আঁদ্রে-মারি অম্পেয়্যার
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আঁদ্রে-মারি অম্পেয়্যার |
|
---|---|
জন্ম | ২২শে জানুয়ারি, ১৭৭৫ পোলেমিয়ো, লিয়োঁ, ফ্রান্স |
মৃত্যু | ১০ই জুন, ১৮৩৬ মার্সেই, ফ্রান্স |
বাসস্থান | ![]() |
জাতীয়তা | ![]() |
ক্ষেত্র | পদার্থবিজ্ঞানী |
প্রতিষ্ঠান | বুর্গ-অঁ-ব্রেস একোল পোলিতেকনিক |
যে কারণে বিখ্যাত | অম্পেয়্যারের বিধি |
আঁদ্রে-মারি অম্পেয়্যার (এম্পিয়ার বা অ্যাম্পিয়ার নামেও পরিচিত) (ফরাসি ভাষায়: André-Marie Ampère) (জানুয়ারি ২০, ১৭৭৫ – জুন ১০, ১৮৩৬) একজন ফরাসি পদার্থবিজ্ঞানী। তাড়িৎ-চৌম্বকত্বে অবদানের জন্য তিনি বিখ্যাত। তড়িৎ প্রবাহের আন্তর্জাতিক একক অ্যাম্পিয়ারের নামকরণ তাঁর সম্মানে করা হয়েছে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।