পরিমাপের একক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কোন ভৌত রাশি পরিমাপের জন্য দুইটি জিনিসের প্রয়োজন হয়। একটি হল রাশিটির মান এবং অন্যটি একক। যেমন দৈর্ঘ্য প্রকাশের জন্য জন্য যদি বলা হয় ২০, তাহলে ভাবের প্রকাশ পায়না। কারণ ২০ কি? তা জানা সম্ভব নয়। কিন্তু যদি বলা হয় ২০ মিটার তাহলে বোঝার কোন সমস্যা থাকেনা। এ হিসেবে পরিমাপের একক মানব সভ্যতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কারণ মানুষ প্রথমত এই এককগুলোর মাধ্যমেই পরিমাপ ব্যবস্থার সৃষ্টি করেছিল এবং এর প্রয়োজনেই সৃষ্টি হয়েছিল গণিতের, আর গণিতের মাধ্যমেই বিজ্ঞানের ভিত্তি স্থাপিত হয়েছে।

সূচিপত্র

[সম্পাদনা] ইতিহাস

এই বিষয়ে মূল নিবন্ধের জন্য দেখুন: পরিমাপের ইতিহাস

[সম্পাদনা] জ্যামিতিক একক

[সম্পাদনা] যান্ত্রিক একক

[সম্পাদনা] বৈদ্যুতিক একক

[সম্পাদনা] আলোকবিজ্ঞানের একক

[সম্পাদনা] বিকিরণ সম্পাত একক

[সম্পাদনা] তথ্যসূত্র

  • বাংলা একাডেমী বিজ্ঞান বিশ্বকোষ
  • ইংরেজি উইকিপিডিয়া

[সম্পাদনা] বহিঃসংযোগ