চট্টগ্রাম জেলা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রশাসনিক বিভাগ | চট্টগ্রাম | |
আয়তন (বর্গ কিমি) | ৫২৮২.৯৮ | |
জনসংখ্যা | মোট : ৬৫,৪৫,০৭৮ পুরুষ:৫২.১৬% মহিলা: ৪৭.৮৪% |
|
শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা: | বিশ্ববিদ্যালয়: ৪ কলেজ : ১০৩ মাধ্যমিক বিদ্যালয়: ৫৭৪ মাদ্রাসা : ২১৭ |
|
শিক্ষার হার | ৩৭.৮ % | |
বিশিষ্ঠ ব্যক্তিত্ব | সৈয়দ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, আবদুল করিম সাহিত্য বিশারদ, মাস্টারদা সূর্যসেন, মনিরজ্জামান ইসলামাবাদী, ডা. এম এ হাসেম | |
প্রধান শস্য | ধান, পান, আলু, ভুট্টা | |
রপ্তানী পণ্য | চা, চামড়া, শুটকি, তৈরী পোষাক |
চট্টগ্রাম জেলা বাংলাদেশের দক্ষিন-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।
সূচিপত্র |
[সম্পাদনা] ভৌগলিক সীমানা
চট্টগ্রাম জেলার উত্তরে ফেনী জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিনে কক্সবাজার জেলা, পূর্ব দিকে বান্দরবান, রাঙামাটি, ও খাগড়াছড়ি জেলা, এবং পশ্চিমে নোয়াখালী জেলা এবং বঙ্গোপসাগর অবস্থিত।
[সম্পাদনা] নদনদী
এখানকার প্রধান নদীর মধ্যে কর্ণফুলী নদী, হালদা নদী, সাঙ্গু নদী, এবং মুহুরী নদী উল্লেখযোগ্য।
[সম্পাদনা] প্রশাসনিক এলাকাসমূহ
চট্টগ্রাম জেলা ১৪টি উপজেলা (বর্তমানে থানা নামে পরিচিত) এবং চট্টগ্রাম শহর এলাকায় বিভক্ত। উপজেলা গুলো হলোঃ আনোয়ারা, বাঁশখালী, বোয়ালখালী, চন্দনাঈশ, ফটিকছড়ি, হাটহাজারী, লোহাগড়া, মীরসরাই, পটিয়া, রাঙ্গুনিয়া, রাউজান, সন্দ্বীপ, সাতকানিয়া, এবং সীতাকুন্ড। চট্টগ্রাম শহর এলাকা ৭টি থানার অধীনঃ চাঁদগাও, বন্দর, ডাবলমুরিং, কোতোয়ালী, পাহাড়তলী, পাঁচলাইশ, এবং নবগঠিত হালিশহর থানা।
[সম্পাদনা] ইতিহাস
চট্টগ্রামের প্রায় ৪৮টি নামের খোজ পাওয়া গেছে। এরমধ্যে রয়েছে রম্যভুমি, চাটিগা, চাতগাও, রোসাং, চিতাগঞ্জ, জাটিগ্রাম ইত্যাদি। চট্টগ্রাম নামের উৎপত্তি নিয়ে বিশেষজ্ঞদের মতভেদ রয়েছে। পণ্ডিত বার্নোলির মতে, আরবি "শ্যাত (খন্ড)" অর্থ বদ্বীপ, গাঙ্গ অর্থ গঙ্গা নদী এ থেকে চট্টগ্রাম নামের উৎপত্তি। অপর এক মত অনুসারে ত্রয়োদশ শতকে এ অঞ্চলে ইসলাম প্রচার করতে বার জন আউলিয়া এসেছিলেন, তাঁরা একটি বড় বাতি বা চেরাগ জ্বালিয়ে উঁচু জায়গায় স্থাপন করেছিলেন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় 'চাটি' অর্থ বাতি বা চেরাগ এবং 'গাঁও' অর্থ গ্রাম। এ থেকে নাম হয় 'চাটিগাঁও'। আবার এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্সের মতে এ এলাকার একটি ক্ষুদ্র পাখির নাম থেকে চট্টগ্রাম নামের উৎপত্তি।
[সম্পাদনা] অর্থনীতি
[সম্পাদনা] দর্শনীয় স্থান
চট্টগ্রাম জেলার ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানের মধ্যে রয়েছেঃ
- সীতাকুন্ড
- বাড়বকুন্ড
- পতেঙ্গা
- ফয়্স লেক
- কালুরঘাট
[সম্পাদনা] আনুসঙ্গিক নিবন্ধ
চট্টগ্রাম জেলা | ![]() |
---|---|
উপজেলা/থানাঃ আনোয়ারা | বাঁশখালী | বোয়ালখালী | চন্দনাঈশ | ফটিকছড়ি | হাটহাজারী | লোহাগড়া | মীরসরাই | পটিয়া | রাঙ্গুনিয়া | রাউজান | সন্দ্বীপ | সাতকানিয়া | সীতাকুণ্ড | | |
শহরাঞ্চল: আগ্রাবাদ | নাসিরাবাদ | পাথরঘাটা | নালাপাড়া | পতেঙ্গা | হালিশহর | পাঁচলাইশ | বহদ্দারহাট |
বাংলাদেশের বিভাগ এবং জেলা | ![]() |
---|---|
বরিশাল বিভাগ: বরগুনা | বরিশাল | ভোলা | ঝালকাঠি | পটুয়াখালী | পিরোজপুর | |
চট্টগ্রাম বিভাগ: বান্দরবান | ব্রাহ্মণবাড়িয়া | চাঁদপুর | চট্টগ্রাম | কুমিল্লা | কক্সবাজার | ফেনী | খাগড়াছড়ি | লক্ষ্মীপুর | নোয়াখালী | রাঙামাটি | |
ঢাকা বিভাগ: ঢাকা | ফরিদপুর | গাজীপুর | গোপালগঞ্জ | জামালপুর | কিশোরগঞ্জ | মাদারীপুর | মানিকগঞ্জ | মুন্সিগঞ্জ | ময়মনসিংহ | নারায়ণগঞ্জ | নরসিংদী | নেত্রকোনা | রাজবাড়ী | শরিয়তপুর | শেরপুর | টাঙ্গাইল | |
খুলনা বিভাগ: বাগেরহাট | চুয়াডাঙ্গা | যশোর | ঝিনাইদহ | খুলনা | কুষ্টিয়া | মাগুরা | মেহেরপুর | নড়াইল | সাতক্ষীরা | |
রাজশাহী বিভাগ: বগুড়া | দিনাজপুর | গাইবান্ধা | জয়পুরহাট | কুড়িগ্রাম | লালমনিরহাট | নওগাঁ | নাটোর | নবাবগঞ্জ | নিলফামারী | পাবনা | পঞ্চগড় | রাজশাহী | রংপুর | সিরাজগঞ্জ | ঠাকুরগাঁও | |
সিলেট বিভাগ: হবিগঞ্জ | মৌলভীবাজার | সুনামগঞ্জ | সিলেট |