অ্যাভোগাড্রো সংখ্যা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কোন পদার্থের এক মোলে বিদ্যমান অণুর সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। এটি একটি ধ্রুবসংখ্যা যাকে দ্বারা সূচিত করা হয়।
= ৬.০২ X ১০২৩। বিভিন্ন পদ্ধতিতে অ্যাভোগাড্রো সংখ্যার নির্ণীত মানের মধ্যে পার্থক্য অতি সামান্য পরিলক্ষিত হয়। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধেই সর্বপ্রথম গ্যাসের গতিতত্ত্ব থেকে এর মান প্রাক্কলন করা হয়।
এর সবচেয়ে নির্ভুল মান পাওয়া যায় রঞ্জনরশ্মি পরিমাপ এবং ঘনত্ব উপাত্ত থেকে। এটি একটি অত্যাধুনিক পদ্ধতি। অতি সাম্প্রতিককালের পরিমাপসমূহ থেকে এর যে মান পাওয়া গেছে তা হলো ৬.০২২১০ X ১০২৩।
এই সংখ্যাটির নামকরণ করা হয়েছে ইতালীয় রসায়নবিদ আমাদিও আভোগাদ্রোর নামানুসারে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।