কুমীর
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোটা চামড়া ও পিঠে (দুই)সারি কাঁটাযুক্ত প্রবাদবিখ্যাত জলচর সরীসৃপ।
সূচিপত্র |
[সম্পাদনা] নাম
- ভারতীয় কুমীর = মগর (Crocodylus palustris palustris)।
- মকর = গঙ্গাদেবীর কুমীরের মত দেখতে পৌরাণিক বাহন।
- সংস্কৃত "কুম্ভীর" শব্দটি থেকে "কুমীর" এসে থাকলেও "কুম্ভ" হয়তো ঘড়িয়ালের নাকের ডগার ঘড়া। সে অর্থে কুম্ভীর ঘড়িয়াল।
অ্যালিগেটর ও কেইম্যান (অ্যালিগেটরিডে পরিবার) ও ঘড়িয়াল (গাভিয়ালিডে) হল কুমীরের (ক্রোকোডিলিডে পরিবার) জাতভাই -সবাই ক্রোকোডিলিয়া বর্গের অন্তর্গত।
এই বর্গ আর্কোসরিয়াদের একমাত্র জীবিত বংশধর- অন্যভাগ ডাইনোসররা বহুদিন অবলুপ্ত।
[সম্পাদনা] ক্রোকোডিলিয়া বর্গের বিশেষত্ব
- পিঠের চামড়ার ভিতর হাড়ের মত শক্ত পাত (osteoderms)।
- বড় তুণ্ড, চোয়াল সজোরে বন্ধ হয় কিন্তু খোলার পেশী তত জোরালো নয়।
- ঘাড় বিশেষ বাঁকাতে পারেনা।
- জিভ মুখের বাইরে বার করতে পারেনা। জিভের নীচে প্রধান লবন রেচন গ্রন্থী।
- বিশাল লেজ পাশাপাশি চ্যাপ্টা- সাঁতারের প্রধান অঙ্গ, ও লড়াইয়ের অস্ত্র। পিঠে দুইসারি কাঁটা পায়ুর কাছাকাছি এসে একটি সারিতে পরিণত হয়।
- চার পা, হাঁসের মত লিপ্তপদ (web footed)
- ডুব দেবার সময় কান বন্ধ করতে পারে।
- মুখবিবর ও নাসিকাপথ আলাদা করার জন্য দ্বিতীয় তালু (টাকরা/ secondary palate)- তাই মুখে খাবার নিয়েও সহজে শ্বাস নিতে পারে।
- একমাত্র সরীসৃপ যার চারকক্ষ হৃৎপিণ্ড (ভ্রণাবস্থায় পুরো পৃথক হবার পর অলিন্দদ্বয়ের মধ্যের দেওয়ালে আবার সামান্য ফাঁক তৈরী হয়- ফোরামেন অফ প্যানিজ্জা। জলে ডুব দেবার সময় এটি খোলা হয়- তখন রক্ত ফুসফুসে যায়না।
- একমাত্র সরীসৃপ যার দাঁত স্তন্যপায়ীদের মত হাড়ে শেকর-গাঁথা (thecodont dentition)।
- নিকটতম জীবন্ত আত্মীয়রা সরীসৃপ নয়, পাখী।
[সম্পাদনা] জীবন্ত জীবাশ্ম
[সম্পাদনা] কুম্ভীরাশ্রু
কুমীর কাঁদে না। কুম্ভীরাশ্রু (crocodile tears) শব্দটি কপট কান্না অর্থে ব্যবহৃত হয়।
[সম্পাদনা] প্রবাদবিখ্যাত
- জলে কুমীর ডাঙায় বাঘ
- টাকার কুমীর
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।
Template:সরীসৃপ