নপিক্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নপিক্স একটি লিনাক্স ভিত্তিক ডিস্ট্রিবিউশান। এটি কোনরকম ইন্সটলেশান প্রক্রিয়া ছাড়াই একটি পূর্ণাঙ্গ অপারেটিং ব্যবস্থা হিসেবে কাজ করতে পারে। এক্ষেত্রে এদের কে সিডি থেকে বুট করতে হয়। এছাড়া হার্ড ডিস্কে ইন্সটল করে ব্যবহার করার বিকল্পও আছে। মূলত জার্মান প্রোগ্রামারদের প্রচেস্টার ফসল এই নপিক্স।

নপিক্স ভার্সন ৩.৯ এর একটি ডেস্কটপ
নপিক্স ভার্সন ৩.৯ এর একটি ডেস্কটপ
অন্যান্য ভাষা