অগাস্টাস ডি মর্গান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অগাস্টাস ডি মর্গান (ইংরেজি: Augustus De Morgan) (২৭শে জুন, ১৮০৬১৮ই মার্চ, ১৮৭১) ভারতে জন্মগ্রহণকারী ব্রিটিশ গণিতবিদ ও যুক্তিবিজ্ঞানী। তিনি ডি মরগানের বিধিসমূহ (De Morgan's laws) আবিষ্কার করেন এবং গাণিতিক আরোহ পদ্ধতির (mathematical induction) ধারণা সুসংবদ্ধ (rigorous) করেন। চাঁদের ডি মর্গান জ্বালামুখটি তাঁর নামে নামকরণ করা হয়েছে।

অন্যান্য ভাষা