জাহানারা ইমাম
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জাহানারা ইমাম ( মে ৩, ১৯২৯ — জুন ২৬, ১৯৯৪) একজন বাংলাদেশী লেখিকা, শহীদ জননী, কথাসাহিত্যিক, শিক্ষাবিদ এবং একাত্তরের ঘাতক দালাল বিরোধী আন্দোলনের নেত্রী। তাঁর বিখ্যাত গ্রন্থ একাত্তরের দিনগুলি।
সূচিপত্র |
[সম্পাদনা করুন] জন্ম ও প্রাথমিক জীবন
১৯২৯ সালের ৩ মে বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুন্দরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার কর্মস্থল রংপুর জেলায় শৈশব ও কৈশোর কাটান। প্রাইভেট এ ম্যাট্রিক (১৯৪২), কারমাইকেল কলেজ থেকে আই এ (১৯৪৫) এবং কোলকাতার লেডি ব্রোবোর্ন কলেজ থেকে বি এ পাশ করেন। এরপর শিক্ষাগত পেশায় আত্মনিয়োগ করেন। পাশাপাশি উচ্চতর শিক্ষাও চালিয়ে যান। এরপর ১৯৬৪ ষালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি এড (১৯৬৪) ও এম এ (১৯৬৫) পাশ কেরন। যুক্তরাষ্ট্র থেকে ফুলব্রাইট বৃত্তি নিয়ে শিক্ষায় সার্টিফিকেট লাভ করেন।
[সম্পাদনা করুন] কর্মজীবন
শিক্ষক হিসাবে তার কর্মময় জীবনের প্রথম কাল কাটে ময়মনসিংহ শহরে। সেখানে বিদ্যাময়ী বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে১৯৪৮ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত তিনি কর্মরত ছিলেন। এরপর তিনি ঢাকায় চলে আসেন। ঢাকার সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (১৯৫২-১৯৬০), বুলবুল একাডেমি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক (১৯৬২-১৯৬৬)এবং ঢাকা টিচার্স ট্রেণিংকলেজের প্রভাসক (১৯৬৬-১৯৬৮)হিসাবে তার কর্মজীবন অতিবাহিত হয়। তিনি কিছুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটেও খন্ডকালীন শিক্ষক হিসাবে কাজ করেন।
[সম্পাদনা করুন] পুরস্কার ও স্বীকৃতি
সাহিত্যকর্মের জন্য তিনি ১৯৮৮ সালে "বাংলাদেশ লেখিকা ষংঘ সাহিত্য পুরস্কার" ও "কমর মুষতারী সাহিত্য পুরস্কার" লাভ করেন। ১৯৯১ সালে তিন বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
[সম্পাদনা করুন] মুত্যু
দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে জাহানারা ইমাম ১৯৯৪ সালের ২৬ জুন মৃত্যুবরণ করেন।
[সম্পাদনা করুন] গ্রন্থতালিকা
[সম্পাদনা করুন] শিশু সাহিত্য
- গজকচ্ছপ (১৯৬৭)
- সাতটি তারার ঝিকিমিকি (১৯৭৩)
- বিদায় দে মা ঘুরে আসি (১৯৮৯)
[সম্পাদনা করুন] অনুবাদ
- জাগ্রত ধরিত্রী (১৯৬৮)
- তেপান্তরের ছোট্ট শহর (১৯৭১)
- নদীর তীরে ফুলের মেলা (১৯৬৬)
[সম্পাদনা করুন] মুক্তিযুদ্ধ
- বীরশ্রেষ্ঠ (১৯৮৫)
- একাত্তরের দিনগুলি (১৯৮৬)
[সম্পাদনা করুন] অন্যান্য
- অন্য জীবন (১৯৮৫)
- জীবন মৃত্যু (১৯৮৮)
- শেক্সপীয়রের ট্রাজেডি (১৯৮৯)
- নি সঙ্গ পাইন (১৯৯০)
- বুকের ভিতরে আগুন (১৯৯০)
- নাটকের অবসান (১৯৯০)
- দুই মেরু (১৯৯০)
- প্রবাসের দিনলিপি (১৯৯২)
- ক্যান্সারের সঙ্গে বসবাস (১৯৯১)
- বাংলা উচ্চারণ অভিধান (যৌথভাবে সম্পাদিত) (১৩৭৫)
- An Introduction to Bengali Language and Literature (Part-I)(1983)