আরবি ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আরবি
العربية আল আরাবিয়া 
al-‘Arabīyyah in written Arabic (Kufic script):  
উচ্চারণ: আ-ধ্ব-ব: /alˌʕa.raˈbij.ja/
যেসব রাষ্ট্রে প্রচলিত: আলজেরিয়া, বাহরাইন, মিশর, ইরাক, জর্দান, কুয়েত, লেবানন, লিবিয়া, মৌরিতানিয়া, মরোক্কো, ওমান, কাতার, সৌদি আরব, সুদান, সিরিয়া, তিউনিসিয়া, সংযুক্ত আরব আমিরাত, ফিলিস্তিন (পশ্চিম তীর এবং গাজা ভূখণ্ড), পশ্চিম সাহারা, ইয়েমেন by a majority, and in many other countries, such as ইসরায়েল and ইরান, as a minority language; it is also the liturgical language of ইসলাম
অঞ্চল: আরব বিশ্ব
মোট ভাষাভাষী সংখ্যা: ২৭০,০০০,০০০ (২০৬,০০০,০০০ according to Ethnologue, native speakers of all dialects 1998 est.); ৩২৩,০০০,০০০ (population of আরব দেশে, CIA World Factbook 2006 est.), অন্যান্য দেশে বসবাসরত সংখ্যালঘু আরব জনগোষ্ঠী ও দ্বীভাষাভাষীদেরকে বাদ দিয়ে 
ক্রম: ৪ বা ৫
ভাষা পরিবার: আফ্রো-এশীয়
 Semitic
  West Semitic
   Central Semitic
    আরবি 
লিপি: আরবি লিপি 
প্রাতিষ্ঠানিক মর্যাদা
যেসব দেশের রাষ্ট্রভাষা: আলজেরিয়া, বাহরাইন, কোমোরোস, চাদ, জিবুতি, মিশর, ইরিত্রিয়া, ইরাক, ইস্রায়েল, জর্দান, কুয়েত, লেবানন, লিবিয়া, মৌরিতানিয়া, মরোক্কো, ওমান, ফিলিস্তিন (পশ্চিম তীর ও গাজা ভূখণ্ড), কাতার, পশ্চিম সাহারা, সৌদি আরব, সুদান, সিরিয়া, তিউনিসিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন;


অন্যতম রাষ্ট্রভাষা: মালি, সেনেগাল (হাসানিয়া ভাষা), সোমালিয়া.
আন্তর্জাতিক সংস্থাসমূহ: জাতিসঙ্ঘ, আরব লীগ, Organization of Islamic Conference, আফ্রিকান ইউনিয়ন

নিয়ন্ত্রক সংস্থা: মিশর: আরবি ভাষা একাডেমি
ভাষা কোডসমূহ
ISO 639-1: ar
ISO 639-2: ara
ISO/FDIS 639-3: ara — Arabic (generic)
see varieties of Arabic for the individual codes 
Image:Arabic_speaking_world.png
আরবি ভাষার বিস্তার। যেসব দেশে আরবি একমাত্র সরকারী ভাষা সেগুলি সবুজ দিয়ে এবং যেসব দেশে আরবি একাধিক সরকারী ভাষার একটি সেগুলি নীল রঙে চিহ্নিত। 

আরবি (আরবি ভাষায় عربي) সেমিটীয় ভাষা পরিবারের জীবন্ত সদস্যগুলির মধ্যে বৃহত্তম। এটি একটী কেন্দ্রীয় সেমিটিক ভাষা এবং হিব্রু ও আরামীয় ভাষার সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। আধুনিক আরবিকে একটি ম্যাক্রোভাষা অ্যাখ্যা দেয়া হয়, এর ২৭ রকমের উপভাষা ISO 639-3-তে স্বীকৃত। আরব বিশ্বের সর্বত্র এই উপভাষাগুলি কথিত হয় এবং মান্য আরবি ইসলামী বিশ্বের সর্বত্র অধীত হয়।

আধুনিক মান্য আরবি চিরায়ত আরবি থেকে উদ্ভূত।

মধ্যযুগে আরবি ছিল গণিত, বিজ্ঞান ও দর্শনের প্রধান বাহন। বিশ্বের বহু ভাষা আরবি থেকে শব্দ ধার করেছে।