বলাইচাঁদ মুখোপাধ্যায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বলাইচাঁদ মুখোপাধ্যায় (১৮৯৯-১৯৭৯) একজন বাঙালি ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার ও কবি । তিনি বনফুল ছদ্মনামে লেখালেখি করতেন । অবিভক্ত ভারতবর্ষের বিহার রাজ্যের মনিহারীতে তিনি জন্মগ্রহন করেন । বলাইচাঁদ মুখোপাধ্যায় কৈশোর থেকেই লেখালেখি শুরু করেন । শিক্ষকদের কাছ থেকে নিজের নাম লুকোতে তিনি বনফুল ছদ্মনাম নেন ।

ব্যক্তিজীবনে বলাইচাঁদ মুখোপাধ্যায় একজন চিকিৎসক ছিলেন ।

[সম্পাদনা] বনফুলের উল্লেখযোগ্য রচনাসমূহ

লেখক হিসেবে বনফুল হাজারেরও বেশী কবিতা, ৫৮৬টি ছোট গল্প, ৬০টি উপন্যাস, ৫টি নাটক, জীবনী ছাড়াও অসংখ্য প্রবন্ধ রচনা করেছেন ।

[সম্পাদনা] উল্লেখযোগ্য উপন্যাস

  • তৃনখন্ড
  • বৈতরণী তীরে
  • কিছুক্ষন
  • সে ও আমি
  • অগ্নি
  • দ্বৈরথ
  • মৃগয়া
  • নবদিগন্ত
  • স্থাবর
  • পঞ্চ পর্ব
  • লক্ষীর আগমন

[সম্পাদনা] ছোট গল্প সংকলন

  • বনফুলের গল্প
  • বনফুলের আরো গল্প
  • বাহুল্য
  • বিন্দু বিসর্গ
  • অনুগামিনী
  • বনফুলের শ্রেষ্ঠ গল্প
  • বনফুলের গল্প সংগ্রহ - ১
  • বনফুলের গল্প সংগ্রহ - ২