আখতারুজ্জামান ইলিয়াস
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আখতারুজ্জামান ইলিয়াস (ফেব্রুয়ারি ১২, ১৯৪৩ - জানুয়ারি ৪, ১৯৯৭) একজন বাংলাদেশী কথা সাহিত্যিক। তিনি ছিলেন একজন স্বল্পপ্রজ লেখক। দু’টি মাত্র উপন্যাস, গোটা পাঁচেক গল্পগ্রন্থ আর একটি প্রবন্ধ সংকলন - এই নিয়ে তাঁর রচনা সম্ভার যা কিনা বাংলা সাহিত্যে তাঁর অক্ষয় আসনটি নির্মাণ করে দিয়েছে। নিপুণ বাস্তব চিত্রণ, ইতিহাস ও রাজনৈতিক জ্ঞান, গভীর অর্ন্তদৃষ্টি ও সূক্ষ্ম কৌতুকবোধ তাঁর রচনাকে দিয়েছে ব্যতিক্রম সুষমা।
সূচিপত্র |
[সম্পাদনা] জন্ম
আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস ১৯৪৩ সালের ১২ই ফেব্রুয়ারি গোটিয়া জেলার গাইবান্ধা গ্রামে মামা বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। তার ডাক নাম মঞ্জু। তাঁর পৈতৃক বাড়ি বগুড়া জেলায়। তাঁর বাবা বদিউজ্জামান মোহাম্মদ ইলিয়াস পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদের সদস্য(১৯৪৭-১৯৫৩) এবং মুসলিম লীগে পার্লামেন্টারী সেক্রেটারী ছিলেন এবং.মা বেগম মরিয়ম ইলিয়াস।
[সম্পাদনা] শিক্ষা ও কর্মজীবন
আখতারুজ্জামান ম্যাট্রিক পাস করেন বগুড়া জিলা স্কুল থেকে (১৯৫৮) এব ইন্টারমিডিয়েট পাস করেন ঢাকা কলেজ থেকে(১৯৬০) । এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স ও মাস্টার্স পাস করেন (১৯৬৪)। তাঁর কর্মজীবন শুরু হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগদানের মাধ্যমে। এরপর তিনি মিউজিক কলেজের উপধ্যক্ষ, প্রাইমারী শিক্ষা বোর্ডের উপ পরিচালক, ঢাকা কলেজের বাংলার প্রফেসর ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মফিজউদ্দিন শিক্ষা কমিশনের সদস্য ছিলেন।
[সম্পাদনা] গ্রন্থতালিকা
[সম্পাদনা] উপন্যাস
[সম্পাদনা] ছোট গল্প সংকলন
- অন্য ঘরে অন্য স্বর (১৯৭৬)
- খোঁয়ারি (১৯৮২)
- দুধভাতে উৎপাত (১৯৮৫)
- দোজখের ওম (১৯৮৯)
- জাল স্বপ্ন, স্বপ্নের জাল(১৯৯৭)
[সম্পাদনা] প্রবন্ধ সংকলন
- সংস্কৃতির ভাঙ্গা সেতু (২২টি প্রবন্ধ)
[সম্পাদনা] পুরস্কার
- হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার (১৯৭৭)
- বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার (১৯৮৩)
- আলাওল সাহিত্য পুরস্কার (১৯৮৭)
- আনন্দ পুরস্কার (১৯৯৬)
- সাদাত আলী আখন্দ পুরস্কার (১৯৯৬)
- কাজী মাহবুবুল্লাহ স্বর্ণপদক (১৯৯৬)
- একুশে পদক (মরণোত্তর) (১৯৯৯)
তাঁর কিছু কাজ অন্য ভাষায় অনুদিত হয়েছে এবং চিলেকাঠার সেপাই অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে।
[সম্পাদনা] মৃত্যু
১৯৯৭ সালের ৪ঠা জানুয়ারি তিনি ক্যন্সার আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।