নেপাল কমিউনিস্ট পার্টি (একীকৃত মার্ক্সবাদী-লেনিনবাদী)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বড় করুন

নেপাল কমিউনিস্ট পার্টি (একীকৃত মার্ক্সবাদী-লেনিনবাদী) (नेपाल कम्युनिस्ट पार्टी (एमाले)) নেপালের একটি সাম্যবাদী দল। দলনেপাল কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী-লেনিনবাদী) এবং নেপাল কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) ১৯৯০ সালে একীভূত হয়ে এই দলটি প্রতিষ্ঠা করে।

দলটির সাধারণ সম্পাদক হলেন মাধব কুমার নেপাল।

দলটি 'বুদ্ধবার' নামক পত্রিকা প্রকাশ করে থাকে। দলটির তরুণ সংগঠন হল গণতান্ত্রিক জাতীয় যুব ফেডারেশন, নেপাল (Democratic National Youth Federation, Nepal)।

১৯৯৯ সালের সংসদীয় নির্বাচনে দলটি ২৭৩৪৫৬৮ ভোট পেয়েছিল (৩১.৬১%, ৭১টি আসন) ।

[সম্পাদনা করুন] বহিঃসংযোগ