বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি সরকারী বিশ্ববিদ্যালয়। এটি ময়মনসিংহ শহরে অবস্থিত। দেশের কৃষিশিক্ষা ও গবেষনার সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়৷ কৃষিবিজ্ঞানের সকল শাখা স্থলজ ও জলজ সবকিছুই এর আওতাভূক্ত৷ মানসম্পন্ন উচ্চতর কৃষিশিক্ষা ব্যবস্থার নিশ্চয়তা বিধানের মাধ্যমে দেশে কৃষি উন্নয়নের গুরুদায়িত্ব বহনে সক্ষম তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানসম্পন্ন দক্ষ কৃষিবিদ, কৃষিবিজ্ঞানী ও প্রযুক্তিবিদ তৈরি করাই এ বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান লক্ষ্য৷
অনুষদ : ৬ টি
কতটি বিভাগ: ৪৪ টি
ছাত্র ছাত্রী সংখ্যা:
প্রতিষ্ঠাকাল: ১ঌ৬১
ঠিকানা- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
ময়মনসিংহ -- ২২০২
বাংলাদেশ, ফোন - (০ঌ১)-- ৫৫৬ঌ৫-৭, ৫২২১৬০-১, ৫২১০১
ফ্যাক্স - (০ঌ১) ৫২৭৮০, ৫৫৮১০
ই- মেইল - vcbau@bd.drik.net