ভূমি (ব্যান্ড)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভূমি একটি কলকাতার সংগীত দল। জুলাই ২০০৬ তে তারা জাতিসঙ্ঘে প্রথম ভারতীয় ব্যান্ড হিসেবে সঙ্গীত পরিবেশন করে।


সূচিপত্র

[সম্পাদনা] পথচলা

এই দলটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। এর মূল লক্ষ্য ছিল বাঙালী লোকগীতি কে শহুরে রুপে সর্বস্তরের জনগনের মাঝে জনপ্রিয় করে তোলা। শুরুতে দুজন প্রতিষ্ঠাতা সদস্য - সুরজিৎ চট্টপধ্যায় ও সৌমিত্র রায় এর উদ্যোগে বিশাল প্রচলিত ও লোকগীতি কে পাশ্চাত্য সঙীতের আদলে পরীক্ষা করার উদ্দেশ্যে ভূমি গঠিত হয়।



[সম্পাদনা] বৈশিষ্ঠ্য

এই এমন এক দল যারা তাদের সঙ্গীতের ধরনকে কেবল নাগরিক লোকগীতি হিসেবে নির্ধারন করেছে। তারা তাদের গানের কথা সগ্রহ করেছে বাউল, ভাটিয়ালী এবং লোক্মুখে ছড়ানো গানের থেকে। তারা এসব গান তে নতুন করে নতুন আঙ্গিকে তৈরি করেছে।



[সম্পাদনা] দলের কথা

দলের বর্তমান লাইন-আপ

- সৌমিত্রা রায় - সুরজিৎ চট্টোপধ্যায় - সঞ্জয় মুখোপধ্যায় - হেমন্ত গোস্বামী - অভিজিৎ ঘোষ - রবিন লাই



[সম্পাদনা] অ্যালবাম সমূহ

  • দেখতে দেখতে ২০০৪
  • বোঝাই করা গানের গাড়ি ২০০৫

[সম্পাদনা] বহির্সংযোগ

অন্যান্য ভাষা