আইসল্যান্ডীয় ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আইসল্যান্ডীয়
Íslenska
ঈস্‌লেন্‌স্কা
যেসব রাষ্ট্রে প্রচলিত: আইসল্যান্ড, ডেনমার্ক, কানাডার কিছু অংশ (ম্যানিটোবা) 
অঞ্চল: আইসল্যান্ড
মোট ভাষাভাষী সংখ্যা: ৩০০,০০০
ভাষা পরিবার: ইন্দো-ইউরোপীয়
 জার্মান
  উত্তর জার্মান
   পশ্চিম স্ক্যান্ডিনেভীয়
    আইসল্যান্ডীয় 
প্রাতিষ্ঠানিক মর্যাদা
যেসব দেশের রাষ্ট্রভাষা: আইসল্যান্ড
নিয়ন্ত্রক সংস্থা: Íslensk málstöð আইসল্যান্ডীয় ভাষা সমিতি
ভাষা কোডসমূহ
ISO 639-1: is
ISO 639-2: isl
ISO/FDIS 639-3: isl 

আইসল্যান্ডীয় ভাষা (আইসল্যান্ডীয় ভাষায়: Íslenska ঈস্‌লেন্‌স্কা) আইসল্যান্ডে কথিত একটি উত্তর জার্মানীয় ভাষা। ফারোওয়েজীয় ভাষা এর নিকটতম প্রতিবেশী ভাষা, যদিও এদের এক ভাষার মানুষ অপর মানুষের ভাষা বুঝতে পারেন নাI

আইসল্যান্ডের প্রথম বসতিস্থাপকেরা ৮৭৪ খ্রিস্টাব্দে নরওয়ে থেকে আসে। তারা প্রাচীন নর্স ভাষায় কথা বলত। ১০০০ খ্রিস্টাব্দে খ্রিস্টধর্ম গ্রহণের পর আইসল্যান্ডীয়রা বিপুল পরিমাণ গাথা-সম্বলিত পুঁথি রচনা করে। ১০০০ থেকে ১৪০০ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে আইসল্যান্ডে কথিত নরওয়েজীয় ভাষা স্ক্যান্ডিনেভিয়ায় কথিত নরওয়েজীয় ভাষা থেকে আলাদা হয়ে যায় এবং এটিই আইসল্যান্ডীয় ভাষা নামে এখন পরিচিত।

আইসল্যান্ডের প্রায় ৩ লক্ষ লোক আইসল্যান্ডীয় ভাষায় কথা বলেন। এছাড়া কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রেও আইসল্যান্ডীয় ভাষাভাষীর দেখা মেলে।