ঢাকেশ্বরী মন্দির

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ঢাকেশ্বরী মন্দিরে দূর্গা পূজা উদযাপনের দৃশ্য। ছবি তুলেছেন, রাজীব আশরাফী
ঢাকেশ্বরী মন্দিরে দূর্গা পূজা উদযাপনের দৃশ্য। ছবি তুলেছেন, রাজীব আশরাফী
ঢাকেশ্বরী মন্দিরের দেবী মূর্তি
ঢাকেশ্বরী মন্দিরের দেবী মূর্তি

ঢাকেশ্বরী মন্দির বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত একটি মন্দির। এর নামকরণ হয়েছে "ঢাকার ঈশ্বরী" অর্থাৎ ঢাকা শহরের রক্ষাকর্ত্রী দেবী হতে। এই মন্দিরটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত।

[সম্পাদনা] ইতিহাস

ঢাকেশ্বরী মন্দিরের ইতিহাস সম্পর্কে নানা কাহিনী প্রচলিত আছে। ধারণা করা হয় যে, সেন রাজবংশের রাজা বল্লাল সেন ১২শ শতাব্দীতে এটি প্রতিষ্ঠা করেন। তবে সেই সময়কার নির্মাণশৈলীর সাথে এর স্থাপত্যকলার মিল পাওয়া যায় না বলে অনেক ইতিহাসবিদ মনে করেন। বিভিন্ন সময়ে এই মন্দিরের গঠন ও স্থাপনার নানা ধরণের পরিবর্তন সাধন করা হয়েছে।

বর্তমানে এখানে প্রতি বছর ধুমধামের সাথে দূর্গা পূজা অনুষ্ঠিত হয়।

[সম্পাদনা] অবস্থান ও স্থাপনাসমূহ

ঢাকেশ্বরী মন্দির ঢাকা শহরের পলাশী ব্যারাক এলাকার নিকটে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস এলাকার দক্ষিণে ঢাকেশ্বরী রোডে অবস্থিত। মূল মন্দির প্রাঙ্গনের বাইরে মহানগর পুজা মন্ডপ অবস্থিত, যেখানে দূর্গা পুজার স্থায়ী বেদী রয়েছে।,

মূল মন্দির এলাকার ভবনগুলি উজ্জ্বল হলুদাভ ও লাল বর্ণের। মূল মন্দির প্রাঙ্গনের উত্তর পশ্চিম কোণে রয়েছে চারটি শিব মন্দির। মূল মন্দিরটি পূর্বাংশে অবস্থিত। এখানে দেবী দূর্গার একটি ধাতু-নির্মিত প্রতিমা রয়েছে।

ঢাকেশ্বরী মন্দির অঙ্গনের ৪টি শিব মন্দির
ঢাকেশ্বরী মন্দির অঙ্গনের ৪টি শিব মন্দির
১৮৯০ সালে তোলা চারটি শিবমন্দিরের ছবি
১৮৯০ সালে তোলা চারটি শিবমন্দিরের ছবি
মূল মন্দির ভবন
মূল মন্দির ভবন
মূল মন্দির ভবনের পার্শ্বভাগ
মূল মন্দির ভবনের পার্শ্বভাগ
মন্দির এলাকার প্রবেশ পথ
মন্দির এলাকার প্রবেশ পথ
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন
অন্যান্য ভাষা