ইনডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইনডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় |
|
---|---|
প্রতিষ্ঠা | ১৯৯৩ |
ধরণ | বেসরকারী, সহশিক্ষা |
আচার্য | মহামান্য রাষ্ট্রপতি অধ্যাপক ডঃ ইয়াজউদ্দিন আহম্মেদ |
উপাচার্য | অধ্যাপক বজলুল মোবিন চৌধুরী |
অনুষদ | ১৩০ (স্থায়ী) |
ছাত্র | ৩০০০ (ছাত্র ৭০% এবং ছাত্রী ৩০%) |
অবস্থান | ঢাকা, বাংলাদেশ |
প্রাঙ্গন | শহরের বারিধারায় অবস্থিত |
Colors | অ্যালিস নিল এবং স্টীল নিল |
Nickname | আই ইউ বি |
ওয়েবসাইট | আই ইউ বি প্রাথিষ্ঠানিক ওয়েবসাইট |
ইনডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (আই ইউ বি) (Independent University, Bangladesh) বাংলাদেশের একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়। এটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। এই বিশ্ববিদ্যালয়ের দুইটি শাখা আছে, একটি ঢাকায় এবং অপরটি চট্টগ্রামে অবস্থিত। এর প্রধান শাখা ঢাকার বারিধারায় এক স্বাস্থ্যকর পরিবেশে অবস্থিত এবং অপর শাখাটি চট্টগ্রামে ১৯৯৯ সালে প্রতিষ্টিত হয়। বিশ্ববিদ্যালয়ের একটি স্থায়ী শাখা ঢাকার বসুন্ধ্ররায় নির্মাণাধীন রয়েছে।
[সম্পাদনা] বহিঃসংযোগ
আই ইউ বি এর প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট