আমলকী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আমলকী একপ্রকার ভেষজ ফল। এর বহুবিধ ঔষধি গুণ রয়েছে। এটি রুচিবর্ধক। ১০-২০ ফুট উচ্চতা বিশিষ্ট পাতা ঝরা গাছ। হালকা সবুজ পাতা, যৌগিক পত্রের পত্রক ছোট, ১/২ ইঞ্চি লম্বা হয়। হালকা সবুজ স্ত্রী ও পুরুষফুল একই গাছে ধরে। ফল হালকা সবুজ বা হলুদ ও গোলাকৃতি ব্যাস ১/২ ইঞ্চির কম বেশি হয়। কাঠ অনুজ্জল লাল বা বাদামি লাল। ভিটামিন সি এর পরিমান গড়ে ১০০ গ্রামে ৭০০-১৬০০ মিলি গ্রাম। আন্যতম ভিটামিন সির উৎস। বাংলদেশ, ভারত, শ্রীলংকা, মায়ানমার, মালয়শিয়া ও চীনে দেখা যায়। বাংলাদেশের প্রায় সব অঞ্চলে ই দেখা যায়। আগষ্ট - নভেম্বর পর্যন্ত পাওয়া যায়। রুচিবর্ধক। গাছ ৪/৫ বছর বয়সে ফল দেয়।


বৈজ্ঞানিক নাম: Emblica Officinalis Gaertn. পরিবার: Euphorbiaecae ইংরেজি নাম: Indian gooseberry



ঔষধিগুন

  1. আমলকী কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর কাজ করে।
  2. বমি বন্থে কাজ করে।
  3. দীর্ঘমেয়াদি কাশি সর্দি হতে উপকার পাওয়ার জন্য আমলকীর নির্যাস উপকারী।


এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন
অন্যান্য ভাষা