দার্জিলিং জেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দার্জিলিং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা। ভারতের উত্তর পূর্বে এর অবস্থান। এটি হিমালয়ের পাদদেশে অবস্থিত। দার্জিলিং নেপালের পূর্বে, সিকিম এর দক্ষিণে এবং ভুটানের সামান্য দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত। এর খ্যাতি মূলত এর অনন্যসাধারণ চা বাগানগুলোর জন্য। যারা রেলগাড়ি চড়তে ভালবাসেন তাদের জন্য দার্জিলিং এর উপহার বিখ্যাত খেলনা ট্রেন। এই খেলনা ট্রেন আসলে এক ধরণের ন্যারো গজ বাষ্পীয় রেল গাড়ি। এটি সমতলের শিলিগুড়ি থেকে ছেড়ে ঘুম এবং দার্জিলিং এর পাহাড়ি এলাকায় গিয়ে যাত্রা শেষ করে। এই দার্জিলিং জেলার ই একটি শহর দার্জিলিং।

[সম্পাদনা] নামকরণ

দার্জিলিং শব্দটি এসেছে সংস্কৃত ভাষার শব্দ "দুর্জয় লিঙ্গ" থেকে। এর অর্থ " অদম্য ক্ষমতার অধিকারী শিব, যে হিমালয় শাসন করে" ।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন


পশ্চিমবঙ্গের জেলাসমূহ
কলকাতাবর্ধমানবাঁকুড়াপুরুলিয়াহুগলীহাওড়াউত্তর ২৪ পরগণাদক্ষিণ ২৪ পরগণাজেলাদার্জিলিংজলপাইগুড়িকোচবিহারউত্তর দিনাজপুরদক্ষিণ দিনাজপুরমালদহমুর্শিদাবাদবীরভূমপূর্ব মেদিনীপুরপশ্চিম মেদিনীপুর
অন্যান্য ভাষা