জেমস জয়েস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জেমস অগাস্টিন অ্যালওসিয়াস জয়েস (২ ফেব্রুয়ারি, ১৮৮২ - ১৩ জানুয়ারি, ১৯৪১)ছিলেন একজন আইরিশ লেখক। বিংশ শতাব্দীর একজন অন্যতম প্রভাবশালী লেখক বলে তাকে মনে করা হয়। জেমস জয়েস মূলতঃ তার ইউলিসিস (১৯২২) রচনার জন্য বিখ্যাত। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে স্টিফেন হিরো (কবিতা, প্রকালকাল ১৯০৭), ডাবলিনারস (১৯১৪), এ পোর্ট্রেইট অফ দি আর্টিস্ট এ্যাজ এ ইয়াং ম্যান (১৯১৬), এক্সাইলস (১৯১৮), উলিসিস (১৯২২), পমেস পেনিয়াখ (কবিতা, ১৯২৭), ফিনেগানস ওয়েক (১৯৩৯)।

আধুনিক ধারার এ লেখক ১৯৪১ সালে জুরিখে মৃত্যুবরণ করেন।