জামা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পরিধেয় বস্ত্র স্বরুপ (shirt)শার্ট। ছেলে মেয়ে উভয়ের শরিরের উপরের অংশ আবৃতকরনের জন্য পরিধেয় কাপড়ই জামা নামে পরিচিত। ছেলে বা মেয়ে ভেদে জামার বিভিন্ন নামকরন হয়ে থাকে। যেমন: শার্ট, গেঞ্জি, টি-শার্ট, ছেলেদের; কামিজ, টপস্, ফ্রক, মেয়েদের।