হাইড্রোজেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

(none)হাইড্রোজেনহিলিয়াম
-

H

Li
সাধারণ বৈশিষ্ট্য
নাম, প্রতীক, পারমাণবিক সংখ্যা হাইড্রোজেন, H, ১
রাসায়নিক শ্রেণী nonmetals
গ্রুপ, পর্যায়, ব্লক ১, ১, s
ভৌত রূপ বর্ণহীন
চিত্র:H, ১.jpg
পারমাণবিক ভর 1.00794(7). g/mol
ইলেক্ট্রন বিন্যাস 1s1
প্রতি শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা 1
ভৌত বৈশিষ্ট্য
দশা gas
Density (0 °C, 101.325 kPa)
0.08988 g/L
গলনাঙ্ক 14.01 K
(−259.14 °C, −434.45 °F)
স্ফুটনাঙ্ক 20.28 K
(−252.87 °C, −423.17 °F)
Triple point 13.8033 K, 7.042 kPa
Critical point 32.97 K, 1.293 MPa
গলনের লীন তাপ (H2) 0.117 kJ/mol
বাষ্পীভবনের লীন তাপ (H2) 0.904 kJ/mol
তাপধারণ ক্ষমতা (২৫ °সে) (H2)
28.836 জুল/(মোল·কে)
বাষ্প চাপ
P/প্যাসকেল ১০ ১০০ ১ কে ১০ কে ১০০ কে
T/কেলভিন তাপমাত্রায়         15 20
পারমাণবিক বৈশিষ্ট্য
কেলাসীয় গঠন hexagonal
জারণ অবস্থা 1, −1
(amphoteric oxide)
তড়িৎ ঋণাত্মকতা 2.20 (পাউলিং স্কেল)
Ionization energies 1st: 1312.0 kJ/mol
পারমাণবিক ব্যাসার্ধ 25 pm
Atomic radius (calc.) 53 pm (Bohr radius)
Covalent radius 37 pm
Van der Waals radius 120 pm
অন্যান্য বৈশিষ্ট্য
Magnetic ordering  ???
তাপ পরিবাহিতা (300 K) 180.5 mW/(m·K)
Speed of sound (gas, 27 °C) 1310 m/s
সি এ এস নিবন্ধন সংখ্যা 1333-74-0
কয়েকটি উল্লেখযোগ্য সমস্থানিক
প্রধান নিবন্ধ: hydrogenের সমস্থানিক
iso NA half-life DM DE (MeV) DP
1H 99.985% H 0টি নিউট্রন নিয়ে স্থিত হয়
2H 0.015% H 1টি নিউট্রন নিয়ে স্থিত হয়
3H trace 12.32 y β 0.019 3He
References


হাইড্রোজেন সবচেয়ে হালকা মৌলিক পদার্থ। এটি পর্যায় সারণীর প্রথম উপাদান মৌল। এর পারমাণবিক সংখ্যা ১ ও প্রতীক H । প্রাচীন গ্রিক শব্দ ύδρο- হুদ্রো- অর্থ "পানি" ("উদ-") ও γενης গেনেস অর্থ "উৎপাদক" ("জনক") থেকে এর হুদ্রোগেন (ইংরেজিতে হাইড্রোজেন) নামকরণ। অনেক পুরাতন বাংলা বইতে একে উদজান বলা হয়েছে।

আদর্শ তাপমাত্রা ও চাপে হাইড্রোজেন রংহীন, গণ্ধহীন, স্বাদহীন, অধাতব এবং খুবই দাহ্য দ্বিপরমাণুক গ্যাস (H2)।

[সম্পাদনা] ধাতব হাইড্রজেন (Metallic Hydrogen)

অতি উচ্চ চাপে হাইড্রজেন ধাতুর মত আচরণ করে। বৃহস্পতিশনি গ্রহের অভ্যন্তরে অনেক পরিমাণ ধাতব হাইড্রজেন আছে বলে ধারণা করা হয়।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন