হাঁদা ভোঁদা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হাঁদা ভোঁদা বিখ্যাত ভারতীয় বাঙালি কমিকস শিল্পী নারায়ন দেবনাথের সৃষ্ট কমিক স্ট্রিপের নাম । প্রায় পঞ্চাশ বছরেরও বেশী সময় ধরে হাঁদা ভোঁদা প্রকাশ হয়ে চলেছে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে প্রকাশিত ছোটদের পত্রিকা শুকতারাতে ।

[সম্পাদনা] বিবরন

হাঁদা ভোঁদা সমবয়সী দুই স্কুলের ছেলে । হাঁদা রোগা আর ভোঁদা মোটা । দুজন দুজনকে জব্দ করার জন্য সবসময়েই ব্যস্ত । প্রায় সব কমিকসের শেষে হাঁদাই জব্দ হয় । এদের খুনসুটি আর দুষ্টুমির গল্প নিয়েই গত পঞ্চাশ বছরেও বেশী সময় ধরে চলছে এই সিরিজ । হাঁদা ভোঁদার সব কমিকসই শুকতারাতে প্রথম বার প্রকাশিত হয়েছে । পরে এগুলি খন্ডে খন্ডে দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত হয়েছে ।

হাঁদা ভোঁদা নিয়ে টিভির জন্য অ্যানিমেশনও তৈরি হয়েছে ।

অন্যান্য ভাষা