ফিফা বিশ্বকাপ ২০০৬

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

২০০৬ ফিফা বিশ্বকাপ - জার্মানি
FIFA Fußball-Weltmeisterschaft
Deutschland 2006
অফিসিয়াল লোগো
অফিসিয়াল লোগো
দল ৩২ (বাছাইপর্বে অংশগ্রহনকারী দল ১৯৮)
আয়োজক জার্মানি

'বিশ্বকাপ জয়ী'

ইতালি (৪ বার)
মোট খেলার সংখ্যা ৬৪
গোলের সংখ্যা ১৪৭ (গড়ে ম্যাচ প্রতি ২.২৯৭)
উপস্থিত দর্শক সংখ্যা ৩,৩৫৩,৬৫৫ (গড়ে প্রতি ম্যাচে ৫২,৪০১)
সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসা, জার্মানি (৫ গোল)


ফিফা বিশ্বকাপ ২০০৬ (অফিসিয়াল শিরোনাম ফিফা বিশ্বকাপ জার্মানি) ৯ জুন থেকে ৯ জুলাই,২০০৬ জার্মানিতে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের কোয়ালিফাইং রাউন্ড শেষে ৩২টি দল চুড়ান্ত হয়েছে। ২০০৬ ফাইনাল ফিফা বিশ্বকাপের ১৮ তম আসর। জুন ২০০০ইংল্যান্ড, ব্রাজিল, মরক্কো এবং দক্ষিণ আফ্রিকা কে বিড এ হারিয়ে জার্মানি ফিফা বিশ্বকাপ ২০০৬ আয়োজনের অধিকার অর্জন করে। ফিফা বিশ্বকাপ ২০০৬ মটো হচ্ছে "এ সময় বন্ধু করার"।

[সম্পাদনা] খেলার ফলাফল

[সম্পাদনা] প্রথম রাউন্ড

  • জুন ১৫:
    • ইকুয়েডর ৩ (টেনোরিও, দেলগাদো, কাভিয়েদেস)- কোস্টা রিকা ০
    • ইংল্যান্ড ২ - ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ০


বিশ্বকাপ ফুটবল আসর সমূহ
উরুগুয়ে ১৯৩০ •ইতালি ১৯৩৪ •ফ্রান্স ১৯৩৮ •ব্রাজিল ১৯৫০ •সুইজারল্যান্ড ১৯৫৪ •সুইডেন ১৯৫৮ •চিলি ১৯৬২ •ইংল্যান্ড ১৯৬৬ •মেক্সিকো ১৯৭০ •পশ্চিম জার্মানি ১৯৭৪ •আর্জেন্টিনা ১৯৭৮ •স্পেন ১৯৮২ •মেক্সিকো ১৯৮৬ •ইতালি ১৯৯০ •যুক্তরাষ্ট্র ১৯৯৪ •ফ্রান্স ১৯৯৮ •কোরিয়া/জাপান ২০০২ •জার্মানি ২০০৬ •দক্ষিণ আফ্রিকা ২০১০
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন
অন্যান্য ভাষা