গারো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় ও বাংলাদেশের ময়মনসিংহ জেলায় বসবাসকারী আদিবাসী সম্প্রদায়। ভারতে মেঘালয় ছাড়াও আসামের কামরূপ, গোয়ালপাড়া ও কারবি আংলং জেলায়, এবং বাংলাদেশের ময়মনসিংহ ছাড়াও টাঙ্গাইলসিলেট,শেরপুর, নেত্রকোনা ও সুনামগঞ্জ জেলায় গারোরা বাস করে।

গারোরা ভাষা অনুযায়ী বোরো মঙ্গোলীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। গারোদের সমাজে মাতৃপ্রধান পরিবার প্রথা প্রচলিত। তাদের শ্রেষ্ঠ শস্য উৎসবের নাম 'ওয়াং গালা'। আশ্বিন মাসে সাত দিন ধরে এই উৎসব অনুষ্ঠিত হয়। অতীতে গারোরা সনাতন ধর্ম পালন করত। ১৮৬২ সালে খৃষ্ট ধর্ম গ্রহণের পর থেকে বর্তমানে ৯৫ ভাগ গারোরাই খ্রীষ্ট ধর্মে বিশ্বাসী। খ্রীষ্ট ধর্ম গ্রহণের পর থেকে তাদের সামাজীক নিয়ম কানুন, আচার অনুষ্ঠানে বেশ পরিবর্তন এসেছে।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন

[সম্পাদনা করুন] আরও দেখুন

বাংলাদেশের উপজাতি - সম্পাদনা

চাকমা  • সাঁওতাল  • মনিপুরী  • রাখাইন  • মুরং  • খাসিয়া  • গারো  • হাজং  • মারমা  • মগ (উপজাতি)  • পাংখো  • রাজবংশী  • খুমি  • ত্রিপুরা (উপজাতি)  • কুকি (উপজাতি)  • চক (উপজাতি)  • হাদুই  • লুসাই  • হদি  • বাওয়ালী  • ওঁরাও  • তনচংগা  • বনযোগী  • মৌয়ালী