ব্যবহারকারী আলাপ:Boka Manushta

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্বাগতম!

প্রিয় Boka Manushta, উইকিপিডিয়াতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ জায়গাটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবেঃ

কাজে নেমে পড়বার সহজ উপায় হল নীচের যেকোন পদ্ধতি অনুসরণ করা-

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল আবশ্যকীয় নিবন্ধ-গুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা। তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt-x চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে প্রসারণ বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে "অন্যান্য ভাষা"-র তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! দয়া করে আলাপের পাতায় বার্তা লেখার পর চারটি টিল্ডা(~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ তৈরি করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং সাহায্যকারী কিছুক্ষনের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দিবে। আবারও স্বাগতম! 


--রাগিব (আলাপ | অবদান) ০৫:৪৭, ২৮ মার্চ ২০০৭ (UTC)

[সম্পাদনা] রামানুজন

চমৎকার কাজ হচ্ছে!!! --রাগিব (আলাপ | অবদান) ১৫:৫৯, ৬ এপ্রিল ২০০৭ (UTC)

উইকিপদক
চমৎকার সব নিবন্ধ তৈরী করার জন্য আপনাকে এই তারকা পদক দিলাম রাগিব (আলাপ

ধন্যবাদ। এ ধরণের আরও নিবন্ধ তৈরীর চেষ্টা করছি। আশা করি আরও ভাল অবদান রাখতে পারব। -- মহিব ০৭:১৯, ১০ এপ্রিল ২০০৭ (UTC)

এরকম ভালো নিবন্ধ লেখার পরে পরেই সিডি প্রকল্পের নিবন্ধ তালিকার যথাস্থানে সেটা যোগ করুন। --রাগিব (আলাপ | অবদান) ০৭:৩৪, ১০ এপ্রিল ২০০৭ (UTC)

[সম্পাদনা] উইকি পরিসংখ্যান

প্রিয় মহিব, আপনার ব্যবহারকারী পাতায় দৈনিক পরিসংখ্যানটি আমার বেশ ভালো লেগেছে। কী করলে এই পরিসংখ্যান আমাদের ওয়েব সাইটে (www.bdosn.org) যোগ করা যাবে জানালে খুশী হবো। রাগীব বলছিল আপনাদের ওখানে ক্যাম্প করার কথা। আপনি আর মুহম্মদ কী আমাদের পরবর্তী ওপেন সোর্স ক্যাম্পে যোগ দিতে পারবেন? এটি ২৭‌-২৮ বুয়েটের আইআইসিটিতে হওয়ার কথা।‌Munirhasan ০৬:৫২, ১৮ এপ্রিল ২০০৭ (UTC)

আসলে পরিসংখ্যানটি আমি অন্য ব্যবহারকারী পাতা থেকে নিয়েছি। যিনি কোডটি করেছেন তিনি ভাল বলতে পারবেন। সম্ভবত প্রশাসকদের কেউ। রাগিব ভাইয়ের সাথে কথা বলা যেতে পারে। বুয়েটে যাবার চেষ্টা করবো। -- মহিব ০৯:২৩, ১৮ এপ্রিল ২০০৭ (UTC)

[সম্পাদনা] পরামর্শ

উদ্ভিদের নিবন্ধগুলো চমৎকার হচ্ছে। কিন্তু এর যথাযথ তথ্যসূত্র দিচ্ছেন না। অন্তত বাংলা নাম গুলো কোথায় পেয়েছেন তা তথসূত্র হিসেবে দিয়ে দিন। সাথে ইংরেজী এবং বৈজ্ঞানিক নাম গুলো যোগ করে দিন। চালিয়ে যান চমৎকার হচ্ছে।--বেলায়েত ১৬:৪৩, ২৩ এপ্রিল ২০০৭ (UTC)