ফ্রিড্রিশ ফন হায়ক
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফ্রিড্রিশ ফন হায়ক (জার্মান Friedrich August von Hayek ফ্রিট্রিশ্ আউগুস্ট্ ফন্ হায়েক্, মে ৮, ১৮৯৯ - মার্চ ২৩, ১৯৯২) একজন ব্রিটিশ অর্থনীতিবিদ ও রাজনৈতিক দার্শনিক। তাঁর জন্ম অস্ট্রিয়ার ভিয়েনাতে। তিনি সমাজতান্ত্রিক ভাবধারার বিপক্ষে উদারপন্থী গণতন্ত্র ও মুক্ত বাজার অর্থনীতিকে সমর্থন করা ও এসংক্রান্ত অর্থনৈতিক তত্ত্বপ্রদানের জন্য বিখ্যাত।