জানুয়ারি ১
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জানুয়ারি ১ গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১ম (অধিবর্ষে ১ম) দিন। এ ক্যালেন্ডারে মাসগুলো হলো জানুয়ারি থেকে ডিসেম্বর। তবে মধ্যযুগে অন্য দিনকে জুলিয়ান ক্যালেন্ডারের প্রথম দিন হিসাবে ধরা হতো। ১৪৫০ থেকে ১৬০০ সালের মধ্যে পশ্চিম ইউরোপের বেশিরভাগ দেশ এই দিনেক বছরের প্রথম দিন হিসাবে গ্রহণ করে।
সূচিপত্র |
[সম্পাদনা করুন] ঘটনাবলী
- ৪৫ খ্রিস্টপূর্বাব্দ - জুলিয়ান ক্যালেন্ডারের সূচনা।
- ৪০৪-রোমে সর্বশেষ গ্ল্যাডিয়েটর প্রতিযোগিতা অনুষ্টিত।
- ৬৩০-হযরত মুহাম্মদ (সা:) এর মক্কা জয়ের জন্য যাত্রা শুরু।
- ৯৯০ - কিয়েভীয় রুস জুলিয়ান পঞ্জিকা গ্রহন করে।
- ১৪৩৮ - হ্যাবসবার্গ বংশের দ্বিতীয় আলবার্ট হাঙ্গেরীর রাজা হিসাবে অধিষ্টিত হন।
- ১৬০০ স্কটল্যান্ড এ জুলিয়ান পঞ্জিকার প্রচলন হয়।
- ১৬৫১ - ইংল্যান্ডের দ্বিতীয় চার্লস স্কটল্যান্ড এর রাজা হিসাবে অভিষিক্ত হন।
- ১৬৭৩ - নিউ ইয়র্ক ও বস্টন শহরের মধ্যে নিয়মিত ডাক যোগাযোগ শুরু হয়।
[সম্পাদনা করুন] জন্মদিন
- ৭৬৬ - আলি আর-রিডা, শিয়া ইমাম (মৃত্যু ৮১৮)।
- ১৮৯৪ - সত্যেন্দ্র নাথ বসু (সত্যেন বোস), একজন বাঙালি পদার্থবিদ।
- ১৯০৩ - জসীম উদ্দীন, বাংলাদেশের একজন বিখ্যাত কবি।
- ১৯১৪ - অদ্বৈত মল্লবর্মণ, বাঙালি ঔপন্যাসিক।
- ১৯৪৬ - রিভেলিনো, প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার।
[সম্পাদনা করুন] মৃত্যুদিন
- ৮৭৪ হাসান আল-আসকারী
- ১৭৪৮ - ইয়োহান বার্নুয়ি, সুইজারল্যান্ডীয় গণিতবিদ।
[সম্পাদনা করুন] ছুটি ও অন্যান্য
- নববর্ষ (গ্রেগরিয়ান বর্ষপঞ্জী)
[সম্পাদনা করুন] বহি:সংযোগ
বিবিসি এই দিনে [1]