মার্ক নফ্লার
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মার্ক নফ্লার প্রখ্যাত ইংরেজ রক গায়ক ও গীটারবাদক। তিনি ৭০ ও ৮০র দশকের অন্যতম সফল ব্যান্ড ডায়ার স্ট্রেইট্স-এর প্রধান সদস্য ছিলেন। এ সময়ে সুলতান্স অফ সুইং, রোমিও এন্ড জুলিয়েট, ব্রাদার্স ইন আর্ম্স ইত্যাদি হিট গান তিনি গেয়েছিলেন। রক ইতিহাসের সেরা গীটারবাদকদের মধ্যে তাকে গণ্য করা হয়। নব্বইয়ের দশকে ডায়ার স্ট্রেইট্স ভেঙ্গে যাবার পর তিনি একক ক্যারিয়ারে মনোনিবেশ করেন। একাধারে গায়ক, সুরকার, গানের রচয়িতা ও গীটারবাদক হিসেবে তিনি শ্রোতা ও সমালোচকদের সমাদর ধরে রেখেছেন। তার একক এলবামের মধ্যে রয়েছে গোল্ডেন হার্ট, সেইলিং টু ফিলাডেলফিয়া, এবং দ্য র্যাগ্পিকার্স ড্রিম।