কায়রো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

القاهرة
আল কাহিরা
কায়রো
চিত্র:Al qahirah flag.gif
চিত্র:Kairo Seal.gif
পতাকা সীলমোহর
মিশরে কায়রোর অবস্থান
মিশরে কায়রোর অবস্থান
অবস্থান স্থানাংক: 30°03′N 31°22′E
গভর্নর ডঃ আব্দুল আজিম ওয়াজির
এলাকা  
 - City ২১০ km²
 - মেট্রো 1,492 km²
জনসংখ্যা  
 - City (২০০৫) 7,438,376
 - ঘনত্ব 35,420/km²
 - Urban 10,834,495
 - মেট্রোপোলিটন এলাকা 15,200,000
সময় এলাকা EET (UTC+2)
 - Summer (DST) EEST (UTC+3)

কায়রো মিশরের রাজধানী। আরবি শব্দ আল-কাহিরা থেকে এই নামের উৎপত্তি। আল-কাহিরা শব্দের অর্থ বিজয়ী। এই শহরের খুব কাছেই প্রাচীন ব্যবিলন শহর অবস্থিত ছিল বলে ধারণা করা হয়। নীল নদের ব-দ্বীপ এর শীর্ষ ভাগে এই শহরের অবস্থান। নদীর অপর তীরে ছিল মিশরের প্রাচীন রাজধানী মেমফিস।

[সম্পাদনা করুন] ইতিহাস

ফাতিমীয় সেনাপতি জওহর কর্তৃক ৯৬৯ সালে কায়রো শহর প্রতিষ্ঠিত হয়। ১২শ শতকে ক্রুসেডারদের আক্রমণের শিকার হয় এই শহর।১৩শ থেকে ১৬শ শতকের প্রথম দিক পর্যন্ত এখানে মামলূক এবং ১৫১৭-১৭৯৮ পর্যন্ত উস্‌মানীয় সাম্রাজ্যের শাসন কায়েম ছিল। ১৭৯৮-১৮০১ সাল ছিল নেপোলিয়নের অধিকারে। ১৮৮২-১৯৩৬ সাল কায়রো ব্রিটিশ অধিকারে থাকে। ২য় বিশ্বযুদ্ধে কায়রো তে মিত্র বাহিনীর মধ্যপ্রাচ্য রণাঙ্গনের সদর দপ্তর অবস্থিত ছিল।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন