মসফেট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড-ইফেক্ট ট্রানজিস্টরের (Metal Oxide Semiconductor Field Effect Transistor) অপর নাম মসফেট (MOSFET)। এটি বিশেষ ধরণের একটি ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। মসফেটের নামের বিশেষ তাৎপর্য রয়েছে। মেটাল বা ধাতু শব্দটি সংযুক্ত হয়েছে কারণ, প্রাচীনকালের ইলেকট্রনিক চিপে সাধারণত গেট হিসেবে ধাতু ব্যবহৃত হতো। অবশ্য বর্তমানেও এই নামের তাৎপর্য রয়েছে। ড্রেন, সোর্স এবং গেট-এর সাথে মূল অর্ধপরিবাহী পদার্থের সংযোগের জন্য মসফেটে ধাতু ব্যবহৃত হয়, অর্ধপরিবাহীর একপাশে একটি সিলিকন ডাই অক্সাইডের অন্তরক আবরণ রয়েছে যা থেকে অক্সাইড শব্দটি এসেছে, আর সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী শব্দটি এসেছে মসফেটে অর্ধপরিবাহী এন ও পি টাইপ বস্তু ব্যবহার করার জন্য। দেখা যাচ্ছে নামটি খুবই সঙ্গত। মসফেটে গেট সরাসরি অর্ধপরিবাহীর সাথে সংযুক্ত থাকেনা, কারণ এদের মাঝে সিলিকন ডাই অক্সাইডের বাঁধা থাকে। এই অন্তরককে নির্দেশ করার জন্য মসফেটের আরেক নাম দেয়া হয়েছে ইনসুলেটেড-গেট ফেট বা আইজিফেট; অবশ্য ইলেকট্রনিক কার্যবিবরণী বা পড়াশোনায় এই নামটি খুব একটা ব্যবহৃত হয়না।

একটি এন চ্যানেল ডিপলেশন ধরণের মসফেটের গঠন ও বিভিন্ন অংশের নাম।
একটি এন চ্যানেল ডিপলেশন ধরণের মসফেটের গঠন ও বিভিন্ন অংশের নাম।

[সম্পাদনা] আরও দেখুন

[সম্পাদনা] বহিঃসংযোগ