সুয়েডীয় ভাষা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুয়েডীয় Svenska স্ভেন্স্কা |
||
---|---|---|
যেসব রাষ্ট্রে প্রচলিত: | সুইডেন আর ফিনল্যান্ড | |
অঞ্চল: | উত্তর ইউরোপ | |
মোট ভাষাভাষী সংখ্যা: | ৯৩ লক্ষ | |
ক্রম: | ৮৯ | |
ভাষা পরিবার: | ইন্দো-ইউরোপীয় জার্মানীয় উত্তর জার্মানীয় পূর্ব স্ক্যান্ডিনেভীয় সুয়েডীয় |
|
প্রাতিষ্ঠানিক মর্যাদা | ||
যেসব দেশের রাষ্ট্রভাষা: | সুইডেন ডী ফ্যাক্টো, ফিনল্যান্ড (ফিনীয় নিয়ে) অলান্দ দ্বীপ ইউরোপীয় ইউনিয়ন (অন্য ইউরোপীয় ইউনিয়নের আমলা ভাষা নিয়ে) |
|
নিয়ন্ত্রক সংস্থা: | সুয়েডীয় ভাষার কাউন্সিল (সেমি-অফিশিয়াল) |
|
ভাষা কোডসমূহ | ||
ISO 639-1: | sv | |
ISO 639-2: | swe | |
ISO/FDIS 639-3: | swe | |
দ্রষ্টব্য: এই পাতায় ইউনিকোড-ভিত্তিক আন্তর্জাতিক ধ্বনিমূলক লিপি ব্যবহৃত হয়েছে। |
সুয়েডীয় ভাষা (সুয়েডীয় ভাষায়: Svenska স্ভেন্স্কা, ইংরেজি ভাষায়: Swedish language) ইউরোপ মহদেশের একটি ভাষা৷ সুইডেন, ফিনল্যান্ড এবং অলান্দ দ্বীপে এই ভাষার প্রচলন রয়েছে। ভাষাটি ইন্দো-ইউরোপীয় ভাষাপরিবারের জার্মানীয় শাখার উত্তর (স্ক্যান্ডিনেভীয়) দলের অন্তর্গত। ভাষাটি ডেনীয় ও নরওয়েজীয় ভাষার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। প্রায় ৯০ লক্ষ লোক এই ভাষায় কথা বলেন।
৯ম শতকের দিকে প্রাচীন নর্স ভাষা প্রাচীন পশ্চিমী নর্স (নরওয়ে ও আইসল্যান্ড) এবং প্রাচীন পূর্বী নর্স (সুইডেন ও ডেনমার্ক) - এই দুই ভাষায় বিভক্ত হয়ে যায়। ১২শ শতকে প্রাচীন পূর্বী নর্স থেকে সুয়েডীয় ও ডেনীয় স্বতন্ত্র ভাষা হিসেবে উদ্ভূত হয়। এগুলি ১৩শ শতকে যথাক্রমে প্রাচীন সুয়েডীয় ও প্রাচীন ডেনীয় ভাষায় রূপ নেয়। দুইটি ভাষাই বাল্টিক ও উত্তর সাগরীয় এলাকায় কথিত মধ্য নিম্ন জার্মান ভাষার প্রভাবাধীন ছিল।
সুয়েডীয় সুইডেনের কার্যত (de facto) জাতীয় ভাষা। ফিনল্যান্ডে ফিনীয়-র সাথে এটিও একটি সরকারী ভাষা এবং ফিনল্যান্ডের স্কুলে সুয়েডীয় শিক্ষা বাধ্যতামূলক। সুয়েডীয় ইউরোপীয় ইউনিয়নেরও একটি সরকারী ভাষা।