ভিলহেল্ম কনরাড রন্টগেন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভিলহেল্ম কনরাড রন্টগেন |
|
---|---|
জন্ম | মার্চ ২৭, ১৮৪৫ লেনেপ, প্রুশিয়া |
মৃত্যু | ফেব্রুয়ারি ১০, ১৯২৩ (৭৭ বছর) নিউনিখ জার্মানি |
জাতীয়তা | ![]() |
ক্ষেত্র | পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠান | স্ট্রাসবুর্গ বিশ্ববিদ্যলয় হোহেনহাইম University of Giessen ভুজবুর্গ বিশ্ববিদ্যলয় মিউনখ বিশ্ববিদ্যলয় |
যে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছেন | এটিএইচ জুরিখ, জুরিখ বিশ্ববিদ্যলয় |
উল্লেখযোগ্য ছাত্র | হেরমান মার্খ |
যে কারণে বিখ্যাত | এক্স রশ্মি |
বিশেষ পুরস্কারসমূহ | ![]() |
ভিলহেল্ম কনরাড রন্টগেন[১] (জার্মান ভাষায় Wilhelm Conrad Röntgen ভিল্হেল্ম্ কন্রাট্ র্যন্ট্গ্ন্) (মার্চ ২৭, ১৮৪৫ – ফেব্রুয়ারি ১০, ১৯২৩) একজন জার্মান পদার্থবিদ যিনি পদার্থবিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। তিনি এক্স রশ্মির আবিষ্কারক যাকে তার নামানুসারে রঞ্জন রশ্মিও বলা হয়।
[সম্পাদনা] টীকা
- ↑ বাংলায় অনেক সময় তাঁর নাম উইলিয়াম রন্টজেন লেখা হয়। এ নিবন্ধে ব্যবহৃত বানানে উইকিপিডিয়ার জার্মান শব্দ প্রতিবর্ণীকরণের নীতি অনুসরণ করা হয়েছে।