বাদগিস প্রদেশ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাদগিস بادغیس |
|
![]() |
|
রাজধানী • স্থানাংক |
ক্বালা ই নাও • |
জনসংখ্যা (২০০২) • ঘনত্ব |
৩০১,০০০ • /km² |
আয়তন |
২০,৫৯১ কিমি² |
সময় অঞ্চল | UTC+4:30 |
মূল ভাষা(সমূহ) | ফার্সি (দারি উপভাষা) |
বাদগিস (ফার্সি ভাষায়: بادغیس) আফগানিস্তানের ৩৪টি প্রদেশের একটি। এটি উত্তর-পশ্চিম আফগানিস্তানে, মুর্গাব নদী ও হারি রুদ নদীর অন্তর্বর্তী স্থানে অবস্থিত এবং উত্তরে সারাখ্স মরুভূমির প্রান্ত পর্যন্ত বিস্তৃত। প্রদেশটি ১৯৬৪ সালে হেরাত ও মেমানেহ প্রদেশের অংশবিশেষ নিয়ে গঠিত হয়। এর আয়তন ২০,৫৯১ বর্গ কিমি।
[সম্পাদনা] আরও দেখুন
বাদাখশান • বাদগিস • বাগলান • বাল্খ • বামিয়ান • দাইকুন্ডি • ফারাহ • ফারিয়াব • গজনি • ঘাওর • হেলমান্দ • হেরাত • জোওয্জান • কাবুল • কান্দাহার • কাপিসা • খোস্ত • কুনার • কুন্দুজ • লাগমান • লোওগার • নানকারহার • নিমরুজ • নুরেস্তান • ওরুজ্গান • পাক্তিয়া • পাক্তিকা • পাঞ্জশির • পারভান • সামাংগান • সারে বোল • তাখার • ওয়ার্দাক • জাবুল