ব্যবহারকারী আলাপ:Shamikghosh
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্বাগতম!
প্রিয় Shamikghosh, উইকিপিডিয়াতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ জায়গাটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবেঃ
- উইকিপিডিয়া কী নয় - উইকিপিডিয়ায় সঙ্কলনযোগ্য নিবন্ধের মাপকাঠি জানতে এটি পড়ুন।
- উইকিপেডিয়া:Bangla script display help - Please follow these guidelines to install Bangla Unicode viewing and typing support on your computer.
- কী ভাবে একটি নতুন নিবন্ধ সৃষ্টি করবেন
- কী ভাবে একটি পৃষ্ঠা সম্পাদনা করবেন
- ত্বরিৎ সম্পাদনা সহায়িকা - অতিপ্রয়োজনীয় উইকি মার্কআপগুলোর তালিকা পাবেন এখানে।
- টিউটোরিয়াল
কাজে নেমে পড়বার সহজ উপায় হল নীচের যেকোন পদ্ধতি অনুসরণ করা-
- আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল আবশ্যকীয় নিবন্ধ-গুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা। তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
- Alt-x চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে প্রসারণ বা পরিমার্জন করতে পারেন।
- অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
- নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে "অন্যান্য ভাষা"-র তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
- নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।
আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! দয়া করে আলাপের পাতায় বার্তা লেখার পর চারটি টিল্ডা(~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ তৈরি করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং সাহায্যকারী কিছুক্ষনের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দিবে। আবারও স্বাগতম!
--অর্ণব (আলাপ | অবদান) ১৯:১৩, ১৬ জুলাই ২০০৭ (UTC)
[সম্পাদনা] প্রশ্ন
infobox template কি বাংলা উইকিপিডিয়ায় ব্যবহার করা যায় না?শমীক ২০:২৯, ১৭ জুলাই ২০০৭ (UTC)
- বিভিন্ন ধরনের infobox আছে, এবং এগুলির অনেকগুলিই আমরা এখন বাংলায় ব্যবহার করি। আমরা টেমপ্লেটটা সাধারণত বাংলায় অনুবাদ করে নেই। Infobox-কে বাংলা করেছি "তথ্যছক"। আপনি "তথ্যছক" লিখে অনুসন্ধান করলে বাংলা উইকিতে ব্যবহৃত infoboxগুলির একটা তালিকা পাবেন। ওগুলোর কোডগুলো দেখে বুঝে নিন কীভাবে আমরা এখানে infobox ব্যবহার করি। উদাহরণস্বরূপ Template:তথ্যছক বিজ্ঞানী দেখুন। --অর্ণব (আলাপ | অবদান) ২২:১৯, ১৭ জুলাই ২০০৭ (UTC)
flagicon ও birthdate and age এর টেমপ্লেট তথ্যছকে কি ভাবে লিখব?শমীক ১৮:৫৪, ১৯ জুলাই ২০০৭ (UTC)
- আপনি কোন নিবন্ধে টেম্পলেট ব্যবহার করতে চাইছেন এবং কোথায় আছে এমন টেম্পলেট সে সম্পর্কে বিস্তারিত লেখেন নি। সবচেয়ে ভাল হয় আপনি যা চাইছেন ঠিক সেরকম ইংরেজী পাতা খুজে নিন। এর কোড গুলো দেখুন এবং বোঝার চেষ্টা করুন। কপি করে বাংলা উইকিপিডিয়ার একটা পাতায় নিয়ে প্রাকপ্রদর্শন দিয়ে দেখুন কাজ করে কিনা। তবে এ ধরণের জটিল টেম্পলেট নিয়ে কাজ করার আগে সহজ টেম্পলেট দেখে আগে টেম্পলেট সম্পর্কে ধারণা নেওয়া উচিত। টেম্পলেট সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন।--বেলায়েত ১৯:১৯, ১৯ জুলাই ২০০৭ (UTC)
flagicon টেম্পলেট দিয়ে কোন দেশের পতাকাকে ছোট আকারে প্রদর্শন করা যায়। যেমন আপনি লিখতে পারেন
{{flagicon|ভারত}} [[User:Shamikghosh|শমীক]]
তাহলে আউটপুট হচ্ছে
শমীক
এছাড়া দেশের লিঙ্ক সহ পতাকা চাইলে লিখুন
{{flagcountry|ভারত}}
তাহলে আউটপুট হচ্ছে
ভারত
বুঝেছেন কি? আরো জিজ্ঞাসা থাকলে আমাকে বলতে পারেন। ধন্যবাদ। --μακσυδ • আলাপ ০৬:৪৫, ২২ জুলাই ২০০৭ (UTC)
[সম্পাদনা] বয়সের টেম্পলেট
একটা টেম্পলেট আছে যার নাম Death date and age । এটা দিয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স বের করা যায়। তবে টেম্পলেটটি বর্তমান বয়স বের করার জন্য কার্যকর নয়। এর মূল কারন টেম্পলেটটি কাজ করার জন্য যোগ বিয়োগ করতে হয় যার অঙ্কগুলি ইংরেজীতে হতে হয়। অর্থাৎ 1 + 2 = 3 করতে পারে কিন্তু ১ + ২ = ৩ করতে পারে না। আমি এমন কোন কমান্ড পাইনি যার মাধ্যমে বাংলা উইকিতে বর্তমান মাস, দিন, বছরকে ইংরেজীতে পাওয়া যায়। তাই বর্তমান বয়স বের করার টেম্পপ্লেটটিকে কাজ করাতে পারিনি। যাই হোক এই টেম্পলেটটি নিন্মরুপঃ
* {{Death date and age|1993|2|24|1941|4|12}} দিলে দেখাবে ফেব্রুয়ারি ২৪, ১৯৯৩ (৫১ বছর)