আলাপ:নরওয়েজীয় ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা। নিবন্ধ সম্পর্কে আলোচনার জন্য এই পাতাটিতে মন্তব্য রাখুন।

  • দয়া করে আপনার বার্তার শেষে স্বাক্ষর ও দিনতারিখ যোগ করুন, আপনার বার্তার শেষে চারটি টিল্ডা (~~~~) দেয়ার মাধমে এটা করতে পারেন।
  • নতুন বার্তা/মন্তব্য সবার শেষে যোগ করুন। নতুন মন্তব্যসূত্রের জন্য এখানে ক্লিক করুন।.
  • উইকিপিডিয়াতে আপনি কি নবাগত? স্বাগতম। প্রশ্ন থাকলে এখানে মন্তব্য যোগ করুন।
নিবন্ধ সম্পাদনার নীতিমালা

[সম্পাদনা] দুইটি ভাগ

নরওয়েজীয় ভাষার উইকিপিডিয়া দুই ভাগ হয়ে গেছে, সম্ভবত দুইটি আঞ্চলিক উপভাষার কারণে। --রাগিব (আলাপ | অবদান) ০৪:৫৭, ১৮ জুন ২০০৭ (UTC)

আঞ্চলিক নয়, সামাজিক স্তরের কারণে। আগে নরওয়ের অভিজাত শ্রেণী এক ভাষায় কথা বলত (ডেনীয়-ঘেঁষা), যার নাম বোকমাল আর গ্রামের সাধারণ লোক বিভিন্ন ধরনের উপভাষায় কথা বলত, যেটাকে নরওয়ের এক কবি একটা সাধারণ লিখিত রূপ দিয়ে ২০শ শতকের শুরুতে লাইমলাইটে নিয়ে আসেন, যেটার নাম নিনশ্‌ক। দুইটাই সরকারীভাবে স্বীকৃত। তবে বোকমালেই নরওয়ের ৮৫% লেখাপড়া চলে, নিনশ্‌ক-এ চলে মাত্র ১৫%। --অর্ণব (আলাপ | অবদান) ০৫:২২, ১৮ জুন ২০০৭ (UTC)