আলাপ:রয়েল বেঙ্গল বাঘ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
'রয়েল বেঙ্গল টাইগার' কেন 'রয়েল বেঙ্গল বাঘ'? আমার ক্ষুদ্র মস্তিষ্কে সেটা বোধগম্য হচ্ছে না। অনুগ্রহ করে বলবেন? বাঘটির নাম কি শুধু 'রয়েল বেঙ্গল' নাকি 'রয়েল বেঙ্গল টাইগার'? আমি তো পরের টাই জানতাম। যদি রয়েল বেঙ্গল টাইগার হয় তবে শুধু একটি অংশ বাংলায় করার যৌক্তিকতা কি?রাজিবুল ০৪:০০, ১৯ জুলাই ২০০৬ (UTC)
- সম্পূর্ণ জবাব দিতে পারছিনা, তবে এই প্রজাতির বাঘ বেঙ্গল টাইগার নামে পৃথিবীর অন্যত্র পরিচিত। রয়েলটা কোথা থেকে এসেছে, তা জানি না। তবে ইংরেজি উইকিপিডিয়াতে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে নিবন্ধের নাম Bengal Tiger হবে। এখন বেঙ্গল এর বাংলা করে নিবন্ধটিকে বাংলার বাঘ করতে যদি সবাই মনস্থ করেন, আমার কোন সমস্যা নাই। শিরোনামে টাইগার ব্যবহারে আপত্তি জানাচ্ছি, কারণ ঐটা তো ইংরেজি, আর এমন তো না যে টাইগারটা বাংলাতে বহুল প্রচলিত। --রাগিব (আলাপ | অবদান) ০৪:০৮, ১৯ জুলাই ২০০৬ (UTC)
- bengal টাও তো বাংলায় প্রচলিত নয়। আমার প্রস্তাব এর নাম যদি 'রয়েল বেঙ্গল টাইগার' হয় তবে তাই রাখা হোক। যদি তা নাম না হয়ে শুধু পরিচিয়ের জন্য ব্যবহৃত হয় তবে বাংলার বাঘ দেয়া উচিত। এই ব্যাপারে আমার কাছে কোন তথ্যসূত্র নেই তবে আমরা বইয়ে সুন্দরবনের বাঘ 'রয়েল বেঙ্গল টাইগার পড়েছি সেই দৃষ্টি কোন থেকে বললাম। আর প্রকৌশল শিক্ষা নিবন্ধের ব্যাপারে কি মত? আমার কাছে অ-বিশ্বকোষীয় নিবন্ধ মনে হচ্ছে।রাজিবুল ০৪:২৭, ১৯ জুলাই ২০০৬ (UTC)
-
-
-
-
- মেছো বাঘ is probably fishing cat (http://en.wikipedia.org/wiki/Fishing_cat)। চিতা বা নেকড়ে বাঘ যেমন বাঘ (ডোরাকাটা, tiger) নয়, মেছো বাঘও বাঘ নয়, তবে মার্জারপ্রতিম বলে চিতা ও মেছো বাঘ বাঘের নিকটতর। বাংলার বাঘ হল "tiger"/Panthera tigris এর উপপ্রজাতি (subspecies)। তবে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ও বাংলার বাঘ নামে বিখ্যাত ছিলেন--সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৯:৩৯, ১৯ জুলাই ২০০৬ (UTC)
-
-
-