ও এবং বি উপবামন তারা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ও এবং বি উপবামন তারা (O and B sub dwarfs) একধরণের উজ্জ্বল তারা যাদের উজ্জ্বলতা ও এবং বি বামন তারাদের চেয়ে কম এবং সাদা বামন তারাদের চেয়ে বেশী। এই তারাগুলোর স্থায়িত্ব কম। প্রকৃতপক্ষে এটি সাদা বামন তারায় পরিণত হওয়ার ঠিক পূর্বেকার দশা।