ড্রেকের সূত্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ডঃ ফ্রাঙ্ক ড্রেক ,যিনি এই সূত্রটি প্রবর্তন করেন, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একজন অধ্যাপক ছিলেন। তিনি ১৯৬০-এর দশকে বহির্জাগতিক যেসকল সভ্যতাসমূহের সাথে আমাদের যোগাযোগ স্থাপনের সম্ভাবনা রয়েছে সেগুলোর সংখ্যা প্রণয়নের জন্য এই সূত্রটির অবতারণা করেন। এই সূত্রটির প্রধান উদ্দেশ্য হচ্ছে, যে নিয়ামকসমূহ বহির্জাগতিক সভ্যতাসমূহের সংখ্যা নির্ণয়ে ভূমিকা রাখে সেই নিয়ামকগুলোর অনিশ্চয়তার পরিমাণ নির্ণয়ে বিজ্ঞানীদেরকে সহায়তা করা। বর্তমানকালে বিরল পৃথিবী প্রকল্প বা Rare Earth Hypothesis নামীয় তত্ত্ব যা অনুসারে মহাবিশ্বে বুদ্ধিমান জীবের অস্তিত্ব খুবই বিরল, ড্রেকের তত্ত্বের একটি অন্যতম খন্ডনকারী।

ড্রেকের সূত্র ফার্মি প্যারাডক্সের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। জিন রডেনবারি তার স্টার ট্রেক নামক টেলিভিশন অনুষ্ঠানে মহাজাগতিক যুদ্ধে লিপ্ত সভ্যতার প্রদর্শনের মাধ্যমে এই সূত্রের একটি প্রামাণ্য চিত্র উপস্থাপন করেন।

[সম্পাদনা করুন] সূত্র

ড্রেকের সূত্রের বর্ণনামতে পাওয়া যায় যে:

N = R^{*} ~ \times ~ f_{p} ~ \times ~ n_{e} ~ \times ~ f_{l} ~ \times ~ f_{i} ~ \times ~ f_{c} ~ \times ~ L

যেখানে:

N হল বহির্জগতের সেই সকল সভ্যতাসমূহের সংখ্যা যাদের সাথে আমরা কোন এক সময়ও যোগাযোগ স্থাপন করতে পারি।

এবং

R* হল আমাদের ছায়াপথে তারাসমূহের সংগঠনের হার
fp হল সেই সকল তারার ভগ্নাংশ যাদের গ্রহ রয়েছে
ne হল সে সকল গ্রহবিশিষ্ট তারাপ্রতি গ্রহসমূহের গড় সংখ্যা যাতে জীবন সৃষ্টির সমূহ সম্ভাবনা রয়েছে।
fl উপরোক্ত ভগ্নাংশকেই নির্দেশ করে তবে এক্ষেত্রে is the fraction of the above that actually go on to develop life
fi is the fraction of the above that actually go on to develop intelligent life
fc is the fraction of the above that are willing and able to communicate
L is the expected lifetime of such a civilization

[সম্পাদনা করুন] আরও দেখুন

  • জ্যোতিঃসমাজ জীববিজ্ঞান
  • ফার্মি প্যারাডক্স
  • ফার্মি সমস্যা
  • কারদাশেভ স্কেল
  • বৈজ্ঞানিক কোশেন্টSentience Quotient
  • সেটি
  • এস.ডব্লিউ.এ.জি

[সম্পাদনা করুন] বহিঃসংযোগ