ব্যবহারকারী আলাপ:Raihan abir

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্বাগতম!

প্রিয় Raihan abir, উইকিপিডিয়াতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ জায়গাটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবেঃ

কাজে নেমে পড়বার সহজ উপায় হল নীচের যেকোন পদ্ধতি অনুসরণ করা-

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল আবশ্যকীয় নিবন্ধ-গুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা। তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt-x চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে প্রসারণ বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে "অন্যান্য ভাষা"-র তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! দয়া করে আলাপের পাতায় বার্তা লেখার পর চারটি টিল্ডা(~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ তৈরি করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং সাহায্যকারী কিছুক্ষনের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দিবে। আবারও স্বাগতম! 


--রাগিব (আলাপ | অবদান) ১৯:৫৪, ৪ এপ্রিল ২০০৭ (UTC)

[সম্পাদনা] পরামর্শ

আবির, আপনার তৈরি নিবন্ধগুলোর জন্য ধন্যবাদ, চালিয়ে যান। তবে আপনি যেসব userbox template গুলো তৈরি করেছেন যেমন আরসেনাল, সেগুলোর নেমস্পেস ঠিক নেই। এগুলোর নেমস্পেস ব্যবহারকারী নয়, এগুলো Template বা টেম্পলেট নেমস্পেস এ যাবে। আশা করবো ভবিষ্যতে আর ভুল হবে না। আর যেগুলো তৈরি করে ফেলেছেন তা পারলে template নেমস্পেসে আবার তৈরি করে নিন, পরে আমি পুরনোগুলো মুছে দেব।--বেলায়েত ১৪:২৬, ১৮ মে ২০০৭ (UTC)

ঠিক বুঝতে পারছি না। ডিটেইল জানান। কিংবা আপনি নিজেও ঠিক করে দিতে পারেন। -- রায়হান আবীর ১৭:৩৪, ১৮ মে ২০০৭ (UTC)

ব্যপারটা হল আপনি userbox টেম্পলেটগুলো "ব্যবহারকারী:Something/Something" এমন করে করেছেন কিন্তু তা হবে "template:Something/Something". পরিবর্তন করুন। আমি করে দিব না কারণ template গুলো আপনি ব্যবহার করেছেন এবং তা কোথায় কোথায় করেছেন তা আপনিই জানেন।--বেলায়েত ১৮:৪৪, ১৮ মে ২০০৭ (UTC)

[সম্পাদনা] ফুটবলার পাতা

আবির, এভাবে খালি পাতা তৈরি না করে তাতে কিছু লাইন যোগ করুন। এভাবে টেম্পলেট দিয়ে পাতা তৈরি করাতে পাতার সংখ্যা বৃদ্ধি ছাড়া আর কিছুই হচ্ছে না। তাছাড়া টেম্পলেট এর তথ্যগুলোও অনুবাদ করছেন না। দয়া করে একটি পাতা শেষ করে অন্যটি তৈরি করুন। আশা করি ব্যপারটা মাথায় রাখবেন। ধন্যবাদ।--বেলায়েত ১৭:০৬, ২০ মে ২০০৭ (UTC)

পুরো কাজটা আমিই করবো। আমার নিজের স্টাইলেই কাজটা করি। তাছাড়া বাংলা উইকিকে ইংরেজি উইকি বানানোর ইচ্ছা আমার নাই। --রায়হান আবীর ০৬:০৫, ২২ মে ২০০৭ (UTC)

আপনি টেম্পলেটগুলো অফলাইনে অন্তত অনুবাদ করে নিন। তারপর কপি পেস্ট করুন। সুবিধা হবে। --অর্ণব (আলাপ | অবদান) ০৭:২৮, ২২ মে ২০০৭ (UTC)
আর অন্তত নীচের কয়েকটা জিনিস যাতে শুরুতেই থেকে সেটা খেয়াল করুন। এক/দুই লাইন ভূমিকা, বিষয়শ্রেণী এবং ইংরেজি উইকিতে ইন্টারউইকি লিংক। প্রতিটা নিবন্ধে অন্তত এগুলি মিনিমাম থাকতেই হবে। --অর্ণব (আলাপ | অবদান) ০৭:৩১, ২২ মে ২০০৭ (UTC)
তা তো বটেই। সব নীতি মেনে আবার edit করা শুরু করেছি।--রায়হান আবীর ২১:৫৩, ২২ মে ২০০৭ (UTC)

[সম্পাদনা] পরামর্শ

নিবন্ধ কোন পরিবর্তন করলে তা প্রাকদর্শন দিয়ে প্রিভিউ দেখে নিন। বার বার সংরক্ষন দেওয়ার দরকার নাই।--বেলায়েত ১০:৫৩, ২৬ জুন ২০০৭ (UTC)

ok vaia--রায়হান আবীর ১৩:৫৬, ২৬ জুন ২০০৭ (UTC)