উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উহুদের যুদ্ধ |

|
তারিখ: |
মার্চ ২৩, ৬২৫ |
স্থান: |
উহুদ, মদিনার নিকটে |
ফলাফল: |
আগে মুসলমানদের জয়,এর পর ঠিক মুসলমানদের পরাজয় না,তবে মুসলমানদের খয় খতি বেশী আর কুরাইশদের প্রতিশোধ পুরন হয় তাই এই যুদ্ধে কে মুসলমানদের পরাজয় ধরা হয়. |
|
প্রতিপক্ষ |
মুসলমান |
কুরাইশ নেতৃত্বাধীন জোট |
সেনানায়বৃন্দ |
মুহাম্মদ সা. |
আবু সুফিয়ান |
শক্তি |
১,০০০এর বেশী. |
৩,০০০ |
হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ |
৭০ জন নিহত |
৪৫জন নিহত |
উহুদের যুদ্ধ ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘটনা। এটি সংঘটিত হয় বদরের যুদ্ধের পরের বছর। বদরের যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ হিসেবে কুরাইশরা মদীনা আক্রমণ করতে আসে। কুরাইশদের এই আক্রমন ঠেকাতে গিয়ে এই যুদ্ধের সূত্রপাত হয়।