সাহিত্যে নোবেল পুরস্কার
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাহিত্যে নোবেল পুরস্কার (সুয়েডীয়: Nobelpriset i litteratur) একটি আন্তর্জাতিক পুরস্কার যা প্রতি বছর এক বা একাধিক লেখক তথা সাহিত্যিককে প্রদান করা হয়। বিজ্ঞানী ও শিল্পপতি আলফ্রেদ নোবেল এই পুরস্কারের গোড়াপত্তন করেন। আলফ্রেদ নোবেলের করে যাওয়া উইল অনুসারে জানা যায়, তিনি বলে গেছেন, "তাদেরকেই সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করা হবে যারা একটি আদর্শগত প্রবণতার মাধ্যমে কোন অনন্যসাধারণ কাজ প্রদর্শন করতে পারবেন।" (মূল সুয়েডীয় ভাষায়, "den som inom litteraturen har producerat det utmärktaste i idealisk riktning")। প্রতি বছর কাকে এই পুরস্কার দেওয়া হবে তা সুইডিশ একাডেমি ঠিক করে এবং অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই নির্বাচিতের নাম ঘোষণা করে।
প্রথম প্রথম যখন এই পুরস্কার প্রদান শুরু হয় তখন বেশ কিছু বিতর্কের সৃষ্টি হয়েছিল। নোবেল তার উইলে বলে গিয়েছিলেন যে পুরস্কার পাবে তাকে অবশ্যই idealisk তথা আদর্শিক কিছু করে দেখাতে হবে। প্রথমদিককার নির্বাচককরা তার কথাগুলোকে আঁকড়ে ধরেছিলেন গোঁড়াভাবে। তাই তারা শুধুমাত্র আদর্শিক দিকটিই চিন্তা করেছেন। অনেক বিখ্যাত সাহিত্যিক যারা হয়তো বড় কোন আদর্শের জন্ম দিতে পারেনি, তারা নোবেল পুরস্কার পায়নি। এর সবচেয়ে বড় উদাহরণ লিও তলস্তয় এবং হেনরিক ইবসেন। উপন্যাস ও নাটকের জগতে কিংবদন্তীতুল্য এই দুই ব্যক্তির নোবেল না পাওয়া নোবেল পুরস্কারের ইতিহাসে কলঙ্কময় অধ্যায়। অবশ্য পরবর্তীতে পুরস্কারের নির্বাচকরা আরও উদার হয়েছেন। আদর্শিক নয় বরং কার সাহিত্য সকল যুগে মানুষের আবেগের ইন্ধন যোগাবে অর্থাৎ কোনটি অমরত্ব অর্জন করবে তার ভিত্তিতেই এখন নির্বাচন করা হচ্ছে। অবশ্য এ কারণে এমন অনেকে পুরস্কার পেয়েছেন যারা অতটা জনপ্রিয় বা পরিচিত নন। যেমন: ১৯৯৭ সালে দারিও ফো এবং ২০০৪ সালে এলফ্রিদে ইয়েলিনেক। আবার অনেক বিখ্যাত ও জনপ্রিয় সাহিত্যিকই এই পুরস্কার পাননি বলে সমালোচকরা মন্তব্য করেছেন।
[সম্পাদনা] পুরস্কারপ্রাপ্তদের তালিকা
বর্ষ | নাম | দেশ | ভাষা | পুরস্কার প্রাপ্তির কারণ |
---|---|---|---|---|
১৯০১ | সুলি প্রুধোম | ![]() |
ফরাসি | তার কাব্য রচনার নিদর্শনস্বরুপ, যে কাব্য মহৎ আদর্শ, শৈল্পিক নৈপুণ্য এবং হৃদয় ও বুদ্ধিমত্তার একটি বিরল সমন্বয়ের স্বাক্ষর বহন করে |
১৯০২ | থিওডর মম্সেন | ![]() |
জার্মান | ইতিহাস লিখন শিল্পের জীবন্ত কিংবদন্তী। বিশেষত তার কালজয়ী রচনা হিস্ট্রি অফ রোম-এর জন্য। |
১৯০৩ | ইয়র্নস্টার্ন ইয়র্নসেন | ![]() |
নরওয়েজীয় | তার মহৎ, অনন্য সুন্দর এবং বহুমুখী কবিতা, যা তার উচ্ছ্বাসের পরিশুদ্ধতা এবং চেতনার বিশুদ্ধতা কারণে ব্যতিক্রমী ধারার সৃষ্টি করেছে। |
১৯০৪ | ফ্রেদেরিক মিস্ত্রাল | ![]() |
অক্সিটান | তার কবিতার পরিশুদ্ধ মৌলিকত্ব এবং বাস্তব উচ্ছ্বাসের স্বীকৃতিস্বরুপ, যা বিশ্বস্তরুপে প্রাকৃতিক সৌন্দর্য্য এবং তার অঞ্চলের মানুষের চেতনা বহিঃপ্রকাশ ঘটায়। একইসাথে ভাষাতত্ত্বে তার বিশেষ অবদানের জন্য। |
জোসে এচেগারে | ![]() |
স্পেনীয় | বিপুল সংখ্যক বুদ্ধিদীপ্ত নাটক রচনার জন্য যা তার একক এবং মৌলিক সৃষ্টি হিসেবে স্পেনীয় নাট্যজগতে মহত্তম প্রথার সূচনা ঘটিয়েছে। | |
১৯০৫ | হেন্রিক শিন্কিয়েউইচ | ![]() |
পোলীয় | মহাকাব্য রচনায় বিশেষ পারদর্শীতা প্রদর্শনের জন্য। |
১৯০৬ | জিওসুয়ে কার্দুচ্চি | ![]() |
ইতালীয় | কেবলমাত্র তার গভীর জ্ঞান এবং সূক্ষ্ণাতিসূক্ষ্ণ গবেষণার জন্যই নয় বরং কাব্যজগতে তার সৃজনশীল শক্তি, নিজস্ব ঘরাণার পরিশুদ্ধতা এবং কবিতার লিরিক রচনায় শক্তিমত্তার পরিচয় প্রকাশের স্বাক্ষরস্বরুপ। |
১৯০৭ | রুডইয়ার্ড কিপলিং | ![]() |
ইংরেজি | তার পর্যবেক্ষণ শক্তি, কল্পনাপ্রবণতায় মৌলিকত্ব, আদর্শিক ধারণাসমূহের পুরুষোচিত কাঠিন্য এবং বিশেষ বুদ্ধিময়তা যা তাকে একজন বিশ্বখ্যাত লেখকের মর্যাদায় আসীন করেছে। |
১৯০৮ | রুডল্ফ ক্রিস্টোফ ইউকেন | ![]() |
জার্মান | তার সত্য অনুসন্ধানের ঐকান্তিক প্রচেষ্টা, চিন্তা করার অপ্রতিরোধ্য ক্ষমতা, বিভিন্ন স্তরে দৃষ্টিভঙ্গি বিশ্লেষণের যোগ্যতা এবং উপস্থাপনের ক্ষেত্রে উষ্ণ শক্তিময়তার স্বীকৃতিস্বরুপ যা তার বিপুল সংখ্যক রচনায় প্রকাশ পেয়েছে। এর মাধ্যমে তিনি একটি জীবনের একটি আদর্শিক দর্শনরুপ প্রতিষ্ঠা করেছেন। |
১৯০৯ | সেলমা লাগেরলফ | ![]() |
সুয়েডীয় | তার লেখনির মহৎ আদর্শ, সুতীব্র কল্পনাশক্তি এবং আধ্যাত্মিক উপলব্ধির স্বীকৃতি স্বরুপ। |
১৯১০ | পল হাইসে | ![]() |
জার্মান | |
১৯১১ | মরিস মেটারলিংক | ![]() |
ফরাসি | |
১৯১২ | গেরহার্ট হাউপ্টমান | ![]() |
জার্মান | |
১৯১৩ | রবীন্দ্রনাথ ঠাকুর | ![]() |
বাংলা | তার কাব্যের অতি উচ্চ মানের সংবেদনশীল, পরিশুদ্ধ ও সৌন্দর্য্যমণ্ডিত পংক্তির জন্য, যার মাধ্যমে তিনি অত্যন্ত দক্ষতার সাথে তার কাব্যিক চিন্তা-চেতনা নিজস্ব ইংরেজি শব্দে প্রকাশ করতে সমর্থ হয়েছেন, যা পশ্চিমা সাহিত্যেরই একটি অংশ হিসেবে পরিগণিত হয়েছে। |
১৯১৫ | রোমাঁ রোলাঁ | ![]() |
ফরাসি | |
১৯১৬ | ফের্নার ফন হাইডেন্শ্টাম | ![]() |
সুয়েডীয় | |
১৯১৭ | কার্ল এডল্ফ গিয়েলেরুপ | ![]() |
ডেনীয় | |
হেনরিক পন্টোপ্পিদান | ![]() |
ডেনীয় | ||
১৯১৯ | কার্ল স্পিটেলার | ![]() |
জার্মান | |
১৯২০ | নাট হ্যামসূন | ![]() |
নরওয়েজীয় | |
১৯২১ | আনাতোল ফ্রঁস | ![]() |
ফরাসি | |
১৯২২ | হাসিন্তো বেনাভেন্তে | ![]() |
স্পেনীয় | |
১৯২৩ | উইলিয়াম বাটলার ইয়েট্স্ | ![]() |
ইংরেজি | |
১৯২৪ | লাডিস্লো রেইমন্ট | ![]() |
পোলীয় | |
১৯২৫ | জর্জ বার্নার্ড শ | ![]() |
ইংরেজি | |
১৯২৬ | গ্রাজিয়া দেলেদ্দা | ![]() |
ইতালীয় | |
১৯২৭ | অঁরি বের্গসন | ![]() |
ফরাসি | |
১৯২৮ | সিগ্রিড উন্ড্সেট | ![]() |
নরওয়েজীয় | |
১৯২৯ | টমাস মান | ![]() |
জার্মান | |
১৯৩০ | সিনক্লেয়ার লুইস | ![]() |
ইংরেজি | |
১৯৩১ | এরিক এক্সেল কার্ল্ফেল্ট | ![]() |
সুয়েডীয় | |
১৯৩২ | জন গল্স্ওয়ার্দি | ![]() |
ইংরেজি | |
১৯৩৩ | আইভান আলেক্সেইভিচ বুনিন | ![]() |
রুশ | |
১৯৩৪ | লুইজি পিরানদেল্লো | ![]() |
ইতালীয় | |
১৯৩৬ | ইউজিন ও'নিল | ![]() |
ইংরেজি | |
১৯৩৭ | রজার মার্টিন দ্য গর্ড | ![]() |
ফরাসি | |
১৯৩৮ | পার্ল এস. বাক | ![]() |
ইংরেজি | |
১৯৩৯ | ফ্রান্স ইমিল সিলান্পা | ![]() |
ফিনীয় | |
১৯৪৪ | জোহানেস ভি. জেনসেন | ![]() |
ডেনীয় | |
১৯৪৫ | গাব্রিয়েলা মিস্ত্রাল | ![]() |
স্পেনীয় | |
১৯৪৬ | হারম্যান হেস | ![]() |
জার্মান | |
১৯৪৭ | আন্দ্রে জিদ্ | ![]() |
ফরাসি | |
১৯৪৮ | টি. এস. এলিয়ট | ![]() ![]() |
ইংরেজি | |
১৯৪৯ | উইলিয়াম ফক্নার | ![]() |
ইংরেজি | |
১৯৫০ | বার্ট্রান্ড রাসেল | ![]() |
ইংরেজি | |
১৯৫১ | পার ল্যাগারভিস্ত | ![]() |
সুয়েডীয় | |
১৯৫২ | ফ্রঁসোয়া মরিয়াক | ![]() |
ফরাসি | |
১৯৫৩ | উইনস্টন চার্চিল | ![]() |
ইংরেজি | |
১৯৫৪ | আর্নেস্ট হেমিংওয়ে | ![]() |
ইংরেজি | |
১৯৫৫ | হ্যাল্ডর ল্যাক্সনেস | ![]() |
আইসল্যান্ডীয় | |
১৯৫৬ | হুয়ান রামোন হিমেনেস | ![]() |
স্পেনীয় | |
১৯৫৭ | আলবার্তো কামু | ![]() |
ফরাসি | |
১৯৫৮ | বরাস পাস্তেরনাক (প্রত্যাখ্যান করেন)[1] | ![]() |
রুশ | |
১৯৫৯ | সাল্ভাতোর কোয়াসিমোদো | ![]() |
ইতালীয় | |
১৯৬০ | সাঁ-জঁ পের্স | ![]() |
ফরাসি | |
১৯৬১ | ইভো আন্দ্রিচ | ![]() |
সার্বো-ক্রোয়েশীয় | |
১৯৬২ | জন স্টেইনবেক | ![]() |
ইংরেজি | |
১৯৬৩ | গিয়র্গোস সেফেরিস | ![]() |
গ্রীক | |
১৯৬৪ | জঁ-পল সার্ত্র্ (প্রত্যাখ্যান করেন)[2] | ![]() |
ফরাসি | |
১৯৬৫ | মিখাইল আলেক্সান্দ্রোভিচ শলোখভ | ![]() |
রুশ | |
১৯৬৬ | শ্মুয়েল ইয়োসেফ আগ্নোন | ![]() |
হিব্রু | |
নেলি সাক্স | ![]() ![]() |
জার্মান | ||
১৯৬৭ | মিগেল আন্হেল আস্তুরিয়াস | ![]() |
স্পেনীয় | |
১৯৬৮ | ইয়াসুনারি কাওয়াবাতা | ![]() |
জাপানি | |
১৯৬৯ | স্যামুয়েল বেকেট | ![]() |
ইংরেজি/ফরাসি | |
১৯৭০ | আলেক্সান্দ্র সলঝেনিত্সিন | ![]() |
রুশ | |
১৯৭১ | পাবলো নেরুদা | ![]() |
স্পেনীয় | |
১৯৭২ | হাইন্রিখ বোল | ![]() |
জার্মান | |
১৯৭৩ | প্যাট্রিক হোয়াইট | ![]() |
ইংরেজি | |
১৯৭৪ | আইভিন্ড জনসন | ![]() |
সুয়েডীয় | |
হ্যারি মার্টিনসন | ![]() |
সুয়েডীয় | ||
১৯৭৫ | ইউজেনিও মন্তালে | ![]() |
ইতালীয় | |
১৯৭৬ | সল্ বেলো | ![]() ![]() |
ইংরেজি | |
১৯৭৭ | ভিসেন্তে আলেইক্সান্দ্রে | ![]() |
স্পেনীয় | |
১৯৭৮ | আইজাক বাশেভিস সিঙ্গার | ![]() ![]() |
ইদিশ | |
১৯৭৯ | ওডিসিয়াস এলাইটিস | ![]() |
গ্রীক | |
১৯৮০ | চেস্লাফ্ মিওশ্ | ![]() ![]() |
পোলীয় | |
১৯৮১ | এলিয়াস কানেত্তি | ![]() |
জার্মান | |
১৯৮২ | গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ | ![]() |
স্পেনীয় | হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিউড |
১৯৮৩ | উইলিয়াম গোল্ডিং | ![]() |
ইংরেজি | |
১৯৮৪ | ইয়ারোস্লাভ্ সাইফার্ত্ | ![]() |
চেক | |
১৯৮৫ | ক্লদ্ সিমোঁ | ![]() |
ফরাসি | |
১৯৮৬ | ওলে সোয়িংকা | ![]() |
ইংরেজি | |
১৯৮৭ | জোসেফ ব্রড্স্কি | ![]() ![]() |
রুশ/ইংরেজি | |
১৯৮৮ | নাগিব মাহফুজ | ![]() |
আরবি | |
১৯৮৯ | কামিলো হোজে সেলা | ![]() |
স্পেনীয় | |
১৯৯০ | অক্টাভিও পাজ | ![]() |
স্পেনীয় | |
১৯৯১ | নেডিন্ গর্ডিমার | ![]() |
ইংরেজি | |
১৯৯২ | ডেরেক ওয়ালকট | সেন্ট লুসিয়া | ইংরেজি | |
১৯৯৩ | টনি মরিসন | ![]() |
ইংরেজি | |
১৯৯৪ | কেন্জাবুরো ওয়ে | ![]() |
জাপানি | |
১৯৯৫ | শেমাস্ হীনি | ![]() |
ইংরেজি | |
১৯৯৬ | ভিশ্লাভা শিম্বোর্স্কা | ![]() |
পোলীয় | |
১৯৯৭ | দারিও ফো | ![]() |
ইতালীয় | |
১৯৯৮ | হোজে সারামাগো | ![]() |
পর্তুগিজ | |
১৯৯৯ | গুন্টার গ্রাস | ![]() |
জার্মান | |
২০০০ | গাও শিংশিয়ান | ![]() ![]() |
চীনা | |
২০০১ | বিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপল | ![]() ![]() |
ইংরেজি | |
২০০২ | ইমরে কার্তেজ | ![]() |
হাঙ্গেরীয় | |
২০০৩ | জে. এম. কূতসী | ![]() |
ইংরেজি | |
২০০৪ | এল্ফ্রিডে ইয়েলিনেক | ![]() |
জার্মান | দি পিয়ানো টিচার (উপন্যাস) |
২০০৫ | হ্যারল্ড পিন্টার | ![]() |
ইংরেজি | |
২০০৬ | অরহান পামুক | ![]() |
তুর্কী | ইস্তাম্বুল (আত্মজীবনী) |
নোবেল পুরস্কারসমূহ |
---|
রসায়ন • সাহিত্য • শান্তি • পদার্থবিজ্ঞান • চিকিৎসা শাস্ত্র |
আলফ্রেড নোবেলের স্মৃতিতে প্রদত্ত পুরস্কার: অর্থনীতি |