ক্যাসাব্লাঙ্কা (শহর)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ক্যাসাব্লাঙ্কা মরক্কোর অন্যতম প্রধান শহর। মরক্কোর রাজধানী রাবাত এর পর ক্যাসাব্লাঙ্কা ই সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর। এটি গ্রান্ড ক্যাসাব্লাঙ্কা নামক অঞ্চলের রাজধানী। আটলানটিকের তীরে অবস্থিত এই শহরে আছে বিশ্বের অন্যতম বৃহত্তম কৃত্রিম বন্দর। উল্লেখ্য যে ক্যাসাব্লাঙ্কা মরক্কোর বাণিজ্যিক রাজধানী।

সূচিপত্র

[সম্পাদনা] জনসংখ্যা

৩.৭ মিলিয়ন (২০০৫ সালের হিসাব অনুসারে)।

[সম্পাদনা] আয়তন

১,৬১৫ বর্গ কিলোমিটার।

[সম্পাদনা] অর্থনীতি

এর অর্থনীতির মূল অংশ হচ্ছে ফসফেট রপ্তানি করা। এই ক্ষেত্রে ক্যাসাব্লাঙ্কা হচ্ছে প্রশাসনিক কেন্দ্র। তাছাড়া মরক্কোর সবচেয়ে বেশি শিল্প-কারখানা গড়ে উঠেছে এই এলাকায়। ক্যাসাব্লাঙ্কার মূল শিল্প কারখানার মধ্যে আছে মৎস্য জাত দ্রব্য, গৃহনির্মাণ সামগ্রী, কাঠ চেরার কারখানা, আসবাবপত্র তৈরি, কাঁচের সামগ্রী, টেক্সটাইলস,চামড়া কারখানা প্রভৃতি।

[সম্পাদনা] দর্শনীয় স্থান

বাদশাহ ২য় হাসান মসজিদ
বাদশাহ ২য় হাসান মসজিদ

ক্যাসাব্লাঙ্কার সবচেয়ে দর্শনীয় স্থান বাদশাহ ২য় হাসান এর মসজিদ। এটি বিশ্বের সবচেয়ে বড় মসজিদ।

[সম্পাদনা] ইতিহাস

আধুনিক ক্যাসাব্লাঙ্কা শহর গড়ে উঠেছে একজন ফ্রেঞ্চ স্থপতির হাত ধরে। তিনি হলেন হেনরি প্রস্ট। তার পরিকল্পনাতেই প্রথম এই শহর গড়ে উঠে।পরে ১৯৪৬ এবং আরো পরে ১৯৮৪ এ নতুন করে অতিরিক্ত শহর পরিকল্পনা প্রণয়ন করা হয়।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন