আলী ইবন আবী তালিব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আলী ইবনে আবু তালিব
আলীর সমাধি এই মসজিদে অবস্থিত
আলীর সমাধি এই মসজিদে অবস্থিত
রাজত্বকাল ৬৫৬৬৬১
জন্ম ৫৯৯
মক্কা, সৌদি আরব
মৃত্যু জানুয়ারি ১৭ ৬৫৬
কুফা,ইরাক
কবর নাজাফ
পূর্বসূরী উসমান
উত্তরসূরী মুয়াবিয়া ১

আলী ইবন আবী তালিব (হযরত আলী রাঃ) (৬৫৬৬৬১) ইসলামের চতুর্থ ও শেষ খলিফা। তিনি ছিলেন আবু তালিবের পুত্র। তাঁর মাতার নাম ফাতিমা বিনতে আসাদ রাঃ। হয়রত আলী কোরায়েশ বংশে জন্মগ্রহন করেন। শিশু বয়স থেকেই তিনি মহানবী (স)-এর সঙ্গে লালিত-পালিত হন। তিনি মাত্র ১০ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন একজন শক্তিশালী যোদ্ধা। অসাধারণ শৌর্য-বীর্য ও বিক্রমের অধিকারী। বদর যুদ্ধে বিশেষ বীরত্তের জন্য নবী(স) তাঁকে জুলফিকার নামক তরবারি উপহার দিয়েছিলেন। খাইবারের সুরক্ষিত কামূস দূর্গ জয় করলে মহানবী(স) তাঁকে "আসাদুল্লাহ" বা আল্লাহর সিংহ উপাধি দেন।


পূর্বসূরী:
উসমান ইবন আফ্‌ফান
খলিফা
৬৫৬৬৬১
উত্তরসূরী:
মুয়াবিয়া ১
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন