উইকিপেডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/বাংলা গুগল
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
- সিদ্ধান্ত - নিবন্ধটি মুছে ফেলা হল।--রাগিব (আলাপ | অবদান) ০৫
- ১২, ১৮ জুলাই ২০০৬ (UTC)
- এটি ঠিক নিবন্ধ নয়। নিবন্ধটির সম্পাদনার ইতিহাস দেখুন, তাহলেই একটা ব্যাপার জানতে পারবেন যে, "উইকিপিডিয়া কি, অথবা উইকিপিডিয়ার একটি নিবন্ধ কেমন হওয়া উচিত? তা নিবন্ধ সৃষ্টিকারী বুঝতেন অক্ষম হয়েছিলেন"; যা তিনি প্রমাণ করেছিলেন নিবন্ধের শেষে নিজের স্বাক্ষর যুক্ত করে। তিনি কোন আন্তঃসংযোগ তৈরী করেন নি, যা উইকিপিডিয়ার যে কোন নিবন্ধেরই গুরত্বপূর্ণ অংশ। এটি খুব ভাল টিউটোরিয়াল হতে পারে (আমি এর একটি কপি রেখে দিয়েছি); কিন্তু এটি নিবন্ধ নয়। এখানে copyedit, সংযোজন বা বিয়োজন করে এটিকে নিবন্ধে রূপান্তর করাও কষ্টকর হবে, বরং এটি অপসারণ করে নতুন করে বাংলা গুগল সম্পর্কে লেখা যেতে পারে। আবার, বাংলা গুগল কোন স্বকীয় ব্যাপরা নয়। বরং গুগলের অধীনে বাংলা গুগল সম্পর্কে লেখা যেতে পারে। যাইহোক আমার মনে হয় নিবন্ধটি অপসারণ করা উচিত। --mak ২১:০৭, ১০ জুলাই ২০০৬ (UTC)
- সমর্থন করি। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ১৩:০৯, ১১ জুলাই ২০০৬ (UTC)
- mak ভাইয়ের সাথে একমত।--বেলায়েত ১৫:৩৪, ১১ জুলাই ২০০৬ (UTC)
- অপসারনের পক্ষে।--রাজিবুল ১৮:৫৮, ১১ জুলাই ২০০৬ (UTC)