প্রথম আলো (উপন্যাস)
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রথম আলো বিখ্যাত ভারতীয় ও বাঙালি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি উপন্যাস । দীর্ঘ এই উপন্যাসটি রচিত হয়েছে ঊনবিংশ শতকের শেষ অর্ধের পটভূমিকায় । সুনীলের আর এক বিখ্যাত উপন্যাস সেই সময়তে যে সময়ের কথা আছে ঠিক তার পরের সময় নিয়েই এই উপন্যাস । বিশাল এই উপন্যাসটির মূল বক্তব্য ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে বাঙালির জাতি হিসাবে আত্মসচেতনতা গড়ে ওঠা ।
[সম্পাদনা] বিবরণ
সুদীর্ঘ এই উপন্যাসটির শুরু হয় ত্রিপুরার রাজপরিবারের কাহিনী দিয়ে । তারপরে তা ক্রমশ জমাট বাঁধে কলকাতায় ঠাকুর পরিবারে এবং তৎকালীন অন্যান্য বিশিষ্ট সব মানুষদের নিয়ে । এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র গুলি সবই প্রায় বাস্তব ঐতিহাসিক চরিত্র । যেমন রবীন্দ্রনাথ, নরেন্দ্রনাথ (বিবেকানন্দ), রামকৃষ্ণ পরমহংস, নটী বিনোদিনী, গিরিশচন্দ্র, প্রভৃতি । সুনীলই প্রথম রবীন্দ্রনাথকে উপন্যাসের চরিত্র হিসাবে ব্যবহার করেছেন । প্রথম আলো উপন্যাসটি দেশ পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হয় । পরবর্তী কালে আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড থেকে গ্রন্থাকারে প্রকাশিত হয় । এই বইটির ইংরাজী সংস্করন প্রকাশিত হয় অক্সফোর্ড থেকে ।