সম্ভাবনা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সম্ভাবনা (ইংরেজি ভাষায়: Probability) বা সম্ভাবনা তত্ত্ব হচ্ছে গণিতের একটি শাখা যেখানে গণনামূলকভাবে কোন ঘটনা বা পরীক্ষার একটি নির্দিষ্ট ফলাফলে উপনীত হবার সম্ভাবনা বের করা হয়। বিন্যাস ও সমাবেশ (permutations and combinations)-এর গবেষণা সম্ভাবনা নির্ণয়ে কাজে আসে। সম্ভাবনা পরিসংখ্যানের অন্যতম ভিত্তি।

১৭শ শতকের গণিতবিদ পিয়ের দ্য ফের্মা ও ব্লেস পাসকালকে সম্ভাবনা তত্ত্বের ভিত্তি স্থাপনকারী গণিতবিদ হিসেবে গণ্য করা হয়, তবে এর পূর্বে জিরোলামো কারদানো এর উপর গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

অন্যান্য ভাষা