বেথুন কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলার ইতিহাসে রেখাপাতকারী প্রথম মহিলা কলেজ যা এখন থেকে প্রায় দেড়শো বছর আগে বেথুন সাহেবের প্রচেষ্টায় কলকাতায় প্রতিষ্ঠিত হয়। ১৮৪৯ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় বেথুন স্কুল ও ১৮৭১ সালে তাতে যোগ হয় বেথুন কলেজ - যা ছিল ভারতের প্রথম মহিলা কলেজ।

বেথুন কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের আওতায় পড়ে। বেথুন স্কুল ও কলেজ একই চত্বরের মধ্যে অবস্থিত। ঠিকানাঃ ১৮১ বিধান সরণী কলকাতা ৭০০০০৬, দূরভাষ (০৩৩) ২২৪১-১৭৩১। এর বিপরীতেই হেদুয়া পুকুর ও বর্তমান স্কটিশ চার্চ কলেজ।

[সম্পাদনা] কয়েকজন বিখ্যাত প্রাক্তন ছাত্রী

  • কাদম্বিনী গাঙ্গুলী(Kadambini Ganguly), ভারতের প্রথম দুজন মহিলা স্নাতকদ্বয়ের একজন এবং ইউরোপীয় চিকিৎসা পদ্ধতিতে শিক্ষিতা প্রথম দক্ষিণ এশীয় মহিলা ডাক্তার।
  • চন্দ্রমুখী বসু (Chandramukhi Basu), কাদম্বিনী গাঙ্গুলীর সঙ্গেই স্নাতক, পরে হন বেথুন কলেজের অধ্যক্ষ্যা - দক্ষীণ এশীয় কোন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রথম মহিলা অধ্যক্ষা।
  • কামিনী রায়(Kamini Roy) বাঙালি কবি, সমাজসেবী এবং নারীবাদী ভারতের প্রথম মহিলা অনার্স গ্রাজুয়েট।
  • প্রীতিলতা ওয়াদ্দেদার ব্রিটিশ বিরোধী ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠনের নেতৃত্বদানকারী
  • লীলা রায় (Leela Roy) সমাজ সেবী, ভারতের স্বাধীনতা সংগ্রামী।

[সম্পাদনা] বহিঃসংযোগ


অন্যান্য ভাষা