মারাঠি ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মারাঠি
मराठी
যেসব রাষ্ট্রে প্রচলিত: ভারত 
অঞ্চল: মহারাষ্ট্র, গোয়ার অংশবিশেষ, গুজরাত, মধ্য প্রদেশ, কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, তামিল নাড়ু এবং ইসরায়েল
মোট ভাষাভাষী সংখ্যা: ৭ কোটি মাতৃভাষী
৩০ লক্ষ লোকের দ্বিতীয় ভাষা 
ক্রম: ১৩–১৭ (মাতৃভাষী সংখ্যা অনুযায়ী)
ভাষা পরিবার: ইন্দো-ইউরোপীয়
 ইন্দো-ইরানীয়
  ইন্দো-আর্য
   পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দল
    মারাঠি 
লিপি: দেবনাগরী লিপি 
প্রাতিষ্ঠানিক মর্যাদা
যেসব দেশের রাষ্ট্রভাষা: মহারাষ্ট্র, ভারত
নিয়ন্ত্রক সংস্থা: নেই
ভাষা কোডসমূহ
ISO 639-1: mr
ISO 639-2: mar
ISO/FDIS 639-3: mar 

মারাঠি (মারাঠি ভাষায়: मराठी) একটি ইন্দো-আর্য ভাষা। এটি হিন্দিপাঞ্জাবির সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। ভারতের মহারাষ্ট্র রাজ্যের প্রায় ৭ কোটি অধিবাসী এই ভাষায় কথা বলেন। মহারাষ্ট্রের বাইরে আরও প্রায় ৩০ লক্ষ লোক এ ভাষায় কথা বলেন। ভাষাভাষী সংখ্যার বিচারে ভারতের ভাষাগুলির মধ্যে মারাঠি চতুর্থ। ভারতের বাইরে ইসরায়েল ও মরিশাসে এটি কথিত হয়।

মারাঠি সংস্কৃত ভাষা থেকে মহারাষ্ট্রী প্রাকৃতের মধ্য দিয়ে উদ্ভূত হয়েছে। মহারাষ্ট্রী প্রাকৃত ভাষা খ্রিস্টীয় ১ম ও ২য় শতকে সাতবাহন রাজ্যের সরকারী ভাষা ছিল। তখন এটিই ছিল ভারতের সবচেয়ে বহুল প্রচলিত প্রাকৃত ভাষা। ১৫শ ও ১৬শ শতকে এসে এই ভাষা বর্তমান মারাঠিতে রূপ নেয়।

মারাঠি ভারতের ২২টি সরকারী ভাষার ও ১৪টি আঞ্চলিক ভাষার একটি। এছাড়া গোয়া রাজ্যতে কঙ্কনির পাশাপাশি মারাঠিকেও সরকারী ভাষার মর্যাদা দেয়া হয়েছে। মহারাষ্ট্রের দৈনন্দিন যোগাযোগ, শিক্ষা, প্রশাসন, ব্যবসা, গণমাধ্যম ইত্যাদিতে এই ভাষাই প্রচলিত।

অন্যান্য ভাষা