পেট্রল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বহুল ব্যবহৃত জীবাষ্ম জ্বালানী। প্রাকৃতিক ভাবে পাওয়া ক্রুড অয়েল হতে পরিশোধনের মাধ্যমে পাওয়া যায়। এটি যুক্তরাষ্ট্রে গ্যাসোলিন নামে পরিচিত। আধুনিক নিশ:ব্দ ও ছোট গাড়ির প্রায় সব গুলোই পেট্রল/অকটেন চালিত। এটি ডিজেল অপেক্ষা দামি আবার অকটেন হতে সামান্য কম দামি। পেট্রল চালিত গাড়ি অকটেন ব্যবহার করতে পারে কিন্তু ডিজেল ব্যবহার করতে পারেনা।