আলাপ:আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আমার কাছে ওনার একটা ছবি আছে। কোনো এক স্টুডিও থেকে তোলা। সেই ছবি টি আমি এখানে দিতে পারি ? তবে ইচ্ছে করলে আমি ওনার পারিবারিক এলবাম থেকেও ছবি আনতে পারি ( বাসা আমার বাসার কাছে) । কিন্তু ছবির জন্য কি লিখিত অনুমতি লাগবে? সেটিও কি স্ক্যান করতে হবে? Munirhasan ১০:০৬, ২৫ নভেম্বর ২০০৬ (UTC)

ছবির জন্য যদি ছবির মালিক অনুমতি প্রদান করেন, তাহলেই চলবে। লিখিত অনুমতি স্ক্যান করার দরকার নাই, কে অনুমতি দিয়েছেন, তা উল্লেখ করলেই আপাতত চলবে। ধন্যবাদ। --রাগিব (আলাপ | অবদান) ১০:৩২, ২৫ নভেম্বর ২০০৬ (UTC)