ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ম্যানচেস্টার সিটি
চিত্র:Mcfc.png
পূর্ণ নাম ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব
ডাকনাম দ্য সিটিজেনস
দ্য ব্লুজ
প্রতিষ্ঠা ১৮৮০
ওয়েস্ট গর্টন (সেইন্ট. মার্কস) হিসেবে
মাঠ সিটি অব ম্যানচেস্টার স্টেডিয়াম/ইস্টল্যান্ডস
ম্যানচেস্টার
ইংল্যান্ড
ধারনক্ষমতা ৪৭,৭২৬[১]
চেয়ারম্যান থাইল্যান্ড এর পতাকা থাকসিন সিনাওয়াত্রা
ম্যানেজার সুইজারল্যান্ড এর পতাকা সভেন গোরান এরিকসন
লীগ প্রিমিয়ার লীগ
২০০৬-০৭ প্রিমিয়ার লীগ, ১৪তম
দলের রঙ দলের রঙ দলের রঙ
দলের রঙ
দলের রঙ
 
হোম জার্সি
দলের রঙ দলের রঙ দলের রঙ
দলের রঙ
দলের রঙ
 
এওয়ে জার্সি

ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব একটি ইংরেজ ফুটবল ক্লাব যাদের উৎপত্তি হয়েছে ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে। ১৮৮০ সালে সেইন্ট মার্কস (ওয়েস্ট গর্টন) নামে ক্লাবের জন্ম হয়। পরবর্তীতে ১৮৮৭ সালে নাম পরিবর্তন করে রাখা হয় আর্ডউইক এ.এফ.সি. এবং সর্বশেষ ১৮৯৪ সালে বর্তমান নাম ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব নামটি রাখা হয়। ক্লাবটি লীগ চ্যাম্পিয়নশিপ জিতেছে ২ বার, এফএ কাপ জিতেছে ৪ বার, লীগ কাপ জিতেছে ২ বার এবং ইউরোপীয়ান কাপ উইনার্স কাপ জিতেছে একবার। ম্যানচেস্টার সিটির সফলতম সময় ছিল ১৯৬০ দশকের শেষে ও ১৯৭০ দশকের শুরুর দিকে। এসময় তারা জো মার্সার এর অধীনে কয়েকটি ট্রফি জিতেছে।

১৯৭৬ সালের পর থেকে আজ পর্যন্ত ক্লাবটি বড় কোন শিরোপার দেখা পায়নি। খেলার মানের পতনের কারনে ১৯৯০ দশকে দুইবারে তিনবছরের জন্য ক্লাবটিকে রেলিগেশনের খপ্পরে পড়তে হয়েছে। তবে এর পরে ক্লাবটি আর প্রিমিয়ার লীগ থেকে নেমে যায়নি। বর্তমানে ইংল্যান্ডের শীর্ষদলগুলির মধ্যে সিটি অন্যতম। তাদের সমর্থকের সংখ্যাও কম নয়। প্রায় ৪০,০০০ এর বেশি সমর্থক নিয়মিত খেলা দেখতে আসে।

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. Stadium History. Manchester City FC official website. Retrieved on September 18, 2006.

[সম্পাদনা] বহিঃসংযোগ

প্রিমিয়ার লীগ ২০০৭-০৮ মৌসুমের ক্লাব

আর্সেনাল | অ্যাস্টন ভিলা | বার্মিংহাম সিটি | ব্ল্যাকবার্ন রোভার্স | বোল্টন ওয়ান্ডারার্স | চেলসি | ডার্বি কাউন্টি | এভারটন | ফুলহাম | লিভারপুল | ম্যানচেস্টার সিটি | ম্যানচেস্টার ইউনাইটেড | মিডল্‌স্‌ব্রো | নিউকাসল ইউনাইটেড | পোর্ট্‌স্‌মাথ | রেডিং | সান্ডারল্যান্ড | টটেনহাম হটস্পার | ওয়েস্ট হ্যাম ইউনাইটেড | উইগান অ্যাথলেটিক