রোমান পোলানস্কি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রোমান পোলানস্কি, ২০০২
রোমান পোলানস্কি, ২০০২

রোমান পোলানস্কি (জন্ম আগস্ট ১৮, ১৯৩৩) একজন অস্কার বিজয়ী পোল্যান্ডীয় চলচ্চিত্র পরিচালক। তাঁর প্রথমদিককার পরিচালিত বিখ্যাত ছবির মধ্যে রয়েছে, যেমন রোজমেরিস্‌ বেইবি (১৯৬৮), চায়নাটাউন (১৯৭৪)। এছাড়াও ব্যক্তিগত জীবনের দুঃখজনক ঘটনার জন্য তিনি পরিচিত - তাঁর অন্তঃসত্বা স্ত্রী অভিনেত্রী শ্যারন টেইটকে ১৯৬৯ সালে চার্লস ম্যানসনের অনুসারীরা হত্যা করে। ১৯৭৮ সালে পোলানস্কি ১৩ বছর বয়স্ক এক কিশোরীর সাথে যৌন সংসর্গের অপরাধ স্বীকার করে ইউরোপে পালিয়ে যান। মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরলে বিচারের সম্মুখীন হতে হবে, এই জন্য তিনি আর ফেরত আসেন নাই। ইউরোপ থেকেই তিনি চলচ্চিত্র পরিচালনা অব্যাহত রাখেন, তাঁর এই সময়ের বিখ্যাত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ফ্রান্টিক (১৯৮৮), এবং অ্যাকাডেমি পুরস্কার প্রাপ্ত দি পিয়ানিস্ট (২০০২)।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন
অন্যান্য ভাষা