বোল্ট্‌স্‌মান ধ্রুবক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বোল্ট্‌স্‌মান ধ্রুবক হলো পরিসংখ্যানিক বলবিদ্যার একটি গুরুত্বপূর্ণ মৌলিক ধ্রুবসংখ্যা যা কিনা তাপমাত্রার মাপকাঠিকে শক্তির এককের সাথে সম্পর্কিত করে থাকে। সাধারণতঃ \,k অথবা \,k_B দ্বারা প্রকাশ করা হয়। এর মান \,1.3806 * 10^{-23} জুল প্রতি কেলভিন অথবা 0.00008617 ইলেকট্রন-ভোল্ট প্রতি কেলভিন।

পার্টিশন অপেক্ষক, বোস-আইনস্টাইন, ফার্মি-ডিরাক অথবা বোল্ট্‌স্‌মান বিন্যাসের ভিত্তিতে নির্ধারিত যে কোন সম্পর্কের মধ্যে বোল্ট্‌স্‌মান ধ্রুবকের উপস্থিতি পরিলক্ষিত হয়।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন