ফিওদোর দস্তয়েভ্স্কি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফিওদোর দস্তয়েভ্স্কি (রুশ ভাষায় Фёдор Миха́йлович Достое́вский) (নভেম্বর ১১, ১৮২১ – ফেব্রুয়ারি ৯, ১৮৮১) বিখ্যাত রুশ সাহিত্যিক। তার অনেক রচনাই বিশ্ব সাহিত্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হয়ে থাকে। তার প্রধান সাহিত্য কর্মের মধ্যে তার বিখ্যাত রচনার মধ্যে 'অপরাধ ও শাস্তি' (Crime and Punishment), মৃত্যুপুরী(The House of the Dead), ইডিয়ট(The Idiot), ভূতলবাসীর আত্মকথা(Notes from Underground or Letters from the Underworld) উল্লেখযোগ্য।
[সম্পাদনা করুন] জীবনের উল্লেখযোগ্য ঘটনাপঞ্জি
- ১৮২১- জন্ম।
- ১৮৩৭- সেনাবাহিনীর প্রকৌশল কলেজে ভর্তি হলেন। চলে গেলেন সেইন্ট পিটার্সবার্গ।
- ১৮৩৮- আগস্ট ৯ এ ভাইকে লিখা চিঠিতে জানালেন যে তিনি শেক্সপিয়ার এবং প্যাস্কেল এর সব সাহিত্যকর্ম,বালজাক এর অধিকাংশ,গ্যাটে রচিত ফাউস্ট এবং ভিক্টর হুগোর প্রায় সব রচনা পড়ে শেষ করেছেন।
- ১৮৩৯- দস্তয়েভ্স্কির বাবা তার অধীনে কর্মরত কৃষক দের হাতে নিহত হন। এটি দস্তয়েভ্স্কি কে প্রবল ভাবে প্রভাবিত করে।
- ১৮৪১- সামরিক কলেজে কমিশন লাভ।
- ১৮৪২- লেফটেন্যান্ট পদ লাভ।
- ১৮৪৩-সামরিক বাহিনীর প্রকৌশল বিভাগে সেনা হিসেবে নিয়োগ লাভ করেন। বালজাক এর একটি বইয়ের অনুবাদ তার প্রথম সাহিত্যকর্ম হিসেবে প্রকাশিত হল।
- ১৮৪৪-সামরিক বাহিনী থেকে পদত্যাগ করলেন। পুরোদমে সাহিত্য রচনায় মন দিলেন।
- ১৮৪৫- সাহিত্য জগতে পুরোপুরি প্রবেশ এবং সমালোচকরা তাকে গোগোল এর যোগ্য উত্তরসূরী হিসেবে অভিহিত করলেন।
- ১৮৪৬-প্রথম উপন্যাস প্রকাশ পেল।
- ১৮৪৯- ইউটোপিয়ান সমাজবাদী চিন্তাবিদ দের সাথে যোগ দেয়ার অপরাধে এপ্রিল ৪ এ গ্রেফতার হলেন। ফায়ারিং স্কোয়াড এ মৃত্যুদন্ড দেয়া হল তাকে।শেষমুহুর্তে দন্ড রদ করা হয়।নতুন দন্ড ৪ বছরের কারাবাস।
- ১৮৫০- প্রথমে ছিলেন সেইন্ট পিটার্সবার্গ এ পেট্রপাভলস্ক কারাগারে।পরে নেয়া হল ওম্স্ক এর একটি কারাগারে।
- ১৮৫৪-মার্চ এ ছাড়া পেলেন। কিন্তু সেনাবাহিনী তে ভাড়াটে সেনা হিসেবে যোগ দিতে বাধ্য করা হল।
- ১৮৬১-হাউস অফ দ্য ডেড প্রকাশ পেল।
- ১৮৬২-ফ্রান্স এবং ইংল্যান্ড বেড়াতে গেলেন।
- ১৮৬৬- ক্রাইম এন্ড পানিশ্মেন্ট প্রকাশিত হল।
- ১৮৬৮- দ্য ইডিয়ট প্রকাশিত হল।
- ১৮৮১-মৃত্যু।
ক্লাসিসিজম (১৭০০-১৮০০): আন্তিয়োখ দ্মিত্রিয়েভিচ কান্তেমির - ভাসিলি কিরিল্লভিচ ত্রেদিয়াকোভ্স্কি - মিখাইল ভাসিলিয়েভিচ লমনোসভ - আলেক্সান্দ্র পেত্রোভিচ সুমারোকভ - গাভ্রিলা রমানভিচ দেজার্দিন
জ্ঞানবাদী বাস্তবতা (১৭০০-১৮০০): দেনিস ইভানভিচ ফন্ভিজিন - আলেক্সান্দ্র রাদিশ্শ্যেভ - ইভান আন্দ্রেইয়েভিচ ক্রিলোভ সেন্টিমেন্টালিজম: নিকলাই মিখাইলভিচ কারাম্জিন রোমান্টিসিজম: ভাসিলি আন্দ্রেইয়েভিচ জ্কোভ্স্কি - কন্দ্রাতি ফিয়োদরভিচ রিলেইয়েভ - আলেক্সাদ্র সের্গেইয়েভিচ গ্রিবইয়েদভ - আলেক্সাদ্র সের্গেইয়েভিচ পুশ্কিন - মিখাইল য়্যুরিয়েভিচ ল্যের্মন্তভ - নিকলাই ভাসিলিয়েভিচ গোগল - আলেক্সেই ভাসিলিয়েভিচ কল্ৎসোভ - আলেক্সান্দ্র নিকলায়েভিচ অস্ত্রোভ্স্কি প্রকৃতিবাদ: ভিস্সারিওন বেলিন্স্কি - ইভান সের্গেইয়েভিচ তুর্গ্যেনেভ - ইভান আলেক্সান্দ্রভিচ গন্চারভ - আলেক্সান্দ্র ইভানভিচ হের্ৎসেন - নিকলাই আলেক্সেইয়েভিচ নেক্রাসভ কলাকৈবল্যবাদ: ফিয়োদর ইভানভিচ ত্যুত্চেভ - আফানাসি আফানাসিয়েভিচ ফ্যেত সমালোচনা সাহিত্য: নিকলাই গাভ্রিইলাভিচ চের্নিশ্যেভ্স্কি - নিকলাই আলেক্সান্দ্রভিচ দব্রল্যুবোভ - দ্মিত্রি ইভানভিচ পিসারেভ - মিখাইল ইয়েভ্গ্রাফভিচ সাল্তিকোভ শ্চেদ্রিন বিচারমূলক বাস্তবতা: ফিয়োদর মিখাইলভিচ দস্তইয়েভ্স্কি - ল্যেভ্ নিকলাইয়েভিচ তল্স্তোয় - আন্তন পাভ্লভিচ চ্যেখভ সমাজতান্ত্রিক বাস্তবতা: মাক্সিম গোর্কি - আলেক্সান্দ্র ইভানভিচ কুপ্রিন - ইভান আলেক্সেইয়েভিচ বুনিন - আলেক্সেই নিকলাইয়েভিচ তল্স্তোয় আধুনিকতাবাদ: লেয়োনিদ নিকলাইয়েভিচ আন্দ্রেইয়েভ প্রতীকবাদ: ভাল্যেরি ইয়াকভ্লেভিচ ব্র্যুসভ - ভিয়াচেস্লাভ ইভানভ - আন্দ্রেই বিয়েলি - আলেক্সান্দ্র আলেক্সান্দ্রভিচ ব্লক চূড়ান্তবাদ: নিকলাই স্তেপানভিচ গুমিলিয়োভ - ওসিপ্ য়েমিলিয়েভিচ মান্ডেল্স্টাম - আন্না আন্দ্রেইয়াভ্না আখ্মাতভা- ইমেজইজম: সের্গেই আলেক্সান্দ্রভিচ য়েস্যেনিন ভবিষ্যৎবাদ: ভিক্তর ভ্লাদিমিরভিচ খ্লেব্নিকভ - ভ্লাদিমির ভ্লাদিমিরভিচ মায়াকোভ্স্কি - মারিনা ইভানভ্না ত্সভেতায়েভা - বরিস লেয়োনিদভিচ পাস্তের্নাক প্রাথমিক সোভিয়েত সাহিত্য: নিকলাই আসেইয়েভ - নিকলাই তিখ্নভ গঠনবাদ: ইলিয়া সেল্ভিন্স্কি - এদুয়ার্দ বাআইজাক-ভ্লাদিমির আলেক্সান্দ্রভিচ লুগোভ্স্কোয় - পাভেল গ্রিগরিয়ভিচ আন্তকোল্স্কি - প্রলেতারীয়: দেমিয়ান বিয়েদ্নি - ইওসিফ পাভ্লভিচ উৎকিন - মিখাইল স্ভেৎলোভ - আলেক্সান্দ্র আন্দ্রেইয়েভিচ প্রকোফিয়েভ - মিখাইল ভাসিলিয়েভিচ ইসাকোভ্স্কি - আলেক্সেই আলেক্সান্দ্রভিচ সুরকোভ - স্তেপান পেত্রোভিচ শ্চিপাচোভ - ইলিয়া গ্রিগোরিয়েভিচ এলেনবুর্গ আইজাক বাবেল - আলেক্সান্দ্র সল্ঝেনিত্সিন - জোসেফ ব্রডস্কি - বরিস আকুনিন - - ভার্লাম শালামভ - ভাসিলি গ্রস্ম্যান - ভ্লাদিমির নাবোকভ্ - মিখাইল বুল্গাকভ্ - মিখাইল লের্মোন্তোভ্ - মিখাইল শলোখভ্ |