উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইলিয়াড গ্রীক মহাকাব্য। প্রাচীন গ্রীসের ইলিওন শহরের নামানুসারে এই মহাকাব্যের নামকরণ করা হয়। মহাকবি হোমার এই মহাকাব্যের রচয়িতা। এটি গ্রীক ভাষায় রচিত ও ২৪ টি সর্গে বিভক্ত। এর বিষয় ট্রয়ের যুদ্ধ। এতে ১৬,০০০ পঙ্ক্তি কবিতা আছে।