ইবন সিনা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পারসী চিন্তাবিদ
মধ্যযুগ
নাম: আবু আলী সিনা
জন্ম: আনুমানিক ৯৮০ খ্রিস্টাব্দ / ৩৭০ হিজরী[১]
মৃত্যু: ১০৩৭ খ্রিস্টাব্দ / ৪২৮ হিজরী[১]
চিন্তাধারা: মু'তাজিলা
প্রধান কৌতূহল: অধিবিদ্যা, যুক্তিবিজ্ঞান, নৈতিকতা, চিকিৎসা শাস্ত্র, পদার্থবিজ্ঞান, গণিত, জ্যোতির্বিজ্ঞান, ধর্মতত্ত্ব
প্রদত্ত বিশেষ ধারণাসমূহ: ইউরোপের মধ্যযুগীয় শিক্ষায় ইবন সিনা সৃষ্ট উপকরণ বহুল মাত্রায় ব্যবহৃত হয়
প্রভাব: এরিস্টটল, নব্য-প্লেটোবাদ, আল-ফারাবী
যার দ্বারা প্রভাবিত: ইবন রুশ্‌দ, ওমর খৈয়াম, টমাস একুইনাস, আলবার্টাস ম্যাগনাস

ইবন সিনা (৯৮০ - ১০৩৭) বিখ্যাত মুসলিম দার্শনিক ও বিজ্ঞানী ছিলেন। তার সম্পূর্ন নাম ছিল আবু আলী হুসাইন ইবন আবদুল্লাহ ইবন সিনা। পাশ্চাত্যে আভিসেনা(Avicenna) নামে খ্যাত

সূচিপত্র

[সম্পাদনা] জন্ম

তিনি ৯৮০ খ্রিস্টাব্দে উজবেকিস্তানের বুখারার নিকটবর্তী আফশানা গ্রামে জন্ম গ্রহন করেন।

[সম্পাদনা] জীবনী

ইবন সিনা মাত্র দশ বছর বয়সে পবিত্র কোরআন শরীফ ও আরবি সাহিত্যে দক্ষতা অর্জন করেন। পরবর্তি ছয় বছর তিনি ইসলামিক আইন, জ্যামিতি, দর্শন, যুক্তিবিদ্যা অধ্যায়ন করেন। ১৭ বছর বয়সে তিনি চিকিত্সা বিজ্ঞান অধ্যায়ন শুরু করেন। ১৮ বছর বয়সে তিনি তত্কালিন শাসক নুহ্ ইবন মনসুর এর দরবারে ডাক পান এবং রাজ-গ্রন্থাগার ব্যবহারের সুযোগ পান। ২১ বছর বয়সে তিনি তাঁর প্রথম গ্রন্থ রচনা করেন। তিনি পরবর্তি জীবনে বিভিন্ন অনাকাঙ্খিত ঘটনার সম্মুখিন হন এবং হামাদান নগরীতে চলে যান। হামাদান নগরীতে তাঁর সমাধি অবস্থিত।

[সম্পাদনা] শিক্ষা ও গবেষণা

রসায়নবিদ্যা, চিকিৎসাবিদ্যা গণিতশাস্ত্র, জ্যোতির্বিদ্যা ও ভাষাবিদ্যায় তাঁর অসামান্য পারদর্শিতা ছিল।

[সম্পাদনা] রসায়নবিদ্যা

[সম্পাদনা] চিকিত্সাবিদ্যা

[সম্পাদনা] গণিতশাস্ত্র

[সম্পাদনা] জ্যোতির্বিদ্যা

[সম্পাদনা] ভাষাবিদ্যা

[সম্পাদনা] গ্রন্থ

তিনি বিভিন্ন বিষয়ের উপর একশতেরও বেশি বই লিখেন। তার মধ্যে ১৬ খানা বই চিকিত্সা শাস্ত্রে ওপর। তিনি চিকিৎসা শাস্ত্রের ওপর "আলকানুন" নামক ১৪ খন্ডাংশের বই লিখেন।

[সম্পাদনা] মৃত্যু

তিনি ১০৩৭ খৃষ্টাব্দে ৫৭ বছর বয়সে মারা যান।

[সম্পাদনা] বহিঃসংযোগ

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন