প্রতিপদার্থ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রতিপদার্থ
সাধারণ আলোচনা
পূর্ণবিলয় (Annihilation)
যন্ত্রসমূহ
  • কণা ত্বরক
  • পেনিং ফাঁদ
প্রতিকণা
  • পজিট্রন
  • প্রতিপ্রোটন
  • প্রতিনিউট্রন
  • প্রতিমিউওন
  • প্রতিটাউওন
  • ইলেকট্রন প্রতিনিউট্রিনো
  • মিউওন
  • টাউ প্রতিনিউট্রিনো
ব্যবহার
  • পেট
  • জ্বালানি
  • অস্ত্রসমূহ
সংগঠনসমূহ
  • আলফা সহযোগিতা (ALPHA)
  • এথেনা (ATHENA)
  • এটরাপ (ATRAP)
  • সার্ন (CERN)
ব্যক্তিত্ব
edit

কণা পদার্থবিজ্ঞানে প্রতিকণার ধারণা প্রতিপদার্থের ধারণা রুপ নিয়েছে। ধারণা করা হয়েছে যেভাবে কণা দ্বারা পদার্থ গঠিত হয় ঠিক তেমনিভাবে প্রতিকণা দ্বারা প্রতিপদার্থ গঠিত হয়। উদাহরণস্বরুপ, একটি প্রতিইলেকট্রন (পজিট্রন) এবং একটি প্রতিপ্রোটন মিলিত হয়ে গঠন করে একটি প্রতিহাইড্রোজেন পরমাণু, যেমন করে একটি ইলকট্রন ও প্রোটন মিলে তৈরি করে একটি হাইড্রোজেন পরমাণু। উপরন্তু কণা এবং প্রতিকণা মিলিত হলে যেভাবে পূর্ণবিলয়ের মাধ্যমে সকল শক্তি বিমুক্ত হয়, তেমনি পদার্থ এবং প্রতিপদার্থের মিলনে পূর্ণবিলয়ের সৃষ্টি হয় বলে ধারণা করা হয়েছে। এ ধরণের পূর্ণবিলয়ের ফলে প্রকৃতপক্ষে উচ্চ শক্তির ফোটন (গামা রশ্মি) এবং বহু কণা-প্রতিকণা জোড়ার সৃষ্টি হয়। এই পূর্ণবিলয়ে বিমুক্ত কণাগুলোর মধ্যে বিপুল পরিমাণ শক্তি থাকে। এই শক্তির মান পূর্ণবিলয়ের ফলে সৃষ্ট বস্তুসমূহের নিশ্চল ভর এবং মূল পদার্থ-প্রতিপদার্থ জোড়ার অন্তর্ভুক্ত বস্তুসমূহের নিশ্চল ভরের পার্থক্যের সমান।

সূচিপত্র

[সম্পাদনা] ইতিহাস

[সম্পাদনা] কৃত্রিমভাবে উৎপাদন

[সম্পাদনা] প্রাকৃতিকভাবে উৎপাদন

[সম্পাদনা] আরও দেখুন

  • প্রতিপ্লাসমা

[সম্পাদনা] বহিঃসংযোগ এবং তথ্যসূত্র