তারিখ রেখা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এটি একটি কাল্পনিক রেখা। ১৮০° দ্রাঘিমা বা মধ্যরেখা যেখানে দিনের আনুষ্ঠানিক সূচনা বা সমাপ্তি ধরা হয়।
এর সন্নিহিত সীমানা +১২ এবং -১২ দুটি সময় ক্ষেত্রে বিভক্ত। মধ্যরেখা থেকে পূর্বদিকে যাওয়ার সময়ে কোনো ব্যাক্তি প্রতি ১৫° দ্রঘিমান্তরের জন্য ১ ঘন্টা সময় লাভ করে। আবার পশ্চিমদিকে যাওয়ার সময়ে কোনো ব্যাক্তি প্রতি ১৫° দ্রঘিমান্তরের জন্য ১ ঘন্টা সময় হারায়। যে কোনো মধ্যরেখা থেকে পরস্পরের বিপরীত দিকে একই গতিতে পরিভ্রমণরত দুই ব্যাক্তি একই সময়ে পরস্পরের সঙ্গে মিলিত হবেন, কিন্তু তাদের মধ্যে দিনের পার্থক্য হবে পুরো একদিন। যদি পূর্বদিকে রবিবার হয় তবে তারিখ রেখা পার হওয়ার সাথে সাথে তা হবে সোমবার। ১৮০° মধ্যরেখা গ্রিনীচ মান বা শূন্য ডিগ্রি দ্রাঘিমা থেকে ঠিক মাঝখানের দূরুত্বে অবস্থিত। এছাড়া এই লাইনটি বৃহত্তম মহাসাগরের মাঝ বরাবর পড়াতে দিনান্তরের সমস্যাটি অধিক সংখ্যক জনগোষ্ঠীকে প্রভাবিত করে না।