আলাপ:পারভেজ হ্যারিস
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
[সম্পাদনা] কৃতিত্ব
বিশ্বকোষে ভুক্তির জন্য Notability প্রয়োজন। এই নিবন্ধে উল্লেখ করা হয় নাই যে, কেনো ইনি এখানে যোগ হওয়ার যোগ্য। বাংলাদেশী বংশোদ্ভূত বিজ্ঞানী - শুধু এটাই বিশ্বকোষীয় ভুক্তির কারণ হতে পারে না। ইনার সম্পর্কে আমি কিছুই জানি না, কিন্তু এই নিবন্ধে তাঁর কোন কৃতিত্বের জন্য তিনি বিশ্বকোষে যুক্ত হওয়ার যোগ্য, তা খুঁজে পেলাম না। অনেক বাংলাদেশী অধ্যাপকই আছেন, যাঁরা বিভিন্ন জার্নালের সম্পাদক, এবং অনেক গবেষণা নিবন্ধ আছে। কিন্তু বিশ্বকোষে ভুক্তির জন্য সেটাই যথেষ্ট না। পত্র পত্রিকায় অনেক প্রবাসী অধ্যাপককে নিয়েই লেখা হয়, কিন্তু বিশ্বকোষে ভুক্তির জন্য তাঁদের অনন্য কৃতিত্ব থাকা উচিৎ, যেমন যুগান্তকারী গবেষণা, কোনো মৌলিক অবদান, এবং তার জন্য কোনো পুরস্কার বা সম্মাননা প্রাপ্তি - এগুলি থাকলে বিশ্বকোষে ভুক্তির যোগ্য ধরা যেতে পারে। এসব কৃতীত্ব এমন হতে হবে, যা একই ক্ষেত্রে গবেষণারত হাজার হাজার বিজ্ঞানীর মধ্যে তাঁকে আলাদা করে রাখবে।
কাজেই এই বিজ্ঞানীর কি কি কৃতিত্বের জন্য তিনি বিশ্বকোষীয়, তা যোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। নতুবা এটা অপসারণ করার দরকার হতে পারে। --রাগিব (আলাপ | অবদান) ০৮:২৪, ২১ অক্টোবর ২০০৬ (UTC)
- এই ক্ষেত্রে ইংরেজি উইকিপিডিয়ার অধ্যাপক/গবেষকদের Notability সংক্রান্ত নীতিমালা দেখার অনুরোধ জানাচ্ছি। --রাগিব (আলাপ | অবদান) ০৮:২৮, ২১ অক্টোবর ২০০৬ (UTC)