ড্রাকুলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ড্রাকুলা (Dracula) পৃথিবীতে ভৌতিক বা বীভৎস উপন্যাসের মধ্যে অন্যতম। আইরিশ লেখক ব্রাম স্টোকার ১৮৯৭ সালে এই উপন্যাসটি লেখেন। ড্রাকুলা শব্দটি এসেছে ড্রাকুল্‌ (Dracul) অর্থাৎ শয়তান থেকে। ড্রাকুলাকে নিয়ে পরবর্তীতে অনেক নাটক, চলচ্চিত্র হয়েছে।

[সম্পাদনা করুন] কাহিনী সংক্ষেপ

কাউন্ট ড্রাকুলা একজন মৃত ব্যক্তি। সকলেই জানত কাউন্ট মারা গেছে। কিন্তু প্রকৃতপক্ষে রাত্রিবেলা কাউন্টের মৃতদেহ প্রান পেয়ে বেচে উঠে। সে তখন মানুষের রক্ত পান করে বেড়ায়। ড্রাকুলা যে কোনো আকার ধারণ করতে পারে। সে রক্ত পান করার আগে বিভিন্ন ভাবে মানুষকে সম্মোহিত করে নেয় তারপর তার উপরের ছেদন দাঁত সম্মোহিত ব্যক্তির ঘাড়ে বসিয়ে রক্ত পান করে নেয়। কিছুক্ষনের মধ্যে রক্তহীনতায় ব্যক্তিটি মারা যায়। আরও ভয়ঙ্কর হচ্ছে মারা যাওয়ার পর ঐ ব্যক্তিও ড্রাকুলার মতো রক্তশোষায় পরিণত হয়।