অবহঠঠ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা ভাষার পূর্বপুরুষ হিসাবে খ্যাত প্রাচীন আর‌য্য ভাষা প্রাকৃত থেকে উৎপন্ন হওয়া চূড়ান্ত ভাষারূপ হল অপভ্রংশ । অপভ্রংশের পরবর্তী স্তর-ই হল অবহঠঠ। নব্য ইন্দো-আর্‌্য্য ভাষা গুলো অবহঠঠ হতেই উৎপন্ন। বাংলা ভাষার উৎপত্তির গতিধারা হল এরকমঃ

মাগধি প্রাকৃত --> মাগধি অপভ্রংশ --> মাগধি অবহঠঠ -->বাংলা

যদিও ভাষা বিশারদ আচার্য‍‍ ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ এর মতটা একটু অন্য রকমেরঃ

"গৌড়ি প্রাকৃত --> গৌড়ি অপভ্রংশ --> গৌড়ি অবহঠঠ--> বাংলা

ষষ্ঠ হতে পঞ্চদশ শতাব্দী , এই সময়কালে অবহঠঠ তার বর্তমান রূপ পায় বলে জানা যায়।প্রাথমিক ভাবে বৌদ্ধ সাধু বা যোগী রা ধর্মীয় কাব্য বা দোহা লিখবার কাজে এই ভাষার ব্যবহার করতেন।