বাবুই
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাবুই (Weaver) | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() আফ্রিকার হলুদ বাবুই পাখি
|
||||||||||
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | ||||||||||
|
||||||||||
|
||||||||||
অনেক, নীচে দেখুন |
বাবুই একরকম পাখী। খুব সুন্দর বাসা বানায় (বোনে) তাই নাম "তাঁতী পাখী" (Weaver Bird)। এই বাসা উল্টানো কলসীর মত দেখতে। বাসা বানাবার জন্য বাবুই খুব পরিশ্রম করে। ঠোঁট দিয় ঘাসের আস্তরণ সারায়। যত্ন করে পেট দিয়ে ঘষে(পালিশ করে) গোল অবয়ব মসৃণ করে। শুরুতে দুটি নিম্নমুখী গর্ত থাকে। পরে একদিক বন্ধ করে ডিম রাখার জায়গা হয়। অন্যদিকটি লম্বা করে প্রবেশ ও প্রস্থান পথ হয়। কথিত আছে: রাতে বাসায় আলো জ্বালার জন্য বাবুই জোনাকী ধরে এনে গোঁজে।
তালগাছে অনেক বাবুই-বাসা
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।