ডেনীয় ভাষা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডেনীয় dansk ডান্স্ক্ |
||
---|---|---|
যেসব রাষ্ট্রে প্রচলিত: | ডেনমার্ক, ফেরো দ্বীপপুঞ্জ, গ্রীনল্যান্ড, আইসল্যান্ড, জার্মানি (শ্লেস্ভিগ-হোলষ্টাইন), সুইডেন (স্ক্যনে) | |
মোট ভাষাভাষী সংখ্যা: | ৫.৫ লক্ষ | |
ভাষা পরিবার: | ইন্দো-ইউরোপীয় জার্মানীয় উত্তর জার্মানীয় পূর্ব স্ক্যান্ডিনেভীয় ডেনীয় |
|
প্রাতিষ্ঠানিক মর্যাদা | ||
যেসব দেশের রাষ্ট্রভাষা: | ডেনমার্ক, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি (সুরক্ষিত সংখ্যালঘু ভাষা) | |
নিয়ন্ত্রক সংস্থা: | Dansk Sprognævn (ডেনীয় ভাষা কমিটি) | |
ভাষা কোডসমূহ | ||
ISO 639-1: | da | |
ISO 639-2: | dan | |
ISO/FDIS 639-3: | dan | |
দ্রষ্টব্য: এই পাতায় ইউনিকোড-ভিত্তিক আন্তর্জাতিক ধ্বনিমূলক লিপি ব্যবহৃত হয়েছে। |
ডেনীয় ভাষা (ডেনীয় ভাষায়: Dansk ডান্স্ক্, ইংরেজি ভাষায়: Danish ড্যানিশ) ডেনমার্কের রাষ্ট্রভাষা। ভাষাটি ইন্দো-ইউরোপীয় ভাষাপরিবারের জার্মানীয় শাখার উত্তর (স্ক্যান্ডিনেভীয়) দলের অন্তর্গত। ডেনমার্কে প্রায় ৫০ লক্ষ লোক এতে কথা বলেন। এছাড়া কানাডা, জার্মানি, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, সংযুক্ত আরব আমিরাত ও মার্কিন যুক্তরাষ্ট্রে এ ভাষায় লোকে কথা বলে। বিশ্বজুড়ে ডেনীয় ভাষাভাষীর সংখ্যা প্রায় ৬০ লক্ষ।
ধারণা করা হয় ১৩শ শতকের দিকে ডেনীয় ভাষা প্রাচীন নর্স ভাষা থেকে উদ্ভূত হয়। ১৬শ শতকের লিখিত দলিল থেকে দেখা যায় অন্যান্য স্ক্যান্ডিনেভীয় ভাষা থেকে এটি তখনই আলাদা ছিল।
ডেনমার্ক ছাড়াও ডেনমার্কের প্রাক্তন উপনিবেশ গ্রিনল্যান্ড ও ফারাও দ্বীপপুঞ্জে ডেনীয় একটি সরকারী ভাষা এবং ঐ অঞ্চলগুলির স্কুলে ডেনীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক। এছাড়া ডেনমার্ক-জার্মানির সীমান্তে অবস্থিত জার্মানির শ্লেসভিগ-হোলষ্টাইন অঞ্চলের উত্তর প্রান্তে প্রায় ৫০,০০০ লোক ডেনীয় ভাষায় কথা বলেন, এবং সেখানে ডেনীয় একটি সংখ্যালঘু ভাষা হিসেবে সুরক্ষিত।