আলাপ:সিসিলি দ্বীপপুঞ্জের ইতিহাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা। নিবন্ধ সম্পর্কে আলোচনার জন্য এই পাতাটিতে মন্তব্য রাখুন।

  • দয়া করে আপনার বার্তার শেষে স্বাক্ষর ও দিনতারিখ যোগ করুন, আপনার বার্তার শেষে চারটি টিল্ডা (~~~~) দেয়ার মাধমে এটা করতে পারেন।
  • নতুন বার্তা/মন্তব্য সবার শেষে যোগ করুন। নতুন মন্তব্যসূত্রের জন্য এখানে ক্লিক করুন।.
  • উইকিপিডিয়াতে আপনি কি নবাগত? স্বাগতম। প্রশ্ন থাকলে এখানে মন্তব্য যোগ করুন।
নিবন্ধ সম্পাদনার নীতিমালা

সিসিলি দ্বীপপুঞ্জ নামে কোন স্বাধীন বা স্বায়ত্তশাসিত রাষ্ট্র বা অঞ্চল নেই। প্রকৃতপক্ষে এই নামে আদৌ কোন অঞ্চলই নেই বলে মনে হয়। কারণ সিসিলি নামে দুইটি অঞ্চল পাওয়া গেছে। একটি ইতালির সিসিলি নামক একক দ্বীপ। এবং অপরটি যক্তরাষ্ট্রের লুইসিয়ানায় অবস্থিত সিসিলি দ্বীপ নামের ছোট দ্বীপ। তাই সিসিলি দ্বীপপূঞ্জ সংশ্লিষ্ট সব পাতা মুছে ফেলা উচিত মনে করছি। আপনাদের মতামত জানান। একমত হলে মুছে ফেলা হবে। -- মুহাম্মদ ০৩:৪৬, ৯ জুন ২০০৭ (UTC)