হিন্দা-কসবা শাহী জামে মসজিদ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জয়পুরহাট জেলার মধ্যে যেসব ইসলামী স্থাপত্য শিল্পের ছোয়া পাওয়া যায় তার মধ্যে ক্ষেতলাল উপজেলার হিন্দা-কসবা শাহী জামে মসজিদ অন্যতম। জয়পুরহাট শহর থেকে ১৫ কিলোমিটার দূরে ক্ষেতলালের হিন্দা গ্রামে এ মসজিদটিতে কাচ, চিনামাটির টুকরা ও মোজাইক করা দেয়ালে রয়েছে বিভিন্ন রকম নকশা যা মোগল স্থাপত্য শিল্পের অনুকরনে করা হয়েছে।
[সম্পাদনা] ইতিহাস
বাংলা ১৩৬৫ সালে বাগমারী পীর হিসাবে পরিচিত চিশতিয়া তরিকার অন্যতম পীর হযরত আব্দুল গফুর চিশতীর (রহ) নির্দেশে মাওলানা আব্দুল খালেক চিশতি আমলে তারই তত্ত্বাবধানে এই মসজিদটি নির্মিত হয়। হযরত আব্দুল কাদের নিজেই এর নকশা তৈরী ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন।[এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য তথ্যসূত্র প্রয়োজন]
[সম্পাদনা] কাঠামো
মসজিদের কক্ষের দৈর্ঘ্য ৪৯.৫০ ফুট ও প্রস্থ ২২.৫০ ফুট। ইসলামের ৫ টি স্তম্ভের কথা চিন্তা করে এর ৫ টি গম্বুজ তৈরী করা হয়েছে। মাঝের বড় ১টি ও চারপাশের ৪টি ছোট গম্বুজ রড ছাড়াই তৈরী হয়েছে। মসজিদের উত্তর পাশে ৪০ ফুট লম্বা মিনার রয়েছে। পূর্ব পাশে রয়েছে হযরত শাহ্ সুলতান বখতির ৪জন শিষ্যের মাজার।