মাইল্‌স্‌

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

চিত্র:Miles 1.jpg‎

মাইল্‌স্‌ বাংলাদেশের একটি বিখ্যাত এবং জনপ্রিয় ব্যান্ড। মাইল্‌স্‌ এর জন্ম ১৯৮১ সালে। এসময় তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল (এখনকার হোটেল শেরাটন) এ সপ্তাহে ৫ দিন বাজাতো। বাংলাদেশ টেলিভিশন এ মাইল্‌স্‌ হিসেবে তাদের প্রথম অংশগ্রহণ ১৯৮২ সালে। ঐ বছর ই তারা তাদের প্রথম কনসার্টে অংশ নেয়। এটি অনুষ্ঠিত হয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে। মাইল্‌স্‌ বাংলাদেশের বাইরে প্রথম কনসার্ট করে ভারতের বেঙ্গালোর এ ১৯৯২ সালে। প্রথম এলবাম বের করে ১৯৮২ সালে । শিরোনাম ছিল মাইল্‌স্‌। এর মধ্যে ৩ টি মৌলিক গান ছিল এবং সবগুলো গান ই ছিল ইংরেজি। প্রতিষ্ঠার ১০ বছর পরে ১৯৯২ সালে মাইল্‌স্‌ তাদের প্রথম বাংলা এলবাম বের করে, প্রতিশ্রুতি শিরোনামে। মাইল্‌স্‌ এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন ফরিদ রশিদ যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রবাস জীবন যাপন করছেন।

[সম্পাদনা করুন] বর্তমান সদস্যবৃন্দ

  • হামিন আহমেদ (ডাক নাম টুকন) (গিটার,কন্ঠ)
  • শাফিন আহমেদ (বেজ গিটার, কন্ঠ)
  • মানাম আহমেদ (কি-বোর্ড)
  • ইকবাল আসিফ জুয়েল(গিটার)
  • সৈয়দ জিয়াউর রহমান তূর্য(ড্রামস)

[সম্পাদনা করুন] প্রকাশিত এলবাম সমূহ

  • মাইল্‌স্‌ (ইংরেজি) (১৯৮২)
  • প্রতিশ্রুতি (১৯৯২)
  • প্রত্যাশা (আগস্ট ২৩, ১৯৯৩)
  • প্রত্যয় (১৯৯৭)
  • প্রয়াস
  • প্রবাহ (২০০০)
  • প্রতিধ্বনি (২০০৬)

[সম্পাদনা করুন] জনপ্রিয় গান

  • চাঁদ তারা সূর্য
  • সে কোন দরদীয়া
  • ফিরিয়ে দাও
  • আর কতকাল খুঁজব তোমায়
  • পলাশীর প্রান্তর
  • পাহাড়ী মেয়ে




এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন