লেসে-ফেয়ার
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লেসে-ফেয়ার অর্থনীতি সংক্রান্ত একটি প্রাথমিক ধারণা। এটি "লেসে ফেয়ার, লেসে আলের, লেসে পাসের" এই কথাটির সংক্ষিপ্ত রূপ ফ্রেঞ্চ ভাষায় যার অর্থ "করতে দাও, যেতে দাও, পাশ কাটাতে দাও"। ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগে এবং মধ্য ভাগ থেকে এই শব্দটি মুক্ত বাজার অর্থনীতির সমার্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ইংরেজি ভাষার জগতে এই শব্দের আবির্ভাব ১৭৭৪ সালে জর্জ হোয়াটলির লিখা "Principles of Trade" গ্রন্থে। এই শব্দটির সাধারণ অর্থ, ন্যূনতম সরকারী হস্তক্ষেপের কারণে যে ব্যবস্থায় ব্যক্তিগত প্রচেষ্টা এবং উৎপাদন ব্যবস্থার ব্যাপক স্বাধীনতা থাকে সেই ব্যবস্থাই সর্বোত্তম।
প্রাথমিক অর্থনৈতিক ধারণা - সম্পাদনা |
---|
ক্রমহ্রাসমান উৎপাদন বিধি (Law of Diminishing returns) • পুঁজি (Capital) • প্রান্ত (Margin) • প্রান্তিক উপযোগ (Marginal Utility) • বন্টনতত্ত্ব (Distribution theory) • ব্যষ্টিক অর্থশাস্ত্র (Microeconomics) • যোগান ও চাহিদা (Supply and Demand) • লেসে-ফেয়ার (Laissez-faire) • শ্রমবিভাগ (Division of Labor) • সমষ্টিক অর্থশাস্ত্র (Macroeconomics) |