ধানমন্ডি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ধানমন্ডি লেক্‌
বড় করুন
ধানমন্ডি লেক্‌

ধানমন্ডি ঢাকা শহরের একটি আবাসিক এলাকা। যদিও অন্যান্য 'আবাসিক' এলাকার মত ধানমন্ডি-তেও এখন প্রচুর অনাবাসিক ভবন আছে (যেমন স্কুল, হাসপাতাল, এনজিও ইত্যাদি)। ধানমন্ডিকে ঢাকার একটি অভিজাত পাড়া বলে গণ্য করা হয়। ধানমন্ডি লেক্‌ (হ্রদ) বিকালে সময় কাটানোর জন্য বেশ জনপ্রিয়।