সরল যন্ত্র
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পদার্থবিজ্ঞানের ভাষায় সরল যন্ত্র (simple machine) বলতে এমন ধরণের যেকোন যন্ত্রকে বুঝায় যা কেবলমাত্র একটি সরল বলের ক্রিয়ার মাধ্যমেই কাজ করতে পারে। উক্ত যন্ত্রের উপর বল প্রযুক্ত হলে তা কাজ সম্পাদন করে এবং এর ফলে নির্দিষ্ট দূরত্ব আতিক্রান্ত হয়। সম্পাদিত কাজ অতিক্রান্ত দূরত্ব ও প্রযুক্ত বলের গুণফলের সমান। কোন একটি নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য প্রয়োজনীয় কাজের পরিমাণ ধ্রুবক। অবশ্য প্রয়োজনীয় বলের পরিমাণ অপেক্ষাকৃত অধিক দূরত্বের উপর কম বল প্রয়োগ করে কমানো যেতে পারে। দুইটি বলের পরিমাণের অনুপাতকে যান্ত্রিক সুবিধা বলা হয়ে থাকে।
প্রথাগতভাবে সরল যন্ত্র প্রধানত ৬ ধরণের। এখানে তাদের তালিআ উল্লেখিত হল:
- আনত তল (N)
- চাকা ও অক্ষ (O)
- লিভার (T)
- কপিকল (U)
- গোঁজ (V [single wedge]; X [double wedge])
- স্ক্রু (Y)