ব্যবহারকারী আলাপ:Muhammad
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সূচিপত্র |
[সম্পাদনা করুন] স্বাগতম
প্রিয় Muhammad, উইকিপিডিয়াতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনি উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে সহায়তা করবেন। কোনো প্রশ্ন থাকলে আমার আলাপের পৃষ্ঠায় বার্তা রাখুন। ধন্যবাদ। --বেলায়েত 15:39, ১০ এপ্রিল ২০০৬ (UTC)
[সম্পাদনা করুন] কিছু মন্তব্য ও পরামর্শ
আসাদ, আপনার সম্পাদনার বিষয়ে কিছু পরামর্শ দিচ্ছি।
- আপনি অধিকাংশ নিবন্ধে তথ্য ছক, বা ছক আকারে তথ্য দিচ্ছেন। এটা দেখতে একটু দৃষ্টিকটু লাগে। কোন কোন জিনিষ, যেমন সিনেমা, ফুটবল ক্লাব, ইত্যাদির সাধারণ বৈশিষ্ট্য গুলো উল্লেখ করার জন্য তথ্য ছক ব্যবহার করা হয়। ইংরেজী উইকিপিডিয়াতে দেখুন, তথ্যছক ব্যবহারে ওখানে কিন্তু পরিমিতিবোধ রয়েছে। কোন ব্যক্তির জীবনী প্যারাগ্রাফ ও সেকশন আকারে পরিবেশন করাটাই সাধারণতঃ বিশ্বকোষের নীতি, কেবল উইকিপিডিয়া না, ব্রিটানিকা থেকে শুরু করে অধিকাংশ স্থানেই তাই। অল্প একটু তথ্য (যেমন জন্ম মৃত্যু) ব্যবহার করার জন্য বিশাল একটা ছক ব্যবহারের কোনই প্রয়োজন নেই। তাই আপনার নিবন্ধ গুলোতে তথ্য ছক ব্যবহার না করে কথায় প্যারাগ্রাফ আকারে তথ্য যোগ করুন।
- আপনি তালিকা (List) এর ক্ষেত্রে # ব্যবহার করছেন। এটা না করে * ব্যবহার করতে পারেন (অর্থাৎ অসংখ্যায়িত তালিকা)। অনেক ক্ষেত্রে সেটা সুবিধাজনক
- কোন নিবন্ধ, যেমন জীবনী শুরু করলে কিছু তথ্যসূত্র দেওয়া ভালো। আপনার লেখা জীবনী নিবন্ধ গুলোতে উল্লেখিত ব্যক্তিরা in general খুব বেশী পরিচিত ব্যক্তি না। তাই তাঁদের উপরে নিবন্ধ শুরু করলে বাইরের কিছু তথ্য সূত্র উল্লেখ করা দরকার। মনে রাখবেন, উইকিপিডিয়ার কাছে কিন্তু সত্য বা fact গুরুত্বপূর্ণ না, বরং যাচাইযোগ্যতা বা verifiability এখানে মুখ্য বিষয়।
আপনার উৎসাহ দেখে ভাল লাগছে, আশা করি আপনি অনেক ভালো অবদান রাখতে পারবেন। তাই এই পরামর্শ গুলো একটু ভেবে দেখুন। কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতায় লিখুন। ধন্যবাদ। --Ragib ২০:১৮, ১৬ মে ২০০৬ (UTC)
Thank you very much. I will try to abide by the rules. ব্যবহারকারী:Hermitage17.bn
[সম্পাদনা করুন] আরও পরামর্শ
যেহেতু আপনি মৌলিক পদার্থের উপরে নিবন্ধ তৈরী করছেন, সেজন্য আপনার কাজ সহজ করার জন্য একটা পরামর্শ দিচ্ছি। অধিকাংশ মৌলিক পদার্থের নিবন্ধের গঠন common হবে। তাই সেগুলো তৈরী করার জন্য সহজ উপায় Template substitution ব্যবহার করা। আমার ব্যবহারকারী পাতায় আমি ৩টি টেম্পলেট রেখেছিঃ উপজেলা, দিন, এবং জেলার জন্য। উপজেলার টেম্পলেটটিকে দেখে ওরকম মৌলিক পদার্থের একটি টেম্পলেট আপনার user space এ তৈরী করে নিন, কাজ সহজ হবে। ধন্যবাদ। --Ragib ০৫:০৫, ২০ মে ২০০৬ (UTC)
Template:তথ্যছক-মৌলিক পদার্থের বিবরণ টিকে সেট করতে পারছিনা। নিয়ন নিবন্থটি দেখুন। ব্যবহারকারী:Hermitage17.bn
সব template ই তথ্যছক নয়। তথ্যছক শুধু সেসব ছক যেগুলো তথ্য প্রদর্শন করে। যেমন template:তথ্যছক-দেশ অথবা template:তথ্যছক-ক্রিকেটার। আপনার দেওয়া ইসলাম সম্পর্কিত template টি ব্যবহৃত হয় লিঙ্ক প্রদর্শন করার জন্য। সুতরাং এটির তথ্যছক নামটি যথার্থ মনে হচ্ছে না। দয়া করে সঠিক ব্যবহার অনুসারে template এর নাম ঠিক করে নিন। আমি অবশ্য category দিয়ে দিয়েছি। দরকার হলে একই category এর অন্যান্য template দেখতে পারেন। ধন্যবাদ।--বেলায়েত ১৬:০২, ৩ জুন ২০০৬ (UTC)
দেশের নিবন্ধের জন্য আপনি template:তথ্যছক-দেশ ব্যবহার করতে পারেন। দয়া করে দেশের নিবন্ধে তথ্যছক ব্যবহার করলে template টি ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।--বেলায়েত ১৯:৪৬, ৭ জুন ২০০৬ (UTC)
[সম্পাদনা করুন] Date articles
দিন বিষয়ক নিবন্ধে কেবল গুরুত্বপূর্ণ ঘটনা, যেমন যা আজ হতে ১০০ বছর পরেও বিশ্বকোষে ভুক্তির যোগ্য হবে, তা যোগ করা ভালো। যেমন মে ২০ এ চীনের থ্রী গর্জেস ড্যাম সম্পূর্ণ হওয়া। অন্যান্য ঘটনা, যেমন অমুক সম্মেলন শুরু হওয়া, তেমন গুরুত্বপূর্ণ নয়। সেসব ঘটনা ২০০৬ এর ঘটনাপঞ্জী জাতীয় নিবন্ধে যোগ করা যায়।
দিন বিষয়ক নিবন্ধের জন্য এই টেম্পলেটটি ব্যবহার করুন: User:Ragib/date-template. প্যারামিটার হল দিনটির বাংলা নাম (যেমন মে ২০) এবং এটি বছরের কততম দিন (শুরুতে ০ রেখে পরে ঠিক করে নিন ইংরেজী নিবন্ধ থেকে)। ধন্যবাদ। --Ragib ০৮:৪৩, ২৪ মে ২০০৬ (UTC)
[সম্পাদনা করুন] use template for অসম্পূর্ণ
use template অসম্পূর্ণ}} instead of Category:অসম্পূর্ণ]] then the category is added automatically.. along with the expansion link for unfamilier users. thanks --সপ্তর্ষি ১৫:২৯, ১৪ জুন ২০০৬ (UTC)
[সম্পাদনা করুন] ব্যবহারকারী নাম পরিবর্তন
মুহাম্মদ, আপনাকে ইমেইল করে এই ব্যপারে পরামর্শ দিয়েছি, চিন্তা করে দেখুন। --রাগিব ১৫:৪৩, ১৪ জুন ২০০৬ (UTC)
আপনার বাড়ি কী ময়মনসিংহ জেলায়? আমার দাদার বাড়ি জামালপুর জেলার নান্দিনায়। দেশে থাকা অবস্থায় প্রায়ই যাওয়া হত। ময়মনসিংহ এগ্রি ভার্সিটিতে আমার খালু অধ্যাপক ছিলেন, সেখানেও গেছি। --রাগিব (আলাপ | অবদান) ০৭:২৪, ২৮ জুন ২০০৬ (UTC)
Yes I am from Mymensingh. Homeground is in Bhaluka but now live in Mymensingh town. Pleased to be with one from the same place. Hope for a great journey together towards an exqisite encyclopedia. --ব্যবহারকারী:hermitage17.bn
নাম পাল্টানোর জন্য নতুন প্রক্রিয়া শুরু করেছি, যদি নাম পাল্টাতে চান, তাহলে উইকিপেডিয়া:ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন এ গিয়ে আপনার তথ্য যোগ করুন। --রাগিব (আলাপ | অবদান) ২১:১৮, ১৩ জুলাই ২০০৬ (UTC)
[সম্পাদনা করুন] ধন্যবাদ
বাংলা উইকিপিডিয়ার ব্যুরোক্র্যাট পদে আমার নির্বাচনে সমর্থন জানাবার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনাদের আস্থা অনুযায়ী আমি বাংলা উইকিপিডিয়াকে আরও অগ্রসর করতে পারব। --রাগিব (আলাপ | অবদান) ২১:২৬, ১৩ জুলাই ২০০৬ (UTC)
[সম্পাদনা করুন] Username changed
I just changed your username to Muhammad, as requested. Please log out and log in using that user name. --রাগিব (আলাপ | অবদান) ০২:৫৮, ২৭ জুলাই ২০০৬ (UTC)
দয়া করে স্বাক্ষর দেয়ার সময় standard অর্থাৎ চারটি ~ দিয়ে দিবেন। কারণ আপনি সম্পাদনা করছেন Muhammad একাউন্ট থেকে, কিন্তু স্বাক্ষর দিচ্ছেন Hermitage, এটা বিভ্রান্তিকর। তাই সঠিক স্বাক্ষর ব্যবহার করুন। --রাগিব (আলাপ | অবদান) ০৩:০৪, ২৭ জুলাই ২০০৬ (UTC)
ধন্যবাদ। আমি লগআউট করেছি এবং এখন Muhammad নামে সম্পাদনা করছি। আর প্রথমে ভুল করে ফেলেছিলাম। বোঝেনইতো, অনেকদিনের অভ্যাস। এবার থেকে স্বাক্ষর ঠিত করেই দেব। আবারও ধন্যবাদ। মুহাম্মদ ০৩:০৯, ২৭ জুলাই ২০০৬ (UTC) মুহাম্মদ (আলাপ
চারটি টিল্ডা দেয়ার আরেকটা কারণ হল দিন তারিখ যোগ হওয়া, এটা বার্তার তারিখ ঠিক মত দেয়ার জন্য বাঞ্ছনীয়। --রাগিব (আলাপ | অবদান) ০৩:১২, ২৭ জুলাই ২০০৬ (UTC)
[সম্পাদনা করুন] ফেরা
আবার ফিরে এলাম। আই ইউ টির ল্যাবের একটি কম্পিউটারে এখন বাংলা রেখা যায়। এটি তে বসেই কাজ করছি। পরীক্ষার জন্য কিছুদিন হয়তো বন্ধ রাখতে হবে। পরীক্ষার পর আবার শুরু হবে ইনশাল্লাহ। ---- User:Muhammad বিকাল ৬:১৯, ৭ আগস্ট, ২০০৬
এখন আমি ময়মনসিংহে। একটি সাইবার ক্যাফেতে বাংলা সেটআপ করলাম মাত্র। আশাকরি সবগুলোতে সাইবার ক্যাফেতেই বাংলা সেটআপ করব। ---- User:Muhammad
[সম্পাদনা করুন] জুলু
আমি এটার গঠনমূলক বিশ্লেষণ করব। খেয়াল রাখবেন, নির্বাচিত নিবন্ধের প্রস্তাবনা কিন্তু নিবন্ধের খুটিনাটি সবকিছু বিচারের আলোচনা। সেখানে যে কেউ গঠনমূলক সমালোচনা, বিরোধিতা করতে পারবে। কোন বিরোধিতা করলে সেটার সমাধান করা প্রস্তাবক হিসাবে আপনার দায়িত্ব। কোন কিছুকেই personally নিবেন না। (এত কথা বলার উদ্দেশ্য হল, আমাদের এই প্রক্রিয়াটি নতুন শুরু হবে, তাই কোনো ভুল বোঝাবোঝি যাতে না হয়, সেটার ব্যবস্থা করা।)। দরকার হলে ইংরেজি উইকিতে কী হয়, তা দেখে নিন (en:WP:FAC). --রাগিব (আলাপ | অবদান) ০৮:২২, ১২ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
ঠিক আছে মুহাম্মদ ১০:৩৮, ১৫ সেপ্টেম্বর ২০০৬ (UTC)User:Muhammad
[সম্পাদনা করুন] আফ্রিকার ইতিহাস
আপনি যা লিখেছেন তা আফ্রিকার ইতিহাস নয় মানবজাতির বিবর্তন। pleaser move the content to the right article heading. --128.12.147.175 ১০:২০, ১৫ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
[সম্পাদনা করুন] আফ্রিকার ইতিহাস
আমি ইংরেজি নিবন্ধ থেকে অনুবাদ করেছি। আর এটি মানবজাতির ইতিহাস নয় বরং আফ্রিকাতে মানবজাতির বসবাসের ইতিহাস। আফ্রিকার ইতিহাসে কি মানবজাতির বিবর্তন সবচেয় উল্লেখযোগ্য নয়। দেখুন: History of Africa মুহাম্মদ ১০:৩১, ১৫ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
[সম্পাদনা করুন] দুঃখিত
নিয়মিত সম্পাদনা করতে পারছিনা। আসলে আমার কাছে এখন কোন পিসি নেই। আবার যখন কম্পিউটারের সুযোগ পাব তখন সম্পাদনা করার আশা রইল। এখন মাঝে মাঝে করতে পারব সাইবার ক্যাফে থেকে। মুহাম্মদ ১৪:৪৬, ২৫ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
[সম্পাদনা করুন] comment needed
আলাপ:তারামণ্ডল-এ দেখুন।--অর্ণব (আলাপ | অবদান) ০৯:১৫, ৬ নভেম্বর ২০০৬ (UTC)
মন্তব্য করেছি। আবার দেখুন।--অর্ণব (আলাপ | অবদান) ১৩:১৯, ৮ নভেম্বর ২০০৬ (UTC)
[সম্পাদনা করুন] উইকিপদক
মুহাম্মদ, আপনাকে নীচের উইকিপদক দিলাম। আপনার ব্যবহারকারী পাতায় এটা রাখতে পারেন। --রাগিব (আলাপ | অবদান) ০৮:১৭, ১৪ নভেম্বর ২০০৬ (UTC)
ধন্যবাদ। আমি আরও ভাল অবদান রাখার চেষ্টা করবো। -- মুহাম্মদ ০৮:৫৩, ১৪ নভেম্বর ২০০৬ (UTC)
![]() |
উইকিপদক | |
মহা উৎসাহের সাথে অনেক গুলি পূ্র্ণাঙ্গ নিবন্ধ তৈরীর জন্য আপনাকে এই উইকিপদক দিলাম। --রাগিব (আলাপ |
[সম্পাদনা করুন] ধারাবাহিকতা ছক
{{ধারাবাহিকতা ছক}} আগে থেকেই আছে। আপনার তৈরী করা টেম্পলেট গুলি ডুপ্লিকেট হয়ে গেছে। ব্যবহার বিধি দেখতে হলে জিয়াউর রহমান নিবন্ধের শেষে দেখুন। --রাগিব (আলাপ | অবদান) ০৯:৫১, ১৪ নভেম্বর ২০০৬ (UTC)
[সম্পাদনা করুন] Seeking help
Would you please help me making the red links blue in তড়িৎ প্রকৌশল article? Thanks and best regards. Auyon১২:৫৪, ২৫ নভেম্বর ২০০৬ (UTC)
OK. I shall try to help at my best. -- মুহাম্মদ ০৮:৫৩, ২ ডিসেম্বর ২০০৬ (UTC)
[সম্পাদনা করুন] বিদ্যা/বিজ্ঞান
পদার্থবিদ্যা, জীববিদ্যা ইত্যাদি এখন আর বলি না। তাই বলবিদ্যার জায়গায় বলবিজ্ঞান-ই ব্যবহার করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। বিজ্ঞানের উপশাখা মাত্রেই -বিজ্ঞান অন্ত্যপ্রত্যয় ব্যবহার করা হবে, এটাই সাধারণ রীতি হওয়া উচিত, আমার মতে। PS. জ্যোতির্বিজ্ঞান পরিভাষা নিয়ে আপনার লেখা দেখেহি, পরে মন্তব্য করবো। --অর্ণব (আলাপ | অবদান) ০৯:৫৭, ৫ ডিসেম্বর ২০০৬ (UTC)