বাংলা (ব্যান্ড)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা বাংলাদেশের একটি বহুল জনপ্রিয় ব্যান্ড। তারা মূলত আধুনিক সঙ্গীত-সরঞ্জামের সমন্বয়ে গ্রাম-বাংলার সনাতন বাউল সঙ্গীত গেয়ে থাকেন। ব্যান্ডের প্রধান গায়িকা আনুশেহ্‌ আন্‌দিল এর মতে বাংলা হচ্ছে 'নকল বাউল'। তাদের প্রথম এলবাম কিংকর্তব্যবিমূঢ় বাংলাদেশের শহুরে তরুনসমাজের কাছে বেশ জনপ্রিয়তা পায়। বর্তমানে বাউল-ফিউশন সঙ্গীতের যে ধারা দেশে প্রচলিত হয়েছে, বাংলা সেই ধারার অগ্রভাগে রয়েছে। বাংলা বিদেশেও অনেকবার অনুষ্ঠান করেছে।

[সম্পাদনা করুন] ব্যান্ডের সদস্যবৃন্দ

  • আনুশে (ভোকাল)
  • বুনো (গিটার)
  • অর্ণব (ভোকাল ও গিটার)

প্রখ্যাত ঢোল-বাদক নজরুল প্রায়শই ব্যান্ডের সাথে বাজিয়ে থাকেন। আনুশে ও বুনো সম্পর্কে স্বামী-স্ত্রী হন।

[সম্পাদনা করুন] এলবাম

  • কিংকর্তব্যবিমূঢ়
  • প্রত্যুতপন্নমতিত্ব

[সম্পাদনা করুন] উল্লেখযোগ্য গান

  • তোমার ঘরে বাস করে
  • রাত পোহালে পাখি বলে
  • ঘাটে লাগাইয়া ডিঙ্গা
  • নামাজ আমার হইলো না আদায়