প্রবেশদ্বার:ভাষা ও ভাষাবিজ্ঞান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পৃথিবীর কথ্য ভাষাসমূহ

চীনা ভাষাহিন্দি ভাষাস্পেনীয় ভাষাইংরেজি ভাষাইন্দোনেশীয় ভাষামালয় ভাষাআরবি ভাষাপর্তুগিজ ভাষাবাংলা ভাষারুশ ভাষাফরাসি ভাষাজাপানি ভাষাজার্মান ভাষাপাঞ্জাবি ভাষাকোরীয় ভাষাজাভানীয় ভাষাফার্সি ভাষাভিয়েতনামীয় ভাষাতেলুগু ভাষামারাঠি ভাষাতুর্কি ভাষাইতালীয় ভাষাপোলীয় ভাষাইউক্রেনীয় ভাষাগুজরাতি ভাষা আরও...

ভাষাবিজ্ঞান

ভাষা  • পৃথিবীর ভাষাসমূহ  • লিখন পদ্ধতি  • পৃথিবীর লিখন পদ্ধতিসমূহ  • প্রতীকী ভাষা

তথ্য আহরণ

ক্ষেত্রানুসন্ধানমূলক ভাষাবিজ্ঞানভাষাংশ ভাষাবিজ্ঞান

তত্ত্বীয় ভাষাবিজ্ঞান

ধ্বনিতত্ত্বধ্বনিবিজ্ঞানরূপমূলতত্ত্বরূপধ্বনিতত্ত্ববাক্যতত্ত্বসঞ্জননী ব্যাকরণঅর্থবিজ্ঞানবর্ণনামূলক/এককালিক ভাষাবিজ্ঞান

ভাষা, পরিবেশ ও সমাজ

প্রয়োগতত্ত্বঅধিবাচন বিশ্লেষণব্যবহারিক ভাষাবিজ্ঞানসমাজভাষাবিজ্ঞাননৃতাত্ত্বিক ভাষাবিজ্ঞানজাতিভাষাবিজ্ঞান

ঐতিহাসিক ভাষাবিজ্ঞান

ভাষা পরিবারসমূহতুলনামূলক ভাষাবিজ্ঞানব্যুৎপত্তিব্যক্তিগত ভাষার বিবর্তনতত্ত্বস্থান-নাম তত্ত্ব

ফলিত ভাষাবিজ্ঞান

উপভাষাতত্ত্বভৌগলিক ভাষাবিজ্ঞানমনোভাষাবিজ্ঞানঅভিধানবিজ্ঞানগণনামূলক ভাষাবিজ্ঞানমাতৃভাষা অর্জনদ্বিতীয় ভাষা অর্জনবহুভাষিকতাআদালতি ভাষাবিজ্ঞানচিকিৎসা ভাষাবিজ্ঞানভাষানুবাদভাষা পরিকল্পনাভাষাতাত্ত্বিক শ্রেণীকরণবিদ্যাশিক্ষামূলক ভাষাবিজ্ঞানস্নায়ুভাষাবিজ্ঞান

ইতিহাস

ভাষার উৎসভাষাবিজ্ঞানের ইতিহাস

ভাষাবিজ্ঞান ও সাহিত্য

সাংস্কৃতিক ভাষাতত্ত্বশৈলীবিজ্ঞানছন্দোবিজ্ঞানঅলংকারশাস্ত্র

অন্যান্য

ভাষাবিজ্ঞানীদের জীবনীযেসব সমস্যার সমাধান হয়নিভাষাবিজ্ঞান পরিভাষাসংকেতবিজ্ঞান

প্রখ্যাত ভাষাবিজ্ঞানী

ফের্দিনঁ দ্য সোস্যুরএডওয়ার্ড স্যাপিরলিওনার্ড ব্লুমফিল্ডনোম চম্‌স্কিইয়াকপ গ্রিম • ভিল্‌হেল্ম গ্রিম • জন ল্যাংশ অস্টিন • ফ্রান্ত্‌স্‌ বপ • কার্ল ব্যুলার • কনরাড ডুডেন • গট্‌লপ ফ্রেগে • পল গ্রাইস• লুই হিয়েল্ম্‌স্লেভ • রোমান ইয়াকপ্‌সন • পাউল লোরেন্ত্‌সেন • মার্টিন লুথার • চার্লস পিয়ার্স • সিল্‌ভেস্ত্র্‌ দ্য সাসি • জন সার্ল • নিকোলাই ত্রুবেৎস্‌কোয় • বেঞ্জামিন হোর্ফ • লুটভিক ভিট্‌গেনস্টাইন • লুটভিক ৎসামেন্‌হফ •

ভাষা

ভাষা (ইংরেজি Language) মানুষের মস্তিষ্কজাত একটি মানসিক ক্ষমতা যা বাকসংকেতে রূপায়িত (ধ্বনিভিত্তিক বা লৈখিক রূপে) হয়ে একই সমাজের মানুষের মধ্যে যোগাযোগ স্থাপনে সহায়তা করে। ভাষার কতটুকু মানুষের কোন জন্মগত বৈশিষ্ট্য আর কতটুকু পরিবেশনির্ভর যে ব্যাপারে আধুনিক ভাষাবিজ্ঞানীদের মতভেদ আছে। ধারণা করা হয়, ভাষা একান্তই একটি মানবিক বৈশিষ্ট্য; মানুষ ছাড়া আর কোন প্রাণী ভাষা ব্যবহার করে না। প্রতিটি মানুষ ভাষা আয়ত্ত করার সহজাত বৈশিষ্ট্য নিয়ে জন্ম নেয় এবং ঐ মানুষটি যে নির্দিষ্ট ঐতিহাসিক পর্যায়ের নির্দিষ্ট ভৌগলিক পরিবেশ-বেষ্টিত ভাষিক সমাজের অন্তর্গত, সেই সমাজে সে দৈনন্দিন ভাষাপ্রয়োগের মাধ্যমে তার নিজস্ব ভাষাজ্ঞান বিকশিত করে।

ভাষাবিজ্ঞান

ভাষাবিজ্ঞান (ইংরেজি Linguistics) বলতে একটি সংশ্রয় (system) হিসেবে ভাষার প্রকৃতি, গঠন, ঔপাদানিক একক ও এর যেকোন ধরনের পরিবর্তন নিয়ে গবেষণাকে বোঝায়। যাঁরা এই গবেষণায় রত, তাঁদেরকে বলা হয় ভাষাবিজ্ঞানী (Linguist)।