হযরত আলী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাঃ। তিনি ছিলেন আবু তালিবের পুত্র। তাঁর মাতার নাম ফাতিমা বিনতে আসাদ রাঃ। হয়রত আলী কোরায়েশ বংশে জন্মগ্রহন করেন। শিশু বয়স থেকেই তিনি মহানবী (স)-এর সঙ্গে লালিত-পালিত হন। তিনি মাত্র ১০ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন একজন শক্তিশালী যোদ্ধা। অসাধারণ শৌর্য-বীর্য ও বিক্রমের অধিকারী। বদর যুদ্ধে বিশেষ বীরত্তের জন্য নবী(স) তাঁকে জুলফিকার নামক তরবারি উপহার দিয়েছিলেন। খাইবারের সুরক্ষিত কামূস দূর্গ জয় করলে মহানবী(স) তাঁকে "আসাদুল্লাহ" বা আল্লাহর সিংহ উপাধি দেন।