বৃষ রাশি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বৃষ রাশি
বৃষ রাশি
বড় করে দেখার জন্য এখানে ক্লিক করুন
সংক্ষিপ্ত রুপ: Tau
জেনিটিভ: টাউরি
প্রতীকী তাৎপর্য: ষাড়
বিষুবাংশ: ৪ ঘ
বিষুবলম্ব: +১৫°
ক্ষেত্রফল: ৭৯৭ বর্গ ডিগ্রী (১৭তম)
প্রধান তারাসমূহ:
বেয়ার/ফ্ল্যামস্টিডের তারাসমূহ: ১৫
জানা গ্রহবিশিষ্ট তারাসমূহ:
উজ্জ্বল তারাসমূহ:
নিকটতম তারাসমূহ:
উজ্জ্বলতম তারা: Aldebaran (আলফা টাউ) (০.৯এম)
নিকটতম তারা: ১০ টাউরি (৪৪.৭ আ.ব)
মেসিয়ার বস্তুসমূহ:
উল্কা বৃষ্টিসমূহs: টাউরিড্‌স
বিটা টাউরিড্‌স
সীমান্তবর্তী তারামণ্ডলসমূহ: অরিগা মণ্ডল
পরশু মণ্ডল
মেষ রাশি
তিমি মণ্ডল
যামী মণ্ডল
কালপুরুষ মণ্ডল
মিথুন রাশি
+৯০° এবং −৬৫° সীমারেখার মধ্যে দেখা যায়
যে সময়ে সবচেয়ে স্পষ্ট দেখা যায়: ২১:০০ (বিকাল ৯:০০)
যে মাসে দেখা যায়: জানুয়ারি


জ্যোতিষ শাস্ত্রের আলোকে বৃষ রাশি সম্বন্ধে জানতে হলে দেখুন: বৃষ রাশি (জ্যোতিষ শাস্ত্র)

বৃষ রাশি (ইংরেজি: Taurus) পৃথিবী থেকে দৃশ্যমান মহাকাশের একটি তারামণ্ডল। তারা মণ্ডল হলেও ১২ টি রাশির একটি বিধায় একে বৃষ রাশি বলা হয়। এই রাশিটি কালপুরুষ মণ্ডলের উত্তর-পশ্চিম দিকে অবস্থিত।

সূচিপত্র

[সম্পাদনা] গুরুত্বপূর্ণ বিষয়সমূহ

[সম্পাদনা] গুরুত্বপূর্ণ গভীর আকাশের বস্তুসমূহ

[সম্পাদনা] তারাসমূহ

কালপুরুষের কোমর বন্ধনী উপররের দিকে বাড়িয়ে দিলে তা একটি বড় তারার পাশ দিয়ে যায়। এই তারাটি আর্দ্রা নামক তারার ৯° উত্তরে এবং ১৫° পশ্চিমে অবস্থিত। এটিই বৃষ রাশির প্রথম তারা যার নাম আলফা-টরি। এর বাংলা নাম রোহিণী। এই তারাটি নক্ষত্রের একটি যোগতারা তথা প্রধান তারা। এজন্যই এর এ ধরণের নামকরণ করা হয়েছে। পাশ্চাত্য জগতে একে আলদিবরণ নামে ডাকা হয়। আরবী ভাষায় এর নাম আলদাবরান যার অর্থ যে তাড়া করে। আলফা-টরি পশ্চিমে কৃত্তিকা নক্ষত্র অবস্থিত যার আরবী নাম সুরাইয়া। সুরাইয়াকে তাড়া করে তথা এর পিছনে পিছনে যায় বলেই এর এই নাম রাখা হয়েছে।

আলফা-টরির পাশে ছোট ছোট কয়েকটি তারা মিলে একটি তারা স্তবক সৃষ্টি করেছে। এটি একটি মুক্ত স্তবক। একেই রোহিণী নক্ষত্র বলা হয়। পাশ্চাত্য জগতে এর নাম Hyades। এই নক্ষত্রের তারাগুলো এবং আলফা-টরি মিলে একটি V-আকৃতি গঠন করে যা দ্বারা বৃষ রাশির প্রতীকী ষাঁড়ের মুখ কল্পনা করা হয়। আলফা-টরি এই মুখের দক্ষিণ চোখ। এ হিসেবে বৃষের মুখ ও চোখ কিন্তু পৃথিবী থেকে সমান দূরে থাকার কথা। কিন্তু প্রকৃতপক্ষে মুখ গঠনকারী তারা স্তবকের ছোট ছোট তারাগুলো থেকে আলফা-টরি প্রায় ৩৭ আলোকবর্ষ দূরে অবস্থিত। অর্থাৎ রোহিণী নক্ষত্রের তারাগুলোর সাথে রোহিণী তারার (আলফা-টরির অপর নাম) কোন সম্পর্ক নেই। পৃথিবী থেকে কেবল এগুলোকে আমাদের একই দৃষ্টিরেখায় অবস্থিত বলে মনে হয়। এই আলফা-টরিকে বাদ দিলেও মুখের তারাগুলো প্রায় ৫৪ আলোকবর্ষ পরিমাণ স্থান অধিকার করে আছে। এই তারাগুলো সূর্য থেকে প্রতি সেকেন্ডে ২৮.৬ মাইল বেগে দূরে সরে যাচ্ছে। মুখে অবস্থিত তারাগুলোর এই গুচ্ছের কেন্দ্র আমাদের থেকে ১৩০ আলোকবর্ষ দূরে অবস্থিত। বৃষ রাশিচক্রের মধ্যে আলফা-টরি সবচেয়ে উজ্জ্বল তারা। এর ব্যাস সূর্যের ব্যাসের প্রায় ৪০ গুণ বেশী। এর কাছাকাছি আরও তিনটি তারা রয়েছে যেগুলো অন্য মণ্ডলে অবস্থিত। এগুলো হল মঘা (Regulus), জ্যেষ্ঠা (Antares) এবং মৎস্যমুখ (Fomalhaut)। এই তিনটি এবং আলফা-টরি তথা আলদিবরণ; এই চারটি তারাকে একসাথে রাজকীয় তারা (Royal stars) বলা হয়।

আলফা-টরির উত্তর-পশ্চিমে ছোট কয়েকটি তারা মিলে একটি সুন্দর গুচ্ছ তৈরী করেছে।

[সম্পাদনা] ইতিহাস

[সম্পাদনা] পুরাণ

[সম্পাদনা] সচিত্র বর্ণনা

[সম্পাদনা] তথ্যসূত্র

[সম্পাদনা] আরও দেখুন

[সম্পাদনা] বহিঃসংযোগ


জ্যোতির্বিজ্ঞান | রাশিচক্রের তারামণ্ডলসমূহ | জ্যোতিষ শাস্ত্র

মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক সর্পধারী ধনু মকর কুম্ভ মীন
 


আধুনিক ৮৮ টি তারামণ্ডল
ধ্রুবমাতা • বায়ুযন্ত্র • ধূম্রাট • কুম্ভ • ঈগল • বেদী • মেষ • অরিগা • ভূতেশ • সে-লাম • চিত্রক্রমেল • কর্কট • সারমেয় • মৃগব্যাধ • শূনী • মকর • ক্যারিনা • কাশ্যপেয় • মহিষাসুর • শেফালী • তিমি • কৃকলাস • বৃত্ত • কপোত • কোমা বারেনিসিস • দক্ষিণ কীরিট • উত্তর কীরিট • করতল • কাংস্য • ত্রিশঙ্কু • বক • শ্রবিষ্ঠা • সুবর্ণাশ্রম • তক্ষক • অশ্বতর • যামী • যজ্ঞকুণ্ড • মিথুন • সারস • হারকিউলিস • ঘটিকা • হ্রদসর্প • হ্রদ • সিন্ধু • গোধা • সিংহ • লঘু সিংহ • শশক • তুলা • শার্দূল • বনমার্জার • বীণা • মেনসা • অনুবীক্ষণ • একশৃঙ্গী • মক্ষিকা • মানদন্ড • অষ্টাংশ • সর্পধারী • কালপুরুষ • ময়ুর • পক্ষীরাজ • পরশু • সম্পাতি • চিত্রপট • মীন • দক্ষীণ মীন • পাপিস • পিক্সিস • আড়ক • বাণ • ধনু • বৃশ্চিক • ভাস্কর • স্কুটাম • সর্প • ষষ্ঠাংশ • বৃষ • দূরবীক্ষণ • ত্রিকোণ • দক্ষিণ ত্রিকোণ • টুকানা • সপ্তর্ষি • লঘু সপ্তর্ষি • ভেলা • কন্যা • পতত্রীমীন • শৃগাল
টলেমি কর্তৃক তালিকাকৃত ৪৮টি তারামণ্ডল
ধ্রুবমাতা • রাশি • ঈগল • বেদী • অর্ণবযান • মেষ • প্রজাপতি • ভূতেশ • কর্কট • বৃহৎ কুকুর • ক্ষুদ্র কুকুর • মকর • কাশ্যপেয় • মহিষাসুর • শেফালী • তিমি • দক্ষিণ কীরিট • উত্তর কীরিট • করতল • খাদ • বক • শ্রবিষ্ঠা • তক্ষক • অশ্বযুগল • যামী • মিথুন • হারকিউলিস • হ্রদসর্প • সিংহ • শশক • তুলা • শার্দূল • বীণা • সর্পধারী • কালপুরুষ • পক্ষীরাজ • পরশু • মীন • দক্ষীণ মীন • বাণ • ধনু • বৃশ্চিক • সর্প • বৃষ • ত্রিকোণ • সপ্তর্ষি • লঘু সপ্তর্ষি • কন্যা


এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন