বাংলাদেশের জাতীয় পতাকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

 জাতীয় পতাকা। পতাকার অনুপাত ৩:৫
জাতীয় পতাকা। পতাকার অনুপাত ৩:৫
 Civil ensign. Flag Ratio: 1:2
Civil ensign. Flag Ratio: 1:2
 Naval ensign. Flag Ratio: 1:2
Naval ensign. Flag Ratio: 1:2
The first flag of an Independent Bangladesh with the country map that does not exist in the current flag.
The first flag of an Independent Bangladesh with the country map that does not exist in the current flag.

বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত। সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক, বৃত্তের লাল রং উদিয়মান সূর্য, স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারীদের রক্তের প্রতীক। বাংলাদেশের জাতীয় পতাকার এই রূপটি ১৯৭২ সালের ১৭ জানুয়ারী সরকারীভাবে গৃহীত হয়। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ব্যবহৃত পতাকার উপর ভিত্তি করে এই পতাকা নির্ধারণ করা হয়, তখন মধ্যের লাল বৃত্তে বাংলাদেশের মানচিত্র ছিল, পরবর্তীতে পতাকাকে সহজ করতেই, মানচিত্রটি বাদ দেয়া হয়। বাংলাদেশের জাতীয় পতাকা, জাপানের জাতীয় পতাকার সাথে মিল রয়েছে, কিন্তু পার্থক্য হচ্ছে বাংলাদেশের সবুজের স্থলে, জাপানীরা সাদা ব্যবহার করে। লাল বৃত্তটি একপাশে একটু চাপানো হয়েছে, পতাকা যখন উড়বে তখন যেন এটি পতাকার মাঝখানে দেখা যায়।

আদি পতাকাটি এঁকেছিলেন শিল্পী কামরুল হাসান। আ.স.ম. আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ইতিহাসে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ১৯৭১ সালের মার্চ ১৩ তে। শেখ মুজিবর রহমান মার্চ ২৩ তারিখে তাঁর বাসভবনে, স্বাধীনতা ঘোষনার প্রাক্কালে পতাকা উত্তোলন করেছিলেন।


এশিয়ার দেশগুলির জাতীয় পতাকা (Asia)

আজারবাইজান (Azarbaijan)  • আফগানিস্তান (Afghanistan)  • ইন্দোনেশিয়া (Indonesia)  • ইয়েমেন (Yemen)  • ইরাক (Iraq)  • ইরান (Iran)  • ইসরায়েল (Israel)  • উজবেকিস্তান (Uzbekistan)  • উত্তর কোরিয়া (North Korea)  • ওমান (Oman)  • ক্যাম্বোডিয়া (Cambodia)  • কুয়েত (Kuwait)  • কাজাকিস্তান (Kazakhstan)  • কাতার (Qatar)  • কিরগিজিস্তান (Kyrgyzstan)  • চীন (China)  • জর্ডান (Jordan)  • জাপান (Japan)  • তুর্কমেনিস্তান (Turkmenistan)  • তুরস্ক (Turkey)  • তাজিকিস্তান (Tajikistan)  • থাইল্যান্ড (Thailand)  • দক্ষিণ কোরিয়া (South Korea)  • নেপাল (Nepal)  • পূর্ব তিমুর (East Timor)  • পাকিস্তান (Pakistan)  • ফিলিপাইন (The Phillipines)  • ব্রুনাই (Brunei)  • বাংলাদেশ (Bangladesh)  • বাহরাইন (Bahrain)  • ভুটান (Bhutan)  • ভারত (India)  • ভিয়েতনাম (Vietnam)  • মঙ্গোলিয়া (Mongolia)  • মায়ানমার (Myanmar)  • মালদ্বীপ (Maldives)  • মালয়েশিয়া (Malaysia)  • লাওস (Laos)  • লেবানন (Lebanon)  • শ্রীলংকা (Sri Lanka)  • সংযুক্ত আরব আমিরাত (United Arab Emirates)  • সাইপ্রাস (Cyprus)  • সিঙ্গাপুর (Singapore)  • সিরিয়া (Syria)  • সৌদি আরব (Saudi Arabia)