অর্ধেন্দুশেখর মুস্তফী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অর্ধেন্দুশেখর মুস্তফী (১৮৫০-১৯০৯) ছিলেন বাঙালি নট ও নাট্যশিক্ষক। তাঁর জন্ম হয়েছিল কলকাতার বাগবাজারে।

তিনি যে সকল নাটকে অভিনয় করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য:

  • 'নীল দর্পণ' নাটকে 'উড সাহেবে'-র চরিত্রে,
  • 'নবীন তপস্বিনী' নাটকে 'জলধীরণ' চরিত্রে,
  • 'আবু হোসেন' নাটকে 'আবু হোসেন' চরিত্রে,
  • 'জনায়' নাটকে 'বিদূষক' চরিত্রে,
  • 'দুর্গেশনন্দিনী' নাটকে 'বিদ্যাদিগ্‌গজ' চরিত্রে,
  • 'সিরাজউদ্দৌলা' নাটকে 'ডেক' চরিত্রে,
  • 'মীর কাশিম' নাটকে 'হলওয়েল' চরিত্রে,
  • 'প্রফুল্ল' নাটকে 'রমেশ চরিত্রে'
  • 'রিজিয়া' নাটকে 'ঘাতক' চরিত্রে
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন