মার্কো পোলো
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মার্কো পোলো (সেপ্টেম্বর ১৫,১২৫৪-জানুয়ারি ৮,১৩২৪) একজন ভেনিশিয় পর্যটক এবং বণিক। । পশ্চিমাদের মধ্যে সর্বপ্রথম সিল্ক রোড পাড়ি দিয়ে চীন দেশে এসে পৌঁছানো লোকজনের মধ্যে তিনি ছিলেন অন্যতম। ইউরোপীয়দের কাছে চীনের তৎকালীন নাম ছিল ক্যাথে। এছাড়া তিনি সর্বপ্রথম ইউরোপীয় হিসেবে মোঙ্গলদের সাম্রাজ্যে পদার্পণকারীদের অন্যতম। সেসময় মোঙ্গল সম্রাট ছিলেন কুবলাই খান। মার্কোপোলোর ভ্রমণ সঙ্গী ছিল তার পিতা নিক্কোলো এবং চাচা মাফ্ফেও।