আলাপ:জিনেদিন জিদান
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
He was just being compared to Pele and Maradona when he lost everything in a moment.. It was not expected of a man of such stature and responsibility.. really sad..--সপ্তর্ষি(আলাপ | অবদান) ২১:০০, ৯ জুলাই ২০০৬ (UTC)
জিদানকে গ্রীক ট্র্যাজেডির নায়কের মত লাগছে ... সাফল্যের চরম শিখরে পৌছে তাঁর চরম পতন ঘটল, ভাগ্যের নির্মম পরিহাসে। গতকালকেই ম্যারাডোনা বলেছিলেন যে, আজকে জিতলে নেপোলিয়নের পাশাপাশি পৌছে যাবে জিদান। খেলার ১০৯ মিনিট পর্যন্তও জিদানই সর্বেসর্বা ছিল। কোন কুক্ষণে এরকম কুৎসিত একটা আক্রমণ চালালো, কে জানে। সারা বিশ্বের ১ বিলিয়ন মানুষ এটাই দেখলো, শেষ ম্যাচে জিদান এভাবে লজ্জার মধ্য দিয়ে বিদায় নিল। খুবই দুঃখজনক। --রাগিব (আলাপ | অবদান) ২৩:০৪, ৯ জুলাই ২০০৬ (UTC)
- জিদানের ক্যারিয়ার এত বেশী ভাল যে এই ঘটনা একটা footnote হয়ে থাকবে (এবং সেটা আমাদের এই নিবন্ধেও প্রতিফলিত হওয়া দরকার :-))। টিভি স্ক্রিনে পুরো জিনিসটা বারবার দেখার পরও মাঠের দর্শকরা কিন্তু ইতালীয়দেরই দুয়ো দিচ্ছিল। আমার মনে হয় মাতেরাৎসি খুব অশ্লীল/রেসিস্ট কিছু বলে ওকে প্রোভোক করেছিল। -- অর্ণব (আলাপ | অবদান) ০৪:৩৯, ১০ জুলাই ২০০৬ (UTC)