজের স্নাতক কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে ১৯৪৯ সালে আবার এ কলেজে স্নাতক পাঠক্রম শুরু হয়। ১৯৬৮ সালে এটিকে সরকারীকরণ করা হয়, কিন্তু পরের বছরেই আবার এটি বেসরকারী মর্যাদা লাভ করে। ১৯৭৫ সালে কলেজটি সম্মান ও স্নাতকোত্তর পাঠক্রম শুরু করে। ১৯৯২ সালে এ কলেজে উচ্চমাধ্যমিক শ্রেণীতে পাঠদান বন্ধ করে দেয়া হয়।
[সম্পাদনা] কৃতি শিক্ষার্থী
- ড. আনিসুজ্জামান
- ব্রজেন দাস
- প্রেমেন্দ্র মিত্র