আলাপ:আইটি কর্ণার
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এটা কোন বিশ্বকোষীয় ভুক্তি নয়, দয়া করে এধরনের contact info-জাতীয় এন্ট্রি তৈরী করবেন না। এটা মুছে ফেলা হবে। --অর্ণব (আলাপ | অবদান) ১০:১৭, ২৪ আগস্ট ২০০৬ (UTC)
- নিঃসন্দেহে এটি একটি অবিশ্বকোষীয় ভুক্তি। অনতিবিলম্বে নিবন্ধটি মুছে ফেলা উচিত।--বেলায়েত ১১:৩২, ২৪ আগস্ট ২০০৬ (UTC)
এতদিন উইকিতে থাকার পরেও যদি পোলাপান এসব না বুঝে তাইলে কেমনে হইবো? - Peripatetic ১২:৫৩, ২৪ আগস্ট ২০০৬ (UTC)
-
- মনে হয় নিউ দেইখা বুঝে নাই। তবে কথা ঠিক মুইছা ফেলা উচিত। আমিও তো এই নিবন্ধ দেইখা 'চকমা' খাইয়া গেসিলাম। --Hasan.zamil ১৬:০১, ২৪ আগস্ট ২০০৬ (UTC)(অবদান)
অবিলম্বে এটা মুছে ফেলা (speedy deletion) হোক। --রাগিব (আলাপ | অবদান) ০৭:১৯, ২৫ আগস্ট ২০০৬ (UTC)
আমি সকল contact মুছে ফেলছি....-সোহাগ
আরি! আমি মুছার আগেই পাতাটাই হাওয়া! যাই হোক শিক্ষা হলো!-সোহাগ
- সোহাগ ভাই, আপনার অবদান অবশ্যই আমরা খুবই গুরুত্ব সহকারে নেই, এবং আপনার সম্পাদনার জন্য অবশ্যই অসংখ্য ধন্যবাদ। বিভিন্ন বিশ্বকোষীয় বিষয়ে আপনার ইচ্ছা মত তথ্য যোগ করুন। কোন সমস্যা নাই। এই নিবন্ধের বিষয়গুলি আসলে বিশ্বকোষীয় ছিল না, তাই আমরা এটাকে মুছে ফেলার কথা বলেছি। একটা পদ্ধতি হল, কোন কিছু লেখার আগে ভাবুন, আজ হতে ১০ বছর পরে ঐ বিষয়ে কারো কোন জানার আগ্রহ থাকবে কি না। একবার এটা ভাবলেই বুঝতে পারবেন, কোনটা বিশ্বকোষীয়, আর কোনটা না। আমি এই নিবন্ধটিকে ইত্তেফাক পত্রিকার মূল নিবন্ধে রিডাইরেক্ট করে দিয়েছি। ধন্যবাদ। --রাগিব (আলাপ | অবদান) ০৭:৪১, ২৫ আগস্ট ২০০৬ (UTC)