দ্য লাস্ট সাপার (চিত্রকর্ম)
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দ্য লাস্ট সাপার ইতালীয় চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা বিখ্যাত চিত্রকর্ম।মোনালিসার পর এই ছবিটিকেই লিওনার্দোর সেরা কীর্তি হিসেবে মনে করা হয়। ধারণা করা হয় ১৪৯৫-১৪৯৮ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে ছবিটি আঁকা হয়েছিল। ছবিটি তে মাঝখানে উপবিস্ট যিশুখ্রিস্টকে তাঁর চারপাশে শিষ্যদের নিয়ে শেষ নৈশ ভোজনে রত অবস্থায় দেখা যাচ্ছে। যিশুর শেষ নৈশ ভোজন নিয়ে বেশ কয়েকটি চিত্রকর্ম অংকিত হয়েছে। তবে লিওনার্দোর আঁকা এই চিত্র ই সবচেয়ে বিখ্যাত। এছাড়া তিনতোরেত্তো,সিমন উশাকভ,জ্যাকপ বাসানো এদের আঁকা লাস্ট সাপারের চিত্র শিল্প জগতে বেশ পরিচিত।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।