অক্টোপাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অক্টোপাস আটটি শুঁড়ের মত পা বিশিষ্ট সামুদ্রিক প্রাণী। দেখতে শামুকের মত না হলেও (শক্ত খোলস নেই) এরা শামুক-ঝিনুকের জাতভাই অর্থাৎ মোলাস্কা পর্বের অন্তর্ভুক্ত। প্রায় ১৫০ প্রজাতির ছোটবড় বিভিন্ন আকারের অক্টোপাস রয়েছে। এদের মাথার ঠিক পিছনেই আটটি শুঁড়-পা আছে তাই এরা সেফালোপডা বা "মস্তক-পদ" শ্রেণীর অন্তর্ভুক্ত (স্কুইড-ও একই শ্রেণীর)।

এরা নিশাচর, সাধারণতঃ ধীর গতিসম্পন্ন, মাংসাশী প্রাণী। এরা পরিস্থিতিভেদে রঙ বদলাতে পারে, মাথার নীচের নলাকার ফানেল জলপূর্ণ করে দ্রুতবেগে বের করে দিয়ে তাড়াতাড়ি দূরে সরে যেতে পারে, এবং শত্রুর আক্রমণের সময় দেহের কালির থলে (ink sac) থেকে কালি ছুঁড়ে দিয়ে আড়াল সৃষ্টি করে। এদের নমনীয়তার রেকর্ড অসাধারণ।

অন্যান্য ভাষা