ফেরারী মন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ফেরারী মন
ফেরারী মন

এটি এল আর বি-র একমাত্র UNPLUGGED এলবাম। এলবামটি ১৯৯৬ সালে বের হয়। এটি মুলত এল আর বি-র বিভিন্ন সময়ে প্রকাশিত এলবাম গুলির জনপ্রিয় গান-এর UNPLUGGED সংকলন। এলবামটির উল্লেখযোগ্য দিক হল - এই এলবামে এল আর বি-র সাথে ভায়োলিন বাজান দেশের প্রখ্যাত ভায়োলিন শিল্পী সুনিল চন্দ্র দাশ। তার অসাধারন ভায়োলিন বাদন এলবামটিকে একটি ভিন্ন উচ্চতায় স্থাপন করে। এলবামটি এল আর বি-র ইতিহাসের অন্যতম সফল এবং জনপ্রিয় এলবাম।

[সম্পাদনা] এলবাম TRACKS

০১. এখন অনেক রাত

০২. ফেরারী মন

০৩. চলো বদলে যাই

০৪. শেষ চিঠি

০৫. মাধবী

০৬. স্মৃতি নিয়ে

০৭. গতকাল রাতে

০৮. পেনশন

০৯. রূপালী গীটার

১০. বাংলাদেশ


[সম্পাদনা] গান ও পোস্টার


এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন