হামদর্দ (ওয়াক্‌ফ) ল্যাবরেটরীজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হামদর্দ (ওয়াক্‌ফ) ল্যাবরেটরীজ উইনানী এবং আয়ুর্বেদিক ঔষধের জন্য ভারত উপমহাদেশের একটি বিখ্যাত ফার্মাসিউটিক্যাল কোম্পানি। হামদর্দ পৃথিবীর বৃহত্তম উইনানী ঔষধের প্রস্তুতকারক।[১] হাকিম হাফিজ আব্দুল মজীদ ১৯০৬ সালে দিল্লীতে হামদর্দ প্রতিষ্ঠা করেছিলেন, পরে ১৯৪৮ সালে এটি ওয়াকফ্ (অলাভজনক প্রতিষ্ঠান) প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। হামদর্দের বিভিন্ন পণ্যের মধ্যে সাফি, শরবত রূহ আফজা, সিঙ্কারা, রোগান বাদাম শিরিন এবং পাচনল বেশ বিখ্যাত। এটি হামদর্দ ফাউন্ডেশনের একটি সহযোগী প্রতিষ্ঠান।

[সম্পাদনা] তথ্যসূত্র

  1. Hamdard is reinventing the Hakim's legacy at domain-b.com

[সম্পাদনা] বহিঃসংযোগ

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন
অন্যান্য ভাষা