আলাপ:হরিপদ কাপালি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধটির লেখার ধরন মটেও বিশ্বকোষীয় না। আর উল্ল্যেখযোগ্যতা বা notability এর শর্তও মানে না।--বেলায়েত ১৪:৪৫, ১১ ডিসেম্বর ২০০৬ (UTC)

এগুলো তো মনে হচ্ছে প্রথম আলোর কোন ফিচার থেকে হুবহু টুকলিফাই করা। যদি তা-ই হয়, তবে যিনি এটা করছেন তাঁকে সতর্ক করা দরকার। আমি বুঝিনা; উপরে must-read লিংক আর সম্পাদনা বক্সের নীচে এতো নিয়ম লিখে দেয়ার পরেও এরকম করার কারণ কী? --অর্ণব (আলাপ | অবদান) ১৫:৩৫, ১১ ডিসেম্বর ২০০৬ (UTC)