আলাপ:বহুমূত্র রোগ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আমার জানি কোনটার সম্ভাবনা!!! জানার উদ্দেশ্যে লেখা, গতকাল পত্রিকায় দেখেছি টাইপ ২ র জন্য কফি উত্তম প্রিভিন্টিভ সো...--Mamun2a ০৬:৩৯, ২ ডিসেম্বর ২০০৬ (UTC) ureca amar T-2 r poss. --Mamun2a ০৭:৫১, ২ ডিসেম্বর ২০০৬ (UTC)
ভয় পাইয়েন না এটা ইন্টারনেট বাহিত না হি হি হি আমি প্রিপেয়ারড জিন তো শোধরানোর উপায় নাই।--Mamun2a ০৮:১৫, ২ ডিসেম্বর ২০০৬ (UTC)
পত্রিকায় নিয়মিতভাবে বিভিন্ন study এর ফল ছাপা হয়। এগুলির অনেক গুলিই বিভিন্ন ঔষধ কোম্পানির অর্থায়নে হওয়া study। একেক জনে একেক রকমের ফল দাবি করে থাকে, অনেক ক্ষেত্রে যা পরস্পরবিরোধী হয়ে থাকে। কফি ভালো, কফি খারাপ, মদ ভালো (!!) মদ খারাপ - এরকম সব কথাই রয়েছে এসব study তে, কাজেই সব কথা বিশ্বাস করবেন না। --রাগিব (আলাপ | অবদান) ১৫:৫১, ২ ডিসেম্বর ২০০৬ (UTC)
- পলি-ইউরিয়া বা বহুমূত্র একটি উপসর্গ। রোগ নয়। নানা রোগে এটি হতে পারে। এদের মধ্যে মধুমেহ বা ডায়াবেটিস ম্যালাইটাস অন্যতম। কফি টাইপ টু ডায়াবেটিস থামাতে পারে বলে আমার জানা নেই। টাইপ টু ডায়াবেটিস অর্থাৎ আগেকালের নাম নন-ইন্সুলিন-ডিপেন্ডেন্ট ডায়াবেটিস ম্যালাইটাসের সঙ্গে আরো কয়েকটি উপসর্গ সাধারণতঃ একই সাথে হয়ে থাকে যেমন রক্তচাপবৃদ্ধি, রক্তে স্নেহপদার্থের মাত্রা বৃদ্ধি, ঔদরিক স্থূলতা ইত্যাদি। এদের সবাইকে একত্রে "মেটাবলিক সিন্ড্রোম এক্স" বলা হয়। এবং অত্যধিক কফিপান এর পক্ষে ক্ষতিকারক বলেই আমার ধারণা। যদি এর বিপরিত কথা কেউ বলে থাকেন, তারা কোনো নির্ভরযোগ্য রেফারেন্স দিলে বাধিত হব। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৮:৩৬, ৩ ডিসেম্বর ২০০৬ (UTC)