ব্রিটিশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ব্রিটিশ (ইংরেজি: British) ব্রিটেনের বিশেষণীয় রূপ। ব্যুৎপত্তি অনুসারে British শব্দটি Pretannic থেকে এসেছে, যা বৃহৎ ব্রিটেন ও আয়ারল্যান্ডের অধিবাসীদের একসাথে নির্দেশ করার জন্য ব্যবহার করা হত। বিস্তারিত দেখুন ব্রিটিশ দ্বীপপুঞ্জ (পরিভাষা) নিবন্ধে।

ব্রিটিশ শব্দটি নীচের বিভিন্ন প্রতিবেশে ব্যবহৃত হতে পারে:

  • ভৌগলিক প্রতিবেশে বা প্রসঙ্গে উল্লেখ হলে, ব্রিটিশ বলতে সাধারণত বৃহৎ ব্রিটেন থেকে আগত বস্তু বা ব্যক্তিকে বোঝায়; কদাচিৎ যুক্তরাজ্য থেকে আগত বস্তু বা ব্যক্তি বোঝাতেও এটি ব্যবহৃত হয়।
  • রাজনৈতিক প্রসঙ্গে ব্যবহার করা হলে এটি নীচের যেকোন স্থান বা জাতি হতে আগত ব্যক্তি বা বস্তু নির্দেশ করতে পারে:
    • ১৭০৭ থেকে ১৮০১ – বৃহৎ ব্রিটেন রাজ্য (Kingdom of Great Britain)
    • ১৮০১ থেকে ১৯২২ – বৃহৎ ব্রিটেন ও আয়ারল্যান্ড যুক্তরাজ্য (United Kingdom of Great Britain and Ireland)
    • ১৯২২ থেকে বর্তমান – বৃহৎ ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ড যুক্তরাজ্য (United Kingdom)
    • ব্রিটিশ সাম্রাজ্য (British Empire), বিশেষত ব্রিটিশ উত্তর আমেরিকা (British North America) ও ব্রিটিশ ভারত (British India)
    • এছাড়া "ব্রিটিশ" শব্দটি উপসর্গ হিসেবে যুক্তরাজ্য কর্তৃক অধিকৃত বা তার অধীন কোন অঞ্চল বা প্রশাসনিক এলাকার নামের আগে ব্যবহার করা হত। যেমন - ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ (British Virgin Islands), ব্রিটিশ ভারতীয় মহাসাগর প্রশাসনিক এলাকা (British Indian Ocean Territory), বা ব্রিটিশ কলাম্বিয়া (British Columbia)।
  • 'ব্রিটিশ দ্বীপপুঞ্জ' (British Isles)
  • ঐতিহাসিক প্রসঙ্গে এটি ব্রিটিশ সাম্রাজ্যের, যুক্তরাজ্যের বা ব্রিটিশ সৈন্যদের শাসনাধীন অঞ্চল বোঝাতে পারে।

[সম্পাদনা] আরও দেখুন

  • ব্রিটিশের বিকল্প শব্দসমূহ
  • ব্রিটিশ জাতীয়তা আইন
  • ব্রিটন
  • কৃষ্ণাঙ্গ ব্রিটিশ
  • শ্বেতাঙ্গ ব্রিটিশ

[সম্পাদনা] তথ্যসূত্র


অন্যান্য ভাষা