খিচুরী
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খিচুরী হচ্ছে মশলা সহ রান্না করা ভাত।
সূচিপত্র |
[সম্পাদনা] প্রস্তুতপ্রনালী
চাল, মশলা, সব্জী, মাংস ইত্যাদী বিভিন্ন অনুপাতে মিশিয়ে রান্না করা হয়।
[সম্পাদনা] বিভিন্নতা
চাল, মশলা, সব্জী, মাংস ইত্যাদী বিভিন্ন অনুপাতের জন্য বিভিন্নতা তৈরী হয়।
[সম্পাদনা] পরিবেশনা
বিভিন্ন সালাদ পাতা, গাজর, শশা, মূলা, কাচামরিচ, পেয়াজ বিভিন্ন ভাবে কেটে খিচুরী গরম গরম পরিবেশিত হয়।
[সম্পাদনা] পুষ্টিমান
চাল, মশলা, সব্জী, মাংস ইত্যাদী বিভিন্ন অনুপাতের জন্য পুষ্টিমান বিভিন্ন হয়।