আনন্দ আশ্রম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আনন্দ আশ্রম উত্তম কুমার এবং শর্মিলা ঠাকুর অভিনীত একটি জনপ্রিয় বাংলা ও হিন্দি দ্বিভাষিক ছবি । এই সিনেমাটি ১৯৭৭ সালে মুক্তি পেয়েছিল । এই ছবিতে অন্যান্য ভূমিকায় অভিনয় করেছিলেন অশোক কুমার, উৎপল দত্ত এবং রাকেশ রোশন, এবং মৌসুমি চট্টোপাধ্যায় । সিনেমাটির পরিচালক ছিলেন শক্তি সামন্তকিশোর কুমারের অসাধারন গান এই ছবির সম্পদ ।

[সম্পাদনা] কাহিনী

ড: দীপক (উত্তম কুমার) বড়লোক বাবার (অশোক কুমার) একমাত্র ডাক্তার পুত্র । সে তার বাবার অমতে আশাকে (শর্মিলা ঠাকুর) বিয়ে করে এবং অন্য জায়গায় গিয়ে সংসার পাতে । সন্তানের জন্ম দিতে গিয়ে আশা মারা যায় । সেই পুত্রসন্তান ড: প্রতাপ (রাকেশ রোশন) ঘটনাচক্রে ঠাকুরদার কাছে মানুষ হয় । প্রতাপ আবার কিরনের (মৌসুমি চট্টোপাধ্যায়) প্রেমে পড়ে । কিরন ড: দীপকের বন্ধু উৎপল দত্তের মেয়ে । প্রতাপ আর কিরনের বিয়ের দিন আবার ড: দীপক এবং তার বাবার মধ্যে মিলন ঘটে । এবং ভুল বোঝাবুঝির অবসান হয় ।