রিয়াল মাদ্রিদ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রিয়াল মাদ্রিদ | |||||||||||||||||||||||||||||||||
![]() |
|||||||||||||||||||||||||||||||||
পূর্ণ নাম | রিয়াল মাদ্রিদ ক্লাব ডি ফুটবল | ||||||||||||||||||||||||||||||||
ডাকনাম | লস ব্লাঙ্কোস (সাদা) লস মেরেঙ্গুইস লস গ্যালাক্টিকো (সুপার-স্টার) |
||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
প্রতিষ্ঠা | মার্চ ৬ ১৯০২ (সোসিয়েদাদ মাদ্রিদ ফুট-বল ক্লাব হিসেবে) |
||||||||||||||||||||||||||||||||
মাঠ | সান্তিয়াগো বার্নাব্যু মাদ্রিদ, স্পেন |
||||||||||||||||||||||||||||||||
ধারনক্ষমতা | ৮০,৩৫৪ | ||||||||||||||||||||||||||||||||
চেয়ারম্যান | ![]() |
||||||||||||||||||||||||||||||||
প্রধান কোচ | ![]() |
||||||||||||||||||||||||||||||||
লীগ | লা লিগা | ||||||||||||||||||||||||||||||||
২০০০৬-০৭ | লা লিগা, প্রথম | ||||||||||||||||||||||||||||||||
|
রিয়াল মাদ্রিদ ক্লাব ডি ফুটবল একটি স্পেনীয় পেশাদার ফুটবল ক্লাব, যার অবস্থান স্পেনের মাদ্রিদে। এটি বিংশ শতাব্দীর সফলতম ক্লাব এবং ইউরোপের সবচেয়ে বেশি শিরোপা জেতা দল। ক্লাবের বাস্কেটবল শাখাও অনুরুপ সাফল্য লাভ করেছে। দলের পোশাকের মূল রঙ হচ্ছে সাদা টি-শার্ট ও শর্টস এবং নীল মোজা
ক্লাবটি ফিফার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।[১] রিয়াল মাদ্রিদের নিজস্ব মাঠ মাদ্রিদে অবস্থিত সান্তিয়াগো বার্নাব্যু। রিয়াল মাদ্রিদ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জিতেছে রেকর্ড ৯ বার এবং লা লিগা জিতেছে রেকর্ড ২৯ বার। দলটির বিশ্রামে থাকা খেলোয়াড়দের নিয়ে রিয়াল মাদ্রিদ ক্যাস্তিলা নামে একটি ফুটবল দল এবং রিয়াল মাদ্রিদ ব্যালনকেস্তো নামে একটি সফল বাস্কেটবল দল রয়েছে। বর্তমানে ক্লাবটি একটি রাগবি দল ও ফর্মুলা ওয়ান দল প্রতিষ্ঠার চেষ্টা করছে। অন্যান্য ফুটবল দলের মত রিয়াল মাদ্রিদের মালিকানা কখনো বদল হয়নি। এটি ১৯০২ সালে প্রতিষ্ঠা লগ্নের সদস্যদের দ্বারাই পরিচালিত হচ্ছে। ২০০০ সালের ডিসেম্বর ২৩ তারিখে ফিফা রিয়াল মাদ্রিদকে বিংশ শতাব্দীর জন্য শতাব্দীর শ্রেষ্ঠ দল পুরস্কার দেয়।
ক্লাবের ইতিহাসে এটিকে অনেক ডাকনামে ডাকা হয়েছে। প্রথমটি ছিল লস মেরেঙ্গুয়েস, মেরিঙ্গু নামে একটি সাদা খাবার থেকে যেটির নামকরন করা হয়েছে। পরে আসে লস ব্লাঙ্কোস। দুটি নামই ক্লাবের পুরো সাদা পোশাকের প্রতিনিধিত্ব করে। ১৯৭০ দশকে এটির ডাকনাম লস ভাইকিংস জনপ্রিয়তা পায়, কারন কিছু উত্তর ইউরোপের কিছু খেলোয়াড়কে দলভুক্ত করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে দলটি লস গ্যালাক্টিকোস বা মহাতারকা নামে পরিচিত কেননা বিশ্বের অনেক দামী তারকা এখানে খেলছেন।
[সম্পাদনা] বহিঃসংযোগ
- Realmadrid.com - Official website Template:Es icon / Template:En icon / (Japanese)
Template:Primera División de España
জি-১৪ সদস্যগণ
|
---|
|
Template:Link GA