জিমি ফ্লয়েড হ্যাসেলবেইংক্
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জিমি ফ্লয়েড হ্যাসেলবেইংক্ (Jimmy Floyd Hasselbaink) হল্যান্ডের একজন কৃতি স্ট্রাইকার। তিনি বিলেতের প্রিমিয়ার লীগে লিড্স্ ইউনাইটেড, চেল্সি ও মিড্ল্সব্রো (Middlesbrough) দলের পক্ষে খেলেছেন। তিনি দুই বার প্রিমিয়ার লীগের সর্বোচ্চ গোলদাতার সম্মান অর্জন করেন।