ব্যাডমিন্টন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্যাডমিন্টন বিশ্বের সবচেয়ে দ্রুততম র্যাকেট ক্রীড়া হিসেবে খ্যাত। এই খেলায় র্যাকেট ছাড়াও শাটলকক ব্যবহার করা হয়। প্রাথমিক ভাবে অবসর বিনোদন হিসেবে এর যাত্রা শুরু হলেও এটি এখন পেশাদার ক্রীড়ায় পরিণত হয়েছে।এটি অন্যতম অলিম্পিক ক্রীড়ার মর্যাদাও লাভ করেছে। উত্তর ইউরোপ, দক্ষিণ পূর্ব এশিয়া সহ বিশ্বের অনেক জায়গায় এটি অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। বিশেষ করে ইন্দোনেশিয়াতে এই খেলাটি অলিখিত জাতীয় খেলার মর্যাদা লাভ করেছে।