ভের্নার কার্ল হাইজেনবের্গ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভের্নার কার্ল হাইজেনবের্গ

জন্ম ডিসেম্বর ৫, ১৯০১
ভুজবুর্গ, জার্মানি
মৃত্যু ফেব্রুয়ারি ১, ১৯৭৬ (৭৪ বছর)
মিউনিখ, জার্মানি
বাসস্থান জার্মানি
জাতীয়তা Template:Country data German Empire জার্মানি এর পতাকা Germany
ক্ষেত্র পদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠান গ্যোটিঙেন বিশ্ববিদ্যালয়(১৯২৪)
কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়(১৯২৬-২৭)
লিপজিড় বিশ্ববিদ্যালয়(১৯২৭-৪১)
বার্লিন বিশ্ববিদ্যালয়(১৯৪১)
সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়(১৯৫৫-৫৬)
মিউনিখ বিশ্ববিদ্যালয়(১৯৫৮)
যে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছেন মিউনিখ বিশ্ববিদ্যালয়
শিক্ষাগত উপদেষ্টা Arnold Sommerfeld
উল্লেখযোগ্য ছাত্র Felix Bloch
Edward Teller
Rudolph E. Peierls
Friedwardt Winterberg
যে কারণে বিখ্যাত Uncertainty Principle
Quantum Mechanics
বিশেষ পুরস্কারসমূহ পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৩২)

ভের্নার কার্ল হাইজেনবের্গ (জার্মান Werner Karl Heisenberg ভ়েয়ানা খাআল্‌ হায়জ়েন্‌বেয়াক্‌, ডিসেম্বর ৫, ১৯০১ - ফেব্রুয়ারি ১, ১৯৭৬) একজন নোবেল বিজয়ী জার্মান পদার্থ বিজ্ঞানী। তিনি এর‌উইন শ্রোডিঙ্গার এর সমসাময়িক (কিন্তু এক সঙ্গে নয়) কোয়ান্টাম পদার্থবিজ্ঞান আবিষ্কার করেন। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি আবিষ্কারের জন্য তিনি বিখ্যাত।


[সম্পাদনা] প্রাথমিক জীবন

হাইজেনবার্গ এর জন্ম জার্মানীতে। ইউনিভার্সিটি অফ মিউনিখ এ তিনি আর্নল্ড সমারফেল্ড ও উইলহেম ভীন এর কাছে পদার্থবিজ্ঞান অধ্যয়ন করেন। গটিংজেন বিশ্ববিদ্যালয় এ পড়েন ডেভিড হিলবার্ট ও ম্যাক্স বর্ন এর তত্ত্বাবধানে।

[সম্পাদনা] কোয়ান্টাম পদার্থবিজ্ঞান

১৯২৪ সালে নীলস বোহ্‌র এর সাথে তিনি কোয়ান্টাম পদার্থবিজ্ঞান এর কাজ শুরু করেন, যা শেষ হয় ১৯২৬ এ দুর্বোধ্য "ম্যাট্রিক্স মেকানিক্স" এর মাধ্যমে। পরবর্তীতে বিশেষত পল ডিরাক, ভলফগ্যাং পাউলি, প্রমুখের প্রচেষ্টায় কোয়ান্টাম পদার্থবিজ্ঞান এর স্পষ্টতর ব্যাখ্যা প্রতিষ্ঠিত হয়, যদিও তাত্ত্বিক ভাবে নতুন এই বলবিজ্ঞান হাইজেনবার্গ এর ম্যাট্রিক্স উপায়ের সমার্থক। অবশ্য হাইজেনবার্গ তার নিজস্ব তত্ত্বের মধ্যেই তার অনিশ্চয়তা সূত্র প্রমান করেন।

[সম্পাদনা] পুরষ্কার

কোয়ান্টাম বলবিদ্যায় অবদানের জন্য ১৯৩২ সালে হাইজেনবার্গ নোবেল পুরষ্কার লাভ করেন।