শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট শহরে অবস্থিত একটি বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত সরকারী বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে সম্প্রতি যেকয়টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে তার মধ্যে এটিই সর্বপ্রথম। ১৯৮৭ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। আর ১৯৯১ সালের ১৪ই ফেব্রুয়ারি তিনটি বিভাগ (পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান ও অর্থনীতি) নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে ৭টি অনুষদের অধীনে একুশটি ডিপার্টমেন্ট নিয়ে এটি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের ওপর জোর দেয়া হলেও এই বিশ্ববিদ্যালয়ে কলা এবং বাণিজ্য সংক্রান্ত বিষয়ও রয়েছে। সেদিক থেকে বাংলাদেশে এটি একটি ব্যতিক্রমধর্মী বিশ্ববিদ্যালয়।