আরবি ভাষা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আরবি العربية আল আরাবিয়া |
||
---|---|---|
al-‘Arabīyyah in written Arabic (Kufic script): | ![]() |
|
উচ্চারণ: | আ-ধ্ব-ব: /alˌʕa.raˈbij.ja/ | |
যেসব রাষ্ট্রে প্রচলিত: | আলজেরিয়া, বাহরাইন, মিশর, ইরাক, জর্দান, কুয়েত, লেবানন, লিবিয়া, মৌরিতানিয়া, মরোক্কো, ওমান, কাতার, সৌদি আরব, সুদান, সিরিয়া, তিউনিসিয়া, সংযুক্ত আরব আমিরাত, ফিলিস্তিন (পশ্চিম তীর এবং গাজা ভূখণ্ড), পশ্চিম সাহারা, ইয়েমেন by a majority, and in many other countries, such as ইসরায়েল and ইরান, as a minority language; it is also the liturgical language of ইসলাম. | |
অঞ্চল: | আরব বিশ্ব | |
মোট ভাষাভাষী সংখ্যা: | ২৭০,০০০,০০০ (২০৬,০০০,০০০ according to Ethnologue, native speakers of all dialects 1998 est.); ৩২৩,০০০,০০০ (population of আরব দেশে, CIA World Factbook 2006 est.), অন্যান্য দেশে বসবাসরত সংখ্যালঘু আরব জনগোষ্ঠী ও দ্বীভাষাভাষীদেরকে বাদ দিয়ে | |
ক্রম: | ৪ বা ৫ | |
ভাষা পরিবার: | আফ্রো-এশীয় Semitic West Semitic Central Semitic আরবি |
|
লিপি: | আরবি লিপি | |
প্রাতিষ্ঠানিক মর্যাদা | ||
যেসব দেশের রাষ্ট্রভাষা: | আলজেরিয়া, বাহরাইন, কোমোরোস, চাদ, জিবুতি, মিশর, ইরিত্রিয়া, ইরাক, ইস্রায়েল, জর্দান, কুয়েত, লেবানন, লিবিয়া, মৌরিতানিয়া, মরোক্কো, ওমান, ফিলিস্তিন (পশ্চিম তীর ও গাজা ভূখণ্ড), কাতার, পশ্চিম সাহারা, সৌদি আরব, সুদান, সিরিয়া, তিউনিসিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন;
|
|
নিয়ন্ত্রক সংস্থা: | মিশর: আরবি ভাষা একাডেমি | |
ভাষা কোডসমূহ | ||
ISO 639-1: | ar | |
ISO 639-2: | ara | |
ISO/FDIS 639-3: | ara — Arabic (generic) see varieties of Arabic for the individual codes |
|
![]() আরবি ভাষার বিস্তার। যেসব দেশে আরবি একমাত্র সরকারী ভাষা সেগুলি সবুজ দিয়ে এবং যেসব দেশে আরবি একাধিক সরকারী ভাষার একটি সেগুলি নীল রঙে চিহ্নিত। |
||
দ্রষ্টব্য: এই পাতায় ইউনিকোড-ভিত্তিক আন্তর্জাতিক ধ্বনিমূলক লিপি ব্যবহৃত হয়েছে। |
আরবি (আরবি ভাষায় عربي) সেমিটীয় ভাষা পরিবারের জীবন্ত সদস্যগুলির মধ্যে বৃহত্তম। এটি একটী কেন্দ্রীয় সেমিটিক ভাষা এবং হিব্রু ও আরামীয় ভাষার সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। আধুনিক আরবিকে একটি ম্যাক্রোভাষা অ্যাখ্যা দেয়া হয়, এর ২৭ রকমের উপভাষা ISO 639-3-তে স্বীকৃত। আরব বিশ্বের সর্বত্র এই উপভাষাগুলি কথিত হয় এবং মান্য আরবি ইসলামী বিশ্বের সর্বত্র অধীত হয়।
আধুনিক মান্য আরবি চিরায়ত আরবি থেকে উদ্ভূত।
মধ্যযুগে আরবি ছিল গণিত, বিজ্ঞান ও দর্শনের প্রধান বাহন। বিশ্বের বহু ভাষা আরবি থেকে শব্দ ধার করেছে।