সঞ্জীব চট্টোপাধ্যায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সঞ্জীব চট্টোপাধ্যায় বিখ্যাত ভারতীয় বাঙালি লেখক। তিনি অনেক উপন্যাস,ছোটগল্প ও প্রবন্ধ রচনা করেছেন । তাঁর সবথেকে বিখ্যাত উপন্যাস লোটাকম্বল যা দেশ পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়েছিল।

তাঁর রচনায় হাস্যরসের সাথে তীব্র শ্লেষ ও ব্যঙ্গ মেশানো থাকে ।

ছোটদের জন্য তাঁর লেখাগুলিও খুবই জনপ্রিয় । তাঁর সৃষ্ট ছোটদের চরিত্রের মধ্যে বড়মামা ও ছোটমামা প্রধান ।

[সম্পাদনা করুন] গ্রন্থ তালিকা

  • আহাম্মক
  • দীনজনে
  • একা
  • বাড়িবদল
  • দ্বিধা
  • চিড়িয়াখানা
  • মিলেনিয়াম
  • দ্বিতীয় পক্ষ
  • আড়ং ধোলাই
  • যদি হই মুখ্যমন্ত্রী
  • জুতো চোর হইতে সাবধান
  • বুনো ওল আর বাঘা তেঁতুল
  • গুপ্তধনের সন্ধানে
  • শ্রীরামকৃষ্ণের গিরিশচন্দ্র
  • ফাঁস
  • বুদবুদ
  • বিকাশের বিয়ে
  • এর নাম সংসার
  • খোল কত্তাল
  • শ্রীরামকৃষ্ণ ও আমি
  • শ্বেতপাথরের টেবিল
  • পায়রা
  • সোফা-কাম-বেড
  • ক্যানসার
  • শাখা প্রশাখা
  • কলিকাতা আছে কলিকাতাতেই
  • শঙ্খচিল
  • অগ্নিসঙ্কেত
  • তৃতীয় ব্যক্তি
  • ভারতের শেষ ভূখণ্ড
  • রুকুসুকু
  • কলকাতার নিশাচর
  • লোটাকম্বল
  • অবশেষ
  • দুই মামা
  • মনোময়
  • নবেন্দুর দলবল
  • জীবিকার সন্ধানে পশ্চিমবঙ্গ (সঞ্জয় ছদ্মনামে)
  • হালকা হাসি চোখের জল
  • দুই সাধক মুখোমুখি
  • ল্যাং মারো ল্যাং
  • গিরিশচন্দ্রের শ্রীরামকৃষ্ণ
  • শ্রীচরণকমলে
  • সেরা হাসির হাট
  • বারো ইয়ারি
  • মৃগয়া
  • আকাশ পাতাল
  • বারুদ
  • বুলেট
  • স্বপ্ন
  • কামিনী কাঞ্চন
  • ঝাড়ফুঁক
  • তুমি আর আমি
  • দুটি দরজা
  • দুটি চেয়ার
  • পেয়ালা পিরিচ (গল্প)
  • ফিরে ফিরে আসি
  • বসবাস
  • ভয়
  • ভৈরবী ও শ্রীরামকৃষ্ণ
  • মুখোমুখি
  • মুখোশের চোখে জল
  • রসেবসে
  • রাখিস মা রসেবশে
  • সাধের ময়না
  • হেঁটমুন্ড ঊর্দ্ধপদ
  • অজ্ঞাতবাস
  • ইতি তোমার মা
  • ইতি পলাশ
  • ডোরাকাটা জামা
  • শিউলি
  • হাসির আড়ালে
  • মুখোমুখি শ্রীরামকৃষ্ণ
  • গাঙচিল
  • কিচিরমিচির
  • সাপে আর নেউলে
  • রাত বারোটা
  • কাটলেট
  • হেড স্যারের কান্ড
  • বড়মামার কীর্তি
  • বাঘমারি
  • থ্রি এক্স
  • সপ্তকান্ড
  • সাত টাকা বারো আনা
  • হাসি কান্না চুনি পান্না
  • পুরনো সেই দিনের কথা
  • গাধা
  • সুখ ১
  • সুখ ২
  • সুখ ৩
  • গৃহসুখ
  • দাদুর কীর্তি
  • বাঙালীবাবু
  • উৎপাতের ধন চিৎপাতে
  • বেহালা
  • স্বামী স্ত্রী সংবাদ
  • জগৎচন্দ্র হার

এই তালিকাটি অসম্পূর্ণ

[সম্পাদনা করুন] পুরস্কার তালিকা

  • আনন্দ পুরস্কার, ১৯৮১