দান্তে আলিগিয়েরি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

 আন্দ্রে দেল কাস্তানোর আঁকা বিখ্যাত মানুষদের ছবিতে দান্তে, আনুমানিক ১৪৫০ সাল
বড় করুন
আন্দ্রে দেল কাস্তানোর আঁকা বিখ্যাত মানুষদের ছবিতে দান্তে, আনুমানিক ১৪৫০ সাল
ওয়াশিংটন ডিসির ম্যালকম এক্স পার্কে অবস্থিত দান্তের মূর্তি
বড় করুন
ওয়াশিংটন ডিসির ম্যালকম এক্স পার্কে অবস্থিত দান্তের মূর্তি

দান্তে আলিগিয়েরি (১২৬৫ - ১৩২১) ছিলেন এক বিখ্যাত ইতালীয় কবি। দান্তের জন্ম ইতালির ফ্লোরেন্সে। তার পরিবার তেমন একটা বিত্তশালী না হলেও অভিজাত হিসেবে পরিচিত ছিল। ব্রুনেত্তো লাটিনি এর কাছে তিনি ক্ল্যাসিক্যাল লিবারেল আর্টস এর জ্ঞান লাভ করেন। এর মধ্যে ল্যাটিন এবং গ্রীক ভাষা সংক্রান্ত জ্ঞানও ছিল। এরপর তিনি তার সবচেয়ে বিখ্যাত গ্রন্থ দ্য ডিভাইন কমেডি রচনা শুরু করেন। উল্লেখ্য যে বইটি রচিত হয় স্থানীয় ভেনেশিয়ান কথ্য ভাষায়। এই গ্রন্থ টি তিন খন্ডে বিভক্ত এবং এখানে চার্চ এবং সমসাময়িক বিখ্যাত ঘটনা এবং ব্যক্তিবর্গের প্রতি ব্যাঙ্গাত্মক বিদ্রূপ স্থান পেয়েছে।

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন