আবদুল আলীম
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আবদুল আলীম বাংলাদেশের লোকসঙ্গীত ওপল্লীগীতির বিখ্যাত গায়ক।
আবদুল আলীমের জস্ম ১৯৩১ সালের ২৭ জুলাই। তিনি বর্তমান পশ্চিমবঙ্গের (ভারত) মুর্শিদাবাদের তালিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাল্যকাল থেকেই আলীম সঙ্গীতের প্রবল অনুরাগী ছিলেন। অর্থনৈতিক অনটনের কারনে কোন শিক্ষকের কাছে গান শেখার সৌভাগ্য তাঁর হয়নি। তিনি অন্যের গাওয়া গান শুনে গান শিখতেন। আর বিভিন্ন পালা পার্বণে সেগুলো গাইতেন। এভাবে পালা পার্বণে গান গেয়ে তিনি বেশ জনপ্রিয়তা লাভ করেন।
কলকাতার মেয়র সৈয়দ বদরুদ্দোজা আলীমকে কলকাতায় নায়ে যান। সেখানে আনুষ্ঠানিকভাবে ওস্তাদ সৈয়দ গোলাম ওলির কাছে গান শেখা শুরু করেন আলীম। তাঁর গানের গলায় মুগ্ধ হয়ে লোকসঙ্গীতের আরেক দিকপাল আব্বাসউদ্দিন আহমেদ তাঁকে সহায়তা প্রদান করেন। অবশেষে মাত্র চৌদ্দ বছর বয়েসে আবদুল আলীমের গ্রামোফোন রেকর্ড বের হয়।
১৯৪৮ সালে আবদুল আলীম ভারত ছেড়ে ঢাকায় আসেন। ঢাকায় এসে তিনি তৎকালীন ঢাকা বেতারে সঙ্গীত পরিবেশন শুরু করেন।
পেশাগত জীবনে আবদুল আলীম ছিলেন ঢাকা সঙ্গীত কলেজের লোকগীতি বিভাগের অধ্যাপক।
১৯৭৪ সালের ৫ সেপ্টেম্বর মরমী গানের অমর এই শিল্পীর জীবনাবসান ঘটে। বাংলাদেশ সরকার ১৯৭৭ সালে তাঁকে মরণোত্তর একুশে পদক প্রদান করে সম্মানিত করে।