উইকিপেডিয়া:খেলাঘর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

x1x2

খেলাঘর আপনার অনুশীলনের জন্য উন্মুক্ত। এই লাইনের পর থেকে পরীক্ষা-নিরীক্ষা করুন


আবছা নীল তোমার লাগে ভালো...

আমি সি প্রোগ্রামিং এ তৈরি করা প্রোগ্রামে মাউস ইন্টারফেস ব্যবহার করতে চাই। কেউ আমাকে মাউস ইন্টারফাস করার কোড ইমেইল করে পাঠালে খুব খুশি হব। আরিফ উদ্দিন arifrhb@gmail.com

কি ভাবে ছবি অথবা মানচিত্র যোগ করব বুঝতে পারছি না ...কেঊ সাহায্য করুন । --বিশুদা

 \notin Q \subset P \subset \xi P \cap Q

আপনার সম্পাদনা অনতিবিলম্বে দৃশ্যমান হবে। এ নিবন্ধের জন্য অপ্রযোজ্য ও পরীক্ষামূলক সম্পাদনার জন্য অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। .......

ডঃ মুহম্মদ জাফর ইকবাল ও ডঃ ইয়াসমিন হক
ডঃ মুহম্মদ জাফর ইকবাল ও ডঃ ইয়াসমিন হক

আমি আমার নোকিয়া ৬৬৩০ মোবাইল থেকে এই ছবিটি তুলেছি। সেদিন ডিপার্টমেন্টে একটি কনফারেন্স ছিল। তাছাড়া ওইদিন জাফর স্যার এবং ইয়াসমিন ম্যাডাম কে আমার কাছে মনে হয়েছে অন্যান্য দিনের চাইতে একটু আলাদা। তাই এই মুহুর্তটা ধরে রাখার লোভ সামলাতে পারলাম না। হাঃ হাঃ

বর্তমানে বাংলা ভাষায় নিবন্ধের সংখ্যা: ১৬,১৩৯

বাংলা উইকিপিডিয়ায় ইউনিকোড ব্যবহার করা হয়। ইউনিকোড হলো অ্যাসকি কোডের এমন এক বিকল্প পদ্ধতি যার কোনো বিকল্প নেই।

পাঠক হঠাৎ প্রশ্ন করেন, আমার কম্পিউটারে বাংলা ফন্ট এবং বাংলা সাপোর্ট থাকলেও ওয়েবে ফন্ট ভেঙে আসছে । ব্যাপার কি ? প্রশাসক উত্তর দেন, আপনার অপারেটিং সিস্টেমে ইউনিকোড সাপোর্ট চালু করেছেন? omicronlab.com হতে বাংলা ফন্ট গুলো নামিয়ে নিন।

হিমিকা নামে একজন বলছেন, বাংলা উইকিপিডিয়ায় তিনি সম্পাদনার কাজে সাহায্য করতে আগ্রহী। ইংরেজি উইকিপিডিয়ার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভুক্তিগুলো অনুবাদ করে, তথ্যসূত্র উল্লেখ করে, বাংলা উইকিতে কি যোগ করা যাবে?

প্রশ্নটা চমৎকার। চমৎকার প্রশ্নের উত্তর সে প্রশ্নের ভেতরই লুকিয়ে থাকে। খুঁজে নিন

আরেকজনের অনুযোগ: উইকি প্রশাসকদের ভাষা কেমন জানি একটু কঠোর! "কি করতে পারবো না" তার থেকে "কি করতে পারি" তার উপর কি জোর দেয়া উচিত নয় কি? প্রশাসক উত্তর দেন। এখানে সবাইকে পথ প্রদর্শন করাটাই শুরুতে আমাদের কাজ। অনেক নতুন বিষয়, ছবি, ইত্যাদি যোগ করা অথবা কোনো নিবন্ধে বিষয়বস্তু যোগ করতে পারেন।

"---আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি। চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রানে বাজায় বাঁশি।"


Insert non-formatted text hereইন্টারনেটে বিশ্বকোষ ...বিশ্বে নতুন কিছু নয়... কিন্তু বাংলায় বিশ্বকোষ তাও ইন্টারনেটে... এটা বাঙালি জাতির জন্য অবশ্যই খুব খুব বড অর্জন... আর এই বাংলা ভাষার গৌরবময় পদযাত্রায় কিছুটা হলেও অবদান রাখতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি...আর এই সুযোগ করে দেবার জন্য রাগিব ভাই ও উইকিপিডিয়া কে ধন্যবাদ। রুপম, মিরপুর-ঢাকা।


বাংলা উইকিপিডিয়াতে এসেও অনেকে রোমান হরফের মায়া ছাড়তে পারেন না। ঔপনিবেশিক মগজের ফসল না তো?

... খেলাঘর ... খেলাঘর মানে নেটের পাতায় শব্দশব্দ খেলা নয়। তাই? তবে কি মোরশেদুল ইসলামের সাম্প্রতিক চলচ্চিত্র? অথবা রবিঠাকুরের গানের কলি? খেলাঘর বাধতে লেগেছি আমার মনের ভিতরে কত রাত তাই তো জেগেছি বলব কি তোরে প্রভাতে পথিক ডেকে যায় অবসর পাইনে আমি হায়


টেস্ট পেজ থেকে কর্তব্য পালন। কপি পেস্ট কাজ করে। কি মজা।

সূচিপত্র

[সম্পাদনা] শিরোনাম

khub-i chhoto haraf, para kathhin. baro karao jay na, haraf spsta noy. kake janabo? === M D Girish, Kolkata 18/08/2006. হরফ বড় হওয়া চাই হুম আমি এটা লিখলাম আমার মাথা আমি ইউডিট্ দিয়ে লিখছি কিন্তু কত রাত জাগিয়েছি জেগে কত অন্ধ আবেগে সবই হায় খেলাঘরে খেলার জন্য

মানসিক বিকার হলো না তো উইকি ভুক্তি লিখতে লিখতে! প্রশাসক, শাসন করুন! অনুশীলন

আমি লিখা নিয়ে সমস্যায় ছিলাম, কারণ নিজের নাম লিখতে পারছিলাম না। এখন পারছি!!

কতদিন ভেবেছিনু আপন করিয়া তোমার চরণে দিব হদয় সপিয়া। ===আছা কেন মানুষ গুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখ গুলো সব বদলে কেন যায়==। [দিন বদলের পালাতে], মন বদলের মেলাতে মানুষ গুলো

সত বল সুপথে চল ওরে আমার মন

[সম্পাদনা] টেবিল

Name Address ID Gender Age
Dhaka cell1 cell2 cell3 cell4
Chittgagong cell1 cell2 cell3 cell4
Khulna cell 1 cell2 cell3 cell4
Barisal cell 1 cell2 cell3 cell4
Sylhet cell 1 cell2 cell3 cell4

চেষ্টা করে দেখা যায়।

== শুধু লেখা যায় কি না দেখলাম। ==

৤৤৤ বড় ফন্ট 'লিখন' ব্যবহার করে লিখুন৤ লেখা পড়তে আর অসুবিধা হবে না৤ ম.দ.গিরিশ,কোলকাতা,৯/০৮/২০০৭

[সম্পাদনা] শিরোনাম ১

আমি এখনো ভালোভাবে বাংলা লিখতে পারি না |ইউনিভাসিটি কম্পুটার এ ইউনিকোড ইন্সটল করতে দেবে কি না ভাবছি| ইউনিকোড ইন্সটল করার জন্য installation cd লাগবে| আমাদের আইটি ম্যানেজার সেটা দেবে কি না চিন্তা করছি| চিন্তা বানান ঠিক হল না। পরিসংখ্যান বিভাগে যেয়ে আমার কাছে একটা প্রশ্ন মনে হল। কিছু কিছু English শব্দকে বাংলা করা খুব সমস্যা। যদিও আমি নিজে Statistics পরেছি, কিনতু বাংলাদেশে থেকে আমরা ইংলিশ শব্দ ব্যবহার করতাম সুবিধার জন্য। যেমন, correlation এর বাংলা হচ্ছে "সংশ্লেষ" এবং regression এর বাংলা হচ্ছে "নিরভরণ" (ঠিকমত টাইপ করতে পারলাম না)। এত কঠিন বাংলা শব্দ আনেক সময় বিষয়টিকে পুরোপুরি প্রকাশ করতে পারে না। এসব জায়গায় আমাদের কি করা উচিত?কি আর করবে?আঙ্গুল খাও আর মাথা চুলকাও।

৤৤৤ এটা "বাংলা" উইকিপিডিয়া, শিষ্টতা বজায় রাখুন৤

[সম্পাদনা] শিরোনাম ২

আমি কত কষ্ট কইরা আইলাম ........ আইসা ভালকরছ।পড


[সম্পাদনা] শিরোনাম ৩

কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস সে সবে কহিল মোতে মনে হাবিলাষ যেজন বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী সেজন কাহার জন্ম নির্ণয় ন জানি

[সম্পাদনা] ২য় স্তরের শিরোনাম ৩-১

[সম্পাদনা] ৩য় স্তরের শিরোনাম ৩-১-১

কিসের শিরোনাম? টিল্ডা আবার কি? 74.97.20.9 ০৫:৩২, ৩ মে ২০০৭ (UTC) শোয়েব

[সম্পাদনা] ৩য় স্তরের শিরোনাম ৩-১-২

আমি চাছি লিঙক পরীক্ষা করতে, যেমন বাংলাদেশ

[সম্পাদনা] ২য় স্তরের শিরোনাম ৩-২

আমার বেশ ভালো লাগছে এখানে লেখালেখি করতে পেরে। যদিও ঠিক ভালভাবে সবকিছু বুঝতে পারছিনা। বুয়েট, বাংলাদেশ থেকে আমি মারুফ সিদ্দিকী হাবলা

ধুত্তুরি ভাল্লাগেনা।কি যে করি বাসায় বসে থাকতে কার ভাল্লাগে। একমাত্র মদনরাই পারে বাসায় বসে বসে ঘাস কাটতে।

উইকিপিডিয়ার text editor-টা যাচ্ছেতাই। আমি যদি notepad-এ টাইপ করি তবে আমার পরিবর্তনগুলো বুঝতে পারবো। অর্থাত notepad-এ টাইপ করে পরে উইকিপিডিয়াতে paste করতে হবে। তবে খন্ড-ত হয় না। এই দিকে একটু নজর দেয়া দরকার। এখন একটু রবীন্দ্রনাথ:

আজি এ প্রভাতে রবির কর কেমনে পষিল প্রাণের পর কেমনে পষিল গুহার আঁধারে প্রভাত পাখির গান না জানি কেনরে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ.....

আবার একটু কথা:

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে যে অভ্র-ই ভালো বাংলা unicode লেখার জন্য।

পষিল না পশিল?
অভ্রতে টাইপ করে বেশ ভাল লাগছে!
এই প্রথম টাইপ করছি। আগে খালি ক্লিক করে কাজ করতাম! --সপ্তরষি128.12.147.175 ০৯:২১, ১২ সেপ্টেম্বর ২০০৬ (UTC)

নিজের নাম-ই এখনো লিখে উঠতে পারলাম না। ছি ছি লজ্জার কথা! রেফ আর হসনত কিভাবে দেই বুঝতে পারলাম না!

সপ্তর্ষি - একটু ভাল দেখাছে কি?


ধন ধান্যে পুস্পে ভরা, আমাদের এই বশুন্ধরা। তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরী সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবেনাকো তুমি, সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি।

আমি কি এখানে যোগ দিতে পারি? না। এ টুকু লেখার পর হরফের ছিরি দেখে আর ইচ্ছে হচ্ছে না।

[সম্পাদনা] শিরোনাম ৭

মূল নিবন্ধে কিভাবে লিখবো বুঝতে পারলাম না | দয়া করে ই-মেইলে সমাধান পাঠালে খুশি হবো | মোশারফ হোসেন mosharof9909@yahoo.com


[সম্পাদনা] কবিতা

[সম্পাদনা] ' আনব তুলে রজনীগন্ধা

কেন কেন কর? কেন হবে না? মিথ্যাগুলো সত্য হবে, সত্য কি সত্য হবে, ভুল সব ঠিক হবে, ঠিক শুধু ঠিক হবে কবে ।

ওলট পালট হোক, সংজ্ঞা সব নূতন হোক, ভাবনাগুলো রঙিন, বুদ্ধিগুলো সত্য হবে, আর সে, তুমি, আমি চলতে, চলতে আনব তুলে মুঠো মুঠো শিউলি, গোলাপ, কৃষ্ণগচূড়া কিংবা রজনীগন্ধা ।

-শাহ আলম penclub@sify.com

[সম্পাদনা] মোহ

[সম্পাদনা] শিরোনাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজকে আমি এসেছি রোজার দিনে, সবার খিদে পেয়েছে

[সম্পাদনা] শিরোনাম

ভা

[সম্পাদনা] শুনছেন কেউ???

আমাকে কেউ গণিতে ব্যবহারের জন্য LateX/TeX এর নিয়ম কানুন জানাবেন দয়া করে। তাহলে আমি গণিতের কিছু জিনিস লিখতে পারব। emran_buet2002@yahoo.com

Help:Displaying a formula দেখুন। --অর্ণব (আলাপ | অবদান) ১৫:৫১, ২৬ অক্টোবর ২০০৬ (UTC)

কি লিখবো বুঝতেপারছি না

[সম্পাদনা] =শিরে।ন।ম=

কিছু বুঝি না ।সরবর্ণ কৈ? ব-ফলা কৈ?

               সানদিনি ।

অভ্র ব্যবহার করলে বিশেষ অসুবিধা হবে না। স্বরবর্ণ (sworoborrNo) - সৌমেন


শিরোনাম ৫---------------

ধন ধান্যে পুস্পে ভরা আমাদের এই বশুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরী সে দেশঅ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবেনাকো তুমি সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি।


কবিতটির রচয়িতা কে?

bangla boroi shokto bhasha.


আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। চির দিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশী সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে ওমা অন্রণে তোর ভারা খেতে কি দেখেছি মধুর হাসি। সোনার বাংলা,আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো,কি স্নেহ কি মায়া গো কি আঁচোল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে মা তোর মূখের বাণী আমার কানে লাগে শুধার মত মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা,আমি তোমায় ভালোবাসি।

বাংলা বড়ই শক+ত ভাষা--202.79.17.186 ০২:১২, ২০ নভেম্বর ২০০৬ (UTC)SURJO

== বুলেট কই? হুম! এটা তো মনে হচ্ছে বেশ সোজাই। কঠিন কাজটা হলো আর্টিকেলগুলো কিভাবে লিখবো। আচ্ছা ইংরেজী থেকে অনুবাদ করে দিলে কেমন হয়?

* লিখলে সেটা বুলেট হয়ে যাবে।

আর, অবশ্যই অনুবাদ করা যাবে। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ১৭:৪২, ৮ মার্চ ২০০৭ (UTC)

বাবাগো এ তো কড়া মাল কিন্তু সারা দুনিয়া যেখানে WUSIWUG (What You See is What You get) পদ্ধতি ব্যবহার করে, সেখানে উইকিপিডিয়া বাবাজি কি একটা আজিব Interface দিল।

উপরের মন্তব্যটি পড়িয়া আমি হাসিয়া গড়াগড়ি যাইতেছি -এনায়েতুর রহীম ২১:৩৩, ১১ জুলাই ২০০৭ (UTC)

[সম্পাদনা] প্রাকটিস মেকস এ ম্যান পারফেক্ট

ডি এন এ সম্পর্কে শুনুন

[সম্পাদনা] দিনপন্জি যোগ করা

ইংরেজীর মত কি বাংলায় এই দিনের পাতায় মাসিক দিনপন্জি যোগ করা যায় না ?

Template:AprilCalendar
Template:ThisDateInRecentYears

Template:Day ‍‍‍‍‌‌ ‌‌‌‌ Link title

[সম্পাদনা] ঘুড়ি

আমি ঘুড়ি। কারণ আমি ঘুড়ির মত উড়তে চাই। উচুতে অনেক উচুতে উরতে চাই।