ক্যামেরা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলোকচিত্র (ফটোগ্রাফ) গ্রহণের যন্ত্র। দৃশ্যমান স্থির বা গতিশিল ঘটনা ধরে রাখার জন্য এটি ব্যবহার হয়। স্থির চিত্র, গতিশিল চিত্র, শব্দসহ চিত্র, রঙ্গিন চিত্র প্রভৃতি এর দ্বারা গ্রহণ করা সম্ভব। এই নামটি আসে ক্যামেরা অবস্কিউরা নামক ল্যাটিন শব্দ হতে,যার অর্থ অন্ধকার প্রকোষ্ঠ। আগে ফটোগ্রাফিক-ফিল্ম অর্থাৎ আলোকসংবেদী পরদায় পাকাপাকী ভাবে চিত্রের নিগেটিভ ছাপ সংগৃহীত হত। তাকে পজিটিভ করার জন্যে ডেভলপ করতে হত। এখন ফটোডায়াড ও সিসিডি (চার্জ কাপ্লড ডিভাইস) যুক্ত ডিজিটাল ক্যামেরা আসায় চিত্রগ্রহণ অনেক সহজ হয়ে গেছে।