ডেনিস বের্গ্‌ক্যাম্প

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এ নিবন্ধ বা পরিচ্ছেদ টি ডেনিস বের্গকাম্প নিবন্ধের সাথে একত্রিত করা উচিত। (আলোচনা)


ডেনিস বের্গ্‌ক্যাম্প (Dennis Bergkamp) হল্যান্ডের একজন বিখ্যাত ফুটবল খেলোয়াড়। আধুনিক ফুটবলের সর্বশ্রেষ্ঠ স্ট্রাইকারদের মাঝে তিনি অন্যতম। প্রায় এক দশক তিনি বিলেতের আর্সেনাল ফুটবল দলের সাথে জড়িত ছিলেন।

১৯৯৮ সালে ফ্রান্সে অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বের্গ্‌ক্যাম্প আর্জেন্টিনার বিরুদ্ধে একটি চমকপ্রদ গোল করেন যেটি বিশ্বকাপের ইতিহাসের সেরা গোলগুলির মাঝে স্থান পেয়েছে। খেলার শেষ মুহুর্তে এই গোল হল্যান্ডকে স্মরনীয় বিজয় এনে দেয়।