জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
![]() Latin: Jahangirnagar University |
|
স্থাপিত | ১৯৭০ |
---|---|
ধরণ | পাবলিক বিশ্ববিদ্যালয় |
আচার্য | অধ্যাপক ডঃ ইয়াজুদ্দিন আহমেদ |
উপাচার্য | ড. এম মুস্তাহিদুর রাহমান |
ডীন | ৪ |
প্রাক্তন | www.jualumni.net |
অবস্থান | ঢাকা, বাংলাদেশ |
ঠিকানা | সাভার, ঢাকা |
দূরালাপনী | ৭৭০৮৪৭৮-৮৫ |
ক্যাম্পাস | ৬৯৭.৫৬ একর |
ওয়েবসাইট | www.juniv.edu |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি) বাংলাদেশ-এর একমাত্র আবাসিক সরকারি বিশ্ববিদ্যালয়। এটি ঢাকার অদূরে সাভার এলাকায় অবস্থিত। ১৯৭০ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এই বিশ্ববিদ্যালয়ে কলা ও মানবিকী,গাণিতিক ও পদার্থবিজ্ঞান, সমাজ বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদ রয়েছে। সম্প্রতি বাণিজ্য অনুষদ খোলার ব্য্যপারে চিন্তাভাবনা চলছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের নাম ড. এম মুস্তাহিদুর রাহমান। এছাড়াও রয়েছেন দুজন প্রো-উপাচার্য।
সূচিপত্র |
[সম্পাদনা] ইতিহাস
১৯৭০ সালে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ১৯৭৩ সালে এটির নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রথম ব্যাচে ১৫০ জন ছাত্র নিয়ে ৪ টি বিভাগ চালু হয়। বিভাগগুলো হচ্ছে অর্থনীতি, ভূগোল, গণিত এবং পরিসংখ্যান। বাংলাদেশে প্রথম ব্যবসায় প্রশাসন এ স্নাতক চালু হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে।
[সম্পাদনা] অনুষদ এবং বিভাগ সমূহ
বর্তমনে ৪ টি অনুষদের অধীনে ২৪ টি বিভাগ রয়েছে। এগুলো হল -
- গাণিতিক ও পদার্থবিজ্ঞান বিষয়ক অনুষদ
- পদার্থবিজ্ঞান বিভাগ
- রসায়ন বিজ্ঞান বিভাগ
- পদার্থবিজ্ঞান বিভাগ
- গণিত বিভাগ
- ভূতত্ত্ব বিজ্ঞান বিভাগ
- কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগ
- পরিবেশ বিজ্ঞান বিভাগ
- সমাজবিজ্ঞান বিষয়ক অনুষদ
- অর্থনীতি বিভাগ
- নৃতত্ত্ব বিভাগ
- সরকার ও রাজনীতি বিভাগ
- ব্যবসায় প্রশাসন বিভাগ
- ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ
- নগর ও অঞ্চর পরিকল্পনা বিভাগ
- জীববিজ্ঞান বিষয়ক অনুষদ
- উদ্ভিদবিজ্ঞান বিভাগ
- জীববিজ্ঞান বিভাগ
- ফার্মেসি বিভাগ
- প্রাণরসায়্ণ ও আণবিক জীববিজ্ঞান বিভাগ
- কলা ও মানবিকী অনুষদ
- বাংলা বিভাগ
- ইংরেজি বিভাগ
- ইতিহাস বিভাগ
- দর্শন বিভাগ
- প্রত্নতত্ত্ব বিভাগ
- নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ
- আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ
[সম্পাদনা] আবাসিক হলসমূহ
মোট হল সংখ্যা ১১ টি, এর মধ্যে ছাত্রদের ৬ টি ছাত্রীহল ৫ টি
-
- আল বিরুনী (আসন ?, স্থাপিত ১৯৭০/৭২)
- মীর মোশাররফ হোসেন (আসন ৭০০+, স্থাপিত ১৯৭০/৭২)
- শহীদ সালাম বরকত (আসন ?, স্থাপিত ?)
- আ. ফ. ম. কামাল উদ্দিন (আসন ?, স্থাপিত ?)
- মওলানা ভাসানী (আসন ৭০০+, স্থাপিত ১৯৯২)
- বঙ্গবন্ধু (আসন ?, স্থাপিত ?)
- ফজিলাতুন নেসা (আসন ?, স্থাপিত ?)
- নওয়াব ফয়জুন নেসা (আসন ২০০+, স্থাপিত ?)
- প্রীতিলতা (আসন ৪০০+, স্থাপিত ১৯৯৮)
- জাহানারা ইমাম (আসন ৪০০+, স্থাপিত ১৯৯৮)
- বেগম খালেদা জিয়া (আসন ৪০০+, স্থাপিত ২০০৫)
[সম্পাদনা] বহির্সংযোগ
[সম্পাদনা] আরও দেখুন
নিবন্ধটি অসম্পূর্ন। আপনি চাইলে একে সমৃদ্ধ করতে পারেন।