কুছ কুছ হোতা হ্যায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কুছ কুছ হোতা হ্যায় (হিন্দি: कुछ कुछ होता है) একটি জনপ্রিয় ভারতীয় হিন্দি চলচ্চিত্র। এর পরিচালনায় ছিলেন তরুণ জনপ্রিয় পরিচালক কারান জোহার। মূল ভূমিকায় অভিনয় করেন শাহরুখ খান, কাজল দেবগন, রাণী মুখার্জী, অনুপম খের প্রমুখ। চলচ্চিত্রটি ত্রিভূজ প্রেম ভিত্তিক কাহিনী নিয়ে তৈরি। বলিউডে ছবিটি ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করে।

অন্যান্য ভাষা