উইকিপেডিয়া:কোন ব্যক্তিগত আক্রমণ নয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উইকিপিডিয়ার কোথাও কোনোরকম ব্যক্তিগত আক্রমণ করবেন না। তথ্য সম্বন্ধে মন্তব্য সবসময় স্বাগত, কিন্তু তথ্য-প্রদানকারী সম্বন্ধে নয়। ব্যক্তিগত আক্রমণ করে কোনো মত প্রতিষ্ঠা করা ত সম্ভব হয়ই না, উইকিপিডিয়া পরিবারের পক্ষে তা ক্ষতিকারক। এ ধরনের আক্রমনের ফলে ব্যবহারকারীরা উইকিপিডিয়া-কে একটি ভাল বিশ্বকোষ বানানোর প্রচেষ্টা থেকে বিরত হতে পারেন।

[সম্পাদনা করুন] করবেন না

ব্যক্তিগত আক্রমণ-এর কোনো কারন থাকতে পারে না।
ব্যক্তিগত আক্রমণ করবেন না।

[সম্পাদনা করুন] ফলাফল

মনে রাখবেন আলোচনা পৃষ্ঠাতে বিবাদ ইন্টারনেটে যে কেউ দেখতে পারে। এরকম বিবাদ উইকিপিডিয়ার পক্ষে স্বাস্থ্যকর নয়। এর আগে বারবার ব্যক্তিগত আক্রমণ করার দোষে কোনো কোনো ব্যবহারকারী-কে ব্যান (ban) করাও হয়েছে।

[সম্পাদনা করুন] উদাহরণ

কিছু ব্যক্তিগত আক্রমণের কিছু উদাহরণ হলঃ

  • সরাসরি কাউকে অভিযুক্ত করা, বিশেষত বারবার করলে।
  • নঞর্থক ব্যক্তিগত মন্তব্য ও "আমি তোমার থেকে ভাল" জাতীয় মন্তব্য, যথা, "আপনি কোনো কাজ ভালভাবে করতে পারেন না।"
  • জাতিগত, ধর্মীয়, লিঙ্গ-সম্পর্কিত বিদ্বেষমূলক মন্তব্য।
  • গালাগালি করা।
  • আইনি ব্যবস্থা নেওয়ার ভয় দেখানো।
  • দৈহিক ক্ষতি করার ভয় দেখানো।