মৈথিলি ভাষা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মৈথিলি मैथिली |
||
---|---|---|
যেসব রাষ্ট্রে প্রচলিত: | ভারত, নেপাল | |
অঞ্চল: | ভারতের বিহার রাজ্য | |
মোট ভাষাভাষী সংখ্যা: | ৪.৫ কোটি | |
ক্রম: | ৪০ | |
ভাষা পরিবার: | ইন্দো-ইউরোপীয় ইন্দো-ইরানীয় ইন্দো-আর্য পূর্ব দল বিহারি মৈথিলি |
|
লিপি: | দেবনাগরী, কাইথি, মিথিলাক্ষর | |
প্রাতিষ্ঠানিক মর্যাদা | ||
যেসব দেশের রাষ্ট্রভাষা: | বিহার রাজ্য, ভারত | |
নিয়ন্ত্রক সংস্থা: | নেই | |
ভাষা কোডসমূহ | ||
ISO 639-1: | bh (বিহারি) | |
ISO 639-2: | mai | |
ISO/FDIS 639-3: | mai | |
দ্রষ্টব্য: এই পাতায় ইউনিকোড-ভিত্তিক আন্তর্জাতিক ধ্বনিমূলক লিপি ব্যবহৃত হয়েছে। |
মৈথিলি (মৈথিলি ভাষায়: मैथिली) একটি ইন্দো-আর্য ভাষা। এটি মূলত ভারতের বিহার রাজ্য ও নেপালের পূর্বাঞ্চলীয় তেরাই এলাকায় প্রচলিত। ভাষাবিজ্ঞানীরা মৈথিলিকে একটি পূর্ব ইন্দো-আর্য ভাষা হিসেবে গণ্য করেন, তাই এটি মধ্য ইন্দো-আর্য ভাষা যেমন হিন্দি ভাষার চেয়ে আলাদা, এবং বাংলা, অসমীয়া ও ওড়িয়ার সাথে এর সম্পর্ক বেশি। কিন্তু ভারতের আদমশুমারিতে এটিকে হিন্দির একটি উপভাষা হিসেবে গণ্য করা হয়েছে। ২০০৩ সালে এটি ভারতের একটি স্বতন্ত্র সরকারী ভাষা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি পায়।
মৈথিলি ভাষা মৈথিলি লিপিতে লেখা হত, যার সাথে বাংলা লিপির মিল আছে। তবে বর্তমানে এটি দেবনাগরী লিপিতে লেখা হয়।
মৈথিলি ভাষার নাম প্রাচীন ভারতীয় রাজ্য মিথিলা থেকে এসেছে। প্রায় সাড়ে চার কোটি লোক মৈথিলি ভাষায় কথা বলেন। এ ভাষার সবচেয়ে বিখ্যাত সাহিত্যিক হলেন কবি বিদ্যাপতি।