ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মনিষী ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর (২৬ শে সেপ্টেম্বর, ১৮২০ - ২৯ শে জুলাই, ১৮৯১) জন্ম হয়েছিল পশ্চিম বঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। অগাধ পাণ্ডিত্যের জন্য বিদ্যাসাগর উপাধি। আসল নাম ঈশ্বর চন্দ্র বন্দ্যোপাধ্যায়। পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। মাতা ভগবতী দেবী। তিনি ছিলেন একাধারে শিক্ষাবিদ, সমাজসংস্কারক, দার্শনিক, লেখক, অনুবাদক, উদ্যোক্তা, সর্বোপরি নিঃস্বার্থ পরোপকারী। ঊনিশ শতকে বাংলার নবজাগরনে তিনি অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
সূচিপত্র |
[সম্পাদনা করুন] বিধবা বিবাহ
[সম্পাদনা করুন] বিধবা বিবাহ আইন ১৮৫৬
[সম্পাদনা করুন] কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা
[সম্পাদনা করুন] নারী শিক্ষা
১২০০র ও বেশী বালিকা বিদ্যালয় স্হাপন করেন।
[সম্পাদনা করুন] বেথুন স্কুল
[সম্পাদনা করুন] শিশু শিক্ষা
[সম্পাদনা করুন] বর্ণপরিচয়
[সম্পাদনা করুন] বাংলা বর্ণমালা
[সম্পাদনা করুন] বোধদয়
[সম্পাদনা করুন] কথামালা
[সম্পাদনা করুন] কিংবদন্তি ব্যক্তিত্ব
[সম্পাদনা করুন] মাতৃভক্তি
[সম্পাদনা করুন] তার সাহিত্য কর্মসমূহ
- বেতাল পঞ্চবিংশতি
- বাংলার ইতিহাস (১৮৪৮)
- জীবনচরিত (১৮৪৯)
- শকুন্তলা (১৮৫৪)
- মহাভারত (১৮৬০)
- সীতার বনবাস (১৮৬০)
- ভ্রান্তিবিলাস (১৮৬৯)
- অতি অল্প হইল (১৮৭৩)
- আবার অতি অল্প হইল (১৮৭৩)
- ব্রজবিলাস (১৮৮৪)
- রত্নপরীক্ষা (১৮৮৬)
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।