আলাপ:E (গাণিতিক ধ্রুবক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আমার মনে হয় e এর শিরনাম e হওয়া উচিত। কারণ এটা একটা প্রতিক কোন শব্দ নয়।--বেলায়েত ১৪:৪৭, ৯ আগস্ট ২০০৬ (UTC)

[সম্পাদনা] অসম্পূর্ণ নিবন্ধ

প্রিয় ভাই ও বোনেরা, যেহেতু এই নিবন্ধের বিষয় শুধুমাত্র ধ্রুবকটি (এক্সপোনেনশিয়াল ফাংশন নয়), আমরা কি বলতে পারি না যে এখন এই প্রবন্ধটি যথেষ্টই সম্পূর্ণ? আমি এই নিবন্ধের অসম্পূর্ণ ট্যাগটি উঠিয়ে নেবার প্রস্তাব করছি। সব নিবন্ধই অসম্পূর্ণ, এক সেন্সে। e এর কেবলমাত্র একটি ক্যারেক্টারাইযেশান নিবন্ধে অনুপস্থিত, ln ব্যবহার করে সংজ্ঞাটি। যদিও গাণিতিকভাবে সেটা শুদ্ধ, আমার মনে হয় না ওটা খুব কাজের কথা। --ইমাম তাশদীদ উল আলম ০৯:৫৭, ২৮ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

[সম্পাদনা] e versus E

I agree with Belayet Bhai's comment above in a more literal sense. I think the name shoul be e (গাণিতিক ধ্রুবক), not E (গাণিতিক ধ্রুবক) even if the search may be letter case insensitie. --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৪:৩০, ১১ আগস্ট ২০০৬ (UTC)

আসলে এই ব্যপারটা টেকনিক্যালি সম্ভব না, কারণ উইকিমিডিয়ার সফটওয়ার (যা দিয়ে উইকিপিডিয়া চলে) নিবন্ধ শিরোনামের প্রথম অক্ষরকে capital letter হিসাবে ধরে। এখানে কোনো ভাবেই এটাকে পাল্টানো আপাতত সম্ভব না। --রাগিব (আলাপ | অবদান) ০৫:৩১, ১১ আগস্ট ২০০৬ (UTC)
হ্যাঁ, উইকিপিডিয়ার সব ভাষাতেই ওরা এই একই সমস্যায় পড়েছে। --অর্ণব (আলাপ | অবদান) ০৭:৪৯, ১১ আগস্ট ২০০৬ (UTC)
কিন্তু একটা এনোটেশান আছে না যেটা দিয়ে সমস্যাটা বুঝিয়ে বলা যায়? Template:Lowercase, কাজ করছে না। --ইমাম তাশদীদ উল আলম ০৯:২২, ২৮ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

[সম্পাদনা] বুনিয়াদ - ভিত্তি

আমার মনে হয় বুনিয়াদ এর চেয়ে ভিত্তি অনেক বেশী প্রচলিত। H.S.C. এর গণিত বই দ্রষ্টব্য। --সালেহীন ০৩:৩৬, ১০ আগস্ট ২০০৬ (UTC)

বুনিয়াদ মনে হয় কোথাও প্রচলিত নয়, হয়ত ad hoc অনুবাদ ছিল। --অর্ণব (আলাপ | অবদান) ০৭:৪৭, ১১ আগস্ট ২০০৬ (UTC)