মোহাম্মদ মনিরুজ্জামান মিঞা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান মিঞা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক (২০-তম) উপাচার্য। বর্তমানে তিনি দুর্নীতি দমন কমিশনের একজন সদস্য। ১৯৬৯ এর গনঅভ্যুত্থানের শহীদ আসাদ তার ভাই। অধ্যাপক মনিরুজ্জামান বাংলাদেশের একজন কবি।

[সম্পাদনা] জন্ম

১৯৩৯ সালের ৬ এপ্রিল যশোর শহরে জন্ম গ্রহন করেন।

[সম্পাদনা] শিক্ষা ও কর্মজীবন

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বি.এ. অনার্স (১৯৫৮) এবং এম. এ. (১৯৫৯) উভয় পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। তিনি ১৯৩৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন। ১৯৭৫ সালে তিনি প্রফেসর পদে উন্নিত হন। ১৯৭৮-১৯৮১ পর্যন্ত তিনি এই বিভাগের প্রধান ছিলেন। তিনি মূলত কবি ও গীতিকার। গবেষক হিসেবেও তিনি প্রখ্যাত। তিনি দেশ ও কাল সচেতন কবি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ তার কবিতায় বিশিষ্ট অনুপ্রেরনা সঞ্চার করেছে।

[সম্পাদনা] উল্লেখ্যযোগ্য গ্রন্থ

কাব্যগ্রন্থ

  • দুর্লভ দিন
  • শঙ্কিত আলোকে
  • বিপন্ন বিষাদ
  • প্রতনু প্রত্যাশা
  • ভালবাসার হাতে
  • মোহাম্মদ মনিরুজ্জামান কাব্যসংগ্রহ
  • কোলাহলের পর
  • ধীর প্রবাহ
  • ভাষাময় প্রজাপতি

অনুবাদ

  • এমেলি ডিকিসনের কবিতা
  • অশান্ত অশোক

গবেষণা

  • আধুনিক বাংলা কাব্যে হিন্দু মুসমান সম্পর্ক
  • আধুনিক বাংলা সাহিত্য
  • বাংলা কবিতার ছন্দ
  • আধুনিক কাহিনীকাব্যে মুসলিম জীবন ও চিত্র
  • বাংলা সাহিত্যে উচ্চতর গবেষণা






এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন