আফতাব আহমেদ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আফতাব আহমেদ বাংলাদেশ (Ban) |
||
ব্যাটিং ধরন | ডান-হাতি-ব্যাট | |
---|---|---|
বোলিং ধরন | ডান-হাতি-মিডিয়াম | |
টেস্ট | ওডিআই | |
ম্যাচ | ১০ | ৬৬ |
রান | ৩৯৫ | ১৫৯৮ |
ব্যাটিং গড় | ২০.৭৮ | ২৬.৬৩ |
১০০/৫০ | -/১ | -/১২ |
সর্বোচ্চ রান | ৮২* | ৯২ |
বল ওভার | ২১০ | ৭০৩ |
উইকেট | ৩ | ১২ |
বোলিং গড় | ৫৮.৬৬ | ৫১.০৮ |
ইনিংসে ৫ উইকেট | - | ১ |
ম্যাচে ১০ উইকেট | - | নেই |
শ্রেষ্ঠ বোলিং | ১/২৮ | ৫/৩১ |
ক্যাচ/স্ট্যাম্পিং | ৪/- | ২০/- |
২৪ মে, ২০০৭ পর্যন্ত |
আফতাব আহমেদ চৌধুরী (জন্ম নভেম্বর ১০, ১৯৮৫, চট্টগ্রাম) বাংলাদেশ ক্রিকেট দলের ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং ডানহাতি স্লো মিডিয়াম পেস বোলার। টেস্ট খেলায় তাঁর অভিষেক হয় ২০০৪ সালে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে। আর একদিনের খেলায় অভিষেক হয় একই বছর বার্মিংহামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
সূচিপত্র |
[সম্পাদনা] প্রাথমিক জীবন
আফতাবের জন্ম ও শৈশব কেটেছে চট্টগ্রামে। তার প্রথম বিদ্যালয় সেন্ট. মেরি স্কুল। শুরুর দিকে আফতাবের আন্তর্জাতিক খেলার প্রতি তেমন টান ছিলনা, এমনকি তিনি এটাকে নির্যাতন বলেও মনে করতেন। পরিবার ও বন্ধুবান্ধব থেকে দূরে থাকতে হবে ভেবে তিনি বিকেএসপিতে ভর্তি হতে অস্বীকৃতি জানিয়েছিলেন। কিন্তু তার পিতা ক্রীড়ামোদী ছিলেন এবং তার ছেলেকে ক্রিকেটার বানাতে অত্যন্ত উৎসাহী ছিলেন। আফতাব তার ক্রিকেটীয় জীবন সম্পর্কে উৎসাহী ছিলেননা এবং তার ক্রিকেট ক্যাম্প থেকে পালিয়ে আসার ঘটনাও রয়েছে। দলে সুযোগ না পাওয়ার কারনে তার মধ্যে হতাশার সৃষ্টি হয়েছিল। তিনি বলেন, "আমি অনেক বার ক্যাম্পে ডাক পেয়েছিলাম, কিন্তু কখনো দলে ঢুকতে পারিনি।" শেষ পর্যন্ত প্রতীক্ষার অবসান ঘটে এবং তিনি দলে সুযোগ পান। তার পিতা ক্রিকেট বিশ্বকাপ ১৯৯৯ চলাকালে মারা যান।[১]
[সম্পাদনা] আন্তর্জাতিক ক্যারিয়ার
[সম্পাদনা] ক্যারিয়ার রেকর্ড
[সম্পাদনা] টেস্ট
টেস্ট অভিষেক: বিপক্ষ নিউজিল্যান্ড, এমএ আজিজ, ২০০৪
- টেস্টে সর্বোচ্চ রান ৮২*, বিপক্ষ ইংল্যান্ড, চেস্টারলি স্ট্রীট, ২০০৫
[সম্পাদনা] একদিনের আন্তর্জাতিক
একদিনের খেলায় অভিষেক: বিপক্ষ দক্ষিণ আফ্রিকা, বার্মিংহাম, ২০০৪-২০০৫
- একদিনের আন্তর্জাতিকে সর্বোচ্চ রান ৮১*, বিপক্ষ জিম্বাবুয়ে, বঙ্গবন্ধু, ২০০৪-২০০৫
- শ্রেষ্ঠ বোলিং ৩১ রানে ৫ উইকেট (৫/৩১), বিপক্ষ নিউজিল্যান্ড, বঙ্গবন্ধু
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ ছুটির দিনে, দৈনিক প্রথম আলো, এপ্রিল ৮, ২০০৬
[সম্পাদনা] বহিঃসংযোগ
![]() |
বাংলাদেশ দল - ক্রিকেট বিশ্বকাপ ২০০৭ | ![]() |
---|---|---|
১ বাশার (অ) | ২ নাফিস | ৩ তামিম | ৪ আফতাব | ৫ সাকিবুল | ৬ আশরাফুল | ৭ রহীম (উর) | ৮ রফিক | ৯ রাজ্জাক | ১০ মর্তুজা | ১১ শাহাদাত | ১২ বৈষ্য | ১৩ রাসেল | ১৪ সালেহ | ১৫ ওমর | ১৬ রেজা | কোচ: হোয়াটমোর বৈষ্য আঘাতপ্রাপ্ত হওয়ায় তার স্থলে রেজা এসেছেন |