দেবী সরস্বতী
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হিন্দু দেবী সরস্বতী বিদ্যা ও কলার (শিল্প) অধিষ্ঠাত্রী হিসাবে পূজিতা। বর্ণনাঃ সরস্বতীর হাতে থাকে একটি বীণা। বাহন সাদা রাজ হাঁস। শ্বেত অথবা বাসন্তী রঙের বস্ত্র পরিধান করেন। সরস্বতীর পূজা হয় মাঘ মাসে শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে (হিন্দিতে "বসন্ত পঞ্চমী")।