মাইক্রোসফট এক্সেল
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট কর্পোরেশন এর তৈরি স্প্রেডশীট বিশ্লেষনী প্রোগ্রাম। এই প্রোগ্রাম মাইক্রোসফট অফিস স্যুটের সাথেই বিতরণ করা হয়।মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে গানিতিক, পরিসংখ্যানিকসহ বিভিন্ন রকম হিসাব ব্যবহার করা যায়। এর সর্বশেষ ভার্সন হল এক্সেল ২০০৭ যা মাইক্রোসফট অফিস ২০০৭ এর সাথে বাজারে এসেছে।
মাইক্রোসফট এক্সেলের ফাইলকে ওয়ার্কবুক বলা হয়। ফাইলের যে অংশে কাজ করা হয় তাকে ওয়ার্কশীট বলে। কতগুলো ওয়ার্কশীট নিয়ে এক একটা ওয়ার্কবুক বা বুক তৈরি হয়। প্রতিটি ওয়ার্কশীটে আবার ২৫৬টি কলাম এবং ৬৫৫৩৬ টি রো থাকে। স্তম্ভ (কলাম) গুলোকে A,B,C...AA,AB...BA,BB,BC...IV ইত্যাদি নামকরণ করা হয়। অন্যদিকে সারি (রো) গুলোর নম্বর ১ থেকে শুরু করে ৬৫৫৩৬।
রো এবং কলামের সমন্বয়ে তৈরি হয় এক একটি সেল। প্রতিটি ওয়ার্কশীটে ১৬,৭৭৭,২১৬টি সেল রয়েছে।