গুয়ের্নিকা (চিত্রকর্ম)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গুয়ের্নিকা পাবলো পিকাসোর বিখ্যাত চিত্রকর্ম।

স্পেনের গুয়ের্নিকা শহরে ২৬ এপ্রিল ১৯৩৮ তারিখে নাজি বাহিনীর বোমা হামলার বর্বরতাকে প্রকাশ করার জন্য পাবলো পিকাসো তাঁর অনুভূতি দিয়ে সৃষ্টি করেছিলেন এই বিখ্যাত চিত্রকর্ম। স্প্যানিস সরকারের একটি কমিশনের অধীনে ১৯৩৮ সালে প্যারিস আন্তর্জাতিক প্রদর্শনীর জন্য এই মূরালটি তৈরী করেন। চূড়ান্ত অবস্থায় ক্যানভাসের এর উপর সাদা কালো তেল রং এ তৈরী এটি ১১ ফুট ৬ ইঞ্চি লম্বা এবং দৈর্ঘ্যে ২৬ ফুট চওড়া ।

গুয়ের্নিকায় পিকাসো মানুষ ও জীবজন্তুর যন্ত্রণা ও বাড়িঘরের ভেঙ্গেচুরে যাওয়ার অরাজকতাকে ফুটিয়ে তুলেছেন।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন