স্বামী বিবেকানন্দ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্বামী বিবেকানন্দ, সন্যাসী হওয়ার আগে নরেন্দ্রনাথ দত্ত, (জানুয়ারি ১২, ১৮৬৩ - জুলাই ৪, ১৯০২) নব্যযুগে বেদন্ত দর্শণের একজন শ্রেষ্ঠ গুরু। তিনি পাশ্চাত্যে ভারতীয় আধ্যত্মিক দর্শনকে জনপ্রিয় করে বিশ্ববিখ্যাত। দীক্ষালাভের পর ভারত পরিভ্রমণরত স্বামিজীকে ক্ষেত্রীর মহারাজ বিবেকানন্দ নাম অর্পণ করেন।
১৮৯৩ সালের শিকাগো ধর্ম মহাসম্মেলনে তাঁর বিশ্বজয় শুরু। ১৮৯৭ সালে তাঁর গুরু রামকৃষ্ণ পরমহংস-এর নামে তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তাঁর অসংখ্য শিষ্যদের মধ্যে ভারতবর্ষ ছাড়াও পাশ্চাত্য দেশগুলোর অনেকে ছিলেন। ভগিনী নিবেদিতার নাম এখানে উল্লেখযোগ্য।
[সম্পাদনা] কলকাতার শিমলে পাড়ায় কৈশোর
বিষয়
বাংলার ইতিহাস • ব্রিটিশ রাজ • বাংলা সাহিত্য • বাংলা কবিতা • বাংলা সঙ্গীত • ব্রাহ্ম সমাজ • এশিয়াটিক সোসাইটি • ফোর্ট উইলিয়াম কলেজ • ইয়ং বেঙ্গল সোসাইটি • ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েসন • স্বদেশী • সত্যাগ্রহ • তত্ত্ববোধিনী পত্রিকা • সুলভ সমাচার • আনন্দ বাজার পত্রিকা • জোড়াসাঁকোর ঠাকুর পরিবার • রবীন্দ্র সঙ্গীত • শান্তিনিকেতন • বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় • কাজী নজরুল ইসলামের রচনা সমগ্র • বঙ্গীয় সাহিত্য পরিষদ • সংবাদ প্রভাকর
ব্যক্তিত্ব
রাজা রামমোহন রায় • রামকৃষ্ণ পরমহংস • ডিরোজিও • দেবেন্দ্রনাথ ঠাকুর • কেশব চন্দ্র সেন • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর • জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বিটন • মাইকেল মধুসূদন দত্ত • রাজনারায়ণ বসু • দ্বারকানাথ গাঙ্গুলী • অক্ষয় কুমার দত্ত • হরিশ চন্দ্র মুখার্জী • শম্ভূনাথ পণ্ডিত • দ্বারকানাথ বিদ্যাভূষণ • কাদম্বিনী গাঙ্গুলী • অঘোর নাথ গুপ্ত • গিরিশ চন্দ্র সেন • শরৎচন্দ্র চট্টোপাধ্যায় • বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় • শ্রী অরবিন্দ • স্বামী বিবেকানন্দ • রবীন্দ্রনাথ ঠাকুর • কাজী নজরুল ইসলাম • সত্যেন্দ্রনাথ ঠাকুর • রাম চন্দ্র বিদ্যাবাগীশ • রামেন্দ্রসুন্দর ত্রিবেদী