আলাপ:বাংলাদেশের হরতাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলাদেশের হরতাল কিভাবে বাংলাদেশের রাজনীতি তে রিডাইরেক্ট হয়?? তাহলে কি বাংলাদেশের দুর্নীতি ও বাংলাদেশের রাজনীতিতে রিডাইরেক্ট হবে??--বেলায়েত ২১:১৯, ২৩ মার্চ ২০০৭ (UTC)

প্যাঁচানো প্রশ্নের উত্তর দেয়া কঠিন। :-) বাংলাদেশের হরতাল নামের যে নিবন্ধ শুরু করা হয়েছিল, সেটা ছিল পুরোপুরি অবিশ্বকোষীয়, অনেকটা রাজনৈতিক মঞ্চ টাইপের কথাবার্তা। প্রথমে মুছে দিলাম, পরে ভাবলাম পুনর্নির্দেশ করলেই ভাল হবে। বাংলাদেশে হরতাল যেহেতু মূলত রাজনৈতিক কর্মকাণ্ড, তাই বাংলাদেশের রাজনীতিতেই পুনর্নির্দেশ করলাম আপাতত। কেউ যদি বাংলাদেশের হরতাল বা বাংলাদেশের দুর্নীতি নিয়ে আলাদা নৈর্ব্যক্তিক বিশ্বকোষীয় নিবন্ধ লিখতে চান, অবশ্যই করতে পারেন। কেউ বাধা দিচ্ছে না। --অর্ণব (আলাপ | অবদান) ২১:৩০, ২৩ মার্চ ২০০৭ (UTC)

মুছে দেয়া ভার্সনটা এখানে দেখুন। --অর্ণব (আলাপ | অবদান) ২১:৩২, ২৩ মার্চ ২০০৭ (UTC)


লেখক একজন সক্রিয় ব্লগার (উনার ব্লগের বই বেরিয়েছে), লেখাটা সম্ভবত ব্লগের পোস্ট থেকে দেয়া। বিশ্বকোষীয় নয়। আমার মতে বাংলাদেশের রাজনীতিতে হরতাল নামে একটা সেকশন করে ওখানে এটা রিডাইরেক্ট করে (এভাবে)) দেয়া যায়। --রাগিব (আলাপ | অবদান) ০১:০১, ২৪ মার্চ ২০০৭ (UTC)

ব্লগের বই? Interesting. --অর্ণব (আলাপ | অবদান) ০১:২১, ২৪ মার্চ ২০০৭ (UTC)
এ বছরের বইমেলাতে ব্লগ নিয়ে বেশ কয়েকটি বই বেরিয়েছে। আমি মাঝে সামহয়ারইনব্লগে বেশ লিখেছিলাম (এখন নেশা কাটাবার জন্য স্প্যাম ব্লকার দিয়ে ঐ সাইট ব্লক করে রেখেছি!!), তখন দেখেছি ব্লগ নিয়ে বেরুনো বইগুলোর তালিকা। --রাগিব (আলাপ | অবদান) ০৩:৩০, ২৪ মার্চ ২০০৭ (UTC)