শাহরুখ খান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শাহরুখ খান

কাভি আলবিদা না কেহনা তে শাহরুখ খান
জন্ম ২ নভেম্বর, ১৯৬৫
নয়া দিল্লী, ভারত
অন্য নাম কিং খান, বাদশা খান
কেরিয়ার মাইলফলক কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৮)

শাহরুখ খান (হিন্দি: शाहरुख़ ख़ान, উর্দু: شاه رخ خان শাহ্‌রুখ়্‌ খ়ান্‌, আ-ধ্ব-ব: /ʃɑːhrux xɑːn/), জন্ম নভেম্বর ২, ১৯৬৫, নয়া দিল্লী, ভারত, একজন জনপ্রিয় ভারতীয় অভিনেতা।

সূচিপত্র

[সম্পাদনা] জীবনী

শাহরুখ দিল্লীর পাঠান মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতা ছিলেন ভারতের স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধা।[১] তার মা হলেন লতিফ ফাতিমা, [২] যিনি জাঞ্জুয়া রাজপুত পরিবারের মেজর জেনারেল শাহ নওয়াজ খানের কন্যা।[৩] শাহ নওয়াজ খান সুভাষ চন্দ্র বোসের অধীনে সেনাবাহিনীতে জেনারেল পদে ছিলেন।[৪].

শাহ রুখ খানের পিতা ভারত ভাগের আগে বর্তমান পাকিস্তানের পেশোয়ারের কিচ্ছা কাহিনী বাজার থেকে দিল্লীতে আসেন।[৫] তার মায়ের বাড়ি ছিল পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।[৬].

শাহরুখ খানের লালারুখ নামে একজন বোন রয়েছে।[৭] তিনি দিল্লীর সেইন্ট কলুম্বা স্কুলে পড়তেন এবং এখানে তিনি ক্রীড়া, নাটক ও পড়াশোনায় কৃতিত্ব অর্জন করেন। এখানে তাকে সম্মানজনক সোর্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি হাঁসরাজ কলেজে (১৯৮৫-১৯৮৮) অর্থনীতিতে সম্মান ডিগ্রী লাভ করেন। এরপর জামিয়া মিলাইয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স ডিগ্রী লাভ করেন।

তার পিতামাতার মৃত্যুর পর ১৯৯১ সালে শাহরুখ খান নতুনভাবে জীবন শুরু করার জন্য নয়া দিল্লী ত্যাগ করে মুম্বাইতে আসেন। ১৯৯১ সালে তিনি গৌরী খানকে বিয়ে করেন। তাদের দুই সন্তান, ছেলে আরিয়ান খান (জন্ম ১৯৯৭) ও মেয়ে সুহানা খান (জন্ম ২০০০)।

যুক্তরাজ্যের চলচ্চিত্র প্রযোজক নাসরিন মুন্নি কবির শাহরুখ খানের জীবন অবলম্বনে দুই খন্ডের ডকুমেন্টারি তৈরী করেছেন, দ্য ইনার এন্ড আউটার ওয়ার্ল্ড অব শাহ রুখ খান (২০০৫) নামে। এতে শাহরুখ খানের ২০০৪ সালে অনুষ্ঠিত টেম্পটেশন কনসার্ট ট্যুরের বিভিন্ন সময়ে নেয়া সাক্ষাৎকার চিত্রিত হয়েছে। সম্প্রতি আরেকটি আত্মজীবনী প্রকাশিত হয়েছে "স্টিল রিডিং খান" (২০০৬) নামে যাতে শাহরুখ তার পরিবার ও জীবন নিয়ে কথা বলেছেন।

শাহরুখ খানকে ফরাসি সরকার চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরুপ "Ordre des Arts et des Lettres" (অর্ডার অফ দ্য আর্টস এন্ড লিটারেচার) সম্মাননায় ভুষিত করেছে।

লন্ডনে মাদাম তুসোর মোম জাদুঘরে তার মুর্তি রয়েছে।

[সম্পাদনা] ক্যারিয়ার

[সম্পাদনা] অভিনেতা

১৯৮৮ সালে ফৌজী টেলিভিশন সিরিয়ালে কমান্ডো অভিমান্য রাই চরিত্রের মাধ্যমে অভিনেতা হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন।[৮] এরপর ১৯৮৯ সালে সার্কাস সিরিজে তিনি কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেন,[৯] যেটি ছিল একজন সাধারন সার্কাস অভিনেতার জীবন নিয়ে রচিত। একই বছর তিনি অরুন্ধতী রায়ের In Which Annie Gives it Those Ones টেলি-চলচ্চিত্রে গৌণ চরিত্রে অভিনয় করেন। তার পিতা-মাতার মৃত্যুর পর নতুন জীবন শুরু করার লক্ষ্যে শাহরুখ নয়াদিল্লী ছেড়ে মুম্বাই পাড়ি জমান।[১০]

ফৌজীতে অভিনয়ের মাধ্যমে তিনি হেমা মালিনীর চোখে পড়েন যিনি শাহ রুখ খানকে তার অভিষেক ছবিতে আমন্ত্রন জানান। দিওয়ানা (১৯৯২) ছবির মাধ্যমে তিনি চলচ্চিত্রের জগতে যাত্রা শুরু করেন। এ ছবিতে তার বিপরীতে ছিলেন দিব্য ভারতী। ছবিটি ব্যবসাসফল হয় এবং তিনি বলিউডে আসন গাড়তে সক্ষম হন।[১১] আসলে তার প্রথম ছবি হওয়ার কথা ছিল দিল আশনা হ্যায় কিন্তু দিওয়ানা প্রথমে মুক্তি পায়। একই বছরে তিনি আরও কিছু ছবি যেমন চমৎকার, বিতর্কিত আর্ট ফিল্ম মায়া মেমসাবে অভিনয় করেন।

১৯৯৩ সালে বাজিগরডর ছবিতে খলচরিত্রে অভিনয় করে তিনি বিপুল খ্যাতি পান। ডর (একজন অপ্রকৃতস্থ প্রেমিক এর ভূমিকায়) খুব সাফল্য লাভ করে এবং তিনি তারকা খ্যাতি পান। বাজিগর ছবির জন্য তিনি তার ক্যারিয়ারের প্রথম ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা পুরষ্কার লাভ করেন। এছাড়া তিনি কাভি হাঁ কাভি না ছবিতে একজন ব্যর্থ যুবক ও প্রেমিকের চরিত্রে অভিনয় করেন যার কারনে তিনি সমালোচকদের রায়ে শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হন।

১৯৯৪ সালে তিনি আঞ্জাম ছবিতে অভিনয় করেন যেটি ব্যবসাসফল হয়নি। তবে সাইকোপ্যাথ হিসেবে তার অভিনয় সমাদৃত হয় এবং তিনি ১৯৯৫ সালে ফিল্মফেয়ার শ্রেষ্ঠ ভিলেন পুরষ্কার লাভ করেন।

১৯৯৫ ছিল তার জন্য খুব সাফল্যের বছর। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে বক্স অফিস রেকর্ড ভাঙ্গে[১২] এবং এর সব কৃতিত্ব পান তিনি। ছবিটি ৫২০ সপ্তাহের বেশি প্রদর্শিত হয়। ভারতের সর্বাধিকবার প্রচারিত ছবি যাকে তুলনা করা যায় শোলে এর সাথে যা ২৬০ সপ্তাহ চলেছিল। ছবিটি বর্তমানে বারো বছর ধরে প্রদর্শিত হচ্ছে এবং প্রায় ১২ বিলিয়ন রুপির চেয়েও বেশি অর্থ আয় করেছে।[১৩]

দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গের পর তিনি বেশ কটি ছবিতে সাফল্য পান, যার অধিকাংশই ছিল প্রেম-কাহিনী। যশ চোপড়া এবং করন জোহরের সাথে মিলে তিনি বলিউডে সফলতা পেতে থাকেন। এসব চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেঃ পরদেশ, দিল তো পাগল হ্যায় (১৯৯৭), কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৮), মোহাব্বতে (২০০০), কাভি খুশি কাভি গাম (২০০১), কাল হো না হো (২০০৩) এবং বীর-জারা(২০০৪)।[১৪] এছাড়া অন্যান্য পরিচালক যেমন, আজিজ মির্জার ইয়েস বস (১৯৯৭), মনসুর খানের জোস (২০০০) এবং সঞ্জয় লীলা বনসালির দেবদাস (২০০২) ব্যবসা সফল হয়।

আঞ্জাম (১৯৯৪), দিল সে (১৯৯৮), স্বদেশ (২০০৪) ও পেহেলি (২০০৫) ছবির জন্য শাহ রুখ খান সমালোচকদের দৃষ্টি আকর্ষন করেন।[১৫]

২০০৬ সালে করন জোহরের কাভি আলবিদা না কেহনা (২০০৬) ছবিটি ভারতে ব্যবসা করলেও বিদেশে ব্যবসাসফল হয়।[১৬] একই বছরে ডন ছবিতে অভিনয় করেন যেটিও ব্যবসাসফল হয়েছিল।[১৭]

বর্তমানে সারা বিশ্বে বলিউডের জনপ্রিয়তম ব্যাক্তিত্বদের মধ্যে শাহরুখ খান অন্যতম। তাঁর অভিনীত হে রাম,দেবদাস এওং পেহেলি ভারত থেকে অস্কার এ পাঠানো হয়েছিল। শাহরুখ-কাজল জুটি বলিউডের অন্যতম সেরা জুটি হিসেবে স্বীকৃত। কাজলের সাথে তাঁর অভিনীত বাজীগর,দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, করন অর্জুন, কুছ কুছ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গাম। এই ৫টি ছবিই ব্যবসা-সফল হয়। ১৫ বছরের অভিনয়জীবনে তিনি ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ও জনপ্রিয়দের কাতারে অমিতাভ বচ্চন-এর পরবর্তীস্থান এর শক্ত দাবিদার।

[সম্পাদনা] প্রযোজক

শাহরুখ খান বিভিন্ন ছবি প্রযোজনাতেও হাত দিয়েছেন। তবে এখানে তার সাফল্য মিশ্র প্রকৃতির। ১৯৯৯ সালে তিনি পরিচালক আজিজ মির্জা ও অভিনেত্রী জুহি চাওলার সাথে তিনি ড্রিমজ আনলিমিটেড নামে একটি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান স্থাপন করেন। এই প্রতিষ্ঠানের প্রথম দুটি ছবি ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি (২০০০) এবং আশোকা (২০০১) ব্যবসাসফল হয়নি।[১৮][১৯].

তার প্রযোজিত তৃতীয় ছবি চলতে চলতে (২০০৩) ব্যবসাসফল হয়,[২০] ২০০৪ সালে তিনি আরেকটি প্রতিষ্ঠান স্থাপন করেন রেড চিলিস এন্টারটেইনমেন্ট নাম দিয়ে এবং এখান থেকে ম্যায় হু না (২০০৪) চলচ্চিত্রটি প্রযোজনা করেন যা বলিউডে দারুন ব্যবসা করে।[২১] ২০০৫ সালে তিনি কল্পকাহিনী নিয়ে পেহেলি চলচ্চিত্র নির্মাণ করেন যা অ্যাকাডেমি পুরস্কারের জন্য ভারত থেকে মনোনয়ন পায়, তবে পুরষ্কার জিততে পারেনি। ভারতের চলচ্চিত্র জগতে পেহেলি তেমন সফলতা পায়নি।[২২] একই বছর তিনি কাল নামে একটি চলচ্চিত্র সহ-প্রযোজনা করেন। এ ছবিতে তিনি অভিনয় না করলেও একটি গানের দৃশ্যে মালাইকা অরোরা খানের সাথে অভিনয় করেন। কাল মোটামুটি সফলতা পায়।[২৩]

রেড চিলিস এন্টারটেইনমেন্ট থেকে নির্মিত পরের ছবি হচ্ছে ওম শান্তি ওম যাতে তার অভিনয়ের কথা রয়েছে। এছবিতে ৩০ জনের বেশি নামী অভিনেতা একটি গানের দৃশ্যে অভিনয় করেছেন।

[সম্পাদনা] টেলিভিশন উপস্থাপক

জনপ্রিয় ব্রিটিশ গেম শো হু ওয়ান্টস টু বি আ মিলিয়নিয়ার? এর হিন্দি সংস্করন কৌন বনেগা ক্রোড়পতি এ তিনি সম্প্রতি সঞ্চালকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।[২৪] এক্ষেত্রে তিনি সাবেক উপস্থাপক অমিতাভ বচ্চনের কাছ থেকে দায়িত্ব নেন যিনি ২০০০ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত এটি উপস্থাপনা করে জনপ্রিয়তা পেয়েছিলেন। ভারতের টেলিভিশনের ইতিহাসে এটি সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান। ২০০৭ সালের ২২ জানুয়ারি সোমবার শাহরুখ খান কেবিসি এর তৃতীয় মৌসুম শুরু করেন। এই মৌসুম শেষ হয় ২০০৭ সালের ১৯ এপ্রিলে।[২৫]

[সম্পাদনা] সম্মাননা

[সম্পাদনা] আন্তর্জাতিক সম্মাননা

  • ২০০৭ - ফরাসি সরকার কর্তৃক Ordre des Arts et des Lettres (শিল্পকলা ও সাহিত্যে অবদানের স্বীকৃতি) উপাধি লাভ
  • ২০০৬ - দুবাইয়ের গভর্নর প্রদত্ত সম্মাননা
  • ২০০৬ - মাদাম তুসোর মোমের জাদুঘরে স্থাপনা মুর্তি

[সম্পাদনা] ফিল্মফেয়ার পুরষ্কার

বিশেষ পুরষ্কার

  • ২০০২ - ফিল্মফেয়ার বিশেষ পুরষ্কার সুইস কনস্যুলেট ট্রফি
  • ২০০৩ - ফিল্মফেয়ার শক্তি পুরষ্কার (যৌথভাবে - অমিতাভ বচ্চনের সাথে)
  • ২০০৪ - ফিল্মফেয়ার শক্তি পুরষ্কার

[সম্পাদনা] অন্যান্য চলচ্চিত্র পুরষ্কার

  • স্টার স্ক্রীন অ্যাওয়ার্ডস - ৭
  • ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস - ২
  • জি সিনে পুরষ্কার - ৬
  • বলিউড মুভি অ্যাওয়ার্ডস - ৪
  • গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডস - ২
  • রুপা সিনেগোয়ার পুরষ্কার - ১০
  • সানসুই ভিউয়ার'স চয়েস মুভি পুরষ্কার - ৬
  • আফজা পুরষ্কার - ২
  • আশীর্বাদ পুরষ্কার - ১
  • ডিজনি কিডস চ্যানেল পুরষ্কার - ১
  • এম.টি.ভি. পুরষ্কার - ১
  • স্পোর্টস ওয়ার্ল্ড পুরষ্কার - ১
  • সাহারা ওয়ান সংগীত পুরষ্কার - ১ (আপুন বোলা গানের জন্য শ্রেষ্ঠ নায়ক ও গায়ক)

[সম্পাদনা] জাতীয় সম্মাননা

  • ১৯৯৭ - শ্রেষ্ঠ ভারতীয় নাগরিক
  • ২০০২ - রাজীব গান্ধী পুরষ্কার
  • ২০০৫ - পদ্মশ্রী পুরষ্কার, ভারতের চতুর্থ সর্বোচ্চ সরকারী সম্মান
  • ২০০৭ - আওয়াদে আহমেদ ফারাহ

[সম্পাদনা] অন্যান্য

  • ২০০১ - জেড ম্যাগাজিন (Jade Magazine) পুরষ্কার এশিয়ার সবচেয়ে যৌনাবেদনময়ী পুরুষ
  • ২০০৪ - এশিয়ান গিল্ড (Asian Guild) পুরষ্কার বলিউডের যুগের শ্রেষ্ঠ তারকা
  • ২০০৪ - পেপসি সবচেয়ে প্রিয় তারকা পুরষ্কার
  • ২০০৪ - 'এফ-পুরষ্কার' ভারতীয় ফ্যাশন তারকা মডেল
  • ২০০৪ - ছোট কা ফুন্ডা পুরষ্কার
  • ২০০৪ - টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ
  • ২০০৪ - সবছে তেজ বছরের শ্রেষ্ঠ পারসোনালিটি
  • ২০০৪ - এম.এস.এন. বছরের শ্রেষ্ঠ সার্চ পারসোনালিটি পুরষ্কার
  • ২০০৫ - ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিনের প্রচ্ছদ
  • ২০০৬ - "হামীর-ই-হিন্দ" খেতাব, "দেশভক্ত" সংবাদপত্র থেকে

[সম্পাদনা] অভিনয়কৃত চরিত্রের নাম

তিনি সর্বাধিক রাহুল নামবিশিষ্ট চরিত্রে অভিনয় করেছেন। এখানে কিছু অভিনীত চরিত্রের নাম ও সিনেমার নাম দেওয়া হল।

  • রাহুল - ডর, জামানা দিওয়ানা, ইয়েস বস, দিল তো পাগল হ্যায়, কুছ কুছ হোতা হ্যায়, হর দিল যো পেয়ার করেগা, কাভি খুশি কাভি গাম
  • রাজ - দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, বাদশা, মোহাব্বতে, চলতে চলতে
  • বিজয় - আনজাম, করন অর্জুন, ডন

[সম্পাদনা] ছবির তালিকা

বছর ছবির নাম চরিত্র টুকিটাকি
২০০৭ চাক দে ইন্ডিয়া কবির খান মুক্তি পাবে ২০০৭ সালের ১০ আগস্ট[২৬]
হেই বেবি বিশেষ উপস্থিতি মুক্তি পাবে ২০০৭ সালের ২৪ আগস্ট[২৭]
দুলহা মিল গ্যায়া রাজ মুক্তি পাবে ২০০৭ সালের ১২ অক্টোবর
ওম শান্তি ওম ওম মুক্তি পাবে ২০০৭ সালের ৯ নভেম্বর[২৮]
ভুতনাথ বিশেষ উপস্থিতি চিত্রধারন চলছে[২৯]
ডন ২ ডন পরিকল্পনা চলছে [৩০]
২০০৬ আলগ বিশেষ উপস্থিতি, সবসে আলগ গানে
কাভি আলবিদা না কেহনা দেব সারন মনোনীত, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা পুরষ্কার
ডন ডন/বিজয় মনোনীত, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা পুরষ্কার
আই সি ইউ বিশেষ উপস্থিতি, সুবাহ সুবাহ হানে
২০০৫ The Inner and Outer World of Shah Rukh Khan নিজ (আত্মজীবনী) নাসরিন মুন্নি কবির এর পরিচালনায় আত্মজীবন
পেহেলি কিষেন/ভুত ভারতের অস্কার মনোনয়ন
সিলসিলে সূত্রধর, বিশেষ উপস্থিতি
কাল বিশেষ উপস্থিতি, কাল ধামাল গানে
কুছ মিঠা হো যায়ে নিজ, বিশেষ উপস্থিতি
২০০৪ স্বদেশ মোহন ভার্গভ বিজয়ী, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা পুরষ্কার
হাম হ্যায় লাজওয়াব মি. লাজওয়াব "The Incredibles" এর হিন্দি ডাবিং
বীর-জারা বীর প্রতাপ সিং মনোনীত, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা পুরষ্কার
ম্যায় হুঁ না মেজর রাম প্রসাদ শর্মা মনোনীত, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা পুরষ্কার
ইয়ে লমহে জুদাই কে দুশন্ত এই ছবি বানাতে প্রায় ১০ বছর লেগেছে
২০০৩ কাল হো না হো আমন মাথুর মনোনীত, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা পুরষ্কার
চলতে চলতে রাজ মাথুর
২০০৩ সাথিয়া যশবন্ত রাও, বিশেষ উপস্থিতি
শক্তি: দ্য পাওয়ার জয় সিং, বিশেষ উপস্থিতি
দেবদাস দেবদাস মুখার্জি বিজয়ী, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা পুরষ্কার, অস্কার প্রতিযোগিতায় ভারতের ছবি
হাম তুমহারে হ্যায় সনম গোপাল
২০০১ কাভি খুশি কাভি গাম রাহুল রায়চাদ মনোনীত, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা পুরষ্কার
অশোকা অশোকা
ওয়ান টু কা ফোর অরুন ভার্মা
২০০০ গজ গামিনী শাহরুখ, বিশেষ উপস্থিতি
মোহাব্বতে রাজ আরিয়ান মেলহোত্রা বিজয়ী, ফিল্মফেয়ার সমালোচকের রায়ে শ্রেষ্ঠ অভিনেতা পুরষ্কার
মনোনীত, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা পুরষ্কার
হার দিল যো পেয়ার কারেগা রাহুল, বিশেষ উপস্থিতি
জোশ ম্যাক্স
হে রাম আমজাদ আলি খান ভারতের অস্কার মনোনয়ন
ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি অজয় বকশি শাহরুখের প্রথম প্রযোজনা
১৯৯৯ বাদশা রাজ 'বাদশা' হীরা মনোনীত, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ কমেডিয়ান পুরস্কার
১৯৯৮ কুছ কুছ হোতা হ্যায় রাহুল খান্না বিজয়ী, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা পুরষ্কার
দিল সে অমরকান্ত ভার্মা
আচানক বিশেষ উপস্থিতি
ডুপ্লিকেট বাবলু চৌধুরি/মনু দাদা মনোনীত, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ ভিলেন পুরষ্কার
১৯৯৭ দিল তো পাগল হ্যায় রাহুল বিজয়ী, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা পুরষ্কার
পরদেশ অর্জুন সাগর
ইয়েস বস রাহুল জোসি মনোনীত, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা পুরষ্কার
কয়লা শঙ্কর
গুদগুদি বিশেষ উপস্থিতি
১৯৯৬ দুশমন দুনিয়া কা বাদ্রু, বিশেষ উপস্থিত
আর্মি অর্জুন, বিশেষ উপস্থিতি
চাহত রূপ রাঠোর
ইংলিশ বাবু দেশি মেম বিক্রম/হ্যারি/গোপাল মায়ুর
১৯৯৫ ত্রিমুর্তি রমি সিং/ভোলে
রাম জানে রাম জানে
দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে রাজ মেলহোত্রা বিজয়ী, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা পুরষ্কার
ওহ ডার্লিং! ইয়ে হ্যায় ইন্ডিয়া হিরো
গুড্ডু গুড্ডু বাহাদুর
জমানা দিওয়ানা রাহুল মেলহোত্রা
করন অর্জুন অর্জুন সিং/ভিজয়
১৯৯৪ আঞ্জাম বিজয় অগ্নিহোত্রী বিজয়ী, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ ভিলেন পুরষ্কার
১৯৯৩ কাভি হা কাভি না সুনীল বিজয়ী, ফিল্মফেয়ার সমালোচকদের রায়ে শ্রেষ্ঠ অভিনেতা পুরষ্কার
ডর রাহুল মেহরা মনোনীত, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ ভিলেন পুরষ্কার
বাজীগর অজয় শর্মা/ভিকি মেলহোত্রা বিজয়ী, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা পুরষ্কার
কিং আঙ্কেল অনিল
১৯৯২ দিওয়ানা রাজা সাহাই বিজয়ী, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিষেক পুরস্কার
মায়া মেমসাব ললিত
দিল আশনা হ্যায় করন
রাজু বান গেয়া জেন্টলম্যান রাজু (রাজ মাথুর)
চমৎকার সুন্দর শ্রীনিবাস্তব
১৯৮৮ In Which Annie Gives it Those Ones


[সম্পাদনা] প্রযোজক

  • ওম শান্তি ওম (২০০৭)
  • মাই নেম ইজ অ্যান্থনি গঞ্জালভেজ (২০০৭)
  • কাল (২০০৫)
  • পেহেলি (২০০৫)
  • ম্যায় হু না (২০০৪)
  • চলতে চলতে (২০০৩)
  • আশোকা (২০০১)
  • ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি (২০০০)

[সম্পাদনা] টিভি ক্যারিয়ার

  • দিল দরিয়া(১৯৮৭)
  • ফৌজী (১৯৮৮) - অভিমান্য রাই
  • সার্কাস (১৯৮৯)
  • In Which Annie Gives It Those Ones (১৯৮৯)
  • দুসরা কেওয়াল
  • ইডিয়ট (১৯৯১) - পবন রঘুজান
  • কারিনা কারিনা (২০০৪) - বিশেষ উপস্থিতি
  • কৌন বনেগা ক্রোড়পতি (২০০৭) - সঞ্চালক
  • আন্তাক্ষরী দ্য গ্রেট চ্যালেঞ্জ (২০০৭) - বিশেষ অতিথি

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. Nachgaana: Three hours with Shah Rukh Khan
  2. Rediff: Peshawar - The Shah Rukh Connection
  3. The I. N. A. Heroes: Autobiographies of Maj. Gen. Shahnawaz, Col. Prem K. Sahgal by Prem Kumar Sahgal, Shah Nawaz Khan, Gurbakhsh Singh Dhillon, Hero Publ.1946, p15, p60
  4. Badshah at durbar and dinner. telegraphindia.com. Retrieved on 12 March, 2007.
  5. Rediff News Gallery: The Shahrukh Connection
  6. A Hundred Horizons by Sugata Bose, 2006 USA, p136
  7. Bollywoodgate
  8. The camera chose Shah Rukh Khan
  9. http://news.bbc.co.uk/2/hi/entertainment/2204900.stm Shahrukh goes global]
  10. Heroes
  11. BoxOfficeIndia.Com
  12. http://www.boxofficeindia.com/alltime.htm
  13. ´DDLJ´ Enters The Twelfth Year At The Theaters!. planetbollywood.com. Retrieved on 14 January, 2007.
  14. http://www.boxofficeindia.com/shahrukhkhan.htm
  15. http://www.boxofficeindia.com/shahrukhkhan.htm
  16. http://www.boxofficeindia.com/2006.htm]
  17. http://www.boxofficeindia.com/2006.htm
  18. http://www.boxofficeindia.com/2001.htm.
  19. http://www.boxofficeindia.com/2001.htm
  20. http://www.boxofficeindia.com/2003.htm
  21. http://www.boxofficeindia.com/2004.htm
  22. http://www.boxofficeindia.com/2005.htm
  23. http://www.boxofficeindia.com/2005.htm
  24. http://www.iht.com/articles/ap/2007/01/18/arts/AS-A-E-TV-India-Millionaire-Show.php
  25. http://www.businessofcinema.com/2007/22jan/shahrukh_kbc.htm
  26. http://content.msn.co.in/Entertainment/Bollywood/Bollywood_Indiafm_290906_250.htm Chak De! India
  27. Shah Rukh Khan to feature in Heyy Babyy
  28. [www.omshantiom.com Official site]
  29. http://www.apunkachoice.com/scoop/bollywood/20070503-3.html Shah Rukh Khan to play Navi Officer in Bhootnath
  30. আই সি ইউ http://www.hindustantimes.com/StoryPage/StoryPage.aspx?id=29115c6f-7866-406c-bf85-8271a78bb5fe&MatchID1=4487&TeamID1=8&TeamID2=10&MatchType1=1&SeriesID1=1120&PrimaryID=4487&Headline=Shah+Rukh+Khan+planning+EMDon+2%2fEM Official site]

[সম্পাদনা] বহির্সংযোগ