কামরাঙ্গা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এই নিবন্ধে বা নিবন্ধের অংশবিশেষে কোনো উৎসনির্দেশ বা তথ্যসূত্র যুক্ত করা হয়নি।
আপনি নিবন্ধটিতে যথাযথ উৎস বা তথ্যসূত্র অনুপ্রবেশ করিয়ে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন।
কামরাঙ্গা
কামরাঙ্গা

কামরাঙ্গা একটি চিরসবুজ ছোট মাঝারি আকৃতির গাছ। ১৫-২৫ ফুট লম্বা হয়। ঘন ডাল পালা আচ্ছাদিত, পাতা যৌগিক, ১-৩ ইঞ্চি লম্বা। বাকল মসৃন কালো রংএর। ফল ৩-৬স ইঞ্চি ব্যাসের এবং ভাজযুক্ত। কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে হলুদ। ২ ধরনের দেখা যায়, টক স্বাদযুক্ত এবং মিষ্টি। কোন কোন গাছে একাধিকবার বা সারাবছর ই ফল পাওয়া যায়। ভিটামিন এ ও সি এর ভাল উৎস। কামরাঙ্গার ভিটামিন সি এর পরিমান আম, আনারস, আঙ্গুর এর চেয়ে বেশি[এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য তথ্যসূত্র প্রয়োজন]। সেপ্টেম্বর থেকে জানুয়ারিতে পাওয়া যায়।


বৈজ্ঞানিক নাম: Averrhoa carambola Linn. পরিবার: Oxalidacea ইংরেজি নাম: Chinese gooseberry


[সম্পাদনা] ভেষজগুণ

এ গাছের ফল থেকে বাকল সবই ঔষধিগুণ সম্পন্ন।

  1. এর এলজিক এসিড খাদ্য নালি (অন্ত্রের) ক্যান্সার হতে বাধা দেয়[এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য তথ্যসূত্র প্রয়োজন]
  2. পাতা ও কচি ফলের রসে ট্যানিন রয়েছে যে কারনে এর রস রক্ত জমাট বাঁধতে সাহায্য করে[এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য তথ্যসূত্র প্রয়োজন]
  3. এর মূল বিষনাশক হিসেবে ব্যবহার হয়[এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য তথ্যসূত্র প্রয়োজন]
  4. শুষ্ক ফল জ্বরে ব্যবহার হয়[এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য তথ্যসূত্র প্রয়োজন]
  5. শীতল ও টক তাই ঘাম, কফ ও বাতনাশক হিসেবে কাজ করে [এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য তথ্যসূত্র প্রয়োজন]
অন্যান্য ভাষা