লুই পা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লুই পার দুইটি পদ চর্যাপদ গ্রন্থে গৃহীত হয়েছে। সাধারণত লুই পা কে আদি সিদ্ধাচার্য বিবেচনা করা হয়। কিন্তু ডঃ মুহম্মদ শহীদুল্লাহ্ ও রাহুল সাংকৃত্যায়ন তাঁকে প্রথম বলে স্বীকার করেন না। লুই পা বাঙালি বলে অনুমিত। উড়িষ্যায় তাঁর জন্মস্থান বলে কারও কারও ধারণা। ডঃ মুহম্মদ শহীদুল্লাহ্ উল্লেখ করেছেন, তারানাথের মতে লুই বাংলাদেশের গঙ্গার ধারে বাস করতেন। তিনি প্রথম জীবনে উদ্যানের (সোয়াতের) রাজার কায়স্থ বা লেখক ছিলেন। তখন তাঁর নাম ছিল সামন্ত শুভ। তিনি উরিষ্যার রাজা ও মন্ত্রীর গুরু ছিলেন। লুই পার জীবৎকাল ৭৩০-৮১০ খ্রিস্টাব্দ। সংস্কৃত ভাষায় তিনি চারটি গ্রন্থ রচনা করেছিলেন। তাঁর একটি গ্রন্থের নাম 'অভিসময়বিভঙ্গ'।
সূত্রঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।