আলাপ:ফিবোনাচ্চি রাশিমালা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
[সম্পাদনা] ফিবোনাচ্চি
বাংলায় ভদ্রলোকের নাম ভুল বানানে লেখা হয়। ইতালীয় ভাষায় cci এর উচ্চারণ সবসময় "চ্চি"। Fibonacci = ফিবোনাচ্চি।
ইতালীয় নামের ব্যাপারে কিছু নির্দেশনা দেইঃ
- ch = ক; Chiesa = কিয়েযা
- ce, ci = চে, চি।
- cce, cci = চ্চে, চ্চি।
- cch = ক্ক; Cecchi = চেক্কি
- cco = ক্ক; Accordo = আক্করদো
এই প্রেক্ষিতে যদি কারও ভিন্নমত না থাকে, তবে নিবন্ধটাকে ফিবোনাচ্চি রাশিমালাতে redirect করে দেব। --- অর্ণব ০৬:৫৭, ১৩ মে ২০০৬ (UTC)
- আমিও একমত। ইতালিয় নামের ক্ষেত্রে অবশ্যই g=জ, c=চ এরকম উচ্চারণ ব্যবহৃত হয়। বাংলাদেশের অনেক সংবাদপত্রে বা অন্যান্য মাধ্যমে ভূল করা হয় ... আমার মনে আছে ১৯৯০ বিশ্বকাপের সময় পত্রিকাতে Baggio কে ব্যাগিও লেখা হত ঃ)। যা হোক, redirect করার সপক্ষে মত দিচ্ছি। --Ragib ০৭:০৯, ১৩ মে ২০০৬ (UTC)