জৈন ধর্ম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Pre-Kushana Ayagapatta from Mathura
Pre-Kushana Ayagapatta from Mathura

জৈন ধর্ম (जैन धर्म) প্রাচীন ভারতে প্রচারিত একটি ধর্ম এবং দর্শন। জৈন ধর্মের অনুসারীরা তীর্থঙ্করদের শিক্ষা অনুসরণ করে থাকে। মোট ২৪ জন তীর্থঙ্করের মধ্যে সর্বশেষ তীর্থঙ্কর মহাবীরের আবির্ভাব ঘটেছিল খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে। আধুনিক ভারতের একটি ক্ষুদ্র কিন্তু প্রভাবশালী সম্প্রদায় এখনও এই ধর্মের শার্মান মেনে চলে। তারা এখনও এই প্রথাকে টিকিয়ে রেখেছে। এই সম্প্রদায়ের লোকেরা এখন যুক্তরাষ্ট্র, পশ্চিম ইউরোপ, আফ্রিকা এবং দূর প্রাচ্যের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে।