মাদার তেরেসা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মাদার তেরেসা
মাদার তেরেসা

মাদার তেরেসা (আগস্ট ২৭, ১৯১০সেপ্টেম্বর ৫, ১৯৯৭) আলবেনীয় মিশনারী। তিনি তাঁর সমগ্র জীবন মানবসেবায় উৎসর্গ করেন। ১৯৭৯ সালে তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার লাভ করেন, এবং ১৯৮০ সালে ভারত রত্ন লাভ করেন।

মাদার তেরেসা আগস্ট ২৭, ১৯১০ সালে তৎকালীন উস্‌মানীয় সাম্রাজ্যের (বর্তমান আলবেনিয়ায়) স্কপিয়ে শহরে জন্ম গ্রহণ করেন। তাঁর জন্মের নাম ছিল আগ্নেসা গোঞ্জা বয়াজিউ (আলবেনীয় ভাষায় Agnesa Gonxha Bojaxhiu)। তাঁর পূর্ব পুরুষ ছিল আলবেনীয় বংশভূত। বার বছর বয়সে তিনি সৃষ্টিকর্তার প্রতি গভীর টান অনুভব করেন। তিনি সিধান্ত নেন একজন মিশনারী হয়ে যিশুর বাণী প্রচার করবেন। আঠার বছর বয়সে তিনি পরিবার ত্যাগ করেন, এবং সিস্টার্‌স অফ লরেটো নামক আইরিশ নানদের এক সম্প্রদায়ের সাথে ভারত আসেন। ডাবলিনে প্রশিক্ষণের পর মে ২৪, ১৯৩১ সালে তাকে ভারত পাঠানো হয়। ১৯৩১ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত মাদার তেরেসা কলকাতার সেন্ট মেরি‌স উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। কিন্তু বিদ্যালয়ের দেয়ালের ওপারের দুঃখ দুর্দশা তাঁকে কাতর করে ফেলে। ১৯৪৮ সালে তিনি কর্তৃপক্ষের কাছে বাইরে গিয়ে কাজ করার অনুমতি প্রার্থনা করলে, কর্তৃপক্ষ তা অনুমোদন করে। যদিও তাঁর কোনো অর্থ ছিল না, তাথাপিও তিনি কলকাতা খোলা আকাশের নিচে তিনি একটি স্কুল শুরু করেন। ধীরে ধীরে অন্যান্য সেচ্ছাসেবক তাঁর সাথে যোগ দেয়, এবং অর্থও আসতে থাকে। এর ফলে তাঁর কাজের পরিধি আরও বাড়তে থাকে।

মাদার তেরেসার কর্মকাণ্ড সারা পৃথিবীতে স্বীকৃত। তিনি জীবনে বিভিন্ন পুরস্কার লাভ করেছেন। এর মধ্যে ১৯৭১ সালে প্রাপ্ত অষ্টাদশ পোপ জন শান্তি পুরস্কার, ১৯৭২ সালে প্রাপ্ত নেহেরু পুরস্কার অন্যতম।

[সম্পাদনা] বহিসংযোগ

সমালোচনা
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন