আর্মেনীয় গীর্জা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আর্মেনীয় গীর্জা পুরানো ঢাকার একটি প্রাচীন খ্রিস্ট ধর্মের উপাসনালয়। এটি ১৭৮১ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এটি পুরানো ঢাকার আর্মানীটোলায় অবস্থিত।
ব্যবসা-বাণিজ্যের প্রয়োজনে অষ্টাদশ ও উনবিংশ শতকে ঢাকায় অনেক আর্মেনীয় ব্যক্তির আগমণ ঘটে। গীর্জা নির্মানের পূর্বে ঐ স্থানে ছিলো আর্মেনীয়দের একটি কবরস্থান। এই গীর্জার জন্য জমি দান করেন আগা মিনাস ক্যাটচিক।
১৮৮০ সালে আর্থিক অনটনে পড়ে গীর্জার ঘণ্টাটি বাজানো বন্ধ করে দেয়া হয়। ১৮৯৭ সালের ভুমিকম্পে গীর্জার ঘড়িঘর বিধ্বস্ত হয়।
গীর্জার অঙ্গনে আর্মেনীয়দের কবরস্থান অবস্থিত।
[সম্পাদনা] তথ্যসূত্র
- মুনতাসির মামুন, "ঢাকা - স্মৃতি বিস্মৃতির নগরী", পৃ ৩১, আগামী প্রকাশনী, ঢাকা।