প্রবেশদ্বার:কৃষিবিজ্ঞান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সম্পাদনা  

কৃষিবিজ্ঞান প্রবেশদ্বার

কৃষিবিজ্ঞান প্রবেশদ্বারে স্বাগতম।

সম্পাদনা  

নির্বাচিত নিবন্ধ

কাঁঠালের ছবি
বড় করুন
কাঁঠালের ছবি

কাঁঠাল (ইংরেজি: Jackfruit) এক প্রকারের ফল। এটি বাংলাদেশের জাতীয় ফল।

এই ফলের কাঁচা অবস্থায় নাম এঁচোড়। ("এঁচোড়-পাকা" মানে কিন্ত কাঁঠাল নয়, এটা অকালপক্ব (বেশী পাকামি মারা) শিশুদের উপর প্রযোয্য বিশেষণ।) এটি বাংলাদেশের সর্ববৃহৎ আকৃতির ফল। এটি ৮-৩০ ইঞ্চি বা তার ও বড় হতে দেখা যায়। ওজন ৩-৭ কেজি স্বাভাবিকভাবে হয়ে থাকে এর বেশি ও হতে দেখা যায়। সাধারনত: লাল মাটিতে ও উচু এলাকায় বেশি দেখা যায়। গাছের কাঠ হলুদ রংএর, উন্নত মানের দামি কাঠ বলে সমাদৃত।... ... ... আরও জানুন

সম্পাদনা  

নির্বাচিত জীবনী

জর্জ ওয়াশিংটন কার্ভার
বড় করুন
জর্জ ওয়াশিংটন কার্ভার

জর্জ ওয়াশিংটন কার্ভার (জন্ম- ৫ জানুয়ারি ১৮৬৪) আফ্রিকান-আমেরিকান কৃষিবিদ। একজন দাস হিসেবে জন্ম গ্রহণ করলেও, জীব জগৎ নিয়ে তার আকর্ষণ তাকে একজন বিশ্ববিখ্যাত কৃষিবিজ্ঞানী হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। তিনি কাঠ বাদাম হতে প্রায় শতাধিক পণ্য উৎপাদনের পদ্ধতি আবিস্কার করেন। জর্জ কার্ভার ১৮৬৪ সালে ডায়মন্ড গ্রোভ (মিসৌরি) এ মোসেস কার্ভারের ফার্মে জন্ম গ্রহণ করেন। তিনি সমস্যাপূর্ণ ও পরিবর্তনশীল সময়ে জন্মগ্রহন করেন। সময়টা ছিল আমেরিকার গৃহযুদ্ধের শেষ সময়। শিশু জর্জ ও তার মাকে ডাকাতরা অপহরণ করে নিয়ে যায়। তারা তাদের আরাকান্‌স এ বিক্রি করে দেয়। তার পিতার নাম জানা যায় না। কিন্তু তিনি বলেন তার পিতা পার্শবর্তি ফার্মের কোন দাস ছিলেন। মোসেস এর খামারে জর্জ প্রথম প্রকৃতির প্রতি আকৃষ্ট হন। সেখান থেকেই তার নাম হয় "গাছের চিকিৎসক

তার প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয় বার বছর বয়সে, এর ফলে তিনি তার পালক পিতা-মাতাকে ছাড়তে বাধ্য হন। কারণ তখন সেখানে কাল ছাত্র ছাত্রীদের জন্য কোন স্কুল ছিল না। তিনি দক্ষিণ-পশ্চিম মিসৌরির নিউটন কাউন্টিতে চলে আসেন। সেখানে তিনি একটি খামারে কাজ করতেন এবং একটি এক কক্ষের স্কুলে কাজ করতেন। সেখান থেকে তিনি কান্‌সাসে মিননিয়াপুল্‌স হাই স্কুলে ভর্তি হন। বর্ণের কারণে কলেজে ভর্তি কঠিন হয়ে পরে। ত্রিশ বছর বয়সে কার্ভার ইন্ডিয়ানোলা (লোয়া) -এ সিম্পসন কলেজে ভর্তির অণুমতি লাভ করেন। সেই স্কুলে তিনিই প্রথম কালো ছাত্র ছিলেন। স্কুলে কার্ভারের পিয়ানো ও শিল্প বিষয়ে শিখতে হত, কারণ কলেজে বিজ্ঞান বিষয় ছিল না। বিজ্ঞান শেখার উদ্দেশ্যে তিনি ১৮৯১ লোয়া কৃষিবিজ্ঞান কলেজে চলে যান। সেখান থেকে তিনি ১৮৯৪ সালে ব্যাচেলর ডিগ্রি লাভ করেন। ১৮৯৭ সালে তিনি ব্যাক্টেরিয়াল উদ্ভিদবিজ্ঞান ও কৃষিবিজ্ঞান বিষয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। কার্ভার লোয়া স্টেট কলেজ অফ এগ্রিকালচার আন্ড মেকানিক্স-এ শিক্ষকতা শুরু করেন। ঐ কলেজের তিনিই প্রথম কালো শিক্ষক। ... ... ... আরো জানুন

সম্পাদনা  

বিষয়শ্রেণীসমূহ

জীববিজ্ঞান . উদ্ভিদ বিজ্ঞান . অণুজীব বিজ্ঞান . কৃষিবিজ্ঞান . মাৎস বিজ্ঞান

সম্পাদনা  

নির্বাচিত চিত্র

পাট গাছ
বড় করুন
পাট গাছ
সম্পাদনা  

আপনি জানেন কি...

Template:প্রবেশদ্বার:কৃষিবিজ্ঞান/আপনি জানেন কি

সম্পাদনা  

উইকিপ্রকল্পসমূহ

সম্পাদনা  

আপনি কি কি করতে পারেন

১. আধুনিক কৃষি পদ্ধতি নিয়ে লিখতে পারেন।

২. হাইব্রিড উদ্ভিদ নিয়ে লিখতে পারেন।

৩. কীটনাশকের প্রয়োগ ও এর ক্ষতিকর দিক নিয়ে লিখতে পারেন।

৪. পোল্ট্রি ও দুগ্ধ উৎপাদন নিয়ে লিখতে পারেন।

৫. মাৎস চাষ নিয়ে লিখতে পারেন।

সম্পাদনা  

মূল বিষয়সমূহ

Template:প্রবেশদ্বার:কৃষিবিজ্ঞান/মূল বিষয়সমূহ

সম্পাদনা  

সম্পর্কিত প্রবেশদ্বারসমূহ

সম্পর্কিত বিষয়সমূহ

   
প্রবেশদ্বার:রসায়ন
   
প্রবেশদ্বার:বৈজ্ঞানিক পদ্ধতি
রসায়ন বিজ্ঞানের ইতিহাস বিজ্ঞান বৈজ্ঞানিক পদ্ধতি                                 

জীববিজ্ঞানের বিষয়সমূহ

   
প্রবেশদ্বার:মন ও মস্তিস্ক
   
Portal:Cetaceans
   
Portal:Marine life
   
প্রবেশদ্বার:প্রাণ রসায়ন
মন ও মস্তিস্ক জলজ জীবন অণুজীব বিজ্ঞান অনুপ্রাণ ও
কোষ জীবনবিজ্ঞান
প্রাণ রসায়ন

ফলিত জীববিজ্ঞান

   
প্রবেশদ্বার:কৃষিবিজ্ঞান
   
প্রবেশদ্বার:খাদ্য
   
প্রবেশদ্বার:স্বাস্থ্য
   
প্রবেশদ্বার:ঔষধ
জৈবপ্রযুক্তি কৃষিবিজ্ঞান খাদ্য স্বাস্থ্য ঔষধ
   
প্রবেশদ্বার:যৌনবিজ্ঞান
মনোবিজ্ঞান যৌনবিজ্ঞান
সম্পাদনা  

উইকিমিডিয়া


বিস্তারিত তথ্য - প্রবেশদ্বার?

সার্ভার ক্যাশ খালি করুন (Purge server cache)