ভারতীয় মান সময়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পাশের দেশের সাথে আইএসটির সম্পর্ক
পাশের দেশের সাথে আইএসটির সম্পর্ক

ভারতীয় মান সময় (IST) হচ্ছে সারা ভারতের জন্য ব্যবহৃত সময় স্থান। গ্রিনউইচের সাথে এর সময় পার্থক্য ইউটিসি+৫:৩০। ভারত ডে লাইট সেভিং সময় ব্যবহার করে না। ১৯৬২ ও ১৯৬৫ সালে ভারতের দুটি যুদ্ধে অবশ্য কিছু যময়ের জন্য ডেলাইট সেভিং সময় ব্যবহৃত হয়েছে।

ভারতের মান সময় গ্রীনউইচ থেকে ৮২.৫° পূর্ব দ্রাঘিমাংশ ধরে হিসেব করা হয়, যে রেখাটি উত্তর প্রদেশ রাজ্যের এলাহাবাদের মির্জাপুরের উপর দিয়ে গেছে।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন
অন্যান্য ভাষা