ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি
ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি
স্থাপিত মার্চ ২৭, ১৯৮১
উদ্বোধন: জুলাই ১৪, ১৯৮৮
ধরণ আন্তর্জাতিক
উপাচার্য ডঃ মোঃ ফজলে এলাহী
কর্মচারী ১২০
অবস্থান গাজীপুর, ঢাকা, বাংলাদেশ
দূরালাপনী ৯২৯১২৫৪-৫৯
ক্যাম্পাস বোর্ড বাজার
ওয়েবসাইট ওয়েবসাইট
চিত্র:IUT-logo.jpg



ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (Islamic University of Technology) বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত একটি আন্তর্জাতিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এটি পূর্বে ইসলামিক ইন্সটিটিউট অফ টেকনোলজি ও তারও পূর্বে আইসিটিভিটিআর নামে পরিচিত ছিল।

সূচিপত্র

[সম্পাদনা করুন] অবস্থান

  • দাপ্তরিক ঠিকানা :- বোডবাজার, গাজীপুর, ঢাকা, বাংলাদেশ।
  • ই-মেইল :-


[সম্পাদনা করুন] ইতিহাস

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলোজি অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স বা OIC'র সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় । OIC'র ৫৭ টি দেশের ছাত্ররা এখানে পড়তে আসে । ১৯৭৮ সালে সেনেগালের ডাকারে অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নবম বৈঠকে মুসলিম রাষ্ট্রগুলোর প্রকৌশল ও ভোকেশনাল প্রশিক্ষণ ও গবেষণার কেন্দ্র হিসাবে বাংলাদেশের গাজীপুরে এটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়া হয় করা হয় । বাংলাদেশ সরকারের প্রদান করা ৩০ একর জমিতে ১৯৮১ সালের ২৭ এ মার্চ বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্হাপিত হয় । সেসময় এটির নামকরণ করা হয় ICTVTR । ১৯৯৪ সালে মরক্কোর রাজধানী ক্যাসাব্লাঙ্কায় মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের তেইশতম বৈঠকে এটির নাম ইসলামিক ইনস্টিটিউট অব টেকনোলোজি হিসাবে পরিবর্তন করা হয় । পরবর্তীতে ২০০১ সালের ২৫-২৭ জুন মালিতে অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আঠাশতম বৈঠকে এটির নাম পুনরায় পরিবর্তন করে বর্তমানের ইসলামিক ইনিভার্সিটি অব টেকনোলোজিতে রূপান্তর করা হয় ।

(আই ইউ টিʼর ওয়েবসাইট থেকে ভাষান্তরিত)

[সম্পাদনা করুন] প্রতিষ্ঠা

বাংলাদেশ সরকারের প্রদান করা ৩০ একর জমিতে ১৯৮১ সালের ২৭ এ মার্চ বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্হাপিত হয় ।

[সম্পাদনা করুন] অগ্রগতি

[সম্পাদনা করুন] কোর্সসমূহ

আই ইউ টিʼর নিম্মলিখিত বিভাগগুলি বি এস সি, এম এস সি, হায়ার ডিপ্লোমাসহ বিভিন্ন কোর্স পরিচালনা করে থাকে -

১. কম্পিউটার সায়েন্স এন্ড ইনফরমেশন টেকনোলোজি

২. ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং

৩. মেকানিক্যাল এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং

৪. ইন্সট্রাকটর ট্রেনিং এন্ড জেনারেল স্টাডিজ

এছাড়াও নিম্নের গবেষনাকেন্দ্র গুলোও নিয়মিত পাঠ্যক্রমে সক্রিয় অবদান রাখছে -

১. এনার্জী এন্ড এনভাইরনমেন্ট সেন্টার

২. রিসার্চ এক্সটেনশন, এডভাইজরি সার্ভিসেস এন্ড পাবলিকেশন

[সম্পাদনা করুন] কম্পিউটার সেন্টার

আই ইউ টির সকল ছাত্রের ব্যবহারের জন্য রয়েছে পর্যাপ্ত কম্পিউটার সজ্জিত কম্পিউটার সেন্টার । কম্পিউটার সেন্টারের অধীনে রয়েছে মাইক্রোকম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ল্যাব, নেটওয়ার্ক ল্যাব, সফটওয়্যার ল্যাব ও হার্ডওয়্যার ল্যাব । এছাড়াও লাইব্রেরীসহ ক্যাম্পাসের অন্যান্য স্হানের কম্পিউটার নভেল নেটওয়্যারের মাধ্যমে সংযুক্ত যা কম্পিউটার সেন্টার নিয়ন্ত্রণ করে থাকে ।

[সম্পাদনা করুন] গ্রন্থাগার

[সম্পাদনা করুন] অবকাঠামো

[সম্পাদনা করুন] হলসমূহ

[সম্পাদনা করুন] ক্যাফেটেরিয়া

[সম্পাদনা করুন] স্টুডেন্টস সেন্টার

[সম্পাদনা করুন] শিক্ষা ভবন

[সম্পাদনা করুন] খেলাধুলা

[সম্পাদনা করুন] মিলনায়তন

[সম্পাদনা করুন] আরও দেখুন

বাংলাদেশের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় - সম্পাদনা

ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি


[সম্পাদনা করুন] বহিঃসংযোগ