কোয়ান্টাম কম্পিউটেশন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কোয়ান্টাম কম্পিউটেশন কম্পিউটার বিজ্ঞানের একটি অত্যন্ত নবীন শাখা। তাত্বিক কম্পিউটার বিজ্ঞানের চর্চায় এতদিন কেবল ক্ল্যাসিক্যাল পদার্থবিদ্যার প্রভাব বিবেচনা করা হতো। কিন্তু মূরের নীতি বিজ্ঞানীদের নতুন করে ভাবতে বাধ্য করেছে। মূরের নীতি অনুসারে, কম্পিউটার চিপের আকার প্রতি আঠার মাসে অর্ধেকে নেমে আসছে। এভাবে চলতে থাকলে কম্পিউটার চিপের ক্রমাগত ক্ষুদ্র হতে থাকা বিভিন্ন অংশ সমূহ একপর্যায়ে ক্ল্যাসিক্যাল পদার্থবিদ্যার পরিবর্তে কোয়ান্টাম বলবিদ্যার নিয়মসমূহের অধীনে আচরণ করা শুরু করবে। মজার ব্যাপার হল, হার্ডওয়্যারের এই মৌলিক পরিবর্তন অনেক ক্ষেত্রে তাত্বিক কম্পিউটার বিজ্ঞানের সীমানাও নতুন করে নির্ধারণ করেছে।