স্ট্রিপবোর্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

-ভেরোবোর্ড
বড় করুন
-ভেরোবোর্ড

মূল নামটি স্ট্রিপবোর্ড হলেও “ভেরো ইলেকট্রনিকস কোঃ” এর ট্রেড মার্ক নামেই এই বোর্ডটি বেশি পরিচিত। এটি ইলেকট্রনিকস সার্কিট তৈরির জন্য ব্যবহার হয়। এতে পূর্বে থেকেই ছিদ্র করা থাকে, এতে ০.১ ইঞ্চি দুরত্বে ৫ মিমি আকারের ছিদ্র থাকে যারা সমান্তরালে তামার লেয়ার দ্বারা সংযুক্ত থাকে। এর ফলে পিসিবি তৈরি না করেও সার্কিট তৈরি করা যায়।

হবিস্টদের কাছে জনপ্রীয় এই বোর্ড এ ছিদ্রগুলেতে ডায়াগ্রাম অনুযায়ী সার্কিটটি বসিয়ে পরে সোল্ডারিং করে নেয়া হয়, এবং ছিদ্রযুক্ত থাকায় একে প্রয়োজন অনুযায়ী কেটে নেয়া সহজ হয়।


এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন
অন্যান্য ভাষা