কোয়ালা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কোয়ালা এক ধরনের মারসুপিয়াল অর্থাত্ ক্যঙ্গারুর মত থলিযুক্ত স্তন্যপায়ী প্রানী। কোয়ালার বাসস্থান অস্ট্রেলিয়া মহাদেশ। কোয়ালা দেখতে অনেকটা ভালুকের(Bear) জাতভাই পাণ্ডার(panda) মত তাই কথ্য ভাষায় একে অনেকসময় "কোয়ালা বিয়ার" (Koala Bear) বলা হয়। কোয়ালার প্রধান খাদ্য ইউক্যালিপটাস পাতা ।কোয়ালার মত খুব কম স্তন্যপায়ী আছে যারা ইউক্যালিপটাস পাতা হজম করতে পারে, কারণ ইউক্যালিপটাস পাতায় অনেক বিষাক্ত ফেনল ও তারপিন তেল জাতীয় পদার্থ থাকে। খুব অল্প প্রোটীন ও অত্যধিক ছিবড়ে ওয়ালা (fibrous) এই খাবার হজম করার জন্য কোয়ালার প্রধান অস্ত্র হল পৃথিবীর দীর্ঘতম সিকাম যা দু মিটার পর্যন্ত লম্বা হতে পারে (যা মানুষের ক্ষেত্রে একটা ছোট্ট ভার্মিফর্ম আপ্যেণ্ডিক্সে পর্যবসিত) ।
[সম্পাদনা] বিস্তারিত দেখুন
কোয়ালা
সম্পর্কে উইকিপ্রজাতি তে আরো বিস্তারিত তথ্য আছে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।