উল্লাপাড়া উপজেলা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উল্লাপাড়া বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা।
সূচিপত্র |
[সম্পাদনা] অবস্থান
উল্লাপাড়া উপজেলা পদ্মা, যমুনা এবং এদের উপনদী দ্বারা বাহিত পলল দ্বারা সৃষ্ট সিরাজগঞ্জ জেলায় অবস্থিত । এ উপজেলা ২৪ড১২' উত্তর অক্ষাংশ থেকে ২৪ড২৬' উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং ৮৯ড২৫' পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৮৯ড৩৫' পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত । উল্লাপাড়া উপজেলার উত্তরে রায়গঞ্জ ও তাড়াশ থানা, পশ্চিমে তাড়াশ ও পাবনা জেলা, দক্ষিণে পাবনা জেলা ও শাহজাদপুর উপজেলা এবং পূর্বে বেলকুচি ও কামারখন্দ উপজেলা । উল্লাপাড়া একটি বৃহৎ উপজেলা যার আয়তন ৪১৪.৪৪ বর্গ কিলোমিটার । সমুদ্র সমতল থেকে এর উচ্চতা ১০/১২ ফুট । প্রতি বছর বর্ষার সময় এর অধিকাংশ অঞ্চল প্লাবিত হয় । এ অঞ্চলে কোন পাহাড় বা মালভূমি নেই । উল্লাপাড়ার পশ্চিমাংশে বিক্ষিপ্তভাবে কয়েকটি জলাভূমি ও ২৪ টি বিল রয়েছে । এ উপজেলার উপর দিয়ে করতোয়া,ফুলজোর,জপজাপিয়া,কমলা দরগাদহ ইত্যাদি নদী প্রবাহিত হচ্ছে ।
[সম্পাদনা] প্রশাসনিক এলাকা
[সম্পাদনা] ইতিহাস
উল্লাপাড়া অঞ্চল কখন গড়ে উঠেছে তার সঠিক কোন ব্যাখ্যা পাওয়া যায়নি । তবে ভূ-তত্ত্ববিদগণের মতে এবং বিভিন্ন পরিব্রাজকদের বর্ণনা পর্যালোচনা করলে দেখা যায় যে, প্রায় ৪৫০০ খ্রিস্টপূর্বে জয়পুরহাট,দিনাজপুর,বগুড়া,রাজশাহীর অংশ এবং পাবনার পশ্চিমাংশ নিয়ে বরেন্দ্রভূমি গড়ে উঠে । এর বহু শতাব্দী পরে বিভিন্ন নদীবাহিত পলল সঞ্চিত হয়ে সিরাজগঞ্জ,টাঙ্গাইল,ময়মনসিংহ,মুন্সিগঞ্জ,পাবনা প্রভৃতি জেলা গড়ে ওঠে । তখন যমুনা নদীর অস্তিত্ব ছিল না এবং সিরাজগঞ্জ ও টাঙ্গাইল ছিল ময়মনসিংহের অংশ । চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর মতে সপ্তম শতাব্দীর পর থেকে সিরাজগঞ্জ জেলায় জনবসতি গড়ে ওঠে । ঐ সময় নবগঠিত এ অঞ্চল বছরের প্রায় আট/নয় মাস পানিতে নিমজ্জিত থাকত । হিউয়েন সাং এর বর্ণনা থেকে আরো জানা যায় যে, করতোয়া নদীর পশ্চিমাঞ্চল ছিল পুণ্ড্রবর্ধন রাজ্যের অন্তর্গত । ধারণা করা হচ্ছে উল্লাপাড়াও এই রাজ্যের অন্তর্গত ছিল । পরবর্তীতে নদীবাহিত পলি সঞ্চায়নের মাধ্যমে উল্লাপাড়া প্লাবন সমভূমিতে পরিণত হয় । মুসলিম শাসনকাল(১২০৪-১৭৫৭) এবং ব্রিটিশ আমলে(১৭৫৭-১৯৪৭) নৌ-পথে ও স্থলপথে উল্লাপাড়ার সাথে যোগাযোগ স্থাপন হয় এবং ব্যবসায়িক কেন্দ্র গড়ে ওঠে ।
[সম্পাদনা] জনসংখ্যার উপাত্ত
২০০১ সালের আদমশুমারীর হিসেব অনুযায়ী মোট জনসংখ্যা ৪,৩৭,৪৮০ জন এবং ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৯৬৩ জন। উল্লেখ্য যে উল্লাপাড়া পৌরসভার জনসংখ্যা ৩৬,৭৩৭ জন।
[সম্পাদনা] শিক্ষা
[সম্পাদনা] অর্থনীতি
[সম্পাদনা] কৃতী ব্যক্তিত্ব
[সম্পাদনা] বিবিধ
[সম্পাদনা] আরও দেখুন
[সম্পাদনা] বহির্সংযোগ
সিরাজগঞ্জ জেলা | ![]() |
---|---|
উপজেলা/থানাঃ বেলকুচি | কামারখন্দ | চৌহালি | কাজীপুর | রায়গঞ্জ | শাহজাদপুর | সিরাজগঞ্জ সদর | তাড়াস | উল্লাপাড়া। |