সৌরভ গঙ্গোপাধ্যায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভারতীয় পতাকা
Sourav Ganguly
ভারত (IND)
Sourav Ganguly
ব্যাটিং এর ধরন বাঁহাতি ব্যাটসম্যান (বাঁহাব্যা)
বোলিং এর ধরন ডান হাতি মিডিয়াম Pace (RM)
টেষ্ট ক্রিকেট একদিনের আন্তর্জাতিক
ম্যাচ ৯৩ ২৯৩
রান ৫৫৬৩ ১০৮৩৮
ব্যাটিং গড় ৪০.৯০ ৪১.৬৮
১০০/৫০ ১৩/২৭ ২২/৬৮
সবচেয়ে বেশি রান ১৭৩ ১৮৩
ওভার ৪২৩.২ ৬৮৭.১
উইকেট ২৬ ৯৫
বোলিং গড় ৫৫.৪২ ৩৭.৭৮
৫ উইকেট প্রতি ইনিংস
১০ উইকেট প্রতি ম্যাচ নেই
সবচেয়ে ভাল বোলিং ৩/২৮ ৫/১৬
ক্যাচ/স্টাম্পিং ৬৪/০ ১০০/০

জুন ২৭, ২০০৭
সূত্র: [1]

সৌরভ চন্ডীদাস গঙ্গোপাধ্যায় (সৌরভ গাঙ্গুলি নামে অধিক পরিচিত) ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। বাঁ হাতি ব্যাটসম্যান, ডান হাতি বোলার। জন্ম ৮ জুলাই, ১৯৭২, কোলকাতা, পশ্চিম বাংলা.

প্রথম টেস্ট খেলেন ১৯৯৬ সালে ভারতের ইংল্যান্ড সফরে এবং ওনার প্রথম এবং দ্বিতীয় টেস্ট ম্যাচে শতরান করেন। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮৩ রানের ইনিংস ওনার সেরা এক দিবসীয় ইনিংস।

টেস্টে ১১টি শতরান এবং একদিনের খেলায় ২৩টি শতরানেৱ অধিকারী। একমাত্র শচীন টেন্ডুলকারওনার চেয়ে বেশী শতরান করেছেন। অধিনায়ক হিসাবে ওনার রেকর্ড ভারতীয় অধিনায়কদের মধ্যে সর্বকালের সেরা। ১৫টি টেস্ট বিজয় ভারতকে দিয়েছেন।

অন্যান্য ভাষা