ব্যবহারকারী আলাপ:Nrain
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সূচিপত্র |
[সম্পাদনা করুন] স্বাগতম
প্রিয় Nrain, উইকিপিডিয়াতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনি উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে সহায়তা করবেন।কোনো প্রশ্ন থাকলে আমার কথাবার্তা পৃষ্ঠায় বার্তা রাখুন। ধন্যবাদ। --বেলায়েত ১৭:২১, ৭ মে ২০০৬ (UTC)
[সম্পাদনা করুন] নিজের পরিচয়
আপনার নিজের পরিচয় ব্যবহারকারীর পৃষ্ঠায় লিখুন। পৃষ্ঠাটি screen এর উপরের আপনার ব্যবহারকৃত নাম এ click করলে পাবেন । পৃষ্ঠাটিতে গিয়ে সম্পাদনা করুন ট্যাব এ click করে আপনার নিজের পরিচয় লিখুন। ধন্যবাদ। --বেলায়েত ১৭:২১, ৭ মে ২০০৬ (UTC)
[সম্পাদনা করুন] বাশার
হাবিবুল বাশার এর যে ছবিটি আপনি আপলোড করেছেন, তার কপিরাইট স্ট্যাটাস কি? এটা কি আপনার তোলা ছবি? যদি তা না হয় তাহলে ছবিটি এখানে ব্যবহার করা সম্ভব না। উইকিপিডিয়াতে GFDL অথবা creative commons লাইসেন্সের ছবি ব্যবহার করা যাবে। ইন্টারনেটের কোনো ওয়েবসাইট থেকে নেয়া ছবি এখানে ব্যবহার করা যাবে না, যদিনা ছবির প্রকৃত কপিরাইট অধিকারী অনুমতি দিয়ে থাকেন। ধন্যবাদ। --Ragib ০৩:৫৮, ৮ মে ২০০৬ (UTC)
[সম্পাদনা করুন] টেম্পলেট
ভাইয়া আমি বাংলাদেশী ক্রিকেটার দের পরিসংখ্যান এর জন্য একটি টেমপ্লেট
তৈরি করেছি । বলা প্রয়োজন আমি এটি করেছি ইংরেজি উইকিপিডিয়া থেকে
ধারণা নিয়ে । কিন্তু সমস্যা হলো আমি বুঝতে পারছি না কিভাবে এটিকে
ব্যবহারের জন্য সংযুক্ত করা যায়।
জানালে উপকৃত হব । --User:Nrain
- মেহেদী, আপনার প্রশ্নের উত্তরের জন্য এই পৃষ্ঠাটি দেখুন, http://meta.wikimedia.org/wiki/Help:Template । এখানে বিস্তারিত ব্যখ্যা ও প্রয়োগবিধি আছে। আর কোনো মন্তব্য আলাপ পাতায় রাখলে অবশ্যই আপনার সাক্ষর রাখবেন ... চারটি ~ ব্যবহার করলে আপনা থেকেই সাক্ষর আসবে (যেমন ~~~~)। ধন্যবাদ। --Ragib ২১:৪৯, ৮ মে ২০০৬ (UTC)
ধন্যবাদ মেহেদী ২১:৫৮, ৮ মে ২০০৬ (UTC)
[সম্পাদনা করুন] আলাপ
আমাকে মেসেজ দিতে চাইলে আমার আলাপ পাতা, মানে এখানে লিখুন : ব্যবহারকারী আলাপ:Ragib। কোন পৃষ্ঠাটি মুছতে হবে তা আমাকে জানালে আমি সেটা করতে পারি। ধন্যবাদ। --Ragib ২৩:৩৭, ৮ মে ২০০৬ (UTC)
[সম্পাদনা করুন] ব্যস্ত
ব্যস্ত নাকী? --Ragib ০৭:১৯, ২৭ মে ২০০৬ (UTC)
দুঃখিত আমার পরীক্ষা নিয়ে কিছু ব্যস্ত ছিলাম । মেহেদী ২৩:৪০, ৪ জুন ২০০৬ (UTC)