আলাপ:অর্থনীতিবিদ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আমি ঠিক নিশ্চিত নই এই ভুক্তিটি যোগ করা ঠিক হল কী না। - এনায়েতুর রহীম ২১:৪৯, ১১ জুলাই ২০০৭ (UTC)
- এ ধরনের নিবন্ধতে আসলে সম্প্রসারণের সুযোগ নেই বললেই চলে। অনেকটা অভিধান ভুক্তির মত। ইংরেজি উইকিপিডিয়াতে এ ধরনের ভুক্তিকে সাধারণত অর্থনীতিবিদ তালিকা জাতীয় নিবন্ধে পুনর্নির্দেশ করে দেয়া হয়। আমাদেরও যেহেতু সেরকম একটা নিবন্ধ ইতিমধ্যেই আছে, আমি সেখানেই, অর্থাৎ অর্থনীতিবিদ তালিকা নিবন্ধে এই নিবন্ধটাকে পুনর্নির্দেশ করে দিচ্ছি। --অর্ণব (আলাপ | অবদান) ০২:২৪, ১৩ জুলাই ২০০৭ (UTC)
পুনর্নির্দেশ করতে গিয়েও করলাম না, কারণ দেখছি ইংরেজি উইকিতে ওরা অর্থনীতিবিদদের উপর একটা সাধারণ নিবন্ধ লিখতে শুরু করেছে (Economist)। হয়ত সেখান থেকে অনুবাদ করে বাংলা নিবন্ধটাকেও সমৃদ্ধ করা সম্ভব। --অর্ণব (আলাপ | অবদান) ০২:২৯, ১৩ জুলাই ২০০৭ (UTC)