অগুস্ত রদ্যাঁ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অগুস্ত রদ্যাঁ
অগুস্ত রদ্যাঁ

অগুস্ত রদ্যাঁ (ফরাসি ভাষায়: Auguste Rodin ওগ্যুস্ত্‌ রদ্যাঁ) (১২ই নভেম্বর, ১৮৪০১৭ই নভেম্বর, ১৯১৭) আধুনিক যুগের একজন বিখ্যাত ফরাসি ভাস্কর। তাঁর কাজ উনিশ শতকের শেষভাগে শিল্পের জগতে গভীর প্রভাব ফেলে। বোজার (Beaux-arts) ধারার যুগপৎ অনুগামী ও বিরোধী এ ভাস্কর জটিল মনুষ্য মূর্তি নির্মাণে অদ্বিতীয় নৈপুণ্য দেখান, যা তাঁকে পূর্ববর্তী ও পরবর্তী সমস্ত ভাস্কর্য-নির্মাণ ধারা থেকে আলাদা করে রেখেছে।

[সম্পাদনা] রদ্যাঁ-র ভাস্কর্যের গ্যালারি