শচীন টেন্ডুলকার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভারতীয় পতাকা
Sachin Tendulkar
ভারত (IND)
চিত্র:Cricket no pic.png
ব্যাটিং এর ধরন ডানহাতি ব্যাটসম্যান (ডাহাব্যা)
বোলিং এর ধরন লেগ স্পিন গুগলি (LBG)

অফ স্পিন (OB)
ডান হাতি মিডিয়াম (RM)

টেষ্ট ক্রিকেট একদিনের আন্তর্জাতিক
ম্যাচ ১৩২ ৩৬৩
রান ১০৪৬৯ ১৪১৪৮
ব্যাটিং গড় ৫৫.৩৯ ৪৪.২১
১০০/৫০ ৩৫/৪১ ৩৯/৭২
সবচেয়ে বেশি রান ২৪৮* ১৮৬*
ওভার ৩৩৩০ ৭৩৪৯
উইকেট ৩৭ ১৪২
বোলিং গড় ৫১.১৬ ৪৩.৬২
৫ উইকেট প্রতি ইনিংস
১০ উইকেট প্রতি ম্যাচ নেই
সবচেয়ে ভাল বোলিং ৩/১৪ ৫/৩২
ক্যাচ/স্টাম্পিং ৮২/০ ১০৭/০

২২ আগস্ট, ২০০৬
সূত্র: [1]

শচীন রমেস টেন্ডুলকার (হিন্দি এবং মারাঠী: सचिन तेंडुलकर; জন্ম এপ্রিল ২৪, ১৯৭৩) একজন ভারতীয় ক্রিকেটার। যিনি টেষ্ট ক্রিকেট ও আন্তর্জাতিক একদিনের খেলায় সর্বোচ্চ সংখ্যক শতকের মালিক সহ বেশ কিছু বিশ্বরেকর্ড ধারণ করে আছেন। ২০০২ সালের উইসডেন এর একটি নিবন্ধে তাকে স্যার ডন ব্র্যাডম্যানের পরে বিশ্বের দ্বিতীয় সেরা টেষ্ট ক্রিকেটার[১]বলে অভিহিত করা হয়েছে। তিনি ১৯৯৭ - ১৯৯৮ সালের জন্য ভারতের খেলাধুলার সর্বোচ্চ পুরস্কার রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার এবং ১৯৯৯ সালে পদ্মাশ্রী পুরস্কার অর্জন করেন। টেন্ডুলকার ১৯৯৭ সালে বছেরে উইসডেন ক্রিকেটার ছিলেন।

[সম্পাদনা] পাদটিকা

  1. The Tribune http://www.tribuneindia.com/2002/20021214/sports.htm#4. Dec 14, 2002
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন
অন্যান্য ভাষা