হিন্দি ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হিন্দি
हिन्दी, हिंदी
যেসব রাষ্ট্রে প্রচলিত: ভারত 
অঞ্চল: দক্ষিণ এশিয়া
মোট ভাষাভাষী সংখ্যা: মাতৃভাষী ৪৮ কোটি; মোট ৮০ কোটি 
ক্রম:
ভাষা পরিবার: ইন্দো-ইউরোপীয়
 ইন্দো-ইরানীয়
  ইন্দো-আর্য
   হিন্দি 
লিপি: দেবনাগরী লিপি 
প্রাতিষ্ঠানিক মর্যাদা
যেসব দেশের রাষ্ট্রভাষা: ভারত
নিয়ন্ত্রক সংস্থা: কেন্দ্রীয় হিন্দি নির্দেশালয় [1]
ভাষা কোডসমূহ
ISO 639-1: hi
ISO 639-2: hin
ISO/FDIS 639-3: hin 

হিন্দি (हिन्दी বা हिंदी) ভারতের সরকারী ভাষা। এই কেন্দ্রীয় ইন্দো-আর্য ভাষাটি মূলত উত্তর, মধ্য ও পশ্চিম ভারতের প্রায় ২০ কোটির বেশি মানুষের মাতৃভাষা। এছাড়া ভারতের বাইরে উল্লেখযোগ্য সংখ্যক হিন্দিভাষী রয়েছেন। দক্ষিণ আফ্রিকায় ১০ লক্ষ, মরিশাসে ৭ লক্ষ, বাংলাদেশে সাড়ে ৩ লক্ষ, ইয়েমেনে আড়াই লক্ষ ও উগান্ডায় প্রায় দেড় লক্ষ মানুষ হিন্দিতে কথা বলেন। এছাড়া আরও লক্ষ লক্ষ মানুষের দ্বিতীয় ভাষা হিন্দি। দেবনাগরী লিপিতে লেখা সাহিত্যক বা লেখ্য হিন্দি ভাষায় সংস্কৃতের বড় প্রভাব রয়েছে। দিল্লীর উত্তর ও পূর্বে প্রচলিত খারি বোলি উপভাষা লেখ্য হিন্দির ভিত্তি। এছাড়া হিন্দির একটি উপভাষা ব্রজ ভাষায় ১৫শ থেকে ১৭শ শতক পর্যন্ত গুরুত্বপূর্ণ সাহিত্য রচিত হয়। হিন্দির অন্যান্য গুরুত্বপূর্ণ উপভাষার মধ্যে আওয়াধি, বাঘেলি, ছত্তিশগড়ি, বুন্দেলি ও কানাউজি অন্যতম।

হিন্দি ভাষার বিভক্তি ব্যবস্থা সংস্কৃতের তুলনায় সরল। বিভক্তির তুলনায় অনুসর্গই বেশি ব্যবহৃত হয়। হিন্দিতে দুইটি ব্যাকরণিক লিঙ্গ রয়েছে (গুজরাটি ও মারাঠিতে লিঙ্গের সংখ্যা তিন)। ক্রিয়াগুলোতেও বিভক্তির জটিলতা কম।