আলাপ:ফাইস্যা গেছি (অ্যালবাম)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটা তো মোটেও বিশ্বকোষীয় না। অ্যালবামটি কি কোনো পুরস্কার পেয়েছে? বিক্রির রেকর্ড স্থাপন করেছে? আর কোনো কারণে বিখ্যাত? দেখে তো মনে হচ্ছেনা। এধরণের নিবন্ধ বশ্বকোষে রাখার যোগ্য না। --রাগিব (আলাপ | অবদান) ০০:২৫, ১৬ এপ্রিল ২০০৭ (UTC)

একদম বিশ্বকোষীয় নয়, মুছে ফেলুন। আমার মনে হয়, নিবন্ধ লিখিয়েদের কেউ কেউ notability সম্পর্কে অজ্ঞ রয়েছেন এখনও।--mak ০৮:২২, ১৬ এপ্রিল ২০০৭ (UTC)

কারও কাছে এটা বিশ্বকোষীয় মনে হচ্ছে না। কেউ কেউ মনে করছেন এটা পন্যের নগ্ন প্রচারনা।

এমন মনে হলে দেরি না করে মুছে দেন।

--মাকসুদ ১০:৫৭, ১৬ এপ্রিল ২০০৭ (UTC)