শাঁখামুঠি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
একরকম বিষধর সাপ। ইংরাজী নাম কমন ক্রেট। বৈজ্ঞানিক নাম বাঙ্গারাস সেরুলিয়াস।
[সম্পাদনা করুন] চিন্হ ও আচরণ
নীলচে(সেরুলিয়াস=নীল) ছাইরঙা গায়ে কালো ডোরা কাটা। এমনি শান্ত তবে ক্ষিপ্ত গতি (পাখীদেরও ধরতে পারে)। ঠাণ্ডা জায়গা পছন্দ করে। এদের খাদ্য অন্য ছোট সাপ।
[সম্পাদনা করুন] বিষ
শাঁখামুঠির বিষ মারাত্মক। এর মধ্য বাঙ্গারোটক্সিন বলে কতগুলি সক্রিয় পদার্থ আছে। স্নায়ুতন্ত্রে এই বিষক্রিয়া দ্রুত মৃত্য ঘটায় তাই এরা নিউরোটক্সিনেদের মধ্য গণ্য। আলফা বাঙ্গারোটক্সিন নিকোটিনিক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টারের উপর কাজ করে।
[সম্পাদনা করুন] বিষদাঁত
কেউটের মতই শাঁখামুঠিরও বিষদাঁত দুটি সামনে থাকে (Proglyphous)। {অসম্পূর্ণ]]