উইকিপেডিয়া:নীতিমালা ও নির্দেশাবলী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নীতি তালিকা
নিবন্ধের মান
নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি
কেবল যাচাইযোগ্য তথ্য লিখুন
কোন মৌলিক গবেষণা নয়
উৎসনির্দেশ
উইকিপিডিয়া কী নয়
অন্যদের সাথে কাজ করা
অন্যের সদিচ্ছার ওপর আস্থা রাখুন
ভদ্রতা এবং শিষ্টাচার
কোন ব্যক্তিগত আক্রমণ নয়
সংঘাত নিরসন
উইকিপিডিয়া যেসব নীতির ওপর ভিত্তি করে কাজ করে, এই পৃষ্ঠায় সেগুলোর একটি সাধারণ বর্ণনা দেয়ার চেষ্টা করা হয়েছে। এ ব্যাপারে আরও দেখুন উইকিপেডিয়া:নীতি তালিকা ও উইকিপেডিয়া:নির্দেশ তালিকা।

মূলনীতিসমূহ

উইকিপিডিয়া সম্পাদনা শুরু করার জন্য আপনার সমস্ত খুঁটিনাটি নীতি জানার এখুনি কোন প্রয়োজন নেই। তবে নিম্নোক্ত প্রধান নীতিগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করুন:

  1. উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, অন্য কিছু নয়। এ সম্পর্কে বিস্তারিত দেখুন উইকিপিডিয়া কী নয়-এ।
  2. পক্ষপাত এড়িয়ে চলুন। উইকিপিডিয়ার নিবন্ধগুলো অবশ্যই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে লেখা হবে, অর্থাত্ যে কোনো নিবন্ধের বিষয়বস্তু সম্পর্কে বিভিন্ন মতামতের তথ্যভিত্তিক ও যথাযথ প্রতিফলন ঘটবে।
  3. কপিরাইট ভাঙবেন না
  4. অন্যান্য অবদানকারীদের সম্মান করুন