আলাপ:ঘরাণা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
[সম্পাদনা] অবিশ্বকোষীয়
লেখার ধরণ ও বিষয় অবিশ্বকোষী। আমি মুছে ফেলার পক্ষে। আপনারা কি বলেন?--বেলায়েত ১৮:৩০, ১৯ মে ২০০৭ (UTC)
- লেখার ধরণ অবিশ্বকোষীয় হলেও বিষয়টি কিন্তু অবিশ্বকোষীয় নয়। ঘরানা নয় বানানটি সম্ভবতঃ ঘরাণা। শুধু সঙ্গীতেরই নয়। নৃত্য, বাদ্য ও অন্যান্য সমস্ত কলার কৃষ্টিরই বিভিন্ন ঘরাণা ছিল। ঘরাণার নাম জায়গার নাম থেকে হতে পারে, আবার ঘরাণার প্রতিষ্ঠাতার নাম থেকেও হতে পারে (যেমন বীণাবাদনে তানসেনের প্রতিষ্ঠিত বলে কথিত ঘরাণার নাম সেনীয়া ঘরাণা, রবিশঙ্করের গুরু আলাউদ্দীন খানের নামে বিখ্যাত ঘরাণা মাইহারের রাজার দরবারে প্রতিষ্ঠিত বলে এর নাম ছিল মাইহার ঘরাণা তবলাবাদনে দিল্লী ঘরাণা (তবলা), লক্ষ্ণৌ ঘরাণা (তবলা), ফারুখাবাদ ঘরাণা (তবলা) ইত্যাদি বেশীরভাগ ঘরাণার নাম জায়গার নাম থেকে )।আমাদের বিভিন্ন ঘরাণার উপর আলাদা আলাদা নিবিন্ধ থাকা দরকার।
- ঘরাণা সম্পর্কিত নিবন্ধে নিম্নলিখিত তথ্য থাকা উচিতঃ
- ১) কোন বাদন বা গায়ন বা অন্য শৈলীর ঘরাণা
- ২) কোন অঞ্চলে কোন সময় প্রতিষ্ঠিত।
- ৩) ঘরাণার প্রতিষ্ঠাতা ও আরো কয়েকজন বিখ্যাত লোকের নাম।
- ৪) ঘরাণার পরিচিতির কারণ ও শৈলীর বৈশিষ্ট।
- ৫) ঘরাণাটি বর্তমান কিনা ও সম্ভব হলে বর্তমান কয়েকজন শিল্পীদের নাম।
-
- For some examples we may see:
en:Kirana_Gharana which is better than the stub on en:Gharana itself which however gives a good list of vocal music gharanas.. --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৪:৫৯, ৮ জুন ২০০৭ (UTC)