জর্জ অর্ওয়েল্
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জর্জ অর্ওয়েল্ (১৯০৩-১৯৫০) (আসল নামঃ এরিক আর্থার ব্লেয়ার) এক কালোত্তীর্ণ ইংরেজ সাহিত্যিক। তার দুটি উপন্যাস - এনিমেল ফার্ম ও নাইন্টিন্ এইটি-ফোর্ - বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থের তালিকায় স্থান পেয়েছে। তিনি আজীবন স্বৈরাচার ও একদলীয় মতবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। মাত্র ৪৬ বছর বয়সে যক্ষ্মারোগে মৃত্যুবরন করেন।
[সম্পাদনা] তার উল্লেখযোগ্য বই
- ডাউন এন্ড আউট ইন্ প্যারিস এন্ড লন্ডন (১৯৩৩)
- বার্মিজ ডেজ্ (১৯৩৪)
- দ্য রোড টু উইগান্ পিয়ের্ (১৯৩৭)
- হোমেজ্ টু ক্যাটালোনিয়া (১৯৩৮)
- এনিমেল ফার্ম (১৯৪৫)
- নাইন্টিন্ এইটি-ফোর্ (১৯৪৯)
অর্ওয়েল্ একজন চৌকষ প্রবন্ধকারও ছিলেন। তার রচিত প্রবন্ধ, চিঠি ও নিবন্ধসমূহ চার খন্ডে প্রকাশিত হয়।