শীতল পাটি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মুর্তা গাছ
মুর্তা গাছ
পাটির বুনন কাজ চলছে।
পাটির বুনন কাজ চলছে।

শীতল পাটি এক ধরনের পাটি (মাদুর)। পাটি বেত/মুর্তা/মোস্তাক (Clinogyne dichotoma), ইত্যাদি নামে গাছ এর ছাল থেকে এটি তৈরি হয়। হস্তশিল্প হিসাবে এর যথেষ্ট কদর রয়েছে। শহরে শো-পিস এবং গ্রামে এটি চাদরের পরিবর্তে ব্যাপক ব্যবহার হয়।

সিলেট জেলা এই পাটির জন্য বিখ্যাত, এছাড়া ও বরিশাল, টাঙ্গাইল, কুমিল্লা ও লক্ষ্মীপুর অঞ্চলে এই গাছ জন্মে এবং পাটি ও পাওয়া যায়। ঢাকার নিউমার্কেট, কাওরান বাজার এ শীতল পাটি কিনতে পাওয়া যায়। এর দাম সাইজ অনুযায়ি ৩০০-২০০০ বাংলাদেশী টাকা এবং নকশি গুলো ১০০০০ টাকা বা তার ও বেশি হয়ে থাকে।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন