আলাপ:জীবনানন্দ দাশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সাহিত্য উইকিপ্রকল্প
সাহিত্য উইকিপ্রকল্প
এই সাহিত্য বিষয়ক নিবন্ধটি বাংলা উইকিপিডিয়ার সাহিত্য উইকিপ্রকল্পের অর্ন্তগত। নিবন্ধটিকে আরো উন্নত করে তুলতে আমাদেরকে সাহায্য করুন।

সাহিত্য উইকিপ্রকল্প - আজ ও আগামীর বাঙালি পাঠকের জন্য শ্রেষ্ঠ সাহিত্য বিষয়ক তথ্যসূত্র গড়ে তোলার লক্ষ্যে

[সম্পাদনা] ছবি

জীবনানন্দ মারা গেছেন১৯৫৪ সালে। তাঁর ছবিটি কখন তোলা, তা উল্লেখ করা হয়নি। কাজেই যথেষ্ট সম্ভাবনা আছে যে, এটি ১৯৪৬ সালের পরে তোলা। সেক্ষেত্রে এটি মোটেও পাবলিক ডোমেইন এর ছবি নয়। আর এই ছবির বর্ণনা উইকিমিডিয়া কমন্সে দেয়া হয়েছে আমেরিকার লাইসেন্সে (৭০ বছর), আসলে আমেরিকার কপিরাইট আইন এক্ষেত্রে প্রযোজ্য নয়, কেননা এটি বাংলাদেশ অথবা ভারতে তোলা ছবি, দুটি দেশেরই আইনে ছবি তোলার ৬০ বছর পর তা পাবলিক ডোমেইনে আসে। এই ব্যপার গুলো পরিষ্কার হওয়া দরকার অবিলম্বে, না হলে ছবিটি বাদ দেওয়াই শ্রেয় হবে। ধন্যবাদ। --Ragib 20:12, ১২ এপ্রিল ২০০৬ (UTC)