আলাপ:মুহম্মদ জাফর ইকবাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সাহিত্য উইকিপ্রকল্প
সাহিত্য উইকিপ্রকল্প
এই সাহিত্য বিষয়ক নিবন্ধটি বাংলা উইকিপিডিয়ার সাহিত্য উইকিপ্রকল্পের অর্ন্তগত। নিবন্ধটিকে আরো উন্নত করে তুলতে আমাদেরকে সাহায্য করুন।

সাহিত্য উইকিপ্রকল্প - আজ ও আগামীর বাঙালি পাঠকের জন্য শ্রেষ্ঠ সাহিত্য বিষয়ক তথ্যসূত্র গড়ে তোলার লক্ষ্যে

[সম্পাদনা] ছবি টা পরিবর্তন করতে চাই

এই ছবিটা কি আগেরটার চাইতে ভাল হয়?

চিত্র:Zafar Ikbal.JPG
জাফর ইকবাল স্যার এবং তাঁর স্ত্রী

--Abhishek ২০:০১, ২৮ জুলাই ২০০৬ (UTC)


আগেরটা থাকলেও সমস্যা নাই, আমি এইটাকেও যোগ করে দিয়েছি। --রাগিব (আলাপ | অবদান) ২০:১৩, ২৮ জুলাই ২০০৬ (UTC)

রাগিব ভাই, আমি মনে করছি মৌলবাদ, সাম্প্রদায়িকতা এবং বাংলাদেশের রাজাকারদের বিরুদ্ধে জাফর ইকবাল স্যারের যে অবস্থান, সেটি উইকিপিডিয়া তে থাকার মত একটি তথ্য। আপনি কি এরকম মনে করছেন না? Abhishek ০৬:২৫, ২৯ জুলাই ২০০৬ (UTC)

অভিষেক, আসলে এটা বিশ্বকোষ, তাই লেখার সময় একটু পত্রিকায় লেখার মত স্টাইল হতে আলাদা ভাবে লিখতে হবে। উইকিপিডিয়া কিন্তু মৌলবাদীদের বিপক্ষে, বা তাদের পক্ষে - কোনটাই না। আপনি লিখেছিলেন "বাংলাদেশের মৌলবাদ ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে তাঁর লড়াই দেশের মানুষকে অবিরত প্রেরনা জুগিয়ে যাচ্ছে।" এর মানে কিন্তু দাঁড়ায় যে, উইকিপিডিয়া এই "লড়াই"কে সমর্থন (endorse) করছে। একই কথা অন্যভাবে লিখলে নিরপেক্ষতা বজায় থাকে। যেমন, যদি লিখতেন "জাফর ইকবালের কলামগুলোর অন্যতম প্রধান বিষয় হল মৌলবাদর বিরোধিতা করা।" বা এরকম কিছু। এই ক্ষেত্রে কিন্তু কথাটা মৌলবাদের বিরোধী, বা মৌলবাদের স্বপক্ষে, কোনটাই হয় না। সব ক্ষেত্রে শুধু যা ঘটেছে, তাকে কোন মতবাদবিহীন দৃষ্টিকোণ থেকে দেখে, কেবল fact কে কোন বিশেষণ ছাড়া লেখাটা উইকিপিডিয়ার মূলনীতির মধ্যে পড়ে। নইলে এখানে মারামারি লেগে যেত :) --রাগিব (আলাপ | অবদান) ০৭:০০, ২৯ জুলাই ২০০৬ (UTC)

[সম্পাদনা] উইকিপিডিয়া কমন্সে আপলোড

দ্বিতীয় ছবিটা আমি উইকিপিডিয়া কমন্সে আপলোড করেছি, কিন্তু লিঙ্ক করতে পারছি না। রাগিব ভাই, সাহায্য করুন।

কী নামে আপলোড করেছেন? (মানে ফাইলের নাম কী?)। আর ক্যাটেগরি হিসাবে [[Category:Bangladesh]] যোগ করেছেন কি? এখানে তো দেখলাম না --রাগিব (আলাপ | অবদান) ১৯:১৭, ২৯ জুলাই ২০০৬ (UTC)
Replaced the image with the commons version. Also added it to the English wikipedia. article --রাগিব (আলাপ | অবদান) ১৯:১৭, ২৯ জুলাই ২০০৬ (UTC)