নামাজ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইসলাম বিষয়ক ধারাবাহিক রচনার একটি অংশ: |
|
সুন্নী মতানুসারে ইসলামের পঞ্চস্তম্ভ | |
শাহাদাহ্ - বিশ্বাস |
|
সুন্নী মতানুসারে ইসলামের ছয়টি বিশ্বাস | |
তাওহীদ - স্রষ্টার এককত্ব |
|
শিয়া মতানুসারে ধর্মীয় নীতি |
|
তাওহীদ - স্রষ্টার এককত্ব |
|
শিয়া মতানুসারে ধর্মীয় আচার |
|
নামাজ - নিয়মিত প্রর্থনা অনুষ্ঠান |
|
শিয়া মতানুসারে ইসলামের সপ্তস্তম্ভ | |
ওয়ালাইয়াহ - অভিভাবকত্ব |
|
অন্যান্য | |
সালাফি বা খারিজী মতানুসারে ইসলামের ষষ্ঠ স্তম্ভ. |
নামাজ (আরবী: صلاة, কুরআনিক আরবী: صلوة, ফার্সি: نماز) ইসলাম ধর্মের প্রধান উপাসনা বা আচার অনুষ্ঠান। শাব্দিক দিক দিয়ে এর অর্থ প্রার্থনা করা। প্রতিদিন ৫ ওয়াক্ত (নির্দিষ্ট নামাজের নির্দিষ্ট সময়) নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। প্রত্যহ ৫ ওয়াক্ত ছাড়াও আরও বিভিন্ন ধরণের নামাজ রয়েছে। নামাজ সুন্নী ইসলামের পঞ্চস্তম্ভের একটি এবং শিয়া ইসলামের ১০টি মূল বিষয়ের একটি অতি গুরুত্বপূর্ণ উপাসনা। ফার্সি, উর্দূ, হিন্দি, তুর্কী এবং বাংলা ভাষায় একে নামাজ (ফার্সি ভাষা থেকে উদ্ভূত) বলা হয়। কিন্তু এর মূল আরবী নাম সালাত বা সালাহ্। শাহাদাহ্ বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ।
নামাজ অবশ্যই আরবী ভাষায় নির্দিষ্ট কিছু সূরা ও দোয়া পাঠ করার মাধ্যমে আদায় করতে হয়। যে উপাসকের যেমন সামর্থ আছে সে অনুযায়ীই তাকে আরবী পড়তে হয়। সবকিছু অন্তর থেকে পাঠ বা তিলাওয়াত করতে হয়। যে স্থানে নামাজ আদায় করা হয় তাকে মুসাল্লা (مصلى) বলে। সব নামাজ
[সম্পাদনা] নামাজের নিয়ম
নামাজের ধাপ বা অংশকে রাকাত বলা হয়। প্রতি রাকাতের শুরুতে সুরা পাঠের পর রুকু (অর্থাৎ হাঁটুতে হাত দিয়ে অবনত হওয়া), ও তার পর সিজদা দিতে হয়। তিন বা চার রাকাতের নামাজের দ্বিতীয় রাকাতে সিজদার পর বসে "আত্তাহিয়াতু" দোয়া পড়তে হয়। নামাজের শেষ রাকাতে সিজদার পর বসে "আত্তাহিয়াতু" দোয়ার সাথে "দুরুদ শরীফ" পড়তে হয়। নামাজের শেষে দুই দিকে সালাম দিয়ে মুনাজাত বা প্রার্থনা করতে হয়।
[সম্পাদনা] নামাজের ওয়াক্ত ও রাকাত
প্রতিদিন একজন মুসলমানকে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হয়। প্রথম ওয়াক্ত হল "ফজর নামাজ" সুবহে সাদিক হতে সূর্যোদয় পর্যন্ত এর ব্যপ্তিকাল। এরপর "যোহর ওয়াক্ত" বেলা দ্বিপ্রহর হতে "আছর ওয়াক্ত"-এর আগ পর্যন্ত যার ব্যপ্তি। তৃতীয় ওয়াক্ত "আছর ওয়াক্ত" যা সূর্যাস্তের আগ পর্যন্ত পড়া যায়। চতুর্থ ওয়াক্ত হচ্ছে "মাগরীব" যা সূর্যাস্তের ঠিক পর পরই আরম্ভ হয় এবং এর ব্যপ্তিকাল প্রায় ৩০-৪৫ মিনিট। "মাগরীব ওয়াক্ত" এর প্রায় ১ ঘন্টা ৩০ মিনিট পর আরম্ভ হয় "এশা ওয়াক্ত" এবং এর ব্যপ্তি প্রায় "ফজর ওয়াক্ত"-এর আগ পর্যন্ত।
উপরোক্ত ৫ টি ফরজ নামাজ ছাড়াও এশা নামাজের পরে বিতর নামাজ আদায় করা ওয়াজিব। এছাড়াও আরো বেশ কয়েকটি সুন্নত নামাজ ও মুসলমানরা আদায় করে থাকে।
কোন ওয়াক্ত-এর নামাজ কয় রাকাত তা দেয়া হল :
নাম | সময় | ফরযের পূর্বে সুন্নত | ফরয | ফরযের পর সুন্নত | ||
---|---|---|---|---|---|---|
সুন্নী | শিয়া | সুন্নী | শিয়া | |||
ফযর (فجر) | ঊষা থেকে সূর্যোদয় | ২ রাকাত১ | ২ রাকাত | ২ রাকাত | - | ২ রাকাত |
যোহর (ظهر) | ঠিক দুপুড় থেকে আসরের পূর্ব পর্যন্ত | ৪ রাকাত১ | ৪ রাকাত | ৪ রাকাত২ | ২ রাকাত১ | - |
আসর (عصر) | টিকা ৩ দেখুন | ৪ রাকাত | ৪ রাকাত | ৪ রাকাত | - | - |
মাগরিব (مغرب) | সূর্যাস্তের পর থেকে গোধূলি পর্যন্ত | - | ৩ রাকাত | ৩ রাকাত | ২ রাকাত১ | ৩ রাকাত |
এশা (عشاء) | গোধূলি থেকে ঊষা৪ | ৪ রাকাত | ৪ রাকাত | ৪ রাকাত | ২ রাকাত১, ৩ বিতর | ২ রাকাত |
১Prayed daily by the prophet Muhammad
২Replaced by Jumu'ah on Fridays.
এশা নামাজ আদায় করার পর ৩ রাকাত বিতর এর ওয়াজিব নামাজ আদায় করতে হয়।
[সম্পাদনা] বিশেষ নামাজ:
- তারাবীহ্ এর নামাজ : শুধু মাত্র রমজান মাসে এই নামাজ পড়তে হয়। এশা নামাজের ২ রাকাত সুন্নত আদায় করার পরে এবং বিতর নামাজ এর আগে ২০ রাকাত তারাবীহ্ এর নামাজ আদায় করতে হয় এই সময়।
- যানাযার নামাজ : কোন মুসলমান মারা গেলে মৃত ব্যক্তিকে কবর দেয়ার আগে এই নামাজ পড়তে হয়।
![]() |
ইসলামের পঞ্চস্তম্ভ | ![]() |
শাহাদাহ্ | নামাজ | রোজা | যাকাত | হজ্জ্ব |