খ্রিস্ট ধর্ম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নতুন বাইবেলে উল্লেখিত যিশুর জীবন ও শিক্ষাকে অবলম্বন করে খ্রিস্ট ধর্ম গড়ে উঠেছে। খ্রিস্টানরা মনে করেন যিশুই মসিহ এবং তাকে যিশু খ্রিস্ট বলে ডাকেন। খ্রিস্টানরা সর্ববৃহৎ ধর্মাবলম্বী গোষ্ঠী।

প্রথম শতাব্দীতে একটি ইহুদি ফেরকা হিসেবে এই ধর্মের আবির্ভাব। সঙ্গত কারণে ইহুদি ধর্মের অনেক ধর্মীয় পুস্তক ও ইতিহাসকে এই ধর্মে গ্রহণ করা হয়েছে। ইহুদিদের ধর্মগ্রন্থ তানাখ বা হিব্রু বাইবেলকে খ্রিস্টানরা পুরাতন বাইবেল বলে থাকে। ইহুদি ও ইসলাম ধর্মের ন্যায় খ্রিস্ট ধর্মও আব্রাহামীয়।