মিশেল ফুকো
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিশেল ফুকো (অক্টোবর ১৫, ১৯২৬ – জুন ২৫, ১৯৮৪) ছিলেন একজন ফরাসি দার্শনিক।তিনি একসময় কলেজ দে ফ্রান্সের নিয়মতান্ত্রিক ধারণার ইতিহাস বিভাগের প্রধান ছিলেন। বিভাগের নামকরণ তিনিই করেন। সমাজ ও মানবিক বিজ্ঞান থেকে শুরু করে বিভিন্ন ফলিত এবং পেশাদারি ক্ষেত্রে ফুকোর প্রভাব বিস্তৃত।
ফুকো বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান যেমন শারিরিক ও মানসিক চিকিত্সা শাস্ত্র, কারাগার পদ্বতির পর্যালোচনার জন্য বিখ্যাত। যৌনতার ইতিহাসের উপরও তিনি বেশ কিছু প্রভাবশালি লেখা প্রকাশ করেন। উনার জ্ঞান ও ক্ষমতাার (power/knowledge) লেখার উপর ভিত্তি করে অনেক গবেষক ও চিন্তাবিদ বিভিন্ন ধরনের কাজ করেছেন। পাশ্চাত্য ধারণার ইতিহাস এসব লেখার কেন্দ্রবিন্দু। এবং সর্বোপরি ফুকোর 'ডিসকোর্স' (discourse) বা 'আলাপ' সংক্রান্ত কাজের অবদান উল্লেখযোগ্য।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।