দ্যা ফুজিস
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
৯০ দশকের মাঝামাঝি সময়ের জনপ্রিয় আমেরিকান মিউজিক ব্যান্ড। হিপ হপ, সোল ও রেগে মিউজিক এদের প্রাথমিক সঙ্গিত। দলের সদস্যরা হল rapper ও সঙ্গিত পরিচালক ওয়াইসেলফ জিন, rapper ও গায়ক লরেন হিল এবং rapper প্রাজ মাইকেল । এরা সকলেই হেইটি থেকে আগত মূলতঃ একারনে তাদের ব্যান্ডের নামের উৎস হচ্ছে রিফুজি। তাদের দুটো এলবাম এর মধ্যে দ্যা স্কোর যা মাল্টি প্লাটিনাম ও Grammy জয়ী।