ব্যবহারকারী আলাপ:Bisuda

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্বাগতম!

প্রিয় Bisuda, উইকিপিডিয়াতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ জায়গাটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবেঃ

কাজে নেমে পড়বার সহজ উপায় হল নীচের যেকোন পদ্ধতি অনুসরণ করা-

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল আবশ্যকীয় নিবন্ধ-গুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা। তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt-x চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে প্রসারণ বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে "অন্যান্য ভাষা"-র তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! দয়া করে আলাপের পাতায় বার্তা লেখার পর চারটি টিল্ডা(~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ তৈরি করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং সাহায্যকারী কিছুক্ষনের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দিবে। আবারও স্বাগতম! 


--মাকসুদ ০৩:২৩, ২৪ মে ২০০৭ (UTC)


সূচিপত্র

[সম্পাদনা] পরামর্শ

দয়াকরে উপরের বার্তাটি পড়ে দেখুন কোথায় সাহায্যের জন্য বার্তা রাখতে বলা হয়েছে। ধন্যবাদ।--বেলায়েত ১৮:০৯, ২৫ মে ২০০৭ (UTC)

[সম্পাদনা] বার্ণপুর

আমি হলে ইংরেজি উইকিপিডিয়াতে যা আছে তা অনুবাদ করে দিতাম। আমার মনে হয় আপনি ইংরেজী উইকির নিবন্ধটা (en:Burnpur) দেখলেই বুঝে যাবেন কিভাবে ছবি যোগ করতে হবে। ছবি যোগ করতে হলে লেখা লাগে [[চিত্র:Example.jpg|ছবির ক্যাপশন]] অথবা [[Image:Example.jpg|ছবির ক্যাপশন]]। ছবিটি অবশ্যি উইকিকমন্সে অথবা বাংলা উইকিতে আপলোড করা থাকতে হবে। আরো সাহায্য লাগলে রাগিব ভাইকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। --মাকসুদ ১৮:১৩, ২৮ মে ২০০৭ (UTC)

বিশ্বরূপ, আপনি এখানে একটা টিউটোরিয়াল পাবেন। --রাগিব (আলাপ | অবদান) ২২:৫৩, ৩০ মে ২০০৭ (UTC)

[সম্পাদনা] উত্তর

সূচীপত্র তৈরি করতে আলাদা কিছু করতে হয় না। শুধু পরিচ্ছেদের শিরনাম দেওয়ার জন্য ==শিরনাম== ব্যবহার করুন তাহলেই ঐ শিরনাম দিয়ে সূচীপত্র দেখাবে। ধন্যবাদ।--বেলায়েত ১৮:৫১, ২৮ মে ২০০৭ (UTC)

[সম্পাদনা] Image source

চিত্র:IISCO Steel Plant2.jpg এই ছবির উৎস কী? দেখে কিন্তু মনে হচ্ছে পেপার কাটিং থেকে scan করা। তাহলে কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। উইকিপিডিয়াতে কেবল কপিরাইট মুক্ত ছবি বা মুক্ত লাইসেন্সে প্রদত্ত ছবিই ব্যবহার করা যাবে। --রাগিব (আলাপ | অবদান) ২০:৩৪, ৩১ মে ২০০৭ (UTC)

এবার পরিষ্কার হলো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এর পরে ছবি আপলোড করার সময় ইংরেজি উইকিপিডিয়াতে ছবিটির পাতায় যা লাইসেন্স ও উৎস বর্ণনা আছে, তা এখানে ছবির পাতায় যোগ করে দিবেন, তাহলেই হবে। --রাগিব (আলাপ | অবদান) ২০:০০, ২ জুন ২০০৭ (UTC)

[সম্পাদনা] ব্যবহারকারীর অবদান

আপনি যদি উইকিপিডিয়ায় লগ ইন করে কোন নিবন্ধ সম্পাদনা করেন তাহলে ঐ নিবন্ধের ইতিহাসে আপনার নাম যুক্ত হয় এবং আগের সংস্করণ থেকে আপনি কি পরিবর্তন করেছেন তাও দেখা যায়। আপনি যেকোন নিবন্ধের ইতিহাস ট্যাবে ক্লিক করলেই সেই নিবন্ধটি যারা যারা সম্পাদনা বা সৃষ্টি করেছেন তাদের নাম পাবেন। আর আপনি যদি জানতে চান আপনি কতটি সম্পাদনা করেছেন তাহলে এই লিঙ্কে ক্লিক করতে পারেন। সম্পাদনা পরিসংখ্যান। ভালো কথা আপনি যদি লগ ইন না করে সম্পাদনা করেন তাহলে আপনার আইপি এড্রেস সম্পাদনার ইতিহাসে যুক্ত হবে। --মাকসুদ ১৮:১০, ৪ জুন ২০০৭ (UTC)