যায়যায়দিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দৈনিক যায় যায় দিন বাংলাদেশ থেকে বাংলা ভাষায় প্রকাশিত একটি দৈনিক সংবাদপত্র। এ সংবাদপত্রটির সম্পাদক শফিক রেহমান। শুরুতে এটি সাপ্তাহিক যায় যায় দিন হিসেবে প্রকাশিত হয়ে আসছিল। পাঠকদের দাবীর মুখে এটি দৈনিকে রুপান্তরিত হয়।[এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য তথ্যসূত্র প্রয়োজন]উল্লেখ্য যে এটি প্রথম বার দৈনিক হিসেবে ট্যাবলয়েড আকারে প্রকাশিত হয়েছিল ১৯৯৯ সালে। সে সময় তেমন সাড়া না পাওয়ায় দৈনিক হিসেবে প্রকাশ বন্ধ করে দেয়া হয়। এরপর আবার ২০০৬ সালে নতুন আঙিকে পত্রিকাটি দৈনিক হিসেবে প্রকাশ আরম্ভ হয়।

[সম্পাদনা] ইতিহাস

এরশাদ বিরোধী আন্দোলনে পত্রিকাটি দারুন ভূমিকা পালন করে। ফলে এরশাদ সরকার কর্তৃক শফিক রেহমান অবাঞ্ছিত ঘোষিত হন।

[সম্পাদনা] বহিঃসংযোগ