ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি
আই ইউ তি লোগো----
স্থাপিত মার্চ ২৭, ১৯৮১
উদ্বোধন: জুলাই ১৪, ১৯৮৮
ধরণ আন্তর্জাতিক
কর্মচারী ১২০
প্রাক্তন ছাত্র আই ইউ টি এ এ এর সদস্যবৃন্দ
অবস্থান গাজীপুর, ঢাকা বাংলাদেশ
প্রাঙ্গন বোর্ড বাজার
ওয়েবসাইট


ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (Islamic University of Technology) বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত একটি আন্তর্জাতিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এটি পূর্বে ইসলামিক ইন্সটিটিউট অফ টেকনোলজি ও তারও পূর্বে আইসিটিভিটিআর নামে পরিচিত ছিল।

সূচিপত্র

[সম্পাদনা করুন] অবস্থান

  • দাপ্তরিক ঠিকানা :- বোডবাজার, গাজীপুর, ঢাকা, বাংলাদেশ।
  • ই-মেইল :-
Five Fundamentals Gate
বড় করুন
Five Fundamentals Gate

[সম্পাদনা করুন] ইতিহাস

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলোজি অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স বা OIC'র সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় । OIC'র ৫৭ টি দেশের ছাত্ররা এখানে পড়তে আসে । ১৯৭৮ সালে সেনেগালের ডাকারে অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নবম বৈঠকে মুসলিম রাষ্ট্রগুলোর প্রকৌশল ও ভোকেশনাল প্রশিক্ষণ ও গবেষণার কেন্দ্র হিসাবে বাংলাদেশের গাজীপুরে এটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়া হয় করা হয় । বাংলাদেশ সরকারের প্রদান করা ৩০ একর জমিতে ১৯৮১ সালের ২৭ এ মার্চ বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্হাপিত হয় । সেসময় এটির নামকরণ করা হয় ICTVTR । ১৯৯৪ সালে মরক্কোর রাজধানী ক্যাসাব্লাঙ্কায় মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের তেইশতম বৈঠকে এটির নাম ইসলামিক ইনস্টিটিউট অব টেকনোলোজি হিসাবে পরিবর্তন করা হয় । পরবর্তীতে ২০০১ সালের ২৫-২৭ জুন মালিতে অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আঠাশতম বৈঠকে এটির নাম পুনরায় পরিবর্তন করে বর্তমানের ইসলামিক ইনিভার্সিটি অব টেকনোলোজিতে রূপান্তর করা হয় ।

(আই ইউ টিʼর ওয়েবসাইট থেকে ভাষান্তরিত)

[সম্পাদনা করুন] প্রতিষ্ঠা

বাংলাদেশ সরকারের প্রদান করা ৩০ একর জমিতে ১৯৮১ সালের ২৭ এ মার্চ বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্হাপিত হয় ।

[সম্পাদনা করুন] অগ্রগতি

[সম্পাদনা করুন] কোর্সসমূহ

আই ইউ টিʼর নিম্মলিখিত বিভাগগুলি বি এস সি, এম এস সি, হায়ার ডিপ্লোমাসহ বিভিন্ন কোর্স পরিচালনা করে থাকে -

১. কম্পিউটার সায়েন্স এন্ড ইনফরমেশন টেকনোলোজি

২. ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং

৩. মেকানিক্যাল এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং

৪. ইন্সট্রাকটর ট্রেনিং এন্ড জেনারেল স্টাডিজ

এছাড়াও নিম্নের গবেষনাকেন্দ্র গুলোও নিয়মিত পাঠ্যক্রমে সক্রিয় অবদান রাখছে -

১. এনার্জী এন্ড এনভাইরনমেন্ট সেন্টার

২. রিসার্চ এক্সটেনশন, এডভাইজরি সার্ভিসেস এন্ড পাবলিকেশন

[সম্পাদনা করুন] কম্পিউটার সেন্টার

আই ইউ টির সকল ছাত্রের ব্যবহারের জন্য রয়েছে পর্যাপ্ত কম্পিউটার সজ্জিত কম্পিউটার সেন্টার । কম্পিউটার সেন্টারের অধীনে রয়েছে মাইক্রোকম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ল্যাব, নেটওয়ার্ক ল্যাব, সফটওয়্যার ল্যাব ও হার্ডওয়্যার ল্যাব । এছাড়াও লাইব্রেরীসহ ক্যাম্পাসের অন্যান্য স্হানের কম্পিউটার নভেল নেটওয়্যারের মাধ্যমে সংযুক্ত যা কম্পিউটার সেন্টার নিয়ন্ত্রণ করে থাকে ।

[সম্পাদনা করুন] গ্রন্থাগার

[সম্পাদনা করুন] অবকাঠামো

[সম্পাদনা করুন] হলসমূহ

[সম্পাদনা করুন] ক্যাফেটেরিয়া

[সম্পাদনা করুন] স্টুডেন্টস সেন্টার

[সম্পাদনা করুন] শিক্ষা ভবন

[সম্পাদনা করুন] খেলাধুলা

[সম্পাদনা করুন] মিলনায়তন

[সম্পাদনা করুন] বহিঃসংযোগ