ব্যবহারকারী আলাপ:Maksud

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আমার পুরো নাম মাকসুদুল আলম । বর্তমানে বুয়েটে পড়ছি । কেউ চাইলে যোগাযোগ করতে পারেন maksudul_alam@yahoo.com এ ।



সূচিপত্র

[সম্পাদনা] স্বাগতম

প্রিয় Maksud, উইকিপিডিয়াতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনি উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে সহায়তা করবেন। কোনো প্রশ্ন থাকলে আমার আলাপের পৃষ্ঠায় বার্তা রাখুন। ধন্যবাদ। --রাগিব (আলাপ | অবদান) ১৭:০৭, ১৮ জুন ২০০৬ (UTC)

Actually edit summary (সারাংশ) is the box where you write the brief description before saving the edit. All you had to do is to is to go to edit your user talk page (this page) and paste "I agree to the edit counter opt-in terms" in that box and save. --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৮:৩২, ১৬ আগস্ট ২০০৬ (UTC)

[সম্পাদনা] গানের কথা

মাকসুদ, গানের কথা রাখার জন্য আসলে উইকিপিডিয়া না। অর্থাৎ গানের কথা কখনও বিশ্বকোষীয় ভুক্তি না, গানটি হতে পারে, কিন্তু শুধু গানের কথার জন্য নিবন্ধ তৈরী করা উচিৎ না। ধন্যবাদ। --রাগিব (আলাপ | অবদান) ০৭:৪৬, ১৬ আগস্ট ২০০৬ (UTC)


বুঝেছি। তাহলে আর গানের কথা যুক্ত করব না। যেগুলো যুক্ত করেছি সেগুলো কি মুছে দেবো? Maksud ০৭:৫৭, ১৬ আগস্ট ২০০৬ (UTC)

ঠিক আছে, আমিই মুছে দিয়েছি। --রাগিব (আলাপ | অবদান) ০৮:০৬, ১৬ আগস্ট ২০০৬ (UTC)

[সম্পাদনা] templates

অবশ্যই যে কেউ টেম্পলেট তৈরি করতে পারেন, তবে টেম্পলেট তৈরি করার আগে দেখে নিন এ ধরনের টেম্পলেট আগেই তৈরি করা আছে কিনা। বাংলা উইকিপেডিয়ার তৈরিকৃত টেম্পলেটের একটি বড় অংশ পাবেন category:বাংলাউইকি templates এ। সেখানে দেখে নিন তেম্পলেট আছে কিনা অথবা প্রশাসকদের জিজ্ঞাসা করুন টেম্পলেটটির ব্যাপারে। তেম্পলেট তৈরি করার একটি সহজ পন্থা হল ইংরেজী উইকিপেডিয়ায় দেখুন একই রকম কোন টেম্পলেট বা আপনার প্রয়োজন পুরোন করে এমন টেম্পলেট আছে কিনা। তাহলে সেটি বাংলায় অনুবাদ করে নিন ব্যাস হয়ে গেল। আর যদি না থাকে তাহলে কাছাকাছি কোন টেম্পলেট খুজে নিন এবং সেটা অনুসরণ করুন। টেম্পলেট এর টিটোরিয়ালের জন্য এটা দেখতে পারেন। আর template:info_contry এর মত বাংলা উইকিপেডিয়াতে template:তথ্যছক-দেশ আছে। দেশের নিবন্ধে আপনি সেটি ব্যবহার করতে পারেন উদাহরণঃ বাংলাদেশ, নেপাল দেখতে পারেন। তবে দয়াকরে যেসকল টেম্পলেট আছে তা পরিবর্তন করবেন না।

আরো কোন সাহায্যের দরকার হলে আপনার নিজের আলাপের পাতায় '{{সাহায্য}}' লিখে নিচে আপনার প্রশ্নটি করতে পারেন। অথবা প্রশাসক বা অভিজ্ঞ কোন ব্যবহারকারীকে নির্দ্বিধায় বার্তা দিতে পারেন। তবে আগের পদ্ধতিটিই অনুসরণ করা ভাল তাতে উত্তর তারাতারি পাবার সম্ভবনা থাকে। কারণ কোন ব্যবহারকারীর আলাপের পাতায় সাহায্য চাইলে, ঐ মুহুর্তে ঐ ব্যবহারকারী অনলাইনে নাও থাকতে পারেন। সেক্ষেত্রে অন্য কোন ব্যবহারকারী সাধারণত অন্যের আলাপের পাতা নাও দেখতে পারেন। তাই নিজের পাতায় সাহায্য চাইলে তা উত্তর দেবার ক্ষেত্র সবার জন্য উন্মুক্ত থাকে এবং উত্তর তারাতারি পাবার সম্ভবনা থাকে।--বেলায়েত ১৮:১৩, ২০ আগস্ট ২০০৬ (UTC)


আপনাকে অশেষ ধন্যবাদ। এবার বুঝতে পেরেছি কিভাবে টেম্পলেট তৈরী করতে হয়। আমি অবশ্যই বর্তমান টেম্পলেট ব্যাবহার করার চেষ্টা করব। একান্ত প্রয়োজন না হলে টেম্পলেট ব্যাবহার করার ইচ্ছা নেই। ভারত এর পাতায় দেখলাম কোন টেম্পলেট ব্যাবহার করা হয় নি। তাই ভেবেছিলাম মনে হয় টেম্পলেটটি নেই। ধন্যবাদ। --মাকসুদ ০৯:৩২, ২২ আগস্ট ২০০৬ (UTC)


[সম্পাদনা] পরামর্শ

মাঝে মাঝে একটু সাম্প্রতিক পরিবর্তনে চোখ রাখবেন দয়া করে। বৃটেন, ইংল্যান্ড এর বদলে যুক্তরাজ্য ব্যবহার করুন।--বেলায়েত ১৯:৪৮, ২৩ আগস্ট ২০০৬ (UTC)

দয়া করে নিবন্ধে ইংরেজী লেখা বাংলায় অনুবাদ করুন। ম্যানইউ এর নিবন্ধ অনুবাদ না করেই আপনি লিভারপুল এর নিবন্ধ করা শুরু করেছেন। দয়া করে ম্যানইউ এর নিবন্ধটি আগে শেষ করুন। না হয় non bangla কারণ দেখিয়ে মুছে ফেলা হবে। ধন্যবাদ।--বেলায়েত ১৭:০৪, ২৬ আগস্ট ২০০৬ (UTC)

ম্যান ইউ তো সম্পাদনা করছি। আশা করি আজকেই শেষ হবে। আচ্ছা ইংল্যান্ড আর যুক্তরাজ্য কি এক? ধন্যবাদ। --মাকসুদ ১৮:৩১, ২৬ আগস্ট ২০০৬ (UTC)

যুক্তরাজ্য = ইংল্যান্ড + স্কটল্যান্ড + ওয়েলস + উত্তর আয়ারল্যান্ড । ইংল্যান্ড যুক্তরাজ্যের সাবসেট। --রাগিব (আলাপ | অবদান) ১৮:৫৪, ২৬ আগস্ট ২০০৬ (UTC)

আমার ধারনা তাই ছিল তাই যুক্তরাজ্যের বদলে ইংল্যান্ড ব্যাবহার করেছি। ধন্যবাদ। --মাকসুদ ১৯:১০, ২৬ আগস্ট ২০০৬ (UTC)

[সম্পাদনা] ভিজুয়াল বেসিক

অনেক ইংরাজি শব্দের সঠিক বাংলা অনুবাদ করা শক্ত। আপনার যদি Event Driven এর সঠিক বাংলা শব্দ জানা থাকে তাহলে জানাবেন। - বিপ্লব

I am not literate in visual basic.. But my common sense Bengali translation would be
Event Driven = প্রক্রিয়া চালিত (In some contexts Event could be ঘটনা). --সপ্তর্ষি(আলাপ | অবদান) ১৭:১৬, ৭ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
আমার ব্যক্তিগতভাবে মনে হয় ইভেন্ট এর বাংলা দরকার নেই। প্রোগ্রামিং এ যে অর্থে ইভেন্ট ব্যবহৃত হয় সে অর্থের যথাযথ বাংলা আছে বলে আমার মনে হয়নি। সে কারনে আমার মতে ইভেন্ট রাখাটাই যুক্তিযুক্ত। কোন উপযুক্ত বাংলা পেলে জানাবো। ধন্যবাদ। --মাকসুদ ১৯:০৫, ৭ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

[সম্পাদনা] template

ফুটবল খেলোয়াড় Template-টা কিসের জন্য? --অর্ণব (আলাপ | অবদান) ০৫:০৬, ২৪ আগস্ট ২০০৬ (UTC)

[সম্পাদনা] মাস

মাসের বানান গুলিতে কোন দীর্ঘ ঈ নাই। যেমন ফেব্রুয়ারি, জানুয়ারি ইত্যাদি। আর সব দিনের জন্যই নিবন্ধ তৈরী করা আছে দেখুন category:বর্ষপঞ্জী। --রাগিব (আলাপ | অবদান) ০৭:২৮, ৩০ আগস্ট ২০০৬ (UTC)

[সম্পাদনা] ফুটবলার নিবন্ধ

আপনার শুরু করা অনেকগুলোই তৈরি হয়ে আছে, অন্য বানানে। Index-এ আগে একটু দেখে নিন। --অর্ণব (আলাপ | অবদান) ১৮:০২, ৩০ আগস্ট ২০০৬ (UTC)

[সম্পাদনা] তাঁর / তার

বিশ্বকোষ হিসাবে সবাইকেই এখানে "তিনি" বলে সম্বোধন করা হচ্ছে। তাই তিনির সাথে তাঁর ব্যবহার করা হয়েছে। তিনি ব্যবহার করলে "তার" ব্যবহার করা সঠিক নয়। --রাগিব (আলাপ | অবদান) ১৯:৫২, ৭ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

[সম্পাদনা] কপিরাইট

এফবিআই শীর্ষ দশ ফেরারী নিবন্ধের একটি ছবিরও উৎস বা কপিরাইটের উল্লেখ নাই। এই ছবির উৎস ও কপিরাইট উল্লেখ করুন, না হলে এগুলি অবিলম্বেই মুছে ফেলা হবে। --রাগিব (আলাপ | অবদান) ১৮:৪৫, ১০ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

সবগুলো ছবি ইংরেজী উইকি থেকে নেয়া। ওখানে এদের কপিরাইটের উৎস দেয়া আছে। --মাকসুদ ১৮:৫২, ১০ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

[সম্পাদনা] isbn

Please do not translate ISBN numbers into Bangla. The parser automatically detects ISBN numbers, and adds a link to the search page for those number. However, the parser can't handle Bangla numerals, so do not translate ISBN numbers. --রাগিব (আলাপ | অবদান) ২১:০৭, ১০ সেপ্টেম্বর ২০০৬ (UTC)