ওপেন বিএসডি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ওপেন বিএসডি (OpenBSD) মুলত বিএসডি ভিত্তিক অপারেটিং সিস্টেম যা অনেকটাই ইউনিক্স (UNIX) এর মত। এটি নিরাপত্তা, নির্ভুলতা, ব্যবহার এবং স্বাধীনতা এ কয়েকটি মূলনীতি অনুসরণ করে। ওপেন বিএসডি এর জনকরা দেখিয়েছেন যে নির্ভুল কোডিং অধিকতর নিরাপত্তা নিশ্চিত করে। অ্যাডোবি (Adobe) এর মত বড় প্রতিষ্ঠান ও এখন ওপেন বিএসডি এর উপর নির্ভরশীল। ওপেন বিএসডি এর মূল জনক থিও ডি রাড।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন