কমলা (ফল)
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Orange | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() Orange flowers and oranges on tree
|
||||||||||||||||
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | ||||||||||||||||
|
কমলা এক প্রকারের লেবু জাতীয় রসালো ফল। এটি নাতিশীতোষ্ণ অঞ্চলে ফলে থাকে। প্রাচীনকালে জাম্বুরা (Citrus maxima) ও টাঞ্জারাইন (Citrus reticulata) নামক ফলের সংমিশ্রণে কমলার উদ্ভব ঘটে। কমলার গাছটি আকারে বেশি বড় নয় - প্রায় ১০ মিটার (৩০ ফুট) উচ্চতা পর্যন্ত হয়ে থাকে। এর ডালপালা গুলি কণ্টকময়, এবং গাছটির পাতাগুলি চিরহরিৎ ও ৪-১০ সেমি দীর্ঘ।
বাংলাদেশের সিলেট অঞ্চলে কিছু জন্মে। কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে কমলা রং হয়।