প্যালেস্টাইন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্যালেস্টাইন মধ্য প্রাচ্যের একটি রাষ্ট্র। এর রাজধানী পূর্ব জেরুজালেমের আল-কুদস্‌। এই দেশের অপর নাম ফিলিস্তিন

প্যালেস্টাইন
প্যালেস্টাইন রাষ্ট্র
প্যালেস্টাইন এর জাতীয় পতাকা প্যালেস্টাইন এর প্যালেস্টাইনের রাষ্ট্রিয় প্রতিক
প্যালেস্টাইন-এর জাতীয় পতাকা প্যালেস্টাইন-এর জাতীয় প্রতীক
নীতি বাক্য: নেই
জাতীয় সঙ্গীত: হাদি আর্দি হোনা বিলাদি
এটা আমার ভূমি এবং আমার দেশ
প্যালেস্টাইন-এর অবস্থান
রাজধানী আল-কুদস্‌ (পূর্ব জেরূজালেম)
বড় শহর জেরুজালেম, রামাল্লাহ, জেনিন, নাবলুস, বেখেলহেম, গাজা
রাষ্ট্রভাষা আরবি
সরকার
রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী
প্রজাতন্ত্র
মাহমুদ আব্বাস
ইসমাইল হানিয়া
'স্বাধীন'
স্বাধীনতার ঘোষণা
স্বাধীনতার স্বীকৃতি

নভেম্বর ১৫, ১৯৮৮
প্রায় সকল মুসলিম রাষ্ট্র বিভিন্ন সময় স্বীকৃতি
দান করে।
ভূখন্ড
 - মোট
 
 - পানি (%)
 
৬,৩৩৫ বর্গকিলোমিটার; (১৬৯ তম)
২৪৪৬ বর্গ মাইল 
?
জনসংখ্যা
 - জুন, ২০০১ হিসাবে
 - জনসংখ্যার ঘনত্ত্ব
 
৩.৭২ মিলিয়ন (১২৮ তম)


{{{জনসংখ্যার_ঘনত্ব}}}/বর্গকিলোমিটার; ({{{জনসংখ্যার_ঘনত্বের_ভিত্তিতে_নম্বর}}})
{{{প্রতি_বর্গমাইল_জনসংখ্যার_ঘনত্ব}}}/বর্গ মাইল 

জিডিপি (পিপিপি)
 - মোট
 - প্রতি এককে
?
$২.৯ (?)
$৮৩০ (?)
মানব উন্নয়ন সূচক (২০০৪) ০.৭৩৬ (১০০ তম) – medium
মুদ্রা স্থানীয় মুদ্রা নেই। ইস্রায়েলি শেকেল,
জর্দানি দিনার, এবং আমেরিকান ডলার ব্যবহৃত হয়। (নেই)
সময় স্থান UTC (ইউটিসি+২)
ইন্টারনেট ডোমেইন .il
দেশের কোড +৯৭০
জাতীয়তা প্যালেস্টাইনিয়ান



সূচিপত্র

[সম্পাদনা] প্যালেস্টাইন সমস্যার প্রেক্ষাপট

ভূমধ্যসাগরের পূর্বে ১০,৪২৯ বর্গমাইলব্যাপী প্যালেস্টাইন দেশটি ছিল অটোমান খেলাফতের অধীন, প্রথম বিশ্বযুদ্ধে যারা ছিল বৃটেন বিরোধী জোটে৷ তখন যুদ্ধ জয়ে প্যালেস্টিনিয়ানদের সহযোগিতা পাওয়ার আশায় ১৯১৭ সালে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড বেলফোর যুদ্ধে জয়ী হলে এই ভূমিতে একটি স্বাধীন রাষ্ট্র হবে বলে আশ্বাস দেন৷ যা ইতিহাসে বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত৷ যেহেতু আরবরা ছিল ইহুদিদের তুলনায় কয়েকগুণ বেশি, সেহেতু ঘোষণাটি তাদের অনুকূল বলেই তারা ধরে নেয়৷ কিন্তু এর মাঝে যে মহা ধোকাটি লুকিয়ে ছিল তা তারা বুঝতে পারেনি৷ বৃটিশ শাসনের শুরু থেকে৷ প্রথম বিশ্বযুদ্ধের সময় বৃটেনের প্রয়োজনে দুর্লভ বোমা তৈরির উপকরণ কৃত্রিম ফসফরাস তৈরি করতে সক্ষম হন ইহুদি বিজ্ঞানী ড. হেইস বাইজম্যান৷ ফলে আনন্দিত বৃটিশ প্রধানমন্ত্রী জানতে চাইলেন কি ধরনের পুরস্কার তিনি চান৷ উত্তর ছিল অর্থ নয় আমার স্বজাতির জন্য এক টুকরো ভূমি আর তা হবে প্যালেস্টাইন৷ ফলে প্যালেস্টাইন ভূখণ্ডটি ইহুদিদের হাতে তুলে দেয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেয় বৃটেন৷ প্রথম বিশ্বযুদ্ধ জয়ের পর বৃটেন স্বাধীনতা দেয়ার অঙ্গীকারে ১৯১৮ সাল থেকে ৩০ বছর দেশটিকে নিজেদের অধীন রাখে৷ মূলত এই সময়টিই প্যালেস্টাইনকে আরব শূন্য করার জন্য ভালোভাবে কাজে লাগায় ইহুদি বলয় দ্বারা প্রভাবিত ইঙ্গ-মার্কিন শক্তি৷ [১]

[সম্পাদনা] আরবদের উচ্ছেদকরণ ও ইসরেল প্রতিষ্ঠা

বৃটিশরা একদিকে ইহুদিদের জন্য খুলে দেয় প্যালেস্টাইনের দরজা, অন্যদিকে বৃটিশ বাহিনীর সহযোগিতায় ইহুদিরা প্যালেস্টিনিয়ানদের বিতাড়িত করে নিজেদের অবস্থান সুদৃঢ় করার জন্য গড়ে তোলে অনেক প্রশিক্ষিত গোপন সন্ত্রাসী সংগঠন৷ তার মধ্যে তিনটি প্রধান সংগঠন ছিল হাগানাহ, ইরগুন ও স্ট্যার্ন গ্যাং যারা হত্যা, সন্ত্রাস, ধর্ষণ আর ধ্বংসযজ্ঞ সৃষ্টির মাধ্যমে নিরীহ প্যালেস্টিনিয়ানদের বাধ্য করে নিজ মাতৃভূমি ছেড়ে চলে যেতে৷ সন্ত্রাসী সংগঠনগুলোর গণহত্যার কথা যখন আন্তর্জাতিকভাবে প্রচারিত হচ্ছিল তখন পরিস্থিতকে নিজেদের অনুকূলে আনার জন্য গুপ্ত সংগঠন হাগানাহ বেছে নেয় আত্মহনন পন্থা৷ ১৯৪০ সালে এসএস প্যাটৃয়া নামক একটি জাহাজকে হাইফা বন্দরে তারা উড়িয়ে দিয়ে ২৭৬ জন ইহুদিকে হত্যা করে৷ ১৯৪২ সালে আরেকটি জাহাজকে উড়িয়ে ৭৬৯ জন ইহুদিকে হত্যা করে৷ উভয় জাহাজে করে ইহুদিরা প্যালেস্টাইনে আসছিল আর বৃটিশরা সামরিক কৌশলগত কারণে জাহাজ দুটিকে প্যালেস্টাইনের বন্দরে ভিড়তে দিচ্ছিল না৷ হাগানাহ এভাবে ইহুদিদের হত্যা করে বিশ্ব জনমতকে নিজেদের পক্ষে আনার চেষ্টা করলো৷ পাশাপাশি ইহুদিদের বসতি স্থাপন ও আরবদের উচ্ছেদকরণ চলতে থাকে খুব দ্রুত৷ এর ফলে ২০ লাখ বসতির মধ্যে বহিরাগত ইহুদির সংখ্যা দাড়ালো ৫ লাখ ৪০ হাজার৷ এ সময়ই ১৯৪৭ সালের ২৯ নভেম্বর ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইঙ্গ-মার্কিন চাপে জাতিসংঘে ভোট গ্রহণ হয় তাতে ৩৩টি রাষ্ট্র পক্ষে, ১৩টি বিরুদ্ধে এবং ১০টি ভোট দানে বিরত থাকে৷ প্রস্তাব অনুযায়ী মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ হয়েও ইহুদিরা পেল ভূমির ৫৭% আর প্যালেস্টিনিয়ানরা পেল ৪৩% তবে প্রস্তাবিত ইহুদি রাষ্ট্রটির উত্তর-পশ্চিম সীমানা ছিল অনির্ধারিত ফলে ভবিষ্যতে ইহুদিরা সীমানা বাড়াতে পারে৷ ফলে ইসরায়েল প্রতিষ্ঠা চূড়ান্ত হলেও উপেক্ষিত থেকে যায় প্যালেস্টাইন৷ জাতিসংঘের মাধ্যমে পাস হয়ে যায় একটি অবৈধ ও অযৌক্তিক প্রস্তাব৷ প্রহসনের নাটকে জিতে গিয়ে ইহুদিরা হয়ে ওঠে আরো হিংস্র৷ তারা হত্যা সন্ত্রাসের পাশাপাশি প্যালেস্টিনিয়ানদের উচ্ছেদ করার উদ্দেশে রাতে তাদের ফোন লাইন, বিদ্যুত্ লাইন কাটা, বাড়িঘরে হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ, জোর করে জমি দখল এবং বিভিন্নভাবে নারী নির্যাতন করে মৃত্যু বিভীষিকা সৃষ্টি করতে লাগলো৷ ফলে লাখ লাখ আরব বাধ্য হলো দেশ ত্যাগ করতে৷ এরপরই ১৯৪৮ সালের ১২ মে রাত ১২টা এক মিনিটে ইসরেল রাষ্ট্র ঘোষণা করলো ইহুদিরা৷ ১০ মিনিটের ভেতর আমেরিকা স্বীকৃতি দিল, অতঃপর সভিয়েট ইউনিয়ন-বৃটেন। [২]

[সম্পাদনা] প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়া দেশের নাম

প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়া দেশসমূহের মানচিত্র
প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়া দেশসমূহের মানচিত্র

[সম্পাদনা] এশিয়া

[সম্পাদনা] দক্ষিণ আমেরিকা

[সম্পাদনা] উত্তর আমেরিকা

[সম্পাদনা] ইউরোপ

[সম্পাদনা] মধ্যপ্রাচ্য

[সম্পাদনা] আফ্রিকা

[সম্পাদনা] সূত্র

  1. দৈনিক যায়যায়দিন, ২৯ নভেম্বর, ফোকাস পাতা
  2. দৈনিক যায়যায়দিন, ২৯ নভেম্বর, ফোকাস পাতা
  3. ৩.০০ ৩.০১ ৩.০২ ৩.০৩ ৩.০৪ ৩.০৫ ৩.০৬ ৩.০৭ ৩.০৮ ৩.০৯ ৩.১০ ৩.১১ ৩.১২ ৩.১৩ ৩.১৪ ৩.১৫ ৩.১৬ ৩.১৭ ৩.১৮ ৩.১৯ ৩.২০ ৩.২১ ৩.২২ ৩.২৩ ৩.২৪ ৩.২৫ ৩.২৬ ৩.২৭ ৩.২৮ ৩.২৯ ৩.৩০ ৩.৩১ ৩.৩২ ৩.৩৩ ৩.৩৪ ৩.৩৫ ৩.৩৬ ৩.৩৭ ৩.৩৮ ৩.৩৯ ৩.৪০ ৩.৪১ ৩.৪২ ৩.৪৩ ৩.৪৪ ৩.৪৫ ৩.৪৬ ৩.৪৭ ৩.৪৮ ৩.৪৯ ৩.৫০ OIC members and Palestine The Statistical, Economic and Social Research and Training Centre for Islamic Countries
    OIC members urge recognition of Hamas People's Daily
  4. ৪.০০ ৪.০১ ৪.০২ ৪.০৩ ৪.০৪ ৪.০৫ ৪.০৬ ৪.০৭ ৪.০৮ ৪.০৯ ৪.১০ ৪.১১ ৪.১২ ৪.১৩ ৪.১৪ ৪.১৫
  5. http://www.mofa.gov.vn/en/bng_vietnam/dscqdd/dt041206142716/view.
  6. http://www.palestina.int.ar/.
  7. [1]
  8. http://www.mip.vlada.cg.yu/index.php?akcija=vijesti&id=15103.
  9. http://www.mfa.gov.ua/mfa/ua/publication/content/1757.htm.