চার্লি চ্যাপলিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দি ট্র্যাম্প ছবিতে চ্যাপলিন
দি ট্র্যাম্প ছবিতে চ্যাপলিন

চার্লি চ্যাপলিন নামেই বেশী পরিচিত স্যার চার্লস স্পেনসার চ্যাপলিন জুনিয়র (১৬ই এপ্রিল, ১৮৮৯২৫শে ডিসেম্বর, ১৯৭৭) একজন ইংরেজ চলচ্চিত্র অভিনেতাহলিউড সিনেমার প্রথম থেকে মধ্যকালের বিখ্যাততম শিল্পীদের একজন চ্যাপলিন পৃথিবী বিখ্যাত চলচ্চিত্র পরিচালকও বটে। চ্যাপলিনকে চলচ্চি্ত্রের পর্দায় শ্রেষ্ঠতম মূকাভিনেতা ও কৌতুকাভিনেতাদের একজন বলেও মনে করা হয়। চলচ্চিত্র শিল্প জগতে চ্যাপলিনের প্রভাব অনস্বীকার্য।

নির্বাক চলচ্চিত্র যুগের অন্যতম মৌলিক ও প্রভাবশালী ব্যক্তিত্ব চ্যাপলিন নিজের ছবিতে নিজেই অভিনয়, সংলাপ রচনা, পরিচালনা, প্রযোজনা এমন কী সংগীত পরিচালনা পর্যন্ত করেছেন। শিশুশিল্পী হিসেবে ইংল্যান্ড-এর ভিক্টোরিয়ান নাট্যমঞ্চে ও মিউজিক হলে সূচীত চ্যাপলিনের ৬৫ বছরের কর্মজীবনের যবনিকাপাত ৮৮ বছর বয়সে তাঁর মৃত্যুতে।

চ্যাপলিন অভিনীত মুখ্য চরিত্র তাঁর নিজের সৃষ্ট ভবঘুরে “দ্য ট্রাম্প”। ফ্রান্স, ইটালী, স্পেন, পর্তুগালে “শার্লট” নামে পরিচিত চ্যাপলিনের ট্রাম্প ভবঘুরে হলেও বিট্রিশ ভদ্রজনোচিত আদব-কায়দায় সুসংস্কৃত এবং সম্মানবোধে অটুট। শার্লটের পরনে চাপা কোট, সাইজে বড় প্যান্ট, বড় জুতো, মাথায় বাউলার হ্যাট, হাতে ছড়ি আর একমেবাদ্বিতীয়ম টুথব্রাশ গোঁফ। চ্যাপলিনের বর্ণময় ব্যক্তিজীবন তথা সমাজজীবন খ্যাতি - বিতর্ক দুইইয়েরই নিম্ন থেকে শীর্ষবিন্দু ছুঁইয়ে গেছে।

দ্য কিড (১৯২১) ছবিতে চ্যাপলিন
দ্য কিড (১৯২১) ছবিতে চ্যাপলিন

[সম্পাদনা] শৈশব

স্যার চার্লস স্পেন্সার চ্যাপলিন ১৬ই এপ্রিল,১৮৮৯ সালে ইষ্ট স্ট্রিট, ওয়ালওয়ার্থ,লন্ডনে জন্মগ্রহন করেন । চার্লি চ্যাপলিনের কোনো বৈধ জন্মপ্রমানপত্র পাওয়া যায় নি তাই তার জন্ম নিয়ে সর্বদাই কুয়াশা রয়েছে । সংবাদমাধ্যম নানা সময়ে নানারকম তথ্য দিয়েছে তার জন্মস্থান সম্পর্কে । এমনকি তার চলচ্চিত্র জীবনের প্রথমদিকে চ্যাপলিন নিজেও একবার বলেছেন যে তিনি ফ্রান্সের ফঁতেউব্ল [ইংরেজি :Fontainebleau ] শহরে জন্মেছিলেন । ১৮৯১ সালের আদমসুমারী থেকে জানা যায় যে চার্লি তার মা হান্নাহ এবং ভাই সিডনির সাথে ওয়ালওয়ার্থ, দক্ষিন লন্ডনের বার্লো স্ট্রিটে থাকতেন , এটি কেনিংটন জেলার অন্তর্গত । ইতিমধ্যে তার পিতা চার্লস চ্যাপলিন জুনিয়ারের সাথে তার মায়ের বিবাহ বিচ্ছেদ ঘটে গেছে ।

তাঁর অন্যতম স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র হচ্ছেঃ A Dog's life(১৯১৮) এবং Pay Day(১৯২২)

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন