থ্রি মাস্কেটিয়ার্স
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
থ্রি মাস্কেটিয়ার্স ফরাসি ভাষায় আলেক্সাণ্ডার দুমা রচিত উপন্যাস। ফরাসি ভাষায় বইটির নাম লে ত্রোয়া মুস্কেত্যার (Le Trois Mousquetaires)। বইটি প্রথম প্রকাশিত হয় ১৮৪৪ সালে। উপন্যাসটির নায়ক দ্য আরতাঁনা , অ্যাথোস ,পার্থোস এবং আরামিস। এই উপন্যাস টির ধারাবাহিকতায় আরো দুইটি গ্রন্থ রচনা করেছেন আলেক্সান্ডার দ্যুমা। এর মধ্যে একটি " ম্যান ইন দ্যা আয়রন মাস্ক চরিত্রের কারণে বিখ্যাত দ্য ভিকম্তে ডি ব্রাগেলোঁ, বাংলায় যার অর্থ "দশ বছর পর"।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।