আলাপ:বিনত বিবির মসজিদ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
[সম্পাদনা] গম্বুজ সংখ্যা বিভ্রান্তি !!!
মুনতাসির মামুন এবং বাংলাপিডিয়ার রেফারেন্স অনুযায়ী এক গম্বুজ, কিন্তু আমিতো দুই গম্বুজ দেখছি। ছবি দেখুন। --mak ১৮:০০, ১ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)
- তাজ্জব ব্যাপার!! বাংলাপিডিয়াতে যে অজস্র ভুল আছে, তার নমুনা? অবশ্য হতে পারে, মসজিদে এটা ইদানিং যোগ করা হয়েছে। --রাগিব (আলাপ | অবদান) ১৯:১৮, ১ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)
-
- আমার মনে হয়না, ইদানিং যোগ করা হয়েছে। তবুও, আমি আগামীকাল এ ব্যাপারে সেখানে গিয়ে অনুসন্ধান করব।--mak ১৯:৪৯, ১ ফেব্রুয়ারি ২০০৭ (UTC)