একবাল আহমাদ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
একবাল আহমাদ (১৯৩৩/৩৪ - ১১ই মে, ১৯৯৯) ছিলেন একজন পাকিস্তানি লেখক, সাংবাদিক, ও যুদ্ধবিরোধী কর্মী। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য রণকৌশলের কঠোর বিরোধী এবং পাকিস্তানসহ অন্যান্য দেশে জাতীয়তাবাদ ও ধর্মীয় উগ্রতার "দ্বিবিধ অভিশাপের" ("twin curse") সমালোচক ছিলেন।
[সম্পাদনা] জীবন
আহমাদ ভারতের বিহারে ইরকি গ্রামে জন্ম নেন। ছোটবেলায় বাবাকে হারান। ১৯৪৭-এ ভারত বিভাগের সময় ভাইদের সাথে তিনি পাকিস্তানে চলে যান।
১৯৫১ সালে লাহোরের ফরমান খ্রিস্টান কলেজ থেকে অর্থশাস্ত্রে ডিগ্রী নেন। ১৯৫৭ সালে ক্যালিফোর্নিয়ার অক্সিডেন্টাল কলেজে পড়াশোনা শুরু করেন। ১৯৫৮ থেকে ১৯৬০ সাল পর্যন্ত প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান ও মধ্যপ্রাচ্যের ইতিহাস অধ্যয়ন করেন ও সেখান থেকে পি এইচ ডি লাভ করেন।
১৯৬০ থেকে ১৯৬৩ পর্যন্ত তিনি উত্তর আফ্রিকায়, মূলত আলজেরিয়ায় ছিলেন, এবং সেখানকার ন্যাশনাল লিবারেশন ফ্রন্টে যোগ দিয়েছিলেন।
এরপর তিনি আবার যুক্তরাষ্ট্রে প্রত্যাবর্তন করেন এবং প্রথমে ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট শিকাগো-তে (১৯৬৪-৬৫) ও তারপর কর্নেল বিশ্ববিদ্যালয়ে (১৯৬৫-৬৮) অধ্যাপনা করেন। এসময় তিনি ভিয়েতনাম ও ক্যাম্বোডিয়ার মার্কিন আগ্রাসনী যুদ্ধের একজন বড় সমালোচক হিসেবে পরিচিত হয়ে ওঠেন। এরপর ১৯৬৮ থেকে ১৯৭২ পর্যন্ত তিনি শিকাগোর আডলাই স্টিভেনসন ইন্সটিটিউটে ছিলেন।
In 1971, Ahmad was indicted with the anti-war Catholic priests Philip Berrigan and his brother Daniel, along with four other Catholic pacifists, on charges of conspiracy to kidnap Henry Kissinger. After fifty-nine hours of deliberations, the jury declared a mistrial, in 1972.
From 1972 to 1982, Ahmad was Senior Fellow at the Institute for Policy Studies. From 1973 to 1975, he served as the first director of its overseas affiliate, the Transnational Institute in Amsterdam.
In 1982, Ahmad joined the faculty at Hampshire College, a very progressive school, which was the first college in the nation to divest from South Africa, in Amherst, Massachusetts, where he taught world politics and political science.
In the early 1990s, Ahmad was granted a parcel of land in Pakistan by Prime Minister Benazir Bhutto's government to build an independent, alternative university, named Khaldunia. The land was later seized by Bhutto's husband, Asif Zardari, reportedly to build a golf course and club.
Upon his retirement from Hampshire in 1997, he settled permanently in Pakistan, where he continued to write a weekly column, for Dawn, Pakistan's oldest English-language newspaper. Eqbal died in Islamabad in 1999 of heart failure following an operation for colon cancer.
Since his death, a memorial lecture series has been established at Hampshire in his honor. Speakers have included in Kofi Annan, Edward Said, Noam Chomsky, and Arundhati Roy.
Ahmad was admired as "an intellectual unintimidated by power or authority", and collaborated with such left-wing journalists and activists as Noam Chomsky, Edward Said, Howard Zinn, Ibrahim Abu-Lughod, Richard Falk, Fredric Jameson, Alexander Cockburn and Daniel Berrigan.
[সম্পাদনা] Quote
- [Ahmad was] perhaps the shrewdest and most original anti-imperialist analyst of the post-war world, especially in the dynamics between the West and the post-colonial states of Asia and Africa. — Edward Said