কবুতর
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কবুতর বা পারাবত এক প্রকারের পাখি।
[সম্পাদনা] খাদ্য
কবুতরের খাবার হছে গম, চাউল, কাউন, ধান, খুদ, সরিষা ইত্যাদি খায় । মুরগির জন্য তৈরি খাবারও কবুতর খায়। খাবারের সাথে পর্যাপ্ত পরিমান বিশুদ্ধ পানি দিতে হয়। ২*২ ফুট স্থানের মধ্যে দুটি কবুতর থাকতে পারে। কবুতরের বাসস্থান কুকুর, বিড়াল, বেজী ইত্যাদি প্রাণী থেকে দূরে রাখতে হয়। কবুতরের ঘরে যাতে পানি না আসে সে দিকে লক্ষ্য রাখতে হয়।
[সম্পাদনা] বাংলাদেশের কবুতর
বাংলাদেশের পাখিদের মধ্যে কবুতর অন্যতম। গ্রামে-গঞ্জে গৃহস্থ বাড়িতে কবুতর পালন করা হয়। গ্রামে মূলত দেশি কবুতর (যেমনঃ গোল্লা বা গোলা, গিরিবাজ) পালন করা হয়।। শহরে দেশি, বিদেশি উভয় কবুতর পালন করা হয়। ঢাকায় দুই স্থানে কবুতরের হাট বসে। ঢাকায় গুলিস্থানের ঠাটারি বাজার, মিরপুর ১ নম্বর, টঙ্গিতে প্রতি শুক্রবার সকালে হাট বসে। গুলিস্থানের ঠাটারি বাজার, মিরপুর ১ নম্বর ও কাটাবনে কিছু স্থায়ী দোকান আছে । এ সকল স্থানে দেশি ও বিদেশি কবুতর পাওয় যায়। এক জোড়া কবুতর ডিম পাড়ার ১৮ দিন পর বাচচা ফুটায় । কবুতর বিভিন্ন কারণে পালন করা হয়। বাংলাদেশী কবুতরের বাচ্চা খাওয়ার জন্য গোল্লা কবুতর পালা হয়, ওড়ানোর জন্য গিরিবাজ পালা হয়। অন্যান্য দেশের কবুতরের মধ্যে (যেমনঃ ফান্টেল, হোমার, কিং, ইত্যাদি) কবুতর পালা হয় সংখ্যা বৃদ্ধির জন্য, ঘরের সৌন্দর্য বৃদ্ধি ইত্যাদি কারণে । হোমার কবুতর পালা হয় রেস খেলার জণ্য।