বিজয়া মুখোপাধ্যায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বিজয়া মুখোপাধ্যায় বাঙালি কবি এবং লেখিকা। জন্ম ১১ মার্চ ১৯৩৭ সালে ঢাকায়। লিখেছেন কাব্যগ্রন্থ আমার প্রভুর জন্য (১৯৬৭), যদি শত্রুহীন (১৯৭১), ভেঙে যায় অনন্ত বাদাম (১৯৭৭), উড়ন্ত নামাবলী (১৯৭৯) ইত্যাদি। সম্পাদনা করেছেন বিভাষা পত্রিকার। শ্রেষ্ঠ কবিতা প্রকাশ ১৯৯০।

[সম্পাদনা করুন] উদ্ধৃতি

ভেঙে যায় অনন্ত বাদামের কবিতা:

[সম্পাদনা করুন] সঙ্গী

আমি যার সঙ্গে নিত্য বসবাস করি
তার নাম প্রেম নয়, উদ্বেগ ।
প্রেম অতিথির মত
কখনও ঢুকে পঢ়ে অল্প হেসে,
হঠাত্ অদৃশ্য হয়ে যায়।

তারপর সারাক্ষণ
আমরা কেউ আর উদ্বেগ
আমরা একজন আর উদ্বেগ
বসবাস করি
রাত থেকে দিন, দিন থেকে রাত।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন