জহির রায়হান
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জহির রায়হান (আগস্ট ১৯, ১৯৩৫ - জানুয়ারি ৩০, ১৯৭২) একজন প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, এবং গল্পকার।
সূচিপত্র |
[সম্পাদনা] জীবনী
[সম্পাদনা] জীবনপঞ্জি
প্রাথমিক লেখাপড়াঃ মিত্র ইন্সটিটিউট, কলকাতা।
আলিয়া মাদ্রাসা, কলকাতা।
- ১৯৪৯: 'নতুন সাহিত্য' পত্রিকা (কলকাতা)-য় 'ওদের জানিয়ে দাও' শীর্ষক কবিতা প্রকাশিত।
- ১৯৫০: আমিরাবাদ হাইস্কুল (ফেনী) থেকে মেট্রিক পরীক্ষা।
- ১৯৫১-১৯৫৭: কমিউনিস্ট পার্টির সাথে সরাসরি জড়িত।
- ১৯৫২: : ছাত্র অবস্থাতেই মহান ভাষা আন্দোলনে অংশগ্রহন।
- মোহাম্মদ জহিরুল্লাহ থেকে জহির রায়হানে পরিণত।
- প্রমথেশ বড়ুয়া মেমোরিয়াল ফটোগ্রাফি স্কুল (কলকাতা)-য় ভর্তি।
- ১৯৫৩: জগন্নাথ কলেজ (ঢাকা) থেকে আই.এস.সি পরীক্ষা।
- ১৯৫৬-১৯৫৮: কোর্স শেষ না করেই চিকিৎসাশাস্ত্র (মেডিক্যাল কলেজ) ত্যাগ।
- ১৯৫৬: পাকিস্তানের প্রখ্যাত চিত্র পরিচালক জারদরি-এর সহকারী মনোনীত হয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ।
- ১৯৫৮: : বি.এ.অনার্স (বাংলা ভাষা ও সাহিত্য), ঢাকা বিশ্ববিদ্যালয়।
- পঞ্চাশের দশকে ছাত্র অবস্থায় প্রথম গল্পগ্রন্থ 'সূর্য গ্রহণ' প্রকাশিত।
- ১৯৬১: : প্রথম চলচ্চিত্র 'কখনো আসেনি'-এর মুক্তি লাভ।
- চিত্রনায়িকা হেনা লাহিড়ী সুমিতা দেবীর সাথে পরিণয়।
- পাকিস্তানের প্রথম রঙ্গিন ছবি 'সঙ্গম' তৈরি।
- ১৯৬৪: 'হাজার বছর ধরে' উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ।
- ১৯৬৮: চিত্রনায়িকা কোহিনূর আকতার সুচন্দার সাথে পরিণয়।
- ১৯৭০: পাকিস্তানের প্রথম রাজনৈতিক-চেতনামন্ডিত চলচ্চিত্র 'জীবন থেকে নেয়া' মুক্তিলাভ।
- ১৯৭১: : মুক্তিযুদ্ধে অংশগ্রহণ।
- মুক্তিযুদ্ধের উপর প্রথম চলচ্চিত্র 'স্টপ জেনোসাইড' নির্মাণ।
- মুক্তিযুদ্ধ নিয়ে দ্বিতীয় চলচ্চিত্র 'এ স্টেট ইজ বর্ন' নির্মাণ।
- মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র 'ইনোসেন্ট মিলিয়ন' (পরিচালকঃ বাবুল চৌধুরী) এবং 'লিবারেশন ফাইটার্স' (পরিচালকঃ আলমগীর কবীর)-এর তত্ত্বাবধান।
- বুদ্ধিজীবীদের বাংলাদেশ মুক্তি পরিষদ (Bangladesh Liberation council of Intelligentsia)-এর সাধারণ সম্পাদক নির্বাচিত।
- ১৯৭১: সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমী পুরস্কার লাভ (১৯৭২ সালে ঘোষিত)
- ১৯৭২: বুদ্ধিজীবী হত্যা তদন্ত কমিটি গঠন।
- ১৯৭২: নিখোঁজ (৩০ জানুয়ারি থেকে আজ পর্যন্ত।
- ১৯৭৭: চলচ্চিত্র শিল্পে অবদানের জন্য রাষ্ট্রীয় একুশে পদক লাভ।
- ১৯৯২: সাহিত্যে কৃতিত্বের জন্য স্বাধীনতা দিবস পুরস্কার লাভ।
[সম্পাদনা] পুরস্কার
- আদমজী সাহিত্য পুরস্কার ১৯৬৪। (হাজার বছর ধরে)
- নিগার পুরস্কার ('কাঁচের দেয়াল') চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ বাংলা ছবি হিসেবে।
- বাংলা একাডেমী পুরস্কার ১৯৭১। (উপন্যাসঃ মরণোত্তর)
- একুশে পদক ১৯৭৭। (চলচ্চিত্রঃ মরণোত্তর)
- স্বাধীনতা দিবস পুরস্কার ১৯৯২। (সাহিত্যঃ মরণোত্তর)
[সম্পাদনা] উপন্যাস
- শেষ বিকেলের মেয়ে (১৯৬০)। প্রথম উপন্যাস। প্রকাশকঃ সন্ধানী প্রকাশনী। রোমান্টিক প্রেমের উপাখ্যান।
- হাজার বছর ধরে (১৯৬৪)। আবহমান বাংলার গ্রামীণ জীবনের পটভূমিতে রচিত আখ্যান।
- আরেক ফাল্গুন (১৯৬৯)। বায়ান্নর রক্তস্নাত ভাষা-আন্দোলনের পটভূমিতে রচিত কথামালা।
- বরফ গলা নদী (১৯৬৯)। প্রথম প্রকাশঃ 'উত্তরণ' সাময়িকী। অর্থনৈতিক কারণে বিপর্যস্ত ক্ষয়িষ্ণু মধ্যবিত্ত পরিবারের অসহায়ত্ব গাঁথা।
- আর কত দিন (১৯৭০)। অবরুদ্ধ ও পদদলিত মানবাত্নার আন্তর্জাতিক রূপ এবং সংগ্রাম ও স্বপ্নের আত্নকথা।
[সম্পাদনা] অন্যান্য রচনা
- সূর্যগ্রহণ। প্রথম গল্পগ্রন্থ। ১৩৬২ বাংলা।
- তৃষ্ণা (১৯৬২)।
- একুশে ফেব্রুয়ারি (১৯৭০)।
- কয়েকটি মৃত্য।
[সম্পাদনা] চলচ্চিত্র
- কখনো আসেনি (১৯৬১)।
- সোনার কাজল (১৯৬২)।
- কাঁচের দেয়াল (১৯৬৩)।
- সঙ্গম (১৯৬৪)।
- বাহানা (১৯৬৫)।
- আগেয়ারা (১৯৬৭)।
- বেহুলা (১৯৬৬)।
- জ্বলতে সূরযকে নীচে।
- জীবন থেকে নেয়া (১৯৭০)।
- স্টপ জেনোসাইড (১৯৭১)।
- এ স্টেট ইজ বর্ন (১৯৭১)।
- লেট দেয়ার বি লাইট (অসমাপ্ত) (১৯৭০)।
[সম্পাদনা] পত্রিকা সম্পাদনা
- এক্সপ্রেস (ইংরেজী সাপ্তাহিক)।
- প্রবাহ (বাংলা মাসিক)।