বাংলাদেশ জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলাদেশ
শার্ট ব্যাজ/এসোসিয়েশন ক্রেস্ট
ডাকনাম বেঙ্গল টাইগার
এসোসিয়েশন বাংলাদেশ ফুটবল ফেডারেশন
কনফেডারেশন এএফসি (এশিয়া)
সর্বোচ্চ সংখ্যক খেলা খেলোয়াড় কাজী সালাহউদ্দিন
শীর্ষ গোলদাতা জাহাঙ্গীর হুসেইন
হোম স্টেডিয়াম বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
ফিফা কোড BAN
ফিফা র‌্যাংকিং ১৭৬
সর্বোচ্চ ফিফা র‌্যাংকিং ১১০ (এপ্রিল ১৯৯৬)
সর্বনিম্ম ফিফা র‌্যাংকিং ১৭৬ (এপ্রিল ২০০৭)
Elo র‌্যাংকিং ১৮০
Team colours Team colours Team colours
Team colours
Team colours
 
প্রথম জার্সি
Team colours Team colours Team colours
Team colours
Team colours
 
দ্বিতীয় জার্সি
প্রথম আন্তর্জাতিক খেলা
বাংলাদেশ এর পতাকা বাংলাদেশ ২ - ২ মালদ্বীপ মালদ্বীপ এর পতাকা
(মালয়েশিয়া; জুলাই ২৬, ১৯৭৩)
সর্বোচ্চ জয়
বাংলাদেশ এর পতাকা বাংলাদেশ ৮ - ০ মালদ্বীপ মালদ্বীপ এর পতাকা
(বাংলাদেশ; ডিসেম্বর ২১, ১৯৮৫)
সর্বোচ্চ পরাজয়
দক্ষিণ কোরিয়া এর পতাকা দক্ষিণ কোরিয়া ৯ - ০ বাংলাদেশ বাংলাদেশ এর পতাকা
(দক্ষিণ কোরিয়া; সেপ্টেম্বর ১৬, ১৯৭৯)
এএফসি এশিয়ান কাপ
উপস্থিতি ১ (প্রথম ১৯৮০)
শ্রেষ্ঠ ফলাফল রাউন্ড ১, ১৯৮০

বাংলাদেশ জাতীয় ফুটবল দল আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটি এএফসির সদস্য। দলটি এখন পর্যন্ত বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করতে পারেনি। এশিয়ান কাপে ১৯৮০ সালে তারা মাত্র একবার অংশ নিতে পেরেছে এবং সেখানে তারা প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে। উপমহাদেশের অন্যান্য দেশের মত বাংলাদেশেও ফুটবল ক্রিকেটের জনপ্রিয়তার কারনে স্তিমিত হয়ে গেছে। স্বাধীনতার পর ১৯৭২ সালে দলটি প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭৪ সালে ফিফার সদস্যপদ লাভ করে।

১৯৮৬ সালে বাংলাদেশের প্রথম বিশ্বকাপ বাছাইপর্বে শুভসূচনা করলেও (ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের বিরুদ্ধে বিজয়) তা ধরে রাখতে পারেনি। মহাদেশীয় প্রতিযোগিতা এশিয়ান কাপেও বাংলাদেশের ফলাফল সন্তোষজনক নয়।

তবে ভিশন এশিয়া প্রকল্পের অধীনে বাংলাদেশ ফুটবলের মানোন্নয়নে চেষ্টা করে যাচ্ছে। বর্তমানে ঘরোয়া লীগ ও যুব ফুটবল উন্নয়নে কিছু পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ফুটবল উন্নয়নের এই সিদ্ধান্ত সঠিক সময়ে হয়েছে বলে সবাই মনে করেন।

ফুটবল বাংলাদেশে এখনও খুব জনপ্রিয়। তার ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল ২০০৩ সালের দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন কাপ (সাফ ফুটবল) চ্যাম্পিয়ন হয়েছে। ৫০,০০০ সমর্থকের উপস্থিতিতে মালদ্বীপের বিরুদ্ধে টাইব্রেকারে বাংলাদেশ এ বিজয় অর্জন করেছে। এই ফলাফল বাংলাদেশের কাছে এতদিন অধরাই থেকে যাচ্ছিল। জয়ের ধারায় বাংলাদেশ উপমহাদেশের পরাশক্তি ভারতকে ২-১ গোলে সেমিফাইনালে পরাজিত করে। বাংলাদেশের সবাই আশা করেন এ ধরনের ফলাফল মহাদেশীয় পর্যায়ে তাদেরকে সফলতা অর্জনে নিয়ামক হিসেবে কাজ করবে।

কাজী সালাহউদ্দিন বাংলাদেশের সবচেয়ে বড় কিংবদন্তী খেলোয়াড়। তিনি হং কং এ পেশাদারী ফুটবল খেলেছেন, যা কোন বাংলাদেশী ফুটবলার হিসেবে প্রথম।

বাংলাদেশের ফুটবল ইতিহাসে সাম্প্রতিক সময়ে স্মরনীয় ঘটনা হচ্ছে বিশ্ব ফুটবল তারকা জিনেদিন জিদানের বাংলাদেশ ভ্রমণ।

সূচিপত্র

[সম্পাদনা] ফিফা বিশ্বকাপ রেকর্ড

  • ১৯৩০ থেকে ১৯৮২ - অংশগ্রহণ করেনি; ১৯৪৭ সাল পর্যন্ত ব্রিটিশ সাম্রাজ্য এবং ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তানের অন্তর্গত ছিল
  • ১৯৮৬ থেকে ২০০৬ - যোগ্যতা অর্জন করেনি

[সম্পাদনা] এশিয়ান কাপ রেকর্ড

  • এশিয়ান কাপ ১৯৫৬ থেকে ১৯৭৬ - অংশগ্রহণ করেনি
  • এশিয়ান কাপ ১৯৮০ – রাউন্ড ১
  • এশিয়ান কাপ ১৯৮৪ থেকে ১৯৯২ - যোগ্যতা অর্জন করেনি
  • এশিয়ান কাপ ১৯৯৬ - প্রত্যাহার
  • এশিয়ান কাপ ২০০০ থেকে ২০০৭ - যোগ্যতা অর্জন করেনি

[সম্পাদনা] এএফসি চ্যালেঞ্জ কাপ রেকর্ড

  • এএফসি চ্যালেঞ্জ কাপ ২০০৬ – কোয়ার্টার ফাইনাল

[সম্পাদনা] দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন কাপ রেকর্ড

  • দক্ষিণ এশীয় এসোসিয়েশন গোল্ড কাপ ১৯৯৩ – অংশগ্রহণ করেনি
  • দক্ষিণ এশীয় গোল্ডকাপ ১৯৯৫ – সেমি-ফাইনাল
  • দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন গোল্ডকাপ ১৯৯৭ – প্রথম রাউন্ড
  • দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন গোল্ডকাপ ১৯৯৯ – রানার্স-আপ
  • দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন গোল্ডকাপ ২০০৩ - চ্যাম্পিয়ন
  • দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন গোল্ডকাপ ২০০৫ - রানার্স-আপ

[সম্পাদনা] বর্তমান দল

(মে, ২০০৭)

গোলরক্ষক:
মোহাম্মদ আমিনুল হক
বিপ্লব ভট্টাচার্য

রক্ষনভাগ:
মাহমুদ হাসান
হাসান আল মামুন
কাজী ইসলাম
রজনী বর্মন
মোহাম্মদ সুজন
ফিরোজ হোসেন

মধ্যমাঠ:
মতিউর মুন্না
মোহাম্মদ আরমান মিয়া
আরিফ খান জয়
মোস্তফা আনোয়ার পারভেজ
হোসেন মনোয়ার
আজুল হোসেন বিদ্যুত

আক্রমণভাগ:
মোহাম্মদ আলফাজ
মেহেদি হাসান
মোহাম্মদ রোকনুজ্জামান কাঞ্চন
সাইফুল ইসলাম সাইফ
কবির আরিফুল

[সম্পাদনা] স্মরনীয় সাবেক খেলোয়াড়

কাজী সালাহউদ্দিন

[সম্পাদনা] কোচিং কর্মকর্তা

ভিক্টর এরিয়েল কোলম্যান
বায়েজিদ আলম জুবায়ের নিপু
ড. দেবাশীষ চৌধুরী

[সম্পাদনা] বহিঃসংযোগ


বাংলাদেশের পতাকা
বাংলাদেশে ফুটবল
বাংলাদেশের পতাকা

ফেডারেশন | জাতীয় দল
বি লীগ | ঢাকা লীগ | ফেডারেশন কাপ

আন্তর্জাতিক ফুটবল

ফিফা | বিশ্ব কাপ | কনফেডারেশনস কাপ | অনুর্ধ-২০ বিশ্বকাপ | অনুর্ধ-১৭ বিশ্বকাপ | অলিম্পিক | এশিয়ান গেমস | অল-আফ্রিকান গেমস | প্যান আমেরিকান গেমস | আইল্যান্ড গেমস | বিশ্ব র‌্যাঙ্কিং | বর্ষসেরা খেলোয়াড় | দল | কোড

     এশিয়া: এএফসিএশিয়ান কাপ
     আফ্রিকা: কাফ – আফ্রিকান কাপ অব নেশন্স
     উত্তর আমেরিকা: কনকাকাফ – গোল্ড কাপ
     দক্ষিণ আমেরিকা: কনমেবল – কোপা আমেরিকা
     ওশেনিয়া: ওএফসি – নেশন্স কাপ
     ইউরোপ: উয়েফা – ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
     ফিফা-বহির্ভূত: NF-Board – VIVA World Cup

আফগানিস্তান | অস্ট্রেলিয়া | বাহরাইন | বাংলাদেশ | ভুটান | ব্রুনাই | কম্বোডিয়া | চীন | চাইনিজ তাইপে | পূর্ব টিমোর | গুয়াম | হং কং | ভারত | ইন্দোনেশিয়া | ইরান | ইরাক | জাপান | জর্দান | কোরিয়া ডিপিআর | কোরিয়া প্রজাতন্ত্র | কুয়েত | কিরগিজিস্তান | লাওস | লেবানন | ম্যাকাউ | মালয়েশিয়া | মালদ্বীপ | মঙ্গোলিয়া | মায়ানমার | নেপাল | ওমান | পাকিস্তান | প্যালেস্টাইন | ফিলিপাইন | কাতার | সৌদি আরব | সিঙ্গাপুর | শ্রীলঙ্কা | সিরিয়া | তাজিকিস্তান | থাইল্যান্ড | তুর্কমেনিস্তান | সংযুক্ত আরব আমিরাত | উজবেকিস্তান | ভিয়েতনাম | ইয়েমেন

নোট: ফিফাএএফসি হং কং এবং ম্যাকাউ নাম ব্যবহার করে; ইএএফএফ ব্যবহার করে হং কং, চীন এবং ম্যাকাউ, চীন.