আপার্টহাইট
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আপারঠাইট বলতে ১৯৪৮ থেকে ১৯৯৪ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা কর্তৃক গৃহীত বর্ণ-বৈষম্য মূলক নীতিকে বোঝানো হয়। দক্ষিণ আফ্রিকার ভাষায় আপারঠাইট কথাটির অর্থ পৃথগবাসন বা জাতিগত পার্থক্যের উপর ভিত্তি করে পৃথক আবাসন ব্যবস্থা। শ্বেতাঙ্গ শাসিত সরকার এসময় আইন করে দক্ষিণ আফ্রিকার অধিবাসীদের কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ, ভারতীয়, বর্ণসংকর, ইত্যাদি বর্ণে ভাগ করে এবং মূলত অশ্বেতাঙ্গদের বাসস্থান নির্বাচনের অধিকার, যাতায়াতের অধিকার, বিভিন্ন রাজনৈতিক থেকে বঞ্চিত করে।
[সম্পাদনা] ইতিহাস
১৯৩০ সালে প্রথম এই শব্দের উত্পত্তি হয় এবং ৪০ এর দশকের শুরু থেকে দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল পার্টি রাজনৈতিক শ্লোগানে এই শব্দটি ব্যবহার শুরু করে। তবে শব্দটির সাথে জড়িত যে নীতি তার উদ্ভব আরো আগে। ১৬৫২ সালে দক্ষিণ আফ্রিকা তে শ্বেতাঙ্গ মানুষের বসতি স্থাপন শুরুর সাথে সাথে এই নীতির প্রচলন শুরু হয়। দক্ষিণ আফ্রিকার সংখ্যাগরিষ্ঠ কৃষ্ণাঙ্গ জনতা বহু বছর ধরে এই আপারঠাইট এর বিরোধিতা করে আসছে। ১৯৭৬ সালে, সোয়েটো শহরের কৃষ্ণাঙ্গ শিশুদের কে শ্বেতাঙ্গদের ভাষা আফ্রিকান্স্ শিখানোর উদ্যোগ নেয়া হলে ব্যাপক দাঙ্গা শুরু হয়। এই দাঙ্গা নানা রূপে দেশটি তে ছড়িয়ে পড়ে এবং পরবর্তী ১৪ বছর ধরে অব্যাহত থাকে। অবশেষে এই বিতর্কিত আইন তুলে নেয়া হয়।