ব্যবহারকারী:সামীরুদ্দৌলা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সামীর নভেম্বর মাসের ১২ তারিখ থেকে কিছুদিন একটি ছোট উইকিছুটিতে থাকবেন। ফিরবেন এই মাসের শেষে, Acoustical Society of America-র হনলুলু সম্মেলন থেকে ফিরে এসে। সামীর ডিসেম্বর মাস পর্যন্ত একবারও উইকিপিডিয়াতে খোদানাখাস এসে পড়ে আল্লাহ্ তাঁকে মাফ করুক!
আমি সামীরুদ্দৌলা খান, ভাষাবিজ্ঞানে (ভাষাতত্ত্বে) পিএইচডি করছি, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের লস এঞ্জেলেস ক্যাম্পাস বা ইউসিএলএর ভাষাবিজ্ঞান বিভাগে।
মাফ করুন! আমি যদিও ছোটবেলায় শুধু পূর্বাঞ্চলিক বাংলাই বলতাম, যুক্তরাষ্ট্রে থেকে মার্কিন ইংরেজীই আমার মাতৃভাষা মত হয়ে গেছে। শুদ্ধ বাংলা আমার জন্য আরও বেশী কঠিন। সেজন্য আমার ইংরেজী পাতায় আপনাকে পাঠাচ্ছি।
![]() |
উইকিপদক | |
দৈনন্দিন জীবনে আমরা সাবলীল ভাবে কতকিছুই উচ্চারণ করে যাই অথচ তার ভেতরে আমাদের শ্বাসযন্ত্রকে কতরকম জটিল প্রক্রিয়া করতে হয় তা সামীরুদ্দৌলার নিবন্ধগুলি পড়ার আগে সেভাবে ভেবেই দেখিনি। বাংলা ও অন্যান্য ভাষার ধ্বনিতত্ত্ব সম্বন্ধে গুরুত্বপূর্ণ অনেক নিবন্ধ শুরু করার জন্য সামীরুদ্দৌলাকে এই জীবনের তারকা পদক দিলাম।--সপ্তর্ষি(আলাপ |