জেন অস্টেন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জেন অস্টেন (ডিসেম্বর ১৬, ১৭৭৫ – জুলাই ১৮, ১৮১৭) একজন ইংরেজ ঔপন্যাসিক। নারীদের জীবন নিয়ে তাঁর অনুভূতি ও দৃষ্টিভঙ্গি, এবং লিখনশৈলী তাঁকে তাঁর সময়ের অন্যতম সেরা ও প্রভাবশালী ঔপন্যাসিকের মধ্যে স্থান দিয়েছে, যদিও তাঁর জীবদ্দশায় তিনি নগন্য খ্যাতি অর্জন করতে পেরেছিলেন।
সূচিপত্র |
[সম্পাদনা] রচনাবলী
[সম্পাদনা] উপন্যাস
- সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি (১৮১১)
- প্রাইড অ্যান্ড প্রেজুডিস (1813)
- ম্যান্সফিল্ড পার্ক (১৮১৪)
- এমা (১৮১৬)
- নর্থাঙ্গার অ্যাবি (১৮১৭) মরণোত্তর প্রকাশিত
- পারসুয়েশন (১৮১৭) মরণোত্তর প্রকাশিত
[সম্পাদনা] বড় গল্প
- লেডি সুসান (novella)
- দি ওয়াটসন্স (incomplete novel)
- স্যান্ডিটন (incomplete novel)
[সম্পাদনা] কিশোর উপন্যাস
- দি থ্রি সিস্টার্স
- লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ
- দি হিস্ট্রি অফ ইংল্যান্ড
- ক্যাথেরিন, অর দি বাওয়ার
- দি বিউটিফুল ক্যাসান্ড্রা