স্টকহোম সিনড্রোম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

চিত্র:Stockholm syndrome.jpg
ক্রেডিটব্যাঙ্কেন ডাকাতিতে সংশ্লিষ্ট চার জিম্মি তাদের বন্দিকারির(ডানে) প্রতি সহানুভূতিশীল হয়ে পড়ে

স্টকহোম সিনড্রোম হল জিম্মিদের মধ্যে দেখা যায় এমন একটি মানসিক অবস্থা, যার দরুন জিম্মিরা তাঁদের অপহরণকারীদের প্রতি আনুগত্য ও আবেগপ্রবণ টান অনুভব করে। ১৯৭৩ সালে সুইডেনের রাজধানী স্টকহোমে সংঘটিত এক ব্যাংক ডাকাতির ঘটনার সময় ৬ দিন ধরে জিম্মি হয়ে থাকা ব্যক্তিরা তাঁদের আটককারী ডাকাতদের প্রতি দূর্বলতা প্রকাশ করেছিল - এই ঘটনার পর থেকেই এধরণের আচরণকে স্টকহোম সিনড্রোম বলা হয়ে থাকে।

অন্যান্য ভাষা