আর্যভট্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আইইউসিএএ-এর প্রাঙ্গনে আর্যভট্টের ভাস্কর্য
বড় করুন
আইইউসিএএ-এর প্রাঙ্গনে আর্যভট্টের ভাস্কর্য

আর্যভট্ট (দেবনগরী: आर्यभट) (৪৭৬৫৫০) ভারতের প্রাচীন গণিতবিদদের মধ্যে সবচেয়ে বিখ্যাত। তার জন্ম ঠিক কোথায় হয়েছে তা জানা সম্ভব হয়নি। কিছু তথ্যমতে জানা যায় যে তিনি উচ্চশিক্ষার জন্য কুসুমপুরায় গিয়েছিলেন। তিনি কুসুমপুরায়ই বসবাস করতেন, তার ভাষ্যকার ভাস্কর ১ যে স্থানকে পাটালিপুত্র বলে অভিহিত করেছেন। স্থানটি বর্তমান ভারতে পাটনা নামে পরিচিত।

[সম্পাদনা করুন] প্রধান অবদান

প্রাচীন ভারতীয় গণিতের ইতিহাসে আর্যভট্টই মূল ব্যক্তিত্ব যার কিছু অবদানের কথা এখনও জানা যায়। তার বিখ্যাত রচনার মধ্যে রয়েছে আর্যভট্টম এবং আর্যভট্ট-সিদ্ধান্ত। তার প্রকৃত জন্মস্থান জানা না গেলেও তাকে কাশ্মীরের লোক বলে ধরা হয়। আর্যভট্টমে বেশ কিছু গাণিতিক এবং জ্যোতির্বৈজ্ঞানিক তত্ত্বকথা পদবাচ্যের আকারে সন্নিবেশিত হয়েছিলো যা পরবর্তী কয়েক শতাব্দী ব্যাপী প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিলো। এই পুস্তকগুলোর মূলকথা পরবর্তীতে আর্যভট্টের শিষ্য ভাস্কর ১ এবং নীলকণ্ঠ সম্যজী কর্তৃক পরিবর্ধিত ভাষ্য আকারে সংকলিত হয়।

[সম্পাদনা করুন] আরও দেখুন

[সম্পাদনা করুন] বহিঃসংযোগ