আলাপ:Google gmail
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বেশ অনেকদিন ধরেই Gmail এর একাউন্ট খুলতে চাচ্ছিলাম। তা অবশেষে সম্ভব হল এক পরিচিত বাঙালীর সহায়তায়। হটাত্ একদিন তিনি আমাকে আমন্ত্রণ দেন। বেশী চিন্তা না করেই লুফিয়ে নিলাম। সাথে সাথেই একটা একাউন্ট খুলে এই নতুন ওয়েব মেইলটি নিয়ে টেষ্ট করতে লাগলাম। এইদিনে আমি তখন একটা কনফারেন্সে অংশ নিবার জন্য ব্যাস্ত। কিন্তু ওত ধৌর্য্য ধরে বসে থাকতে আমি পারব? অসম্ভব। কনফারেন্সের কাগজপত্র তৈরী করা বাদ দিয়েই এই Gmail নিয়ে উঠে পড়ে লাগলাম।
প্রথম যে সুবিধা এর কথা না বল্লেই নয় তা হল এটি ১ গিগাবাইট ফ্রি সার্ভিস দিবে। যেখানে Yahoo মাত্র ১০০ মেগা বাইট দিবে সেখানে তার থেকে ১০গুন বেশী। কল্পনাই করা যায়না। আর আমি হলাম ইমেইল পাগল। প্রতিদিনই এত মেইল লেনদেন করি যে আমার জন্য আপতাত ১ গিগাবাইট বেশ ভালই হবে। তবে Gmail ব্যবহার করে বুঝলাম যে আসলে তাদের আসল রহস্য শুধু মাত্র এই ১ গিগাবাইট নয় বরং মেইল প্রকাশ করার স্টাইটলটা সত্যিই সুন্দর। মেইলগুলি আর আগের মত সর্ট করার প্রয়োজন নেই। কোন পুরান মেইল খুজতে হলে খুব সহজেই মেইল খুজে পাওয়া যায়। আর সবথেকে সুবিধা হল, মেইল লিখবার সময় ঠিকানা গুলি থেকে অটোমেটিক প্রাপকের ঠিকানা গুলি বের হয়ে আসে। আর আমি বাসা থেকে যে ইন্টারনেট সংযোগ ব্যবহার করি তা একটু ধীর গতির। তাই আমি দেখলাম অন্তত আমার জন্য এই gmail বেশ দ্রুত। অন্তত Yahoo এর থেকে বেশ দ্রুত বলে মনে হল আমার কাছে। Yahoo এর নতুন মেইল চেক করবার সময় দেখলাম, gmail তারো আগে দেখাচ্ছে। অবশ্য যারা ব্রডব্যন্ড ব্যবহার করে তারা হয়তো এটা বুঝতে পারবেনা।
তবে এত সুবিধা হলেও কিছু কিছু দূর্বল দিকও আছে যা উল্লেখ না করলেই নয়। Yahoo কিংবা অন্য ফ্রি ওয়েব মেইলের তুলনায় এর ফাংশন অনেকাংশেই কম। যেমন এটিতে html মেইল লিখার সুবিধা নয়, যেমনটি Yahoo কিংবা Hotmail এর আছে।
এছাড়া টুকটাক আরো কিছু অসুবিধা আছে। তবে gmail এখন beta পর্যায়ে আছে। আশা করছি অদুর ভবিষ্যতে আরো সুন্দর কিছু ফিচার সংযুক্ত হবে।
কিছুদিন ব্যবহার করার পরে আমি আমার বন্ধুদের ইনভাইট পাঠাবার সুযোগ পেলাম। তারাও সবাই ব্যবহার করছে এবং সবাই বেশ খুশী।
ইউনিকোড বাংলা ব্যবহার করে দেখলাম, gmail বাংলা ইউনিকোডকে সাপোর্ট করে। আমরা যারা বাংলা ইউনিকোড ব্যবহার করি তাদের জন্য বেশ খুশীর খবরই বলতে হয়।
আপনি যদি gmail এর একাউন্ট খুলতে চান তবে comment এ আপনার মেইল নং দিয়ে আমাকে জানাবেন। আমার হাতে বেশ কিছু ইনভাইট পাঠাবার সুযোগ রয়েছে। চেষ্টা করবো আপনাকে একাউন্ট খুলতে সাহায্য করতে।
Nasima Akter nasima7@gmail.com