মধুমালতী
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মধুমালতীর কাহিনী দিয়ে মুহম্মদ কবীরই প্রথম কাব্য রচনা করেন। প্রাপ্ত পান্ডুলিপিটি চট্টগ্রাম থেকে সংগৃহীত। চট্টগ্রামের কতিপয় আঞ্চলিক শব্দ কাব্যে ব্যবহৃত হয়েছে। ডঃ মুহম্মদ এনামুল হকএর মতে কাব্যের রচনা কাল ১৪৮৫ বা ১৫৮৮ খ্রিস্টাব্দে কাব্যটি রচিত। মধুমালতী কাব্যে বর্ণিত কাহিনীর উৎস ভারতীয় উপাখ্যান। মধুমালতী কাব্য রচনা করতে গিয়ে মুহম্মদ কবীর তার একমাত্র পূর্ববর্তী কবি মনঝনের অনুসরণ করেছেন বলে অনুমান করা হয়।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।