উস্‌মানীয় সাম্রাজ্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মানচিত্রে উস্‌মানীয় সাম্রাজ্য
মানচিত্রে উস্‌মানীয় সাম্রাজ্য

উস্‌মানীয় সাম্রাজ্য তুরস্ক ভিত্তিক উসমানীয় বংশ কর্তৃক ১৪শ শতকে প্রতিষ্ঠিত সাম্রাজ্য। উসমানীয় বংশের প্রতিষ্ঠাতা উসমান একটি ছোটোখাটো তূর্কী গোত্রের নেতা ছিলেন। এই গোত্রটি পরবর্তীতে অন্যান্য তূর্কী গোত্র গুলো কে পরাজিত করে নিজ প্রাধান্য প্রতিষ্ঠা করে। সেলজুক তুর্ক দের সাম্রাজ্যের পতনের মধ্য দিয়ে উস্‌মানীয়দের উত্থান ঘটে। প্রকৃত পক্ষে ২য় মুহাম্মদের শাসনামলে (১৪৫১-১৪৮১) অন্য সব তুর্কি গোত্র উস্‌মানীয়দের বশ্যতা স্বীকারে বাধ্য হয়। কালক্রমে মধ্যপ্রাচ্য,উত্তর আফ্রিকা, গ্রীস,বলকান অঞ্চল এবং প্রায় সমগ্র দক্ষিণ পূর্ব ইউরোপ এদের অধিকারে আসে। উসমানীয় সাম্রাজ্য যা অটোমান সাম্রাজ্য নামে পাশ্চাত্যে পরিচিত, প্রায় ৬০০ বছর ধরে টিকেছিল।এরা ছিলেন মুসলমান এবং উসমানীয় সম্রাটরা নিজেদের নামের সাথে খলিফা পদবী ব্যবহার করতেন। । বিংশ শতকের শুরুর দিকে,প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে আধুনিক তুরস্কের জন্মলাভের সাথে সাথে এই সাম্রাজ্যের যবনিকাপাত হয়।সর্বশেষ উস্‌মানীয় সম্রাট ছিলেন ষষ্ঠ মুহম্মদ (রাজত্বকাল, ১৯১৮-১৯২২)। তুর্কি জাতীয়তাবাদী কামাল আতাতুর্ক ১৯২২ সালে তাকে ক্ষমতাচ্যূত করেন। এরপর তুর্কি প্রজাতন্ত্র স্থাপিত হয় এবং তখন থেকেই আধুনিক তুরস্কের জন্ম।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন