আর্মেনীয় ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আর্মেনীয়
Հայերեն Hayeren
যেসব রাষ্ট্রে প্রচলিত: আর্মেনিয়া, নাগোর্নো-কারাবাখ, রাশিয়া, জর্জিয়া, ইরান, সিরিয়া, লেবানন, তুরস্ক, গ্রিস, ইসরায়েল এবং আর্মেনীয় অভিবাসী
মোট ভাষাভাষী সংখ্যা: ৬০ লক্ষ
ভাষা পরিবার: ইন্দো-ইউরোপীয়
 আর্মেনীয়
 
লিপি: আর্মেনীয় লিপি 
প্রাতিষ্ঠানিক মর্যাদা
যেসব দেশের রাষ্ট্রভাষা: আর্মেনিয়া, নাগোর্নো-কারাবাখ
নিয়ন্ত্রক সংস্থা: নেই
ভাষা কোডসমূহ
ISO 639-1: hy
ISO 639-2: arm (B)  hye (T)
ISO/FDIS 639-3: hye 

আর্মেনীয় ভাষা (আর্মেনীয় ভাষায়: Հայերեն হাইয়েরেন) একটি ইন্দো-ইউরোপীয় ভাষা। এটি কোন দলের অন্তর্ভুক্ত নয় এবং এর কোন আত্মীয় ভাষা নেই। গ্রিক ভাষার সাথে এর সবচেয়ে বেশি সাদৃশ্য দেখতে পাওয়া যায়। ভাষাটিতে প্রচুর ফারসি কৃতঋণ শব্দ ব্যবহার করা হয় বলে অনেক সময় এটিকে ইরানীয় ভাষা বলে ভুল করা হয়।

আর্মেনীয় ভাষায় প্রায় ৬০ লক্ষ লোক কথা বলেন। পূর্ব আর্মেনীয় ভাষাটি ককেশাস অঞ্চলে অবস্থিত প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্র আর্মেনিয়ার সরকারী ভাষা। সেখানে প্রায় ৩৫ লক্ষ লোক আর্মেনীয়তে কথা বলেন। তবে বর্তমানে বিশ্বের প্রায় অর্ধেক আর্মেনীয় ভাষাভাষী মার্কিন যুক্তরাষ্ট্রে বাস করেন, এবং এদের ভাষাকে পশ্চিম আর্মেনীয় ভাষা নাম দেয়া হয়েছে।

১ম বিশ্বযুদ্ধের সময় (১৯১৫-১৬) তুরস্কে আর্মেনীয় জনগণ জাতিগত পরিশুদ্ধি অভিযান ও গণহত্যার শিকার হয়। ১৯১৮ থেকে ১৯২০ সালের মধ্যে আর্মেনীয়রা একটি স্বাধীন আর্মেনীয় প্রজাতন্ত্র গঠনের চেষ্টা করে ব্যর্থ হয় এবং এটি সোভিয়েত ইউনিয়ন, তুরস্ক ও ইরানের মধ্যে বিভক্ত হয়ে যায়। এর ফলশ্রুতিতে আর্মেনীয়রা বিপুল সংখ্যায় বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়েন।

অন্যান্য ভাষা