আলাপ:ক্ষিদিরপুর (নদীয়া)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দ্ব্যর্থতা নিরসন দরকার, কারন একই নামে কলকাতার খিদিরপুর ডক আছে যেখানে জাহাজ ইত্যাদি তৈরী হয়। কিন্তু তার আগে একটু দেখা দরকার, কন বানানটা ঠিকঃ খিদিরপুর না ক্ষিদিরপুর ?--সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৫:০৮, ৮ অক্টোবর ২০০৬ (UTC)

এটা তো বলতে পারছিনা, কোন বানানটা আসলে ব্যবহার করা হয় পশ্চিমবঙ্গে। --রাগিব (আলাপ | অবদান) ০৫:১১, ৮ অক্টোবর ২০০৬ (UTC)
চলতি বানান খিদিরপুর হবে মনে হচ্ছে। আমি আরেকটা ভুল করেছি কোচবিহারকে সব জায়গায় কুচ বিহার লিখেছি!--সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৫:১৩, ৮ অক্টোবর ২০০৬ (UTC)