মাইকেল মধুসূদন দত্ত
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪ - জুন ২৯,১৮৭৩) উনিশ শতকের একজন বাঙালি কবি। বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা বা সনেটের এবং অমিত্রাক্ষর ছন্দের প্রচলন করার জন্য তিনি বিখ্যাত। কপোতাক্ষ নদ তাঁর বিখ্যাত চতুর্দশপদী কবিতা।
মাইকেলের জন্ম হয় যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামের এক হিন্দু পরিবারে। পরবর্তীতে হিন্দু (পরে নাম প্রেসিডেন্সী) কলেজে পড়ার সময় তিনি খ্রীস্টান ধর্ম গ্রহন করেন। ইংরাজীতে মহাকাব্য লিখতে উদ্যত মধুসূদনকে বাংলায় লিখতে অনুপ্রেরণা যুগিয়েছিলেন বেথুন সাহেব। ধনী পিতার সন্তান হয়েও তিনি পৈত্রক সম্পদে বঞ্চিত হন। ফরাসীদেশে থাকাকালীন অর্থাভাবগ্রস্থ মধুসূদনকে টাকা পাঠিয়ে সাহায্য করতেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
সূচিপত্র |
[সম্পাদনা] মাইকেলের উল্লেখযোগ্য সাহিত্য কর্ম:
- মেঘনাদ বধ কাব্য,
- তিলোত্তমা সম্ভব
- দি ক্যাপটিভ লেডী
- ব্রজাঙ্গনা
[সম্পাদনা] নাটক
- শর্মিষ্ঠা
- কৃষ্ণকুমারী
- পদ্মাবতী
[সম্পাদনা] প্রহসন:
- বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
- একেই কি বলে সভ্যতা
[সম্পাদনা] সমাধি লিখন
মাইকেল দত্তর সমাধিস্থলে নিচের এই কবিতা টি মুদ্রিতঃ
দাড়াও পথিক, জন্ম যদি তব বঙ্গে!
তিষ্ঠ ক্ষনকাল!
এসমাধি স্থলে
(জননীর কোলে শিশু লভয়ে
যেমতি বিরাম)মহীর পদে মহা নিদ্রাবৃত
দত্ত কূলদ্ভব কবি শ্রীমধু সূদন!
কবি তার জীবনের শেষ দিন গুলো তে এসে জন্মভুমির প্রতি তার ভালবাসার চিনহ রেখে গেছেন।
বিষয়
বাংলার ইতিহাস • ব্রিটিশ রাজ • বাংলা সাহিত্য • বাংলা কবিতা • বাংলা সঙ্গীত • ব্রাহ্ম সমাজ • এশিয়াটিক সোসাইটি • ফোর্ট উইলিয়াম কলেজ • ইয়ং বেঙ্গল সোসাইটি • ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েসন • স্বদেশী • সত্যাগ্রহ • তত্ত্ববোধিনী পত্রিকা • সুলভ সমাচার • আনন্দ বাজার পত্রিকা • জোড়াসাঁকোর ঠাকুর পরিবার • রবীন্দ্র সঙ্গীত • শান্তিনিকেতন • বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় • কাজী নজরুল ইসলামের রচনা সমগ্র • বঙ্গীয় সাহিত্য পরিষদ • সংবাদ প্রভাকর
ব্যক্তিত্ব
রাজা রামমোহন রায় • রামকৃষ্ণ পরমহংস • ডিরোজিও • দেবেন্দ্রনাথ ঠাকুর • কেশব চন্দ্র সেন • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর • জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বিটন • মাইকেল মধুসূদন দত্ত • রাজনারায়ণ বসু • দ্বারকানাথ গাঙ্গুলী • অক্ষয় কুমার দত্ত • হরিশ চন্দ্র মুখার্জী • শম্ভূনাথ পণ্ডিত • দ্বারকানাথ বিদ্যাভূষণ • কাদম্বিনী গাঙ্গুলী • অঘোর নাথ গুপ্ত • গিরিশ চন্দ্র সেন • শরৎচন্দ্র চট্টোপাধ্যায় • বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় • শ্রী অরবিন্দ • স্বামী বিবেকানন্দ • রবীন্দ্রনাথ ঠাকুর • কাজী নজরুল ইসলাম • সত্যেন্দ্রনাথ ঠাকুর • রাম চন্দ্র বিদ্যাবাগীশ • রামেন্দ্রসুন্দর ত্রিবেদী