জানুয়ারি ১

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জানুয়ারি ১ গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১ম (অধিবর্ষে ১ম) দিন। এ ক্যালেন্ডারে মাসগুলো হলো জানুয়ারি থেকে ডিসেম্বর। তবে মধ্যযুগে অন্য দিনকে জুলিয়ান ক্যালেন্ডারের প্রথম দিন হিসাবে ধরা হতো। ১৪৫০ থেকে ১৬০০ সালের মধ্যে পশ্চিম ইউরোপের বেশিরভাগ দেশ এই দিনেক বছরের প্রথম দিন হিসাবে গ্রহণ করে।

সূচিপত্র

[সম্পাদনা] ঘটনাবলী

[সম্পাদনা] জন্মদিন

[সম্পাদনা] মৃত্যুদিন

[সম্পাদনা] ছুটি ও অন্যান্য

  • নববর্ষ (গ্রেগরিয়ান বর্ষপঞ্জী)


[সম্পাদনা] বহি:সংযোগ

বিবিসি এই দিনে [1]