শান্তি পা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চর্যাপদ গ্রন্থে শান্তি পার একটি পদ গৃহীত হয়েছে। শান্তি পা বিক্রমশিলা বিহারের দ্বারপন্ডিত ছিলেন। দীপঙ্কর শ্রীজ্ঞান অতীশ তাঁর শিষ্য। এগার শতকের প্রথমে তিনি জীবিত ছিলেন। তাঁর চর্যাপদের ভাষা প্রাচীন মৈথিলি। শান্তি পা রত্নাকর শান্তির সংক্ষিপ্ত নাম।
সূত্রঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।