অ্যাস্টেরিক্স
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যাস্টেরিক্স গোসিনি এবং উদারযো এর সৃষ্ট বিখ্যাত কমিক চরিত্র। কমিক্ টির কাহিনী অনুসারে অ্যাস্টেরিক্স গল (বর্তমান ফ্রান্স) দেশের অধিবাসী। তার প্রিয় বন্ধু ওবেলিক্স কে সাথে নিয়ে সে বিভিন্ন অভি্যানে বেরিয়ে পরে। হাস্য রসে ভরা সেসব কাহিনী নিয়ে এই কমিক।