নলছিটি উপজেলা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নলছিটি বাংলাদেশের ঝালকাঠি জেলার অন্তর্গত একটি উপজেলা।
সূচিপত্র |
[সম্পাদনা] অবস্থান
নলছিটি উপজেলার আয়তন ২৩৭.১৭ বর্গ কিলোমিটার। এর উত্তরে ঝালকাঠি ও বরিশাল সদর উপজেলা, দক্ষিণে বাকেরগঞ্জ, পুর্বে বরিশাল সদর, আর পশ্চিমে ঝালকাঠি সদর ও রাজাপুর উপজেলা অবস্থিত।
[সম্পাদনা] প্রশাসনিক এলাকা
১৯২৪ সালে স্থাপিত থানাটি ১৯৮৩ সালে এটি উপজেলাতে রুপান্তর হয়। যাতে মিউনিসিপালিটি, ৯টি ওয়ার্ড, ১০টি ইউনিয়ন পরিষদ, ১৪৯টি মৌজা আর ১৫০টি গ্রাম রয়েছে। এর মধ্যে নলছিটি শহর ৯টি ওয়ার্ড ও ১৯টি মহল্লা নিয়ে গঠিত।
[সম্পাদনা] ইতিহাস
[সম্পাদনা] জনসংখ্যার উপাত্ত
উপজেলাটিতে প্রায় ২০৩৫৬৩ জন বসবাস করেন। মোট জনসংখ্যায় পুরুষের সংখ্যা -৫০.০১% আর মহিলা ৪৯.৯৯%। ধর্মের ভিত্তিতে মুসলিম ৯৩.৬৮%, হিন্দু ৬.২৭% এবং অন্যান্য ০.০৫%।
[সম্পাদনা] শিক্ষা
উপজেলাটিতে গড়ে শিক্ষার হার ৪৭.১%, তারমধ্যে পুরুষদের শিক্ষার হার ৫১% এবং মহিলাদের ক্ষেত্রে ৪৩.৩%। শিক্ষা প্রতিষ্ঠানঃ এই উপজেলাতে ৩টি কলেজ, ৪১টি হাই স্কুল, ১১৫টি মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০১টি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ৫০টি ও ১টি কিন্ডারগার্ডেন রয়েছে।
[সম্পাদনা] অর্থনীতি
[সম্পাদনা] কৃতী ব্যক্তিত্ব
[সম্পাদনা] বিবিধ
[সম্পাদনা] আরও দেখুন
[সম্পাদনা] বহির্সংযোগ
http://banglapedia.search.com.bd/HT/N_0034.htm
ঝালকাঠি জেলা | ![]() |
---|---|
উপজেলা/থানাঃ : কাঁঠালিয়া | ঝালকাঠি সদর | নলছিটি | রাজাপুর |