আলাপ:Current events
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কম্পিউটার এ বাংলা ইন্টারফেস
এই মূহুর্তে যারা কম্পিউটার ব্যাবহারকারী তারা মোটামুটি ভাবে ইংরেজী ভাষায় দক্ষ। কিন্তু আপামর জনগোষ্ঠীর কথা চিন্তা করলে দেখা যাবে বাংলাদেশ এর বেশীর ভাগ লোকই কম্পিউটার বা তথ্য থেকে দূরে থেকে যাবে, শুধু মাত্র বাংলায় কম্পিউটিং নেই বলে । এখনো কম্পিউটার এর জগৎ এ বাংলা বলতে বোঝায় বাংলা টাইপিং । কিন্তু বাংলা ভাষায় কোন ডাটাবেইজ সংরক্ষণ সম্ভব নয় । সাম্প্রতিক সময়ে "google" এর মাধ্যমে বাংলায় সার্চিং সুম্ভব হলেও বাংলা ওয়েব-সাইট এর সংখ্যা হাতে গোনা । আর কম্পিউটার এ বাংলা ইন্টারফেস তৈরীর ব্যাপার টা মাইক্রোসফট এর হাতে থাকলেও আমাদের চেষ্টা করতে হবে আমাদের মত করে । সম্প্রতি মাইক্রোসফট ইন্ডিয়ান বাংলা ইন্টারফেস হিসেবে একটি বাংলা ইন্টারফেস তৈরী করলেও তা আমাদের হাতের নাগালের বাইরে কেননা এর জন্য অরিজিন্যাল উইন্ডোজ এক্সপির প্রয়োজন । যা আমাদের পক্ষে কেনা সম্ভব নয় । তাই আমাদের প্রয়োজন নিজস্ব অপারেটিং সিস্টেম । যা হয়তো এই মুহুর্তে হয়তো সম্ভব নয় । কিছু কিছু সফটওয়্যার এই মূহুর্তে বাংলা ইন্টারফেস তৈরীর জন্য যথেষ্ট অগ্রগতি সাধন করেছে । তার মাঝে অক্ষর, অভ্র এদের নাম বিশেষ ভাবে উল্লেখযোগ্য ।
-নাজমুস সাকিব ।