স্যার ফিলিপ হার্টগ ইন্টারন্যাশনাল হল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

১৯৬৬ সালে আন্তর্জাতিক হোস্টেল নামে এটি প্রতিষ্ঠিত হয়। ২০০২ সালে এটি ছাত্রাবাসে উন্নিত হয়। এ হলে ৩৬ জন বিদেশি ছাত্র আছে। এছাড়া এ হলে বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন তরুণ শিক্ষকের আবাসিক ব্যব্যস্থা আছে। অধ্যাপক ডঃ মোঃ আমিনুর রহমান মজুমদার এ হলের প্রভোস্ট।