উইকিপেডিয়া আলাপ:উইকিপ্রকল্প পুরনো ঢাকা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এটাকে উইকিপেডিয়া:উইকিপ্রকল্প ঢাকা-র সাথে একীভূত করে দেয়া উচিত। অনেক overlapping নিবন্ধ আছে। --অর্ণব (আলাপ | অবদান) ১৬:৩৭, ১৯ ডিসেম্বর ২০০৬ (UTC)
- আসলে এটা আজকের উইকি আড্ডায় আলোচনার মাধ্যমে করা। আসলে যারা পুরনো ঢাকা নিয়ে কাজ করবে তারা যাতে একটা পাতায় তাদের বাঞ্ছিত নিবন্ধের তালিকা আলাদা করতে পারে এবং কি কি ছবি তাদের সংগ্রহ করতে হবে তার একটি তালিকা তৈরি করতে পারে সে জন্য করা।--বেলায়েত ১৭:০৩, ১৯ ডিসেম্বর ২০০৬ (UTC)
- সেটা তো ঐ পাতাতেই করা যেত। ঢাকার অধিকাংশ ঐতিহাসিক ও স্থান বিষয়ক নিবন্ধ তো পুরনো ঢাকার ওপরেই হবে। যেসব নিবন্ধ strictly পুরনো ঢাকার সেগুলোর পাশে একটা চিহ্ন রাখলেই হয়। আলাদা করে পুরনো ঢাকা প্রকল্প করার কোন যুক্তি দেখছি না।--অর্ণব (আলাপ | অবদান) ১৮:৪৮, ১৯ ডিসেম্বর ২০০৬ (UTC)
- একীভূত করতে চাইলে করে দেন। কিন্তু আলাদা থাকলে আমাদের (যারা পুরনো ঢাকা নিয়ে কাজ করতে চাই) একটু সুবিধা হতো এই যা। অন্যকোন অভিপ্রায় নেই।--mak ১৯:৫৬, ১৯ ডিসেম্বর ২০০৬ (UTC)
- সেটা তো ঐ পাতাতেই করা যেত। ঢাকার অধিকাংশ ঐতিহাসিক ও স্থান বিষয়ক নিবন্ধ তো পুরনো ঢাকার ওপরেই হবে। যেসব নিবন্ধ strictly পুরনো ঢাকার সেগুলোর পাশে একটা চিহ্ন রাখলেই হয়। আলাদা করে পুরনো ঢাকা প্রকল্প করার কোন যুক্তি দেখছি না।--অর্ণব (আলাপ | অবদান) ১৮:৪৮, ১৯ ডিসেম্বর ২০০৬ (UTC)
- আমার মনে হয় এটা আলাদা প্রজেক্ট হিসাবে থাকলে সমস্যা নাই, সুবিধাটা হলো পুরানো ঢাকার উপরে জোর দিয়ে কাজটা করা যাবে তাড়াতাড়ি, সমন্বয়ের অনেক সুবিধা। যেহেতু বেলায়েত, রাজিবুল, ম্যাক ভাই - এরা সবাই পুরানো ঢাকার বাসিন্দা, কাজেই আপাতত আমরা এর উপরেই জোর দিচ্ছি। সামনেই সময় ঠিক করে ফটো তোলার অভিযান চালানো হবে। --রাগিব (আলাপ | অবদান) ০৬:৩৩, ২০ ডিসেম্বর ২০০৬ (UTC)
[সম্পাদনা] রোজ গার্ডেন ও রূপলাল হাউস
রোজ গার্ডেন ও রুপলালা হাউস এক জায়গা নয়। রোজ গার্ডেন ঢাকার হাটখোলাতে অবস্থিত। আর রূপ লালা হাউস বুড়িগঙার তীরে অবস্থিত। সঠিক জায়গার নাম আমি বলতে পারব না। মুনতাসির ১৩:৪৯, ৪ জুলাই ২০০৭ (UTC)
- এ দুটো এক নয়। রুপলাল হাউস ঢাকার ফরাশগঞ্জে অবস্থিত।--বেলায়েত ১৬:৫০, ৪ জুলাই ২০০৭ (UTC)