ডেভিড বেকহ্যাম
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
![]() |
||
ব্যক্তিগত তথ্য | ||
---|---|---|
জন্মতারিখ | মে ২, ১৯৭৫ | |
জন্মস্থান | লেটনস্টোন, লন্ডন, যুক্তরাজ্য | |
উচ্চতা | ৫ ফুট ১১.৫ ইঞ্চি (১৮২ সে.মি.) | |
ডাকনাম | বেকস, গোল্ডেনবলস, ডিবি৭ | |
অবস্থান | ডান মধ্যমাঠ, কেন্দ্রীয় মধ্যমাঠ | |
ক্লাব তথ্য | ||
বর্তমান ক্লাব | রিয়েল মাদ্রিদ | |
নম্বর | ২৩ | |
যুব ক্লাব | ||
১৯৯১~৯২ | ম্যানচেস্টার ইউনাইটেড | |
পেশাদারী ক্লাব* | ||
বছর | ক্লাব | উপস্থিতি (গোলসংখ্যা) |
১৯৯৩~২০০৩ ১৯৯৫ ২০০৩~বর্তমান |
ম্যানচেস্টার ইউনাইটেড প্রেস্টন নর্থ ইন্ড (ধার) রিয়েল মাদ্রিদ |
২৭০ (৬১) ৫ (২) ১১৩ (১০) |
জাতীয় দল | ||
১৯৯৪-১৯৯৬ ১৯৯৬–২০০৬ |
ইংল্যান্ড অনূর্ধ্ব ২১ ইংল্যান্ড |
9 (0) 94 (17) |
* পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা |
ডেভিড রবার্ট যোসেফ বেকহ্যাম (ইংরেজি David Robert Joseph Beckham) (জন্ম মে ২, ১৯৭৫) একজন ইংরেজ ফুটবলার। তিনি ইংল্যান্ড ফুটবল দলের সাবেক অধিনায়ক, এবং একমাত্র ইংরেজ ফুটবলার, যিনি ৩টি বিশ্বকাপে গোল করেছেন।
ব্যক্তিগত জীবনে বেকহ্যাম পপ গ্রুপ স্পাইস গার্লসের প্রাক্তন সদস্য ভিক্টোরিয়া অ্যাডামসের সাথে বিবাহিত ও তিন সন্তানের জনক।
অবস্থান: মাঝমাঠ। বর্তমান ক্লাব: রিয়েল মাদ্রিদ ।
[সম্পাদনা] অর্জন
ব্যাক্তিগত:
- বিবিসি সেরা ক্রীড়া ব্যাক্তিত্ব (২০০১)
- ফিফার বর্ষসেরা খেলোয়াড় (২০০১)-২য় স্থান
- ফিফার বর্ষসেরা খেলোয়াড় (১৯৯৯)-২য় স্থান
- ইউরোপের বর্ষসেরা খেলোয়াড় (১৯৯৯)-২য় স্থান
- উয়েফা চ্যাম্পিয়নস লীগ সেরা খেলোয়াড় (১৯৯৮-১৯৯৯)
- পিএফএ সেরা তরুণ খেলোয়াড় (১৯৯৭)
ক্লাব:
ইংলিশ প্রিমিয়ার লীগ(১৯৯৫-১৯৯৬,১৯৯৬-১৯৯৭,১৯৯৮-১৯৯৯,১৯৯৯-২০০০, ২০০০-২০০১,২০০২-২০০৩)
স্প্যানিশ সুপার কাপ(২০০৩)
ইন্টারকন্টিনেন্টাল কাপ(১৯৯৯)
উয়েফা চ্যাম্পিয়নস লীগ (১৯৯৮-১৯৯৯)
এফএ কাপ (১৯৯৫-১৯৯৬,১৯৯৮-১৯৯৯)
এফএ ইয়ুথ কাপ (১৯৯২)
[সম্পাদনা] গোলসংখ্যা
২০০৬ সালের জুলাই পর্যন্ত হিসাব।
আন্তর্জাতিক-৯৪ ম্যাচে ১৭ গোল।
ক্লাব ম্যাচ-
বছর | ক্লাব | গোল |
---|---|---|
১৯৯৩-২০০৩ | ম্যাঞ্চেস্টার ইউনাইটেড | ২৩২ ম্যাচে ৩৭ গোল |
১৯৯৫ | প্রিস্টন নর্থএন্ড (ধার) | ৫ ম্যাচে ২ গোল |
২০০৩- বর্তমান | রিয়েল মাদ্রিদ | ১১৩ ম্যাচে ১০ গোল |
- Photos and Videos David Beckham (en/es)