ইউক্রেনের ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইউক্রনীয় ভাষা ইউক্রেনের সরকারী ভাষা। ইউক্রেনের প্রায় ৫ কোটি জনগণের প্রায় ৭০% ইউক্রেনীয় ভাষায় কথা বলেন। এছাড়াও প্রায় ১ কোটি লোক রুশ ভাষায় কথা বলেন। বেশির ভাগ ইউক্রেনীয় অধিবাসী রুশ ও ইউক্রেনীয় --- দুই ভাষাতেই স্বচ্ছন্দ।

এই দুই ভাষার বাইরে সংখ্যালঘু ভাষাগুলির মধ্যে আছে পোলীয়, বেলারুশীয়, রোমানীয়, বুলগেরীয় ও হাঙ্গেরীয় ভাষা, যেগুলি ইউক্রেনের আশেপাশের দেশগুলিতে প্রচলিত। এছাড়াও আরও কিছু ভাষা আছে যেগুলি ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিতে প্রচলিত নয়, যেমন - পূর্ব ইডিশ, ক্রিমেয়ার তুর্কী, জাকাতি (বা আফগানিস্তানের জিপসি), তাতার, ইত্যাদি।

[সম্পাদনা] আরও দেখুন


এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন