জিনেদিন জিদান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জিনেদিন জিদান
ব্যক্তিগত তথ্য
জন্মতারিখ জুন ২৩ ১৯৭২
জন্মস্থান মার্সেই, ফ্রান্স
উচ্চতা ১.৮৫ মি (৬'১")
ডাকনাম জিজু, ZZ, ইয়াজ
অবস্থান অ্যাটাকিং মিডফিল্ডার
ক্লাব তথ্য
বর্তমান ক্লাব Retired
পেশাদারী ক্লাব*
বছর ক্লাব উপস্থিতি (গোলসংখ্যা)
১৯৮৮-১৯৯২
১৯৯২-১৯৯৬
১৯৯৬-২০০১
২০০১-২০০৬
এএস ক্যানস
গিরোন্দিস বোর্দেউ
জুভেন্টাস এফসি
রিয়েল মাদ্রিদ
৬১ (৬)
১৩৯ (২৮)
১৫১ (২৪)
১৫৫ (৩৪)
জাতীয় দল
১৯৯৪-২০০৬ ফ্রান্স ১০৮ (৩১)[১]

* পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা
শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে  এবং
জুলাই ৫, ২০০৬ তারিখ অনুযায়ী সঠিক।
** জাতীয় দলে উপস্থিতি ও গোলসংখ্যা
জুলাই ১০, ২০০৬ তারিখ অনুযায়ী সঠিক।


জিনেদিন ইয়াজিদ জিদান (ফরাসি ভাষায় Zinedine Zidane যিনেদিন যিদ্যান, আর্বি ভাষায় زين الدين زيدان যীনাদ্দীন যীদ্যান, জন্ম জুন ২৩, ১৯৭২) ফরাসি ফুটবল খেলোয়াড়। তাঁর জন্ম ফ্রান্সের মার্সেই শহরে। তাঁর পিতা-মাতা আলজেরীয় বংশোদ্ভূত। জিদানের ডাক নাম জিজু ।

[সম্পাদনা করুন] আন্তর্জাতিক খেলা হতে অবসর

জিদানের শেষ আন্তর্জাতিক ম্যাচ ২০০৬ বিশ্বকাপের ফাইনাল খেলা। এই খেলা শুরুর ৭ম মিনিটেই পেনাল্টি হতে গোল দিয়ে জিদান বিশ্বকাপের দুইটি ফাইনালে গোল দেয়া ৪র্থ খেলোয়াড়ে পরিণত হন। তিনি এর আগে ১৯৯৮ এর বিশ্বকাপ ফাইনালে গোল দিয়েছিলেন। কিন্তু জিদান খেলাটি হতে বিদায় নেন কলঙ্ক জনক ভাবে। ১১০ মিনিটের মাথায় তিনি ইতালির একজন খেলোয়াড়কে মাথা দিয়ে ঢুঁ মেরে আঘাত করেন। এর ফলশ্রুতিতে জিদান লাল কার্ড পেয়ে বহিষ্কৃত হন। ১-১ গোলে অমীমাংষিত খেলাটিতে ইতালি টাইব্রেকারে ৫-৩ গোলে জিতে বিশ্বকাপ জয় করে। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জিদান অংশ গ্রহণ করেন নাই।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন