ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি |
|
---|---|
প্রতিষ্ঠা | ২৭ মার্চ ১৯৮১ উদ্বোধন: ১৪ জুলাই ১৯৮৮ |
ধরণ | আন্তর্জাতিক |
আচার্য | ওআইসি-এর মহাসচিব |
উপাচার্য | অধ্যাপক ডঃ মুহাম্মদ ফজলে ইলাহী |
কর্মচারী ও কর্মকর্তা | ২০১ |
স্নাতক | ৮৯০ |
স্নাতকোত্তর | ১৫০ |
অবস্থান | গাজীপুর জেলা, ঢাকা বিভাগ, বাংলাদেশ |
ঠিকানা | বোর্ড বাজার, গাজীপুর-১৭০৪ |
প্রাঙ্গন | নগর, ৩০ একর |
ওয়েবসাইট | http://www.iutoic-dhaka.edu |
ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (Islamic University of Technology) বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত একটি আন্তর্জাতিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এটি মূলত একটি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিল এবং বর্তমানে বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মালিকানা ইসলামী সম্মেলন সংস্থা তথা ওআইসি'র হাতে এবং এর লক্ষ্য ওআইসিভুক্ত সকল রাষ্ট্রের ছাত্রদের জন্য পড়াশোনার সুব্যবস্থা করে দেয়া এবং প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষার ক্ষেত্রে মুসলমানদের এগিয়ে নিয়ে আসা।
সূচিপত্র |
[সম্পাদনা] অবস্থান
[সম্পাদনা] ইতিহাস
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলোজি অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স বা OIC'র সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় । OIC'র ৫৭ টি দেশের ছাত্ররা এখানে পড়তে আসে । ১৯৭৮ সালে সেনেগালের ডাকারে অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নবম বৈঠকে মুসলিম রাষ্ট্রগুলোর প্রকৌশল ও ভোকেশনাল প্রশিক্ষণ ও গবেষণার কেন্দ্র হিসাবে বাংলাদেশের গাজীপুরে এটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়া হয় করা হয় । বাংলাদেশ সরকারের প্রদান করা ৩০ একর জমিতে ১৯৮১ সালের ২৭ এ মার্চ বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্হাপিত হয় । সেসময় এটির নামকরণ করা হয় ICTVTR । ১৯৯৪ সালে মরক্কোর রাজধানী ক্যাসাব্লাঙ্কায় মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের তেইশতম বৈঠকে এটির নাম ইসলামিক ইনস্টিটিউট অব টেকনোলোজি হিসাবে পরিবর্তন করা হয় । পরবর্তীতে ২০০১ সালের ২৫-২৭ জুন মালিতে অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আঠাশতম বৈঠকে এটির নাম পুনরায় পরিবর্তন করে বর্তমানের ইসলামিক ইনিভার্সিটি অব টেকনোলোজিতে রূপান্তর করা হয় ।
[সম্পাদনা] প্রতিষ্ঠা
বাংলাদেশ সরকারের প্রদান করা ৩০ একর জমিতে ১৯৮১ সালের ২৭ এ মার্চ বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্হাপিত হয় ।
[সম্পাদনা] অগ্রগতি
[সম্পাদনা] কোর্সসমূহ
[সম্পাদনা] ইন্সট্রাক্টর ট্রনিং প্রোগ্রামসমূহ
- প্রাযুক্তিক শিক্ষায় মাস্টার্স অফ সাইন্স (এসএসসি টিই)
- প্রাযুক্তিক শিক্ষায় স্নাতকোত্তর ডিপ্লোমা (পিজিডিটিই)
- প্রাযুক্তিক শিক্ষায় ব্যাচেলর অফ সাইন্স (বিএসসি টিই)
[সম্পাদনা] প্রকৌশল এবং প্রযুক্তি বিষয়ক প্রোগ্রামসমূহ
- স্নাতকোত্তর কোর্সসমূহ:
- যন্ত্র প্রকৌশলে মাস্টার্স অফ সাইন্স
- তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলে মাস্টার্স অফ সাইন্স
- যন্ত্র প্রকৌশলের মাস্টার
- তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলের মাস্টার
- কম্পিউটার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিতে মাস্টার্স অফ সাইন্স
- কম্পিউটার বিজ্ঞান ও প্রয়োগে মাস্টার্স অফ সাইন্স
[সম্পাদনা] কম্পিউটার সেন্টার
[সম্পাদনা] গ্রন্থাগার
[সম্পাদনা] অবকাঠামো
[সম্পাদনা] হলসমূহ
[সম্পাদনা] ক্যাফেটেরিয়া
আইউটি তে দুইটি ক্যাফেটেরিয়া ( কেন্দ্রীয় ও উত্তর ) আছে যেখানে ছাত্ররা সকালের নাস্তা ও দুইবেলা খাদ্য গ্রহন করে । বিশ্ববিদ্যালয় ছাত্রদের প্রতিমাসে ৫০ ডলার মূল্যমানের সকালের নাস্তা, দুপুরের ও রাতের খাবার পরিবেশন করে । এই খরচ ছাত্রদের বহন করতে হয় না, বিশ্ববিদ্যালয় তা বহন করে থাকে ।
[সম্পাদনা] স্টুডেন্টস সেন্টার
[সম্পাদনা] শিক্ষা ভবন
[সম্পাদনা] খেলাধুলা
[সম্পাদনা] মিলনায়তন
[সম্পাদনা] আরও দেখুন
বাংলাদেশের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় - সম্পাদনা |
---|
ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি |