পরমাণু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পরমাণু (Atom) রাসায়নিক মৌলের ক্ষুদ্রতম অংশ যার স্বাধীন অস্তিত্ব নাই (নিস্ক্রিয় গ্যাসের পরমাণু ব্যতিত), কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশ গ্রহণ করতে পারে তাকে পরমাণূ বলে।

সূচিপত্র

[সম্পাদনা] ইতিহাস

খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দিতে গ্রিক বিজ্ঞানী ডেমোক্রিটাস অভিমত প্রকাশ করেণ সকল পার্থিব পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য অংশ দ্বারা গঠিত। তিনি এ ক্ষুদ্র অংশের নাম দেন atoms। এ শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসেছেঃ a অর্থ না এবং tomos অর্থ ভাগ করা; তাই atomos শব্দের অর্থ যা আর ভাগ করা যায় না

[সম্পাদনা] পরমাণুবাদ

[সম্পাদনা] ডাল্টনের পরমাণুবাদ

[সম্পাদনা] রাদারফোর্ডের পরমাণুবাদ

রাদারফোর্ড প্রস্তাবিত পরমাণু মডেল
রাদারফোর্ড প্রস্তাবিত পরমাণু মডেল

[সম্পাদনা] নীল্‌স বোরের পরমাণুবাদ

বোর প্রস্তাবিত পরমাণুর মডেল
বোর প্রস্তাবিত পরমাণুর মডেল

[সম্পাদনা] পরমাণূর গঠন

পরমাণু কতিপয় মৌলিক কনিকা দ্বারা গঠিত। এই মৌলিক কনিকা গুলো হল ইলেকট্রন (Electron), প্রোটন(Proton), ও নিউট্রন(Neutron) পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন ও নিউট্রন। কেন্দ্রের চারিদিকে কতগূলো অনুমোদিত কক্ষপথে ইলেকট্রন গুলো ঘুরতে থাকে। পরমাণুর কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস (Nucleus)

[সম্পাদনা] ইলেকট্রন

[সম্পাদনা] প্রোটন

[সম্পাদনা] নিউট্রণ

[সম্পাদনা] পরমাণুতে ইলেকট্রন বিন্যাস