বহিঃসৌর জাগতিক গ্রহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সৌর জগতের বাইরে অবস্থিত যেকোন গ্রহকেই বহিঃসৌর জাগতিক গ্রহ বলা হয়। ২০০৭ সালের এপ্রিল মাস পর্যন্ত মোট বহিঃসৌর জাগতিক গ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ২২৯-এ। সবগুলো গ্রহের প্রকৃত চিত্র গ্রহণ করা সম্ভব হয়নি। অধিকাংশ গ্রহই বিভিন্ন পরোক্ষ পদ্ধতি প্রয়োগের মাধ্যমে আবিষ্কৃত হয়েছে। এদের মধ্যে অধিকাংশ গ্রহই আকারে বিশাল। পৃথিবী এমনকি বৃহস্পতি গ্রহের চেয়েও অনেকের আকার বড়। জ্ঞাত বহর্জাগতিক গ্রহগুলোর সবকটিই কোন না কোন তারাকে কেন্দ্র করে ঘুরছে এবং সেই সূত্রে একটি নাক্ষত্রিক জগৎ গড়ে তুলতে সাহায্য করেছে। অবশ্য অনেকে কিছু মুক্ত ভাসমান গ্রহ জাতীয় বস্তুর অস্তিত্বের কথা বলেছেন। অর্থাৎ যারা কোন তারাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে না। এদেরকে আন্তঃনাক্ষত্রিক গ্রহীয় বস্তু বলা হয়। এদের মধ্য উল্লেখযোগ্য হল রগ গ্রহসমূহ। কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের সংজ্ঞামতে এই বস্তুগুলো গ্রহের মধ্যে পড়েনা, আবার এদের অস্তিত্ব সম্বন্ধেও নিশ্চিত হওয়া যায়নি। তাই এগুলো নিয়ে এই নিবন্ধে কোন আলোচনা করা হবে না।

[সম্পাদনা] বহিঃসংযোগ

অনুসন্ধানী প্রকল্প
তথ্যভাণ্ডার
সংবাদ