ইয়েহুডিট পোল্‌গার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইয়েহুডিট পোল্‌গার (হাঙ্গেরীয়:Judit Polgár) (জন্ম ২৩শে জুলাই, ১৯৭৬) একজন হাঙ্গেরীয় দাবাড়ু। তিনি দাবার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী মহিলা দাবাড়ু [1][2][3]। অক্টোবর ২০০৬-এর ফিদে র‌্যাকিং অনুযায়ী তিনি বিশ্বের ১৬শ সেরা দাবাড়ু ও তাঁর ইলো রেটিং ২৭১০। তিনি ফিদের সেরা ১০০ দাবাড়ুর তালিকায় একমাত্র মহিলা ও তাঁর সেরা র‌্যাঙ্কিং ছিল ৮ম স্থান। তিনি মাত্র ১৫ বছর ৪ মাস বয়সে ১৯৯১ সালে গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেন এবং একই সাথে ১৯৫৮ সালে ববি ফিশারের করা সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টারের পূর্বতন রেকর্ড ভঙ্গ করেন (তাঁর এই রেকর্ড পরবর্তীতে আরেক হাঙ্গেরীয় পেতার লেকো ভঙ্গ করেন)।


[সম্পাদনা করুন] বহির্সংযোগ

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন