আলাপ:ফ্রিড্রিশ নিচা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কেউ আপত্তি না করলে ফ্রিদ্রিশ নিচ্য-তে সরিয়ে দেব। --অর্ণব (আলাপ | অবদান) ০৮:৩৯, ৭ আগস্ট ২০০৬ (UTC)
- I would have thought it's "নীশে" or নীশ.. anyway my knowledge on this is limited. As long as all the alternatives are redirected any of the spellings should be OK I guess. --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৯:২৩, ৭ আগস্ট ২০০৬ (UTC)
শেষ পর্যন্ত আমি নিবন্ধটাকে "ফ্রিড্রিশ নিচা"-তে সরিয়ে নিচ্ছি। বাংলাদেশে প্রকাশিত বাংলা বিশ্বকোষ ৩য় খণ্ডে (১৯৭৩) তাঁর ওপর ভুক্তিটিতে এভাবে দেয়া আছেঃ
"নীচা (এদেশীয় অশুদ্ধ উচ্চারণ নীট্শে), ফ্রীড্রিখ ভিলহেল্ম, ..." (পৃ ৮২)
যেহেতু এটাই আমার দেখামতে কোন প্রামাণ্য বাংলা বিশ্বকোষে Nietzsche-র ওপর লেখা কোন ভুক্তি, তাই এটাকেই বাংলা উইকির উচ্চারণের গাইডলাইন হিসাবে ধরছি। আমরা উইকিপিডিয়াতে অন্য সব জায়গায় Friedrich-এর বাংলা প্রতিবর্ণীকরণ করেছি ফ্রিড্রিশ, এখানেও তাই রাখছি। আর বিদেশী শব্দে দীর্ঘ স্বরবর্ণ রাখছিনা, তাই নীচা-র বদলে নিচা। --অর্ণব (আলাপ | অবদান) ২২:১২, ৬ জানুয়ারি ২০০৭ (UTC)