উইকিপেডিয়া:সম্মিলন/ঢাকা ৪
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
![]() |
ঢাকা সম্মিলন ৪
|
ঢাকা শহরে অনেক উইকিপিডিয়ান থাকেন কিন্তু তাদের নিজেদের মধ্যে কখনও দেখা সাক্ষাৎ হয় না। আমরা চেষ্টা করছি অনুষ্ঠানটিকে উইকিপিডিয়ানদের একটি মিলনস্থল হিসেবে রুপ দিতে। তাই চেষ্টা করছি আনুষ্ঠানিক বা বড় করে অনানুষ্ঠানিক কিছু করার যাতে ঢাকা শহরে বসবাসরত উইকিপিডিয়ানদের নিয়মিত মিলন ঘটানো যায়। এবং আমরা চেষ্টা করছি নিয়মিত একসাথে বসার। আশা করছি দিন দিন এর অংশগ্রহণকারীর সংখ্যা বাড়বে।
সূচিপত্র |
[সম্পাদনা] কী, কেন, কোথায়, কবে, কখন, কোথায়, কারা, কিভাবে?
- কী?: ঢাকায় স্থানীয় উইকিপিডিয়ানদের সম্মিলন
- কেন?: নিবন্ধ অনুবাদ এবং পরবর্তী কার্যক্রম সম্পর্কে আলোচনা।
- মহাত্মা গান্ধী (Mahatma Gandhi)
- কবে?: ২৫ই আগস্ট, শনিবার, ২০০৭ (আলোচনার পাতায় মতামত দিন)
- কখন?: বিকেল ৪:০০ থেকে সন্ধ্যা ৭:০০ (আলোচনার পাতায় মতামত দিন)
- কোথায়?: বাংলা উইকি গ্রুপ অফিস (বিস্তারিত ঠিকানা)
- কারা?: সকল বাংলা এবং ইংরেজি ভাষার স্থানীয় উইকিপিডিয়ানগণসহ আগ্রহী সকলে
- কিভাবে?: (আলোচনার পাতায় মতামত দিন)
নিচের যে কোনও পরিচ্ছেদে #--~~~~ যোগ করে সম্মিলন সম্পর্কে আপনার ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটান। ধন্যবাদ।
[সম্পাদনা] উইকিপিডিয়ান যারা অবশ্যই অংশ নিবেন
[সম্পাদনা] উইকিপিডিয়ান যাদের অংশ নেওয়ার ইচ্ছা আছে
- সম্ভবত থাকতে পারবো না, কারণ চট্টগ্রামে এক ওপেন সোর্স ক্যাম্পে জেতে হবে।--বেলায়েত ১৮:২০, ১৮ আগস্ট ২০০৭ (UTC)