কৈলাশ পর্বত
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কৈলাশ পর্বত গ্যাঙ্গডিস পর্বতের চূড়া যা তিব্বতের হিমালয় পর্বতমালার একটি অংশ। এটিই এশিয়ার বৃহৎ সিন্ধু নদী, সৎলুজ নদী, ব্রহ্মপুত্র নদ নদীগুলোর উৎস স্থান। একে হিন্দু, বৌদ্ধ, জৈন এবং বওন এ চারটি ধর্মের তীর্থস্থান হিসেবে বিবেচনা করা হয়। হিন্দু পুরাণে একে হিন্দু দেবতা শিবের বাসস্থান হিসেবে বলা হয়েছে। পর্বতটি তিব্বতের মানস সরোবর এবং রাক্ষসতল হ্রদ এর কাছেই দাঁড়িয়ে আছে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।