কৎ বেল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কৎ বেল এলিফ্যান্ট অ্যাপল। বেলের মত খস খসে খোসার ফল। গাছ ২০-৫০ ফুট উঁচু হয়। কাঠ শক্ত ও পাতা ঝরা বৃক্ষ। পাতা কামিনি ফুলের পাতার মত। পত্রদন্ডের ২ দিকে ৫-৭ পাতা থাকে। ২-৫ইঞ্চি ব্যাস বিশিষ্ট টেনিস বলের আকারের কৎ বেল টক স্বাদের ফল। গাছে ছোট কাঁটা থাকে। আগষ্ট -নভেম্বর মাসে বাজারে আসে। কাঠ শক্ত ঘরবাড়ি তৈরিতে ব্যবহার করা যায়।



বৈজ্ঞানিক নাম:Feronia Limonia Swingle. পরিবার:Rutaceae ইংরেজি নাম:Elephant Apple/Monkey fruit



ঔষধিগুন ফল, পাতা, ছাল ও শাঁস ঔষধি হিসেবে ব্যবহার হয়।

  1. পিত্ত পাথুরিতে কচি পাতার রস ব্যবহার হয়[এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য তথ্যসূত্র প্রয়োজন]
  2. শাঁস কাশি, সর্দি, হাঁপানি, ও যক্ষা রোগের উপকার হয়[এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য তথ্যসূত্র প্রয়োজন]
  3. উদ্দীপক, মূত্রবর্ধক, বলকারক ও যৌনশক্তি বর্ধক গুন রয়েছে [এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য তথ্যসূত্র প্রয়োজন]
  4. ফলের বিচি হৃদরোগ নিরাময় করে[এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য তথ্যসূত্র প্রয়োজন]
  5. মাড়ী ও গলার ঘায়ে ব্যবহৃত হয়।

[সম্পাদনা] বহিঃসংযোগ

http://www.hort.purdue.edu/newcrop/morton/wood-apple.html

অন্যান্য ভাষা