লালবাগের কেল্লা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

লালবাগের কেল্লা
লালবাগের কেল্লা

লালবাগের কেল্লা মোগল আমলের ঐতিহাসিক নিদর্শন। এটি পুরনো ঢাকালালবাগে অবস্থিত একটি দূর্গ। সম্রাট আওরঙ্গজেব এর পুত্র আজম ১৬৭৮ সালে এর নির্মাণ কাজ শুরু করেন। নবাব শায়েস্তা খানের আমলে এর নির্মাণ কাজ অব্যাহত থাকে, তবে শায়েস্তা খানের কন্যা পরী বিবির মৃত্যুর পর তিনি ১৬৮৪ সালে এর নির্মাণ বন্ধ করে দেন। [১]

কেল্লা এলাকাটিতে নিম্নের তিনটি ভবন রয়েছে -

  • কেন্দ্রস্থলের দরবার হল ও হাম্মাম খানা
  • পরীবিবির সমাধি
  • উত্তর পশ্চিমাংশের শাহী মসজিদ

এছাড়া দক্ষিণ-পূর্বাংশে সুদৃশ্য ফটক, এবং দক্ষিণ দেয়ালের ছাদের উপরে বাগান রয়েছে।

বর্তমানে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ এই কেল্লা এলাকার রক্ষণাবেক্ষণ করে থাকে।

[সম্পাদনা] গ্যালারী

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. মুনতাসির মামুন, "ঢাকাঃ স্মৃতি-বিস্মৃতির নগরী"
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন
অন্যান্য ভাষা