শক্তি ঔষধালয়
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শক্তি ঔষধালয় বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত একটি ঐতিহ্যবাহী আয়ুর্বেদ-ভিত্তিক ঔষধালয়। এটির প্রধান কেন্দ্র পুরানো ঢাকার পাটুয়াটুলি এলাকায় অবস্থিত। উপমহাদেশের প্রথম আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র হিসাবে শক্তি ঔষধালয় প্রতিষ্ঠিত হয় ১৯০১ সালে। এর প্রতিষ্ঠাতা ছিলেন মথুরামোহন চক্রবর্তী।
শুরুতে শক্তি ঔষধালয়ের প্রধান দুটি ঔষধ ছিলো চ্যবনপ্রাস ও স্বর্নসিঁদুর।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পরে সরকার শক্তি ঔষধালয়ের মালিকানা গ্রহণ করে। পরে ১৯৮০ সালে পুনরায় এটিকে বেসরকারী মালিকানায় ফিরিয়ে দেয়া হয়। বর্তমানে সারা দেশে শক্তি ঔষধালয়ের ৩৭টি শাখা রয়েছে। ঔষধ প্রস্তুতি ছাড়াও শক্তি ঔষধালয় আয়ুর্বেদ-বিষয়ক পুস্তিকা "শক্তির গৃহ চিকিৎসা" প্রকাশ করে।