বোল্টন ওয়ান্ডারার্স ফুটবল ক্লাব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বোল্টন ওয়ান্ডারার্স
চিত্র:Bolton Wanderers crest.png
পূর্ণ নাম বোল্টন ওয়ান্ডারার্স ফুটবল ক্লাব
ডাকনাম দ্য ট্রটার্স
প্রতিষ্ঠা ১৮৭৪ সালে
ক্রাইস্ট চার্চ এফসি নামে
মাঠ রিবক স্টেডিয়াম
বোল্টন
ইংল্যান্ড
ধারনক্ষমতা ২৮,৭২৩[১]
চেয়ারম্যান আয়ারল্যান্ড এর পতাকা ফিল গার্টসাইড
ম্যানেজার ইংল্যান্ড এর পতাকা স্যামি লি
লীগ প্রিমিয়ার লীগ
২০০৬-০৭ প্রিমিয়ার লীগ, ৭ম
দলের রঙ দলের রঙ দলের রঙ
দলের রঙ
দলের রঙ
 
হোম জার্সি
দলের রঙ দলের রঙ দলের রঙ
দলের রঙ
দলের রঙ
 
এওয়ে জার্সি

বোল্টন ওয়ান্ডারার্স ফুটবল ক্লাব (দ্য ট্রটার্স নামেও পরিচিত) একটি ইংরেজ পেশাদার ফুটবল ক্লাব। বল্টন ওয়ান্ডারার্স উত্তর পশ্চিম ইংল্যান্ডের গ্রেটার ম্যানচেস্টারের বোল্টন বোরো এলাকার দল। বর্তমানে তারা প্রিমিয়ার লীগে খেলে থাকে।

ফুটবল লীগের প্রতিষ্ঠাতা সদস্য বোল্টন ছিল ১৯২০ দশকের সফল ক্লাব। এসময় তারা তিনবার এফএ কাপ জিতেছে। ন্যাট লফটহাউজের দেয়া একমাত্র গোলে ১৯৫৮ সালে তারা চতুর্থ বারের মত কাপটি জেতে। ১৯৮৭ সালে ক্লাবটি সবচেয়ে খারাপ সময় অতিবাহিত করেছে। এসময় ক্লাবটি চতুর্থ বিভাগে নেমে গিয়েছিল। শীর্ষ বিভাগে ৩১ বছর অনুপস্থিতির পর ১৯৯৫ সালে তারা আবার প্রিমিয়ার লীগে ফেরৎ আসে। বর্তমানে তারা ২০০০ সাল থেকে অবিচ্ছিন্নভাবে প্রিমিয়ার লীগে খেলছে। ২০০৫–০৬ মৌসুমে তারা প্রথমবারের মত ইউরোপীয় প্রতিযোগিতায় অংশ নেয়, তারা উয়েফা কাপের শীর্ষ ৩২ ক্লাবে স্থান পায়। প্রিমিয়ার লীগের ২০০৬-০৭ মৌসুমে ৭ম অবস্থানের কারনে ২০০৭-০৮ মৌসুমেও বোল্টন উয়েফা কাপে খেলার সুযোগ পাচ্ছে।

১৯৯৭ সালে বোল্টন ওয়ান্ডারার্স তাদের বর্তমান মাঠ রিবক স্টেডিয়ামে স্থানান্তরিত হয়। তাদের পূর্বের মাঠ ছিল বার্নডেন পার্ক। ক্লাবের চেয়ারম্যান হচ্ছেন ফিল গার্টসাইড এবং ম্যানেজার স্যামি লি।[২]

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. BWFC - About:World Soccer Profile
  2. Sammy Lee Named New Bolton Boss - Sky Sports

[সম্পাদনা] বহিঃসংযোগ

প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অন্যান্য সাইট

প্রিমিয়ার লীগ ২০০৭-০৮ মৌসুমের ক্লাব

আর্সেনাল | অ্যাস্টন ভিলা | বার্মিংহাম সিটি | ব্ল্যাকবার্ন রোভার্স | বোল্টন ওয়ান্ডারার্স | চেলসি | ডার্বি কাউন্টি | এভারটন | ফুলহাম | লিভারপুল | ম্যানচেস্টার সিটি | ম্যানচেস্টার ইউনাইটেড | মিডল্‌স্‌ব্রো | নিউকাসল ইউনাইটেড | পোর্ট্‌স্‌মাথ | রেডিং | সান্ডারল্যান্ড | টটেনহাম হটস্পার | ওয়েস্ট হ্যাম ইউনাইটেড | উইগান অ্যাথলেটিক

Template:Original Football League clubs