খান আতাউর রহমান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

খান আতাউর রহমান (ডিসেম্বর ১১,১৯২৮ - ডিসেম্বর ১,২০০৪) একজন বাংলাদেশীচলচ্চিত্রাভিনেতা,সুরকার,গায়ক,চলচ্চিত্র নির্মাতা,সঙ্গীত পরিচালক,গীতিকার,প্রযোজক,সংলাপ রচয়িতা,কাহিনীকার। অসংখ্য চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন, তার মধ্যে জীবন থেকে নেয়া উল্ল্যেখযোগ্য।তার জন্মস্থান মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার রামকান্তপুর গ্রামে। তিনি খান আতা নামে বহুল পরিচিত।

সূচিপত্র

[সম্পাদনা করুন] শিক্ষাজীবন

খান আতা ১৯৪৪ সালে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে মেট্রিকুলেশান পরীক্ষা পাশ করেন। ইন্টারমেডিয়েট পরীক্ষা দেন ঢাকা কলেজ থেকে। এরপর ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজ এ। কিন্তু অল্প কিছুদিন পরেই মেডিকেল ছেড়ে চলে আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়এ ভর্তি হন। এবারো তার বোহেমিয়ান স্বভাবের কারণে তিনি সেখানে থাকলেন না। ২ বছর পর চলে গেলেন ভারতের বোম্বে তে। সেখানে কয়েক মাসের কঠিন,অর্ধভূক্ত জীবন যাপন শেষে ১৯৪৯ সালে এলেন করাচী।

[সম্পাদনা করুন] কর্মজীবন

করাচী এসে তিনি যোগ দেন রেডিও পাকিস্তান এ সংবাদপত্র পাঠক হিসেবে। এখানেই আরেকজন প্রতিভাবান বাঙ্গালী ফতেহ্‌ লোহানী এর সাথে তার সখ্যতা গড়ে উঠে। ফতেহ্‌ লোহানী কিছুদিন পরে লন্ডন চলে গেলে ১৯৫২ সালে খান আতা একটি পোল্যান্ডীয় জাহাজে করে লন্ডন পাড়ি জমান। সেখানে অনেক বাঙ্গালী অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন গায়ক এবং অভিনেতা হিসেবে। ৫০'এ দশকের শেষ ভাগে তিনি ঢাকা ফিরে আসেন।

[সম্পাদনা করুন] চলচ্চিত্রে খান আতা

পাকিস্তানি পরিচালক এ যে কারদার পরিচালিত ছবি "জাগো হুয়া সাভেরা" তে মূল ভূমিকাতে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জীবনের সূত্রপাত হয়। চলচ্চিত্র জগতে তিনি আনিস নাম টি ব্যবহার করতেন।তার অভিনীত প্রথম বাংলা ছবি "এদেশ তোমার আমার" মুক্তি পায় ১৯৫৯ সালে।

[সম্পাদনা করুন] সুরকার এবং সঙ্গীত পরিচালক খান আতা

[সম্পাদনা করুন] গায়ক খান আতা

[সম্পাদনা করুন] পরিচালক খান আতা

[সম্পাদনা করুন] ব্যক্তিগত জীবন

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন