লিওনার্ট অয়লার
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লিওনার্ট অয়লার (উচ্চারণ সহায়িকা·তথ্য; IPA:ˈɔʏlɐ) (১৫ই এপ্রিল, ১৭০৭, বাসেল, সুইজারল্যান্ড - ১৮ই সেপ্টেম্বর, ১৭৮৩, সাংক্ত্ পেতের্বুর্গ, রাশিয়া) একজন সুইজারল্যান্ডীয় গণিতবিদ এবং পদার্থবিজ্ঞানী। তিনি ক্যালকুলাস, সংখ্যাতত্ত্ব, অন্তরক সমীকরণ, গ্রাফ তত্ত্ব ও টপোলজিতে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আধুনিক গণিতে ব্যবহৃত অনেক পরিভাষা ও ধারণা তাঁর অবদান। গাণিতিক বিশ্লেষণে ব্যবহৃত গাণিতিক ফাংশন-এর ধারণা তাঁরই আবিষ্কার। অয়লার e , পাই এর জন্য π , যোগের জন্য Σ চিহ্নের প্রবর্তন করেন। তিনি বলবিজ্ঞান, আলোকবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানেও অবদান রাখেন।
অয়লারকে ১৮শ শতকের সেরা গণিতবিদ ও সর্বকালের সেরা গণিতবিদদের একজন বলে মনে করা হয়। গণিতবিদদের মধ্যে তার প্রকাশিত কাযজের পরিমাণ আজও সর্বাধিক এবং এটি একটি গিনেস রেকর্ড। [১] বলা হয় তার সম্পর্কে লাপ্লাস বলেছিলেন: "Lisez Euler, lisez Euler, c'est notre maître à tous" ("অয়লার পড়, অয়লার পড়, তিনি আমাদের সবার শিক্ষক").[২]
2002 Euler নামের গ্রহাণুটি তাঁর সম্মানে নামকরণ করা হয়।
[সম্পাদনা করুন] তথ্যসূত্র
- ↑ Guinness Book of Records: Most prolific mathematician. Retrieved on September 2006.
- ↑ Dunham, William (1999). Euler: The Master of Us All. The Mathematical Association of America, xiii.