আলাপ:বাংলা ব্যাকরণ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মানে? ইউরোপিয়ানরা আসার আগে কোন বাংলা ব্যাকরণ ছিল না? --ইমাম তাশদীদ উল আলম ০৩:০৩, ২৬ অক্টোবর ২০০৬ (UTC)
- না, ছিল না। সঠিকতর ভাষাতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বলতে গেলে খাঁটি বাংলা ভাষার পূর্ণাঙ্গ ব্যাকরণ এখনও রচিত হয়নি। যা হয়েছে, এবং যা আমরা বাংলা ব্যাকরণ হিসেবে স্কুলে থাকতে পড়েছি, তা কেবল বিভিন্ন সংস্কৃত ব্যাকরণের এদিক-ওদিক অণুকরণ মাত্র। বাংলা সংস্কৃত নয়, সংস্কৃতের প্রায় দেড়-দু হাজার বছর পরে বহু পরিবর্তনের ভেতর দিয়ে নিজস্ব বৈশিষ্ট্যের প্রকাশের মাধ্যমে বাংলার (এবং হিন্দী, মারাঠি, অসমিয়া, ওড়িয়া, ইত্যাদির) আবির্ভাব ঘটেছিল। বাংলার নিজস্ব বৈশিষ্ট্য আধুনিক ভাষাবৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়েছে, এরকম বাংলা ব্যাকরণ আজও রচিত হয়নি। --অর্ণব (আলাপ | অবদান) ০৩:২৫, ২৬ অক্টোবর ২০০৬ (UTC)
- হিহি। কি লজ্জা কি লজ্জা। থ্যাংকস্ অর্ণব ভাই। --ইমাম তাশদীদ উল আলম ১১:১০, ২৬ অক্টোবর ২০০৬ (UTC)