নির্মলেন্দু গুণ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নির্মলেন্দু গুণ (জন্ম: জুন ২১, ১৯৪৫ (আষাঢ় ৭, ১৩৫২ বঙ্গাব্দ), নেত্রকোণা) বাংলাদেশ ও বাংলা ভাষার গুরুত্বপূর্ণ কবিদের একজন। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কবিদেরও একজন তিনি।
সূচিপত্র |
[সম্পাদনা করুন] জীবন
স্বাধীনতার পূর্বে তিনি সমাজতান্ত্রিক রাজনীতিতে সক্রিয় ছিলেন। সাংবাদিকতায়ও জড়িত ছিলেন।
[সম্পাদনা করুন] সাহিত্য ধারা
তিনি প্রধানত একজন আধুনিক কবি। শ্রেণীসংগ্রাম, স্বৈরাচার-বিরোধিতা, প্রেম ও নারী তার কবিতার মূল-বিষয় হিসেবে বার বার এসেছে। তার বহুল আবৃত্ত কবিতাসমূহের মধ্যে - হুলিয়া, অসমাপ্ত কবিতা, মানুষ (১৯৭০ প্রেমাংশুর রক্ত চাই), আফ্রিকার প্রেমের কবিতা (১৯৮৬ নিরঞ্জনের পৃথিবী) - ইত্যাদি অন্যতম।
[সম্পাদনা করুন] প্রকাশিত গ্রন্থ
[সম্পাদনা করুন] কাব্যগ্রন্থ
|
|
|
[সম্পাদনা করুন] গল্পগ্রন্থ
- আপন দলের মানুষ
[সম্পাদনা করুন] ছড়ার বই
- ১৯৮৭ সোনার কুঠার
[সম্পাদনা করুন] আত্মজীবনীমূলক গ্রন্থ
- আমার কণ্ঠস্বর
[সম্পাদনা করুন] অনুবাদ
- ১৯৮৩ রক্ত আর ফুলগুলি