ওব নদী
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ওব নদী | |
---|---|
|
|
উৎস | আলতাই ক্রাই |
অববাহিকার দেশ | রাশিয়া |
দৈর্ঘ্য | 3,650 km (2,268 mi) from the head of the Katun River; 5,410 km (3,362 mi) from the head of the Irtysh River |
উৎসের উচ্চতা | |
গড় পানি প্রবাহ | ১২,৫০০ m³/s (৪৪১,৫০০ ft³/s) |
অববাহিকার ক্ষেত্রফল | 2,972,497 km² (1,131,273 mi²) |
ওব নদী (রুশ: Обь), বা ওবি, রাশিয়ার পশ্চিম সাইবেরিয়া অঞ্চলের একটি নদী। এটি রাশিয়ার ৪র্থ বৃহত্তম নদী।
ওস্তিয়াকদের কাছে এটি আস, ইয়াগ, কোলতা' ও ইয়ামা নামে, সামুইদদের কাছে কোলতা বা কুয়ে নামে, এবং সাইবেরীয় তাতারদের কাছে এটি ওমর বা উমর নামে পরিচিত।
ওব নদীর উৎস বিইস্ক শহরের ৮০ মাইল দক্ষিণ-পশ্চিমে আলতাই পর্বতে। বিয়া এবং কাতুন নদীর সঙ্গমস্থলে এর উৎপত্তি। এই দুইটি নদীই আলতাই পর্বত হতে নির্গত হয়েছে। ওব নদীটি আঁকাবাঁকা ভাবে ৫৫° উত্তর অক্ষাংশ পর্যন্ত উত্তর ও পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। এর পর এটি বেঁকে উত্তর পশ্চিম দিকে গিয়ে আবার উত্তর দিকে প্রবাহিত হয়ে সবশেষে উত্তর দিকে গিয়ে, ও তার পর পূর্বদিকে প্রবাহিত হয়ে ওব উপসাগরে পতিত হয়েছে। ওব উপসাগর হল প্রায় ৬০০ মাইল দীর্ঘ একটি উপসাগর, যা উত্তর মহাসাগরের কারা সাগরের একটি অংশ।
উইকিমিডিয়া কমন্সে নিম্নের বিষয় সংক্রান্ত ছবি, অডিও বা ভিডিও রয়েছে: