উত্তম কুমার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

চিত্র:Uttam.jpg
সুচিত্রা সেনের সঙ্গে উত্তম কুমার

উত্তম কুমার (জন্ম : সেপ্টেম্বর ৩, ১৯২৬ - মৃত্যু : জুলাই ২৪, ১৯৮০) বাংলা চলচ্চিত্রের জনপ্রিয়তম নায়কদের মধ্যে অন্যতম।

সূচিপত্র

[সম্পাদনা] ছোটবেলা

উত্তম কুমারের আসল নাম অরুণ কুমার চ্যাটার্জী, জন্ম কলকাতায়।

[সম্পাদনা] অভিনীত ছবি

[সম্পাদনা] ১৯৪৮-১৯৫৫

  • দৃষ্টিদান (১৯৪৮)
  • কামনা (১৯৪৯)
  • মর্যাদা (১৯৫০)
  • সহযাত্রী (১৯৫১)
  • ওরে যাত্রী (১৯৫১)
  • নষ্টনীড় (১৯৫১)
  • সঞ্জীবনী (১৯৫২)
  • বসু পরিবার (১৯৫২)
  • কার পাপে (১৯৫২)
  • সাড়ে চুয়াত্তর (১৯৫৩)
  • নবীন যাত্রা (১৯৫৩)
  • লাখ টাকা (১৯৫৩)
  • বৌ ঠাকুরানীর হাট (১৯৫৩)
  • সদানন্দের মেলা (১৯৫৪)
  • ওরা থাকে ওধারে (১৯৫৪)
  • মনের ময়ূর (১৯৫৪)
  • মরণের পারে (১৯৫৪)
  • মন্ত্র শক্তি (১৯৫৪)
  • কল্যাণী (১৯৫৪)
  • গৃহপ্রবেশ (১৯৫৪)
  • চাঁপাডাঙার বউ(১৯৫৪)
  • ব্রতচারিনী (১৯৫৪)
  • বকুল (১৯৫৪)
  • বিধিলিপি (১৯৫৪)
  • অনুপমা (১৯৫৪)
  • অন্নপূর্ণার মন্দির (১৯৫৪)
  • অগ্নিপরীক্ষা (১৯৫৪)
  • সাঁঝের প্রদীপ (১৯৫৫)
  • উপহার (১৯৫৫)
  • শাপ মোচন (১৯৫৫)
  • হ্রদ (১৯৫৫)
  • সবার উপরে (১৯৫৫)
  • কঙ্কাবতীর ঘাট (১৯৫৫)
  • রাইকমল (১৯৫৫)
  • দেবত্র (১৯৫৫)

[সম্পাদনা] ১৯৫৬-১৯৬০

  • একটি রাত (১৯৫৬)
  • চিরকুমার সভা (১৯৫৬)
  • জীবন তৃষ্ণা (১৯৫৭)
  • অভয়ের বিয়ে (১৯৫৭)
  • তাসের ঘর (১৯৫৭)
  • যাত্রা হল শুরু (১৯৫৭)
  • হারজিৎ (১৯৫৭)
  • সুরের পরশে (১৯৫৭)
  • পুনর্মিলন (১৯৫৭)
  • পৃথিবী আমারে চায় (১৯৫৭)
  • পথে হল দেরি (১৯৫৭)
  • হারানো সুর (১৯৫৭)
  • চন্দ্রনাথ (১৯৫৭)
  • বড়দিদি (১৯৫৭)
  • শিকার (১৯৫৮)
  • বন্ধু (১৯৫৮)
  • সূর্যতোরণ (১৯৫৮)
  • মানময়ী গার্লস স্কুল (১৯৫৮)
  • ইন্দ্রাণী (১৯৫৮)
  • ডাক্তার বাবু (১৯৫৮)
  • রাজলক্ষ্মী ও শ্রীকান্ত (১৯৫৮)
  • যৌতুক (১৯৫৮)
  • অবাক পৃথিবী (১৯৫৯)
  • সোনার হরিন (১৯৫৯)
  • পুষ্পধনু (১৯৫৯)
  • বিচারক (১৯৫৯)
  • চাওয়া পাওয়া (১৯৫৯)
  • মরুতীর্থ হিংলাজ (১৯৫৯)
  • খেলাঘর (১৯৫৯)
  • গলি থেকে রাজপথ (১৯৫৯)
  • শহরের ইতিকথা (১৯৬০)
  • শখের চোর (১৯৬০)
  • খোকাবাবুর প্রত্যাবর্তন (১৯৬০)
  • উত্তর মেঘ (১৯৬০)
  • শুন বরনারী (১৯৬০)
  • রাজা সাজা (১৯৬০)
  • মায়া মৃগ (১৯৬০)
  • কুহক (১৯৬০)
  • হাত বাড়ালে বন্ধু (১৯৬০)

[সম্পাদনা] ১৯৬১-১৯৬৫

  • নেকলেস (১৯৬১)
  • ঝিন্দের বন্দী (১৯৬১)
  • অগ্নিসংস্কার (১৯৬১)
  • সাথী হারা (১৯৬১)
  • সপ্তপদী (১৯৬১)
  • দুই ভাই (১৯৬১)
  • শিউলিবাড়ি (১৯৬২)
  • বিপাশা (১৯৬২)
  • কান্না (১৯৬২)
  • দেয়া নেয়া (১৯৬৩)
  • ভ্রান্তিবিলাস (১৯৬৩)
  • নিশীথে (১৯৬৩)
  • উত্তরায়ণ (১৯৬৩)
  • সূর্যশিখা (১৯৬৩)
  • শেষ অঙ্ক (১৯৬৩)
  • লাল পাথর (১৯৬৪)
  • নতুন তীর্থ (১৯৬৪)
  • বিভাস (১৯৬৪)
  • মোমের আলো (১৯৬৪)
  • জতুগৃহ (১৯৬৪)

[সম্পাদনা] ১৯৬৬-১৯৭০

  • গৃহদাহ (১৯৬৭)
  • গড় নাসিমপুর (১৯৬৮)
  • তিন অধ্যায় (১৯৬৮)
  • কখনো মেঘ (১৯৬৮)
  • চৌরঙ্গী (১৯৬৮)
  • শুকসারী (১৯৬৯)
  • মন নিয়ে (১৯৬৯)
  • সবরমতী (১৯৬৯)
  • চিরদিনের (১৯৬৯)
  • অপরিচিত (১৯৬৯)
  • কমললতা (১৯৬৯)
  • রাজকুমারী (১৯৭০)
  • দুটি মন (১৯৭০)
  • বিলম্বিত লয় (১৯৭০)
  • মঞ্জরী অপেরা (১৯৭০)
  • কলঙ্কিত নায়ক (১৯৭০)
  • নিশিপদ্ম(১৯৭০)

[সম্পাদনা] ১৯৭১-১৯৭৫

  • নবরাগ (১৯৭১)
  • জীবন জিজ্ঞাসা (১৯৭১)
  • এখানে পিঞ্জর (১৯৭১)
  • জয় জয়ন্তী (১৯৭১)
  • ধন্যি মেয়ে(১৯৭১)
  • ছদ্মবেশী (১৯৭১)
  • আলো আমার আলো (১৯৭১)
  • ছিন্ন পত্র (১৯৭২)
  • স্ত্রী(১৯৭২)
  • বিরাজ বৌ (১৯৭২)
  • অন্ধ অতীত (১৯৭২)
  • মেম সাহেব (১৯৭২)
  • হার মানা হার(১৯৭২)
  • রাতের রজনীগন্ধা (১৯৭৩)
  • রৌদ্র ছায়া (১৯৭৩)
  • সোনার খাঁচা (১৯৭৩)
  • কায়াহীনের কাহিনী (১৯৭৩)
  • বনপলাশীর পদাবলী (১৯৭৩)
  • রোদন ভরা বসন্ত (১৯৭৪)
  • আলোর ঠিকানা (১৯৭৪)
  • রক্ত তিলক (১৯৭৪)
  • বিকেলে ভোরের ফুল (১৯৭৪)
  • যদু বংশ (১৯৭৪)
  • যদি জানতেম (১৯৭৪)
  • প্রিয় বান্ধবী (১৯৭৫)
  • নগর দর্পনে (১৯৭৫)
  • আমি সে ও সখা (১৯৭৫)
  • কাজললতা (১৯৭৫)
  • মৌচাক (১৯৭৫)
  • অগ্নীশ্বর (১৯৭৫)
  • বাঘবন্দী খেলা (১৯৭৫)

[সম্পাদনা] ১৯৭৬-১৯৮০

  • মোমবাতি (১৯৭৬)
  • চাঁদের কাছাকাছি (১৯৭৬)
  • আনন্দমেলা (১৯৭৬)
  • হোটেল স্নোফক্স (১৯৭৬)
  • নিধিরাম সর্দার (১৯৭৬)
  • বহ্নিশিখা (১৯৭৬)
  • সেই চোখ (১৯৭৬)
  • সিস্টার(১৯৭৭)
  • ভোলা ময়রা(১৯৭৭)
  • রাজবংশ(১৯৭৭)
  • সব্যসাচী (১৯৭৭)
  • আনন্দ আশ্রম (১৯৭৭)
  • কিতাব (১৯৭৭)
  • ধনরাজ তামাং (১৯৭৮)
  • নিশান (১৯৭৮)
  • বন্দী (১৯৭৮)
  • দুই পুরুষ (১৯৭৮)
  • নব দিগন্ত (১৯৭৯)
  • সুনয়নী (১৯৭৯)
  • ব্রজবুলি (১৯৭৯)
  • সমাধান (১৯৭৯)
  • শ্রীকান্তের উইল (১৯৭৯)
  • দুরিয়াঁ (১৯৭৯)
  • দেবদাস (‌১৯৭৯)
  • প্রতিশোধ (১৯৮০)
  • খনা বরাহ (১৯৮০)
  • আরো একজন (১৯৮০)
  • দর্পচূর্ণ (১৯৮০)
  • পক্ষীরাজ (১৯৮০)
  • রাজা সাহেব (১৯৮০)
  • দুই পৃথিবী (১৯৮০)

[সম্পাদনা] ১৯৮১-১৯৮৭

  • সূর্যসাক্ষী(১৯৮১)
  • ইমন কল্যাণ (১৯৮১)
  • ওগো বধূ সুন্দরী (১৯৮১)
  • কলঙ্কিনী কঙ্কাবতী (১৯৮১)
  • প্লট নাম্বার ৫ (১৯৮১)
  • দেশপ্রেমী (১৯৮২)
  • মেরা করম মেরা ধরম (১৯৮৭)


এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন
অন্যান্য ভাষা