কুঁজো (পাত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কুঁজো একধরণের লম্বা সরু গলা বিশিষ্ট মাটির কলসী। গ্রীষ্ম কালে কুঁজোর জল ঠাণ্ডা থাকে তার কারণ কূজোর গায়ের কৌশিক ছিদ্র দিয়ে যে সামান্য পরিমান জল চুঁইয়ে বের হয় তা বাষ্পীভূত হবার সময় লীন তাপ কুঁজোর থেকে টেনে নিয়ে হাওয়ায় মিশে যায়।