আকবর হোসেন (সাহিত্যিক)
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আকবর হোসেন (১৯১৫- ২রা জুন, ১৯৮১) ছিলেন বাঙালি কথাশিল্পী। তাঁর জন্ম কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কেয়া গ্রামে।
[সম্পাদনা] প্রকাশিত গ্রন্থ
- অবাঞ্ছিত (১৯৫০)
- কি পাইনি (১৯৫২)
- মোহমুক্তি (১৯৫৩)
- ঢেউ জাগে (১৯৬১)
- দু'দিনের খেলাঘর (১৯৬৫)
- আলোছায়া (১৯৬৪)
- মেঘ বিজলী বাদল (১৯৬৮)
- নতুন পৃথিবী (১৯৭৪)