ব্যবহারকারী:Dr.saptarshi

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সপ্তর্ষি(আলাপ বর্তমানে বস্তব জীবনে ব্যস্ত আছেন এবং সম্ভবত কোন জিজ্ঞাসার ত্বরিত উত্তর দিবেন না।
মণিপুরী পুরুষ নর্তক
মণিপুরী পুরুষ নর্তক
অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থানের মুখ্যদ্বারস্হ স্নাতকযুগল মর্ম্মরমূর্তির রঙ্গোলী
অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থানের মুখ্যদ্বারস্হ স্নাতকযুগল মর্ম্মরমূর্তির রঙ্গোলী

আমি সপ্তর্ষি, email: dr DOT mandal AT gmail DOT com একজন চিকিৎসক, বিজ্ঞানী এবং শিল্পী। জন্ম, স্কুলশিক্ষা, অঙ্কন ও তবলায় হাতখড়ি কলকাতায়চণ্ডীগড় প্রাচীন কলা কেন্দ্রের "সঙ্গীত বিশারদ"(তবলা) উত্তীর্ণ হই একাদশ শ্রেণীতে পড়ার সময়। ডাক্তারী শিক্ষায় স্নাতক অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান (AIIMS) নয়া দিল্লী থেকে। স্নাতকোত্তর বিজ্ঞান শিক্ষা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে

আমার কিছু আঁকা উইকিপিডিয়াতে পাওয়া যাবে যেমন পাশের গুয়াশ পদ্ধতিতে আঁকা মণিপুরী পুরুষ নর্তকটি, এবং বাঁদিকের রঙ্গোলীটি


বাংলা উইকিপিডিয়াতে আমার নিবন্ধ অবদান এবং সম্পাদনার পরিসংখ্যান দেখতে পারেন ।


[সম্পাদনা] মাইলফলক

১০০০ সম্পাদনা: ১লা জুলাই, ২০০৬; ২০০০ সম্পাদনা: ১লা সেপ্টেম্বর, ২০০৬, ৩০০০ সম্পাদনা ১০ই ফেব্রুয়ারী, ২০০৭।


আমার সম্পর্কে
bn বাংলা এই ব্যবহারকারীর মাতৃভাষা
Uni এই ব্যবহারকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
এই ব্যবহারকারী বাংলা উইকিপেডিয়ার একজন প্রশাসক