কিশোরগঞ্জ (জেলা শহর)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দেশের দ্বিতীয় বহত্তম জেলা কিশোরগঞ্জ। সর্বমোট ১৩টি উপজেলা নিয়ে এই জেলাটি গঠিত। কিশোরগঞ্জ জেলা শহরটি বিখ্যাত শোলাকিয়া মাঠের জন্য। বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় শোলাকিয়া ময়দানে। ঈদুল ফিতরের নামাজে প্রতি বছর প্রায় তিন লক্ষাধিক মুসুল্লী নামাজ আদায় করেন। এছাড়া ও উপমহাদেশের প্রথম মহিলা কবি "চন্দ্রাবতী"র বাড়িও কিশোরগঞ্জের নীলগঞ্জে অবস্থিত। এছাড়া বাংলার বার ভুঁইয়াদের প্রধান ঈসা খাঁর বাড়ি"জঙ্গল বাড়ি"ও কিশোরগঞ্জের করিমগঞ্জের অবস্থিত। জঙ্গলবাড়ি ছিল ঈসা খাঁর দ্বিতীয় রাজধানী।