থেটিস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

থেটিস সাগরের প্রচীনতম দেবতা নেরেউসের কন্যা এবং গ্রীক পুরাণে বর্ণিত পঞ্চাশ সাগরপরী নেরাইডদের (Nereids) অন্যতম। গ্রীক বীর অ্যাকিলিস তার পুত্র । পূরাণে অনু্যায়ী সমুদ্র পরীরা অ্যাকিলিসের মৃত্যু সম্পর্কে ভবিষ্যতবানী করলে থেটিস অ্যাকিলিসকে অক্ষয় রাখার জন্য স্টিক্স নদীতে চুবিয়ে নেন কিন্তু তার গোড়ালি ধরে থাকায় অ্যাকিলিসের পায়ের ঐ অংশটি অরক্ষিত থেকে যায়। ঐ স্থানে আঘাতের ফলে অ্যাকিলিসের মৃত্যু হয়।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন
অন্যান্য ভাষা