বাংলাদেশ মিউজিকাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বাম্‌বা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলাদেশ মিউজিকাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বাম্‌বা) বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের সাথে জড়িত দল গুলোর একটি সংগঠন। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালে। প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম ছিল ফীড্‌ব্যাক,মাইল্‌স্‌,রেনেসাঁ,সোল্‌স। মূলত রেনেসাঁ ব্যান্ডের সদস্য ফয়সাল সিদ্দিকী বগী এর উৎসাহে মাকসুদুল হক,হামিন আহমেদ এবং এদের মত আরো কিছু তরুণের উদ্যোগে বাম্‌বা এর সৃষ্টি। ১৯৮৭ সালের প্রলয়ঙ্করী বন্যা এবং ১৯৮৮ সালের বন্যা তে দূর্গত মানুষের সাহায্যার্থে বাম্‌বা আয়োজন করেছিল ওপেন এয়ার কনসার্ট।সেই সময়তেই মূলত বাম্‌বা একটি সংগঠন হিসেবে অধিক পরিচিতি লাভ করে।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন