উইকিপিডিয়া:বৃত্তান্ত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উইকিপেডিয়া একটি উম্মুক্ত বিশ্বকোষ।

উইকিপেডিয়াকে সমৃদ্ধ করার জন্য আপনার সাহায্য আমাদের একান্ত প্রয়োজন। আমরা আপনাকে ইউনিকোড ফরম্যাটে লেখা বাংলা নিবন্ধ এখানে জম দিতে অনুরোধ করবো।বাংলা ইউনিকোড ফরম্যাটে লেখার জন্য আপনি বিনামূল্যে ব্যবহৃত বাংলা সফটওয়্যার ব্যবহার করতে পারেন।

দয়া করে লক্ষ্য করুন: উইকিপিডিয়ায় আপনার সকল লেখালেখি/অবদান জিএনইউ ফ্রি ডকুমেন্টেশনের (Project:Copyrights) আওতায় বিনামূল্যে প্রাপ্য ও হস্তান্তরযোগ্য। যে কারো সুযোগ রয়েছে আপনার লেখা হৃদয়হীনভাবে সম্পাদনা করার এবং এর যথেচ্ছ ব্যবহারের। আপনি যদি তা না চান তাহলে এখানে আপনার লেখা সাবমিট করবেন না। আপনি আরো প্রতিজ্ঞা করছেন যে, এই লেখাগুলো আপনি নিজে লিখেছেন বা সাধারনের ব্যবহারের জন্য উন্মুক্ত কোন উত্‍স থেকে সংগ্রহ করেছেন। সত্ব সংরক্ষিত কোন লেখা বিনা অনুমতিতে সাবমিট করবেন না।