পদ্মভূষণ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পদ্ম ভূষণ পদক হচ্ছে ভারতের তুতীয় বেসামরিক সম্মাননা পদক। এর অবস্থান আসে ভারত রত্ন ও পদ্মভি ভূষণ এর পরেই। তবে মর্যাদায় পদ্মশ্রী পদকের পূর্বেই এর অবস্থান। ভারতের রাষ্ট্রপতি ড: রাজেন্দ্র প্রসাদ এর ২রা জানুয়ারী ১৯৫৪ সালের এক আদেশবলে পদ্ম ভূষণ পদক প্রদান শুরু হয়। এই পদকের মাধ্যমে জাতির প্রতি সেবার এক উজ্জ্বল দৃষ্টান্তকে সম্মাননা প্রদান করা হয়।
তথ্য উৎস:
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।