আলাপ:বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
[সম্পাদনা] দৃষ্টি আকর্ষন
বাংলা উইকিপিডিয়াতে সম্প্রতি বেশ কিছু সাফল্য অর্জন করেছে:- ৩০০০ নিবন্ধ হয়েছে, রাগিব ভাই ব্যুরোক্রেট হয়েছেন, বেলায়ত ভাই প্রশাসক হয়েছেন। আশা করছি অচিরেই ডাঃ সপ্তর্ষি প্রশাসক হবেন। কিন্তু আমার কাছে কিছুটা অস্বস্তি লাগে যখন দেখি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিবন্ধটি অসম্পূর্ণ। এই ব্যাপারে প্রশাসকদের দৃষ্টি আকর্ষন করছি।রাজিবুল ০৯:৫৭, ১৫ জুলাই ২০০৬ (UTC)
[সম্পাদনা] Work needed
এই নিবন্ধটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গত ১ বছরে এর পরিবর্ধন হয়নি। আপাতত ইংরেজি নিবন্ধটআ থেকে অনুবাদ করে কাজ শুরু করা যেতে পারে। --রাগিব (আলাপ | অবদান) ২২:১৭, ১২ জুলাই ২০০৭ (UTC)
[সম্পাদনা] একটি তথ্য সম্পর্কে সন্দেহ
এ নিবন্ধে বলা হয়েছে ৭১এ জগন্নাথ হল পুরোপুরি ধ্বংস করে দেয়া হয় । এখানে পুরোপুরি ধ্বংস করে দেয়ার কথাটা সত্য কিনা সেটা ভেবে দেখা দরকার । পুরোপুরি ধ্বংস তখনই বলা যেতে পারে যখন কোন স্থাপত্যের প্রতিটি অংশ গুড়িয়ে দেয়া হয় । স্মৃতি থেকে যদ্দুর মনে পড়ে সেটা হলো অক্টোবর ট্রাজেডীর টিভি ভবনটা স্বাধীনতার অনেক আগের তৈরী এবং সেটা আশির দশকে ধ্বসে পড়ে । কেউ একটু নিশ্চিত হয়ে নিন ।