কামার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রাচীন কামারশালার ছবি - একজন কামার হাতুড়ি পেটাচ্ছে, আরেকজন হাপর চালাচ্ছে
প্রাচীন কামারশালার ছবি - একজন কামার হাতুড়ি পেটাচ্ছে, আরেকজন হাপর চালাচ্ছে
কামার তপ্ত লৌহশলাকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাঁকাচ্ছে
কামার তপ্ত লৌহশলাকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাঁকাচ্ছে

কামার (সংস্কৃত কর্মকার) একটি প্রাচীন পেশা যার কাজ লোহার জিনিষপত্র তৈরী করা। কামারদের কারখানা ক্ষুদ্রশিল্পের আওতায় পড়ে। কামারের কর্মস্থলকে বলে কামারশালা। কামারশালায় হাপর দিয়ে কয়লার আগুন-কে উস্কে রাখা হয়। এই আগুনে লোহা গরম করে তাকে পিটিয়ে বিভিন আকারের জিনিষ তৈরী হয়।

অন্যান্য ভাষা