ব্যবহারকারী আলাপ:বিবেকানন্দ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

In Bangla sometime verb change it's meaning depending on the sentence how it is used in the sentence. For example consider the bangla verb "dAnrA" দাঁড়া . The verb "dAnrA" দাঁড়া has "wait sense" when the

sentence carry temporal (time) sense. Examples: ১. তুই একটু দাঁড়া ২. তুই একসেকেন্ড দাঁড়া And the verb "dAnrA" দাঁড়া has "stand sense" when the sentence carry spacial (space or location) sense. Examples: ১. তুই রাস্তার পাশে দাঁড়া ২. তুই টেবিলের উপর দাঁড়া ও গ্লাসটা আমাকে দে Not only that, the verb "dAnrA" দাঁড়া also use idiomatic form in sentence. Example: ১. আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে


Similarly the verb দিওয়া have different sence. Example : ১. আমি সিনেমা হলে লাইন দিলাম ২. আমি লেখার নীচে লাইন দিলাম--বিবেকানন্দ ১১:০৬, ২৯ ডিসেম্বর ২০০৬ (UTC)BIBEKANANDA KUNDU, bibekananda.kundu@gmail.com

[সম্পাদনা] about uploading files

Hi, I have noticed that you have uploaded a pdf file containing (probably) your own original research in Bangla. However, wikipedia is not a place to store such personal files. This is strictly an encyclopedia. So I am afraid I will have to delete the file from wikipedia's server. Thanks for your understanding. --অর্ণব (আলাপ | অবদান) ১১:২৭, ২৯ ডিসেম্বর ২০০৬ (UTC)

[সম্পাদনা] ব্ল্যাক বোর্ড আরকিটেকচার (Black Board Architecture)

ব্ল্যাক বোর্ড আরকিটেকচার artificial intelligence এর একটি গুরুত্বপূর্ণ গবেষনার বিষয়৷

এই গবেষনাটি শুরু করা হয়েছিল একটি কঠিন সমস্যা সমাধানের জন্য নিযুক্ত agent দের মধ্যে তথ্যের আদান প্রদানের জন্য৷ ব্ল্যাক বোর্ড আরকিটেকচার নামকরণের অর্থ হল - দক্ষ বিশেষজ্ঞরা একটি ব্ল্যাক বোর্ডের সম্মুখে মিলিত হন একটি জটিল সমস্যা সমাধানের জন্য ৷ ব্ল্যাক বোর্ডকে তথ্য আদান প্রদানের মাধ্যম হিসাবে ব্যবহার করা হয় ৷ ব্ল্যাক বোর্ডের তথ্যগুলি কোনো ঘটনা ( fact) , সমস্যা সমাধানের ধারণা (assumption) , এবং সমস্যা সমাধানের সময় যে যে deduction করা হয়েছে তার কথা বর্ণণা করে ৷ বিভিন্ন দক্ষ বিশেষজ্ঞদের সমস্যা সমাধানের পদ্ধতি ও জ্ঞান বিভিন্ন হয় ৷ প্রত্যেক দক্ষ বিশেষজ্ঞরা ব্ল্যাক বোর্ডের তথ্যগুলি দেখেন এবং যদি সম্ভব হয় তাহলে সমস্যা সমাধানের তার জানা উপায় বা জ্ঞান ব্ল্যাক বোর্ডে দান করেন ৷ একজন নিয়ন্ত্রক থাকেন যিনি দক্ষ বিশেষজ্ঞদের সমাধানগুলিকে পর্যবেক্ষন করেন ৷ এবং কোন সমাধানটি বেশি গুরুত্বপূর্ণ তা নির্ণয় করেন ৷ যতক্ষন পর্যন্তনা সমস্যাটির সমাধান হচ্ছে ততক্ষন পর্যন্ত উপরের পদ্ধতিটি চলতে থাকে ৷ সমস্যা সমাধানের বিভিন্ন রকম পদ্ধতি গুলি হল : Rule-based systems Case-based systems Neural networks Fuzzy logic systems Genetic algorithms Legacy (traditional procedural) software systems ব্ল্যাক বোর্ড আরকিটেকচার নিম্নলিখিত গবেষণায় ব্যবহার করা হয় : Hearsay, speech understanding Cryptanalysis Threat assessment System design Curriculum design Linux operating system --বিবেকানন্দ ০৭:৩৪, ১ জানুয়ারি ২০০৭ (UTC)BIBEKANANDA KUNDU, bibekananda.kundu@gmail.com