ভোল্‌ফগাং পাউলি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভোল্‌ফগাং এর্ন্‌স্ট পাউলি

জন্ম এপ্রিল ২৫ ১৯০০
ভিয়েনা, অস্ট্রিয়া-হাঙ্গেরি
মৃত্যু ডিসেম্বর ১৫, ১৯৫৮ (৫৮ বছর)
জুরিখ, সুইজারল্যান্ড
জাতীয়তা Austrian
American
Swiss
প্রতিষ্ঠান গ্যোটিঙেন বিশ্ববিদ্যালয়
কোপেনহাগেন বিশ্ববিদ্যালয়
হামবুর্গ বিশ্ববিদ্যালয়
ETH Zürich
মিশিগান বিশ্ববিদ্যালয়
Institute for Advanced Study
যে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেছেন লুডভিগ-মাক্সিমিলিয়ান বিশ্ববিদ্যালয়
শিক্ষাগত উপদেষ্টা আর্নল্ড সমারফেল্ড
উল্লেখযোগ্য ছাত্র নিকোলাস কেমার
যে কারণে বিখ্যাত পাউলির বর্জন নীতি
বিশেষ পুরস্কারসমূহ পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৪৫)

ভোল্‌ফগাং এর্ন্‌স্ট পাউলি (এপ্রিল ২৫, ১৯০০ডিসেম্বর ১৫, ১৯৫৮) ছিলেন একজন বিখ্যাত অস্ট্রীয় পদার্থবিজ্ঞানী। তিনি পাউলির বর্জন নীতির আবিষ্কারক হিসাবে বিখ্যাত হয়ে আছেন। ১৯২৫ সালে করা তাঁর এই কাজের জন্য, ১৯৪৫ সালে তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরষ্কার লাভ করেন।