চিত্তরঞ্জন দাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দেশবন্ধু চিত্তরঞ্জন দাস
দেশবন্ধু চিত্তরঞ্জন দাস

দেশবন্ধু চিত্তরঞ্জন দাস (১৮৭০ - জুন ১৬, ১৯২৫) বাঙালি আইনজীবি এবং রাজনীতিবিদ। তিনি স্বরাজ্য পার্টি এর প্রতিষ্ঠাতা। তাঁর সময়ের অন্যতম বৃহত অঙ্কের আয় অর্জনকারী উকিল হওয়া সত্তেও তিনি তাঁর ধন অকাতরে সাহায্যপর্থীদের কাছে বিলিয়ে দিয়ে বাংলার ইতিহাসে দানবীর হিসাবে সপরিচিত।

[সম্পাদনা] জন্ম

চিত্তরঞ্জন দাস ১৮৭০ সালে বর্তমান মুন্সিগঞ্জ জেলাবিক্রমপুরের টঙ্গীবাড়ী থানার তেলিরবাগ নামক গ্রামে।

[সম্পাদনা] কর্মজীবন

[সম্পাদনা] মৃত্যু

১৯২৫ সালের ১৬ই জুন চিত্তরঞ্জন দাস মৃত্যুবরণ করেন। উদার মতবাদ ও দেশের প্রতি দরদের কারণে তিনি হিন্দু মুসলমান সকলের শ্বদ্ধা ও ভালবাসা অর্জন করেন এবং তার এই উদার মতবাদের জন্য জনগণ তাকে দেশবন্ধু খেতাবে ভুষিত করেন।

তাঁর মৃত্যুর খবরে শোকার্ত রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সম্বন্ধে বলেনঃ

"এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ। মরণে তাহাই তুমি করে গেলে দান।।"

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন
অন্যান্য ভাষা