ব্যবহারকারী আলাপ:Bellayet
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
![]() পুরাতন বার্তা সংকলন |
|
---|---|
সংকলন ০১ |
সূচিপত্র |
[সম্পাদনা করুন] বছর
বছর নিবন্ধ তৈরী শেষের দিকে। ১০০০-২০০৮ হয়ে গেছে। ১-৯৯৯ এখন চলছে। ক্যাটেগরি গু্লিও তৈরী করে দিব এর পরে। আর কোনো নিবন্ধ তৈরীর অনুরোধ থাকলে জানাবেন। --রাগিব (আলাপ | অবদান) ১৭:২৪, ২৬ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
- বেলায়েত, জন্ম/মৃত্যুদিনটি তারিখ নিবন্ধে যোগ করার পাশাপাশি বছর নিবন্ধেও যোগ করুন। --রাগিব (আলাপ | অবদান) ১৭:৪৮, ২৭ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
- রাগিব ভাই, বছর এর পাতায় এভাবে খুচরা ভাবে না যোগ করে যখন তারিখের পাতা গুলো মোটামুটি একটা পূর্ণতায় চলে আসলে। তখন মাস দেখে দেখে একবারে বছরের গুলো যোগ করতে চেয়েছিলাম। আসলে একসাথেও করা যেত যদি সবাই সাহায্য করতো, কিন্তু এ ব্যাপারে কেউ আগ্রহী মনে হয় না।--বেলায়েত ১৭:৫৬, ২৭ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
-
-
- অসুবিধা নাই, আপনার সুবিধা অনুযায়ী করুন। অন্যরা সাহায্য আস্তে আস্তে করবে, কাউকে না কাউকে তো কাজটা শুরু করতে হবে। আমি যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করবো। এই পুরা কাজটা স্বয়ংক্রিয় করা গেলে খুবই ভালো হতো, কিন্তু এই গুলি তো আসলে গুছানো অবস্থায় নাই যে সহজেই প্রোগ্রাম লিখে যোগ করা যাবে। দেখি, আমি পরবর্তীতে আপনাকে সাহায্য করার জন্য অন্ততঃ কোন বছর নিবন্ধকে কোন কোন অন্য নিবন্ধ লিঙ্ক করছে, তার তালিকা তৈরী করে দিব প্রোগ্রাম লিখে। এতে করে কিছুটা হলেও কাজ কমবে। --রাগিব (আলাপ | অবদান) ১৯:১২, ২৭ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
-
[সম্পাদনা করুন] প্রবেশদ্বারঃজৈবপ্রযুক্তি
আমাকে জৈবপ্রযুক্তির প্রবেশদ্বার তৈরি করতে সাহায্য করূন। ধন্যবাদ। মুনতাসির ১৬:৪৫, ২৮ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
- আসলে বাংলাউইকিতে যে সকল প্রবেশদ্বার আছে তার নিয়মিত দেখ ভাল করার লোক নাই। মানে একবার তৈরি করে দিয়েছি ব্যাস এখানেই শেষ। নিয়মিত পরিবর্ধন পরিবর্তন নতুন কিছু যোগ করা নিয়মিত নির্বাচিত নিবন্ধ, চিত্র পরিবর্তন করা এসব হয় না। সমস্যা নাই আমি করে দেব। ৩০ মিনিটের ব্যাপার।--বেলায়েত ১৭:০৬, ২৮ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
-
- বেলায়েত ভাই। এখানে letter spacing এবং word spacing ব্যবহার করলে ইন্টারনেট এক্সপ্লোরার -এ ঠিক দেখালেও মোজিলা ফায়ারফক্স এবং অপেরা তে ঠিক দেখা যাচ্ছে না। যেটা space ব্যবহার না করলে দেখা যায়। আপনি একটু দেখবেন মোজিলা বা অপেরা ব্যবহার করে ঠিক দেখা যাচ্ছে কি না? এই জন্যই পরিবর্তন করেছিলাম। ধন্যবাদ।--রাজিবুল ১৪:৫৩, ২৯ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
- আরে ভাই আগে তো জিনিসটা শেষ হতে দিন।--বেলায়েত ১৫:০০, ২৯ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
- দুঃখিত। আমি আসলে আপনার revert নিয়ে কোন প্রশ্ন করতে চাইনি। আমার browser settings -এ কোন সমস্যার কারনে এটা হচ্ছে কিনা সেই ব্যাপারটাও নিশ্চিত হতে চাইছিলাম। ধন্যবাদ। এইরকম ভুল আর হবে না। --রাজিবুল ১৫:০৮, ২৯ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
- আরে ভাই আগে তো জিনিসটা শেষ হতে দিন।--বেলায়েত ১৫:০০, ২৯ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
- বেলায়েত ভাই। এখানে letter spacing এবং word spacing ব্যবহার করলে ইন্টারনেট এক্সপ্লোরার -এ ঠিক দেখালেও মোজিলা ফায়ারফক্স এবং অপেরা তে ঠিক দেখা যাচ্ছে না। যেটা space ব্যবহার না করলে দেখা যায়। আপনি একটু দেখবেন মোজিলা বা অপেরা ব্যবহার করে ঠিক দেখা যাচ্ছে কি না? এই জন্যই পরিবর্তন করেছিলাম। ধন্যবাদ।--রাজিবুল ১৪:৫৩, ২৯ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
দুঃখিত। আসলে আমি আগেরটা সম্পাদণা করতে কিছু সমস্যার সমুক্ষিন হচ্ছিলাম। যেমন খালি লিঙ্ক গুলিতে ক্লিক করে ডাটা এন্ট্রি করার পরও প্রবেশেদ্বার এ দেখা যাচ্ছিল না। তাই পরিবর্তন করলাম। ধন্যবাদ। মুনতাসির ১৫:১৫, ১ অক্টোবর ২০০৬ (UTC)
আসলে উইকিপেডিয়ার এইটা একটা সমস্যা। কারও করা কাজ অন্য কেউ যে পরিবর্তন করতে পারবে না এমন কিছু নাই। তবে আমি মনে করি, সমস্যা না থাকলে তথ্য পরিবর্তন করা উচিত না। আমি কিন্তু তথ্যে কিছু পরিবর্তন করি নাই। কারন, কোন তথ্যই ছিল না। শুধু ফর্মেট পরিবর্তন করে ছিলাম। যাইহোক, সামনে সতর্ক থাকতে চেস্টা করব। ধন্যবাদ, প্রবেশদ্বারটা তৈরী করতে আপনার পরিশ্রম হয়েছে, সেজন্য আমি দুঃখিত।মুনতাসির ১৫:৪৪, ১ অক্টোবর ২০০৬ (UTC)
- এটা ঠিক কারও করা কাজ অন্য কেউ যে পরিবর্তন করতে পারবে না এমন কিছু নাই। এখানে একটি কিন্তু অবশ্যই আছে। তাহল উপযুক্ত কারণ। অবশ্যই আপনাকে উপযুক্ত কারন দর্শাইতে হবে যে কোন নিবন্ধে বা পাতায় কোন (নিজের আলাপ এবং খেলাঘর পাতা ছাড়া) পরিবর্তন করার জন্য। আর পরিশ্বমতো অবশ্যই হয়েছে। তাই কেউ যদি এর মধ্যে পানি ঢেলে দেয় স্বাভাবিকভাবে খারাপ লাগার কথা। যদি আমি এখন পাতা টি rivert করতাম তাহলে কেমন লাগতো একটু চিন্তা করুন।:}। যা হোক আশা করবো যে সকল প্রবেশদ্বার তৈরি করবেন তার রক্ষনাবেক্ষন করবেন। আমি আগেও আপনাকে বলেছি বাংলাউইকিতে প্রবেশদ্বারকে কাজে লাগানোর ক্ষেত্রে একটা বড় সমস্যা।--বেলায়েত ১৫:৫৬, ১ অক্টোবর ২০০৬ (UTC)
[সম্পাদনা করুন] মন্তব্য দিন
উইকিপেডিয়া:প্রশাসকদের আলোচনাসভা#প্রধান পাতা/mockup-এ দেখুন। --অর্ণব (আলাপ | অবদান) ০৮:৫৯, ১২ অক্টোবর ২০০৬ (UTC)
[সম্পাদনা করুন] ভিক্টর হুগো
আমি যে Article গুনো লিখি সেগুলোতে অনেক link দিয়ে রাখি পরে লিখবো বলে। আপনি যদি link গুলো del করে দেন তাহলে তো আমি বুঝতে পারবোনা কোন Article গুলো লেখা লাগবে ।--অয়ন ১৬:১৫, ৩১ অক্টোবর ২০০৬ (UTC)
- লিঙ্ক রাখারা সময় একটু খেয়াল রাখবেন যা লিঙ্ক করছেন তা বিশ্বকোষে রাখার মত ব্যাপার কিনা। যেমন আপনি লিঙ্ক রেখেছেন কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ এসবের সম্পর্কে একটি বিশ্বকোষে কতটুকু লেখা যায়? দয়া করে ব্যাপারগুলো খেয়াল করবেন। ধন্যবাদ।--বেলায়েত ১৬:৩২, ৩১ অক্টোবর ২০০৬ (UTC)
- Poet 26 টা, Politician 27 টা ,Author 17 এবং Writer 20 ভাষার wikipedia তে দেয়া আছে। তাহলে বাংলা বিশ্বকোষে এসব সম্পর্কে লেখা যাবে না কেনো? লাল লিংক দেখতে ভালো লাগে না। কিন্তু সব লাল লিংক নীল করাই তো আমাদের ঊদ্দেশ্য ।--অয়ন ২০:৪৬, ৩১ অক্টোবর ২০০৬ (UTC)
[সম্পাদনা করুন] আবশ্যকীয় নিবন্ধ
বেলায়েত ভাই আমি নতুন নিবন্ধ তৈরী করার সময় আবশ্যকীয় নিবন্ধ অনুসরণ করছি। কিন্তু পরে দেখলাম অনেক নিবন্ধ অন্য বানানে আগে থেকেই আছে। নতুন করে লেখার দরকার ছিল না। আবশ্যকীয় নিবন্ধে যদি ঠিক বানানে থাকতো তাহলে এ সমস্যাটা হতো না। আপনি দয়া করে একটু দেখবেন আবশ্যকীয় নিবন্ধের বানানগুলো ঠিক করা যায় কিনা।--অয়ন ০৪:১৮, ২ নভেম্বর ২০০৬ (UTC)
[সম্পাদনা করুন] উপাচার্য
পারভেজ হ্যারিস বিষয়ক আলাপটা পড়লাম। পারভেজ হ্যারিসের উপর নিবন্ধ থাকা উচিত কিনা জানি না। কিন্তু বাংলা ভাষার একটি বিশ্বকোষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের জীবনী থাকাটা মোটেও গুরুত্বহীন বলে আমার মনে হয় না। আর দুই-একটা লাইনের ব্যাপারে এই বলতে চাই, এই বিশ্বকোষে অনেক অনেক অনেক দুই-এক লাইনের নিবন্ধ আছে। যেগুলোর লেখকরা বিষয়গুলো শুরু করেছেন। আশা রাখি, আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ।মুনতাসির ১৯:৫২, ৪ নভেম্বর ২০০৬ (UTC)
গবেষক বা অধ্যাপক হিসেবে ঐ সকল জীবনী শুরু করছি না। শুরু করছি শুধু এই কারণে যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। আর আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়া না হওয়া আসল কথা না। বাংলাদেশের ইতিহাস বলেন, স্বাধীনতা যুদ্ধ বলেন আর শিক্ষা যাই বলেন না কেন, সব কিছুর সাথেই এই বিশ্ববিদ্যালয় জড়িত বা বলা যায় এই বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে চলছে। ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত বিষয় গুলো ছাড়া দেশের প্রধান প্রধান সকল কিছুই চলছে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দ্বারা। আর কি বলব। আশা রাখি, আমার মনোভাব পরিস্কার করতে পারলাম। ধন্যবাদ।মুনতাসির ২০:১৮, ৪ নভেম্বর ২০০৬ (UTC)
[সম্পাদনা করুন] প্রধান পাতা
প্রধান পাতায় বিষয় অনুযায়ী উইকিপিডিয়াতে জীবন/ জীববিজ্ঞান এর লিঙ্ক category: জীববিজ্ঞান দেওয়া আছে। অনুগ্রহ করে, এগুলো প্রবেশদ্বার:জীববিজ্ঞান করে দিন। ধন্যবাদ।মুনতাসির ১৫:২৬, ৯ নভেম্বর ২০০৬ (UTC)