স্মৃতি অম্লান
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্মৃতি অম্লান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বিজড়িত একটি স্মৃতিসৌধ। এটি রাজশাহী শহরের ভদ্রা এলাকায় অবস্থিত। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ১৯৯১ সালের ২৬শে মার্চ স্মৃতিসৌধটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। স্মৃতিসৌধের মূল পরিকল্পনা করছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার আবদুর রব। এর স্থপতি রাজিউদ্দিন আহমেদ।
[সম্পাদনা করুন] স্থাপত্য তাৎপর্য
ভূমি থেকে স্মৃতিসৌধটির উচ্চতা ৭১ ফুট। এই সৌধে মোট ৩টি স্তম্ভ রয়েছে। প্রতিটি স্তম্ভের ১০টি করে মোট ৩০ টি ছিদ্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদকে স্মরণ করা হয়েছে। প্রতিটি স্তম্ভের গায়ে ২৪ টি করে ধাপ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ২৪ বছরের পরিক্রমাকে নির্দেশ করে। এছাড়া বাদীমূলে নীল-শুভ্র পাথরের আচ্ছাদন যুদ্ধকালীন সময়ে নির্যাতিত নারীদের বেদনার ইঙ্গিত বহন করে। সৌধের চূড়ায় রাখা আছে বাংলাদেশের মানচিত্র সম্বলিত গোলক।