কার্ল ফ্রিড্‌রিশ গাউস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইয়োহান কার্ল ফ্রিড্‌রিশ গাউস
কার্ল ফ্রিড্‌রিশ গাউস
কার্ল ফ্রিড্‌রিশ গাউস
জন্ম ৩০শে এপ্রিল, ১৭৭৭
ব্রাউনশ্‌ভাইগ, জার্মানি
মৃত্যু ২৩শে ফেব্রুয়ারি, ১৮৫৫
গটিংগেন, হানোভার, জার্মানি
জাতীয়তা জার্মান
কর্মক্ষেত্র গণিতপদার্থবিজ্ঞান
কর্মপ্রতিষ্ঠান গেয়র্গ-আউগুস্ট বিশ্ববিদ্যালয়
পঠিত বিদ্যাপীঠ হেল্মষ্টেট বিশ্ববিদ্যালয়
অধিস্নাতক পরামর্শদাতা ইয়োহান ফ্রিড্‌রিশ ফাফ
অধিস্নাতক ছাত্রবৃন্দ ফ্রিড্‌রিশ বেসেল
ক্রিস্টফ গূডারমান
যে জন্যে পরিচিত সংখ্যা তত্ত্ব
গাউসীয়
চুম্বকত্ব

ইয়োহান কার্ল ফ্রিড্‌রিশ গাউস (; জার্মান ভাষায়: Johann Carl Friedrich Gauss (Gauß)) (এপ্রিল ৩০, ১৭৭৭ - ফেব্রুয়ারি ২৩, ১৮৫৫) অসামান্য প্রতিভাবান জার্মান গণিতবিদ এবং বিজ্ঞানী, যার গণিত এবং বিজ্ঞানের প্রায় সকল বিভাগে অবদান আছে । তাকে "গণিতের যুবরাজ" ও "সর্বকালের সেরা গণিতবিদ" বলা হয়। গণিতের যে সব বিষয়ে তার অবদান আছে সেগুলোর মধ্যে আছে সংখ্যা তত্ত্ব, গাণিতিক বিশ্লেষণ, অন্তরক জ্যামিতি, চুম্বকের ধর্ম, আলোকবিজ্ঞান, জোতির্বিজ্ঞান, ইত্যাদি।

গাউস ছোটবেলা থেকেই অসম্ভব প্রতিভাবান ছিলেন । ছোটবেলার তার গাণিতিক প্রতিভা নিয়ে অনেক গল্প শোনা যায়। তিনি কৈশোরেই তাঁর প্রথম গুরুত্বপূর্ণ গাণিতিক আবিষ্কারগুলো সম্পাদন করেন। ১৭৯৮ সালে মাত্র ২১ বছর বয়সে তিনি তাঁর জীবনের সর্বশ্রেষ্ঠ কাজ Disquisitiones Arithmeticae লেখা সমাপ্ত করেন, যা ১৮০১ সালে প্রকাশিত হয়। তাঁর এই কাজ গণিতের একটি পৃথক শাখা হিসেবে সংখ্যাতত্ত্বের ভিত্তি স্থাপন করে এবং আজও এর প্রভাব অপরিসীম।

গাউসের সমাধি স্তম্ভ
গাউসের সমাধি স্তম্ভ
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন