ক্রিস্টফ কখ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ক্রিস্টফ কখ (জন্ম: ১৩ই নভেম্বর, ১৯৫৬, ক্যানসাস সিটি, মিসৌরি, মার্কিন যুক্তরাষ্ট্র) একজন মার্কিন স্নায়ুবিজ্ঞানী৷ তিনি উত্তর আফ্রিকা ও ইউরোপে শিক্ষালাভ করেন৷ অ-রৈখিক তথ্য প্রক্রিয়াকরণ বিষয়ে গবেষণার জন্য জার্মানির ম্যাক্স প্ল্যান্ক ইন্সটিটিউট থেকে ১৯৮২ সালে তিনি পি এইচ ডি ডিগ্রী লাভ করেন৷ তিনি ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনলজি-র সাথে ১৯৮৬ সাল থেকে জড়িত এবং বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়টির বোধন- ও আচরণগত জীববিজ্ঞান বিভাগে লোয়া এন্ড ভিক্টর ট্রোয়েন্ডল অধ্যাপক৷ ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি ক্যালটেকের "Computation and Neural Systems" (পরিগণন ও স্নায়ু তন্ত্রসমূহ্) প্রকল্পের নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন৷

কখ নব্বইয়ের দশকের শুরুর দিক থেকে সক্রিয়ভাবে প্রচার করতে থাকেন যে চেতনাকে একটি বৈজ্ঞানিকভাবে পরীক্ষণীয় সমস্যা হিসেবে বিবেচনা করা যেতে পারে৷ তিনি যুক্তি দেন যে, আধুনিক স্নায়ুবিজ্ঞানে ব্যবহৃত নানা হাতিয়ারের সাহায্যে চেতনা নিয়ে গবেষণা করা সম্ভব৷ নোবেল পুরষ্কার বিজয়ী জীববিজ্ঞানী প্রয়াত ফ্রান্সিস ক্রিক তাঁর গবেষণার প্রধান সহযোগী ছিলেন৷ কখ Association for the Scientific Study of Consciousness-এর ২০০৫ সালের সভার আঞ্চলিক আয়োজক ছিলেন৷

[সম্পাদনা করুন] প্রকাশিত গ্রন্থাবলি

  • Biophysics of Computation: Information Processing in Single Neurons, Oxford U. Press, (1999), ISBN 0195181999
  • The Quest for Consciousness: a Neurobiological Approach, Roberts and Co., (2004), ISBN 0974707708

[সম্পাদনা করুন] বহির্সংযোগসমূহ

অন্যান্য ভাষা