ব্যবহারকারী আলাপ:Salehein

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

[সম্পাদনা] স্বাগতম

স্বাগতম!

প্রিয় Salehein, উইকিপিডিয়াতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি এ জায়গাটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবেঃ

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! দয়া করে আলাপের পাতায় বার্তা লেখার পর চারটি টিল্ডা(~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ তৈরি করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং সাহায্যকারী কিছুক্ষনের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দিবে। আবারও স্বাগতম! 


--রাগিব (আলাপ | অবদান) ১৪:৪২, ৫ আগস্ট ২০০৬ (UTC)


উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। আপনার ব্যবহারকারী পৃষ্ঠায় পরিচয় দিন। আশা করছি বাংলা উইকিপিডিয়ায় বলিষ্ঠ অবদান রাখবেন। যেকোনো সমস্যায় আমার বা অন্য ব্যবহারকারীর আলাপ পৃষ্ঠায় প্রশ্ন করুন, সাহায্য পেয়ে যাবেন। নিঃসঙ্কোচ থাকুন। ধন্যবাদ। --Amr ১৫:১১, ৫ আগস্ট ২০০৬ (UTC)


  • স্বাগতম salehein! আশা করি বুয়েট সি এস ই এর আরেকজন প্রতিনিধি হিশেবে আপনি আপনার অবদানে wikipedia কে সমৃদ্ধ করবেন। --Hasan.zamil ১৬:৩২, ৫ আগস্ট ২০০৬ (UTC)
salehin আপনাকে বাংলা উইকিপিডিয়ায় জানাই স্বাগতম। গণিত শাখায় আপনার অবদানসমূহ খুবই চমৎকার। প্রতিটি শব্দে এই বিষয়টির প্রতি আপনার ভালোবাসা পরিস্ফুট হয়ে উঠেছে। আপনার কাছ থেকে আগত এমন প্রাণবান এবং তথ্যসমৃদ্ধ ভুক্তিসমূহ বাংলা উইকিপিডিয়ার অগ্রগতিকে ত্বরাণ্বিত করবে এটাই আশা করছি। ধন্যবাদান্তে--Tanvir ০২:২০, ৮ আগস্ট ২০০৬ (UTC)