নায়াগ্রা জলপ্রপাত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নায়াগ্রা জলপ্রপাতের তিনটির মধ্যে অন্যতম 'হর্সসু ফলস'
নায়াগ্রা জলপ্রপাতের তিনটির মধ্যে অন্যতম 'হর্সসু ফলস'

নায়াগ্রা জলপ্রপাত উত্তর আমেরিকার নায়াগ্রা নদীর উপর অবস্থিত। মূলত তিনটি পাশাপাশি অবস্থিত ভিন্ন জলপ্রপাত নিয়ে নায়াগ্রা জলপ্রপাত গঠিত। এই তিনটি জলপ্রপাতের নাম: হর্সসু ফলস্‌ বা কানাডা ফলস্‌, আমেরিকান ফলস্‌ এবং ব্রাইডাল ভিল ফলস্‌। নায়াগ্রা জলপ্রপাত যুক্তরাষ্ট্রকানাডার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। এর সৌন্দর্যের কারনে পর্যটকদের নিকট এটি একটি আকর্ষনীয় স্থান।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন