অ্যাকিলিস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

লুভ্‌র যাদুঘরে সংরক্ষিত শিল্পকর্মে খোদাই করা অ্যাকিলিসের প্রতিমূর্তি
লুভ্‌র যাদুঘরে সংরক্ষিত শিল্পকর্মে খোদাই করা অ্যাকিলিসের প্রতিমূর্তি

অ্যাকিলিস গ্রিক পুরাণের একটি চরিত্র। মহাকবি হোমারের ট্রয়ের যুদ্ধের পটভুমিকার রচিত ইলিয়াড মহাকাব্যের কেন্দ্রীয় চরিত্র অ্যাকিলিস যুদ্ধের নায়ক ও শ্রেষ্ঠতম যোদ্ধা।

অ্যাকিলিস মিরমিডন্সের রাজা পেলেউস ও সাগরপরী থেটিসের পুত্র। হোমারের পরবর্তী গ্রিক কবিদের রচনা থেকে জানা যায় সাগরপরীরা অ্যাকিলিসের মৃত্যু সম্পর্কে ভবিষ্যতবানী করলে থেটিস অ্যাকিলিসকে অক্ষয় রাখার জন্য স্টিক্স নদীতে চুবিয়ে নেন কিন্তু তার গোড়ালি ধরে থাকায় অ্যাকিলিসের পায়ের ঐ অংশটি অরক্ষিত থেকে যায়। শেষ পর্যন্ত ঐ স্থানে যোদ্ধা প্যারিস দ্বারা নিক্ষিপ্ত তীরের আঘাতের ক্ষতে বিষক্রিয়ার ফলেই অ্যাকিলিসের মৃত্যু হয়। গোড়ালির পিছনের টেন্ডনটির শারীরস্থানিক নাম তাই "অ্যাকিলিস টেন্ডন" বা "টেন্ডো অ্যাকিলিস"। এই কাহিনীর জন্যে কোনকিছুর দুর্বলতম অংশ (প্রাণঘাতী দুর্বলতা) বোঝাতে বলা "অ্যাকিলিস হিল" বা অ্যাকিলিসের গোড়ালি।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন