এভারটন ফুটবল ক্লাব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এভারটন
চিত্র:Everton FC Crest.png
পূর্ণ নাম এভারটন ফুটবল ক্লাব
ডাকনাম দ্য টফিস, দ্য ব্লুজ,
দ্য পিপলস ক্লাব
প্রতিষ্ঠা ১৮৭৮
মাঠ গুডিসন পার্ক
লিভারপুল
ইংল্যান্ড
ধারনক্ষমতা ৪০,৫৬৯
চেয়ারম্যান ইংল্যান্ড এর পতাকা বিল কেনরাইট
ম্যানেজার স্কটল্যান্ড এর পতাকা ডেভিড ময়েস
লীগ প্রিমিয়ার লীগ
২০০৬-০৭ প্রিমিয়ার লীগ, ৬ষ্ঠ
দলের রঙ দলের রঙ দলের রঙ
দলের রঙ
দলের রঙ
 
হোম জার্সি
দলের রঙ দলের রঙ দলের রঙ
দলের রঙ
দলের রঙ
 
এওয়ে জার্সি

এভারটন ফুটবল ক্লাব একটি ইংরেজ ফুটবল ক্লাব যা লিভারপুল শহরে অবস্থিত। ক্লাবটি প্রিমিয়ার লীগ খেলে থাকে এবং ইংরেজ ফুটবল লীগের শীর্ষ বিভাগে অন্য যেকোন দলের চেয়ে বেশি ম্যাচ খেলেছে। প্রধান ট্রফি জেতার দিক দিয়ে তারা ইংরেজ ফুটবল লীগের অন্যতম সফল দল। তারা লীগ জিতেছে ৯ বার, এফএ কাপ ৫ বার এবং উয়েফা কাপ উইনার্স কাপ জিতেছে ১ বার। ক্লাবের সর্বশেষ প্রধান ট্রফি হচ্ছে ১৯৯৫ সালের এফএ কাপ ট্রফি। বর্তমানে দলের ম্যানেজার ডেভিড ময়েস। ডেভিড ময়েসের অধীনে দলের ফলাফল বরাবরই অনিশ্চিত ছিল এবং তার অধীনে দল ১৭তম থেকে ৪র্থ পর্যন্ত হয়েছে।

এভারটনের সাথে লিভারপুলের চির-প্রতিদ্বন্দ্বীতা রয়েছে। এভারটনের পুরনো মাঠ এনফিল্ড এর দখল নিয়ে বিরোধের জের ধরেই লিভারপুল প্রতিষ্ঠিত হয় ১৮৯২ সালে। এরপর থেকে এভারটন গুডিসন পার্কে খেলে আসছে। ক্লাবের রয়েছে অনেক সমর্থক এবং ক্লাবের মাঠে নিয়মিত গড়ে ৩৬,০০০ দর্শক খেলা দেখতে আসেন যা মাঠের ধারণক্ষমতার ৯০%।[১]


[সম্পাদনা] তথ্যসূত্র

  1. ToffeeWeb - Seasonal Comparisons, 2005-06. Toffeeweb. Retrieved on August 22, 2006.

[সম্পাদনা] বহিঃসংযোগ

প্রিমিয়ার লীগ ২০০৭-০৮ মৌসুমের ক্লাব

আর্সেনাল | অ্যাস্টন ভিলা | বার্মিংহাম সিটি | ব্ল্যাকবার্ন রোভার্স | বোল্টন ওয়ান্ডারার্স | চেলসি | ডার্বি কাউন্টি | এভারটন | ফুলহাম | লিভারপুল | ম্যানচেস্টার সিটি | ম্যানচেস্টার ইউনাইটেড | মিডল্‌স্‌ব্রো | নিউকাসল ইউনাইটেড | পোর্ট্‌স্‌মাথ | রেডিং | সান্ডারল্যান্ড | টটেনহাম হটস্পার | ওয়েস্ট হ্যাম ইউনাইটেড | উইগান অ্যাথলেটিক