মোটর সাইকেল ডায়েরী
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোটর সাইকেল ডায়েরী (The Motorcycle Diaries; স্পেনীয় শিরোনাম দিয়ারিওস দি মোতোসিক্লেতা) বিপ্লবী নেতা চে গুয়েভারার লেখা একটি বই।
১৯৫২ সালে এর্নেস্তো গেভারা (তখনো তিনি চে নামটি নেন নি) ছিলেন শিক্ষানবীশ ডাক্তার। তিনি ও তার বন্ধু আলবের্তো গ্রানাদো একটি মোটর সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন বুয়েনোস আইরেস থেকে। উদ্দেশ্য: লাতিন আমেরিকা ঘুরে দেখা। এক বছরের অধিক সময় তারা পরিভ্রমন করেন লাতিন আমেরিকার আনাচে কানাচে। প্রায় ১২,০০০ মাইল পাড়ি দেন। এই ভ্রমনের মাধ্যমে এর্নেস্তো গেভারা লাতিন আমেরিকার সাধারান মানুষের দারিদ্র ও দুঃখ-কষ্ট নিজ চোখে দেখতে পান, এবং তার বিপ্লবী রাজনৈতিক চেতনা ধীরে ধীরে জেগে উঠতে থাকে।
মোটর সাইকেল ডায়েরী ২০০৪ সালে একটি চলচ্চিত্রে রূপায়িত হয়। মেক্সিকোর প্রতিভাবান অভিনেতা গেল গার্সিয়া বের্নাল গেভারার চরিত্রে অভিনয় করেন।