মুহম্মদ মনসুর উদ্দিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সূচিপত্র

[সম্পাদনা] পরিচয়

তিনি ছিলেন লোকসঙ্গীত, লোকসাহিত্য সংগ্রাহক ও লোকসাহিত্যবিশারদ।

[সম্পাদনা] জন্ম

১৯০৪ সালে পাবনা জেলার মুরারিপুর গ্রামে জন্মগ্রহন করেন। পিতার নাম জায়দার আলী মাতার নাম জিউয়ারুন নেসা।

[সম্পাদনা] শিক্ষা জীবন

১৯২১ সালে কৃতিত্বের সঙ্গে প্রবাশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯২৬ সালে বি এ পাস করেন। ১৯২৮ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন।

[সম্পাদনা] কর্মজীবন

কর্মজীবন শুরু করেন ১৯৩১ সালে সরকারি চাকুরী দিয়ে, স্কুল সাব ইন্সপেক্টর রূপে। বিভিন্ন কলেজে অধ্যাপনার পর চাকুরী শেষ করেন ১৯৫৯ সালে বাংলা ভাষা ও সাহিত্যের প্রফেসর হিসেবে। ১৯৫২ সালে সরকারি মাসিক পত্রিকা মাহে নও এর সম্পাদক ছিলেন ছয় মাসের জন্য।

[সম্পাদনা] প্রকাশনা

লোকসাহিত্যঃ

  • ১১ খন্ডে সংগৃহীত লুপ্ত ও লুপ্তপ্রায় লোকসাহিত্যের সংকলন হারামনি
  • লোককাহীনির সংকলন শিরণী(১৯৩২)
  • হাসি অভিধান
  • বাংলা ইডিয়ম সংকলন(১৯৫৭)

উপন্যাসঃ

  • সাতাশে মার্চ

বঙ্গ সাহিত্যের ইতিহাসঃ

  • বাংলা সাহিত্যে মুসলিম সাধনা, ৩খন্ড একত্রে(১৯৮১)

গানের সংকলনঃ

  • শত গান (১৯৬৭)
  • ইরানের কবি (১৩৭৫ বঙ্গাব্দ)
  • আওরঙ্গজেব (অনুবাদ,১৯৭০)

[সম্পাদনা] শিশুসাহিত্য

রূপকথা সংকলনঃ

  • ঠকামি (১৯৫৯)
  • মুসকিল আসান (২য় সং ১৯৫৯)

অন্যান্যঃ

[সম্পাদনা] পুরস্কার ও সম্মাননা

[সম্পাদনা] মৃত্যু

১৯৮৭ সালের ১৯শে সেপ্টেম্বর