আলাপ:মুহাম্মদ ইবন মূসা আল-খোয়ারিজমী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি ইংরেজি উইকি থেকে অনুবাদকৃত। আমি শুরু করলাম। ইচ্ছে আছে শেষ করার। এর মধ্যে কেউ ইচ্ছে করলে সম্পাদনা করতে পারেন। ধন্যবাদ। ‍‍‍‍‍‍‌‍‍‍‍--Shufol ০৬:৫৯, ২৮ এপ্রিল ২০০৭ (UTC) সুফল।

আল খোয়ারিজমীর উপরে ইতিমধ্যেই একটি নিবন্ধ আছে, আল খোয়ারিজমি শিরোনামে। এই নিবন্ধের কন্টেন্ট ঐখানে যোগ করে দিয়ে এটাকে রিডাইরেক্ট করে দেয়া দরকার। --রাগিব (আলাপ | অবদান) ০৭:২৫, ২৮ এপ্রিল ২০০৭ (UTC)

ধন্যবাদ, রাজিব। আমি জানতামনা এই নামে একটি নিবন্ধ রয়েছে। লাল লিংক দেখে ভাবলাম এটাকে নীল করা যায় কিনা। তাই শুরু করলাম। আজ জানতে পারলাম তাই পুরাতন নিবন্ধটিই সমৃদ্ধ করতে চেষ্টা করলাম। আর এই নিবন্ধটি কিভাবে রিডাইরেক্ট করতে হবে , তা আমার জানা নেই। আপনি করে নিলে খুশি হব। ধন্যবাদ, আবারও। --Shufol ০৫:৫৪, ২৯ এপ্রিল ২০০৭ (UTC)সুফল

রিডাইরেক্ট করে দিয়েছি। --রাগিব (আলাপ | অবদান) ০৪:৩০, ৩০ এপ্রিল ২০০৭ (UTC)