দ্য ফিউজিস্‌

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দ্য ফিউজিস্‌ (The Fugees) মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিখ্যাত হিপ-হপ ব্যান্ড। ব্যান্ডের তিনজন সদস্য - লরিন হিল, ওয়াইক্লেফ জঁন এবং প্রাস মিশেল। ১৯৯৬ সালে তাদের দ্য স্কোর এলবামটি মুক্তি পায় এবং বিপুল জনপ্রিয়তা লাভ করে। ১৯৯৭ সালে ব্যান্ডটি ভেঙ্গে যাবার পরে লরিন হিল ও ওয়াইক্লেফ জঁন এককভাবেও সঙ্গীতে সফলতা অর্জন করেন।