দাদ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সংক্রামক চর্মরোগ। ইংরাজী নাম "রিং ওয়ার্ম" বা "টিনিয়া"। তবে এর কারণ কোন "ওয়ার্ম" বা ক্রিমি নয়। এর কারণ ত্বকের উপরের দিকে (superficially) ছত্রাক সংক্রমণ।
সূচিপত্র |
[সম্পাদনা করুন] দাদের ছত্রাক
তিনরকম :
- ট্রাইকোফাইটন
- এপিডার্মফাইটন
- মাইক্রোস্পোরাম
[সম্পাদনা করুন] সংক্রমিত অঙ্গ
শরীরের যেকোন অঙ্গের চামড়ায় হতে পারে।
- টিনিয়া ক্রুরিস =কুঁচকির (groin) দাদ
- টিনিয়া ক্যাপাইটিস=মাথার দাদ
- টিনিয়া কর্পোরিস= শরীরে(trunk) বা হাত পায়ে দাদ
- টিনিয়া পেডিস (অ্যাথলেট'স ফুট)= পায়ের পাতায় দাদ
- টিনিয়া আঙ্গুয়াম= নখে দাদ
মাথায় চিরুণী দ্বারা ও পায়ে পুরোন মোজা দ্বারা সংক্রমিত হতে পারে।
[সম্পাদনা করুন] উপসর্গ
চুলকুনি দিয়ে শুরু। গোল চাকা দাগ (ring)। বাইরের দিকে চাকাটি বাড়তে থাকে, ভিতর দিকটা ঠিক হতে থাকে। চাকার পরিধি বরাবর চামড়া শুকড়িয়ে শল্ক(scale) উঠে আসে। পরে লাল হয়ে জ্বালা করে, রস বের হয়।
[সম্পাদনা করুন] নিরাময়
সাধারণতঃ ছত্রাকঘাতী (antifungal) ক্রিমে কাজ হয়। মাথা বা নখে হলে খাবার জন্য বড়ি দেওয়ারও দরকার পড়তে পারে।