স্পেনীয় ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্পেনীয়
español, castellano
এস্পানিওল, কাস্তেইয়ানো
যেসব রাষ্ট্রে প্রচলিত: ইউরোপ মহাদেশের অংশবিশেষে, মধ্য ও দক্ষিণ আমেরিকার অধিকাংশ, উত্তর আমেরিকা ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জের কিছু অংশে, এবং সব মহাদেশে স্পেনীয়ভাষী অভিবাসী জনগোষ্ঠী-অধ্যুষিত এলাকায়
মোট ভাষাভাষী সংখ্যা: ৪১ কোটি; ৩৯ কোটি মাতৃভাষী 
ক্রম: ২–৪ (বিভিন্ন অনুমান অনুযায়ী)
ভাষা পরিবার: ইন্দো-ইউরোপীয়
 ইতালীয়
  রোমান্স
   ইতালীয়-পশ্চিমী
    গালো-আইবেরীয়
     আইবেরো-রোমান্স
      পশ্চিম আইবেরীয়
       স্পেনীয় 
প্রাতিষ্ঠানিক মর্যাদা
যেসব দেশের রাষ্ট্রভাষা: আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, কোস্টা রিকা, কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, ইকুয়েডর, এল সালভাডোর, নিরক্ষীয় গিনি, ইউরোপীয় ইউনিয়ন, গুয়াতেমালা, হন্ডুরাস, মেক্সিকো, নিকারাগুয়া, পানামা, প্যারগুয়ে, পেরু, পুয়ের্টো রিকো, স্পেন, জাতিসংঘ, উরুগুয়ে, এবং ভেনেজুয়েলা
নিয়ন্ত্রক সংস্থা: আসোসিয়াসিয়ন ডি আকাডেমিয়াস ডি লা লেংগুয়া এস্পানিওলা (রেয়াল আকাডেমিয়া এস্পানিওলা এবং আরও ২১টি জাতীয় স্পেনীয় ভাষা অ্যাকেডেমি)
ভাষা কোডসমূহ
ISO 639-1: es
ISO 639-2: spa
ISO/FDIS 639-3: spa 
বিশ্বে স্পেনীয়-ভাষী অঞ্চলের মানচিত্র
 

স্পেনীয় একটি ইন্দো-ইউরোপীয় ভাষাপরিবারের রোমান্স শাখার একটি ভাষা। বাকি সব রোমান্স ভাষার মত স্পেনীয় ভাষাও আইবেরীয় উপদ্বীপে (বর্তমান স্পেনে) প্রচলিত একটি প্রাকৃত ভাষা থেকে উৎপত্তিলাভ করে। ১৬শ শতকে স্পেনীয় উপনিবেশ স্থাপনের মধ্য দিয়ে এটি দুই আমেরিকা মহাদেশ, ফিলিপিন ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে। এটি প্রায় ৩৯ কোটি লোকের মাতৃভাষা, এবং সব মিলিয়ে বিশ্বের প্রায় ৪১ কোটি লোক এই ভাষায় কথা বলেন। এদের অধিকাংশই স্পেন ও দক্ষিণ আমেরিকায় বাস করেন। মেক্সিকো স্পেনীয়ভাষীর সংখ্যা অনুযায়ী বৃহত্তম দেশ। তারপরেই আছে কলম্বিয়া, স্পেন, আর্জেন্টিনামার্কিন যুক্তরাষ্ট্র

স্পেনের অধিবাসীরা স্পেনীয় ভাষাকে অন্যান্য জাতীয় ভাষার সাথে তুলনার সময় এস্পানিয়ল নামে ডাকেন। আবার এটিকে স্পেনের অন্যান্য আঞ্চলিক ভাষার (যেমন-কাতালান, গালিসীয়, বা বাস্ক) সাথে তুলনার সময় কাস্তেইয়ানো নামে ডাকা হয়।

স্পেনীয় ভাষা ২২টি দেশের সরকারী ভাষা: আর্জেন্টিনা, বলিভিয়া (কেচুয়া ও আইমারা-র সাথে সহসরকারী), চিলি, কলম্বিয়া, কোস্টা রিকা, কিউবা, ডমিনিকান প্রজাতন্ত্র, ইকুয়েডর, এল সালভাদোর, নিরক্ষীয় গিনি (ফরাসি-র সাথে সহসরকারী), গুয়াতেমালা, হন্ডুরাস, মেক্সিকো, নিকারাগুয়া, পানামা, প্যারাগুয়ে (গুয়ারানি-র সাথে সহসরকারী), পেরু (কেচুয়া ও আইমারা-র সাথে সহসরকারী), পুয়ের্টো রিকো (ইংরেজির সাথে সহসরকারী), স্পেন (কিছু কিছু অঞ্চলে কাতালান, গালিসীয় ও বাস্কের সাথে সহসরকারী), উরুগুয়ে, ভেনেজুয়েলা, এবং পশ্চিম সাহারা (আরবি-র সাথে সহসরকারী)।

জাতিসংঘের ছয়টি প্রাতিষ্ঠানিক কার্যকরী ভাষার মধ্যে স্পেনীয় একটি। এটি ইউরোপীয় ইউনিয়নেরও একটি প্রাতিষ্ঠানিক ভাষা।

[সম্পাদনা] আরও দেখুন

উইকিপেডিয়া:বাংলা ভাষায় স্পেনীয় শব্দের প্রতিবর্ণীকরণ