মনে আছে নাকি নাই
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
[সম্পাদনা] এলবাম ইতিহাস
মনে আছে নাকি নাই? এল আর বি-র দ্বাদশ এলবাম। ২০০৫ সালে এলবামটি মুক্তি পায় এবং অতি ধ্রুত এই এলবামটি শ্রোতাদের কাছে জনপ্রিয়তা অর্জন করে। এলবাম এর উল্লেখ যোগ্য গান গুলি হল- কষ্টটা কম, তোমাকে ভালবাসি, মনে আছে নাকি নাই?, হৃদয়হীনা, কখনোবা, বান্দা। এছাড়াও এই এলবামে যুক্ত করা হয় দুটি চমৎকার Instrumental। এগুলি হল- "What's Up?" এবং "বিকেলের চানাচুর"।
[সম্পাদনা] এলবাম Tracks
০১. তোমাকে ভালবাসি
০২. কষ্টটা কম
০৩. কখনওবা
০৪. মনে আছে নাকি নাই
০৫. কোন কারনে
০৬. what's Up (Instrumental)
০৭. কেউতো কথা রাখে না
০৮. ঝামেলা টামেলা
০৯. বান্দা
১০. আসবো ফিরে
১১. হৃদয়হীনা
১২. বিকেলের চানাচুর (Instrumental)
[সম্পাদনা] গান ও পোস্টার
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।