তাইওয়ান
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
-
এই নিবন্ধটি তাইওয়ান দ্বীপ সম্পর্কিত। এই নামের রাষ্ট্রের নিবন্ধের জন্য, দেখুন প্রজাতন্ত্রী চীন।
![]()
নাসার তোলা ছবিতে তাইওয়ানের অবস্থান
|
তাইওয়ান (Template:Zh-tshtw; তাইওয়ানীয় ভাষায়: Tâi-oân) পূর্ব এশিয়ার একটি দ্বীপ। সাধারনত প্রজাতন্ত্রী চীন শাসিত এলাকা বোঝাতেও "তাইওয়ান" ব্যবহৃত হয়। প্রজাতন্ত্রী চীন প্রশান্ত মহাসাগরের তাইওয়ান দ্বীপ, অর্কিড আইল্যান্ড, গ্রীন আইল্যান্ড শাসন করে থাকে। এছাড়া পেসকাডোরেস, কিনমেন, ফুজিয়ান তীরবর্তী মাৎসু আইল্যান্ড প্রভৃতি দ্বীপও শাসন করে। তাইওয়ান ও পেঙ্ঘু দ্বীপপুঞ্জ গুলি (তাইপে ও কাওসিউং পৌরসভা বাদে) প্রজাতন্ত্রী চীনের তাইওয়ান প্রদেশ হিসেবে প্রশাসিত হয়।
তাইওয়ান দ্বীপের মূল ভূখন্ড ফরমোসা (পর্তুগিজে ইলহা ফরমোসা অর্থ সুন্দরী দ্বীপ) নামেও পরিচিত যা পূর্ব এশিয়ার চীনা মূল-ভূখন্ড তীরবর্তী অঞ্চল এবং জাপানের মূল-ভূখন্ডের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। জাপানের রুইকু দ্বীপের ঠিক পশ্চিমেই তাইওয়ান দ্বীপের অবস্থান। এর পূর্বে প্রশান্ত মহাসাগর, দক্ষিণে দক্ষিণ চীন সাগর ও লুজন খাড়ি, পশ্চিমে তাইওয়ান খাড়ি এবং পূর্বে পূর্ব চীন সাগর অবস্থিত। দ্বীপটি ৩৯৪ কিলোমিটার (২৪৫ মাইল) দীর্ঘ এবং ১৪৪ কিলোমিটার (৮৯ মাইল) প্রশস্ত। এখানে কাড়া পর্বত ও ট্রপিকাল বন রয়েছে।
[সম্পাদনা] বহিঃসংযোগ
সংজ্ঞা, উইকি-অভিধান হতে
পাঠ্যবই, উইকিবই হতে
উক্তি, উইকিউক্তি হতে
রচনা সংকলন, উইকিউৎস হতে
ছবি ও অন্যান্য মিডিয়া, কমন্স হতে
সংবাদ, উইকিসংবাদ হতে
- তাইওয়ান ভ্রমণ নির্দেশিকা, উইকিট্রাভেল থেকে
- Central Weather Bureau - local weather and earthquake reports
- Satellite view of Taiwan at WikiMapia
- Statistics of Taiwan