উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দ্ব্যার্থতা নিরসনের জন্য দেখুন: ১ (সংখ্যা)

বছর : ৩ খৃস্টপূর্ব ২ খৃস্টপূর্ব ১ খৃস্টপূর্ব    
শতাব্দীসমূহ: ১ম শতাব্দী খৃস্টপূর্ব · ১ম শতাব্দী · ২য় শতাব্দী
দশকসমূহ: ২০ এর দশক খৃস্টপূর্ব ১০ এর দশক খৃস্টপূর্ব ০ এর দশক খৃস্টপূর্ব ০ এর দশক ১০ এর দশক ২০ এর দশক ৩০ এর দশক
বছর: ৩ খৃস্টপূর্ব ২ খৃস্টপূর্ব ১ খৃস্টপূর্ব    
বিষয় অনুসারে ১ খ্রিস্টাব্দ
নেতাদের তালিকা
রাষ্ট্রনেতৃবৃন্দ
জন্ম ও মৃত্যু বিষয়শ্রেণীসমূহ
জন্ম - মৃত্যু
প্রতিষ্ঠা ও বিলুপ্তি বিষয়শ্রেণীসমূহ
প্রতিষ্ঠা - বিলুপ্তি


সূচিপত্র

[সম্পাদনা করুন] নামকরণ

[সম্পাদনা করুন] ঘটনাবলী (স্থান অনুসারে)

[সম্পাদনা করুন] রোমান সম্রাজ্য

  • অগাস্টাসের নির্দেশে টিবেরিয়াস জার্মানিতে বিপ্লব বিপ্লবের সৃষ্টি করে।
  • Gaius সিজার এবং লুসিয়াস অ্যামিলিয়াস পাউলাস কন্সাল নিযুক্ত হয়।
  • পশ্চিম ইউরোপ থেকে সিংহ বিলুপ্ত হয়ে যায়।
  • রোমে সিল্কের প্রচলন শুরু হয়।

[সম্পাদনা করুন] এশিয়া

  • চীনের হান রাজত্বের মধ্যে ইয়াংশি যুগের সূচনা হয়।
  • কনফুসিয়াসকে প্রথম রাজকীয় উপাধি দেয়া হয়। তার উপাধি হয় Lord Baochengxun Ni।
  • রাজা পিং এর রাজত্ব শুরু হয়। তিনি হান রাজত্বের একজন।

[সম্পাদনা করুন] আফ্রিকা

[সম্পাদনা করুন] অ্যামেরিকা

  • মক্সোস এলাকাটি দক্ষিণ অ্যামেরিকার একটি উল্লেখযোগ্য ধর্মীয় অঞ্চল হিসেবে দখলীকৃত হয়।

[সম্পাদনা করুন] ঘটনাবলী (বিষয় অনুসারে)

[সম্পাদনা করুন] বিজ্ঞান ও কলা

  • ওভিড তার বিখ্যাত মেটামরফোসিস কবিতাটি লিখেন।

[সম্পাদনা করুন] ধর্ম

  • যিশুখৃস্ট জন্মগ্রহন করেন। এটি ডায়োনিসিয়াস এক্সিগুয়াস এর মত যিনি এই জন্মবর্ষ থেকেই অ্যানো ডোমিনির সূচনার কথা বলেন। জর্জেস ডেক্লার্ক এই মতের বিরোধিতা করেন।
  • ডায়োনিসিয়াস এক্সিগুয়াস এর মতে যিশুর জীবনে প্রথম পূর্ণ বর্ষ।
  • চীনে বৌদ্ধ ধর্মের প্রচার শুরু হয়।

[সম্পাদনা করুন] অজানা/অমীমাংসিত তারিখের ঘটনাবলী

[সম্পাদনা করুন] জন্ম

  • লুসিয়াস অ্যানিয়াস গ্যালিও, রোমান প্রোকন্সাল।

[সম্পাদনা করুন] মৃত্যু

  • ঝাও ফাইয়ান, চীনের হান রাজত্বের রাজা চেং এর রাণী, রাণীকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়।