কনদিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কনদিদ (condid) ফরাসি দার্শনিক ভোলতেয়ারের অনন্য এক শিল্পকর্ম। কনদিদ একটি কোনত ফিলোসোফিক বা দার্শনিক গল্প। ১৮ শতাব্দির শুরুর দিকে সমসাময়াক দার্শনিকেরা সামাজিক অসংলগ্নতা, রাজা এবং চার্চের অত্যাচারের বিরুদ্ধে মত প্রকাশের জন্য বিভিন্ন প্রকার সাহিত্য শ্রেনির আশ্রয় নিতেন, যেমন দার্শনিক গল্প, ইনসাক্লোপিডিয়া, চিঠি ইত্যাদি। আমাদের গল্পর নায়ক তনদিদ, শুরুতে তার আবাস বর্তমানে জার্মানির কোন এক প্রভাবশালি জমিদারের প্রাসাদে। জমিদারের আশ্রয় আর দার্শনিক শিক্ষকের সন্নিবেশে তার জিবন ভালোই কাটতে থাকে, সখ্যতা থেকে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে জমিদারের মেয়ের সাথে। ভালোবাসার অপরাধে সে বিতড়িত হয় প্রাসাদ থেকে,তার পর থেক শুরু হয় তার নতুন , একের পর এক পরিক্ষার সম্মুখিন হয় সে। আস্তে আস্তে আবিষ্কার করে জীবন আর মানুষের চরিত্র।