আব্রাহাম লিংকন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

লিংকনের ছবি
বড় করুন
লিংকনের ছবি

আব্রাহাম লিংকন (জন্ম ফেব্রুয়ারি ১২, ১৮০৯ - মৃত্যু এপ্রিল ১৫, ১৮৬৫) মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম রাষ্ট্রপতি। তিনি রিপাবলিকান পার্টির প্রথম রাষ্ট্রপতি, এবং ১৮৬১ হতে ১৮৬৫ খ্রীস্টাব্দ পর্যন্ত ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দাস প্রথার অবসান ঘটান এবং মুক্তি ঘোষণা (Emancipation Proclamation) এর মাধ্যমে দাসদের মুক্ত করে দেন। দাস প্রথাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সময় তিনি উত্তরাঞ্চলীয় ইউনিয়ন বাহিনীর নেতৃত্ব দেন, এবং দক্ষিণের কনফেডারেট জোটকে পরাজিত করেন। জন উইল্‌ক্‌স বুথ নামক আততায়ীর হাতে তিনি ১৮৬৫ খ্রীস্টাব্দের ১৫ এপ্রিল গুলিবিদ্ধ ও নিহত হন।


মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সীলl
ওয়াশিংটন •  অ্যাডাম্‌স • জেফারসন • ম্যাডিসন • মন্‌রো • কুইন্সি এডাম্‌স • জ্যাক্‌সন • ভ্যান বিউরেন • উইলিয়াম হ্যারিসন • টাইলার • পোক্‌ • টেইলার • ফিল্‌মোর • পিয়ের্স • বিউকানান • লিংকন • এ জন‌সন • গ্রান্ট • হেইজ্‌ • গারফিল্ড • আর্থার • ক্লিভ্‌ল্যান্ড • বেঞ্জামিন হ্যারিসন • ক্লিভ্‌ল্যান্ড • ম্যাকিন্‌লি • টি রুজ্‌ভেল্ট • ট্যাফ্‌ট্‌ • উইল্‌সন • হার্ডিং • কুলিজ • হুভার • এফ রুজ্‌ভেল্ট • ট্রুম্যান • আইজেনহাওয়ার • কেনেডি • এল জনসন • নিক্সন • ফোর্ড • কার্টার • রেগান • জর্জ বুশ • ক্লিনটন • জর্জ ডব্লিউ বুশ
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন