ছাতা (ছত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রঙীন ছাতা
বড় করুন
রঙীন ছাতা
"ছাতা" এখানে পুনর্নিদেশিত হয়েছে। শিরোনামের অন্য ব্যবহার, দেখুন ছাতা (দ্ব্যর্থতা নিরসন)

ছত্র, ছত্রী, ছাতি, Umbrella

রোদ বা বৃষ্টি হতে মাথা বাঁচাবার জন্য প্রাচীনকাল থেকে ছাতা ব্যবহার হয়ে আসছে। পরে রংবেরঙের ছাতা কখনো ফ্যাসন কখনো মর্যাদার প্রতীক হিসাবেও বহুভাবে ব্যবহার হয়েছে ।

সূচিপত্র

[সম্পাদনা করুন] ছাতার বাঁট

হাতে ধরার দণ্ড। অনেক সময় হাতল ধরার বা ঝুলিয়ে রাখার সুবিধার্থে আঁকশির মত বাঁকা হয়।

[সম্পাদনা করুন] ছাতার উপরের অংশ

  • কাপড়ের ছাতা
  • তালপাতার ছাতা
  • কাঠের ছাতা

হিউয়েন সাং ইত্যাদি পরিব্রাজকদের পিঠে বাঁধা ছাতা

[সম্পাদনা করুন] ভাঁজ করা ছাতা

[সম্পাদনা করুন] ছত্রবাহক

রাজারাজড়াদের সঙ্গে তাদের মাথায় ছাতা ধরে ছত্রবাহক ঘুরত।

[সম্পাদনা করুন] ব্যাঙের ছাতা

বেসিডিওমাইসেটস জাতীয় ছত্রাককে ব্যাঙের ছাতা বলা হয়, কারণ এরা দেখতে অনেকটা খোলা ছাতার মত লাগে।

[সম্পাদনা করুন] সাহিত্যে ছাতা

কল্পবিজ্ঞানে ছাতা হতে পারে প্যারাশুট, নৌকা ইত্যদি।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন