আবাহনী লিমিটেড
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আবাহনী লিমিটেড বাংলাদেশের একটি জনপ্রিয় ক্রীড়া সংগঠন। ১৯৭২ সালে ইকবাল স্পোর্টিং ক্লাব নাম পরিবর্তন করে আবাহনী ক্রীড়াচক্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত আবাহনী বাংলাদেশের ক্রীড়া জগতে অন্যতম শীর্ষস্থানীয় সংগঠন হিসেবে অধিষ্ঠিত হয়েছে। পরবর্তীতে আবাহনী ক্রীড়াচক্র আবাহনী লিমিটেড এ পরিণত হয়।
সূচিপত্র |
[সম্পাদনা] অর্জন
[সম্পাদনা] ফুটবল
উপাত্ত (১৯৭৩-১৯৯৩)
- জাতীয়/ঢাকার ফুটবল লীগ
- চ্যাম্পিয়ন - ১৯৭৪, ১৯৭৭, ১৯৮১, ১৯৮৩, ১৯৮৪, ১৯৮৫,১৯৮৯, ১৯৯০।
- রানার আপ - ১৯৭৩, ১৯৭৬, ১৯৭৯, ১৯৮২, ১৯৮৬, ১৯৮৭, ১৯৮৮,১৯৯৩।
- ফেডারেশন কাপ
- চ্যাম্পিয়ন - ১৯৮২, ১৯৮৫, ১৯৮৬, ১৯৮৯
- রানার আপ - ১৯৮১, ১৯৮৩, ১৯৯০, ১৯৯৩
- এশিয়া কাপ
- রানার আপ - ১৯৮৫
- নাগজি ট্রফি
- চ্যাম্পিয়ন - ১৯৯০