গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গাব্রিয়েল গার্সিয়া মার্কেস, যিনি গাবো নামেও পরিচিত, (স্পেনীয় ভাষায় তাঁর পূর্ণ নাম Gabriel José de la Concordia García Márquez গাব্রিয়েল্ খ়োসে দে লা কোঙ্কোর্দিয়া গার্সিয়া মার্কেস্, জন্ম মার্চ ৬, ১৯২৭, আরাকাতাকা, মাগদালেনা) একজন কলম্বীয় সাহিত্যিক, সাংবাদিক, প্রকাশক, ও সক্রিয় রাজনীতিবিদ যিনি ১৯৮২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। "নিঃসঙ্গতার এক শতাব্দী" বইয়ের লেখক হিসেবে তিনি বিশেষ পরিচিত। গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ বেশির ভাগ বসবাস করেছেন মেক্সিকো এবং ইউরোপে, তিনি বর্তমানে তার বেশির ভাগ সময় ব্যয় করছেন মেক্সিকো সিটিতে। ১৯৫০ সালে আইন পড়া বন্ধ করে "এল এস্পেতাদোর" সংবাদপত্রে সাংবাদিকতা শুরু করেন। প্রথম ছোটগল্প "লা তের্সেরা রেসিগ্নাসিওন" এল এসপেক্তাদোর প্রতিকায় প্রকাশিত হয়। সহিত্যবিশারদদের মতে তাকে হোর্হে লুইস বোর্হেস (Jorge Luis Borges) এবং হুলিও কোর্তাসারের (Julio Cortázar) সাথে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ দক্ষিণ আমেরিকান গ্রন্থকার বলে আখ্যা দেয়া হয়ে থাকে।
সূচিপত্র |
[সম্পাদনা] তাঁর জীবন
গাব্রিয়েল গার্সিয়া মার্কেস তাঁর পেশাজীবন শুরু করেন আঞ্চলিক সংবাদপত্র সাংবাদিকতার মাধ্যমে। তিনি বারানকিয়া (Barranquilla) শহরের "এল এরালদো" (El Heraldo) পত্রিকায় রিপোর্টার এবং কার্তাহেনা (Cartagena) শহরের "এল উনিবের্সাল" পত্রিকায় সম্পাদকের কাজ করেন। এই সময়েই তিনি অপ্রচলিত লেখক এবং সাংবাদিকদের দল হিসেবে পরিচিত বারানকিয়া গ্রুপে যোগ দেন। এই প্রতিষ্ঠান থেকেই তিনি তাঁর পরবর্তী সাহিত্যজীবনের অনুপ্রেরণা লাভ করেন। পরবর্তীতে তিনি বোগোতায় আসেন এবং এল এস্পেক্তাদোর (El Espectador) পত্রিকায় কাজ করেন। পরবর্তীতে তিনি রোম, প্যারিস, বার্সেলোনা, ক্যানসাস এবং নিউ ইয়র্কে একজন বিদেশী সংবাদদাতা হিসেবে কাজ করেন।
তাঁর প্রথম বৃহৎ কাজ ছিল “দ্য স্টোরি অফ এ শিপরেকেড সেইলর” (Relato de un náufrago রেলাতো দে উন্ নাউফ্রাগো), যা তিনি ১৯৫৫ সালে পত্রিকা ধারাবাহিক হিসেবে রচনা করেন। একটি সত্য ঘটনা অবলম্বনে লেখা এ বইয়ে ফুটে ওঠে কলম্বিয়ার নৌবাহিনীর একটি দূর্ঘটনাকবলিত জাহাজের কাহিনী যেটি ডুবে গিয়েছিল চোরাচালানির মাধ্যমে পাচার হয়ে যাওয়া পণ্যের অতিরিক্ত ভারের কারণে। বইটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয় কেননা এতে প্রকৃত ঘটনাটির সরকার কর্তৃক প্রকাশিত হিসেবের ব্যাত্যয় দেখানো হয়। সরকারী বিবরণীতে দূর্ঘটনার কারণ হিসেবে ঝড়ের কথা বলা হয়েছিল এবং জীবিত নাবিকদের বীরের মর্যাদা দেয়া হয়েছিল। এর ফলশ্রুতিতেই মারকেসের বিদেশী সংবাদদাতা জীবন শুরু হয় কেননা দেশে তখন তিনি জেনারেল গুস্তাবো রোহাস পিনিয়ার (Gustavo Rojas Pinilla) চক্ষুশুল হয়ে গিয়েছিলেন। এই সিরিজটি পরবর্তীতে একটি ১৯৭০ সালে প্রকাশিত হয় এবং অনেকে এটিকে উপন্যাস হিসেবেই গ্রহণ করেন।
তাঁর অনেক কাজই ফিকশনাল এবং নন-ফিকশনাল উভয়ভাবেই পরিগণিত হয়। বিশেষতঃ “ক্রোনিকা দে উনা মুয়ের্তে আনুন্সিয়াদা” (Crónica de una muerte anunciada, ১৯৮১) পত্রিকায় প্রকাশিত একটি প্রতিশোধ পরায়ন খুনের ঘটনা থেকে নেয়া হয় এবং “এল আমোর এন লোস তিয়েম্পোস দেল কোলেরা" (El amor en los tiempos del cólera, ১৯৮৫) গল্পে তাঁর অভিভাবকের আদালত জীবনের বর্ণণা রয়েছে। এই দুটি কাজ ছাড়াও তার অনেক কাজই “গাব্রিয়েল গার্সিয়ার বিশ্বে” সংঘটিত হয় যেখানে চরিত্র, স্থান এবং ঘটনাসমূহ বারবার বিভিন্ন বইয়ে পূণর্ঘটিত হতে দেখা যায়।
তাঁর সবচাইতে ব্যবসাসফল উপন্যাস "নিঃসঙ্গতার এক শতাব্দী" (Cien años de soledad সিয়েন আনিওস দে সলেদাদ) সারা বিশ্বে প্রায় ১০ মিলিয়নেরও বেশি বিক্রি হয়। এতে বুয়েনদিয়া পরিবারের বেশ কিছু প্রজন্মের কাহিনী চিত্রিত হয় যাদের বাস দক্ষিণ আমেরিকার কল্পিত গ্রাম মাকোন্দোতে। এই বইটির জন্য তিনি ১৯৭২ সালে রোমুলো গ্যালাওস পুরস্কার জিতে নেন। তিনি ১৯৮২ সালে নোবেল পুরষ্কার জয়লাভ করেন যার ভিত্তি হিসেবে তার ছোট গল্প এবং উপন্যাসকে বিবেচনা করা হয়।
১৯৯৯ সালে তার লিম্ফাটিক ক্যান্সার ধরা পড়ে এবং এই ঘটনা তাকে তার স্মৃতিকথা লেখার তাগিদ দেয়। ২০০০ সালে পেরুভিয়ান দৈনিক লা রিপাবলিকাতে তার মৃত্যুর ভূল সংবাদ ছাপারো হয়।
২০০২ সালে তার স্মৃতিকথা ভিভির পারা কনট্রালা প্রকাশিত হয় যা ছিল তার তিন খণ্ডের আত্মজীবনীর প্রথমটি। স্প্যানিশ ভাষাভাষিদের মধ্যে এ বইটি ব্যাপক সারা ফেলে দেয় এবং স্প্যানিশ বেস্টসেলারে পরিণত হয়। ২০০৩ এর নভেম্বরে এডিথ গ্রসম্যানের ইংরেজী অনুবাদ “লিভিং টু টেল দ্য টেল” প্রকাশিত হয় যা ছিল আরেকটি বেস্টসেলার। ২০০৪ সালের ১০ সেপ্টেম্বর বোগোতা দৈনিক এল টিয়েমপো একটি নতুন উপন্যাসর কথা ঘোষণা করে মেমোইরা ডি মিস পুটাস ট্রিসটেস। প্রেমের এই উপন্যাসটি অক্টোবরে প্রকাশিত যার প্রথম প্রিণ্টের সংখ্যা ছিল এক মিলিয়ন কপি।
গাব্রিয়েল গার্সিয়া মার্কেস ফিদেল কাস্ত্রোর সঙ্গে তাঁর বন্ধুত্বের জন্য বিখ্যাত এবং তিনি বিশেষ করে দক্ষিণ আমেরিকান কিছু বৈপ্লবিক দলের প্রতিও তাঁর সমবেদনা জানান। তিনি কলম্বিয়ার রাজনৈতিক পরিস্থিতিরও একজন কঠোর সমালোচক। তাঁর বিরুদ্ধে কলম্বিয়ান সরকার দলীয় সমর্থকরা গেরিলা গ্রুপ বিশেষ করে এফএআরসি ও ইএলএন-কে সাহায্য করার অভিযোগ উঠলেও তাঁর কোনও প্রমাণ পাওয়া যায়নি। তিনি টেলিভিশন এবং চলচ্চিত্র পরিচালক রোদ্রিগো গার্সিয়ার পিতা।
[সম্পাদনা] গ্রন্থপঞ্জি
[সম্পাদনা] উপন্যাস
• ১৯৬২-(La mala hora লা মালা ওরা) • ১৯৬৭-নিঃসঙ্গতার এক শতাব্দী (Cien años de soledad সিয়েন আনিওস দে সোলেদাদ) • ১৯৭৫-(Crónica de una muerte anunciada ক্রোনিকা দে উনা মুয়ের্তে আনুন্সিয়াদা) • ১৯৮৫-লাভ ইন দ্য টাইম অফ কলেরা (El amor en los tiempos del cólera এল আমোর এন লোস তিয়েম্পোস দেল কোলেরা) • ১৯৯৪-অফ লাভ এণ্ড আদার ডেমনস (Del amor y otros demonios দেল আমোর ই ওত্রোস দেমোনিওস)
[সম্পাদনা] বহিঃসংযোগ
- Nobel hub
- Official Publisher Website
- Gabriel Garcia Marquez ইন্টারনেট বুক লিস্ট
- García Márquez, Gabriel - উন্মুক্ত নির্দেশিকা প্রকল্প (সাইট প্রস্তাবকরণ)
- Garcia Marquez at The Modern Word