অন্ধ্র প্রদেশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অন্ধ্র প্রদেশ (তেলুগু ఆంధ్ర ప్రదేశ్, উর্দু آندھرا پردیش, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় /aːnd̪ʰrə prədeːʃ/) ভারতের একটি রাজ্য। রাজধানী হায়দ্রাবাদ। এটি ইতিহাস প্রসিদ্ধ স্থান। চারমিনার মসজিদ স্থাপত্যকর্ম ও প্রাচীনত্বের জন্য বিখ্যাত। অপর বড় শহর বিশাখাপত্তনম । এই বন্দরনগরীতে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র রয়েছে।



The Flag of India, adopted on July 22, 1947.
ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল
রাজ্য অন্ধ্র প্রদেশঅরুণাচল প্রদেশঅসমবিহারছত্তিসগড়গোয়াগুজরাটহরিয়ানাহিমাচল প্রদেশজম্মু ও কাশ্মীরঝাড়খণ্ডকর্ণাটককেরালামধ্য প্রদেশমহারাষ্ট্রমণিপুরমেঘালয়মিজোরামনাগাল্যান্ডওড়িশাপাঞ্জাবরাজস্থানসিকিমতামিল নাড়ুত্রিপুরাউত্তরাখণ্ডউত্তর প্রদেশপশ্চিমবঙ্গ
কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জচন্ডীগড়দাদরা ও নগর হাভেলিন্যাশনাল ক্যাপিটাল টেরিটোরি অফ দিল্লীদমন ও দিউলাক্ষাদ্বীপপন্ডিচেরী