এন্টিভাইরাস (কম্পিউটার)
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাধারনভাবে কম্পিউটারের ভাইরাস রোধ করার জন্য ব্যবহৃত একধরনের প্রোগ্রাম যা কম্পিউটারের সংরক্ষন এলাকা বা হার্ডডিস্ক বা যে কোন রিমুভেবল ডিস্ক হতে ভাইরাস সনাক্তকরন, প্রতিরোধ ও প্রতিকার করতে পারে। কয়েকটি এন্টিভাইরাস প্রোগ্রাম:
- ম্যাকফি
- নরটন
- পিসিসিলিন
- এভিজি
এছাড়া প্রানী বা জীব দেহের জন্য ক্ষতিকারক ভাইরাসের ও এন্টি ভাইরাস হয়, কিন্তু এদের নাম, ধরন বা কাজ অনুযায়ী আলাদা আলাদা নাম থাকে ফলে এন্টিভাইরাস বলতেই কম্পিউটারের জন্য ব্যবহাযর্য প্রোগ্রামকেই বোঝায়।