মার্টিন স্কোরসেজি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মার্টিন স্কোরসেজি
মার্টিন স্কোরসেজি

মার্টিন লুসিয়ানো স্কোরসেজি (জন্ম নভেম্বর ১৭, ১৯৪২) একজন জনপ্রিয় ও বিখ্যাত মার্কিন চলচ্চিত্র নির্দেশক। স্কোরসেজির কাজের ধারা মূলত ইতালিয়-আমেরিকান অস্তিত্ব,পাপবোধ আর মুক্তির ক্যথলিক ধারনা,পৌরষবোধ আর আমেরিকার সমাজব্যবস্থায় সন্ত্রাসের প্রভাব সংশ্লিষ্ট। তিনি সমালোচকদের মাঝে তার চলচ্চিত্র নির্দেশনার জন্য বেশ কয়েকবার প্রশংসিত হলেও তিনি কখনো একাডেমি পুরস্কার পাননি। এপ্রসঙ্গে উল্লেখ্য যে তিনি এই একাডেমি পুরস্কার এর জন্য বেশ কয়েকবার মনোনিত হয়েছেন।

স্কোরসেজিকে গন্য করা হয় বিশ্বযুদ্ধ-পরবর্তি সব মার্কিন চলচ্চিত্র নির্দেশকদের মাঝে একজন অন্যতম প্রধান ও প্রভাবশালী নির্দেশক হিসাবে।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন