অজগর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অজগর (পাইথন Python)
Ball python, Python regius
Ball python, Python regius
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Reptilia
Subclass: Lepidosauria
Order: Squamata
Suborder: Serpentes
Superfamily: Henophidia
Family: Pythonidae
Genera

Aspidites
Antaresia
Apodora
Bothrochilus
Leiopython
Liasis
Morelia
Python

'অজগর পৃথিবীর অন্যতম বৃহত্তম সাপ। পাইথন(python) এবংবোয়া(Boa) হল অজগর। পাইথনকে ময়াল নামেও ডাকা হয়। এরা বিষহীন আদিম সাপ। এদের পিছনের পা-এর চিন্হ পুরো বিলুপ্ত হয়নি।

এরাশিকারকে জোরে পেঁচিয়ে/পরিবেষ্টন (constrict) করে এরা তার দম বন্ধ করে। তার পর মাথার দিক থেকে আস্ত গিলে খায়।


এদের অবলোহিত(তাপ) রশ্মি দেখার বিশেষ তাপদৃষ্টি(infrared vision) ইন্দ্রিয় আছে (যে ক্ষমতা কিছু বোড়াদেরও আছে কিন্তু গঠন ও বিবর্তন ভিন্ন পথের)। অজগরের উপরের ঠোঁট বরাবর এই ইন্দ্রিয় অবস্থিত।

অন্যান্য ভাষা