নিঝুম দ্বীপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিঝুম দ্বীপ
নিঝুম দ্বীপ

বাংলাদেশের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অধীনে নিঝুম দ্বীপে অবস্থিত ন্যাশনাল পার্ক ও বন্যপ্রাণী অভয়ারণ্য পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। ন্যাশনাল পার্কটি কমলার চর ও চর ওসমান জুড়ে অবস্থিত। কেওড়া ও অন্যান্য ম্যানগ্রোভ জাতের গাছ দ্বারা এলাকাটি আবৃত। সুন্দরবন থেকে হরিণ এনে এ পার্কে ছাড়া হয়েছিল দুই দশক আগে। বতর্মানে হরিণের সংখ্যা প্রায় ২২,০০০ যা সবশেষ হরিণসুমারী থেকে জানা গিয়েছে। এ ছাড়া এ পার্কে প্রচুর পরিমান মহিষ (পোষ্য ও বন্য) আছে। তবে বন্য মহিষ গহীন বন ছাড়া দেখা যায় না। এ পার্ক এ তার আশে পাশের এলাকায় বিভিন্ন জাতের প্রচুর সংখ্যক পাখি দেখা যায়, যা পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় বিষয়।

[সম্পাদনা] গ্যালারী