অদৃশ্যকরণ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কোন নিকটতর বস্তু কর্তৃক অন্য একটি দূরবর্তী বস্তুকে সাময়িকভাবে অদৃশ্যকরণের ঘটনাকে অদৃশ্যকরণ (Occultation) বলে। বিষয়টি অনেকটা গ্রহনের মতো। উদাহরণস্বরুপ পৃথিবী থেকে দৃশ্যমান কোন তারা মাঝেমাঝে চাঁদের আড়ালে পড়ে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাটিকে চান্দ্র অদৃশ্যকরণ বলে। বিভিন্ন সময় গ্রহাণুর কারণে অন্য তারা বা বৃহস্পতি গ্রহের কারণে এর উপগ্রহসমূহ অদৃশ্য হয়ে যায়।

অন্যান্য ভাষা