কোয়ান্টাম বলবিদ্যা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কোয়ান্টাম বলবিদ্যা নামক আধুনিক পদার্থবিজ্ঞানের একটি শাখা যা পরমাণু এবং অতিপারমাণবিক কণার স্কেলে পদার্থের আচরণ বর্ণনা করে।

এই বলবিদ্যায় কণিকার তরঙ্গধর্ম বিশেষ ভূমিকা পালন করে, হাইজেনবার্গের অনিশ্চয়তা তত্ত্ব অনুসারে।

এছাড়া কোয়ান্টাম বলবিজ্ঞানকে ভিত্তি হিসেবে ব্যবহার করে বর্তমানে অতিবৃহৎ‍ বস্তু যেমন তারাছায়াপথ এবং মহাবিশ্বতত্ত্বমূলক ঘটনা যেমন মহাবিস্ফোরণ (বিগ ব্যাং) বিশ্লেষণ এবং ব্যাখ্যা করা যায়। যেসব সংশ্রয়ে (সিস্টেমে) নিউটনীয় বলবিজ্ঞান ব্যর্থ হয়, সেগুলোর ভৌত আচরণের নির্ভূল ভবিষ্যদ্বাণী করতে পারার জন্য সাধারণ পদার্থবিজ্ঞানী সম্প্রদায়ের মধ্যে কোয়ান্টাম বলবিজ্ঞানের গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠিত হয়েছে। পারমাণবিক অথবা ক্ষুদ্রতর স্কেলের সংশ্রয়ে, খুব নিম্ন অথবা খুব উচ্চ শক্তিতে, অথবা অতিশীতল তাপমাত্রায় চিরায়ত এবং কোয়ান্টাম বলবিজ্ঞানের ভবিষ্যদ্বাণীর মধ্যে প্রায়শই পার্থক্য দেখা যায়। কোয়ান্টাম বলবিজ্ঞান রসায়ন, আণবিক জীববিজ্ঞান, ইলেকট্রনিক্স এবং প্রযুক্তিবিদ্যার আধুনিক উন্নয়নের ভিত্তি, এবং বিজ্ঞানের এই শাখাগুলো বিগত পঞ্চাশ বছরে পৃথিবীকে প্রায় সম্পূর্ণভাবে রূপান্তরিত করেছে।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন


  পদার্থবিজ্ঞানের উপশাখাসমূহ

পারমাণবিক, আণবিক ও আলোক-পদার্থবিজ্ঞান · চিরায়ত বলবিদ্যা · ঘনীভূত পদার্থ পদার্থবিজ্ঞান · পরম্পরা বলবিদ্যা · তড়িৎ-চুম্বকবিজ্ঞান · বিশেষ আপেক্ষিকতা · সাধারণ আপেক্ষিকতা · কণা পদার্থবিজ্ঞান · কোয়ান্টাম ক্ষেত্র তত্ত্ব · কোয়ান্টাম বলবিদ্যা · পরিসাংখ্যিক বলবিদ্যা · তাপগতিবিজ্ঞান