বদিউল আলম মজুমদার
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আপনি নিবন্ধটিতে যথাযথ উৎস অনুপ্রবেশ করিয়ে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন।
ড. বদিউল আলম মজুমদার (জন্ম: ফেব্রুয়ারি, ১৯৪৬, লাকসাম, কুমিল্লা) একজন অর্থনীতিবিদ, শিক্ষক, গবেষক ও উন্নয়নকর্মী ৷ দি হাঙ্গার প্রজেক্টের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এবং সুজন-সুশাসনের জন্য নাগরিকের সদস্য সচিব ৷ ঢাকা বিশ্ববিদ্যালয়, ক্লিভল্যান্ড স্টেট ইউনিভার্সিটি, সিয়াটোল ইউনিভার্সিটি, ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি ও সেন্ট্রাল ওয়াশিংটন ইউনিভার্সিটিতে তিনি শিক্ষকতা করেছেন ৷ সৌদী রাজ পরিবারের অনুরোধে দীর্ঘ সময় সে দেশের অর্থনৈতিক পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করেছেন ৷ এছাড়া তিনি নাসাতেও কনসালটেন্ট ছিলেন ৷
ড. মজুমদার প্রায় দেড় দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে সাধারণ মানুষের সাথে উন্নয়নের কাজে প্রত্যক্ষ অংশগ্রহণ করে নানা ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করেছেন ৷ তাঁর সে সকল অভিজ্ঞতা বিভিন্ন সময়ে পত্র-পত্রিকাতে প্রকাশিত হয়েছে ৷
তথ্য সূত্র: দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ ওয়েবসাইট