মুম্বাই
From Wikipedia
মুম্বাই বা মুম্বায় (পুর্বে বম্বে) ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী। এটি ভারতের পশ্চীম তীরের স্বর্ববৃহত জলবন্দর ও প্রায় ১ কোটি ২৭ লক্ষ মানুষের বাসস্থান।
মুম্বাইকে ভারতের অর্থনৈতিক কেন্দ্রবিন্দু বলা হয় কারন ভারতের রিজার্ভ ব্যংক ও বম্বে স্টক এক্সচেন্জ ছাড়াও এখেনে রয়েছে আরো বহু প্রতিষ্ঠানের কেন্দ্রীয় কার্যালয়। ভারতের সিনেমা জগতের মুল, বলিউড, এই একই শহরে অবস্থিত।