গোলাম মোহাম্মদ দস্তগীর টিটো
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গোলাম মোহাম্মদ দস্তগীর টিটো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন কিশোর মুক্তিযোদ্ধা এবং বীর শহীদ। কিশোর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং ঢাকা জেলার সাভারের জিরাবো নামক স্থানে এক অ্যামবুশের সময় শাহাদাত বরণ করেন। জিরাবোর সেই স্থানেই তার কবর দেয়া হয়েছে। এখন সাভারের আশুলিয়া বাজার থেকে বিশমাইল যাবার পথে রাস্তার পাশেই তার কবরটি চোখে পড়ে।