বাবর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাবর
বাবরের প্রতিকৃতি
জ্মের পর রাখা নাম: জহির উদ্‌-দিন মুহাম্মদ
পারিবারিক নাম: তিমুরীয়
উপাধি: মুগল সম্রাট
জন্ম: ফেব্রুয়ারি ১৪, ১৪৮৩
জন্ম স্থান: আন্দিজান
মৃত্যু: ডিসেম্বর ২৬, ১৫৩০
মৃত্যুর স্থান: আগ্রা
সমাধি: বাগ-ই-বাবর
উত্তরসূরী: হুমায়ুন
বিয়ে:
  • আয়শাহ সুলতান বেগম
  • বিবি মুবারিকা ইউসুফযায়
  • দিলদার বেগম
  • গুলনার আগাচেহ
  • গুলরুখ বেগম
  • মাহাম বেগম
  • মাসুমাহ বেগম
  • নারগুল আগাচেহ
  • সাদিয়া আফাক
  • জাইনব সুলতান বেগম
সন্তান:
  • হুমায়ুন, পুত্র
  • কামরান মির্জা, পুত্র
  • আসকারি মির্জা, পুত্র
  • হিন্দাল মির্জা, পুত্র
  • গুলবদন বেগম, কন্যা
  • ফখর-উন-নিসা, কন্যা

জহিরউদ্দিন মুহাম্মদ বাবর সাধারণত বাবর নামেই বেশি পরিচিত (ফেব্রুয়ারি ১৪, ১৪৮৩ - ডিসেম্বর ২৬, ১৫৩০) মধ্য এশিয়ার মুসলমান সম্রাট ছিলেন। তিনি ভারত উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট। তিনি তিমুরের সরাসরি বংশধর ছিলেন এবং তিনি নিজে বিশ্বাস করতেন তিনি মাতার পক্ষ থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন।[১] তিনি পানিপথের প্রথম যুদ্ধে দিল্লীর লোদী বংশীয় সুলতান ইব্রাহিম লোদী কে পরাজিত করে এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুর পর তার পুত্র হুমায়ুন সিংহাসনে আরোহণ করেন।

[সম্পাদনা] তথসূত্র

  1. Encyclopædia Britannica
পূর্বসূরী:
নাই
মুঘল সম্রাট
১৫২৬১৫৩০
উত্তরসূরী:
সম্রাট হুমায়ুন
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন