ফণা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কিছু বিষধর সাপ (যেমন কেউটে) ফণা তুলে ভয়াবহ চেহারা বানিয়ে ফোঁস ফোঁস শব্দে নিশ্বাস ছাড়ে ও ছোবল মারার ভান করে (বিষ অপচয় করতে চায় না)।
[সম্পাদনা করুন] গঠন
ফণা হল সাপের চওড়া করা বুক। এদের পাঁজড়ের খাঁচার সামনের দিক খোলা (স্টার্নাম নেই), সেই পাঁজড় ছড়িয়ে ধরলে ফণা তৈরী হয়। আর তখন এরা মাথা জমি থেকে অনেকটা তুলে ধরে।