শীর্ষেন্দু মুখোপাধ্যায়
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শীর্ষেন্দু মুখোপাধ্যায় (নভেম্বর ২, ১৯৩৫) বিখ্যাত বাংলা ঔপন্যাসিক।
সূচিপত্র |
[সম্পাদনা] প্রাথমিক জীবন
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্ম ১৯৩৫ সালের ২রা নভেম্বর, ময়মনসিংহে, যা বর্তমানে বাংলাদেশের অন্তর্গত। তাঁর ছেলেবেলা কেটেছে বিহার, পশ্চিমবঙ্গ ও অসমের বিভন্ন অংশে। তাঁর পিতা রেলওয়েতে চাকরি করতেন । শীর্ষেন্দু কলকাতার ভিক্টোরিয়া কলেজ হতে ইন্টারমিডিয়েট ও কলকাতা বিশ্ববিদ্যালয় হতে বাংলায় মাস্টার্স ডিগ্রী লাভ করেন।
শীর্ষেন্দু প্রথম চাকরি নেন স্কুল শিক্ষক হিসাবে। বর্তমানে তিনি আনন্দবাজার পত্রিকার সাথে জড়িত। এছাড়া তিনি দেশ পত্রিকাতেও লিখে থাকেন।
[সম্পাদনা] পুরস্কার
- বিদ্যাসাগর পুরস্কার (১৯৮৫) - শিশুসাহিত্যে অবদানের জন্য।
- আনন্দ পুরস্কার (১৯৭৩ ও ১৯৯০)
- সাহিত্য আকাদেমি পুরস্কার (১৯৮৮), মানবজমিন উপন্যাসের জন্য।
[সম্পাদনা] টিভি এবং চলচ্চিত্র
তাঁর পাতালঘর কাহিনীটি সিনেমা হয়েছে এছাড়া দূরবীণ, মনোজদের অদ্ভুত বাড়ি, বক্সার রতন, ঝিলের ধারে বাড়ি, নৃসিংহ রহস্য, ইত্যাদি কাহিনী নিয়ে টিভি সিরিয়াল হয়েছে ।
[সম্পাদনা] গ্রন্থতালিকা
|
|
[সম্পাদনা] ছোটদের বই
|
|
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।