মুনীর চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মুনীর চৌধুরী (নভেম্বর ২৭, ১৯২৫ - ডিসেম্বর ১৪, ১৯৭১) ছিলেন একজন বাংলাদেশী শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, ভাষাবিজ্ঞানী এবং শহীদ বুদ্ধিজীবী।

সূচিপত্র

[সম্পাদনা] শিক্ষা

মুনীর চৌধুরী ঢাকা কলেজিয়েট স্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেন এবং ১৯৪৩ সালে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগে আইএসসি পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজীতে অনার্স (১৯৪৬) এবং মাস্টার্স (১৯৪৭) পাস করেন। ১৯৫৪ সালে নিরাপত্তা বন্দী থাকা অবস্থায় পরীক্ষা দিয়ে তিনি কৃতিত্বের সাথে বাংলায় মাস্টার্স ডিগ্রী পাস করেন। ১৯৫৮ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে আরও একটি মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।

[সম্পাদনা] শিক্ষকতা

মুনীর চৌধুরী শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেন খুলনার ব্রজগোপাল কলেজে (১৯৪৭-১৯৫০)। এরপর কিছু সময়ের জন্য জগন্নাথ কলেজে কর্মরত ছিলেন। তারপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। তিনি সেখানে বাংলা ও ইংরেজী উভয় অনুষদেই শিক্ষকতা করেন। ১৯৭১ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেখানেই কর্মরত ছিলেন।

[সম্পাদনা] রাজনৈতিক আন্দোলন

মুনীর চৌধুরী ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহন করে পাকিস্তান সরকারের হাতে বন্দী হন। বন্দী থাকা অবস্থায় তিনি তাঁর বিখ্যাত নাটক কবর রচনা করেন (১৯৫৩)। পঞ্চাশ ও ষাটের দশকের যে কোন ধরনের সংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। ১৯৭৬ সালে রেডিওটেলিভিশনে রবীন্দ্রনাথ ঠাকুরের গান প্রচারে পাকিস্তান সরকারের নিষেধাজ্ঞার প্রতিবাদ করেন। ১৯৬৮ সালে পাকিস্তান সরকার বাংলা বর্ণমালাকে রোমান বর্ণমালা দিয়ে সংস্কারের উদ্যোগ নিলে তিনি এর প্রতিবাদ করেন। ১৯৭১ সালে অসহযোগ আন্দোলনের সময়ে সে আন্দোলনের সমর্থনে সিতারা-ই-ইমতিয়াজ খেতাব বর্জন করেন।

[সম্পাদনা] অবদান

মুনীর চৌধুরী বাংলা টাইপ রাইটিংয়ের কী-বোর্ড মুনীর অপটিমা-এর উদ্ভাবক (১৯৬৫)। তার প্রকাশিত গ্রন্থাবলী:

  • নাটক
    • রক্তাক্ত প্রন্তর (১৯৬২)
    • চিঠি (১৯৬৬)
    • কবর (১৯৬৬)
    • দণ্ডকারণ্য (১৯৬৬)
    • পলাশী ব্যারাক ও অন্যান্য (১৯৬৯)
  • অনুবাদ নাটক
    • কেউ কিছু বলতে পারে না (১৯৬৯)
    • মুখরা রমণী বশীকরণ (১৯৭০)
  • প্রবন্ধ গ্রন্থ
    • ড্রাইডেন ও ডি.এল.রায় (১৯৬৩, পরে তুলনামূলক সমালোচনা গ্রন্থে অন্তর্ভুক্ত)
    • মীর মানস (১৯৬৫)
    • তুলনামূলক সমালোচনা (১৯৬৯)
    • বাংলা গদ্যরীতি (১৯৭০)

[সম্পাদনা] পুরস্কার

[সম্পাদনা] মৃত্যু

আরও দেখুন: বুদ্ধিজীবী হত্যা

১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঊষালগ্নে অন্যান্য বুদ্ধিজীবীদের সাথে মুনীর চৌধুরীকেও পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সহযোগীরা অপহরণ করে নিয়ে গিয়ে হত্যা করে।

[সম্পাদনা] বহিঃসংযোগ

অন্যান্য ভাষা