বিড়ি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হাতে তৈরি এক ধরনের সস্তা সিগরেট। দাম কম এবং হাতে বানান যায় বলে গ্রামের কৃষক শ্রমিকের কাছে খুবই জনপ্রিয় ধুমপান সামগ্রি। শুকনো তামাক পাতা সরাসরি কাগজে বা সুপারির পাতার ভিতেরর পাতলা অংশে মুড়ে পান করা হয়। সরাসরি তামাক পাতা বলে এর ক্ষতিকর প্রভাব বেশি হওয়ার কথা।