ব্যবহারকারী আলাপ:Khandakar

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্বাগতম!

প্রিয় Khandakar, উইকিপিডিয়াতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি এ জায়গাটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবেঃ

কাজে নেমে পড়বার সহজ উপায় হল নীচের যেকোন পদ্ধতি অনুসরণ করা-

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল আবশ্যকীয় নিবন্ধ-গুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা। তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt-x চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে প্রসারণ বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে "অন্যান্য ভাষা"-র তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! দয়া করে আলাপের পাতায় বার্তা লেখার পর চারটি টিল্ডা(~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ তৈরি করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং সাহায্যকারী কিছুক্ষনের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দিবে। আবারও স্বাগতম! 


--সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৯:২৯, ৭ সেপ্টেম্বর ২০০৬ (UTC)


Hi, can I link any page from English wiki with Bangla word? For instance, I linked Pay Day. Is it OK? Please suggest. Thanks Khandakar ১০:৩৪, ৮ সেপ্টেম্বর ২০০৬ (UTC)Yeasmin

আপনি অবশ্যই বাংলা শব্দের সাথে ইংরেজী নিবন্ধ সংযোগ করতে পারবেন। যেমন [[:en:Pay Day (1922 film)|পে ডে]] = পে ডে। তবে আমার মনে হয় ইংরেজী নিন্ধের সাথে সংযোগ করে তা বাংলা উইকিপেডিয়ায় ঐ নিবন্ধটি বাংলা ভাষায় তৈরি করে সেটির সাথে সংযুক্ত করা তাতে বাংলা উইকিপেডিয়া একটি নতুন নিবন্ধ পাবে। আর বাংলা নিবন্ধে ইংরেজী ভাষার লিঙ্ক আসলে ব্যাপারটা ভাল হয় না। আর যদি ইংরেজী ভাষার একই নিবন্ধের মধ্যে সংযোগ করতে চান তাহলে নিবন্ধের শেষে [[:en:article name]] উদাহরণঃ [[:en:Pay Day (1922 film)]] যোগ করুন। ধন্যবাদ।--বেলায়েত ১৫:২৬, ৮ সেপ্টেম্বর ২০০৬ (UTC)