ব্যবহারকারী আলাপ:Dave

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্বাগতম!

প্রিয় Dave, উইকিপিডিয়াতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ জায়গাটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবেঃ

কাজে নেমে পড়বার সহজ উপায় হল নীচের যেকোন পদ্ধতি অনুসরণ করা-

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল আবশ্যকীয় নিবন্ধ-গুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা। তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt-x চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে প্রসারণ বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে "অন্যান্য ভাষা"-র তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! দয়া করে আলাপের পাতায় বার্তা লেখার পর চারটি টিল্ডা(~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ তৈরি করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং সাহায্যকারী কিছুক্ষনের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দিবে। আবারও স্বাগতম! 


-মুনতাসির ২০:১৫, ১০ ডিসেম্বর ২০০৬ (UTC)

[সম্পাদনা] অনুবাদ

আমি আপনাকে অনুবাদের সাহায্য করতে চেষ্টা করব। কিন্তু একদিন পর কারন আমার ইন্টারনেট কানেকশন আজকে বিচ্ছিন হয়ে যাবে। কিন্তু কালকে অবশ্যই। ধন্যবাদ। মুনতাসির ২০:১৮, ১০ ডিসেম্বর ২০০৬ (UTC)

Hi Dave, biblical verses (assuming these are biblical verses) have their own style of translations in Bengali and I don't have any Bengali bible on me right now. --অর্ণব (আলাপ | অবদান) ২১:২২, ১১ ডিসেম্বর ২০০৬ (UTC)

অর্ণবের কথাই ঠিক। আপনি এই ধরণের অনুবাদের নিজস্ব স্টাইল আছে। আপনি চাইলে ভার্স নাম্বার জানাতে পারেন। বাংলা বাইবেল হাতের কাছে পেলে আপনাকে সাহায্য করতে পারব। ধন্যবাদ। মুনতাসির ১৫:২৯, ১২ ডিসেম্বর ২০০৬ (UTC)
Hi Dave, I wish I could help you to translate the article. But as Zaheen said biblical verses have own style of translation and I have no Bengali Bible so I can't help you right now. Anyway মুহাম্মদ did well. I think he'll help you. I hope you'll keep your donation to Bengali Wikipedia. Thank you.--রাজিবুল ১৮:০৪, ১৩ ডিসেম্বর ২০০৬ (UTC)