আলাপ:বাংলাদেশ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশ
সূচিপত্র |
[সম্পাদনা] নিবন্ধ
উইকিপেডিয়া:উইকিপ্রকল্প নিবন্ধ মানোন্নয়ন এর অধীনে এই নিবন্ধের উপর আজ ০০:৪৪, ১৭ জুলাই ২০০৬ (UTC) হতে আমরা কাজ শুরু করছি। যেভাবে আগাচ্ছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাংলাপিডিয়া কেন, যেকোন বিশ্বকোষের ভুক্তির চাইতেই বাংলাদেশেরএই নিবন্ধটি অনেক বেশি সম্পৃদ্ধ হবে। --রাগিব (আলাপ | অবদান) ০০:৪৪, ১৭ জুলাই ২০০৬ (UTC)
[সম্পাদনা] বাংলাদেশের জাতীয় পতাকা
নিবন্ধটি উইকিপিডিয়াতে রয়েছে, কিন্তু এখানে বানান পার্থক্যের জন্য উইকিপিডিয়া আন্তঃসংযোগটি লাল হয়ে আছে। বাংলাদেশ এর জাতীয় পতাকা হতে বাংলাদেশের জাতীয় পতাকা করুন। --mak ০২:২৪, ১৮ জুলাই ২০০৬ (UTC)
[সম্পাদনা] মানচিত্র
আরো সঠিক মানচিত্র প্রয়োজন। বর্তমানটিতে সীমারেখার আকৃতি ঠিক নাই। কেউ একজন যত্নকরে হাতদিয়ে এঁকে তারপর scan করলে ভালো হয়--সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৬:৫৬, ২০ জুলাই ২০০৬ (UTC)
- ও তা তো বটেই, কমন্সে ইতোমধ্যেই মানচিত্র আছে। ইংরেজি উইকির en:Bangladesh নিবন্ধে দেখে নিন, বেশ ডিটেইল্ড মানচিত্র আছে। --রাগিব (আলাপ | অবদান) ০৬:৫৯, ২০ জুলাই ২০০৬ (UTC)
- I have uploaded the image from en wiki. Now I think the map looks OK. Auyon
[সম্পাদনা] How do you type Bengali?
I know this may sound foolish to you professionals but I really don't know how to write Bengali in Wikipedia. If I did I would love to contribute. By the way, could the text size be increased, it is OK for me but the other day I was showing my dadabhai this site and most unfortunately I had to read aloud. Dhakaiya from English Wikipedia.
- Download Avro keyboard. It has a phonetic typing option which is really cool. If you are using Mozilla firefox then pressing (ctrl)+(+) would give you larger font. --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৯:৫৯, ১৩ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
[সম্পাদনা] ৫৫,৫৯৮ বর্গ মাইল
I have tried to make new article on the red link over ৫৫,৫৯৮ বর্গ মাইল in info box, It directed me to a page titeled ৫৫,৫৯৮ বর্গ মাইল!!. As in en wiki, the link should be বর্গ মাইল. Would you please fix it? Auyon ০৯:১১, ১৫ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
[সম্পাদনা] স্বাধীন বাংলাদেশ (১৯৭২-বর্তমান)
স্বাধীন বাংলাদেশ (১৯৭২-বর্তমান) অংশে একটি নতুন লাইন যোগ করতে চাই ৷ আশা করি যে লেখাগুলো যোগ করতে চাই তাতে নিবন্ধের নিরপেক্ষতা নষ্ট হবে না ৷ - "বাংলাদেশ একটি ভাষাভিত্তিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করলেও, এরশাদের শাসনকালে বাংলাদেশকে সেই ধর্মনিরপেক্ষ আদর্শ থেকে বিচ্যুত করে ইসলামিক রাষ্ট্রে পরিবর্তিত করা হয়।"
ব্যকরণগত একটি ত্রুটিও নজরে পড়ল - "দরিদ্রতা" এর পরিবর্তে "দারিদ্র" হবে ৷
বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার সম্বন্ধেও কিছু তথ্য যোগ করা যেতে পারে ৷ Aamibaangaali ১৬:১৫, ১৮ মে ২০০৭ (UTC)
- "একটি ভাষাভিত্তিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র " কথাগুলো আরও সহজ ভাবে লিখুন। ধর্মনিরপেক্ষ ঠিক আছে কিন্তু ভাষাভিত্তিক কথাটা বুঝতে পারলাম না। লাইনটা পুনরায় সহজ ভাষায় লিখুন। এরশাদের আমল না বলে এখানে বছর উল্লেখ্য করুন কারণ এখানে এরশাদের আমলে ধর্মনিরপেক্ষতা নষ্ট কথাটা এরশাদের বিপক্ষে কোন কথা বলছেন এমন শোনাচ্ছে। আপনি যে তথ্য যোগ করবেন তার নির্ভরযোগ্য তথ্যসূত্র যোগ করুন। যেন যাচাই করা যায়। যেমন বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে জন্ম নিয়েছে। কোথায় উল্লেখ্য আছে? উক্ত বছরে তা পরিবর্তন করা হয়েছে। কোথায় উল্লেখ্য আছে? এমন। আশা করি আপনি বুঝতে পেরেছেন, আপনার কোন লাইনে নিবন্ধের নিরপেক্ষতা নষ্ট হয়। ধন্যবাদ।--বেলায়েত ১৬:৩৫, ১৮ মে ২০০৭ (UTC)