ফ্রেদেরিক মিস্ত্রাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ফ্রেদেরিক মিস্ত্রালের একটি পোর্ট্রেট
ফ্রেদেরিক মিস্ত্রালের একটি পোর্ট্রেট

ফ্রেদেরিক মিস্ত্রাল (১৮৩০ - ১৯১৪) বিখ্যাত ফরাসি সাহিত্যিক। তিনি ১৯০৪ সালে আরেক বিখ্যাত স্পেনীয় সাহিত্যিক যোশে এচেগারের সাথে যৌথভাবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

[সম্পাদনা] জীবনী

এইচ. পি. মিস্ত্রাল ১৮৩০ সালের ৮ই সেপ্টেম্বর তারিখে ফ্রান্সের মাইয়ানো গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ফ্রান্সের রোনভ্যালির সম্ভ্রান্ত চাষী ছিলেন। এই রোনভ্যালিতে মিস্ত্রালের শৈশব ও কৈশোর কেটেছে। এই স্থানের প্রাকৃতিক সৌন্দর্য্য তাকে ছোটবেলাতেই বিমোহিত করেছে। এর ফলে তখন থেকেই তার মধ্যে কাব্যিক প্রতিভার জন্ম হয়। তিনি পড়াশোনা করেছিলেন অ্যাভিগনন কলেজে। কলেজ জীবনেই তিনি হোমার, ভার্জিল এবং অন্যান্য বিখ্যাত লেখকদের সাহিত্য পড়ে ফেলেছিলেন। কলেজের পাঠ শেষ করে তিনি আইন বিষয়ে উচ্চতর পড়াশোনা শুরু করেন। আইনশাস্ত্রে পড়লেও তার মধ্যে কাব্যচর্চার প্রেরণা সর্বদা জাগরুক ছিল। আইন পাশ করার পড় ১৮৫১ সালে তাই তিনি পুরোদমে সাহিত্যচর্চা শুরু করেন।

তার সাহিত্যচর্চায় সাথী হয়েছিলেন তার বেশ কিছু বন্ধু। এই বন্ধুদের সাথে মিলেই ফ্রান্সের বিখ্যাত প্রভেনকাল সাহিত্যের পুনরুজ্জীবনের জন্য একসাথে কাজ করা শুরু করেন। এই সাহিত্য ১২-১৩ শতকে ফ্রান্সের অন্যতম প্রভাবশালী সাহিত্য হিসেবে প্রতিষ্ঠিত ছিল। এই পুনরুজ্জীবন কর্মে তাদের প্রাথমিক কাজ ছিল একটি সাহিত্য মুখপাত্র তথা সাময়িকী প্রকাশ। তারা এই সাময়িকীর নাম দিয়েছিলেন অ্যালমানাক অফ প্রভেন্স। এই সাহিত্য ধারা চর্চার সময়ই মিস্ত্রাল তার বিখ্যাত মহাকাব্য Mireio রচনা করেন। এই মহাকাব্যের বিষয়বস্তু ছিল এক কিশোরীর প্রেমের আকুতি। এই মহাকাব্য পাঠ করে আরেক বিখ্যাত ফরাসি কবি Alphonse De Lamartine বলেছিলেন:

   
ফ্রেদেরিক মিস্ত্রাল

এক মহান কবির জন্ম হল।

   
ফ্রেদেরিক মিস্ত্রাল

মিস্ত্রালের আরেক বিখ্যাত কাব্যগ্রন্থ দ্য গোল্ডেন আইলের্স প্রকাশিত হয় ১৮৫৭ সালে। এই বই প্রকাশের প্রায় এক বছর পর অর্থাৎ ১৮৫৮ সালের দিকে মিস্ত্রাল মেরি বিভিইরি নামে এক ডিজন কন্যাকে বিয়ে করেন। তার জীবনের শেষ রচনা ছিল Anglore: The Song of the Rhone। এই কাবিতায় তিনি তার বাল্যকালের স্মৃতিবিজড়িত রোন নদীর গতিপথের দুই পাশের প্রাকৃতিক দৃশ্য বর্ণনা করেছেন। মিস্ত্রাল শেষ জীবনে ব্রঙ্কাইটিস রোগে আক্রান্ত হন। এই রোগে কারণেই তিনি ১৯১৪ সালের মার্চ ২৫ তারিখে মৃত্যুবরণ করেন।

[সম্পাদনা] রচনাসমূহ

আর্লিসে মিস্ত্রালের মূর্তি
আর্লিসে মিস্ত্রালের মূর্তি

[সম্পাদনা] বহিঃসংযোগ