হাইন্‌রিশ হের্ৎস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হাইন্‌রিশ রুডল্‌ফ হের্ৎস
Heinrich Rudolf Hertz

"আমার আবিষ্কৃত তারহীন তরঙ্গগুলি কোন ব্যবহারিক কাজে আসবে বলে আমার মনে হয় না।"
জন্ম ২২শে ফেব্রুয়ারি, ১৮৫৭
হামবুর্গ, জার্মানি
মৃত্যু ১লা জানুয়ারি, ১৮৯৪
বন, জার্মানি
বাসস্থান জার্মানি
জাতীয়তা জার্মান
ক্ষেত্র পদার্থবিজ্ঞানী ও ইলেকট্রনিক প্রকৌশলী
প্রতিষ্ঠান কিল বিশ্ববিদ্যালয়
কার্ল্‌সরুয়ে বিশ্ববিদ্যালয়
বন বিশ্ববিদ্যালয়
যে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছেন মিউনিখ বিশ্ববিদ্যালয়
বার্লিন বিশ্ববিদ্যালয়
শিক্ষাগত উপদেষ্টা হের্মান ফন হেল্মহোল্‌ৎস
যে কারণে বিখ্যাত তড়িৎ-চুম্বকীয় বিকিরণ

হাইন্‌রিশ রুডল্‌ফ হের্ৎস (জার্মান ভাষায়: Heinrich Hertz) (২২শে ফেব্রুয়ারি, ১৮৫৭ - ১লা জানুয়ারি, ১৮৯৪) জার্মান পদার্থবিজ্ঞানী। তাঁর নামেই কম্পাঙ্কের আন্তর্জাতিক এককের নামকরণ করা হয়েছে হার্জ১৮৮৮ সালে তিনি সর্বপ্রথম একটি যন্ত্রের সাহায্যে অত্যন্ত উচ্চ কম্পাঙ্কের বেতার তরঙ্গ তৈরি ও শনাক্ত করেন এবং এর সাহায্যে তড়িৎ-চুম্বকীয় তরঙ্গের অস্তিত্ব প্রমাণ করেন।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন
অন্যান্য ভাষা