আলাপ:নূহ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
যেহেতু ইসলাম ধর্মে পয়গম্বর দের ছবি ব্যবহারে কঠোর নিষেধ আছে তাই ছবিটি সরিয়ে নায়া উচিত। বাইবেলে নূহ (আ.) প্রতিষঙ্গী চরিত্র নোয়াহ্ (সম্ভবতঃ) -এর নিবন্ধে এই ছবিটি থাকতে পারে। রাজিবুল ১৯:০১, ২০ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
- এই ব্যাপারে আমি একমত। লক্ষনীয় যে, ইংরেজি উইকিতে কিন্তু দুইটি নিবন্ধই আছে, অর্থাৎ ইসলাম ধর্ম ও খ্রিস্ট ধর্ম, দুইটির ভিত্তিতে দুইটি আলাদা নিবন্ধ আছে (ইসলামি মত = en:Nuh, খ্রিস্ট মত = en:Noah)। ইসলামি নুহ নবীর নিবন্ধে (Nuh) কিন্তু ছবিটি ব্যবহার করা হয় নাই। --রাগিব (আলাপ | অবদান) ১৯:১১, ২০ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
-
- তাহলে কি নোয়াহ শিরোনামে আরেকটি নিবন্ধ করা প্রয়োজন? এক্ষেত্রে আরেকতি ব্যাপারে পরামর্শ দরকার। সাহাবীদের যেমন হযরত আলির কল্পিত ছবি ইউকি কমন্স এ আছে। সেটার ক্ষেত্রে কোন সমস্যা?--Hasan.zamil ১২:৩৮, ২১ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
-
- আরো গুরুত্বপূর্ণ হল হযরত মুহাম্মদ সাঃ এর কিছু ঘটনা নিয়ে চিত্রকল্প উইকি তে আছে। যেখানে তার মুখমন্ডল ছাড়া শুধু অবয়ব বোঝা যায়। সেটার ব্যাপারে কি পরামর্শ?--Hasan.zamil ১২:৩৮, ২১ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
-
-
- যদিও বাংলা উইকিপিডিয়ার সার্ভার ও অন্য সবকিছু আমেরিকাতে অবস্থিত, এর পাঠক ও সম্পাদকের অধিকাংশই বাংলাদেশ ও ভারতে অবস্থিত। তাই আমার মতে স্থানীয় রীতি নীতি ও এরকম সংবেদনশীল ব্যপারে অবশ্যই বিচক্ষণতার পরিচয় দিতে হবে। যেহেতু ছবি ব্যবহার করাটা অধিকাংশ ক্ষেত্রেই নিষেধ করা হয়, তাই না করাটাই বাঞ্ছনীয়। ইংরেজি উইকির টার্গেট সারাবিশ্বের মানুষ, তাই তাদের এটা নিয়ে না ভাবলেও চলে। এসব ছবি কিন্তু কাল্পনিক, আসল ফটোগ্রাফ তো আর না, আর নিবন্ধে এগুলি না থাকলে নিবন্ধের মান খুব একটা নামবে না। হযরত মুহাম্মদ (সাঃ) এর ছবির ব্যপারটা এতই sensitive যে, কোন অবস্থাতেই, কখনৈ ঐ সব ছবি বাংলা উইকিপিডিয়াতে ব্যবহার করা যাবে না। --রাগিব (আলাপ | অবদান) ১৪:২৯, ২১ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
-