গণেশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গণেশ শিব ও পার্বতীর জ্যেষ্ঠ পুত্র। গণেশের বাহন ইঁদুর। "গণ" নামের শিবের ভৌতিক অনুচরবৃন্দের নেতা, তাই নাম গণেশ (=গণ +ঈশ) বা গণপতি বা গণদেব। গণেশের দেহ, হাত, পা মানুষের, কিন্তু মস্তক হাতীর তাই নাম গজানন। এর কিছ আধ্যাত্মিক তাত্পর্য আছে বলে মনে করা হয়। ডঃ অতুল সুরের মতে গণেশ আদতে অনার্যদের দেবতা ছিলেন।

একটি গজদাঁত ভাঙা তাই নাম একদন্ত। বিশাল উদরের জন্য তাঁকে বৃকোদর বা লম্বোদর বলা হয়। গণেশে সিদ্ধিদাতা অর্থাৎ অভীষ্ট লাভ নিশ্চয়কর্তা, এবং বিঘ্ন বিনাশক তাই যে কোনও শুভ কাজ গণেশের বন্দনার দ্বারা শুরু করা হয়। অন্যান্য নাম বিনায়ক, হেরম্ব।

লেখনী পারদর্শীতার জন্য গণেশকে ব্যাসদেব মহাভারত লিপিবদ্ধ করতে অনুরোধ করেন।

গাণপত্য হল গণেশপূজক সম্প্রদায়বিশেষ।