কণা পদার্থবিজ্ঞান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দুটি উচ্চগতিসম্পন্ন স্বর্ণ আয়নের সংঘাতে  সৃষ্ট অসংখ্য মৌলিক কণা "স্টার ডিটেক্টরে " দেখা যাচ্ছে।
দুটি উচ্চগতিসম্পন্ন স্বর্ণ আয়নের সংঘাতে সৃষ্ট অসংখ্য মৌলিক কণা "স্টার ডিটেক্টরে " দেখা যাচ্ছে।

কণা পদার্থবিজ্ঞান (Particle Physics), পদার্থবিদ্যার একটি প্রধান শাখা যার কাজ হল পদার্থ এবং বিকিরণের মৌলিক উপাদান এবং তাদের মাধ্যে মিথপষ্ক্রিয়া নিয়ে গবেশনা করা । এই শাখার আর এক নাম হল উচ্চ-শক্তি পদার্থবিজ্ঞান (High Energy Physics) ।এই নামকরণের প্রধান কারন হল এই যে, অধিকাংশ মৌলিক কণাই সাধারন আবস্থ্যায় প্রক্রিতিতে পাওয়া যায় না কিন্তু অতিশক্তি সম্পন্ন কনা সংঘাতে এই সকল কনার সৃষ্টি এবং পর্যবেক্ষন সম্ভব । আধুনিক কণা ত্বরণ যন্ত্রে (Particle Accelerator) অতি শক্তি সম্পন্ন দুটি কনার মুখোমুখি সাংঘাতের পর্যবেক্ষণ সম্ভব ।

সূচিপত্র

[সম্পাদনা] ইতিহাস

[সম্পাদনা] "স্ট্যান্ডার্ড মডেল"

[সম্পাদনা] পরী্ক্ষা

[সম্পাদনা] তত্ত্ব

[সম্পাদনা] তথ্যসূত্র

[সম্পাদনা] বহিঃসংযোগ


পারমাণবিক পদার্থবিজ্ঞান · আলোক পদার্থবিজ্ঞান · চিরায়ত বলবিদ্যা · ঘনীভূত পদার্থ পদার্থবিজ্ঞান · পরম্পরা বলবিদ্যা · তড়িৎ-চুম্বকবিজ্ঞান · বিশেষ আপেক্ষিকতা · সাধারণ আপেক্ষিকতা · কণা পদার্থবিজ্ঞান · কোয়ান্টাম ক্ষেত্র তত্ত্ব · কোয়ান্টাম বলবিজ্ঞান · পরিসাংখ্যিক বলবিদ্যা · তাপগতিবিজ্ঞান

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন
অন্যান্য ভাষা