গ্রহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সৌরজগতের আটটি গ্রহ এবং তিনটি বামন গ্রহের আনুপাতিক চিত্র
সৌরজগতের আটটি গ্রহ এবং তিনটি বামন গ্রহের আনুপাতিক চিত্র

ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন ২০০৬ সালে গ্রহের সংজ্ঞা পুনঃনির্ধারণ করেছে। মূলত প্লুটো নিয়ে বাকবিতণ্ডার সূচনা হওয়ার ফলেই এই সংজ্ঞা নির্ধারণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিলো। নতুন এই সংজ্ঞা অনুসারে গ্রহ হচ্ছে সৌর জগতের অভ্যন্তরের একটি জ্যোতির্বৈজ্ঞানিক বস্তু;[১]

  1. যা সূর্যের চারদিকে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান;
  2. যার নিজস্ব অভিকর্ষের জন্য প্রয়োজনীয় যথেষ্ট পরিমাণ ভর রয়েছে যাতে তা দৃঢ় বস্তু শক্তিকে অতিক্রম করতে পারে এবং এর মাধ্যমে একটি তরলস্থৈতিক সাম্যাবস্থা সৃষ্টি করতে পারে। এবং
  3. যা তার কক্ষপথের চারপাশের প্রতিবেশকে পরিচ্ছন্ন রাখতে পারে, অর্থাৎ এর কক্ষপথের ভিতরে কোন কিছুকে থাকতে দেয়না।

অথবা সৌর জগতের বাইরে অন্য কোন তারার ব্যবস্থায় অবস্থিত একটি জ্যোতির্বৈজ্ঞানিক বস্তু;[২]

  1. যা একটি তারা বা তারার অবশেষকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান;
  2. যার ভর ডিউটেরিয়াসের তাপ-নিউক্লীয় সংযোজন বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় সীমাস্থিত ভরের চেয়ে কম; এবং
  3. যার ভর বা আকার সৌর জগতের ভিতরে গ্রহ হওয়ার জন্য প্রয়োজনীয় ভর বাআকারের সমান বা বেশী।

এই সংজ্ঞা বিবেচনা করলে আমাদের সৌর জগতে মোট আটটি গ্রহ রয়েছে। ২০০৬ সালে আইএইউ সৌর জগতে তিনটি বামন গ্রহ চিহ্নিত করেছে: সেরেস, প্লুটো এবং এরিস। এ পর্যন্ত মোট ২০০ 'র-ও বেশী গ্রহ আবিষ্কৃত হয়েছে যার অধিকাংশই সৌর জগতের বাইরে অবস্থিত।[৩] ঐতিহানিকভাবে গ্রহের কোন সুনির্দিষ্ট সংজ্ঞা ছিলনা। এ কারণে আমাদের সৌর জগতে বিভিন্ন সময়ে বিভিন্ন সংখ্যাক গ্রহ ধরা হয়েছে। এই সমস্যা নিরসনের জন্য আইএইউ ২০০৬ সালে সংজ্ঞা নির্ধারণ করেছে। তবে আইএইউ-এর এই পরিবর্তন অনেকটাই তাৎক্ষণিক এবং এরও পরিবর্তন হতে পারে। তাছাড়া সৌর জগতের বাইরে মুক্তভাবে ভাসমান প্ল্যানেমো এবং নবীন তারা স্তবক বিষয়ে আইএইউ-এর অবস্থান এখনও সুনিশ্চিত নয়।

সূচিপত্র

[সম্পাদনা] বুৎপত্তি

[সম্পাদনা] প্ল্যানেট শব্দের বুৎপত্তি

[সম্পাদনা] গ্রহ শব্দের বুৎপত্তি

[সম্পাদনা] সৌর জগতের অভ্যন্তরে

[সম্পাদনা] গ্রহসমূহের উপাত্ত ও ধর্ম

গ্রহের বৈশিষ্ট্যসমূহ
Name বিষুবীয়*
ব্যাস
ভর* কক্ষীয়
ব্যাসার্ধ্য (AU)
কক্ষীয় পর্যায়
(years)
সৌর বিষুবের
সাথে নতি (°)
Orbital
eccentricity
Rotation period
(days)
Moons Rings Atmosphere
Terrestrials Mercury 0.39 0.06 0.39 0.24  3.38    0.206 58.64 none no minimal
Venus 0.95 0.82 0.72 0.62  3.86    0.007 -243.02 none no CO2, N2
Earth** 1.00 1.00 1.00 1.00  7.25    0.017 1.00 1 no N2, O2
Mars 0.53 0.11 1.52 1.88  5.65    0.093 1.03 2 no CO2, N2
Gas giants Jupiter 11.21 317.8 5.20 11.86  6.09    0.048 0.41 63 yes H2, He
Saturn 9.41 95.2 9.54 29.46  5.51    0.054 0.43 56 yes H2, He
Uranus 3.98 14.6 19.22 84.01  6.48    0.047 -0.72 27 yes H2, He
Neptune 3.81 17.2 30.06 164.8  6.43    0.009 0.67 13 yes H2, He

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. IAU 2006 General Assembly: Result of the IAU Resolution votes
  2. Working Group on Extrasolar Planets (WGESP) of the International Astronomical Union. IAU. (2001). Retrieved on 2006-05-25.
  3. Schneider, Jean (2006-10-30). Interactive Extra-solar Planets Catalog. The Extrasolar Planets Encyclopaedia. Retrieved on 2006-10-31.

[সম্পাদনা] বহিঃসংযোগ

[সম্পাদনা] সংজ্ঞা ও পুনঃশ্রণীকরণ বিতর্ক

সৌর জগৎ
সূর্য বুধ শুক্র চন্দ্র পৃথিবী মঙ্গলের উপগ্রহ মঙ্গল সেরেস গ্রহাণু বেষ্টনী বৃহস্পতি বৃহস্পতির উপগ্রহসমূহ শনি শনির উপগ্রহসমূহ ইউরেনাস ইউরেনাসের উপগ্রহসমূহ নেপচুনের উপগ্রহসমূহ নেপচুন প্লুটোর উপগ্রহসমূহ প্লুটো কুইপার বেষ্টনী ডিসনোমিয়া এরিস বিক্ষিপ্ত চাকতি উওর্ট মেঘ
সূর্য · বুধ · শুক্র · পৃথিবী · মঙ্গল · সেরেস · বৃহস্পতি · শনি · ইউরেনাস · নেপচুন · প্লুটো · এরিস
গ্রহসমূহ · বামন গ্রহসমূহ · প্রাকৃতিক উপগ্রহসমূহ: ভৌগলিক · মঙ্গলীয় · গ্রহাণু ধরণের · বৃহস্পতীয় · শনীয় · ইউরেনীয় · নেপচুনীয় · প্লুটোনীয় · এরিডীয়
ক্ষুদ্র বস্তুসমূহ:   উল্কাণু · গ্রহাণু (গ্রহাণু বেষ্টনী) · সেন্টাউরাস · টিএনও সমূহ (কুইপার বেষ্টনী/বিক্ষিপ্ত চাকতি) · ধূমকেতু (উওর্ট মেঘ)
আরও দেখুন: জ্যোতির্বৈজ্ঞানিক বস্তু, সৌর জগতের বস্তুসমূহের তালিকা, ব্যাসার্ধ্যের ভিত্তিতে তালিকা, ভরের ভিত্তিতে তালিকা, এবং জ্যোতির্বিজ্ঞান প্রবেশদ্বার