আর্সেনাল ফুটবল ক্লাব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আর্সেনাল
আর্সেনাল ক্রেস্ট
পূর্ণ নাম আর্সেনাল ফুটবল ক্লাব
ডাকনাম দি গানার্স
প্রতিষ্ঠা ১৮৮৬ "দিয়াল স্কয়ার" নামে
মাঠ এমিরেটস্‌ স্টেডিয়াম
হলোওয়ে
লন্ডন
ইংল্যান্ড
ধারনক্ষমতা ৬০,৪৩২[১]
চেয়ারম্যান ইংল্যান্ড এর পতাকা পিটার হিল-উড
ম্যানেজার ফ্রান্স এর পতাকা আর্সেন ওয়েনগার
লীগ প্রিমিয়ার লীগ
২০০৫-০৬ প্রিমিয়ার লীগ, ৪র্থ
দলের রঙ দলের রঙ দলের রঙ
দলের রঙ
দলের রঙ
 
হোম জার্সি
দলের রঙ দলের রঙ দলের রঙ
দলের রঙ
দলের রঙ
 
এওয়ে জার্সি

আর্সেনাল ফুটবল ক্লাব (আর্সেনাল, গানার্স নামে পরিচিত) একটি ইংলিশ পেশাদার ফুটবল ক্লাব। ইংলিশ ফুটবলের ইতিহাসে অন্যতম সফল ক্লাব। আর্সেনাল মোট তের বার প্রথম বিভাগ এবং ইংলিশ প্রিমিয়ার লীগ শিরোপা , দশ বার এফএ কাপ এবং ২০০৫-০৬ সালে লন্ডনের প্রথম ক্লাব হিসাবে উয়েফা চ্যাম্পিয়নস লীগের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। এছাড়াও ইউরোপিয়ান ফুটবলের সেরা ক্লাবদের সংঘ জি-১৪ এর গুরুত্বপুর্ণ সদস্য। আর্সেনাল এর প্রতিষ্ঠা ১৮৮৬ সালে দক্ষিণ-পূর্ব লন্ডনের woolwich। ১৯১৩ সালে হাইবুরিতে স্থানান্তরিত হয়। সেখানে স্থাপিত হয় আর্সেনাল স্টেডিয়াম। এরপর মে, ২০০৬ সালে Ashburton Grove, Holloway এমিরেটস্‌ স্টেডিয়াম তাদের প্রধান কার্যালয় হিসাবে আত্মপ্রকাশ করে।

সূচিপত্র

[সম্পাদনা] ইতিহাস

আর্সেনালের প্রতিষ্ঠা ১৮৮৬ সালে রয়েল আর্সেনালে কর্মরত কিছ শ্রমিকের মাধ্যমে। কিছুদিন পরে নাম পরিবর্তন করে রাখা হয় রয়াল আর্সেনাল। ১৮৯১ সালে পেশাদার দল হিসাবে আত্মপ্রকাশ করার পর এর নাম রাখা হয় woolwich আর্সেনাল। ১৮৮৩ সালে প্রথম বারের মত ফুটবল লীগে যোগ দেয় এবং প্রায় ২১ বছর পর ১৯০৪ সালে প্রথম বিভাগ দলের মর্যাদা লাভ করে। ভৌগলিক কারণে শুরু থেকেই তাদের দর্শক সংখ্যা ছিল অনেক কম। যার কারণে ১৯১০ সালের মধ্যেই তারা অর্থনৈতিক ভাবে পঙ্গু হয়ে পড়ে। ১৯১৩ সালে রেলিগেশনের কারণে আর্সেনাল দ্বিতীয় বিভাগে নেমে যায় এবং ঠিক এই সময়ে তারা হাইবুরি তে আর্সেনাল স্টেডিয়াম প্রতিষ্ঠা করে সেখানে চলে আসে। একই বছরে দলটি তাদের নাম থেকে রয়াল শব্দটি বাদ দিয়ে দেয়। ১৯১৯ সালে পঞ্চম স্থানে থেকে বছর শেষ করার পর তারা টটেনহাম হটস্পারের পরিবর্তে প্রথম বিভাগে ফিরে আসে।

১৯৮৮ সালের আর্সেনাল দল
১৯৮৮ সালের আর্সেনাল দল

১৯২৫ সালে আর্সেনালে ম্যানেজার হিসাবে যোগ দেন হারবার্ট চ্যপম্যান। তার হাত ধরেই আর্সেনাল প্রথম বারের মতো ১৯২৩-২৪ এবং ১৯২৪-২৫ সালে লীগ শিরোপা জিতে। তিনি দলে টেনে আনেন আলেক্স জেমস্‌ এবং ক্লিফ বাস্তিনকে সহ আরো নামী দামী খেলোয়াড়। ১৯৩০-১৯৩৮ পর্যন্ত আর্সেনাল পাঁচবার প্রথম বিভাগ শিরোপা, দুইবার এফএকাপ শিরোপা জিতে নেয়। যদিও চ্যপম্যান দলের এই স্বর্ণযুগ পুরোটা উপভোগ করে যেতে পারেননি। ১৯৩৪ সালে এই কিংবদন্তি ম্যানেজার নিয়মোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্য বরণ করেন। চ্যপম্যান ১৯৩২ সালে লন্ডনের একটি স্থানীয় পাতাল স্টেশনের নাম "গিলেস্পি রোড" পরিবর্তন করে "আর্সেনাল" রাখার জন্য অগ্রণী ভূমিকা পালন করেন। কোন ফুটবল ক্লাবের নামে রাস্তার নামের ইতিহাস সেখান থেকেই শুরু।

পরবর্তীতে নতুন ম্যানেজার Tom Whittaker এর সময়ে আর্সেনাল ১৯৪৭-৪৮ ও ১৯৫২-৫৩ সালে লীগ শিরোপা এবং ১৯৪৯-৫০ সালে এফএকাপ শিরোপা জিতে। এই সময় ক্লাবটি তারকা শুন্য হতে শুরু করে। সাথে সাথে তারা নতুন প্রতিভাবান খেলোয়াড় দলে টেনে আনতে ব্যর্থ হয়। যার ফলে ১৯৫০-১৯৬০ সাল পর্যন্ত ক্লাবটি গুরুত্বপুর্ণ শিরোপা ঘরে তুলতে পানেনি। স্বয়ং ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়ক বিলি রাইট আর্সেনালের ম্যানেজারের (১৯৬২-১৯৬৬) দায়িত্ব পালনের সময়ও আর্সেনাল গুরুত্বপুর্ণ সাফল্য পায়নি।

আর্সেনালের অধিনায়ক প্যাট্রিক ভিয়েরা ২০০৩-০৪ সালের প্রিমিয়ার লীগের ট্রফি হাতে
আর্সেনালের অধিনায়ক প্যাট্রিক ভিয়েরা ২০০৩-০৪ সালের প্রিমিয়ার লীগের ট্রফি হাতে

আর্সেনালের দ্বিতীয় সাফল্যের অধ্যায় শুরু হয় যখন ক্লাব কর্তৃপক্ষ ১৯৬৬ সালে বারটাই মিকে ম্যানেজারের দায়িত্ব দেয়। ১৯৭০ সালে তারা প্রথম বারের মত ইউরোপিয়ান শিরোপা জয় করে। ১৯৭০-৭১ সালে তারা একই সাথে জিতে নেয় লীগ এবং এফএকাপ শিরোপা। কিন্তু জয়ী দল খুব শীঘ্রই ভেঙ্গে যায়। যার কারণে আর্সেনাল ১৯৭২-৭৩ সালে লীগে runnerup হয়। (১৯৭২-৭৩), (১৯৭৭-৭৮), (১৯৭৯-৮০) সালে এফএকাপ ফাইনালে হেরে যায়। এই সময়টাতে ক্লাবটির একমাত্র সাফল্য ছিল ১৯৭৭-৭৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ৩-২ গোল ব্যবধানে পরাজিত করে এফএকাপ জেতা। ক্লাবটির তৃতীয় সাফল্যের অধ্যায় শুরু হয় যখন ১৯৮৬ সালে ক্লাবটি সাবেক খেলোয়াড় জর্জ গ্রাহাম ক্লাবের দায়িত্ব নেন। তাঁর ক্যারিয়ারের প্রথম বছরেই আর্সেনাল লীগ কাপ শিরোপা জিতে নেয়। সাথে সাথে ১৯৮৮-৮৯ সালে শেষ মিনিটের গোলে লিভারপুলকে পরাজিত করে লীগ শিরোপা, ১৯৯০-৯১ সালে লীগ শিরোপা, ১৯৯২-৯৩ সালে একত্রে লীফ ও এফএকাপ শিরোপা ও দ্বিতীয় ইউরোপিয়ান শিরোপা জিতে নেয়। ১৯৯৩-৯৪ সালে একজন খেলোয়াড়কে দলে নেয়ার জন্য তিনি একজন দালালের কাছ থেকে টাকা আদায় করেন যা পরবর্তীতে ক্লাব কর্তৃপক্ষের কাছে প্রকাশ হয়। ১৯৯৫ সালে তিনি চাকরীচ্যুত হন। তার বদলী হিসাবে আসেন Bruce Rioch। ক্লাব কর্তৃপক্ষের সাথে মন কষাকষির কারণে এক মৌসুম পরেই তিনি আর্সেনাল ত্যাগ করেন।

২০০৪ সালে লীগ শিরোপা পাবার পর আর্সেনাল ক্লাব ও সমর্থকদের বাস প্যারেড
২০০৪ সালে লীগ শিরোপা পাবার পর আর্সেনাল ক্লাব ও সমর্থকদের বাস প্যারেড

এরপর ১৯৯৬ সালে আর্সেনালের দায়িত্ব নেন ফরাসি আর্সেন উইঙ্গার। উইঙ্গার এসেই দলের কৌশল এবং প্রশিক্ষণে ব্যাপক পরিবর্তন আনেন। সাথে সাথে তিনি দলে আনেন বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়ার যারা দলের আন্যান্য ইংলিশ খেলোয়াড়দের সাথে পাল্লা দিতে সমর্থ হয়। আর্সেনাল ১৯৯৭-৯৮ ও ২০০১-০২ সালে আবারো যুগল শিরোপা ঘরে তুলে আনে। ১৯৯৯-০০ সালে তারা উয়েফা কাপের ফাইনালে পরাজিত হয়। এবং সেই প্রতিক্ষিত শিরোপা তারা অর্জন করে ২০০২-০৩ সালে। ২০০৩-০৪ সালে তারা অপরাজিত থেকে লীগ শিরোপা অর্জন করে। এই কারণে ক্লাবটির ন্তুন দাক নাম হয় The Invincible. টানা ৪৯ ম্যাচে অপরাজিত থেকে ক্লাবটি জাতীয় রেকর্ড স্থাপন করে।

উইঙ্গারের দশ বছরে আর্সেনাল আটটি লীগ শেষ করে প্রথম অথবা দ্বিতীয় হয়ে। ১৯৯৩ সালে প্রিমিয়ার লীগ শুরু হবার পর শিরোপা জয়ী ৪টি দলের মধ্যে আর্সেনাল একটি। বাকি দল গুলো হল (চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, ব্লাকবার্ন রোভার্স)। ২০০৫-০৬ সালে আর্সেনাল লন্ডনের প্রথম ক্লাব হিসাবে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালের উঠে। যদিও বার্সেলোনার কাছে ৩-২ এ পরাজিত হয়।

[সম্পাদনা] রং

Team colours Team colours Team colours
Team colours
Team colours
Arsenal's original home colours. The team wore a similar kit (but with redcurrant socks) during the 2005–06 season.

আর্সেনালের পোষাক ইতিহাসের বেশীর ভাগ সময় ধরেই সাদা হাতা যুক্ত লাল সার্ট এবং সাদা হাফপ্যান্টের। যদিও শুরুটা ছিলো অন্যরকম। আর্সেনালের সাথে লাল রং যুক্ত হয়েছে নটিংহ্যাম ফরেস্ট ফুটবল ক্লাবের অনুদানের কারণে। আর্সেনালের প্রতিষ্ঠার কিছুদিন পর অর্থাৎ ১৮৮৬ সালে নটিংহ্যাম ফরেস্ট ফুটবল ক্লাবের দুই খেলোয়ার (ফ্রেড ব্রেডসলি এবং মরিস ব্যতেস)কর্মক্ষেত্র পরিবর্তনের কারণে Woolwich এ আসেন। ফুটবলকে ভালোবাসার কারণে এখানে এসে তারা যোগ দেন সদ্য প্রতিষ্ঠিত আর্সেনাল ফুটবল ক্লাবে। সেই সময় আর্সেনালের নিজস্ব কোন পোষাক না থাকায় তারা আগের জায়গায় একসেট পোষাকের জন্য চিঠি লিখে পাঠান। আর্সেনালের জন্য তখন চলে আসে একসেট পোষাক এবং একটি বল। পোষাকের রং ছিল ঐ ক্লাবের মতো লাল রঙের। [২]

১৯৩৩ সালে হারবার্ট চ্যপম্যান ভাবলেন ক্লাবের পোষাকটির পরিবর্তন আনা দরকার। সেই উদ্দেশ্যে তিনি লাল রংটা আরো গাঢ় করে পোষাকের সাথে সাদা হাতা যুক্ত করে দিলেন। এই সাদা হাতা যুক্ত করার পিছলে মোটামুটি দুইটি কাহিনী চালু আছে। প্রথমটি হল একবার হারবার্ট চ্যপম্যান আর্সেনালের একজন সমর্থককে দেখেছিলেন সাদা ফুলহাতা শার্টের সাথে লাল রঙ্গের সোয়েরটার পড়া অবস্থায়। তখনি তার মাথায় এসেছিলো মূল পোষাকের সাথে সাদা হাতা যুক্ত করে দেবার বিষয়টা। আবার কেউ বলে থাকেন না তিনি এই পোষাক পরা অবস্থায় একজনকে দেখেছিলেন তবে সে কোন সমর্থক নয় বরঞ্চ তার বিখ্যাত বন্ধু কার্টুনিস্ট টম ওয়েবস্টারকে দেখে। [৩]

কাহিনী যাই হক না কেনো এই লাল সাদা পোষাক আর্সেনালের সমার্থক এখন। মাঝখানে দুই বার তারা সাদা হাতা বাদ দিয়েছিল। প্রথমবার ১৯৬৬-৬৭ মৌসুমে। যদিও জনপ্রিয়তার অভাবে পরের বছরেই আগের পোষাকে ফিরে আসে তারা। দ্বিতীয়বার ২০০৫-০৬ যখন তারা ১৯১৩ সাল থেকে তাদের জায়গা হাইবুরিতে তাদের সর্বশেষ মৌসুমটি খেলে। পুরানো পোষাকের মতো পোষাক পড়ে তারা শেষ করে তাদের হাইবুরি ইতিহাস। পরের বছর থেকেই তারা আগের পোষাকে ফিরে আসে।আর্সেনালের এওয়ে পোষাকের রং বেশির ভাগ সময় হলুদ। মাঝে মাঝে নীল। আর্সেনাল তাদের পোষাকের জন্য প্রথম স্পন্সরশীপ পায় ১৯৮২ সালে। JVC সাথে তাদের চুক্তি বহাল থাকে ১৯৯৯ সাল পর্যন্ত। তারপর ১৯৯৯-০২ সাল পর্যন্ত SEGA Dreamcast এবং ২০০২-০৬ পর্যন্ত বর্তমান স্পন্সর Emirates Airlines। এমিরেটস এর সাথে আর্সেনালের চুক্তি ২০১৪ সাল পর্যন্ত। ১৯৯৪ সাল থেকে আর্সেনালের পোষাক প্রস্তুত করে আসছে নাইকি। তার আগে ১৮৮৬-৯৪ পর্যন্ত Adidas এবং ১৯৮৬ সালের আগ পর্যন্ত Umbro।

[সম্পাদনা] ট্রফি

[সম্পাদনা] খেলোয়াড়

[সম্পাদনা] বর্তমান দল

সর্বশেষমে, ২৩, ২০০৭.[৪]

নং অবস্থান খেলোয়াড়
1 জার্মানি এর পতাকা গো জেন্স লেহ্‌ম্যান
2 ফ্রান্স এর পতাকা আবু দিয়াবি
4 স্পেন এর পতাকা সেস্‌ ফ্যাব্রিগাস
5 আইভরি কোস্ট এর পতাকা কোলো টোরে
6 সুইজারল্যান্ড এর পতাকা ফিলিপ স্যান্ডেরস
7 চেক প্রজাতন্ত্র এর পতাকা টমাস রজিস্কি
8 সুইডেন এর পতাকা ফ্রেড্রিক লুক্সুমবার্গ
9 ব্রাজিল এর পতাকা জুলিও ব্যাপতিস্তা (ধারে রিয়াল মাদ্রিদ)[৫]
10 ফ্রান্স এর পতাকা উইলিয়াম গালাস্‌
11 নেদারল্যান্ড এর পতাকা রবিন ভ্যান পার্সি
13 বেলারুশ এর পতাকা আলেকজান্ডার হ্লেব
14 ফ্রান্স এর পতাকা থিয়েরি অরি (captain)
15 ব্রাজিল এর পতাকা ডেনিলসন
16 ফ্রান্স এর পতাকা ম্যাথু ফ্লেমিনি
নং অবস্থান খেলোয়াড়
19 ব্রাজিল এর পতাকা গিলবার্তো সিলভা (সহ-অধিনায়ক)
20 সুইজারল্যান্ড এর পতাকা জোহান ডিযোরু
21 ইস্তোনিয়া এর পতাকা গো মার্ট পুম
22 ফ্রান্স এর পতাকা গেল ক্লিসি
24 স্পেন এর পতাকা গো ম্যানুয়েল এলমুনিয়া
25 টোগো এর পতাকা এমানুয়েল আদাবায়ের
27 আইভরি কোস্ট এর পতাকা এমানুয়েল এবুয়ে
30 ফ্রান্স এর পতাকা জেরেমি আলিদায়ের
31 ইংল্যান্ড এর পতাকা জাসস্টিন হোয়তি
32 ইংল্যান্ড এর পতাকা থিও ওয়ালকোট
33 ইংল্যান্ড এর পতাকা ম্যাথু কোলনি
43 ইংল্যান্ড এর পতাকা মার্ক রেন্ডাল
45 ফ্রান্স এর পতাকা আর্মাদ ট্রাওরে
17 ক্যামেরুন এর পতাকা আলেকজান্ডার সং
38 ইংল্যান্ড এর পতাকা কেরা গিল্বার্ত
41 আয়ারল্যান্ড এর পতাকা Joe O'Cearuill
–– ডেনমার্ক এর পতাকা Nicklas Bendtner
–– ইতালি এর পতাকা Arturo Lupoli
–– ইংল্যান্ড এর পতাকা Fabrice Muamba

[সম্পাদনা] ধারে অন্য দলে

নং অবস্থান খেলোয়াড়
–– স্পেন এর পতাকা জোসে এন্টোনিও রেইস (at রিয়াল মাদ্রিদ, আগস্ট ২০০৭ পর্যন্ত)[৬]
–– মেক্সিকো এর পতাকা কার্লোস ভিলা (at Salamanca until May 2007)[৭]

[সম্পাদনা] অতিরিক্ত খেলোয়াড়

[সম্পাদনা] স্মরণীয় খেলোয়াড়

Template:Details

[সম্পাদনা] ম্যানেজার

Arsène Wenger, manager of Arsenal since 1996.
Arsène Wenger, manager of Arsenal since 1996.

As of March 31, 2007. Only competitive matches are counted.

Name Nat From To Record
P W D L F A
সেম হলিস ইংল্যান্ড এর পতাকা আগষ্ট ১৮৯৪ জুলাই ১৮৯৭ ৯৫ ৪৩ ১৪ ৩৮ ২১৩ ১৮১
টমাস মিশেল স্কটল্যান্ড এর পতাকা আগষ্ট ১৮৯৭ মার্চ ১৮৯৮ ২৬ ১৪ ৬৬ ৪৬
জর্জ এলকট ইংল্যান্ড এর পতাকা মার্চ ১৮৯৮ মে ১৮৯৯ ৪৩ ২৩ ১৪ ৯২ ৫৫
হারি ব্রাডশ ইংল্যান্ড এর পতাকা আগষ্ট ১৮৯৯ মে ১৯০৪ ১৮৯ ৯৬ ৩৯ ৫৪ ৩২৯ ১৭৩
ফিল কেলসো স্কটল্যান্ড এর পতাকা জুলাই ১৯০৪ ফেব্রুয়ারি ১৯০৮ ১৫১ ৬৩ ৩১ ৫৭ ২২৫ ২২৮
জর্জ মোরেল স্কটল্যান্ড এর পতাকা ফেব্রুয়ারি ১৯০৮ মে ১৯১৫ ২৯৪ ১০৪ ৭৩ ১১৭ ৩৬৫ ৪১২
লেসলি নাইটন ইংল্যান্ড এর পতাকা মে ১৯১৯ জুন ১৯২৫ ২৬৭ ৯২ ৬২ ১১৪ ৩৩০ ৩৮০
হারবার্ট চ্যাপমান ইংল্যান্ড এর পতাকা জুন ১৯২৫ ৬ জানুয়ারি ১৯৩৪ ৪০৩ ২০১ ৯৭ ১০৫ ৮৬৪ ৫৯৮
জোসেফ ই শ[৮] ইংল্যান্ড এর পতাকা ৬ জানুয়ারি ১৯৩৪ জুন ১৯৩৪ ২৩ ১৪ ৪৪ ২৯
জর্জ এলিসন ইংল্যান্ড এর পতাকা জুন ১৯৩৪ জুন ১৯৪৭ ২৮৩ ১৩১ ৭৫ ৭৭ ৫৪৩ ৩৩৩
টম হুয়িটকার ইংল্যান্ড এর পতাকা জুন ১৯৪৭ ২৪ অক্টোবর ১৯৫৬ ৪২৮ ২০২ ১০৬ ১২০ ৭৯৭ ৫৬৬
জ্যাক ক্রেস্টন ইংল্যান্ড এর পতাকা ২৪ অক্টোবর ১৯৫৬ মে ১৯৫৬ ৭৭ ৩৩ ১৬ ২৮ ১৪২ ১৪২
জর্জ সুইনডিন ইংল্যান্ড এর পতাকা ২১ জুন ১৯৫৮ মে ১৯৬২ ১৭৯ ৭০ ৪৩। ৬৬ ৩২০ ৩২০
বিলি রাইট ইংল্যান্ড এর পতাকা মে ১৯৬২ জুন ১৯৬৬ ১৮২ ৭০ ৪৩ ৬৯ ৩৩৬ ৩৩০
বার্টি মি ইংল্যান্ড এর পতাকা জুন ১৯৬৬ ৪ মে ১৯৭৬ ৫৩৯ ২৪১ ১৪৮ ১৫০ ৭৩৯ ৫৪২
টেরি নিল উত্তর আয়ারল্যান্ড এর পতাকা ৯ জুলাই ১৯৭৬ ১৬ ডিসেম্বর ১৯৮৩ ৪১৪ ১৮৭ ১১৭ ১১২ ৬০১ ৪৪৬
ডন হোয়ে ইংল্যান্ড এর পতাকা ১৬ ডিসেম্বর ১৯৮৩ ২২ মার্চ ১৯৮৬ ১১৬ ৫৬ ৩২ ৩১ ১৮৭ ১৪২
স্টিভ বার্টেন শ[৮] ইংল্যান্ড এর পতাকা ২৩ মার্চ ১৯৮৬ ১৪ মে ১৯৮৬ ১১ ১৫
জর্জ গ্রাহাম স্কটল্যান্ড এর পতাকা ১৪ মে ১৯৮৬ 21 ফেব্রুয়ারি ১৯৯৫ ৪৬০ ২২৫ ১৩৩ ১০২ ৭১১ ৪০৩
স্টুয়ার্ট হস্টন[৮] স্কটল্যান্ড এর পতাকা ২১ ফেব্রুয়ারি ১৯৯৫ ১৫ জুন ১৯৯৫ ১৯ ২৯ ২৫
ব্রুস রিউক স্কটল্যান্ড এর পতাকা ১৫ জুন ১৯৯৫ ১২ আগষ্ট ১৯৯৬ ৪৭ ২২ ১৫ ১০ ৩৭
স্টুয়ার্ট হস্টন[৮] স্কটল্যান্ড এর পতাকা ১২ আগষ্ট ১৯৯৬ ১৫ সেপ্টেম্বর ১৯৯৬ ১১ ১০
পেট রাইস[৮] উত্তর আয়ারল্যান্ড এর পতাকা ১৬ সেপ্টেম্বর ১৯৯৬ ৩০ সেপ্টেম্বর ১৯৯৬ ১০
আর্সেন উইঙ্গার ফ্রান্স এর পতাকা ১ অক্টোবর ১৯৯৬[৯] বর্তমান ৬০৭ ৩৪৭ ১৫০ ১১০ ১০৯২ ৫৫৩

[সম্পাদনা] বহিঃসংযোগ

অফিসিয়াল ওয়েবসাইট
ফ্যানদের সাইট
সংবাদ সাইট
ফ্যানজাইন
প্রিমিয়ার লীগ ২০০৭-০৮ মৌসুমের ক্লাব

আর্সেনাল | অ্যাস্টন ভিলা | বার্মিংহাম সিটি | ব্ল্যাকবার্ন রোভার্স | বোল্টন ওয়ান্ডারার্স | চেলসি | ডার্বি কাউন্টি | এভারটন | ফুলহাম | লিভারপুল | ম্যানচেস্টার সিটি | ম্যানচেস্টার ইউনাইটেড | মিডল্‌স্‌ব্রো | নিউকাসল ইউনাইটেড | পোর্ট্‌স্‌মাথ | রেডিং | সান্ডারল্যান্ড | টটেনহাম হটস্পার | ওয়েস্ট হ্যাম ইউনাইটেড | উইগান অ্যাথলেটিক


নেদারল্যান্ড এর পতাকা আয়াক্স • ইংল্যান্ড এর পতাকা আর্সেনালস্পেন এর পতাকা বার্সেলোনাজার্মানি এর পতাকা বেয়ার লেভারকুজেন • জার্মানি এর পতাকা বায়ার্ন মিউনিখ

জার্মানি এর পতাকা বরুসিভা ডর্টমুন্ড • নেদারল্যান্ড এর পতাকা পিএসভি আইন্দোভেন • ইতালি এর পতাকা ইন্টারন্যাজিওন্যালে • ইতালি এর পতাকা জুভেন্টাস

ইংল্যান্ড এর পতাকা লিভারপুলইংল্যান্ড এর পতাকা ম্যানচেস্টার ইউনাইটেডইতালি এর পতাকা এসি মিলানফ্রান্স এর পতাকা লিওন • ফ্রান্স এর পতাকা মার্সেই

ফ্রান্স এর পতাকা প্যারিস সেইন্ট-জার্মেইন • পর্তুগাল এর পতাকা এফসি পোর্তো • স্পেন এর পতাকা রিয়াল মাদ্রিদস্পেন এর পতাকা ভ্যালেন্সিয়া