ইউরো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইউরো এর সরকারী প্রতীক
ইউরো এর সরকারী প্রতীক

ইউরো (ইংরেজি Euro য়ুরো, মূদ্রা সংকেত€; ব্যাংক কোড: EUR) হল ইউরোপীয় ইউনিয়নের সরকারী মূদ্রা, এবং সেখানকার ১২টি দেশে (অস্ট্রিয়া, আয়ারল্যান্ড, ইতালি, গ্রীস, জার্মানি, নেদারল্যান্ড, পর্তুগাল, ফিনল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবুর্গ, ও স্পেন) প্রচলিত একক মূদ্রা। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের বাইরের কিছু দেশ, যেমন মোনাকো, সান মারিনো এবং ভ্যাটিকান সিটি) চুক্তির ভিত্তিতে এই মূদ্রাটি ব্যবহার করে থাকে। এটি এন্ডোরা, কসোভো ও মন্টেনেগ্রোতেও ব্যবহৃত হয়ে থাকে।

২০০২ সালে ইউরো সাধারণ বাজারে ছাড়া হয়। অবশ্য ১৯৯৯ সাল থেকেই ব্যাংক গুলো বিনিময় মাধ্যম হিসেবে এটি ব্যবহার করছে।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন