ভূমি (ব্যান্ড)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভূমি একটি কলকাতার সংগীত দল। জুলাই ২০০৬ তে তারা জাতিসঙ্ঘে প্রথম ভারতীয় ব্যান্ড হিসেবে সঙ্গীত পরিবেশন করে।


সূচিপত্র

[সম্পাদনা] পথচলা

এই দলটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। এর মূল লক্ষ্য ছিল বাঙালী লোকগীতি কে শহুরে রুপে সর্বস্তরের জনগনের মাঝে জনপ্রিয় করে তোলা। শুরুতে দুজন প্রতিষ্ঠাতা সদস্য - সুরজিৎ চট্টপধ্যায় ও সৌমিত্র রায় এর উদ্যোগে বিশাল প্রচলিত ও লোকগীতি কে পাশ্চাত্য সঙীতের আদলে পরীক্ষা করার উদ্দেশ্যে ভূমি গঠিত হয়।



[সম্পাদনা] বৈশিষ্ঠ্য

এই এমন এক দল যারা তাদের সঙ্গীতের ধরনকে কেবল নাগরিক লোকগীতি হিসেবে নির্ধারন করেছে। তারা তাদের গানের কথা সগ্রহ করেছে বাউল, ভাটিয়ালী এবং লোক্মুখে ছড়ানো গানের থেকে। তারা এসব গান তে নতুন করে নতুন আঙ্গিকে তৈরি করেছে।



[সম্পাদনা] দলের কথা

দলের বর্তমান লাইন-আপ

- সৌমিত্রা রায় - সুরজিৎ চট্টোপধ্যায় - সঞ্জয় মুখোপধ্যায় - হেমন্ত গোস্বামী - অভিজিৎ ঘোষ - রবিন লাই



[সম্পাদনা] অ্যালবাম সমূহ

[সম্পাদনা] যাত্রা শুরু

ভূমি ব্যান্ডের প্রথম অ্যালবাম। এটি ২০০০ সালে মুক্তি পায়।


  • পচা কাকা (৫:৪২)
  • কান্দে শুধু (৫:৩৪)
  • বারান্দায় রোদ্দুর (৪:৪০)
  • মনে আর (৫:৩৩)
  • দুষ্টু হাওয়া (৪:০৪)
  • দিলদরদী (৬:৩৬)
  • চখার দেশে (৪:০৭)
  • মধুর মধুর (৫:০১)
  • কাম সারছে (৩:৩৯)
  • রঙ্গিলা রে (৫:৩৫)

[সম্পাদনা] ঊড়ান

এটি ভূমির দ্বিতীয় এলবাম। ২০০১ সালে মুক্তি পায়।

  • চল সখী (৪:২৭)
  • পাগল মন (৪:০১)
  • পুব আকাশের গান (৭:৩৭)
  • সোনালী চাদের আলো (৫:২৯)
  • ভোলা (৭:১২)
  • নজেন এক্সপ্রেস (৮:১০)
  • মা (৬:১৫)
  • লাল সেরা (৩:৫৯)
  • পিছু পিছু (৪:৪২)
  • তরী বাওরে (৫:০৪)

[সম্পাদনা] ইসস্পেশাল

ভূমির তৃতীয় এলবাম। ২০০২ সালে মুক্তি পায়। এটিতে কেবল দু'টি নতুন গান সংযোজিত হয়েছে।

  • লাল পাহাড়ীর দেশে (৬:২২)
  • দে না গো, দে না গো (৫:২৫)

[সম্পাদনা] পাল ছুটেছে

ভূমির চতুর্থ এলবাম। ২০০৩ সালে মুক্তি পায়।

  • নোনাধরা খাল (৪:০৭)
  • ভোলে বাবা (৩:২৮)
  • উড়ু উড়ু (৩:৩৭)
  • মাঝি চিন্তায় (৪:০৮)
  • আমি যারে চাই রে (৪:৫০)
  • কপালের দোষ (৫:৩৩)
  • ওরম তাকিও না (৪:১২)
  • সোহাগ চাঁদ (৪:১৪)
  • এমন মানব জনম (৪:১২)
  • স্মৃতি (৫:১৮)

[সম্পাদনা] লোকগীতি লোকাল

এটি ভূমির পঞ্চম অ্যালবাম। ২০০৪ সালে মুক্তি পেয়েছে।

  • ফাগুনের মোহনায় (৩:৪৬)
  • কন্ডাক্টর বাবু (৩:৩০)
  • ভবসাগর রে (৪:৫০)
  • মেনকা মাথায় (৩:২৬)
  • চল মিনি (৪:২৭)
  • ঝিঙ্গা ফুলের (৩:৪৯)
  • ভাঙ্গর মাইশের গান (৬:২৪)
  • রাধিকা হবে পার (৩:৫৬)

[সম্পাদনা] দেখতে দেখতে

[সম্পাদনা] বোঝাই করা গানের গাড়ি

[সম্পাদনা] বহির্সংযোগ

অন্যান্য ভাষা