সৌমিত্র চট্টোপাধ্যায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সৌমিত্র চট্টোপাধ্যায়(জন্ম জানুয়ারি ১৯, ১৯৩৫)একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা। সৌমিত্র চট্টোপাধ্যায় বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ৩৪টি সিনেমার ভিতর ১৪টিতে অভিনয় করেছেন ।

সৌমিত্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাহিত্য নিয়ে পড়াশোনা করেন । ১৯৫৯ সালে তিনি প্রথম সত্যজিৎ রায়ের পরিচালনায় অপুর সংসার ছবিতে অভিনয় করেন । পরবর্তী কালে তিনি মৃণাল সেন, তপন সিংহ, অজয় করের মত পরিচালকদের সাথেও কাজ করেছেন । তাঁর অভিনীত চরিত্রগুলির ভিতরে সবথেকে জনপ্রিয় হল ফেলুদা। তিনি সত্যজিৎ রায়ের পরিচালনায় সোনার কেল্লা এবং জয় বাবা ফেলুনাথ ছবিতে ফেলুদার ভূমিকায় অভিনয় করেছেন ।

সিনেমা ছাড়াও তিনি বহু নাটক, যাত্রা, এবং টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন ।

অভিনয় ছাড়া তিনি নাটক ও কবিতা লিখেছেন,পরিচালনা করেছেন । তিনি একজন খুব উঁচুদরের আবৃত্তিকার ।

[সম্পাদনা] পুরস্কার

সৌমিত্র চট্টোপাধ্যায় ফ্রান্সের সর্বোচ্চ সম্মান 'Officier des Arts et Metiers' পেয়েছেন । সত্তরের দশকে তিনি পদ্মশ্রী পান কিন্তু তিনি তা গ্রহন করেননি । পরবর্তী কালে তিনি পদ্মভূষণ পুরস্কার লাভ করেন ।

[সম্পাদনা] ছবির তালিকা

  • অপুর সংসার, ১৯৫৯
  • ক্ষুধিত পাষাণ, ১৯৬০
  • দেবী, ১৯৬০
  • তিনকন্যা, ১৯৬১
  • পুনশ্চ, ১৯৬১
  • ঝিন্দের বন্দী, ১৯৬১
  • অতল জলের আহ্বান, ১৯৬২
  • অভিযান, ১৯৬২
  • সাত পাকে বাঁধা, ১৯৬৩
  • চারুলতা, ১৯৬৪
  • কাপুরুষ, ১৯৬৫
  • কাঁচ কাটা হীরে, ১৯৬৫
  • একটুকু বাসা, ১৯৬৫
  • আকাশ কুসুম, ১৯৬৫
  • প্রস্তর স্বাক্ষর, ১৯৬৭
  • মহাশ্বেতা, ১৯৬৭
  • বাঘিনী, ১৯৬৮
  • তিন ভুবনের পরে ১৯৬৯
  • পরিণীতা, ১৯৬৯
  • অপরিচিত, ১৯৬৯
  • বাক্স বদল, ১৯৭০
  • অরণ্যের দিনরাত্রি, ১৯৭০
  • মাল্যদান, ১৯৭১
  • খুঁজে বেড়াই, ১৯৭১
  • স্ত্রী, ১৯৭২
  • বসন্ত বিলাপ, ১৯৭৩
  • অশনি সংকেত, ১৯৭৩
  • সোনার কেল্লা, ১৯৭৪
  • সঙ্গিনী, ১৯৭৪
  • অসতী, ১‌৯৭৪
  • যদি জানতেম, ১৯৭৪
  • সংসার সীমান্তে, ১৯৭৪
  • দত্তা, ১৯৭৬
  • জয় বাবা ফেলুনাথ, ১৯৭৮
  • নৌকাডুবি, ১৯৭৯
  • দেবদাস, ১৯৭৯
  • গণদেবতা, ১৯৭৯
  • হীরক রাজার দেশে, ১৯৮০
  • খেলার পুতুল, ১৯৮১
  • অমর গীতি, ১৯৮৩
  • কোণি, ১৯৮৪
  • ঘরে বাইরে, ১৯৮৪
  • শ্যাম সাহেব, ১৯৮৬
  • একটি জীবন, ১৯৮৭
  • ন্যুইট বেঙ্গলি লা (Nuit Bengali, La), ১৯৮৮
  • গণশত্রু , ১৯৮৯
  • শাখাপ্রশাখা, ১৯৯০
  • তাহাদের কথা, ১৯৯২
  • মহাপৃথিবী, ১৯৯২
  • হুইল চেয়ার, ১৯৯৪
  • উত্তরণ, ১৯৯৪
  • সোপাণ, ১৯৯৪
  • বৃন্দাবন ফিল্ম স্টুডিয়োজ (Vrindavan Film Studios), ১৯৯৬
  • অসুখ, ১৯৯৯
  • পারমিতার একদিন, ২০০০
  • দেখা, ২০০১
  • সাঁঝবাতির রূপকথারা, ২০০২
  • আবার অরণ্যে, ২০০২
  • পাতালঘর, ২০০৩
  • Schatten der Zeit, ২০০৪
  • ফালতু, ২০০৫
  • নিশিযাপন, ২০০৫
  • ১৫ পার্ক অ্যভিনিউ, ২০০৫
  • দ্য বঙ কানেকশন, ২০০৬

এই তালিকাটি অসম্পূর্ণ