আলাপ:কম্পিউটার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

[সম্পাদনা] লেখার স্টাইল

রাগীব ভাই আমার আর্টিকল পুরাটাই তো দিলেন উড়ায়ে... আমার বিনীত মতামতে ইনফরমাল বলার ভংগীই শুধুমাত্র এই উইকি টাকে ইউজফুল করতে পারে। কারণ ভেবে দেখেন ইংলিশ টার মত বা এমনকি হিব্রুটার মত রিচ হয়ে ওঠারও তেমন একটা সম্ভাবনা নেই এটার। নিরস টু দ্য পয়েন্ট আর্টিকল এর থেকে আমি ব্যক্তিগতভাবে টিউটরিয়াল স্টাইলের লেখাই প্রেফার করব। (প্লীজ আমার বাংলায় ইংলিশ লেখার অভ্যাসটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।) --ইমাম তাশদীদ উল আলম 17:18, ১৬ এপ্রিল ২০০৬ (UTC)

আসলে বিশ্বকোষতো আর পত্রিকার প্রবন্ধ না, কাজেই informal ভাবে এখানে লেখা সম্ভব না। এখানে লিখতে গেলে তথ্য, এবং আনুষঙ্গিক reference ব্যবহার করেই লিখতে হবে। ব্যক্তিগত টিউটোরিয়াল স্টাইলটা এখানে প্রযোজ্য না। উদাহরণ হিসাবে ইংরেজী উইকিপিডিয়া দেখুন। Turkish উইকিপিডিয়াতে যদি ১০,০০০ এর বেশী নিবন্ধ থাকতে পারে, তাহলে বাংলাতে না থাকার কোনোই কারণ নেই। বিশ্বকোষ লিখলেই যে নিরস হবে তা ঠিক না। বিশ্বকোষের দায়িত্ব তথ্য পরিবেশন করা, গল্প করা তো না। তথ্যকে তথ্যের মতো করে পেশ করতে হবে। নাহলে এটা ব্লগে পরিণত হবে। এই ব্যপারটা কিন্তু উইকিপিডিয়ার শুরু থেকেই প্রচলিত আছে। তাই তথ্যকে বিশ্বকোষের মতো করে লিখুন। ধন্যবাদ। --Ragib 17:42, ১৬ এপ্রিল ২০০৬ (UTC)
উচ্ছ্বাস, how about this? আপনি আপনার যত informal চিন্তাভাবনা আলাপ পাতায় note হিসেবে রেখে দিতে পারেন, কেউ কিছু মনে করবে না। পরে সেগুলো আপনি বা অন্যরা বিশ্বকোষের ভাষায় আসল নিবন্ধে তুলে দেবে। এভাবে আপনার creativity আর prolificness-এর সাথে বিশ্বকোষের লেখার style-এর সংঘাত এড়ানো যাবে। --- অর্ণব 20:09, ১৬ এপ্রিল ২০০৬ (UTC)
আচ্ছা, ধরে নিন কাজ হয়ে যাবে। --ইমাম তাশদীদ উল আলম 12:44, ১৭ এপ্রিল ২০০৬ (UTC)