অ্যাভোগাড্রো সংখ্যা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কোন পদার্থের এক মোলে বিদ্যমান অণুর সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। এটি একটি ধ্রুবসংখ্যা যাকে \,N_A দ্বারা সূচিত করা হয়। \,N_A = ৬.০২ X ১০২৩। বিভিন্ন পদ্ধতিতে অ্যাভোগাড্রো সংখ্যার নির্ণীত মানের মধ্যে পার্থক্য অতি সামান্য পরিলক্ষিত হয়। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধেই সর্বপ্রথম গ্যাসের গতিতত্ত্ব থেকে এর মান প্রাক্কলন করা হয়। \,N_A এর সবচেয়ে নির্ভুল মান পাওয়া যায় রঞ্জনরশ্মি পরিমাপ এবং ঘনত্ব উপাত্ত থেকে। এটি একটি অত্যাধুনিক পদ্ধতি। অতি সাম্প্রতিককালের পরিমাপসমূহ থেকে এর যে মান পাওয়া গেছে তা হলো ৬.০২২১০ X ১০২৩

এই সংখ্যাটির নামকরণ করা হয়েছে ইতালীয় রসায়নবিদ আমাদিও আভোগাদ্রোর নামানুসারে।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন