হাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হাম
ডাক্তারী পরিভাষা মীজলস - Measles( রুবিওলা )
কথ্য পরিভাষা হাম
জীবাণু মীজলস ভাইরাস
জীবাণু প্রকার ভাইরাস
জীবাণু আবিষ্কারক এন্ডার্স এবং পেবলস - ১৯৫৪
রোগের ইতিহাস সর্বপ্রথম বর্ণনা দেন আরবের চিকিৎসক আবু বকর (৮৬৫-৯২৫)।
বিশ্বব্যাপী আক্রান্ত মোট ৩০ মিলিয়ন ( প্রায় ) জন প্রতি বছর (যার ভিতর ১ মিলিয়ন মৃত্যু)।
মূল আক্রান্ত দেশ পৃথিবীর প্রতিটি দেশ , তবে উন্নয়নশীল দেশে মৃত্যুহার অনেক বেশী।
সংক্রামণ পথ নিঃশ্বাসে নির্গত ভাসমান জলকণা।
আক্রান্ত তন্ত্র শ্বাসতন্ত্র , শ্বেত রক্তকণিকা ,লসিকা গ্রন্থি, চর্ম প্রমুখ ।
রোগের লক্ষণ প্রাথমিকভাবে জ্বর , হাঁচি , সর্দি , নেত্রপ্রদাহ ইত্যাদি ।ক্রমে লাল বিন্দু ফুসকুড়িতে সারা শরীর ছেয়ে য়ায়।
নিরাময় সাধারণভাবে ১০ দিনের ভিতর রোগমুক্তি হয়।
নির্মূলীকরণের বাধা প্রাথমিকভাবে জ্বর , হাঁচি , সর্দি , নেত্রপ্রদাহ ইত্যাদি ।ক্রমে লাল বিন্দু ফুসকুড়িতে সারা শরীর ছেয়ে য়ায়।