পুশকাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পুশকাস
চিত্র:Puskas.jpg
ব্যক্তিগত তথ্য
জন্মতারিখ এপ্রিল ২, ১৯২৭
জন্মস্থান বুদাপেস্ট, হাঙ্গেরী
মৃত্যুতারিখ নভেম্বর ১৭, ২০০৬
মৃত্যুস্থান বুদাপেস্ট, হাঙ্গেরী
ডাকনাম লিটল ব্রাদার,
দ্য গ্যালোপিং মেজর,
দ্য বুমিং ক্যানন,
প্যাঞ্চো পুশকাস
অবস্থান আক্রমনভাগ
পেশাদারী ক্লাব*
বছর ক্লাব উপস্থিতি (গোল)
১৯৪৬-১৯৫৬
১৯৫৮-১৯৬৭
কিস্পেস্ট এসি
রিয়েল মাদ্রিদ
৩৪৯ (৩৫৭)
১৭৯ (১৫৫)
জাতীয় দল
১৯৪৯-১৯৫৬
১৯৬১-১৯৬২
হাঙ্গেরী
স্পেন
৮৪ (৮৩)
৪ (০)

* পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা
শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে তারিখ অনুযায়ী সঠিক।


পুশকাসকে সর্বকালের অন্যতম সেরা খেলোয়ার হিসেবে অভিহিত করা হয়।আন্তর্জাতিক ৮৪ ম্যাচে ৮৩ গোল তাঁর অসাধারন গোল করার হ্মমতার পরিচয় দেয়। হাঙ্গেরীয় লীগে ৪ বার সর্বোচ্চ গোল করেন এই বাঁ পায়ের ফুটবলার। ১৯৪৮ সালে সকল ইউরোপীয় লীগের মধ্যে সর্বোচ্চ গোল করেন। রিয়েল মাদ্রিদের হয়ে টানা ৫ বার স্প্যানিশ চ্যাম্পিয়নশীপ জিতেন। ২০০৬ সালের নভেম্বর ১৭ তিনি মৃত্যুবরন করেন।

অন্যান্য ভাষা