কাঞ্চনজঙ্ঘা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভোরের আলোয় কাঞ্চনজঙ্ঘা
ভোরের আলোয় কাঞ্চনজঙ্ঘা

কাঞ্চনজঙ্ঘা হিমালয় পর্বতমালার পর্বতশৃঙ্গ। মাউন্ট এভারেস্টকে২ এর পরে এটি পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ যার উচ্চতা ৮,৫৮৬ মিটার (২৮,১৬৯ ফুট)। এইটি ভারতের সিকিম রাজ্যের সঙ্গে নেপালের পুর্বাঞ্চলীয় সীমান্তে অবস্থিত। কাঞ্চনজঙ্ঘা শব্দটি শুনে তৎসম কাঞ্চন + জঙ্ঘা মনে হলেও আসলে নামটি সম্ভবতঃ স্থানীয় শব্দ "কাং চেং জেং গা" থেকে এসেছে, যার অর্থ তেঞ্জিং নোরকে তাঁর বই ম্যান অফ এভারেস্ট ( "Man of Everest")-এ লিখেছেন " তুষারের পাঁচ ধনদৌলত "। এটির পাঁচ চূড়া আছে তাদের চারটির উচ্চতা ৮, ৪৫০ মিটারের ওপরে। এ ধনদৌলত ঈশ্বরের পাঁচ ভান্ডারের প্রতিনিধিত্ব করে, স্বর্ণ, রূপা, রত্ন, শস্য, এবং পবিত্র পুস্তক।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন
আট-হাজারী পর্বতশৃঙ্গ
এভারেস্ট • কে২ • কাঞ্চনজঙ্ঘা • লোৎসে • মাকালু • চো ওইয়ু • ধবলগিরি • মানাসলু • নাঙ্গা পর্বত • অন্নপূর্ণা • গাশারব্রুম ১ • ব্রড পিক • গাশারব্রুম ২ • শিশাপাংমা