আলাপ:ক্লোদ মনে
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্লোদ মনে or ক্লদ মোনে? --user:Dr.saptarshi128.12.147.175 ১৮:২৫, ২৭ নভেম্বর ২০০৬ (UTC)
- ক্লোদ মনে। Claude = ক্লোদ, কিন্তু Paul = পল; au কখনো অ, কখনো ও-এর মত উচ্চারিত হয়; o-এর ক্ষেত্রেও তাই। এক্ষেত্রে Monet = মনে। (যদিও Carnot = কার্নো, ইত্যাদি)। --অর্ণব (আলাপ | অবদান) ১৮:৩৬, ২৭ নভেম্বর ২০০৬ (UTC)
ইম্প্রেশনিস্ট মানে কোথাও লেখা ধারণাবাদ কোথাও প্রতিতীবাদ। কোনটা বলা ভালো?--সপ্তর্ষি(আলাপ | অবদান) ০২:০৯, ২৭ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)
- বাংলাদেশের পরিভাষা দেখছি "ধারণাবাদ" (চারুকলা পরিভাষা, বুলবন ওসমান, ২০০৬)। আবার পশ্চিমবঙ্গের পরিভাষা দেখছি "প্রতীতিবাদ" (বিবিধ বিদ্যার অভিধান, সুভাষ ভট্টাচার্য, ২০০৫)। যেকোন একটাতে স্থির করা উচিত। প্রতীতি শুনতে খারাপ লাগে না। শিল্প-শিল্প গন্ধ আছে। :-)--অর্ণব (আলাপ | অবদান) ০২:৪১, ২৭ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)