উইকিপেডিয়া:উল্লেখযোগ্যতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কোন বিষয় ভুক্তি হিসাবে বিশ্বকোষে উল্লেখ করার যোগ্য তা নির্ধারণ করার কয়েকটি নৈর্ব্যক্তিক উপায় আছে। উল্লেখযোগ্যতার নির্ধারণের কিছু উপায় উইকিপেডিয়া কী নয় -এখানেও বলা হয়েছে। কোন বিষয়ের উল্লেখযোগ্যতা নির্ধারণের একটি প্রধান নিয়ম, যেবিষয়ে প্রায় সবাই একমত, তা হল যে বিষয়টি একাধিক গুরুত্বপূর্ণ নির্ভরযোগ্য প্রকাশিত মুদ্রণ/প্রকাশনায় স্থান পেয়েছে, এবং যাদের তথ্যসূত্র বিষয়টির নিজের মালিকানা হতে স্বাধীন।

  • প্রকাশিত মুদ্রণ/প্রকাশনা (published works) বলতে অনেক কিছু বোঝাতে পারে। এর মধ্য পড়ে পত্রিকা, বই, সংবাদপত্র, টেলিভিশন ও রেডিওর ডকুমেন্টারী, সরকারী রিপোর্ট, কোন বৈজ্ঞানিক পত্রিকার রিপোর্ট ইত্যাদি (বিশেষ করে peer reviewed journal অর্থাৎ যে জার্নালের সম্পাদক ছাড়াও আর কয়েকজন রিভিউয়ার বা সমীক্ষাকারী কাজটি পড়ে তা প্রকাশযগ্য বলে মনে করলে তবেই কাজটি প্রকাশিত হয়)।
  • তথ্যসূত্রের স্বাধীনতা বলতে বোঝায় তথ্যসূত্রটি বিষয়টির নিজের রচয়িতা বা মালিকের আত্মপ্রচার নয়, বিজ্ঞাপন নয়, আত্মজীবনী নয়, প্রেস রিলিজ নয়, বা তথ্যসূত্রের মালিকানা এমন কারো নয় যার স্বার্থ বিষয়টির সঙ্গে এমন ভাবে জড়িত থাকতে পারে যে তথ্য বিকৃতির বিশেষ সম্ভাবনা থাকবে।
  • গুরুত্ব বা ননট্রিভিয়ালিটি বলতে বোঝায় ঘটনাটির বিবরণের গভীরতা, এবং শুধুমাত্র মজার শিরোনাম বা লঘু মনোরঞ্জনকারী কয়েকটি নাম ছাড়া বিষয়টির মধ্যে কতখানি গূঢ় "বিষয়বস্তু" আছে।
  • একাধিক বলতে কোন বিশেষ সংখ্যার কথা বলা হচ্ছে না। তথ্যসূত্রের নির্ভরযোগ্যতার উপর এটি নর্ভর করে। একই তথ্যসূত্র যদি অনেক গুলি পত্রিকা উদ্ধৃত করে তাহলে তাকে একাধিক বলে যায় না। আবার আকই বিষয়ের উপর একাধিক গবেষক আলাদা ভাবে গবেষণা করে প্রকাশ করলে তা কিন্তু একাধিক বলে গণ্য হবে।
  • নির্ভরযোগ্য হতে হলে তথ্যসূত্রের সম্পাদকমণ্ডলীর সম্পাদনা, তথ্য যাচাই ও সত্যনিষ্ঠার মান যথেষ্ট উঁচু হতে হবে।
অন্যান্য ভাষা