জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Logo of the Jahangirnagar University
Latin: Jahangirnagar University

প্রতিষ্ঠা ১৯৭০
ধরণ সরকারি বিশ্ববিদ্যালয়
আচার্য অধ্যাপক ডঃ ইয়াজুদ্দিন আহমেদ
উপাচার্য ড. এম মুস্তাহিদুর রাহমান
ডিন
প্রাক্তন ছাত্র www.jualumni.net
অবস্থান ঢাকা, বাংলাদেশ
ঠিকানা সাভার, ঢাকা
প্রাঙ্গন ৬৯৭.৫৬ একর
ওয়েবসাইট www.juniv.edu

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি) বাংলাদেশ-এর একমাত্র আবাসিক সরকারি বিশ্ববিদ্যালয়। ঢাকার অদূরে সাভার এলাকায় প্রায় ৬৫০ একর এলাকা নিয়ে প্রতিষ্ঠানটি অবস্থিত। ১৯৭০ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও সম্পূর্ণরূপে এর কার্যক্রম শুরু হয় ১৯৭২ সালে। এই বিশ্ববিদ্যালয়ে কলা ও মানবিক, গাণিতিক ও পদার্থবিজ্ঞান, সমাজ বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদ রয়েছে। সম্প্রতি বাণিজ্য অনুষদ খোলার ব্য্যপারে চিন্তাভাবনা চলছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের নাম ড. এম মুস্তাহিদুর রাহমান। এছাড়াও রয়েছেন দুজন প্রো-উপাচার্য।


সূচিপত্র

[সম্পাদনা] ইতিহাস

১৯৭০ সালে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ১৯৭৩ সালে এটির নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রথম ব্যাচে ১৫০ জন ছাত্র নিয়ে ৪ টি বিভাগ চালু হয়। বিভাগগুলো হচ্ছে অর্থনীতি, ভূগোল, গণিত এবং পরিসংখ্যান। বাংলাদেশে প্রথম ব্যবসায় প্রশাসন এ স্নাতক চালু হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে।

- জাবি প্রবেশ পথ
- জাবি প্রবেশ পথ

[সম্পাদনা] অনুষদ এবং বিভাগ সমূহ

বর্তমনে ৪ টি অনুষদের অধীনে ২৪ টি বিভাগ রয়েছে। এগুলো হল -

  • গাণিতিক ও পদার্থবিজ্ঞান বিষয়ক অনুষদ
  • সমাজবিজ্ঞান বিষয়ক অনুষদ
    • অর্থনীতি বিভাগ
    • নৃতত্ত্ব বিভাগ
    • সরকার ও রাজনীতি বিভাগ
    • ব্যবসায় প্রশাসন বিভাগ
    • ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ
    • নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ
  • জীববিজ্ঞান বিষয়ক অনুষদ
    • উদ্ভিদবিজ্ঞান বিভাগ
    • জীববিজ্ঞান বিভাগ
    • ফার্মেসি বিভাগ
    • প্রাণরসায়্ণ ও আণবিক জীববিজ্ঞান বিভাগ
  • কলা ও মানবিকী অনুষদ
    • বাংলা বিভাগ
    • ইংরেজি বিভাগ
    • ইতিহাস বিভাগ
    • দর্শন বিভাগ
    • প্রত্নতত্ত্ব বিভাগ
    • নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ
    • আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ

[সম্পাদনা] আবাসিক হলসমূহ

বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্য্যালয়ই পুরোপুরি আবাসিক। অর্থাৎ, প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য এখানে হলে একটি করে আসন নির্দিষ্ট করা আছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মোট হল সংখ্যা ১১ টি, এর মধ্যে ছাত্রদের জন্য ৬টি এবং ছাত্রীদের জন্য ৫টি হল রয়েছে।

    • আল বিরুনী (আসন ৫০০+, স্থাপিত ১৯৭০/৭২)
    • মীর মোশাররফ হোসেন (আসন ৭০০+, স্থাপিত ১৯৭০/৭২)
    • শহীদ সালাম বরকত (আসন ?, স্থাপিত ?)
    • আ. ফ. ম. কামাল উদ্দিন (আসন ?, স্থাপিত ?)
    • মওলানা ভাসানী (আসন ৭০০+, স্থাপিত ১৯৯২)
    • বঙ্গবন্ধু (আসন ?, স্থাপিত ?)
    • ফজিলাতুন নেসা (আসন ?, স্থাপিত ?)
    • নওয়াব ফয়জুন নেসা (আসন ২০০+, স্থাপিত ?)
    • প্রীতিলতা (আসন ৪০০+, স্থাপিত ১৯৯৮)
    • জাহানারা ইমাম (আসন ৪০০+, স্থাপিত ১৯৯৮)
    • বেগম খালেদা জিয়া (আসন ৪০০+, স্থাপিত ২০০৫)

[সম্পাদনা] বহির্সংযোগ

[সম্পাদনা] আরও দেখুন

বাংলাদেশের সরকারী বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা - সম্পাদনা

ঢাকা বিশ্ববিদ্যালয়  • রাজশাহী বিশ্ববিদ্যালয়  • বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়  • বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  • ইসলামী বিশ্ববিদ্যালয়  • শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  • খুলনা বিশ্ববিদ্যালয়  • উন্মুক্ত বিশ্ববিদ্যালয়  • জাতীয় বিশ্ববিদ্যালয়  • বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়  • বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়  • শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়  • পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  • হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  • মাওলানা আবদুল হামিদ খান ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  • ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  • রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  • চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  • খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়  • কবি নজরুল বিশ্ববিদ্যালয়  • নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নিবন্ধটি অসম্পূর্ন। আপনি চাইলে একে সমৃদ্ধ করতে পারেন।

অন্যান্য ভাষা