ফজলুর রহমান খান
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফজলুর রহমান খান (ইংরেজী ভাষা: Fazlur Rahman Khan) (এপ্রিল ৩, ১৯২৯ - মার্চ ২৭, ১৯৮২) বাংলাদেশের বিশ্ববিখ্যাত স্থপতি ও পুরকৌশলী। তিনি পৃথিবীর অন্যতম উচ্চ ভবন শিকাগোর সিয়ার্স টাওয়ার এর নকশা প্রনয়ন করেন ।
ফজলুর খান ঢাকা শহরে ১৯২৯ সালের ৩রা এপ্রিল জন্মগ্রহন করেন। শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করার পর তিনি ১৯৫১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ডিগ্রি লাভ করেন। মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের ফুলব্রাইট বৃত্তি লাভ করে তিনি ১৯৫২ সালে যুক্তরাষ্ট্রে যান, এবং ইউনিভার্সিটি অফ ইলিনয় এট আর্বানা-শ্যাম্পেইন এ পড়াশোনা শুরু করেন। সেখানে তিনি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ এবং তত্বীয় ও ফলিত মেকানিক্সে দুইটি মাস্টার্স ডিগ্রি, এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৫৫ সালে তিনি শিকাগো শহরের স্কিডমোর, ওউইং ও মেরিল নামের প্রকৌশল প্রতিষ্ঠানে যোগ দেন।
[সম্পাদনা করুন] অবদান
- সিয়ার্স টাওয়ার (Sears Tower) এর নকশা প্রনয়ন করেন।
- জন হ্যানকর সেন্টার এর নকশা। (১০০ তলা)
- জেদ্দা আন্তর্জাতিক বিমান বন্দর।
- হজ্ব টার্মিনালের ছাদ কাঠামো। (৫০,০০০ বর্গফুট)
- মক্কা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য নকশা।