সুরমন্ডল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সুরমন্ডল বা ভারতীয় হার্প হচ্ছে এক ধরণের ভারতীয় তার যন্ত্র। এটি একটি অত্যন্ত পুরোনো বাদ্যযন্ত্র । হিন্দুমুসলিম অনুষ্ঠানাদিতে এই যস্ত্রের ব্যবহার হয়ে আসছে মুঘল পূর্ব সময় হতে। এখনো এর ব্যবহার আছে তবে তা মূলতঃ উচ্চাঙ্গ সঙ্গীতের সঙ্গতকারী যন্ত্র হিসেবে।

বাংলাদেশে সুরমন্ডলের ব্যবহার দেখা যায় ফেরদৌসী রহমান ও ওস্তাদ আখতার সাদমনীর উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশনায় সঙ্গতকারী যন্ত্র হিসেবে ।


[সম্পাদনা] তথ্যসূত্রঃ

অন্যান্য ভাষা