সুপারি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Areca catechu
Fruiting specimen
Fruiting specimen
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
Kingdom: Plantae
Division: Magnoliophyta
Class: Liliopsida
Order: Arecales
Family: Arecaceae
Genus: Areca
প্রজাতি: A. catechu
দ্বিপদী নাম
Areca catechu
L.

সুপারি, সংস্কৃত:গুবাক, ইং: Betel nut,

সুপারি গাছের পুষ্প ও ফল।
সুপারি গাছের পুষ্প ও ফল।

একটি ফল। এর শক্ত গোল বীজ পানের মশলায় কুচি করে দেওয়া হয়। এর রসে এরিকোলিন ইত্যাদি উপক্ষার এই উপমহাদেশে মুখের ক্যান্সারের একটি অন্যতম কারণ। এর গাছ(betel palm) পাম গোত্রের ২০-৩০ ফুট লম্বা এবং ৪"-৭" (ব্যাস) মোটা হয়। উপকূলবর্তী অঞ্চলে বেশি দেখা যায়।

উইকিমিডিয়া কমন্সে নিম্নের বিষয় সংক্রান্ত ছবি, অডিও বা ভিডিও রয়েছে:
অন্যান্য ভাষা