সিমন বলিভার
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিমন বলিভার (স্পেনীয় ভাষায়: Semon José Antonio de la Santísima Trinidad Bolívar y Palacios) (২৪শে জুলাই, ১৭৮৩, কারাকাস, ভেনেজুয়েলা - ১৭ই ডিসেম্বর, ১৮৩০, সান্তা মার্তা, কলম্বিয়া) সমগ্র দক্ষিণ আমেরিকা জুড়ে একাধিক স্বাধীনতা আন্দোলনের নেতা ছিলেন, যে আন্দোলনগুলিকে একত্রে বলিভারের যুদ্ধ নামে ডাকা হত।
বলিভার ভেনেজুয়েলা, কলম্বিয়া, একুয়াডোর, পেরু, পানামা, এবং বলিভিয়ার স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেন।