আলাপ:সিঙাড়া
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এটাতো দেখে সমুচা মনে হচ্ছে। সিঙ্গারা (অন্তত বাংলাদেশে প্রচলিত নাম) অন্যরকম হয়ে থাকে। ঐটা অনেকটা ফোলানো, ভিতরে আলু বা কলিজার পুর দেয়া থাকে। সমুচা তিন কোণা ও ভিতরে ভেজিটেবল বা মাংশের পুর দেয়া থাকে। --রাগিব (আলাপ | অবদান) ২২:৪৮, ১৮ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)
- কেউ একটা আসল সিঙাড়ার ছবি লাগিয়ে দিন। এটার আলাদা নাম আছে জানতাম না। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৩:৫১, ১৯ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)
আমিও রাগিব ভাইয়ের ডেফিনিশনের শিঙারাটা চিনি। সিঙারা সামোসার চেয়ে বড় আর চামড়াটা (can you say that for the "skin" like in English?) খুব মোটা হয়। সিঙারা বেশীর ভাগ আলু আর মটর দিয়েই ভরা। সামোসা ছোটও হতে পারে, বড়ও হতে পারে। ভিতরে গরুগোশ, কিমা, মাছ, পনীর, বা বিভিন্ন ভেজিটেবেল থাকতে পারে। এই নিবন্ধের ছবি আর বর্ণনা পড়ে সামোসা (ঠিক বানানটা আসলেই সমুচা? জানতাম না ত!) মনে হচ্ছে। --সামীরুদ্দৌলা ০৬:৫৫, ১৯ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)