আমলকী
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আমলকী একপ্রকার ভেষজ ফল। এর বহুবিধ ঔষধি গুণ রয়েছে। এটি রুচিবর্ধক। ১০-২০ ফুট উচ্চতা বিশিষ্ট পাতা ঝরা গাছ। হালকা সবুজ পাতা, যৌগিক পত্রের পত্রক ছোট, ১/২ ইঞ্চি লম্বা হয়। হালকা সবুজ স্ত্রী ও পুরুষফুল একই গাছে ধরে। ফল হালকা সবুজ বা হলুদ ও গোলাকৃতি ব্যাস ১/২ ইঞ্চির কম বেশি হয়। কাঠ অনুজ্জল লাল বা বাদামি লাল। ভিটামিন সি এর পরিমান গড়ে ১০০ গ্রামে ৭০০-১৬০০ মিলি গ্রাম। আন্যতম ভিটামিন সির উৎস। বাংলদেশ, ভারত, শ্রীলংকা, মায়ানমার, মালয়শিয়া ও চীনে দেখা যায়। বাংলাদেশের প্রায় সব অঞ্চলে ই দেখা যায়। আগষ্ট - নভেম্বর পর্যন্ত পাওয়া যায়। রুচিবর্ধক। গাছ ৪/৫ বছর বয়সে ফল দেয়।
বৈজ্ঞানিক নাম: Emblica Officinalis Gaertn. পরিবার: Euphorbiaecae ইংরেজি নাম: Indian gooseberry
ঔষধিগুন
- আমলকী কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর কাজ করে।
- বমি বন্থে কাজ করে।
- দীর্ঘমেয়াদি কাশি সর্দি হতে উপকার পাওয়ার জন্য আমলকীর নির্যাস উপকারী।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।