ভাভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভাভা পুরো নাম এদভালদো জিদিও নেতো (নভেম্বর ১২, ১৯৩৪ - জানুয়ারি ১৯, ২০০২) একজন ব্রাজিলীয় ফুটবলার। তিনি ব্রাজিল, স্পেনমেক্সিকোর বিভিন্ন ক্লাবে এবং ব্রাজিলের জাতীয় দলের হয়ে খেলেছেন।

ব্রাজিলের পক্ষে ভাভা ২টি বিশ্বকাপে (১৯৫৮১৯৬২) অংশ নিয়েছেন, যার দুটিতেই ব্রাজিল চ্যাম্পিয়ন হয়। ভাভা এই দুই বিশ্বকাপে যথাক্রমে ৫টি ও ৪টি গোল করেন। দুটি বিশ্বকাপের ফাইনাল ম্যাচেই তিনি গোল করেন। এই কৃতিত্ব আছে আর কেবল তিনজন ফুটবলারেরঃ পেলে, পল ব্রাইটনার এবং জিনেদিন জিদান


এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন