কুর্ট গ্যোডেল
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কুর্ট গ্যোডেল (জার্মান ভাষায় Kurt Gödelকুয়াট্ গ্যোড্ল্, আইপিএ: kurt gøːdl) (২৮শে এপ্রিল, ১৯০৬, বেরনো, তৎকালীন অস্ট্রিয়া-হাংগেরি, বর্তমান চেক প্রজাতন্ত্র – ১৪ই জানুয়ারি, ১৯৭৮, প্রিন্সটন, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র) একজন যুক্তিবিদ, গণিতবিদ, ও গণিতের দার্শনিক।
গ্যোডেল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ যুক্তিবিদ। তাঁর কাজ বিংশ শতাব্দীর বৈজ্ঞানিক ও দার্শনিক চিন্তাধারায় অসামান্য প্রভাব ফেলে। গ্যোডেলের সমসাময়িক গণিতবিদ বার্ট্রান্ড রাসেল, আলফ্রেড হোয়াইটহেড ও ডেভিড হিলবার্ট যুক্তিবিদ্যা ও সেটতত্ত্বের সাহায্যে গণিতের ভিত্তি অনুধাবন করার চেষ্টা করছিলেন।
গ্যোডেল তাঁর দুটি অসম্পূর্ণতা উপপাদ্যের জন্য বিখ্যাত, যেগুলো তিনি মাত্র ২৫ বছর বয়সে, ইউনিভার্সিটি অফ ভিয়েনা থেকে ডক্টরেট পাওয়ার মাত্র এক বছরের মধ্যে, ১৯৩১ সালে প্রকাশ করেন।
চিত্র:Godel Einstein 1950.jpeg
আইএএস-এ(১৯৫০) গ্যডল এবং আইনস্টাইন