উইকিপেডিয়া:অনুরোধের খাতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

[সম্পাদনা] তালিকা

এই লেখার নীচে আপনার প্রার্থিত নিবন্ধটির শিরোনাম যোগ করুন। এর সাথে ঐ বিষয়টি কী, তা নিয়ে দুই একটি বাক্যে বর্ণনা দিন।
  • কীর্তনখোলা নদী - বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি নদী।
  • ফিফা, বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা।--রাজিবুল ১৩:৩৭, ২১ নভেম্বর ২০০৬ (UTC)

  • বাঙালিদের নিজস্ব আচার, অনুষ্ঠান ও বিশ্বাস (যে কোন ধর্মের) বাংলা ছাড়া অন্যান্য ভাষার বিশ্বকোষে পাওয়া সম্ভব নয়। আমি আপাতত বাঙালি হিন্দু লোকাচার যেগুলির নাম জানি (বর্তমান বা প্রাচীন) সেগুলির একটি অসম্পূর্ণ তালিকা করার চেষ্টা করলাম, অন্যরা অন্যান্য ধর্মের গুলিরও তালিকা করুন। তালিকাগুলি সুন্দর ভাবে সাজানো হলে সেগুলি সম্পর্কিত কোন নিবন্ধে যোগও করা যেতে পারে।--সপ্তর্ষি(আলাপ | অবদান) ০২:২৩, ২৫ মার্চ ২০০৭ (UTC)
    • পূজা, প্রণাম, মন্ত্র, হোম, গৃহদেবতা, সন্ধ্যারতি, শঙ্খ/শাঁখ, উলুধ্বনি, সন্ধ্যাহ্নিক, আচমন, মন্ত্র, গায়ত্রী মন্ত্র, একাদশী (হিন্দু আচার), টিকি, উপবীত (পৈতে), নামাবলী, রুদ্রাক্ষ, চন্দন, টীকা, চড়ক, সংক্রান্তি, গাজন
    • শান্তিজল, চরণামৃত, প্রসাদ, সিন্নি, হরির লুঠ, ভোগ (হিন্দুধর্ম),
    • সঙ্কল্প (হিন্দু ধর্ম), মানত, দণ্ডী কাটা, হত্যা দেওয়া, কবচ, তাগা, তাবিজ, মুস্কিল আসান, পীরের দরগায় শিরনি চড়ানো,
    • বাঙালি হিন্দু বিবাহ ও তার আনুষঙ্গিক অনুষ্ঠান, বাঙালি মুসলিম বিবাহ ও আনুষঙ্গিক অনুষ্ঠান।
      • পঞ্জিকা, কুষ্ঠি, ঠিকুজি-কুলজি, জন্মকুণ্ডলী, নক্ষত্র (জ্যোতিষ), গোত্র, জাত (হিন্দু), বর্ণাশ্রম, পালটিঘর, ঘরজামাই,
      • পাকা দেখা, আশীর্বাদ (বিবাহ), গায়ে হলুদ, কন্যা সম্প্রদান, অগ্নিসাক্ষী, সপ্তপদী, মালা বদল, সিঁদুর দান, বিবাহ বাসর, বাসি বিয়ে, বধুবরণ, বৌভাত (ওয়ালিমা), ফুলশয্যা, মধুচন্দ্রিমা, তালাক, হিল্লা বিবাহ
      • টোপর, বরযাত্রী, শানাই, পালকী, নিতবর, নিতকনে, তত্ত্ব (বিবাহ), শাঁখা, সিঁদুর, লোহা, পলা, আলতা, টিপ (সজ্জা), কাজল, অলঙ্কার (আভরণ), টিকলি, টায়রা, নথ,
      • শ্বশুড়বাড়ি, পিত্রালয় (বাপের বাড়ি), আত্মীয় সজন (শ্যালক, সম্বন্ধী, কুটুম্ব, ইত্যাদি এগুলি উইকি অভিধানে যাবে না এদের অনেকগুলিকে একসঙ্গে করে নিবন্ধ ভুক্তি করা যায় সেটা ঠিক করা দরকার)।
      • পণ প্রথা, বহু বিবাহ প্রথা, বিধবা, বিধবা বিবাহ, বাল্য বিবাহ, লগ্ন ভ্রষ্টা,
      • অন্দরমহল, পর্দা প্রথা, চিক, জাফ্রি (পাথরের তৈরী জালি?)
    • মৃত্যু সম্পর্কিত লোকাচার:
      • শবদাহ, শ্মশান, ডোম/চণ্ডাল, চিতা, মুখাগ্নি, শেষকৃত্য, সতীদাহ প্রথা, আশৌচ, ক্ষৌরকর্ম (কামান), মস্তক মুণ্ডন, শ্রাদ্ধ, পিণ্ডদান, তর্পণ, জানাজা, কুলখানি, চল্লিশা, চেহলাম
    • জন্ম সম্পর্কিত লোকাচার:
      • আঁতুর ঘর, জন্মতিথি, অন্নপ্রাশন (মুখে ভাত), আকীকা
    • ভিক্ষা-মা, কড়ি দিয়ে কেনা,
    • হাতে-খড়ি, নাড়া বাঁধা,
    • ভাই ফোঁটা, রাখী বন্ধন, উপনয়ন (পৈতে প্রদান), খতনা

  • নাপিত, ধোপা, মেথর, ছুতোর, কামার, তাঁতী, দর্জী, গোয়ালা, ফেরি ওয়ালা, শিল কাটাও, দিল্লীকা লাড্ডু, ছুরি কাঁচি ধার (শান) দেওয়া যন্ত্র, কাবলি ওয়ালা
  • সেপাই, পাইক, বরকন্দাজ, লাঠিয়াল
  • বাবু, পায়রার লড়াই, মুর্গা লড়াই,
  • কবিয়াল, কবিগান, যাত্রা, নাটক, বাইজী, খেমটা নাচ
  • ঠুংরি, টপ্পা, গজল, খেয়াল
  • মশক (মশা নয়, ভিস্তার জন্য এখানে লিখছি। অবশ্য মশার উপরও সরাসরি নিবন্ধ নেই, অথচ এডিস মশা আছে !)
  • কাঁথা (নক্সী কাঁথা ইত্যাদি)
অন্যান্য ভাষা