হিপ্পিয়াস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হিপ্পিয়াস বা মেটাফোন্টামের হিপ্পিয়াস একজন গ্রীস দার্শনিক এবং পিথাগোরাস-এর শিষ্য। ম্যাগনা গ্রাসিয়াতে 500 খ্রিস্টপূর্বাব্দে তার জন্ম। হিপ্পিয়াসকে সাধারণভাবে অমূলদ সংখ্যার জনক বলা হয়। তিনিই প্রথম আবিস্কার করেন যে ২‌-এর বর্গমূল একটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা হলো সে সংখ্যা যেটিকে দুইটি পূর্ণসংখ্যার অনুপাত হিসাবে প্রকাশ করা যায় না।

হিপ্পিয়াসের এই আবিস্কারের আগে পিথাগোরিয়ানরা বিশ্বাস করতো, যে কোনো সংখ্যাকে দুইটি পূর্ণসংখ্যার অনুপাত হিসাবে প্রকাশ করা যায়। হিপ্পিয়াসের আবিস্কারের যৌক্তিক ভিত্তি স্বত্ত্বেও পিথাগোরিয়ানরা এটিকে ধর্মদ্রোহিতা মনে করে এবং তাকে মৃত্যুদন্ড দেয়। কথিত আছে যে, সমুদ্রে ভ্রমণের সময় এটি আবিস্কার হয় এবং অন্য পিথাগোরিয়ানরা তাকে নৌকা থেকে ফেলে দেয়।

শব্দ বিজ্ঞান ও অনুনাদ নিয়ে তার কিছু কাজের কথা জানা গেলেও তার বেশিরভাগ কাজই এখন আর পাওয়া যায় না।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন


প্রাক-সক্রেটিয় দার্শনিকবৃন্দ
থেলিস • এনাক্সিম্যান্ডার • এনাক্সিমিনিস • পিথাগোরাস • ফিলোলাউস • আর্কাইটাস • এম্পিডক্লিস • হিরাক্লিটাস • পারমেনিডেস • এলেয়া-র জিনো • মেলিসাস • জেনোফেনিস • এনাক্সাগোরাস • লিউকিপ্পাস • ডিমোক্রিটাস • প্রোটাগোরাস • জর্জিয়াস • প্রোডিকাস  • হিপ্পিয়াস • ফেরেসাইডিস
অন্যান্য ভাষা