উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এই ফেব্রুয়ারী মাসে নিবন্ধটি সম্প্রসারণ করার প্রস্তাব করছি। বই মেলা উপলক্ষ্যে সবাই আশা করি বাংলা একাডেমী যাবেন, জানা-অজানা তথ্য আর ছবি সংগ্রহ করে নিবন্ধটি উন্নত করতে পারি সবাই।--mak ২০:৩০, ৩ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)
- আরো একটা কাজ। ক্যামেরা নিয়ে গেলে, লেখক পেলেই ছবি তুলবেন। বাংলাদেশী লেখকদের ছবি মুক্ত লাইসেন্সে বিরল। কাজেই যেখানে যে লেখক, কবি, বুদ্ধিজীবী পাবেন, ছবি তুলে নিবেন। --রাগিব (আলাপ | অবদান) ২০:৩৩, ৩ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)