মুম্বাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মুম্বাই

মুম্বাই
রাজ্য
 - জেলা
মহারাষ্ট্র
 - মুম্বাই সিটি জেলা
 - মুম্বাই সাবার্বান জেলা
ভৌগলিক স্থানাংক 18.96° N 72.82° E
এলাকা
 - উচ্চতা
৪৩৭.৭১ km²
 - ৮ m
সময় অঞ্চল IST (UTC+5:30)
জনসংখ্যা (২০০১)
 - ঘনত্ব
 - নগর এলাকা (২০০৬)
১১,৯১৪,৩৯৮ (১ম)
 - ২৭,২২০/km²
 - ১৯,৯৪৪,৩৭২ (১ম)
পৌর ভারপ্রাপ্ত উচ্চপদস্থ ব্যাক্তি জনি যোসেফ
নগরপাল দত্ত দালবি
কোড তালিকা
 - ডাক
 - টেলিফোন
 - যানবাহন
 
 - ৪০০ xxx
 - +০২২
 - MH-০১—০৩
ওয়েবসাইট: www.mcgm.gov.in

মুম্বাই (, মারাঠি ভাষায়: मुंबई মুম্বাঈ, আ-ধ্ব-ব: /'mumbəi/), পূর্বতন বোম্বে, ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী এবং দেশটির সবচেয়ে জনবহুল শহর। এ শহরে প্রায় ১ কোটি ৩০ লক্ষ লোকের বাস (২০০৬ সালের তথ্য অনুযায়ী) [১]। মুম্বাই শহর মহারাষ্ট্রের পশ্চিম উপকূলে সাষ্টি দ্বীপের ওপর অবস্থিত। চারপাশের উপশহরগুলোকে সাথে নিয়ে মুম্বাই বিশ্বের ৬ষ্ঠ সর্বোচ্চ জনবহুল মেট্রোপলিটান এলাকা গঠন করেছে; এ এলাকায় প্রায় ২ কোটি লোক বসবাস করেন। শহরটিতে একটি গভীর প্রাকৃতিক খাঁড়ি রয়েছে এবং এর বন্দর দিয়ে ভারতের অর্ধেক যাত্রী ও মালামালের একটি বড় অংশ চলাচল করে [২]

মুম্বাই ভারতের বাণিজ্যিক ও বিনোদন রাজধানী। এ শহরে ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI), বোম্বে স্টক এক্সচেঞ্জ, ভারতের জাতীয় স্টক এক্সচেঞ্জ (NSE) এবং বহু ভারতীয় কোম্পানির প্রধান কার্যালয়সহ বহু অর্থনৈতিক প্রতিষ্ঠান অবস্থিত। ব্যবসায়িক সুযোগ ও উন্নত জীবনের আশায় ভারতের সর্বত্র হতে মুম্বাইতে মানুষ পাড়ি জমিয়েছে, ফলে শহরটি ভারতের বিভিন্ন সম্প্রদায় ও সংস্কৃতির এক মিলনস্থলে পরিণত হয়েছে। ভারতের হিন্দি চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের কেন্দ্রস্থল বলিউড এ শহরেই অবস্থিত। এ ছাড়াও এ শহরে রয়েছে একটি জাতীয় পার্ক, যা ভারতের অন্য খুব কম শহরেরই রয়েছে।

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. ওয়ার্ল্ড গ্যাজেটিয়ার
  2. ম্যানোরামা ইয়িয়ারবুক ২০০৬


ভারতের মেট্রোপলিটান শহর
বেঙ্গালুরুচেন্নাইনয়া দিল্লীকলকাতামুম্বাই


ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী

আগরতলাআইজলবেঙ্গালুরুভোপালভুবনেশ্বরচন্ডীগড়চেন্নাই (মাদ্রাজ) • দমনদেরাদুনদিল্লীদিসপুরগান্ধীনগরগ্যাংটকহায়দ্রাবাদইম্ফলইটানগরজয়পুর • কাভারত্তি • কোহিমাকলকাতালখনৌমুম্বাই (বম্বে) • পানাজি (পানজিম) • পাটনাপন্ডিচেরীপোর্ট ব্লেয়াররায়পুররাঁচীশিলংসিমলা • সিলভাসা • শ্রীনগরতিরুবনন্তপুরম (ত্রিভান্দ্রম)

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন