আলাপ:গণিত পরিভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

প্রিয় Zaheen, আমার যে যে শব্দের বাংলা দরকার আমি এখানে লিখে রাখব, সময় করে মূল পেজে সেগুলোর বাংলা করে দিয়েন? থ্যাংকস।

  • associativity (as in associativity of matrix multiplication)
  • argument, parameter (of a function)
  • linear (as in a function being linear)
  • intersection, union, complement of sets
  • algorithm
  • computation
  • pair (a, b)
  • integral, measure
  • dummy variable, bound variable (computer science)
  • formal, informal

incidentally, আমার মনে হয় কতগুলো ব্যাপারের বাংলা করার কোন দরকার নেই। সেগুলোর ব্যাপারেও একটা consensus হলে খারাপ হয় না। কতগুলোর ব্যাপারে আমি creative হতে রাজি আছি। bound variable এর আমার বাংলা হলো সর্বনাম :-) --ইমাম তাশদীদ উল আলম ২৩:২৯, ১৭ অক্টোবর ২০০৬ (UTC)

কিছু প্রশ্ন,

  • back gearing কোন অর্থে?
  • transitive এর বাংলা এরকম হওয়ার কারণ কি?
  • subtraction এর সহজ বাংলা বিয়োগফল হওয়াই বাঞ্ছনীয় নয় কি?
  • undirected বলতে যদি undirected graph বুঝিয়ে থাকেন তবে অনির্দেশকের থেকে দিকবিহীন অনেক যুক্তিসঙ্গত না?
  • nonsingular কি লিনিয়ার এলজেব্রা টার্ম? অবিশিষ্ট বললে কিছুই বোঝা যায় না।
  • আপনি কি বাংলা একাডেমী পরিভাষা বা ওরকম কিছু ব্যবহার করছেন? না করলে এই তালিকাটা কি আপনার নিজের? বা অন্য কোন স্ট্যান্ডার্ড ফলো করছেন? মানে, আমরা যারা গণিতে লিখছি তাদের এই ব্যাপারগুলোয় ভেবে চিন্তে ভালো কিছু সিদ্ধান্ত নেওয়া দরকার। সবচেয়ে ভালো হয় এই পেজটাতেই আমাদের আলোচনার সারমর্ম লিখে রাখলে। ভালো রেফারেন্স পয়েন্ট।

respect for random walks, just too good a translation. --ইমাম তাশদীদ উল আলম ১১:০৮, ২৫ সেপ্টেম্বর ২০০৬ (UTC)