রাইবোজোম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রাইবোজোম জীব কোষে অবস্থিত রাইবোনিউক্লিওপ্রোটিন দ্বারা গঠিত ক্ষুদ্র ক্ষুদ্র কণা। এগুলো সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় এবং নিউক্লিয়ার মেমব্রেন এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গাত্রে যুক্ত অবস্থায় পাওয়া যায়। ১৯৪৩ সালে ক্লড প্রথম কোষের মধ্যে রাইবোজোম আবিস্কার করেণ। ১৯৫৫ সালে প্যালডে এর নামকরণ করেণ।

প্রাক-কেন্দ্রিক ও সু-কেন্দ্রিক উভয় প্রকার কোষে এদের পাওয়া যায়।

[সম্পাদনা করুন] গঠন

এগুলো নিউক্লিক এসিড ও প্রোটিন সমন্বয়ে গঠিত।

[সম্পাদনা করুন] প্রকারভেদ

[সম্পাদনা করুন] কাজ

ক. প্রোটিন সংশ্লেষণে কাজ করে।

খ. সংশ্লেষিত প্রোটিনকে গলজিদ্রব্যে প্রেরণ করে।

গ. অনেক সময় স্নেহ জাতীয় পদার্থ গঠনে সাহায্য করে।