সৈয়দ আহমদ খান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দক্ষিণ এশিয়া
আধুনিক যুগ
নাম: স্যার সৈয়দ আহমদ খান
জন্ম: অক্টোবর ১৭ ১৮১৭
মৃত্যু: মার্চ ২৭ ১৮৯৮
চিন্তাধারা: সুন্নী; মুঘল
প্রধান কৌতূহল: শিক্ষা, রাজনীতি
প্রদত্ত বিশেষ ধারণাসমূহ: আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়
প্রভাব: মুঘল সম্রাজ্য, পাশ্চাত্য শিক্ষা
যার দ্বারা প্রভাবিত: মুসিীম লীগ

স্যার সৈয়দ আহমদ খান বাহাদুর, জিসিএসআই (উর্দূ:سید احمد خان بہا در) (১৮১৭ - ১৮৯৮), সাধারণত স্যার সৈয়দ নামে সমধিক পরিচিত, ভারতের একজন বিখ্যাত শিক্ষাবিদ ও রাজনীতিবিদ যিনি ভারতের মুনলিমদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার ক্ষেত্রে অগ্রদূতের ভূমিকা পালন করেন। তিনি এই কাজের জন্যই মোহামেডান অ্যাংলো-ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নামে পরিচিতি লাভ করে। তার চিন্তাধারা ও কাজকর্ম একটি সেখানকার মুসলিমদের মধ্যে একটি নতুন চেতনার জন্ম দেয়, তার প্রভাবে প্রভাবান্বিত এই মুসলিম বুদ্ধিজীবীরাই পরবর্তীতে আলীগড় আন্দোলনের সূচনা করেন যার উদ্দেশ্য ছিল ভারতীয় রাজনীতিতে মুসলিমদের অধিকার নিশ্চিত করা।

[সম্পাদনা] বহিঃসংযোগ

অন্যান্য ভাষা