মাইক্রোপ্রসেসর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইন্টেলের ৮০৪৮৬-ডিএক্স-২ মাইক্রোপ্রসেসরের ছবি
ইন্টেলের ৮০৪৮৬-ডিএক্স-২ মাইক্রোপ্রসেসরের ছবি

মাইক্রোপ্রসেসর (সংকেত µP) হলো প্রোগ্রামযোগ্য ডিজিটাল ইলেক্ট্রনিক যন্ত্রাংশ, যা কম্পিউটার সহ নানা ইলেক্ট্রনিক যন্ত্রে ব্যবহার করা হয়।

সূচিপত্র

[সম্পাদনা] ইতিহাস

[সম্পাদনা] শুরুর দিকের মাইক্রোপ্রসেসর

১৯৬০এর দশকের শেষে ও ১৯৭০ এর দশকের শুরুর দিকের ৩টি প্রকল্প হতে মাইক্রোপ্রসেসরের সূচনা হয়। এগুলি হলো, ইন্টেলের ৪০০৪, টেক্সাস ইন্সট্রুমেন্টসের টিএমএসে ১০০০ এবং গ্যারেট এআইরিসার্চ এর সেন্ট্রাল এয়ার ডাটা কম্পিউটার।

১৯৬৮ সালে গ্যারেটকে মার্কিন নৌবাহিনীর নতুন যুদ্ধ বিমান এফ-১৪ টমক্যাট এর জন্য উড্ডয়ন নিয়ন্ত্রক কম্পিউটার তৈরীর কাজ দেয়া হয়। এর নকশা শেষ হয় ১৯৭০ সালে, মসফেট-ভিত্তিক চিপ ব্যবহার করে। এই নকশাটি শুরুর দিকের সব টমক্যাট বিমানে ব্যবহার করা হয়। কিন্তু নৌবাহিনীড় গোপনীয়তা রক্ষার্থে ১৯৯৭ সালের আগে পর্যন্ত এর বিস্তারিত বিবরণ প্রকাশ করতে দেয়া হয় নাই। এজন্য এই এমপি৯৪৪ চিপসেটের কথা অনেকটা অপরিচিত রয়ে গেছে।

১৯৭১ সালের ১৭ই সেপ্টেম্বর টেক্সাস ইন্সট্রুমেন্টস ৪-বিটের টিএমএস ১০০০ তৈরী করে, এবং শুরুতে এটি ব্যবহার করে একচিপের একটি ক্যালকুলেটর তৈরী করে। ইন্টেলের ৪০০৪ চিপটি ১৯৭১ সালের ১৫ই নভেম্বর ফেডেরিকো ফ্যাগিনের তত্ত্বাবধানে নির্মিত হয়।

[সম্পাদনা] উল্লেখযোগ্য ৮-বিটের মাইক্রোপ্রসেসর

[সম্পাদনা] ১৬-বিটের মাইক্রোপ্রসেসর

[সম্পাদনা] ৩২-বিটের মাইক্রোপ্রসেসর

[সম্পাদনা] ৬৪-বিটের মাইক্রোপ্রসেসর

[সম্পাদনা] একাধিক-কেন্দ্রিক মাইক্রোপ্রসেসর

এএমডি এক্স-২ ৩৬০০ মডেলের দ্বি-কেন্দ্রিক মাইক্রোপ্রসেসর
এএমডি এক্স-২ ৩৬০০ মডেলের দ্বি-কেন্দ্রিক মাইক্রোপ্রসেসর

[সম্পাদনা] রিস্ক নকশার মাইক্রোপ্রসেসর

[সম্পাদনা] বিশেষ উদ্দেশ্যের মাইক্রোপ্রসেসর

[সম্পাদনা] ব্যবসায়িক উপাত্ত

[সম্পাদনা] মাইক্রোপ্রসেসর তালিকা

[সম্পাদনা] আরও দেখুন

[সম্পাদনা] বহিঃসংযোগ

উইকিমিডিয়া কমন্সে নিম্নের বিষয় সংক্রান্ত ছবি, অডিও বা ভিডিও রয়েছে:

[সম্পাদনা] সাধারণ

[সম্পাদনা] উল্লেখযোগ্য ঐতিহাসিক দলিল