বিশ্বতত্ত্বের কালপঞ্জি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভৌত বিশ্বতত্ত্ব
ভৌত বিশ্বতত্ত্ব

মহাবিশ্ব · মহাবিশ্বের বয়স
মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি

আদি মহাবিশ্ব

মহা বিস্ফোরণ · স্ফীতিশীলতা
মহা বিস্ফোরণ কেন্দ্রীন সংশ্লেষ
ল্যাস্ব্‌ডা-সিডিএম নকশা
মহাজাগতিক ক্ষুদ্রতরঙ্গ পটভূমি

সম্প্রসারণশীল মহাবিশ্ব

লাল অপসারণ · হাবলের নীতি
মহাকাশের মেট্রিক সম্প্রসারণ
ফ্রিদমান সমীকরণ
এফএলআরডব্লিউ মেট্রিক

গাঠনিক পদ্ধতি

মহাবিশ্বের আকৃতি
মহাবিশ্বের গঠন · ছায়াপথ গঠন
বৃহৎ-পরিসর গঠন

উপাদানসমূহ

অদৃশ্য শক্তি · অদৃশ্য বস্তু

ইতিহাস
বিশ্বতত্ত্বের কালপঞ্জি
মহা বিস্ফোরণের কালপঞ্জি...
বিশ্বতাত্ত্বিক পরীক্ষণসমূহ

২ডিএফ গ্যালাক্সি রেডশিফ্ট সার্ভে
এসডিএসএস · কোবে
বুমেরাং পরীক্ষণ · ডব্লিউএমএপি

বিজ্ঞানীবৃন্দ

আলবার্ট আইনস্টাইন · লেমাইট্‌র
ফ্রিদমান · এডুইন হাবল
জর্জ গ্যামো · অ্যালান পেনজিয়াস
উইলসন · ম্যাথার
রবার্ট ডিক · জর্জ স্মুট
জেলদোভিচ · · অন্যান্য

This box: প্রদর্শন  আলোচনা  সম্পাদনা

বিশ্বতত্ত্বের ঘটনাপঞ্জি বিশ্বতত্ত্বের ইতিহাসের ঘটনাসমূহকে ধারাবাহিকভাবে উপস্থাপন করবে। আধুনিক আবিষ্কার ও উন্নয়নসমূহ হয়েছে ভৌত বিশ্বতত্ত্ব নামক বিষয়।

সূচিপত্র

[সম্পাদনা] প্রাক-১৯০০

  • খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দী: সামোস-এর আরিস্তার্কুস একটি সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের প্রস্তাব করেন।
  • খ্রিস্টীয় ২য় শতাব্দী: টলেমি একটি পৃথিবীকেন্দ্রিক মহাবিশ্বের প্রস্তাব করেন যে মতে সব তারা ও জ্যোতিষ্কসমূহ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে।
  • ৫০০ খৃস্টাব্দের পর: কয়েকজন জ্যোতির্বিদ সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের প্রস্তাব করেন। এদের মধ্যে আছেন: আর্যভট্ট, ভাস্কর, ইব্‌ন আল-শাতির এবং কোপারনিকাস।
  • ১৫৭৬: টমাস ডিগ্‌জ্‌ (Thomas Digges) কোপারনিকাসের বিশ্বতাত্ত্বিক নকশার সংস্কার করেন। তিনি কোপারনিকাসের নকশার বাইরের ধারটি অপসারণ করে তার স্থানে তারাসমৃদ্ধ একটি বহির্বিশ্বের নকশা তৈরী করেন।
  • ১৬১০: ইয়োহান্‌নেস কেপলার রাতের আকাশ পর্যবেক্ষণের মাধ্যমে বলেন যে মহাবিশ্ব মোটেই সসীম নয়।
  • ১৬৮৭: স্যার আইজাক নিউটনের ভৌত বলবিদ্যার তত্ত্বসমূহ বৃহৎ পরিসর বস্তুসমূহের গতির ব্যাখ্যা প্রদানে সমর্থ হয়।
  • ১৭২০: এডমুন্ড হেলি অলবার্সের হেঁয়ালির একটি আদি রূপ উপস্থাপন করেন।
  • ১৭৪৪: জঁ-ফিলিপ দ্য শেসো (Jean-Philippe de Cheseaux)-ও ওলবার্সের কূটাভাসের একটি আদি রূপ উপস্থাপন করেন।
  • ১৭৯১: এরাসমাস ডারউইন পর্যায়োক্রমে প্রসারণশীল এবং সংকোচনশীল মহাবিশ্বের মডেল সম্বন্ধে প্রথম লিখলেন।
  • ১৮২৬: হাইনরিখ ভিলহেল্‌ম অলবার্স তাঁর বিখ্যাত অলবার্সের হেঁয়ালি উপস্থাপন করেন।
  • ১৮৪৮: এডগার অ্যালান পো প্রথম অলবার্সের কূটাভাসের একটি সঠিক সমাধান দেন। তার নিবন্ধে তিনিও মহাবিশ্বের সম্প্রসারণ ও প্রসারণ প্রস্তাব করেন।

[সম্পাদনা] ১৯০০ - ১৯৪৯

[সম্পাদনা] ১৯৫০ - ১৯৯৯

[সম্পাদনা] ২০০০ থেকে

[সম্পাদনা] আরও দেখুন

[সম্পাদনা] তথ্যসূত্র

  • "দ্য হিস্টরি অফ সাইন্স অ্যান্ড টেকনোলজি: অ্যা ব্রাউসার'স গাইড টু দ্য গ্রেট ডিসকাভারিস, ইনভেনশন্‌স, অ্যান্ড দ্য পিপ্‌ল হু মেইড দেম ফ্রম দ্য ডন অফ টাইম টু টুডে"। - বাঞ্চ, ব্রায়ান এবং আলেকজান্ডার হেলেম্যান্‌স (আইএসবিএন: ০-৬১৮-২২১২৩-৯)
অন্যান্য ভাষা