ঢাকা কলেজিয়েট স্কুল
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঢাকা কলেজিয়েট স্কুল বাংলাদেশের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিস্থান। এই বিদ্যালয়টি পুরনো ঢাকার সদরঘাট এ অবস্থিত। মিঃ রিজ নামে একজন ইংরেজ মিশনারী ১৮৩৫ সনের ১৫ জুলাই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন এবং তিনিই এই বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক। পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য পূর্ব বাংলায় এটাই প্রথম বিদ্যালয়। অবিভক্ত বাংলায় এটিই প্রথম সরকারী উচ্চবিদ্যালয়। প্রথমে এর নাম দেয়া হয়েছিল ঢাকা ইংলিশ সেমিনারী। ১৮৪১ সনে এ সেমিনারী হতেই ঢাকা কলেজ এর জন্ম হয়। তখন স্কুল শাখাটির নাম রাখা হয় ঢাকা কলেজিয়েট স্কুল এবং কলেজের অধ্যক্ষের তত্ত্বাবধানে বিদ্যালয়টি ১৯০৮ সনের জুন পর্যন্ত পরিচালিত হয়। ১৯০৮ সনের জুলাই মাসে এই বিদ্যাল্যটি বিদ্যালয় পরিদর্শকের তত্ত্বাবধানে নেয়া হয়। তখন থেকেই বিদ্যালয়টি জিলা স্কুলের মর্যাদা পেয়ে আসছে। কিন্তু বিদ্যালয়টির নাম ঢাকা কলেজিয়েট স্কুল-ই রয়ে যায়।
বাংলার খ্যাতনামা প্রধান শিক্ষক রায় সাহেব রতনমনি গুপ্ত ১৮৮৮ হইতে ১৮৯৬ সন পর্যন্ত এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তাঁর সময় প্রবেশিকা পরীক্ষায় ঢাকা কলেজিয়েট স্কুল একাধিক্রমে আট বছর প্রথম স্থান অধিকার করে।
[সম্পাদনা] সাবেক ছাত্রদের মধ্যে কয়েকজন
- আচার্য জগদীশচন্দ্র বসু, পদার্থবিদ ও জীববিজ্ঞানী
- মেঘনাদ সাহা, পদার্থবিজ্ঞানে থার্মাল আয়নাইজেসন তত্ত্বের প্রতিষ্ঠাতা।
- মতিউর রহমান (বীর শ্রেষ্ঠ), বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট।
- মুনীর চৌধুরী, ভাষাবিদ, ও শহীদ বুদ্ধিজীবী।
- আলমগীর কবির,
- রামপ্রসাদ চান্দা,
- নাজির আহাম্মেদ,
- কাজী আব্দুল ওয়াদুদ,
- খাজা আব্দুল গনি
- খান আতাউর রহমান
- সতীশ চন্দ্র রায়
- বুদ্ধদেব বসু
- আব্দুল হালিম
[সম্পাদনা] প্রতিষ্ঠকাল থেকে কর্তব্যরত প্রধান শিক্ষকগণের তালিকা
- মিঃ রীজ (১৮৩৫-১৮৩৯)
- মিঃ সিনক্লেয়ার (১৮৩৯-১৮৪১)
- মিঃ প্র্যাট (১৮৪১-)
- মিঃ কারসিল (১৮৪৮-)
- মিঃ ই. উ. গুড় (১৮৬৩-১৮৬৫)
- বাবু ইউ. সি. দত্ত
- মিঃ গুণ
- মিঃ ডব্লিউ বি লিভিং স্টোন
- মিঃ লি ফিভার (১৮৭২-)
- বাবু কে. সি. ঘোষ (১৮৭৩-১৮৮৪)
- বাবু আই. সি. বোস
- রায় সাহেব আর. এম. গুপ্ত (১৮৮৮-১৮৯৬)
- বাবু বি. এম. সেন (১৮৯৭-১৯০২)
- বাবু আর. কে. দাস (১৯০৩-১৯১০)
- বাবু বি. কে. বোস (১৯১০-১৯১৪)
- বাবু এ. সি. দাস (১৯১৪-১৯১৯)
- খান বাহাদুর মৌলভী টি. আহমেদ (১৯১৯-১৯২৭)
- খান বাহাদুর বদিউর রহমান (১৯২৭-১৯৩২)
- রায় সাহেব যে. এম. দত্ত (১৯৩২-১৯৩৫)
- বাবু যে. সি. দত্ত (১৯৩৫-১৯৪৩)
- বাবু বি. কে. ভট্টাচার্য (১৯৪৩-১৯৪৪)
- মিঃ এম. ও. গণি (১৯৪৪-১৯৪৫)
- ডঃ এনামুল হক (১৯৪৫-১৯৫০)
- মিঃ এস. এম. সদর উদ্দিন (১৯৫০-১৯৫১)
- মিঃ এ. এ. মাহমুদ (১৯৫১-১৯৫২)
- মিঃ আবিদ আলী (১৯৫২-১৯৫৪)
- মিঃ এম. এস. এ. আর. বি. কাদের (১৯৫৪-১৯৫৬)
- মিঃ সাহাবুদ্দিন (১৯৫৬)
- মিঃ এম. এ. কে. ভূঁইয়া (১৯৫৬-১৯৫৮)
- মিঃ কাজী আমবর আলী (১৯৫৮-১৯৫৯)
- মিঃ সুফী হুসেন আলী (১৯৫৯)
- মিঃ টি. হোসেন (১৯৬১-১৯৬৫)
- মিঃ এম. এ. কে ভূইয়া (১৯৬৬-১৯৬৯)
- মিঃ হাফিজ উদ্দিন আহমেদ (১৯৬৭-১৯৭০)
- মিঃ মোঃ আবদুর রাজ্জাক (১৯৭০)
- মিঃ এ. এ. খলিলুর রহমান (১৯৭২-১৯৭৫)
- মিঃ এম. এ মোতালেব (১৯৭৫-১৯৭৬)
- মিঃ মোঃ মিজানুর রহমান ভূঁইয়া (১৯৭৬-১৯৭৮)
- মিঃ সামছুল আলম চৌধুরী (১৯৭৮-১৯৮৭)
- মিঃ মোস্তাফিজুর রহমান (১৯৮৭-১৯৯০)
- মিঃ মোঃ সেকান্দার আলী খলিফা (১৯৯০-১৯৯২)
- মিসেস মনজিল আরা আহম্মদ (১৯৯২-১৯৯৬)
- জনাব মোঃ মতিউর রহমান (২০০০-২০০১)
- সৈয়দা জিন্নাতুন নূর (২০০০)
- মোঃ আনোয়ার হোসেন (২০০১-বর্তমান)