প্রমোদ রঞ্জন চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রমোদ রঞ্জন চৌধুরী (জন্ম ১৯০৪ - মৃত্যু সেপ্টেম্বর ২৮, ১৯২৭) একজন বাঙালি বিপ্লবী। তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে অংশ নিয়েছিলেন।

প্রমোদ রঞ্জনের জন্ম চট্টগ্রামের কেলিশহর গ্রামে। তাঁর পিতার নাম শ্রী ঈশান চন্দ্র চৌধুরী। ১৯২০ সালে স্কুলে পড়ার সময় প্রমোদ রঞ্জন অনুশীলন সমিতি নামের বিপ্লবী দলে যোগ দেন। ১৯২১ সালে তিনি অসহযোগ আন্দোলনে অংশগ্রহন করেন।

১৯২৫ সালে প্রমোদ রঞ্জন দক্ষিণেশ্বরের বোমা মামলায় গ্রেপ্তার হন। বিচারে তাঁকে সশ্রম কারাদন্ড দেয়া হয়। আলীপুর জেলে বন্দী অবস্থায় ১৯২৭ সালের ২৮শে মে তারিখে তিনি পুলিশের ডেপুটি কমিশনার ভূপেন্দ্র নাথ চ্যাটার্জিকে হত্যা করেন। এর দায়ে তাঁকে মৃত্যুদন্ড দেয়া হয়, এবং ১৯২৭ সালের ২৮শে সেপ্টেম্বর তারিখে তাঁকে ফাঁসী দেয়া হয়।

[সম্পাদনা] তথ্যসূত্র

অন্যান্য ভাষা