ব্যবহারকারী:Ahsan Habib
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
[সম্পাদনা] আন্দ্রেই তারকোভ্স্কি
আন্দ্রেই তারকোভ্স্কি(এপ্রিল ৪, ১৯৩২-ডিসেম্বর, ১৯৮৬) একজন সোভিয়েত চলচ্চিত্রকার, অপেরা পরিচালক, লেখক এবং অভিনেতা । সোভিয়েত যুদ্ধ-পরবর্তী রাশিয়ায় তিনি সবচেয়ে অগ্রগামী এবং প্রভাবশালী চলচ্চিত্রকার হিসেবে পরিগনিত এবং বিশ্বচলচ্চিত্রের ইতিহাসে সেরাদের একজন হিসেবে বিবেচিত।
[সম্পাদনা] ’’’জীবনি’’’
তারকোভ্স্কি, বিখ্যাত কবি আরসেনি তারকোভ্স্কি র সন্তান, শিল্পশিক্ষায় সোভিয়েত স্বর্ণযুগের অবদান।তারকোভ্স্কি মস্কোয় ক্ল্যালিক্যাল শিক্ষা গ্রহণ করেন, সেখানে তিনি সংগীত এবং আরবী অধ্যায়ন করেন, এরপর ‘ভি জি এফ কে’ ফিলম্ ইশকুলে পাঁচ বছর প্রশিক্ষন নেন যেসব প্রশিক্ষকদের সরাসরি তত্ত্বাবধানে; মিখাইল রোম তাদেঁর অন্যতম। তিনি সার্বিয়া’য় ভূতত্ত্ববিদ হিসেবেও কাজ করেন।