ফারাও

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রাচীন মিশরের রাজারা ফারাও নামে পরিচিত।

এরা নিজেদের সূর্যের বংশধর মনে করত। দেবতা বলে এরা বংশের বাইরে কাউকে বিবাহ করত না। ফলে ভাইবোনেদের মধ্যেই বিবাহ সম্পন্ন হত।

ফারাওরা বিশ্বাস করত মৃত্যুর পরও জীবন থাকে। পিরামিড বানিয়ে তার নীচে সমাধীকক্ষে এদের দৈনন্দিন জীবনের ভোগ-বাসনার সমস্ত সরঞ্জাম রক্ষিত রাখত। মৃতদেহকে বিশেষভাবে প্রতিকার করে পচন রোধ করে মমি বানিয়ে শেষে স্বর্ণালঙ্কারে মুড়ে সমাধিকক্ষের শবাধারে রাখা হত।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন