আলাপ:টেলিসেন্টার টাইমস্
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এটা কোন নিবন্ধ না, বরং বিজ্ঞাপন। আমি ৩ বার এটাকে মুছে দিয়েছি, তার পরেও লেখক বার বার এটা তৈরী করে চলছেন। প্রথমতঃ, এই "পত্রিকা"টি এখনও প্রকাশ পায়নি। দ্বিতীয়তঃ, এটি non-notable, non-encycliopedic। উইকিপিডিয়াকে ফ্রী বিজ্ঞাপন মাধ্যম হিসাবে ব্যবহার করা ঠিক নয়।
আমি এটাকে মুছে ফেলার প্রস্তাব করছি। কেউ যদি আপত্তি না করেন, তাহলে আমি এটাকে মুছে স্থায়ী ভাবে সুরক্ষিত করে রাখতে পারি। আপনাদের মতামত জানতে চাচ্ছি। --রাগিব ১৪:১৭, ১৫ জুন ২০০৬ (UTC)
রাগিব ভাইয়ের সাথে আমিও একমত।--বেলায়েত ১৪:৪০, ১৫ জুন ২০০৬ (UTC)