ফ্রাঙ্ক ল্যাম্পার্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ফ্রাঙ্ক ল্যাম্পার্ড
ব্যক্তিগত তথ্য
জন্মতারিখ জুন ২০, ১৯৭৮
জন্মস্থান রমফোর্ড, ইংল্যান্ড
উচ্চতা ১.৮৩ মিটার (৬ ফুট)
ডাকনাম ল্যাম্পস, ফ্রাঙ্কি
অবস্থান মাঝমাঠ
ক্লাব তথ্য
বর্তমান ক্লাব চেলসি
নম্বর
যুব ক্লাব
১৯৯৪-১৯৯৫ ওয়েস্ট হ্যাম
পেশাদারী ক্লাব*
বছর ক্লাব উপস্থিতি (গোল)
১৯৯৫-১৯৯৬
১৯৯৪-২০০১
২০০১-
সোয়ানসি
ওয়েস্ট হ্যাম
চেলসি
৯ (১)
১৭৮ (২৪)
১৮৬ (৫০)
জাতীয় দল
১৯৯৯- ইংল্যান্ড ৪৬ (১২)

* পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা
শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে  এবং
জুন ২০,২০০৬ তারিখ অনুযায়ী সঠিক।
** জাতীয় দলে উপস্থিতি ও গোলসংখ্যা
জুন ২৫,২০০৬ তারিখ অনুযায়ী সঠিক।


ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ইংল্যান্ড ফুটবল দলের সদস্য। তাঁর জন্ম ১৯৭৮ সালের ২০শে জুন ইংল্যান্ডের রমফোর্ড এ।

  • অবস্থান: মাঝমাঠ
  • বর্তমান ক্লাব: চেলসি

মাঝমাঠের খেলোয়াড় হলেও গোল করায় তাঁর যোগ্যতা প্রশ্নাতীত। দূরপাল্লার গোলেও তিনি পারদর্শী। ক্লাবে তিনি ফ্রি-কীক ও পেনাল্টি শটে কোচের প্রথম পছন্দ। গত ৩ বছরে ইংল্যান্ড দলের সবচেয়ে উন্নতি করা খেলোয়াড় এবং বর্তমানে বিশ্বের অন্যতম সেরা মাঝমাঠের খেলোয়াড়।


[সম্পাদনা] অর্জন

ব্যাক্তিগত
  • ইংল্যান্ডের বর্ষসেরা খেলোয়াড় (২০০৫)-১ম স্থান
  • ফুটবল লেখক সমিতি এর বর্ষসেরা খেলোয়াড় (২০০৫)-১ম স্থান
  • ফিফার বর্ষসেরা খেলোয়াড় (২০০৫)-২য় স্থান
  • ইউরোপের বর্ষসেরা খেলোয়াড় (২০০৫)-২য় স্থান।


ক্লাব
  • উয়েফা ইন্টারটোটো কাপ (১৯৯৮)
  • এফএ প্রিমিয়ার এশিয়া কাপ (২০০৩)
  • এফএ কমিউনিটি শিল্ড (২০০৫)
  • লীগ কাপ (২০০৫)
  • ইংলিশ প্রিমিয়ার লীগ (২০০৪-২০০৫,২০০৫-২০০৬)।

[সম্পাদনা] গোলসংখ্যা

২০০৬ সালের জুলাই পর্যন্ত হিসাব।
  • আন্তর্জাতিক-৪৪ ম্যাচে ১১ টি।
  • ক্লাব ম্যাচ-
বছর ক্লাব গোল
১৯৯৫-১৯৯৬ সোয়ানসি ৯ ম্যাচে ১ গোল
১৯৯৬-২০০১ ওয়েস্ট হ্যাম ১৭৮ ম্যাচে ২৪ গোল
২০০১- বর্তমান চেলসি ১৮৬ ম্যাচে ৫০ গোল
অন্যান্য ভাষা