বেনাপোল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বেনাপোল বাংলাদেশভারতের মধ্যে অবস্থিত একটি সীমান্ত চেকপোস্ট ও স্থল বন্দর। ভারতের দিকের অংশটি পেট্রাপোল নামে, ও বাংলাদেশের দিকের অংশটি বেনাপোল নামে পরিচিত।

[সম্পাদনা] অবস্থান

স্থানাঙ্ক: 23°05′N 88°9′E

[সম্পাদনা] গুরুত্ব

বাংলাদেশ ও ভারতের মধ্যকার স্থল বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসাবে বেনাপোল স্থল বন্দর ব্যবহৃত হয়। বেনাপোল হতে কলকাতা মাত্র ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। মোট স্থলবাণিজ্যের ৯০% এই বেনাপোলের মাধ্যমে সংঘটিত হয়ে থাকে। [এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য তথ্যসূত্র প্রয়োজন] ১৯৯৬-৯৭ অর্থবছরে এখানে ৫০০ কোটি টাকার পণ্য বানিজ্য সংঘটিত হয়।

অন্যান্য ভাষা