আলাপ:সতীদাহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভুল বাক্য সরান হলঃ "প্রথার পৌরাণিক ভিত্তি হচ্ছে শ্রী ভগবান রামচন্দ্রের স্ত্রী সীতার অগ্নিতে আত্মাহুতি".-এটা ভুল কারণ রামচন্দ্রের মৃত্যুর পরে নয় জীবিত রামচন্দ্রের চোখের সামনে সীতা একবার অগ্নিপরীক্ষা দেন, এবং দ্বিতীয়বার দিতে বলা হলে অপমানিত সীতা "ধরিত্রী দ্বিধা হও" বলে দ্বিধাভক্ত মা ধরিত্রীর (মাটি) বুকে প্রবেশ করেন। --128.12.147.175 ০৬:৪৪, ২২ অক্টোবর ২০০৬ (UTC)