আলাপ:ঢাকা বিশ্ববিদ্যালয়
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অনুষদ catogory র subcatagory বিভাগসমূহতে যে লিঙ্ক গুলো দেওয়া হয়েছে আমার মনে হয় সেগুলো সরিয়ে ফেলা উচিৎ। যেমন অর্থনীতি বিভাগের লিঙ্কে ক্লিক করলে তা অর্থনীতি নিবন্ধে নিয়ে যাচ্ছে। আমার মতে এই লিঙ্কে কিল্ক করলে তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিষয়ের উপর থাকা নিবন্ধে নিয়ে যাওয়া উচিৎ। বাংলা কিংবা ইংরেজি সহ অন্যান্য বিভাগ গুলোর একই অবস্থা। -আবির ১৪:৩৮, ২৪ জুন ২০০৬ (UTC)
- তাহলে লিঙ্ক সরিয়ে দিন ... --১৪:৪১, ২৪ জুন ২০০৬ (UTC)
[সম্পাদনা করুন] ছবি
ইতিহাস অংশে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৪৬ পূর্ব ভবনের কোন ছবি দেয়া যায়? এই সব ছবি কিন্তু এখন পাবলিক ডোমেইনে আছে, যেই উৎস থেকেই নেয়া হোক না কেন। আধুনিক ভাস্কর্যটির ছবি ইতিহাস অংশে মানাচ্ছেনা। --রাগিব (আলাপ | অবদান) ০৪:২০, ২১ আগস্ট ২০০৬ (UTC)
- ভালো কথা বলেছেন। আচ্ছা, ১৯৪৬ পূর্ব ভবন কিন্তু ছবি পরে তোলা, এটাও কি সাধারণের জন্য মুক্ত ? --Amr ০৪:৫০, ২১ আগস্ট ২০০৬ (UTC)
-
- আমার বক্তব্যটা একটি পরিমার্জন করি ... আসলে বলতে চেয়েছি, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবনের ১৯৪৬-পূর্ব ছবি"। ভবনের বয়সটা এখানে মুখ্য না, ছবি তোলার সময়টা কপিরাইটের ক্ষেত্রে প্রযোজ্য। আমার ধারণা এরকম অনেক ছবিই পাওয়া যাবে। বাংলাদেশের কপিরাইট আইনে এসব ছবি এখন কপিরাইট মুক্ত। --রাগিব (আলাপ | অবদান) ০৬:১২, ২১ আগস্ট ২০০৬ (UTC)