আলাপ:শেখ হাসিনা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আমার যদ্দূর মনে পড়ে ১৯৯১ সালে নির্বাচনের পর একবার শেখ হাসিনা দল থেকে সরে যাবার ঘোষণা দিয়েছিলেন। পরে দলের নেতা কর্মী দের অনুরোধে তিনি সিদ্ধান্ত ত্যাগ করেন। তথ্য সাহায্য দরকার। এছাড়া সে সময়ে একবার তিনি তার বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগ আনেন। পত্র পত্রিকায় তাকে লক্ষ্য করে ছোঁড়া গুলির খোসা সহ এমন অভিযোগ এসেছিল। ঝেতু তথ্যগুলো আমার পুরোপুরি মনে নেই (তখন আমি ৪র্থ শ্রেণীতে)। তাই সাহায্য দরকার অন্তর্ভুক্ত করার জন্য। --Hasan.zamil ১৯:৩৫, ৩০ অক্টোবর ২০০৬ (UTC)