সংবাদ প্রভাকর
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর বাংলা সাময়িক পত্রের ইতিহাসের এক নতুন যুগের উন্মেষ ঘটায়। এই পত্রিকাটি ১৮৩১ খ্রিস্টাব্দে সাপ্তাহিক হিসেবে প্রথম প্রকাশিত হয় এবং ১৮৩৯ সালে দৈনিক পত্রিকায় পরিণত হয়। এটি বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা। তৎকালীন অনেক কবিসাহিত্যিকের প্রতিভার স্ফুরণ এই পত্রিকার অবলম্বনেই ঘটেছিল। ঈশ্বরচন্দ্র গুপ্ত অতীতের লুপ্তপ্রায় কবি ও কাব্য আলোচনার সূত্রপাত করেন সংবাদ প্রভাকরে। এক সময় প্রতিমাসে এর একটি মাসিক সংস্করণ প্রকাশ পেত। এ পত্রিকা কেন্দ্র করে সেকালে একটি লেখকচক্র গড়ে উঠে। স্বদেশ, সমাজ ও সাহিত্য সংক্রান্ত বুদ্ধিদীপ্ত আলোচনা এই পত্রিকাতেই প্রথম প্রকাশিত হতে থাকে। পত্রিকাটিতে সামাজিক ও সাময়িক আন্দোলনের খবরাখবর থাকলেও তার সঙ্গে সাহিত্যরসের কোন অভাব ছিল না।
বিষয়
বাংলার ইতিহাস • ব্রিটিশ রাজ • বাংলা সাহিত্য • বাংলা কবিতা • বাংলা সঙ্গীত • ব্রাহ্ম সমাজ • এশিয়াটিক সোসাইটি • ফোর্ট উইলিয়াম কলেজ • ইয়ং বেঙ্গল সোসাইটি • ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েসন • স্বদেশী • সত্যাগ্রহ • তত্ত্ববোধিনী পত্রিকা • সুলভ সমাচার • আনন্দ বাজার পত্রিকা • জোড়াসাঁকোর ঠাকুর পরিবার • রবীন্দ্র সঙ্গীত • শান্তিনিকেতন • বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় • কাজী নজরুল ইসলামের রচনা সমগ্র • বঙ্গীয় সাহিত্য পরিষদ • সংবাদ প্রভাকর
ব্যক্তিত্ব
রাজা রামমোহন রায় • রামকৃষ্ণ পরমহংস • ডিরোজিও • দেবেন্দ্রনাথ ঠাকুর • কেশব চন্দ্র সেন • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর • জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বিটন • মাইকেল মধুসূদন দত্ত • রাজনারায়ণ বসু • দ্বারকানাথ গাঙ্গুলী • অক্ষয় কুমার দত্ত • হরিশ চন্দ্র মুখার্জী • শম্ভূনাথ পণ্ডিত • দ্বারকানাথ বিদ্যাভূষণ • কাদম্বিনী গাঙ্গুলী • অঘোর নাথ গুপ্ত • গিরিশ চন্দ্র সেন • শরৎচন্দ্র চট্টোপাধ্যায় • বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় • শ্রী অরবিন্দ • স্বামী বিবেকানন্দ • রবীন্দ্রনাথ ঠাকুর • কাজী নজরুল ইসলাম • সত্যেন্দ্রনাথ ঠাকুর • রাম চন্দ্র বিদ্যাবাগীশ • রামেন্দ্রসুন্দর ত্রিবেদী