উইকিপেডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছেন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
- আমি এই নিবন্ধের অপসারণে সম্মতি দিচ্ছি। কারণ আমাদের তালিকা গুলো হবে এরকম: বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম, বীর প্রতীক, বীর উত্তম, ময়মনসিংহের শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের রাজনীতিবিদ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সেনানায়ক ইত্যাদি। সুতরাং এধরণের নিবন্ধ অপ্রয়োজনীয়। -- মুহাম্মদ ০৪:৩৭, ১১ ডিসেম্বর ২০০৬ (UTC)
- আমিও রাগিব ভাই এবং মুহাম্মদের সাথে একমত। তালিকায় কে থাকবে কে থাকবে না এ নিয়ে এমনিতেই অনেক সমালোচনা আছে তার উপর পূর্ন তালিকা (যা অসম্ভব) না হলে এ ধরনের পাতার কোন মাহাত্ম থাকবে বলে আমার মনে হয় না। এধরনের পাতা গুলো মুছে ফেলা উচিত।--বেলায়েত ১৪:১৮, ১১ ডিসেম্বর ২০০৬ (UTC)
- দ্রুত সরিয়ে ফেলা উচিত। মুনতাসির ১৪:৩৭, ১১ ডিসেম্বর ২০০৬ (UTC)
- মন্তব্য: আমি উপরের যুক্তিগুলোর সাথে একমত। তবে অপসারণের আগে সব সময় দেখে নেয়া উচিত কোন ভাবে শিরোনামটাকে পুনর্নির্দেশ করা যায় কি না। আমার মতে এক্ষেত্রে তা করা যায়। এটাকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ-তে পুনর্নির্দেশ করার সুপারিশ করছি। --অর্ণব (আলাপ | অবদান) ১৭:৩৪, ১১ ডিসেম্বর ২০০৬ (UTC)
- মন্তব্য: আমি অর্নবের সাথে একমত। এটাই সবথেকে ভাল উপায়। মুনতাসির ১৪:৩৮, ১২ ডিসেম্বর ২০০৬ (UTC)