মোঁ ব্লঁ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোঁ ব্লঁ (ফরাসি ভাষায়: Mont Blanc), আক্ষরিক অর্থে "শুভ্র পর্বত", আল্পস পর্বতমালা ও পশ্চিম ইউরোপের সর্বোচ্চ পর্বত। সমুদ্রতল থেকে এর সর্বোচ্চ বিন্দুর উচ্চতা ৪৮০৮ মিটার।
পর্বতটি ইতালির আওস্তা উপত্যকা এবং ফ্রান্সের ওত-সাভোয়া এলাকার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। পর্বতশীর্ষটি কোন্ দেশে অবস্থিত তা নিয়ে বিতর্ক আছে। ফ্রান্স ও ইতালি উভয়েই এটিকে নিজ নিজ দেশের অন্তর্গত বলে দাবী করে। ১৮৬১ সালে ফ্রান্স ও সার্দিনিয়া রাজ্যের মধ্যে এক আলোচনায় পর্বতটির শীর্ষবিন্দুতে দেশ দুইটির সীমানা নির্ধারিত হয়।
মোঁ ব্লঁ-র কাছে অবস্থিত সবচেয়ে পরিচিত দুইটি শহর হচ্ছে ইতালির আওস্তা উপত্যকার কুরমাইয়োর এবং ফ্রান্সের ওত-সাভোয়া এলাকার শামোনিক্স। শামোনিক্সেই প্রথম শীতকালীন অলিম্পিক্সের আসর বসে। মোঁ ব্লঁ-র তলদেশ দিয়ে ১৯৫৭ ও ১৯৬৫ সালের মধ্যে এই দুই শহরের মধ্যে সংযোগ স্থাপনকারী ১১.৬ কিলোমিটার দীর্ঘ মোঁ ব্লঁ টানেল খোঁড়া হয়।
মোঁ ব্লঁ ও তার আশেপাশের পর্বতগুলি পাহাড় চড়া ও স্কি করার এলাকা হিসেবে জনপ্রিয়।