চোরাবালি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বালি বা পলি জাতীয় দানাদার পদার্থ, মাটি ও লোনাজলের কলয়েডীয় মিশ্রণ যা আপাতদৃষ্টিতে কঠিন মনে হতে পারে। কিন্তু মৃদু আলোড়ন কলে বা এর উপর চাপ 1% এর বেশী বৃদ্ধি করলে (যেমন এর উপর দিয়ে হাঁটা শরু করলে) প্রথমে হঠাৎ সান্দ্রতা কমে তরলীকরণ ঘটে, কিন্তু তারপর এর মধ্যে আলোড়নকারী বস্তুর (যেমন চলমান পা) চারদিকে কলয়েডের দানা অংশের ঘনীভবন ঘটে ও স্থানীয় সান্দ্রতা খুব বৃদ্ধি পায় ও ছাড়িয়ে নেওয়া খুব মুশকিল হয়।

চলচ্চিত্র ইত্যাদিতে নাটকীয় ভাবে দেখালেও চোরাবালিতে কেউ পুরো ডোবেনা- মানুষের আপক্ষিক গুরুত্বে চোরাবালিতে ভেসে থাকা উচিৎ।

অন্যান্য ভাষা