উইকিপেডিয়া আলাপ:উইকিপ্রকল্প সিডি প্রকাশনা/নিবন্ধ তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

< উইকিপেডিয়া আলাপ:উইকিপ্রকল্প সিডি প্রকাশনা

I strongly believe that যদি এইখানে একটি পুরো বাংলাদেশ এবং ঢাকার ব্যাপারে সেকশন তৈরী হয় থাকে, একটি ভারতের সেকশনের থাকার কথা। আমি কি তৈরী করব? অনুগ্রহ করে আপনার মতামত দিন। --উল্‌ফআলাপ ১৮:৫৬, ৫ মার্চ ২০০৭ (UTC)

অবশ্যই ভারতের জন্য সেকশন করবেন, আসলে এখানে শুধু বাংলাদেশের এন্ট্রি দেওয়া হচ্ছে যাতে বাংলাদেশীরা এর পরিবর্ধন পরিমার্জন করতে পারেন। কারন নিজের দেশ সম্পর্কে বেশী জানাটাই স্বাভাবিক। যদি ভারতের এন্ট্রি দেন তাহলে তা ভারতীয়দেরই পরিমার্জন পরিবর্ধন করতে হবে কারণটা ঠিক একই।

তাই ভারতী নিবন্ধের এন্ট্রি দিন এবং সাথে সাথে সে নিবন্ধের পরিবর্ধনেরও ব্যবস্থা করুন। যথেষ্ট মানের নিবন্ধ না হলে নিবন্ধটি বাদ দেওয়া হতে পারে।--বেলায়েত ১৯:২৮, ৫ মার্চ ২০০৭ (UTC)