সুমন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
- নিবন্ধটি বাংলাদেশী ব্যান্ড সঙ্গীত শিল্পী সুমনের উপর। ভারতের প্রখ্যাত গায়ক কবীর সুমন সম্পর্কে জানতে দেখুন কবীর সুমন।
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড অর্থহীনের প্রতিষ্ঠাতা এবং দলনেতা। তিনি মূলত গায়ক এবং বেস গীটার বাজিয়ে থাকেন। তবে কখনো কখনো তাকে একোস্টিক গীটার কিংবা কী-বোর্ড হাতেও দেখা যায়। তার পুরো নাম সাইদুস সালেহীন খালেদ সুমন। সুমনের জন্ম তারিখ ৮ জানুয়ারি। সংগীত জগতে সুমন বেস-বাবা নামে বহুল পরিচিত।
সূচিপত্র |
[সম্পাদনা] সংগীত জীবন
- ১৯৮৬: সুমন তার রক সংগীতের জীবন শুরু করেন। এই বছরই সুমন 'ফ্রিকোয়েন্সি' নামের একটি ব্যান্ড গঠন করেন।
- ১৯৯০: ফ্রিকোয়েন্সি ব্যান্ডে সুমন বেস গীটার বাজাতেন। এ বছর সুমনের তার ব্যান্ডের নাম বদলে 'রক ফ্যান্টম' রাখেন। 'সাইল্যান্স' ব্যান্ডে সুমন লীড গীটারিস্ট হিসেবে যোগ দেন। এর কয়েকদিন পর তিনি 'ফিলিংস'-এ বেস গীটারবাদক হিসেব বাজানো শুরু করেন। এলাকার স্টুডিওতে বেস গীটারবাদক হিসেবে বাজানো শুরূ করেন।
- ১৯৯২: বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেইজ, ইন ঢাকা, সুইট ভেনম, রক ব্রিগেডে বেস গীটারবাদক হিসেবে বাজান। এই বছরই তার প্রথম এলবাম 'সুমন অর্থহীন'-এর কাজ শুরু করেন।
- ১৯৯৩: ই বছর সুমন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ফিলিংস ত্যাগ করেন। তিনি একক এলবাম করার পরিকল্পনা করেন। তার ইচ্ছা ছিল ভিন্ন ধারার গান করার। তিনি এমনভাবে একক গান করা শুরু করেন যাতে ব্যান্ডের পরিবেশটা একক গানেও বজায় থাকে। তিনি ফায়সাল এবং রাসেলের সাথে তার প্রথম গান করেন। তার গানে ড্রাম বাজিয়েছিল রুমি।
- [১৯৯৪]]: 'জলি রজার' ত্যাগ করেন।
- ১৯৯৫: 'শব্দ' নামে একটি ব্যান্ড গঠন করেন এবং এই ব্যান্ড থেকে কিছু গান রেকর্ডিং-এর কাজ শুরু করেন।
- ১৯৯৬: 'শব্দ' ভেঙে যায়। 'ওয়ারফেইজে' যোগদান করেন।
- ১৯৯৭: ওয়ারফেইজের চতুর্থ এলবাম 'অসামাজিক'-এর কাজ শুরু হয়। জি-সিরিজ থেকে সুমনের প্রথম একক এলবাম 'সুমন ও অর্থহীন' প্রকাশিত হয়। এলবামটি ব্যপক শ্রোতাপ্রিয়তা পায়। সমালোচকরাও নতুন ধারার এই গানটির প্রশংসা করেন।
- ১৯৯৮: 'মন নতুন একটি দল গঠন করার পরিকল্পনা করেন। 'ফেইথ' ব্যান্ডের টিটি ও সেন্টু তার পরিকল্পনায় সহায়তা করে। আরো কয়েকজন সংগীতশিল্পীকে নিয়ে সুমন 'সুমন ও অর্থহীন' নাম দিয়ে ব্যান্ডের কার্যক্রম শুরু করেন।
- ১৯৯৯: ওয়ারফেইজ ত্যাগ করেন। এই বছরই ব্যান্ডের নাম ঠিক হয় 'অর্থহীন'।
- ২০০০: অর্থহীনের প্রথম এলবাম 'ত্রিমাত্রিক' প্রকাশিত হয়। এই এলবামটির জনপ্রিয়তা ছিল ব্যপক। সুমনের নাম ওয়ারউইকের 'ফেমাস ইউসার লিস্ট'-এ লিপিবদ্ধ হয়। তিনি প্রথম এশিয়ান সংগীতশিল্পী হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন।
- ২০০১: অর্থহীনের দ্বিতীয় এলবাম 'বিবর্তন' প্রকাশিত হয়। করেন। উল্লেখ্য যে, বিবর্তন বাংলাদেশের ব্যান্ডসংগীতের ইতিহাসে অন্যতম ব্যবসাসফল এলবাম।
- ২০০২: অর্থহীনের তৃতীয় এলবাম 'নতুন দিনের মিছিলে' প্রকাশিত হয়। সুমনের দ্বিতীয় একক এলবাম 'স্বপ্নগুলো তোমার মত' প্রকাশিত হয়। এই এলবামে রয়েছে 'সাতদিন' নামের আটাশ মিনিটের একটি গান। এটি বাংলা ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে দীর্ঘতম গান।
- ২০০৩: অর্থহীনের চতুর্থ এলবাম 'ধ্রুবক' প্রকাশিত হয়। সুমন অসুস্থ হয়ে পড়েন। সুমন আগের মত আর গান করতে পারবেন না বলেও শংকা দেখা দেয়। সুমন মেটাল সংগীত গাওয়া কমিয়ে দেন।
- ২০০৪: সুমনের অসুস্থতার কারণে ব্যান্ডের প্রায় সকল কার্যক্রম স্থগিত করা হয়। এই বছরই সুমন এম.টি.ডির (মাইকেল টবিয়াস ডিজাইন) অধিভুক্ত হন।
- ২০০৫: মনের চোয়ালের হাড়ে মারাত্নক সমস্যা দেয়। চিকিৎসক বলেন যে, সুমনের আগের মত গান করতে পারার সম্ভাবনা খুবই কম। অর্থহীনের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। সুমন এবং বাকী সদস্যরা অর্থহীন ভেঙ্গে দেয়ার পরিকল্পনা করেন। কিন্তু হঠাৎ করেই সুমন সুস্থ হয়ে উঠতে থাকেন। সুমন আবার গান গাওয়া শুরু করেন। এ বছর সুমন জন ডেনভারের গানের অনুবাদ করে 'মেঘের দেশে' নামের একটি এলবাম প্রকাশ করেন।
- ২০০৭: সুমনের তৃতীয় একক এলবাম 'বোকা মানুষটা' প্রকাশিত হয়।
[সম্পাদনা] সুমনের প্রেরণা
অনেক গায়ক কিংবা ব্যান্ড সুমনের সংগীত জীবনে পরোক্ষ প্রেরণা যুগিয়েছেন। সুমনের গানে তাদের প্রভাব লক্ষ্য করা যায়। এদের মধ্যে আছেঃ
- বিলি শিহান
- বিভের ফেলটন
- ভিক্টর উটেন
- ফ্রান্সিস রক্কো প্রেস্টিয়া
- স্টু হাম
- স্টিং
- মেটালিকা
- মেগাডেথ
- জন ডেনভার
- ড্যান সিলস
- দ্য কোরস
[সম্পাদনা] ব্যবহৃত বাদ্যযন্ত্র
- এম.টি.ডি. (মাইকেল টোবিয়াস ডিজাইন) ৫ তারের বেস ( মাইকেল টোবিয়াস সুমনের জন্য এটি বিশেষভাবে তৈরি করে দেন)
- ক্র্যাফট ৫ তারের সেমি-একোস্টিক বেস।
- ভেরিএক্স একোস্টিক ৭০০।
- লাইন ৬ বেস পড এক্সটি লাইভ।
- এসডব্লিঊআর সুপার রেডহেড।
- ইয়ামাহা বেস সিন্থেসাইজার।
- বেস ভলিউম পেডেল।
[সম্পাদনা] প্রাক্তন ব্যান্ডসমূহ
- রক ফ্যান্টম (১৯৮৬-১৯৯২)
- সাইলেন্স (১৯৯০-১৯৯২)
- ফিলিংস (১৯৯০-১৯৯৩)
- জলি রজার (১৯৯৩-১৯৯৪)
- এসিস (১৯৯৩-১৯৯৪)
- শব্দ (১৯৯৫-১৯৯৬)
- ওয়ারফেইজ (১৯৯৬-১৯৯৯)
[সম্পাদনা] প্রকাশিত এলবামসমূহ
[সম্পাদনা] একক
- সুমন ও অর্থহীন। প্রকাশকাল ১৯৯৭।
- স্বপ্নগুলো তোমার মত। প্রকাশকাল ২০০২।
- মেঘের দেশে। প্রকাশকাল ২০০৫।
- বোকা মানুষটা। প্রকাশকাল ২০০৭।
[সম্পাদনা] ব্যান্ড এলবাম
- অসামাজিক (ওয়ারফেইজ)। প্রকাশকাল ১৯৯৮।
- ত্রিমাত্রিক (অর্থহীন)। প্রকাশকাল ২০০০।
- বিবর্তন (অর্থহীন)। প্রকাশকাল ২০০১।
- নতুন দিনের মিছিলে (অর্থহীন)। প্রকাশকাল ২০০২।
- ধ্রুবক (অর্থহীন)। প্রকাশকাল ২০০৩।