ইবনে রুশদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইবনে রুশদের ছবি, চতুর্দশ শতাব্দীর ফ্লোরেন্সে অংকিত
ইবনে রুশদের ছবি, চতুর্দশ শতাব্দীর ফ্লোরেন্সে অংকিত

ইবনে রুশদ্ বা আভেরস্ (আরবি ভাষায় ابن رشد এব্‌নে রুশ্‌দ্‌) (১১২৬ - ডিসেম্বর ১০, ১১৯৮) একজন আরব-আন্দালুসীয় দার্শনিক ছিলেন। তিনি ইসলামিক শারিয়াহ, গণিত এবং ঔষধবিদ্যার উপর দক্ষ ছিলেন। তিনি স্পেনের করডোবাতে জন্মগ্রহণ এবং মরক্কোর মারাকেশে মৃত্যুবরণ করেন। তিনি অ্যারিস্টটলের লেখাগুলো অনুবাদের জন্য বিখ্যাত। অ্যারিস্টটলের দর্শনের সাথে তিনি ইসলামী মতবাদের সমন্বয় ঘটানোর প্রয়াস করেছিলেন। উনার মতে ধর্ম এবং দর্শনের মধ্যে কোনো বিরোধ নেয়। বৌদ্ধ ধর্মের ন্যায় তিনি শাশ্বত আত্মার ধারণায় বিশ্বাস করতেননা।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন