কম্পেক্ট ডিস্ক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কমপ্যাক্ট ডিস্ক, ইংরেজি শব্দ। তথ্য ধারনের একটি চাকতি বিশেষ, ডিজিটাল তথ্য যেমন, লেখা , ছবি, ভিডিও,গান প্রভৃতি রাখর একটি প্রযুক্তি। গোলাকৃতির ও কয়েক মিলিমিটার পুরু চাঁচ নির্মিত এই ডিস্ক কম্পিউটারের থারন ক্ষমতা বৃদ্ধিতে বড় ভুমিকা রাখে। এটি প্রি রেকর্ডেড, রেকর্ডেবল, এবং রিরাইটেবল তিন ধরনের আছে। এর থেকে তথ্য উদ্ধারের বা পড়ার জন্য একটি ড্রাইভ বা চলক প্রয়োজন হয়।

-সিডি
বড় করুন
-সিডি