শাখা প্রশাখা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শাখা প্রশাখা প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় পরিচালিত একটি বাংলা চলচ্চিত্র। ১৯৯০ সালে এটি মুক্তি পায়। এই চলচ্চিত্রে সত্যজিৎ রায় সমাজে দুর্নীতির সর্বগ্রাসী রূপ তুলে ধরেছেন।
ছবিটিতে আনন্দ মজুমদার চরিত্রে অজিত বন্দ্যোপাধ্যায়, চার পুত্র প্রবোধ, প্রশান্ত, প্রবীর ও প্রতাপ চরিত্রে যথাক্রমে হারাধন বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, দীপঙ্কর দে ও রঞ্জিত মল্লিক অভিনয় করেন। প্রবোধের স্ত্রী উমা চরিত্রে লিলি চক্রবর্তী এবং প্রতাপের স্ত্রী তপতী চরিত্রে মমতা শঙ্কর অভিনয় করেন।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।
সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্র
পথের পাঁচালী (চলচ্চিত্র) (১৯৫৫) • অপরাজিত (১৯৫৭) • পরশপাথর (১৯৫৮) • জলসাঘর (১৯৫৮) • অপুর সংসার (১৯৫৯) • দেবী (১৯৬০) • তিন কন্যা (১৯৬১) • রবীন্দ্রনাথ ঠাকুর (১৯৬১) • কাঞ্চনজঙ্ঘা (১৯৬২) • অভিযান (১৯৬২) • মহানগর (১৯৬৩) • চারুলতা (১৯৬৪) • Two (১৯৬৫) • কাপুরুষ (১৯৬৫) • মহাপুরুষ (১৯৬৬) • নায়ক (১৯৬৬) • চিড়িয়াখানা (১৯৬৭) • গুপী গাইন বাঘা বাইন (১৯৬৯) • অরণ্যের দিনরাত্রি (১৯৭০) • প্রতিদ্বন্দ্বী (১৯৭১) • সীমাবদ্ধ (১৯৭১) • সিকিম (১৯৭১) • দ্য ইনার আই (১৯৭২) • অশনি সংকেত (১৯৭৩) • সোনার কেল্লা (১৯৭৪) • জনঅরণ্য (১৯৭৬) • বালা (১৯৭৬) • শতরঞ্জ কি খিলাড়ি (১৯৭৭) • জয় বাবা ফেলুনাথ (১৯৭৮) • হীরক রাজার দেশে (১৯৮০) • পিকু (১৯৮১) • সদগতি (১৯৮১) • ঘরে বাইরে (১৯৮৪) • সুকুমার রায় (১৯৮৭) • গণশত্রু (১৯৮৯) • শাখা প্রশাখা (১৯৯০) • আগন্তুক (১৯৯১) |