সমসাময়িক ঘটনাসমূহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দয়া করে লক্ষ্য করুন: খবর উল্লেখের এমন ভাষা ব্যবহার করুন যাতে কোন একটি নির্দিষ্ট দেশের দৃষ্টিভঙ্গি প্রকাশ না পায়। এ পৃষ্ঠাটির পাঠক আন্তর্জাতিক পাঠকসমাজ - এটা মনে রেখে নৈর্ব্যক্তিকভাবে তথ্য যোগ করুন।

সূচিপত্র

[সম্পাদনা] মার্চ ৬, ২০০৭

  • মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের দুপুরের খাবার দেয়ার দাবিতে ৬ মার্চ ২০০৭, নোয়াখালী জেলা প্রশাসকের মাধ্যমে জেলার নাগরিক সমাজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মরকলিপি দেয়।

[সম্পাদনা] মার্চ ৫, ২০০৭

  • কৃষি জমি নিয়ে আন্দোলনে তৃণমূলের পথে তাঁরা যে হাঁটতে রাজি নন, তার ইঙ্গিত দিয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। অথচ এক সপ্তাহ আগে তাঁরই দলের নেতা ও তথ্যমন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সি কৃষিজমি রক্ষায় তৃণমূলের মতো 'সত্যাগ্রহ-আনশন' করার ডাক দিয়েছিলেন। কিন্তু রবিবার রাজারহাটে এক আনুষ্ঠানে লোকসভার স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের সামনেই প্রণব মুখোপাধ্যায় জানিয়ে দেন, রাজ্যের উন্নয়নের জন্য শিল্পায়ন ছাড়া দ্বিতীয় রাস্তা নেই। কারণহ জনসংখ্যা বাড়লেও জমির পরিমাণ একই থাকে। তাঁর কথায়, "শিল্পায়নের প্রয়োজনের কথা আজ আর লককে বক্তৃতা দিয়ে বোঝাতে হবে না। আর কারখানা তো আকাশে হবে না। তার জন্য জমি দরকার।" সেই জমি পরিক্লপিত ভাবে ব্যবহার করলে এ রাজ্যেও শিল্পায়ন এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বলে মনে করেন তিনি। (সূত্রঃ আনন্দবাজার পত্রিকা)

[সম্পাদনা] ফেব্রুয়ারি ২৬, ২০০৭

  • বাংলাদেশের রাজধানী ঢাকায় কারওয়ান বাজারে বিসিআইসি ভবনে এক অগ্নিকান্ডে মোট তিনজনের মৃত্যু ও প্রায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এই অগ্নিকান্ডে ঐ ভবনের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বেসরকারী টি.ভি চ্যানেল এনটিভি ও আরটিভির ব্যাপক ক্ষতি হয়।

[সম্পাদনা] ফেব্রুয়ারি ৪, ২০০৭

  • বাংলাদেশে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী বিএনপি ও আওয়ামী লীগের প্রায় ১ ডজন শীর্ষ নেতা কর্মিকে গ্রেফতার করেন। এদের মধ্যে আছেন সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা (বিএনপি), সাবেক সরাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ নাসিম (আওয়ামী লীগ), বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান ও সেই সাথে বাংলাদেশের শীর্ষ ঋণ খেলাপি সালমান এফ. রহমান (আওয়ামী লীগ), সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী (বিএনপি), সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের পুত্র নাসের রহমান (বিএনপি), সাবেক সচিব ও আওয়ামী লীগ সরকারের মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর (আওয়ামী লীগ), সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস দুলু (বিএনপি) সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান (বিএনপি), সাবেক পর্যটন ও বিমান পরিবহন মন্ত্রী মীর নাসির (বিএনপি) সহ আরো কয়েক জন।

[সম্পাদনা] জানুয়ারি ১১, ২০০৭

  • বাংলাদেশের রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজুদ্দিন আহমেদ সারাদেশে জরুরী অবস্থা জারি করেন। সরকার নিয়ন্ত্রিত টেলিভিশন (বিটিভি) চ্যানেল ছাড়া বাকি সকল বেসরকারী টেলিভিশণের সংবাদ সম্প্রচার বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তি ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশে রাজধানী সহ সকল জেলা শহরে প্রতিদিন রাত ১১ টা থেকে সকাল ৫ টা পর্যন্ত কারফিউ জারি করা হয়।

[সম্পাদনা] ডিসেম্বর ৩০, ২০০৬

  • ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে বাগদাদের একটি উচ্চপর্যায়ের আদালত মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

[সম্পাদনা] অক্টোবর ২৯, ২০০৬

  • বাংলাদেশের রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজুদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেন। শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ জে. আর. মোদাচ্ছের হোসেন।

[সম্পাদনা] অক্টোবর ২৮, ২০০৬

  • বাংলাদেশের বিচারপতি কে. এম. হাসানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নিয়োগের বিরোধীতা করে প্রধান বিরোধীদল আওয়ামী লীগ আন্দোলনের ডাক দেয়। একে কেন্দ্র করে সারাদেশে সহিংসতা ছড়িয়ে পরে। ঢাকার পল্টন, বঙ্গবন্ধু এভিনিউ রণক্ষেত্রে পরিনত হয়। বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার ডাকে আওয়ামী লীগ কর্মিরা বৈঠা-লগি নিয়ে আন্দোলনে নেমে পড়ে। সারাদেশে সহিংসতায় প্রায় ১৮ জনের প্রানহানি হয় এবং কয়েকশ আহত হয়। এহেন পরিস্থিতিতে বিচারপতি কে.এম. হাসান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে অপরাগতা করেন।
  • বাংলাদেশে সহিংসতায় ঢাকার পল্টন ময়দানে ৫ জন নিহত হয়। এদের মধ্যে চারজনকে জামায়াত ইসলামী এবং শিবিরের কর্মী এবং অপর একজনকে ১৪ দলীয় জোটের অংশীদার ওয়ার্কার্স পার্টির কর্মী হিসেবে চিহ্নিত করা হয়।

[সম্পাদনা] অক্টোবর ২৭, ২০০৬

  • বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদের সমাপ্তি ঘটে।

[সম্পাদনা] অক্টোবর ২৬, ২০০৬

  • বাংলাদেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য কর্ণেল অলি আহমেদ বিএনপি ত্যাগ করে সাবেক রাষ্ট্রপতি এ.কিউ.এম. বদরুদ্দোজা চৌধুরীর সাথে লিবারেল ডেমোক্রাটিক পার্টি গঠন করেন।

[সম্পাদনা] অক্টোবর ১৩, ২০০৬

[সম্পাদনা] আগস্ট ২১, ২০০৬


[সম্পাদনা] আগস্ট ২০, ২০০৬

[সম্পাদনা] আগস্ট ২১, ২০০৬

  • ২০০৪ সালের এইদিনে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল আওয়ামী লীগের এক জনসভায় ভয়াবহ বোমা হামলায় ২২ ব্যক্তি নিহত হয়। এই ভয়াবহতার প্রতিবাদে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন এই দিনে নানা বিক্ষোভ কর্মসূচি পালন করে।

[সম্পাদনা] আগস্ট ১৭, ২০০৬

  • বাংলা সাহিত্যে বরেণ্য কবি শামসুর রহমান (৭৭) বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে(বিএসএমএমইউ) মৃত্যুবরণ করেন।
  • বাংলাদেশে দেশব্যাপী জঙ্গি সংগঠন (নিষিদ্ধ ঘোষিত) জে. এম. বি. এর ৪০০ এর অধিক বোমা বিষ্ফোরনের এক বছর পুর্তি।

[সম্পাদনা] জুলাই ৯, ২০০৬

  • ফ্রান্সকে হারিয়ে ২০০৬ সালের শেষের ট্রাইব্রেকারে বিশ্বকাপ জিতে নেয় ইতালি। খেলার স্কোর হল: ইতালি ১(৫) - ফ্রান্স ১(৩)

[সম্পাদনা] জুলাই ৫, ২০০৬

  • বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে জার্মানিকে হারিয়ে ইতালি ফাইনালে।
  • বাংলাদেশের নির্বাচন কমিশনে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের সচিব আবদুর রশিদ সরকারকে নতুন সচিব হিসেবে নিয়োগ।

[সম্পাদনা] জুলাই ১, ২০০৬

  • ইরাকে পৃথক বোমা বিস্ফোরণে নিহত ৬৬, আহত ৭৬ জন।
  • চীনে বিশ্বের সবচেয়ে উঁচু রেলপথের উদ্বোধন।
  • ব্রাজিলকে বিদায় দিয়ে ২০০৬ বিশ্বকাপ ফুটবলের সেমিতে ফ্রান্স। ৫৭ মিনিটে ফ্রান্সের অঁরি গোল করে ফ্রান্সকে নিয়ে যান সেমিতে।
  • ট্রাইব্রেকারে ইংল্যান্ডকে হারিয়ে পর্তুগাল বিশ্বকাপ ফুটবল ২০০৬ এর সেমি-ফাইনালে।

[সম্পাদনা] জুন ১৮, ২০০৬

  • ব্রাজিল আজ ২-০ গোলের ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে তাদের দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করেছে। গোল করেছেন আদ্রিয়ানো ও ফ্রেড।

[সম্পাদনা] জুন ১৩, ২০০৬

  • ব্রাজিল আজ বিশ্বকাপে তাদের প্রথম খেলা খেলবে
  • মুম্বাই শেয়ার বাজার আজ ৪১৩ অঙ্ক পড়ে বিগত ৬ মাসের সবচেয়ে নিম্নতম সুচকে এসে দারাল

[সম্পাদনা] জুন ১০, ২০০৬

  • ফিফা বিশ্বকাপের সি গ্রুপের প্রথম রাউন্ডের খেলায় আইভরি কোষ্ট এর সাথে আর্জেন্টিনার ২-১ গোলে জয়।
  • ফিফা বিশ্বকাপের বি গ্রুপের প্রথম রাউন্ডের খেলায় প্যারাগুয়ের সাথে ইংল্যান্ডের ১-০ গোলে জয়।
  • ফিফা বিশ্বকাপের বি গ্রুপের প্রথম রাউন্ডের খেলায় সুইডেন এর সাথে ত্রিনিদাদ ও টোবাগো এর ০-০ গোলে ড্র।

[সম্পাদনা] জুন ৯, ২০০৬

  • বিশ্বকাপ ফুটবল ২০০৬ শুরু হয়েছে।

[সম্পাদনা] মে ২১, ২০০৬

  • বাংলাদেশে সাবমেরিন কেবল সিস্টেমের উদ্বোধন হয়। এ কেবলের সাথে বিশ্বের ১৪ টি দেশ যুক্ত রয়েছে।

[সম্পাদনা] মে ২০, ২০০৬

  • আরব ও ইস্রাইলের নেতৃবৃন্দ মিশরের উপকূলীয় রিসোর্ট শারম আল শাইখ এ বিশ্ব অর্থনৈতিক ফোরাম বা World Economic Forum (WEF) উপলক্ষ্যে একত্রিত হন। এটি সম্মেলনের প্রথম দিন। এ সম্মেলনে ইস্রাইলের পররাষ্ট্রমণ্ত্রী জিপি লিভনির সাথে ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের সাক্ষাৎ হবার কথা রয়েছে।
  • আরব আমিরাত সরকার যেসব শ্রমিক নিয়োগকারী সংস্থা ভিসা ও কাজ পাইয়ে দেবার জন্য জনগণের কাছ থেকে অনেক অর্থ নেয় যার ফলে কাজ পাবার আগেই অনেক শ্রমিক ঋণের ভারে জর্জরিত হয়ে যায় সেসব সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করে।
  • নাইজেরিয়া সরকার চীনের একটি রাষ্ট্রনিয়ণ্ত্রিত গ্রুপকে সেদেশের ৪ টি তেল উৎপাদনকারী ব্লকে কাজ শুরু করার জন্য লাইসেন্স দেয়। চীনের জাতীয় খনিজ সম্পদ সংক্রান্ত প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন (CNPC) এতে ২ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে।
  • কানাডাঅস্ট্রেলিয়া পারমানবিক রপ্তানি প্রতিরক্ষার জন্য চুক্তি সম্পাদন করে। এ দেশ দুটিতে সবচেয়ে বেশী ইউরেনিয়াম সঞ্চয় আছে। অপরদিকে অস্ট্রেলিয়ার প্রধাণমণ্ত্রী জন হাওয়ার্ড সেদেশের পারমানবিক শক্তি অর্জনের ইচ্ছা ব্যক্ত করেন। এদেশে বিশ্বের মোট ইউরেনিয়ামের শতকরা ৪০ ভাগ সঞ্চিত রয়েছে।
  • চীনে বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার জন্য ঐতিহাসিক থ্রি গর্জেস বাঁধ (Three Gorges Dam) নির্মাণ সমাপ্ত হয়। এর কাজ শুরু হয় ১৯৯৭ সালে।
  • দক্ষিণ চীনে একটি টাইফুনের আঘাতে ১০৪ জনের মৃত্যু হয়। ভিয়েতনাম সরকার বলে যে আরও ১৬০ জন মাঝি ও জেলে নিখোঁজ আছে।
  • জাতিসংঘের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি গাম্বারি মায়নমারের বিপ্লবী রাজনৈতিক ও সামাজিক নেত্রী অং সান সূ চির সাথে সাক্ষাৎ করেন। দীর্ঘ্য ২ বছর তাকে কোন বিদেশী ব্যক্তিত্বের সাথে দেখা করতে দেয়া হয়নি।
  • ইওরোপীয় ইউনিয়ন শ্রীলংকার বিদ্রোহী সংগঠন লিবারেশন টাইগারস অফ তামিল এলাম বা এল টি টি ই (LTTE) কে সণ্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করতে চাইলে নরওয়ের বিচ্ছিন্ন হবার আশংকা দেখা দেয়। কারণ ২০০০ সাল থেকে নরওয়ে সরকার শ্রীলংকা সরকার ও এল টি টি ই 'র মধ্যে সমঝোতার চেষ্টা করে আসছে।

[সম্পাদনা] মে ১৩, ২০০৬, শনিবার

  • ফিলিপাইনের উপত্যকায় চাঞ্চু নামক এক ধরণের টাইফুন ঝড় আঘাত হেনেছে। এটি ২০০৬ এর প্রশান্ত মহাসাগরীয় টাইফুন মৌসুমের সূচনার আভাস বহন করছে। ম্যাসবাতে দ্বীপের সন্নীকটে একটি নৌকা ঝড়ের মুখে পড়ে এবং এতে ৬ জন নিহত হয়, আরো ৫ জন নিখোঁজ আছে।