মারলেনে ডিট্রিখ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মারলেনে ডিট্রিখ (জন্ম ডিসেম্বর ২৭, ১৯০১ - মৃত্যু মে ৬, ১৯৯২) ছিলেন একজন জার্মান অভিনেত্রী ও গায়িকা । বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে একজন সাধারন ক্যাবারে গায়িকা থেকে ক্যারিয়ার শুরু করে বছর বিশেকের মধ্যে হলিউডসহ ইউরোপের বিনোদন জগতে স্থায়ী আসন গেড়ে বসেন ।
সূচিপত্র |
[সম্পাদনা] জীবনী
মারলেনে জার্মানীর বার্লিন শোয়েনেবার্গ এলাকায় জন্মগ্রহন করেন । তার পিতা মাতার নাম লুইস এরিখ অটো ডিট্রিখ ও ভিলহেলমিনা এলিজাবেথ ইওসেফাইন ফেলসিং । ব্যক্তিগত জীবনে তিনি নিভৃতচারী ছিলেন । তিনি রুডলফ যিবার নামে একজন সহকারী পরিচালকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন । রুডলফ পরে ফ্রান্সে প্যারামাউন্ট পিকচারস -এর পরিচালক হন । রুডলফ দম্পতির একমাত্র সন্তান মারিয়া এলিযাবেথ যিবার ১৯২৪ সালে জন্মগ্রহন করেন ।
[সম্পাদনা] ক্যারিয়ার
মারলেনে গত শতাব্দীর দ্বিতীয় দশকের শুরুতে ক্যাবারেতে কোরাস গায়ক হিসেবে কর্মজীবন শুরু করেন । পাশাপাশি তিনি বিখ্যাত পরিচালক ও অভিনেতা মাক্স রাইনহার্ডট-এর থিয়েটারে অভিনয় শুরু করেন । পরে ১৯৩০ দি ব্লু এনজেল নামে এক সিনেমার মধ্য দিয়ে রূপালী পর্দায় নিজের অভিষেক ঘটান । সেটি ছিলো জার্মানীতে তৈরী প্রথম সবাক চলচ্চিত্র । ইওরোপের সিনেমা জগতে সফলতার সাথে অভিষেক হবার পর মারলেনে হলিউডে পাড়ি জমান । সেখানে প্যারামাউন্ট পিকচার্স-এর সাথে মরক্কো সিনেমাতে অভিনয়ের সুযোগ পান । পরে সে সিনেমাতে অভিনয়ের জন্য তিনি অস্কার নমিনেশন পান । অভিনয়ের পাশাপাশি মারলেনে একজন অসাধারন গায়িকা ছিলেন ।
[সম্পাদনা] বর্তমান প্রজন্মে প্রভাব
মারলেনে ডিট্রিখ সম্ভবত জার্মানির সর্বাধিক সম্মানিত চিত্রনায়িকা । পুরো জার্মানী জুড়ে অসংখ্য থিয়েটার সড়ক শিক্ষালয় তার নাম বহন করছে ।
[সম্পাদনা] অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র
১. লাভ ট্রাজেডী (১৯২৩) ২. দি লিটল নেপোলিয়ন (১৯২৩) ৩. দি ব্লু এনজেল (১৯৩০) ৪. মরক্কো (১৯৩০) ৫. এ ফরেইন এফেয়ার (১৯৪৮) ৬. এ মনটে কারলো স্টোরী (১৯৫৬) ৭. এ্যারাউন্ড দি ওয়ার্ল্ড ইন এইটি ডেজ (১৯৫৬)