বাংলা ভাষা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এই প্রবন্ধটি বাংলা ভাষা বিষয়ক। বাংলা লিপি সম্বন্ধে জানতে চাইলে বাংলা লিপি প্রবন্ধটি দেখুন।

বাংলা
যেসব রাষ্ট্রে প্রচলিত: বাংলাদেশ, ভারত ও অন্যান্য কিছু দেশ 
অঞ্চল: দক্ষিণ এশিয়ার পূর্বাঞ্চল
মোট ভাষাভাষী সংখ্যা: ২৭ কোটি 
ক্রম: ৪ (মাতৃভাষাভাষীর সংখ্যা অনুযায়ী) [১]
ভাষা পরিবার: ইন্দো-ইউরোপীয়
 ইন্দো-ইরানীয়
  ইন্দো-আর্য
   মাগধী প্রাকৃত
    অপভ্রংশ অবহট্‌ঠ
     বাংলা-অসমীয়া
      বাংলা 
লিপি: বাংলা লিপি 
প্রাতিষ্ঠানিক মর্যাদা
যেসব দেশের রাষ্ট্রভাষা: বাংলাদেশ, ভারত, এবং ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গত্রিপুরা
নিয়ন্ত্রক সংস্থা: বাংলা একাডেমী (বাংলাদেশ)
পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি (পশ্চিমবঙ্গ)
ভাষা কোডসমূহ
ISO 639-1: bn
ISO 639-2: ben
ISO/FDIS 639-3: ben 
বিশ্বে বাংলা ভাষার বিস্তারTemplate:তথ্যছক-ভাষা/indic

বাংলাদেশভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দাদের কথ্য ভাষাকে বাংলা বলা হয়। এছাড়াও, পশ্চিমবঙ্গের পাশের রাজ্য আসাম, ত্রিপুরা ও পাশ্চাত্য এবং মধ্যপ্রাচ্যের অভিবাসীদের মধ্যে অনেকেই বাংলা বলে থাকেন। বাংলা পৃথিবীর চতুর্থ সর্বাধিক ব্যবহৃত ভাষা। [১] সারা বিশ্বে প্রায় ২৭ কোটি মানুষ এ ভাষায় কথা বলেন।

বাংলা ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠীর ইন্দো-ইরানীয় শাখার ভাষা। দক্ষিন এশিয়ার অন্যতম প্রধান এ ভাষা পর্যায়ক্রমে সংস্কৃত, পালি ও প্রাকৃত ভাষা থেকে উদ্ভূত। হিন্দির পরে বাংলাই ভারতে সর্বাধিক ব্যবহৃত ভাষা। বাংলা, অসমিয়া এবং ওড়িয়া — এই তিনটি ভাষাই খুব কাছাকাছি সম্পৃক্ত এবং ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর পূর্ব মাগধী ভাষা গোত্রের অন্তর্ভূক্ত। এই তিন ভাষার লোকেরা প্রায়শই একে অপরের কথা বুঝতে পারে। বাংলার রেনেসার সূত্র ধরে উনবিংশ এবং বিংশ শতকে ভারতের সাহিত্যভান্ডারের উল্লেখযোগ্য অংশ বাংলায় রচিত হয়েছিল। এ সময়ের অনেক দার্শনিক এবং সংস্কারক ছিলেন বাঙালি। বাংলাভাষীদের গর্ব বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর হলেন প্রথম এশীয় কবি যিনি সাহিত্যের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন।

বাংলা ভাষা বাংলাদেশ-এর রাষ্ট্রভাষা এবং ভারতের ২৩টি প্রধান ভাষার মধ্যে একটি। এই ভাষা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি এবং ত্রিপুরা রাজ্যের উপ-সরকারি ভাষা। দক্ষিন এশিয়ার বেশ কিছু অন্য ভাষার মত বাংলা ভাষার দুটি রূপ আছে - কথিত (spoken) এবং লিখিত (written)। আবার লিখিত বাংলার দুটি স্বীকৃত রূপ হল সাধু ভাষা ও চলিত ভাষা। কথ্য ভাষা অঞ্চল-ভেদে বিভিন্ন ভাবে বলা হয়ে থাকে - আঞ্চলিক ভাষা (dialect)।

[সম্পাদনা করুন] তথ্যসূত্র

  1. ১.০ ১.১ এথ্‌নোলগ (Ethnologue) জরিপ (১৯৯৯)