কঙ্কণ পা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

চর্যাপদ গ্রন্থে কঙ্কণ পার একটি পদ গৃহীত হয়েছে। কঙ্কণ কম্বলাম্বরের বংশজ। তিনি প্রথম জীবনে বিষ্ণুনগরের রাজা ছিলেন। তাঁর জীবৎকাল নয় শতকের শেষভাগ। তিনি দারিক পার শিষ্য ছিলেন বলে অনুমান করা হয়।

সূত্রঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।