খান মহম্মদ মির্ধার মসজিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

খান মহম্মদ মির্ধার মসজিদ
খান মহম্মদ মির্ধার মসজিদ
মসজিদের গম্বুজ
মসজিদের গম্বুজ
মসজিদ চত্ত্বরে অবস্থিত কবর
মসজিদ চত্ত্বরে অবস্থিত কবর

খান মহম্মদ মির্ধার মসজিদ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের পুরানো ঢাকা এলাকার আতশখানায় অবস্থিত একটি প্রাচীন মসজিদ। এটি ১৭০৬ খ্রিস্টাব্দে নায়েবে নাযিম ফররুখশিয়ারের শাসনামলে নির্মিত হয়। ইতিহাসবিদ মুনতাসীর মামুনের মতে ঢাকার প্রধান কাজী ইবাদুল্লাহের আদেশে খান মহম্মদ মির্ধা এটি নির্মান করেন।[১]

বর্তমানে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ এই মসজিদের রক্ষণাবেক্ষণ করে থাকে।

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. মুনতাসীর মামুন, "ঢাকা: স্মৃতি বিস্মৃতির নগরী", ৩য় সংস্করণ, ৪র্থ মূদ্রণ, জানুয়ারি ২০০৪, অনন্যা প্রকাশনালয়, ঢাকা, পৃষ্ঠা ৬৭, ISBN 9844121043