অনিল চট্টোপাধ্যায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অনিল চট্টোপাধ্যায় (জন্ম ১৯২৮) একজন বিখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা । তিনি সত্যজিৎ রায়, তপন সিংহ এবং ঋত্বিক ঘটকের মত খ্যাতনামা বাঙালি পরিচালকদের সাথে কাজ করেছেন । তিনি কিছু হিন্দি ছবিতেও কাজ করেছেন ।

[সম্পাদনা] অভিনীত ছবি

  • নাগরিক (চলচ্চিত্র) (১৯৫২)
  • যোগ বিয়োগ (চলচ্চিত্র) (১৯৫৩)
  • সাজঘর (১৯৫৫)
  • অসবর্ণ (১৯৫৬)
  • উল্কা (চলচ্চিত্র) (১৯৫৭)
  • পুর্ণমিলন (১৯৫৭)
  • অযান্ত্রিক (চলচ্চিত্র) (১৯৫৮)
  • রাজলক্ষ্মী ও শ্রীকান্তু (চলচ্চিত্র) (১৯৫৮)
  • মরুতীর্থ হিংলাজ (১৯৫৯)
  • দীপ জ্বেলে যাই (১৯৫৯)
  • মেঘে ঢাকা তারা (১৯৬০)
  • দেবী (চলচ্চিত্র) (১৯৬০)
  • তিন কন্যা (চলচ্চিত্র) (১৯৬১)
  • কোমল গান্ধার (১৯৬১)
  • রক্ত পলাশ, (১৯৬২)
  • কাঞ্চনজঙ্ঘা (চলচ্চিত্র) (১৯৬২)
  • বন্ধন (১৯৬২)
  • নির্জন সৈকতে (১৯৬৩)
  • মহানগর (চলচ্চিত্র) (১৯৬৩)
  • জতুগৃহ (১৯৬৪)
  • অশান্ত ঘূর্ণি (১৯৬৪)
  • সন্ধ্যা দীপের শিখা (১৯৬৪)
  • জায়া (চলচ্চিত্র)(১৯৬৫)
  • ফারার (১৯৬৫)
  • সন্নাটা (১৯৬৬)
  • মহাশ্বেতা (১৯৬৭)
  • পঞ্চশর (১৯৬৮)
  • সমান্তরাল (চলচ্চিত্র) (১৯৭০)
  • সাগিনা মাহাতো (১৯৭০)
  • খুঁজে বেড়াই (১৯৭১)
  • বন পলাশীর পদাবলী (১৯৭৩)
  • সাগিনা (১৯৭৪)
  • ছন্দপতন (১৯৭৪)
  • অমানুষ (চলচ্চিত্র) (১৯৭৫)
  • টুসি (১৯৭৮)
  • হীরে মানিক (১৯৭৯)
  • চোখ (চলচ্চিত্র) (১৯৮৩)
  • পরমা (১৯৮৪)
  • পার (১৯৮৪)
  • আনকহি (১৯৮৫)
  • আজ কা রবিনহুড (১৯৮৭)
  • এক দিন অচানক (১৯৮৯)

এই তালিকাটি অসম্পূর্ণ হতে পারে

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন
অন্যান্য ভাষা