আলাপ:কবুতর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কবুতরের খাবার হছে গম, চাউল, কাউন, ধান, খুদ, সরিষা ইত্যাদি খায় । মুরগির জন্য তৈরি খাবারও কবুতর খায়। খাবারের সাথে পর্যাপ্ত পরিমান বিশুদ্ধ পানি দিতে হবে। ২*২ ফুট স্থানের মধ্যে দুটি কনুতর থাকতে পারে। কবুতরের বাসস্থান কুকুর, বিড়াল, বেজী ইত্যাদি প্রাণী থেকে দূরে রাখতে হবে। কবুতরের ঘরে যাতে পানি না আসে সে দিকে লক্ষ্য রাখতে হবে। কবুতর বিভিন্ন কারনে পালন করা হয়। দেশি কবুতরের বাচ্চা খাওয়ার জন্য গোল্লা কবুতর পালা হয়, ওড়ানোর জন্য গিরিবাজ পালা হয়। বিদেশি কবুতরের মধ্যে (যেমনঃ ফান্টেল, হোমার, কিং, ইত্যাদি) কবুতর পালা হয় সংখ্যা বৃদ্ধির জন্য, ঘরের সৌন্দর্য বৃদ্ধি ইত্যাদি কারণে । হোমার কবুতর পালা হয় রেস খেলার জণ্য।চিত্র:White Fantle

কবুতর বলতে সমগ্র বিশ্বের কবুতর বোঝায়। শুধু বাংলাদেশের কবুতর নিয়েও লেখা যায়। সেক্ষেত্রে বাংলাদেশের কবুতর নামে আলাদা অনুচ্ছেদ করে লিখতে হবে। অন্যান্য স্থানে সাধারণ বর্ণনা দিতে হবে। ধন্যবাদ। -- মুহাম্মদ ০২:৫৬, ১ জুলাই ২০০৭ (UTC)
একমত। আর বাংলাদেশের কবুতর কোনো আলাদা প্রজাতি না, কাজেই এটা নিয়ে generic একটা নিবন্ধ লেখাই বাঞ্ছনীয়। --রাগিব (আলাপ | অবদান) ০৫:৩১, ১ জুলাই ২০০৭ (UTC)