পাফনুতি লভোভিচ চেবিশেভ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পাফনুতি লভোভিচ চেবিশেভ (রুশ ভাষায়: Пафну́тий Льво́вич Чебышёв পাফ়্নুতিয়্ ল্ভ়োভ়িচ্ চেব্যিশ্য়ভ়্) (১৮২১-১৮৯৪) রুশ গণিতবিদ এবং গণিতের সেন্ট পিটার্সবার্গ ঘরানার প্রতিষ্ঠাতা। বীজগণিত, গাণিতিক বিশ্লেষণ ও সম্ভাবনা তত্ত্বে তাঁর কাজের ফলাফল আজও বহুল ব্যবহৃত। সংখ্যাতত্ত্বে তিনি প্রমাণ করেন যে ৩ অপেক্ষা বড় যেকোন n-এর জন্য n এবং 2n-2 এর মাঝে অন্তত একটি মৌলিক সংখ্যা আছে।