স্টিভেন জেরার্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্টিভেন জেরার্ড
ব্যক্তিগত তথ্য
জন্মতারিখ ৩০ মে ১৯৮০
জন্মস্থান হুইস্টন, মার্সিসাইড, ইংল্যান্ড
উচ্চতা ৬'১(১.৮৫ মি)
ডাকনাম "স্টিভি জি"
অবস্থান মধ্যমাঠ
ক্লাব তথ্য
বর্তমান ক্লাব লিভারপুল
নম্বর
যুব ক্লাব
১৯৮৯–১৯৯৮ লিভারপুল
পেশাদারী ক্লাব*
বছর ক্লাব উপস্থিতি (গোলসংখ্যা)
১৯৯৮–বর্তমান লিভারপুল ২৩২ (৩৭)
জাতীয় দল
২০০০–বর্তমান England ৪৭ (৯)

* পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা
শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে  এবং
১ জুলাই ২০০৬ তারিখ অনুযায়ী সঠিক।
** জাতীয় দলে উপস্থিতি ও গোলসংখ্যা
২৫ জুন ২০০৬ তারিখ অনুযায়ী সঠিক।

স্টিভেন জেরার্ড ইংল্যান্ড ফুটবল দলের সদস্য। তাঁর জন্ম ১৯৮০সালের ৩০শে মে ইংল্যান্ডের হুইস্টোন এ।

অবস্থান: মাঝমাঠ।

বর্তমান ক্লাব: লিভারপুল ।

ক্লাব দলের তিনি অধিনায়ক।মাঝমাঠের খেলোয়াড় হলেও দলের প্রয়োজনে আক্রমনভাগ এমনকি রক্ষনভাগেও খেলে থাকেন । দ্রুতগতির দৌড়,তীব্র শট এবং অনুপ্রেরনা যোগানোর জন্য তিনি খুব জনপ্রিয় এবং বর্তমানে বিশ্বের অন্যতম সেরা মাঝমাঠের খেলোয়াড়।

[সম্পাদনা করুন] অর্জন

ব্যাক্তিগত:

পিএফএ সেরা খেলোয়াড় (২০০৬)

উয়েফা চ্যাম্পিয়নস লীগ সেরা খেলোয়াড় (২০০৪-২০০৫)

পিএফএ সেরা তরুণ খেলোয়াড় (২০০১)

ক্লাব:

এফএ কাপ (২০০০-২০০১,২০০৫-২০০৬)

উয়েফা চ্যাম্পিয়নস লীগ (২০০৪-২০০৫)

লীগ কাপ (২০০০-২০০১,২০০২-২০০৩)

ইউরোপিয়ান সুপার কাপ (২০০১-২০০২)

চ্যারিটি শিল্ড (২০০১-২০০২)

উয়েফা কাপ (২০০০-২০০১)

[সম্পাদনা করুন] গোলসংখ্যা

২০০৬ সালের জুলাই পর্যন্ত হিসাব।

আন্তর্জাতিক-৪৭ ম্যাচে ৯ গোল।

ক্লাব ম্যাচ-২৩২ ম্যাচে ৩৭ গোল ।