গুস্টাফ লুটভিগ হের্ৎস
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গুস্টাফ লুটভিগ হের্ৎস |
|
---|---|
জন্ম | জুলাই ২২ ১৮৮৭ হামবুর্গ, জার্মানি |
মৃত্যু | অক্টোবর ৩০, ১৯৭৫ (৮৮ বছর) বার্লিন, জার্মানি |
বাসস্থান | ![]() |
জাতীয়তা | ![]() |
ক্ষেত্র | পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠান | হালে বিশ্ববিদ্যালয় |
যে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছেন | Humboldt University of Berlin |
শিক্ষাগত উপদেষ্টা | হাইনরিখ রুবেন্স মাক্স প্লাংক ![]() |
যে কারণে বিখ্যাত | ফ্রাঙ্ক-হের্ৎস পরীক্ষা |
বিশেষ পুরস্কারসমূহ | ![]() |
কার্ল হেলমুট হের্ৎস-এর পিতা |
গুস্টাফ লুটভিগ হের্ৎস জার্মান পদার্থবিজ্ঞানী। জার্মানির হামবুর্গে জন্মগ্রহণ করেন। তিনি বিখ্যাত বিজ্ঞানী হাইনরিখ রুডল্ফ হের্ৎস-এর চাচাতো ভাই। ১৯২৫ সালে পরমাণুতে ইলকট্রনের প্রভাববিষয়ে গবেষণার জন্য অপর বিজ্ঞানী জেম্স ফ্রাংক-এর সাথে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন।