জেমস্ চ্যাডউইক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্যার জেমস্ চ্যাডউইক
বড় করুন
স্যার জেমস্ চ্যাডউইক

বিখ্যাত ব্রিটিশ পদার্থবিজ্ঞানী স্যার জেমস্ চ্যাডউইক (অক্টোবর ২০, ১৮৯১জুলাই ২৪, ১৯৭৪) ১৯৩২ সালে নিউট্রন আবিষ্কার করেন। এই অবদানের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন। তিনি গনভিলি ও কেয়াস কলেজ এর মাস্টার মনোনীত হন এবং পরবর্তিতে কলেজের কিছু ফেলোর সাথে বিবাদের কারনে মাস্টার পদটিতে ইস্তফা দেন।