অ্যান্টার্কটিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অ্যান্টার্কটিকা
(অ্যান্টার্কটিক ট্রিটি সেক্রেটারিয়েট -এর প্রতীক)

অ্যান্টার্কটিকার অবস্থান

আয়তন ১৪,০০০,০০০ কিমি² (৫,৪০৫,৪৩০ মি²) [বরফ-মুক্ত: ২৮০,০০০ কিমি² (১০৮,১০৮ মি²); বরফাচ্ছাদিত: ১৩,৭২০,০০০ কিমি² (৫,২৯৭,৩২১ মি²)]
জনসংখ্যা ~১০০০ (কেউ স্থায়ী নয়)
সরকার

– নির্বাহী সচিব
অ্যান্টার্কটিক ট্রিটি সেক্রেটারিয়েট কর্তৃক পরিচালিত

ইয়োহানেস হাবার
বিভিন্ন রাষ্ট্রের অধীনে থাকা অঞ্চলসমূহ (অ্যান্টার্কটিক ট্রিটি পদ্ধতি অনুযায়ী) আর্জেন্টিনা এর পতাকা আর্জেন্টিনা
অস্ট্রেলিয়া এর পতাকা অস্ট্রেলিয়া
চিলি এর পতাকা চিলি
Flag of ফ্রান্স ফ্রান্স
নিউজিল্যান্ড এর পতাকা নিউজিল্যান্ড
নরওয়ে এর পতাকা নরওয়ে
Template:GBR
দাবীর অধিকার সংরক্ষিত যাদের রাশিয়া এর পতাকা রাশিয়া
যুক্তরাষ্ট্র এর পতাকা যুক্তরাষ্ট্র
ইন্টারনেট টিএলডি .aq
কলিং কোড +৬৭২

অ্যান্টার্কটিকা একটি মহাদেশ | কুমেরু অর্থাৎ দক্ষিণ মেরু এই মহাদেশে অবস্থিত, এবং এই মহাদেশ পরিবেষ্টন করে আছে দক্ষিণ মহাসাগর (লক্ষ্যণীয়ঃ সুমেরুতে কেবল উত্তর মহাসাগর আছে কিন্তু জমি নেই)। অ্যান্টার্কটিকা পৃথিবীর শুধু দক্ষিণতমই নয়, শীতলতম ও শুষ্কতম মহাদেশ। এর গড় উচ্চতা ও বায়ুপ্রবাহবেগও মহাদেশ গুলির মধ্যে সর্বাধিক।

কৃত্রিম উপগ্রহ থেকে তোলা অ্যান্টার্কটিকার ছবি; ছবিটি পৃথক কিছু ছবি মিলিয়ে তৈরি করা হয়েছে।
কৃত্রিম উপগ্রহ থেকে তোলা অ্যান্টার্কটিকার ছবি; ছবিটি পৃথক কিছু ছবি মিলিয়ে তৈরি করা হয়েছে।