মার্বেল
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশের গ্রামীন কিশোর ছেলেদের সবচেয়ে আকর্ষণীয় খেলা মার্বেল। সম্ভবত অভিভাবকদের নিষেধাজ্ঞাই এই খেলার প্রতি কিশোরদের অদম্য আকর্ষণ সৃষ্টি করে। এই খেলার নিস্পত্তি হয় অন্যের মার্বেল খেলে জিতে নিজের করে নেবার মাধ্যমে।
[সম্পাদনা] খেলার নিয়মাবলী
মার্বেল খেলার জন্য নির্দিষ্ট দূরত্বে একটি এক থেকে দেড় ইঞ্চি ব্যাসার্ধের গর্ত করে গর্ত থেকে ৪/৫ হাত সামনে প্রস্থ বরাবর দাগ টানা হয়। দাগের একপাশ থেকে প্রথম খেলোয়াড় প্রত্যেকের কাছ থেকে সংগৃহীত মার্বেল গর্তের দিকে ছুড়ে মারে। দলের খেলোয়াড়রা দান চেলে রাখা মার্বেলের মধ্য থেকে একটি মার্বেলকে লক্ষ্য হিসেবে চিহ্নিত করে দেয়। যদি ঐ খেলোয়াড় ঐ মার্বেলটি তার হাতের মার্বেল (যেটিকে ডাই বলা হয়) দিয়ে আঘাত করতে পারে তবে সবগুলো মার্বেল তার হয়ে যায়।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।