হামিদুর রহমান (চিত্রশিল্পী)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হামিদুর রহমানের নকশা অনুসারে নির্মিত শহীদ মিনার
বড় করুন
হামিদুর রহমানের নকশা অনুসারে নির্মিত শহীদ মিনার

হামিদুর রহমান (১৯২৮-নভেম্বর ১৯, ১৯৮৮) ছিলেন বাংলাদেশী চিত্রশিল্পী। চিত্রশিল্পী হলেও ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত শহীদ মিনারের স্থপতি হিসেবে তিনি সমধিক পরিচিত। হামিদুর রহমান ১৯২৮ সালে পুরনো ঢাকার ইসলামপুরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মির্জা ফকির মোহাম্মদ এবং পিতামহ মির্জা আবদুল কাদের সরদার।

ঢাকা আর্টস স্কুল (বর্তমান চারুকলা ইন্সটিটিউট) থেকে চিত্রকলার উপর প্রাথমিক শিক্ষা গ্রহণ করে তিনি উচ্চশিক্ষার্থে বিদেশ যান। প্যারিসের ইকোল দ্যা বোজ আর্টস (Ecole des Beux Arts) শিক্ষা গ্রহণ করে লন্ডনের সেন্ট্রাল স্কুল অব আর্টস অ্যান্ড ডিজাইন থেকে ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেন। ১৯৫৬ সালে দেশে ফিরে আসেন। ১৯৫৮ সালে যুক্তরাষ্ট্রে যান। ১৯৫৯-১৯৬০ পর্যন্ত তিনি পেনসিলভিয়া অ্যাকাডেমি অব ফাইন আর্টস- চিত্র কলা বিষয়ে গবেষণায় নিযুক্ত ছিলেন।

হামিদুর রহমানের রূপকল্পনা অনুসারে ১৯৬২ সালের ১২ই ফেব্রুয়ারি সংশোধিত আকারে শহীদ মিনারের নির্মাণকাজ কাজ শুরু হয়। ১৯৬৩ সালের ২১শে ফেব্রুয়ারি নতুন শহীদ মিনারের উদ্বোধন করা হয়।

হামিদুর রহমান ১৯৮৮ সালের ১৯শে নভেম্বর কানাডার মন্ট্রিলে মৃত্যুবরণ করেন।

[সম্পাদনা করুন] বহিঃসংযোগ

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন