এরিক বিনা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এরিক বিনা ও মার্ক এন্ড্রিসেন কর্তৃক মোজাইক ব্রাউজার আবিস্কারের স্মারক ফলক, এনসিএসএ ভবন, ইউআইইউসি।
এরিক বিনা ও মার্ক এন্ড্রিসেন কর্তৃক মোজাইক ব্রাউজার আবিস্কারের স্মারক ফলক, এনসিএসএ ভবন, ইউআইইউসি

এরিক বিনা (জন্ম ১৯৬৪) একজন মার্কিন কম্পিউটার প্রোগ্রামার। ইউনিভার্সিটি অফ ইলিনয় এট আর্বানা-শ্যাম্পেইন এর ন্যাশনাল সেন্টার ফর সুপারকম্পিউটিং এপ্লিকেশন্স এ গবেষণারত অবস্থায় ১৯৯৩ খ্রীস্টাব্দে বিনা ও মার্ক এন্ড্রিসেন এনসিএসএ মোজাইক নামক প্রথম গ্রাফিকাল ইন্টারনেট ওয়েব ব্রাউজার তৈরী করেন। পরবর্তীতে বিনা, এন্ড্রিসেন ও আরো কিছু উদ্দোক্তা মিলে নেটস্কেপ কর্পোরেশন প্রতিষ্ঠা করেন, যা নব্বই এর দশকের মধ্যভাগের সর্বাপেক্ষা জনপ্রিয় ব্রাউজার নেটস্কেপ ন্যাভিগেটর নির্মান করেছিল।

মোজাইক নির্মাণের জন্য বিনা ও এন্ড্রিসেন ১৯৯৪ খ্রীস্টাব্দে এসিএম এর সফটওয়্যার সিস্টেম পুরস্কার লাভ করেন।

এরিক বিনা বর্তমানে শ্যাম্পেইন, ইলিনয় শহরে বাস করেন।

অন্যান্য ভাষা