আলাপ:বাংলা বিশ্বকোষ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধের নামটি বিভ্রান্তিকর (সরিয়ে ফেলার আগেই ঠিক ছিল)। এর নাম শুনে মনে হচ্ছে বাংলা ভাষায় বিশ্বকোষের উপর নিবন্ধ, কিন্তু পড়তে গেলে দেখি যে, একটি বিশেষ প্রকাশনা সংস্থার ছাপা বিশ্বকোষ এর উপর এটা। বাংলা ভাষায় আরো অনেক বিশ্বকোষ আছে, এটাই একমাত্র না। কাজেই এটাকে সরিয়ে পূর্বের নাম "বাংলা বিশ্বকোষ (মুক্তধারা)" তে নেয়া, এবং এই নিবন্ধটিকে বাংলা ভাষায় বিশ্বকোষের উপরে করার পরামর্শ দিচ্ছি। --রাগিব (আলাপ | অবদান) ০৬:৫৭, ৪ আগস্ট ২০০৬ (UTC)