ফররুখ আহমদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ফররুখ আহমদ (জুন ১০,১৯১৮-অক্টোবর ১৯,১৯৭৪) একজন প্রখ্যাত বাংলাদেশী কবি।

[সম্পাদনা] জীবন

ফররুখ আহমদ ১৯১৮ সালে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি খুলনা জিলা স্কুল থেকে ১৯৩৭ সালে ম্যাট্রিক এবং কলকাতার রিপন কলেজ থেকে ১৯৩৯ সালে আই.এ. পাস করেন। এরপর স্কটিশ চার্চ কলেজে দর্শন এবং ইংরেজী সাহিত্য নিয়ে পড়াশোনা শুরু করেন। ছাত্রাবস্থায় তিনি বামপন্থী রাজনীতিতে ঝুঁকে পড়েন। তবে চল্লিশ-এর দশকে তাঁর রাজনৈতিক বিশ্বাসে পরিবর্তন আসে। তিনি পাকিস্তান আন্দোলন সমর্থকন করেন। তাঁর রচনায় ধর্মীয় ভাবধারার প্রভাব দেখা যায়। এছাড়া আরবীফারসি শব্দের প্রাচুর্য তাঁর লেখার অন্যতম বৈশিষ্ঠ্য। তবে ডানপন্থার প্রতি সমর্থন থাকলেও তিনি ভাষা আন্দোলনমুক্তিযুদ্ধের সমর্থক ছিলেন। ফররুখ আহমদ মৃত্যুবরণ করেন ১৯৭৪ সালে।

[সম্পাদনা] কাব্যগ্রন্থ

  • সাত সাগরের মাঝি
  • সিরাজাম মুনীরা
  • নৌফেল ও হাতেম
  • মুহূর্তের কবিতা
  • পাখির বাসা
  • হাতেম তায়ী
  • নতুন লেখা
  • হরফের ছড়া
  • ছড়ার আসর

[সম্পাদনা] পুরস্কার

১৯৬০ সালে ফররুখ আহমদ বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন। ১৯৬৬ সালে পান আদমজী পুরস্কার ও ইউনেস্কো পুরস্কার১৯৭৭১৯৮০ সালে তাঁকে যথাক্রমে মরণোত্তর একুশে পদক ও স্বাধীনতা পদক দেয়া হয়।


এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন