হেরমান ভাইল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হেরমান ভাইল
হেরমান ভাইল

হেরমান ভাইল (জার্মান Hermann Weyl হেয়ামান্‌ ভ়াইল্‌, ৯ই নভেম্বর, ১৮৮৫৮ই ডিসেম্বর, ১৯৫৫) একজন জার্মান গণিতবিদ। যদিও তাঁর কর্মজীবনের অধিকাংশ সময় জুরিখে ও প্রিন্সটনে অতিবাহিত হয়, তার পরও তাঁকে গটিঙেন বিশ্ববিদ্যালয় ঘরানার (অর্থাৎ ডেভিড হিলবার্ট ও হেরমান মিংকভ্‌স্কি-র ঘরানার) একজন গণিতবিদ হিসেবে ধরা হয়ে থাকে। তাত্ত্বিক পদার্থবিজ্ঞান ও সংখ্যাতত্ত্বে তাঁর গবেষণা গুরুত্বপূর্ণ। তিনি বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী গণিতবিদ ও ইন্সটিটিউট অফ অ্যাডভান্স্‌ড স্টাডিজ-এর অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন