কপিল দেব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভারতীয় পতাকা
Kapil Dev
ভারত (IND)
চিত্র:Cricket no pic.png
ব্যাটিং এর ধরন ডানহাতি ব্যাটসম্যান (ডাহাব্যা)
বোলিং এর ধরন ডান হাতি ফাস্ট-মিডিয়াম (RFM)
টেষ্ট ক্রিকেট একদিনের আন্তর্জাতিক
ম্যাচ ১৩১ ২২৫
রান ৫,২৪৮ ৩,৭৮৩
ব্যাটিং গড় ৩১.০৫ ২৩.৭৯
১০০/৫০ ৮/২৭ ১/১৪
সবচেয়ে বেশি রান ১৬৩ ১৭৫*
ওভার ৪,৬২৩.২ ১,৮৬৭
উইকেট ৪৩৪ ২৫৩
বোলিং গড় ২৯.৬৪ ২৭.৪৫
৫ উইকেট প্রতি ইনিংস ২৩
১০ উইকেট প্রতি ম্যাচ নেই
সবচেয়ে ভাল বোলিং ৯-৮৩ ৫-৪৩
ক্যাচ/স্টাম্পিং ৬৪/০ ৭১/০

৪ জুলাই, ২০০৫
সূত্র: [1]

কপিল দেব একজন ভারতীয় ক্রিকেট খেলোয়াড়। তিনি ভারতীয় জাতীয় ক্রিকেট দলের পক্ষে ১৩১টি টেস্ট ম্যাচ, ও ২২৫টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এছাড়া তিনি জাতীয় দলের অধিনায়ক হিসাবেও দায়িত্ব পালন করেন। তার অধিনায়কত্বে ভারত ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপ জয় করে।

অন্যান্য ভাষা