মুখ ও মুখোশ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
'মুখ ও মুখোশ' | |
---|---|
![]() Screenshot |
|
পরিচালক | আব্দুল জব্বার খান |
প্রযোজক | আব্দুল জব্বার খান |
কাহিনী | আব্দুল জব্বার খান ("ডাকাত" নামের নাটক হতে) |
অভিনয়ে | পূর্ণিমা, সাইফুদ্দিন, বিনয় বিশ্বাস, জব্বার, ইনাম আহমেদ, জহরত আজরা, কাজী খালেক |
সঙ্গীত | সমর দাস |
পরিবেষণা | ইকবাল ফিল্মস |
মুক্তিপ্রাপ্ত (তারিখ) | ১৯৫৬ |
ভাষা | বাংলা ভাষা |
নির্মাণ ব্যয় | ৬৪,০০০ রূপি |
IMDb profile |
মুখ ও মুখোশ বাংলাদেশ (তথা তৎকালীন পূর্ব পাকিস্তানের) প্রথম স্থানীয়ভাবে নির্মিত সবাক পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র। ১৯৫৬ সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি পরিচালনা করেন আব্দুল জব্বার খান। ইকবাল ফিল্মস এই ছবিটি অর্থায়ন ও চিত্রায়নে সহায়তা করে। চলচ্চিত্রটি ১৯৫৬ সালের আগস্ট ৩ তারিখে মুক্তি পায়। ছবিটির প্রথম প্রদর্শনী হয় মুকুল প্রেক্ষাগৃহে (বর্তমান আজাদ প্রেক্ষাগৃহ)। এটি ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ এবং খুলনায় একযোগে মুক্তি পায়। সেই অঞ্চলের প্রথম চলচ্চিত্র হিসাবে দর্শকমহলে এটি নিয়ে আগ্রহের সৃষ্টি হয়। প্রথম দফায় মুক্তির পর চলচ্চিত্রটি ৪৮,০০০ রুপি আয় করে।[১]
সূচিপত্র |
[সম্পাদনা] ইতিহাস
আবদুল জব্বার খানের ডাকাত নাটক হতে চলচ্চিত্রটির কাহিনী নেয়া হয়। ১৯৫৩ সালে আব্দুল জব্বার খান চলচ্চিত্রটির কাজ শুরু করেন। সে সময় দৃশ্যতঃ পূর্ব পাকিস্তানে নিজস্ব কোন চলচ্চিত্র শিল্প গড়ে উঠেনি। স্থানীয় সিনেমা হলগুলোতে কলকাতা অথবা লাহোরের চলচ্চিত্র প্রদর্শিত হতো। পশ্চিম পাকিস্তানের চলচ্চিত্র প্রযোজক এফ. দোসানির পূর্ব পাকিস্তানে চলচ্চিত্র প্রযোজনার ব্যাপারে নেতিবাচক মন্তব্যে ক্ষুদ্ধ হয়ে জব্বার খান চলচ্চিত্রটি নির্মাণে উদ্যোগী হন।[২]। জব্বার খান দুই বছর ধরে ছবিটির কাজ করেন। স্থানীয় অভিনেতারা, চলচ্চিত্রে অভিনয়ের পূর্ব অভিজ্ঞতা ছাড়াই বিনা পারিশ্রমিকে এই ছবিতে অভিনয় করেন[১]। স্থানীয় ভাবে কোন ফিল্ম প্রোডাকশন স্টুডিও না থাকায়, ছবির নেগেটিভ ডেভেলপের জন্য লাহোরে পাঠানো হয়।
[সম্পাদনা] ছবির কলাকুশলীবৃন্দ
- মূখ্য পুরুষ চরিত্রে ছিলেন ইনাম আহমেদ।
- দ্বিতীয় প্রধান পুরুষ চরিত্র-- আব্দুল জব্বার খান ।
- প্রধান নারী চরিত্র -- পূর্ণিমা সেনগুপ্ত (চট্টগ্রাম)।
- জহরত আরা। (তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী )
- পিয়ারী বেগম। (তখন ইডেন কলেজের ছাত্রী )
- রহিমা খাতুন।
- বিলকিস বারী।
- আমিনুল হক। (তখন ঢাকা বেতারে চাকুরীরত )
[সম্পাদনা] পিছনের কলাকুশলী
- চিত্রনাট্য - বিপ্রদাশ ঠাকুর (কলকাতা)।
- চিত্র গ্রহণ -মুরারী মোহন (উপদেষ্টা )। পরে এই দায়িত্ব তুলে নেন সহকারী চিত্রগ্রাহক জামান।
- মেক আপ ম্যান - শ্যাম বাবু (আসল নাম শমসের আলী )।
- সংগীতে কন্ঠ- আবদুল আলীম এবং মাহবুবা হাসনাত ।
- সংগীত পরিচালক - সমর দাস।
- সহকারী সংগীত পরিচালক - ধীর আলী।
- শব্দ গ্রহণ - মইনুল ইসলাম।
- সম্পাদক- আব্দুল লতিফ (পশ্চিম পাকিস্তান) ।
[সম্পাদনা] বিবিধ তথ্য
- ছবির প্রথম প্রদর্শনী তে প্রধান অতিথি ছিলেন শেরেবাংলা এ কে ফজলুল হক।
- ছবির মহরতে উপস্থিত ছিলেন তদানীন্তন পাকিস্তানের গভর্নর ইস্কান্দার মীর্জা।
- প্রথম শুটিং কালীগঞ্জে ১৯৫৩ সালের ডিসেম্বর মাসে।
- ছবির মহরত হয় ১৯৫৪ সালের ৬ আগস্ট। স্থান তখনকার শাহবাগ হোটেল।
- প্রথমে ছবির নাম রাখা হয়েছিল 'ডাকাত'। পরে ফজল শাহাবুদ্দিনের পরামর্শে নাম রাখা হয় 'মুখ ও মুখোশ'।
- শুটিং শেষ হয় ১৯৫৫ সালের ৩০ শে অক্টোবর।
- শুটিং এর মূল স্থান গুলো ছিল সিদ্ধেশ্বরী,তেজগাঁও, রাজারবাগ, কমলাপুর, লালমাটিয়া, জিঞ্জিরা এবং টঙ্গী এর বিভিন্ন জায়গায়।
[সম্পাদনা] উৎসনির্দেশ
- ↑ ১.০ ১.১ মুখ ও মুখোশ, পাকিস্তানি চলচ্চিত্র হতে
- ↑ ডেইলী স্টারে প্রকাশিত করিম ওয়াহিদের প্রতিবেদনCelebrating 50 years of our cinema: Remembering Mukh O Mukhosh and Abdul Jabbar Khan, The Daily Star, 12 August, 2005.