সবচেয়ে কথিত ভাষাসমূহের এথ্‌নোলগ তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এথ্‌নোলগ অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি কথিত ভাষাগুলি এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। তালিকাটি এথ্‌নোলগের ১৫শ সংস্করণ (২০০৫) থেকে নেয়া। এটি মূলত ভাষাগুলির মাতৃভাষীর সংখ্যা দেয়ার চেষ্টা করেছে।

মাতৃভাষীর সংখ্যা অনুযায়ী ক্রমসংখ্যা ভাষা মাতৃভাষীর সংখ্যা যেসমস্ত স্থানে জনসংখ্যার ৫%-এর বেশি এই ভাষায় কথা বলে (জনসংখ্যা অনুযায়ী, ন্যূনতম ২০,০০০ জন পর্যন্ত) মন্তব্য
চীনা ভাষা ১২০ কোটি ৫০ লক্ষ (১৯৯৯) গণচীন, তাইওয়ান এই সংখ্যাটি চীনা ভাষার সব উপভাষা অন্তর্গত যেমন ম্যান্ডারিন, ক্যান্টনীয়, ইত্যাদি, যেগুলির এক ভাষাভাষী অপরের ভাষা না-ও বুঝতে পারেন।
স্পেনীয় ভাষা ৩২ কোটি ২৩ লক্ষ (১৯৯৫) মেক্সিকো, কলম্বিয়া, আর্জেন্টিনা, স্পেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ভেনেজুয়েলা, পেরু, চিলি, কিউবা, ইকুয়েডর, ডোমিনিকান প্রজাতন্ত্র, এল সালভাদর, হন্ডুরাস, গুয়াতেমালা, নিকারাগুয়া, বলিভিয়া, পুয়ের্তো রিকো, কোস্টা রিকা, উরুগুয়ে, পানামা, বেলিজ, অ্যান্ডোরা, জিব্রাল্টার
ইংরেজি ভাষা ৩০ কোটি ৯৪ লক্ষ (১৯৮৪) মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, সিঙ্গাপুর, বার্মুডা, উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ, বাহামা, গুয়াম, কেম্যান দ্বীপপুঞ্জ জামাইকাগায়ানা-র ক্রেয়োলভাষী জনগণকে ধরা হয়নি।
আরবি ভাষা ২০ কোটি ৬০ লক্ষ (১৯৯৮) মিশর, আলজেরিয়া, মরোক্কো, ইরাক, সুদান, সৌদী আরব, ইয়েমেন, সিরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, লেবানন, জর্ডান, মৌরিতানিয়া, ফিলিস্তিন, ইসরায়েল, ওমান, সংযুক্ত আরব আমিরাত, চাদ, কুয়েত, বাহরাইন, কাতার, জিবুতি, পশ্চিম সাহারা এক অঞ্চলের আরবি উপভাষা অন্য অঞ্চলের মানুষের বুঝতে অসুবিধা হয়।
হিন্দি ভাষা ১৮ কোটি ৮ লক্ষ (১৯৯১) ভারত, ফিজি ভারতের শুমারি অনুযায়ী (১৯৯১) ৩৩ কোটি ৭০ লক্ষ, কিন্তু এটি মাতৃভাষা নয়, বরং জাতিগত পরিচয় নির্দেশকারী।
পর্তুগিজ ভাষা ১৭ কোটি ৭৫ লক্ষ (১৯৯৮) ব্রাজিল, পর্তুগাল
বাংলা ভাষা ১৭ কোটি ১১ লক্ষ (১৯৯৪) বাংলাদেশ, ভারত
রুশ ভাষা ১৪ কোটি ৫০ লক্ষ (২০০০) রাশিয়া, ইউক্রেন, কাজাকিস্তান, উজবেকিস্তান, বেলারুশ, কিরগিজস্তান, লাতভিয়া, ইসরায়েল, মলদোভা, আজারবাইজান, জর্জিয়া (রাষ্ট্র), এস্তোনিয়া, লিথুয়ানিয়া, তুর্কমেনিস্তান
জাপানি ভাষা ১২ কোটি ২৪ লক্ষ (১৯৮৫) জাপান
১০ প্রমিত জার্মান ৯ কোটি ৫৪ লক্ষ (১৯৯৪) জার্মানি, অস্ট্রিয়া এথ্‌নোলগ জার্মান ভাষা-কে ১৮টি উপভাষায় ভাগ করেছে [1]। সবগুলি উপভাষা গণনায় ধরলে মোট ভাষাভাষীসংখ্যা দাঁড়ায় ১১ কোটি ৮০ লক্ষ।
১১ জাভানীয় ভাষা ৭ কোটি ৫৫ লক্ষ (১৯৮৯) ইন্দোনেশিয়া
১২ তেলুগু ভাষা ৬ কোটি ৯৭ লক্ষ (১৯৯৭) ভারত
১৩ মারাঠি ভাষা ৬ কোটি ৮০ লক্ষ (১৯৯৭) ভারত
১৪ ভিয়েতনামীয় ভাষা ৬ কোটি ৭৪ লাখ (১৯৯৯) ভিয়েতনাম
১৫ কোরীয় ভাষা ৬ কোটি ৭০ লক্ষ (১৯৮৬) দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া
১৬ তামিল ভাষা ৬ কোটি ৬০ লক্ষ (১৯৯৭) ভারত, শ্রীলঙ্কা, মালয়শিয়া
১৭ ফরাসি ভাষা ৬ কোটি ৪৯ লক্ষ ফ্রান্স, কানাডা, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ফরাসি গায়ানা, ফরাসি পলিনেশিয়া হাইতি ও মরিশাসের ক্রেওলভাষীদের গণনায় ধরা হয়নি।
১৮ ইতালীয় ভাষা ৬ কোটি ১৫ লক্ষ ইতালি, সান মারিনো কেউ কেউ আঞ্চলিক ভাষা ও ইতালীয় ভাষায় সমান পারদর্শী।
১৯ পশ্চিম পাঞ্জাবি ভাষা ৬ কোটি ৮ লক্ষ (২০০০) পাকিস্তান পূর্ব পাঞ্জাবি ভাষাকে গণনায় ধরা হয়নি, যে ভাষায় ভারতের প্রায় ২ কোটি ৭১ লক্ষ মানুষ কথা বলেন।
২০ উর্দু ভাষা ৬ কোটি ৫ লক্ষ (১৯৯৭) ভারত, পাকিস্তান

[সম্পাদনা] আরও দেখুন

  • এথ্‌নোলগ

[সম্পাদনা] বহিঃসংযোগ

অন্যান্য ভাষা