ব্যবহারকারী:Eraheem
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আমি এনায়েতুর রহীম। একজন নতুন ব্যবহারকারি। আমার সম্পর্কে বলার মত এখনো কিছু নেই। বাংলা উইকিপিডিয়াতে অনেক কিছুই অসম্পূর্ণ; তাই চেষ্টা থাকবে কিছু কিছু হলেও অবদান রাখার। ইন্টারনেটে বাংলাকে আরো বেশী প্রচার দেওয়ার জন্যই বাংলা উইকিপিডিয়াতে অবদান রাখতে চাই।
|
ঢাবি | এই ব্যবহারকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ছাত্রী।। |
সূচিপত্র |
[সম্পাদনা] আমার সম্পর্কে
প্রকৃতিপ্রেমিক আমি। ভালবাসি গাছ, ফুল, পাখি, প্রাণি আর প্রকৃতির সৌন্দর্য। সবচেয়ে ভাল লাগে বনেবাদাড়ে ঘুরে বেড়াতে। ছবি তুলতে (যদিও এই মুহূর্তে আমার ভাল কোন ক্যামেরা নেই)। আমার নিজের একটি ওয়েবসাইট আছে। মাঝে মাঝে যা ইচ্ছে তা-ই লিখি সেখানে। খুব বেশী তথ্য নেই। তবে আপনি ঢুঁ মেরে দেখতে পারেন। এখানে।
প্রকৃতির প্রতি ভালবাসা থেকেই সৃষ্টি করেছি নিসর্গ নামের প্রকৃতি বিষয়ক বাংলা ওয়েবসাইট।
[সম্পাদনা] শিক্ষা ও অন্যান্য
বগুড়ায় জন্ম। পিতার বদলীর কারণে বগুড়া জিলা স্কুল থেকে ৭ম শ্রেণীর পর ঢাকায় আগমন। অতপর ধানমন্ডি গভ: বয়েজ হাই স্কুল থেকে এসএসসি এবং নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাশ করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই এস আর টি থেকে ফলিত পরিসংখ্যান বিষয়ে স্নাতক এবং মাস্টার্স লাভ করেছি। পরবর্তীতে একই ইনস্টি্টিউটে প্রভাষক হিসবে যোগদান করি।
[সম্পাদনা] উইকি-পরিকল্পনা
আমি যেসব নিয়ে মূলত: কাজ করব। তার একটা অসম্পূর্ণ তালিকা।
[সম্পাদনা] পাখি বিষয়ক
• জীববিজ্ঞানের পাখি বিষয়ক যে বিভাগ গুলো আছে (প্রধান উদ্দেশ্য)
• বাংলাদেশের জেলা বিশেষ করে বগুড়া জেলার উপর অসম্পুর্ণ ভুক্তি নিয়ে (ততটা গুরুত্বপূর্ণ নয়)
[সম্পাদনা] টেমপ্লেট: পাখি
এটি নির্মাণাধীন। আরো বিষয়াদি আস্তে আস্ত যোগ করা হবে।
পাশে পাখির শ্রেণীবিন্যাস দেয়া হল। এই টেমপ্লেটটি ইংরেজী উউকিপেডিয়ার দোয়েল-জাতীয় পাখির পাতা থেকে নেয়া। এই মুহূর্তে প্যারামিটারগুলো বাংলায় কাজ করছেনা। উইকিপেডিয়ার অভিজ্ঞদের সাথে যোগাযোগ করে এটি বাস্তবায়ন করার ইচ্ছা আছে।