বহুব্রীহি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বহুব্রীহি হুমায়ুন আহমেদ রচিত একটি রসাত্মবোধক উপন্যাস । এটি নাটক হিসেবে বাংলাদেশ টেলিভিশনে ধারাবাহিক ভাবে সম্প্রচারিত হয়। অভিনয়ে ছিলেন আবুল হায়াত, আলী যাকের, আসাদুজ্জামান নুর প্রমুখ। নাটকটি বিপুল দর্শক সমাদর লাভ করে, এবং হাসির নাটক হিসাবে আজও জনপ্রিয়। এর প্রযোজক ছিলেন নওয়াজিশ আলি খান।