উইকিমিডিয়া কমন্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রেইড বিলস এর আঁকা উইকিকমন্সের প্রতিক
রেইড বিলস এর আঁকা উইকিকমন্সের প্রতিক

উইকিমিডিয়া কমন্স (ইংরেজী হোমপেইজ; কমন্স বা উইকিকমন্স নামেও ডাকা হয়) চিত্র, শব্দ ও অন্যান্য মাল্টিমিডিয়ার ফাইলের একটি উন্মুক্ত ভান্ডার, যা বিনামূল্যে পাওয়া যায়। এটি উইকিমিডিয়া ফাউন্ডেশনের উইকিপিডিয়ার মত আর একটি প্রকল্প, কিন্তু এটি উইকিপিডিয়ার অন্যান্য সহপ্রকল্পের সম্পদ ভান্ডার হিসেবে কাজ করে।

কমন্সে আপলোড করা সকল ফাইল উইকিমিডিয়া সার্ভারের সকল ভাষার প্রকল্পের (উইকিপিডিয়া, উইকিবই, উইকিউৎস এবং উইকিসংবাদ সহ) স্থানীয় ভাবে আপলোড করা ফাইলের মত কাজ করে।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন