পানি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সাগর পৃথিবীর প্রায় ৯৭.৩% পানি ধারণ করে। ভূপৃষ্ঠের ২/৩ ভাগ পানি।
সাগর পৃথিবীর প্রায় ৯৭.৩% পানি ধারণ করে। ভূপৃষ্ঠের ২/৩ ভাগ পানি।

পানি বা জল এক প্রকার গন্ধহীন, বর্ণহীন তরল পদার্থ। এটি হাইড্রোজেনঅক্সিজেন এর সমন্বয়ে গঠিত। দুই পরমাণু হাইড্রোজেন ও এক পরমাণু অক্সিজেন মিলে এক অণু পানি গঠন করে। এর রাসায়নিক সংকেত হল (H2O)। পানির হিমাংক/গলনাংক ০° সেলসিয়াস এবং স্ফুটনাংক ১০০°।

পৃথিবীর ৬০% অংশ জুড়ে পানি রয়েছে। মানবদেহের ৮০% অংশ পানি দিয়ে গঠিত। এটি সকল জীব দেহের একটি প্রধান উপাদান।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন