টরন্টো ট্রানজিট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

টরন্টো ট্রানজিট কমিশন বা টি.টি.সি হচ্ছে কানাডার ওন্টারিও প্রভিন্সের রাজধানী শহর টরন্টোর জন পরিবহন সংস্থা। ভূ-উপরিস্থিত বাস সার্ভিস, ট্রাম, রেল এবং পাতাল রেল সমন্বয়ে এই সংস্থা মেট্রো টরন্টোর একমাত্র রাষ্ট্রীয় জন পরিবহন সংস্থা।

নগর কর্তৃপক্ষ ১৮৬১ সালে প্রথম স্ট্রীট রেলওয়ে অনুমোদন দেয়। ১৯২০ সালে এক প্রভিন্সিয়াল আইনের মাধ্যমে টরোন্টো ট্রান্সর্পোটেশন কমিশন বা টিটিসি’র জন্ম নেয়। এই কমিশন ১৯২১ সালে শহরের ৯টি ভিন্ন ভিন্ন সার্ভিসকে একীভূত করে। এরপর ১৯২১ হতে ১৯৫৩ সালের মধ্যে টিটিসি ৩৫ টি নূতন রুটের সৃষ্টি করে এবং ২০টি রুটকে বাড়িয়ে নেয়। এছাড়াও টিটিসি ২৩ টি উপ-শহরীয় সার্ভিস চালু করেছিল।

বিংশ শতাব্দীর মহামন্দা (দ্য গ্রেট ডিপ্রেশন) এবং দ্বিতীয় বিশ্ব যুদ্ধ পৌর কর্তৃপক্ষকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দিয়েছিল। এই পরিস্থিতিতেও টরোন্টোর একমাত্র জন পরিবহন ব্যবস্থা দ্রুত বেড়ে উঠছিল। এর চমৎকার প্রকাশ হলো শহরের ইয়ং ষ্টেশন হতে এগলিনটন পর্যন্ত পাতাল রেল বা সাবওয়ের নির্মাণ। এইটিই টরোন্টোর প্রথম সাবওয়ে সার্ভিস যা চালু হয়েছিল ১৯৫৪ সালে। ১৯৫৪ সালের ১ জানুয়ারী টরোন্টো ট্রান্সর্পোটেশন কমিশন বা টিটিসি’র নূতন নামকরণ করা হয় টরোন্টো ট্রানজিট কমিশন। এই সময় হতে টরোন্টো ট্রানজিট কমিশন বা টিটিসি’কে মেট্রোপলিটন টরোন্টো কর্তৃপক্ষের অধীক্ষেত্রাধীন করা হয়। এই সময় অর্থাৎ ১৯৫৪ সালে পূর্বতন সংস্থার দায়-দেনা সহ ৪ টি স্বাধীনভাবে পরিচালিত উপ-শহরীয় বাস সার্ভিসকে অধিভুক্ত করা হয়। ১৯৫৪ সাল হতেই টিটিসি মেট্রোপলিটন টরোন্টো’র একমাত্র জনপরিবহন ব্যবস্থায় পরিনত হয়।

[সম্পাদনা] তথ্য উৎসঃ

সিটি অব টরোন্টো ওয়েবসাইট

[সম্পাদনা] আরও দেখুন

উত্তর আমেরিকার দ্রুত পরিবহন ব্যবস্থাসমূহ সম্পাদনা

কানাডা: ক্যালগারি সি-ট্রেন (CTrain)  • এডমন্টন ট্রানজিট সিস্টেম (Edmonton LRT)  • মন্ট্রিয়াল মেট্রো (Montreal Metro )  • অটোয়া ও-ট্রেন (O-Train )  • টরোন্টো সাবওয়ে (Toronto subway/RT )  • ভ্যানকুভার স্কাইট্রেন (SkyTrain )  • ভিভা ইয়র্ক (Viva York ) | মেক্সিকো: গুয়াদালাহারা মেট্রো (Guadalajara Metro)  • মেক্সিকো সিটি মেট্রো (Mexico City Metro)  • [[সোচিমিলকো ট্রাম] (Xochimilco tren ligero)  • মোন্তেরেই মেট্রো (Monterrey Metro) | মার্কিন যুক্তরাষ্ট্র: মেট্রোপলিটান আটলান্টা র‌্যাপিড ট্রানজিট অথরটি (MARTA)  • বল্টিমোর মেট্রো সাবওয়ে (Baltimore Metro Subway)  • ম্যাসাচুসেটস বে ট্রান্সপোর্টেশন অথরটি (Massachusetts Bay Transportation Authority)  • বাফেলো মেট্রো রেল (Buffalo Metro Rail )  • শিকাগো ট্রানজিট অথরিটি (Chicago Transit Authority)  • সিনসিন্যাটি সাবওয়ে (Cincinnati Subway)  • ক্লিভল্যান্ড র‌্যাপিড ট্রানজিট (Cleveland Rapid Transit)  • ডালাস এরিয়া র‌্যাপিড ট্রানজিট (Dallas Area Rapid Transit)  • ডিট্রয়েট পিপল মুভার (Detroit People Mover)  • মেট্রোরেল (টেক্সাস) (METRORail)  • জ্যাকসনভিল স্কাইওয়ে (Jacksonville Skyway)  • লাস ভেগাস মনোরেল (Las Vegas Monorail)  • মেট্রোপলিটান এরিয়া এক্সপ্রেস (Metropolitan Area Express)  • লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেট্রো রেল (Los Angeles County Metro Rail)  • মেট্রোরেল (ফ্লোরিডা) (Metrorail)  • মেট্রোমুভার (Metromover)  • মরগানটাউন পার্সোনাল র‌্যাপিড ট্রানজিট (Morgantown Personal Rapid Transit)  • নিওয়ার্ক লাইট রেল (Newark City Subway)  • এয়ার ট্রেন নিওয়ার্ক (AirTrain Newark)  • নিঊ ইয়র্ক সিটি সাবওয়ে (New York City Subway)  • স্টেটেন আইল্যান্ড রেলওয়ে (Staten Island Railway)  • জেএফকে এক্সপ্রেস (AirTrain JFK)  • পোর্ট অথরিটি ট্রান্স-হাডসন (PATH)  • সাউথ-ইস্টার্ন পেনসিলভেনিয়া ট্রান্সপোর্টেশন অথরিটি (SEPTA)  • নরিসটাউন হাই-স্পিড লাইন (Norristown High Speed Line)  • পাটকো স্পিডলাইন (PATCO Speedline)  • পোর্ট অথরিটি অফ আলেগেনি কাউন্টি (Port Authority of Allegheny County)  • ইউটিএ ট্র‌্যাক্স (UTA TRAX)  • সান ফ্রান্সিসকো মিউনিসিপাল রেলওয়ে (MUNI)  • বে এরিয়া র‌্যাপিড ট্রানজিট (BART)  • ট্রেন উর্বানো (Tren Urbano)  • সিয়্যাটল সেন্টার মনোরেল (Seattle Center Monorail)  • সিয়ু সিটি এলেভেটেড রেলওয়ে (Sioux City Elevated Railway)  • সেন্ট লুইস মেট্রোলিংক (St. Louis Metrolink)  • ওয়াশিংটন মেট্রো (Washington Metro)  • কংগ্রেশনাল সাবওয়ে (Congressional Subway)