আলাপ:ওশেনিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কোনটা ঠিক মহাদেশ, নাকি মহাদেশ না? মতামত দিন। ধন্যবাদ।--বেলায়েত ১৫:৫৯, ৩০ মে ২০০৬ (UTC)

ইংরেজি উইকিপিডিয়াতেও কিন্তু মহাদেশ বলা হয় নি, সেখানে এটিকে "এলাকা" বা region বলা হয়েছে। --Ragib ১৬:১৪, ৩০ মে ২০০৬ (UTC)

[সম্পাদনা করুন] ওশেনিয়া কি মহাদেশ ????

ইংরেজী উইকিপিডিয়াতে মহাদেশ বা continent হিসেবে অস্ট্রেলিয়াকে মহাদেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওশেনিয়াকে নয়। তারপরও আমি কিছুটা বিভ্রান্ত এই কারনে ইন্দোনেশিয়াকে ট্রান্স কন্টিনেণ্টাল দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে তার এক অংশ ওশেনিয়া অঞ্চলে পড়ার কারনে। ইংরেজী উইকিপিডিয়াতে অস্ট্রেলিয়া মহাদেশ নিবন্ধে অন্তর্ভূক্ত দেশসমূহের তালিকা নেই। -Rajibul Hasan