ধামা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ধামা বেত জাতীয় কাঠি দিয়ে বোনা বড় অর্ধগোলকাকৃতি ঝুড়ি জাতীয় পাত্র। সাধারণ ঝুড়ির চেয়ে ধামা একটু বড় হয় কয়েক ফুট ব্যাসের হতে পারে এবং সাধারণতঃ ঝুড়ির চেয়ে বুনট অনেক ঘন হয়। সাধারণতঃ শস্য, আনাজপাতি ইত্যাদি রাখবার জন্য ব্যবহার হয়।