মহাবিশ্বের বয়স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভৌত বিশ্বতত্ত্ব
ভৌত বিশ্বতত্ত্ব

মহাবিশ্ব · মহাবিশ্বের বয়স
মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি

আদি মহাবিশ্ব

মহা বিস্ফোরণ · স্ফীতিশীলতা
মহা বিস্ফোরণ কেন্দ্রীন সংশ্লেষ
ল্যাস্ব্‌ডা-সিডিএম নকশা
মহাজাগতিক ক্ষুদ্রতরঙ্গ পটভূমি

সম্প্রসারণশীল মহাবিশ্ব

লাল অপসারণ · হাবলের নীতি
মহাকাশের মেট্রিক সম্প্রসারণ
ফ্রিদমান সমীকরণ
এফএলআরডব্লিউ মেট্রিক

গাঠনিক পদ্ধতি

মহাবিশ্বের আকৃতি
মহাবিশ্বের গঠন · ছায়াপথ গঠন
বৃহৎ-পরিসর গঠন

উপাদানসমূহ

অদৃশ্য শক্তি · অদৃশ্য বস্তু

ইতিহাস
বিশ্বতত্ত্বের কালপঞ্জি
মহা বিস্ফোরণের কালপঞ্জি...
বিশ্বতাত্ত্বিক পরীক্ষণসমূহ

২ডিএফ গ্যালাক্সি রেডশিফ্ট সার্ভে
এসডিএসএস · কোবে
বুমেরাং পরীক্ষণ · ডব্লিউএমএপি

বিজ্ঞানীবৃন্দ

আলবার্ট আইনস্টাইন · লেমাইট্‌র
ফ্রিদমান · এডুইন হাবল
জর্জ গ্যামো · অ্যালান পেনজিয়াস
উইলসন · ম্যাথার
রবার্ট ডিক · জর্জ স্মুট
জেলদোভিচ · · অন্যান্য

বৃহৎ বিস্ফোরণ তত্ত্ব অনুসারে মহাবিশ্বের বয়স সম্ভাব্য সকল সময়ের মধ্যে দীর্ঘতম, আর সময়ের সৃষ্টিকেই যদি বৃহৎ বিস্ফোরণের সমসাময়িক ধরি তাহলে তো প্রশ্নাতীতভাবেই মহাবিশ্বের বয়সের এই প্রাচীনত্বের সত্যতা পাওয়া যায়। লেখ আকারে স্থাপন করলে সুপ্রাচীন এই সময়ের রেখাটি পৃথিবীর বর্তমান সময় থেকে বিপরীত গতিতে চলে বৃহৎ বিস্ফোরণের সাথে মিলিত হয়।

অবশ্য কিছু তত্ত্ব দাবী করেছে যে মহাবিশ্ব সর্বদাই ছিল এবং এর কোন শুরু নেই। যেমন: স্থির অবস্থা তত্ত্ব, যা পরবর্তীতে সংশোধিত হয়ে কোয়াসি-স্থির অবস্থা তত্ত্ব নামে পরিচিত হয় এবং প্লাজমা মহাবিশ্ব তত্ত্ব। অনেক বিশ্বতত্ত্ব বিশারদই আবার মহাবিশ্বের বয়সকে সম্পূর্ণ ভিন্ন কিছু স্কেলে পরিমাপ করেছেন। এখানে বৃহৎ বিস্ফোরণ তত্ত্ব অনুসারে মহাবিশ্বের বয়স নিয়েই আলোচনা করা হবে।

[সম্পাদনা] ডব্লিউএমএপি'র ভিত্তিতে মহাবিশ্বের বয়স

নাসার উইলকিনসন মাইক্রোওয়েভ অ্যানিসোট্রপি প্রোব তথা ডব্লিউএমএপি নামক প্রকল্প অনুসারে মহাবিশ্বের বয়স নিম্নরূপ:

এ অনুসারে মহাবিশ্বের বয়স প্রায় (১৩.৭ ± .২) × ১০ বছর । অবশ্য এই প্রকল্পের সকল মডেলকে নিখুঁত ধরে মহাবিশ্বের এই বয়স অনুমান করা হয়েছে; অন্যান্য পদ্ধতিতে ধর্তব্যের মধ্যে আনা হলে বয়সে আরও পার্থক্য হতে পারে।

ক্ষুদ্রতরঙ্গের পটভূমি শক্তির বর্ণালীতে (microwave background power spectrum) অবস্থিত প্রথম শাব্দিক চূড়ার (acoustic peak) অঞ্চলটিকে ব্যবহার করে বয়সের এই পরিমাপ করা হয়েছে। তরঙ্গ বর্ণালীর এই অঞ্চলটি ব্যবহার করে বৃহৎ বিস্ফোরণের ফলে উদ্ভূত অভিঘাত শোষণকারী তলের আকার বের করা হয়েছে যা বয়সের ধারণা দিয়েছে। সেসময় মহাবিশ্বের পুনঃসংযুক্তিকালীন অবস্থা বিরাজ করছিল।

[সম্পাদনা] সিএনও চক্রের ভিত্তিতে বয়স

সাম্প্রতিককালে কার্বন-নাইট্রোজেন-অক্সিজেন চক্রের উপর ভিত্তি করে কিছু গবেষণা করা হয়েছে যাতে দেখা যায় এই চক্রটি আগে যত সময়ব্যাপী প্রক্রিয়া বলে ধরা হয়েছিলো তার চেয়ে দ্বিগুণ ধীরগতিসম্পন্ন। যার ফলে মহাবিশ্বের বয়স উপর্যুক্ত প্রক্রিয়ায় নির্ধারিত বয়সের তুলনায় প্রায় বিলিয়ন বছর পিছিয়ে যায়।

[সম্পাদনা] প্ল্যাঙ্কের এককসমূহ