স্পার্টা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্থানাঙ্ক: 37°4′N 22°26′E

স্পার্টা  (Σπάρτη)
চিত্র:Ancient tayg.jpg
অবস্থান
স্পার্টা (Greece)
স্পার্টা
স্থানাংকসমূহ 37°4′N 22°26′E
সময় অঞ্চল: ইইটি/ইইএসটি (ইউটিসি+২/৩)
সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা (সর্বনিম্ন-সর্বোচ্চ): ২১০ - m Expression error: Unrecognised punctuation character "�" -  0 ft)
সরকার
দেশ: গ্রীস
বাহ্যসীমা: পেলোপনেস
Prefecture: ল্যাকোনিয়া
Population statistics (as of ২০০১)
Municipality
 - Population: Expression error: Unrecognised punctuation character "�"
 - Area: ৮৪.৫ km² (Expression error: Unrecognised punctuation character "�" sq.mi.)
 - Density: Expression error: Unrecognised punctuation character "�" /km² (Expression error: Unrecognised punctuation character "�" /sq.mi.)
Codes
Postal codes: ২৩১ ০০
Area codes: ২৭৩১০
License plate codes: একে

স্পার্টা (ডোরীয়: Σπάρτα Spártā, Attic: Σπάρτη Spártē) দক্ষিণ গ্রীসের একটি শহরের নাম। সুপ্রাচীন কালে এটি একটি বিখ্যাত ডোরীয় গ্রীক সামরিক সম্রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত ছিল। তখন এটি মূলত ল্যাকোনিয়ার অন্তর্গত ছিল। একটি পৃথক সিটি-স্টেট হিসেবে প্রতিষ্ঠিত স্পার্টার সৈন্যদের কঠোর অনুশীলন করানো হত। এজন্যই স্পার্টার সেনাদল তৎকালীন গ্রীসের সবচেয়ে দুর্ধর্ষ সেনাদল হিসেবে চিহ্নিত হয়ে থাকে। এথেনীয় এবং পার্সীয় সম্রাজ্যের বিরুদ্ধে কয়েকটি গুরুত্বপূর্ণ বিজয় লাভের পর স্পার্টা নিজেকে গ্রীসের স্বাভাবিক রক্ষক হিসেবে ঘোষণা করে।[১] গ্রীসের কেন্দ্রীয় ল্যাকোনীয় সমতলের দক্ষিণে একেবারে শেষভাগে ইউরোটাস নদীর ডান তীরে স্পার্টা নগরী অবস্থিত। প্রাচীন কাল থেকেই এই শহরের একটি প্রাকৃতিক প্রতিরোধ বিদ্যমান ঠিল। কারণ এর তিনদিক পর্বতশ্রেণী দ্বারা ঘেরা। একদিকে ছিল টেইগেটাস পাহাড়ের উপর দিয়ে লেগদা গিরিপথ হয়ে আগ্রাসী বাহিনী আক্রমণ করতে পারত। এক্ষেত্রে তাদেরকে ল্যাকোনিয়া এবং পেলোপনেসাস অতিক্রম করতে হত। কিন্তু এই পথে স্পার্টান সৈন্যদের কর্তৃত্ব বজায় ছিল সবসময়। উপরন্তু এই শহর থেকে নিকটতম সমুদ্র বন্দর তথা জিথিয়াম বন্দরের দূরত্ব ছিল ২৭ কিলোমিটার। এ কারণে এই শহরটিকে অবরোধ করা ছিল দুঃসাধ্য কাজ।

[সম্পাদনা] ইতিহাস

এই বিষয়ে মূল নিবন্ধের জন্য দেখুন: স্পার্টার ইতিহাস

[সম্পাদনা] বহিঃসংযোগ