রাহুল দেব বর্মন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রাহুল দেব বর্মন (জুন ২৭,১৯৩৯-জানুয়ারি ৪,১৯৯৪) ভারতের একজন বিখ্যাত সংগীত পরিচালক এবং সুরকার। তিনি পঞ্চম বা পঞ্চমদা হিসেবেও পরিচিত ছিলেন। তিনি ভারতের আরেক খ্যাতিমান গায়ক এবং সুরকার শচীন দেব বর্মনের পুত্র ছিলেন। এছাড়া তিনি ছিলেন ভারতের প্রখ্যাত গায়িকা আশা ভোঁস্‌লের দ্বিতীয় স্বামী।

সূচিপত্র

[সম্পাদনা করুন] প্রাথমিক জীবন

[সম্পাদনা করুন] সংগীত জীবন

[সম্পাদনা করুন] সুরকার হিসেবে চলচ্চিত্রে

[সম্পাদনা করুন] বহির্সংযোগ