সেইন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয়
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সেইন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ এর অন্যতম সেরা স্কুল। ১৮৮২ সালে আমেরিকান মিশনারীদের দ্বারা এই বিদ্যালয় এর জন্ম। বাংলাদেশ এর সেরা কলেজ, নটর ডেম কলেজ এর জন্ম এই স্কুল থেকে। ১৯৫৩ সালে এখানকার ক্যাম্পাস থেকে নটর ডেম কে সরিয়ে মতিঝিল এ স্থানান্তরিত করা হয় এবং একে সেইন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয় হতে আলাদা করে দেয়া হয়।
ফাদার গ্রেগরী ডি গ্রুট এর প্রথম প্রধান শিক্ষক ছিলেন। বর্তমান প্রধান শিক্ষক এর নাম ব্রাদার রবি পিউরিফিকেশন সি, এস, সি। প্রতি বছর এখান থেকে প্রচুর ছেলে এ+ জিপিএ নিয়ে পাশ করে। এর সামগ্রিক রেজাল্ট খুব ভাল। এখান থেকে পাশ করে অধিকাংশ ছেলে নটর ডেম কলেজ এ ভর্তি হয়।
সেইন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয় ৮২, মিউনিসিপ্যালিটি রোড, লক্ষীবাজার ঢাকা-১১০০ বাংলাদেশ