মাক্স বর্ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মাক্স বর্ন (জার্মান ভাষায়: Max Born মাক্স্‌ বোয়ান্‌) (১৮৮২-১৯৭০) পোলীয়-জার্মান গণিতবিদ ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী যিনি তাঁর সময়কার সেরা বিজ্ঞানীদের সাথে কাজ করেন, যাদের মধ্যে হাইজেনবার্গ, পাউলি, ফের্মি ও ডিরাক অন্যতম। এর ফলশ্রুতিতে তিনি কোয়ান্টাম বলবিজ্ঞানের উপর গুরুত্বপূর্ণ কাজ প্রকাশ করেন। এর পর তিনি তরঙ্গ ফাংশনের একটি পরিসংখ্যানিক ব্যাখ্যা প্রদান করেন, যার জন্য ১৯৫৪ সালে তাঁকে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়।

অন্যান্য ভাষা