নভেম্বর ১
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নভেম্বর ১ গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩০৫ তম (অধিবর্ষে ৩০৬ তম) দিন।
সূচিপত্র |
[সম্পাদনা] ঘটনাবলী
- ১৫১২ - সিস্টিন চ্যাপেল এর ছাদের চিত্রাঙ্কন যা মাইকেল এঞ্জেলো এঁকেছেন, জনগনের জন্য প্রথমবারের মত উম্মুক্ত করে দেয়া হয়
- ১৬০৪ - উইলিয়াম শেক্সপীয়ার এর ট্রাজেডী ওথেলো প্রথম বারের মত মঞ্চায়িত হয়, হোয়াইটহল প্যালেস, লন্ডন
- ১৬১১ - উইলিয়াম শেক্সপীয়ার রোম্যান্টিক কমেডী টেমপেস্ট প্রথম বারের মত মঞ্চায়িত হয়, হোয়াইটহল প্যালেস, লন্ডন
- ১৮০০ - যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট জন এডামস দেশের প্রথম রাষ্ট্রপতি যিনি দি এক্সিকিউটিভ ম্যানসন এ থাকা শুরু করেন (পরবর্তীতে যার নাম হয় হোয়াইট হাউস)
- ১৮৯৭ - ইতালিয়ান ফূটবল দল জুভেন্টাস এফ.সি. গঠিত হয়
[সম্পাদনা] জন্ম
- ১৮৭৮ - কার্লোস সাভেদ্রা লামাস, আর্জেন্টাইন রাজনৈতিক নেতা, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী (মৃত্যু ১৯৫৯)
- ১৮৮৯ - ফিলিপ নোয়েল-বেকার, ব্যারন নোয়েল-বেকার, কানাডিয়ান শান্তি কর্মী, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী (মৃত্যু ১৯৮২)
- ১৯৪৯ - মাইকেল ডি. গ্রিফিন, নাসার প্রধান প্রশাসক
- ১৯৫০ - রবার্ট বি. লাফলিন, আমেরিকান পদার্থবিদ, নোবেল পুরস্কার পদার্থবিজ্ঞান বিজয়ী
- ১৯৭৩ - ঐশ্বরিয়া রাই, ভারতীয় অভিনেত্রী
- ১৯৭৪ - ভিভিএস লক্ষন, ভারতীয় ক্রিকেটার
[সম্পাদনা] মৃত্যু
- ১৯০৩ - থিওডর মোম্মেসেন, জার্মান লেখক, নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী
- ১৯৫০ - বিভূতিভূষণ বন্দোপাধ্যায়, একজন বাঙ্গালী সাহিত্যিক।
- ১৯৯৩ - সেভেরো ওকোয়া, স্পেনীয় বায়োকেমিস্ট, নোবেল পুরস্কার চিকিৎসা/ওষুধ (জন্ম ১৯০৫)
[সম্পাদনা] ছুটি ও অন্যান্য
- আলজেরিয়া - জাতীয় দিবস
- এন্টিগুয়া ও বারমুডা - স্বাধীনতা দিবস (ব্রিটেন থেকে, ১৯৮১)
- আয়ারল্যান্ড - সামহাইন প্রচিলিত শীতের প্রথম দিন
- বিশ্ব ভেগান দিবস
- যুক্তরাষ্ট্র - জাতীয় উপন্যাস লিখন মাস এর শুরু
[সম্পাদনা] বহি:সংযোগ
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।