হুমায়ুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জন্মের পর নাম রাখা হয়: | নাসিরুদ্দিন হুমায়ুন |
পারিবারিক নাম: | তীমুরীয় |
উপাধী: | মুঘল সম্রাট |
জন্ম: | মার্চ ৬, ১৫০৮ |
জন্ম স্থান: | কাবুল |
মৃত্যু: | ফেব্রুয়ারি ২২, ১৫৫৬ |
মৃত্যু স্থান: | দিল্লী |
সমাধী: | হুমায়ুনের মাজার |
উত্তরসূরী: | আকবর |
বিয়ে: | হামিদা বানু বেগম |
সন্তানাদি: |
আকবর, পুত্র |
নাসিরুদ্দিন মুহম্মদ হুমায়ুন (ফারসি: نصيرالدين همايون) (মার্চ ৬, ১৫০৮ - ফেব্রুয়ারি ২২, ১৫৫৬) মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট, যিনি ১৫৩০ খ্রিস্টাব্দ থেকে ১৫৪০ খ্রিস্টাব্দ এবং ১৫৫৫ খ্রস্টাব্দ থেকে ১৫৫৬ খ্রিস্টাব্দ পর্যন্ত দুই দফায় আধুনিক আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতের উত্তরাঞ্চ রাজত্ব করেছেন।তিনি এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের পুত্র ছিলেন। তিনি তার পিতা বাবরের মতই তার রাজত্ব হারিয়েছিলেন, কিন্তু পারস্য সম্রাজ্যের সহায়তায় পরিনামসরুপ আরও বড় রাজ্য পেয়েছিলেন।
পূর্বসূরী: সম্রাট বাবর |
মুঘল সম্রাট ১৫৩০–১৫৪০ |
উত্তরসূরী: শের শাহ (দিল্লীর সুলতান) |
পূর্বসূরী: শের শাহ (দিল্লীর সুলতান) |
মুঘল সম্রাট ১৫৪০–১৫৫৬ |
উত্তরসূরী: আকবর |
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।