হাজী শাহাবাজের মাজার ও মসজিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হাজী শাহাবাজ মসজিদ - পেছন থেকে
হাজী শাহাবাজ মসজিদ - পেছন থেকে

হাজী শাহাবাজের মাজার ও মসজিদ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় - ঢাকা হাই কোর্ট এর পেছনে, তিন নেতার মাজার-এর পূর্ব পাশে অবস্থিত, মোগল আমলের একটি প্রাচীন নিদর্শন। মসজিদ ও মাজার দুটি মুখোমুখি অবস্থিত।

সূচিপত্র

[সম্পাদনা] ইতিহাস

১৬৭৯ সালে ঢাকার অভিজাত ধনী ব্যবসায়ী ও সুফী-সাধক হযরত হাজী খাজা শাহবাজ জীবিত থাকাকালেই এই মসজিদ ও নিজের মাজার নির্মাণ করেন। তৎকালে সুবাহদার ছিলেন শাহজাদা মুহম্মদ আজম।

[সম্পাদনা] স্থাপত্য-রীতি

মসজিদ ভবনটির স্থাপত্যে উত্তর ভারতীয় মোগল-রীতি লক্ষ্য করা যায়।[১]

[সম্পাদনা] গ্যালারি

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. Khwaja Shahbaz's Mosque-Tomb. (HTML) (2006-08-09). Retrieved on 2006-08-09.