ভ্যানিভার বুশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভ্যানিভার বুশ, ১৯৪০-এর দশকে তোলা ছবি
ভ্যানিভার বুশ, ১৯৪০-এর দশকে তোলা ছবি

ভ্যানিভার বুশ (ইংরেজি ভাষায়: Vannevar Bush; আ-ধ্ব-ব: [ˌvæˈniː.vɚ]) (১১ই মার্চ, ১৮৯০৩০শে জুন, ১৯৭৪) একজন মার্কিন প্রকৌশলী ও বিজ্ঞান প্রশাসক। তিনি অ্যানালগ কম্পিউটার, পারমাণবিক বোমা ও মেমেক্স-এর জন্য বিখ্যাত। বুশ একজন প্রভাবশালী নীতিপ্রণেতা ছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও পরবর্তীতে ঠান্ডা যুদ্ধ চলাকালীন সময়ে মার্কিন সামরিক-শিল্প কমপ্লেক্স ও বিজ্ঞানে সামরিক অনুদানের পক্ষাবলম্বী বুদ্ধিজীবী। তিনি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক নিরাপত্তার প্রেক্ষিতে প্রযুক্তিগত উদ্ভাবন ও বিনিয়োগকে কেন্দ্রীয় ভূমিকা প্রদানের প্রবক্তা ছিলেন।