লিংকিন পার্ক
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লিংকিন পার্ক মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস এঞ্জেলেস শহরে অবস্থিত নু-মেটাল/র্যাপকোর ব্যান্ড। তাদের প্রথম অলবাম হাইব্রিড থিওরি-র (২০০০) জন্য তারা নুমেটাল ধারার ব্যান্ডের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও সর্বাধিক ব্যবসাসফল ব্যান্ড হিসেবে প্রতিষ্ঠালাভ করেছে। হাইব্রিড থিওরি সারা পৃথিবীতে প্রায় ১৯ মিলিয়ন কপি বিক্রি হয়েছে। লিংকিন পার্ক বর্তমানে ওয়ার্নার ব্রাদার্স রেকর্ডিং কোম্পানির সাথে চুক্তিবদ্ধ।
সূচিপত্র |
[সম্পাদনা করুন] ব্যান্ড সদস্য
[সম্পাদনা করুন] বর্তমান
- চেস্টার বেনিংটন - কন্ঠ।
- মাইক শিনোডা - কন্ঠ, রিদম গিটার, কি-বোর্ড, এমছি, বিট্স।
- ব্র্যাড ডেলসন - গিটার।
- ফিনিক্স - বেজ গিটার।
- জোসেফ হান - টার্নটেবল, বিটস্, ডি.জে.।
- রব বুর্ডন - ড্রাম।
[সম্পাদনা করুন] আগের
- স্কট কোযিওল - শুধু ওয়ান স্টেপ ক্লোজার (One Step Closer) গানে বেজ গিটার বাজিয়েছেন।
- মার্ক ওয়েকফিল্ড - অল্প দিনের জন্য গায়ক হিসেবে ছিলেন। তার জায়গায় পরে চেস্টার বেনিংটন এসেছেন। মার্ক ওয়েকফিল্ড এখন ট্যাপরুট (Taproot) ব্যান্ডে কাজ করছে।
[সম্পাদনা করুন] ইতিহাস
[সম্পাদনা করুন] ১৯৯৪-৯৯: প্রাথমিক ইতিহাস
লিঙ্কিন পার্ক হ্ল একত্রে কাজ করার ফসল যা ১৯৯৮ সালে শুরু হয়েছে, যা প্রাক্তন - গ্রে ডেয (চেস্টর বেন্নিংটন) এবং জেরো (কেলিফোর্নিয়া রেপ মেটালএ সজ্জিত নামে পরিচিত) মিলে তৈরী। ১৯৯৬ সালে, মাইক শিনোডা এবং ব্রেড ডেলসন এগোরা উচ্চ বিদ্যালয় (লস্ এঞ্জেলেসের উপকন্ঠে এগোরা পাহাড়ে, কেলিফোর্নিয়া) থেকে স্নাতক করেছে। ঐ সময়,মাইক শিনোডা এবং ব্রেড ডেলসন তাদের বন্ধু রব বউরডন মিলে একটা ব্যান্ড শুরু করে যা সুপারজেরো (SuperXero) ছদ্দনামে ছিল। তার আগে ব্রেড ডেলসন এবং রব বউরডন একসাথে রিলেটিভ ডিগ্রী (Relative Degree) নামক ব্যান্ডে এক বছর ছিল। তারও আগে, চেস্টর বেন্নিংটন ওয়াশিংটন উচ্চ বিদ্যালয় (ফনিক্স,এরিযোনা) থেকে স্নাতক লাভ করার পর গ্রে ডেয নামক ব্যান্ডে যুক্ত হয়। এই ব্যান্ড নো সান টুডে(No Sun Today) এবং ওয়াক মি (Wake Me) নামে দুটি এলবাম বের করে। যদিও ব্যাক্তি কারনে চেস্টর বেন্নিংটন ১৯৯৭ সালে ব্যান্ড ছেরে দেয়।