কলার ভেলা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চার-পাচটি বা তারও বেশি কলা গাছ একসাথে বেধে তৈরী করা এক ধরনের অস্থায়ী জলযান । কম খরচে তৈরী করা যায় বলে গ্রামবাংলায় এর ব্যপক ব্যবহার রয়েছে । মৃতদেহ সৎকারের কাজেও ব্যবহার করা হত একসময়ে । বাংলার প্রাচীন লোকগাথা বেহুলা ও লক্ষীন্দরের গল্পে কলার ভেলায় করে লক্ষীন্দরের মৃতদেহ ভাসিয়ে দেয়ার কথা বলা হয়েছে ।