পশ্চিমবঙ্গ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পশ্চিমবঙ্গ
Map of India with the location of পশ্চিমবঙ্গ চিহ্নিত
রাজধানী
 - স্থানাংক
কলকাতা
 - ২২.৮২° ঊঃ ৮৮.২° পূঃ
বৃহত্তম শহর কলকাতা
জনসংখ্যা (২০০১)
 - জনসংখ্যার ঘনত্ব
৮০,২২১,১৭১ (৪র্থ)
 - ৯০৪/km²
এলাকা
 - জেলা
৮৮,৭৫২ km² (১৩তম)
 - ১৯টি
সময় এলাকা IST (UTC+5:30)
সরকার ব্যবস্থা
 - গভর্নর
 - মূখ্য মন্ত্রী
 - রাজ্যসভা (আসন সংখ্যা)
মে ১, ১৯৬০
 - গোপাল কৃষ্ণ গান্ধী
 - বুদ্ধদেব ভট্টাচার্য
 - এককক্ষীয় (২৯৫)
রাষ্ট্র ভাষা বাংলা
সংক্ষিপ্ত_নাম (ISO) IN-WB
ওয়েবসাইট: www.wbgov.com

পশ্চিমবঙ্গ এর সীল মোহর

পশ্চিমবঙ্গ ভারতের একটি পূর্বাঞ্চলীয় রাজ্য। রাজ্যটি পূর্ব সীমান্তে অবস্থিত বাংলাদেশের সাথে একত্রে একটি ভাষা-জাতিমূলক অঞ্চল “বাংলা” বা “বঙ্গ” গঠন করেছে। রাজ্যটির উত্তরে ভূটান, উত্তর-পূর্বে অসমসিকিম, দক্ষিণ-পূর্বে ওড়িশা, দক্ষিণে বঙ্গোপসাগর, পশ্চিমে ঝাড়খন্ড ও উত্তর-পশ্চিমে নেপাল অবস্থিত।

বর্তমান পশ্চিমবঙ্গ অঞ্চলটি প্রাচীন অতীতে কখনো ছোট ছোট রাজ্য আবার কখনো বড় সাম্রাজ্য যেমন মৌর্য ও গুপ্ত সাম্রাজ্যের অধীনস্থ ছিল। ৭ম ও ১২শ খ্রিস্টীয় শতাব্দীর অন্তর্বর্তীকালীন সময়ে অঞ্চলটির শাসনকর্তা ছিলেন পালসেন রাজবংশ। পরবর্তীতে দিল্লীর সুলতানাতের তুর্কী ও আফগান নেতারা এসে তাদের উৎখাত করেন। সম্রাট জাহাঙ্গীরের আমলে এ অঞ্চলে মোঘল শাসন প্রতিষ্ঠিত হয়। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধ শেষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অঞ্চলটির দখল নেয়, এবং এর পর বহু বছর ধরে কলকাতা শহর ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। বিংশ শতাব্দীর শুরুতে বাংলা ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম কেন্দ্রে পরিণত হয়। ১৯৪৭ সালে বাংলাকে দুটি পৃথক অঞ্চলে বিভক্ত করা হয়। পশ্চিমবঙ্গ ভারতের অংশ ও পূর্ববঙ্গ (বর্তমান বাংলাদেশ) নতুন রাষ্ট্র পাকিস্তানের অংশ হিসেবে পরিগণিত হয়।

১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা লাভের পর রাজ্যটিতে অর্থনৈতিক স্থবিরতা দেখা দেয়। মার্ক্‌স্‌বাদ, নকশাল আন্দোলন ও বাণিজ্য ইউনিয়ন গঠনের প্রবণতা বহু দশক ধরে এ রাজ্যের অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনে গভীর প্রভাব ফেলে। সম্প্রতি রাজ্যটির অর্থনৈতিক পুনরুজ্জীবন ঘটেছে এবং শিল্পখাতের প্রসার হয়েছে। কৃষিনির্ভর এ রাজ্যটি ভারতের মাত্র ২.৭% স্থানের অধিকারী, কিন্তু ভারতের জনসংখ্যার প্রায় ৭.৮% এ অঞ্চলে বসবাস করেন; ফলশ্রুতিতে পশ্চিমবঙ্গ ভারতের সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাজ্য।[১] পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্য সুবিদিত; এ অঞ্চল বহু বিখ্যাত কবি, লেখক ও শিল্পীর বাসস্থল। তিন দশক ধরে ভারতীয় কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বাম ফ্রন্ট রাজ্যটি শাসন করে আসছে; এটি বিশ্বের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সাম্যবাদী সরকারগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘকালীন শাসনের উদাহরণ।

সূচিপত্র

[সম্পাদনা করুন] ইতিহাস

এই বিষয়ে মূল নিবন্ধের জন্য দেখুন: : বাংলার ইতিহাস

৭৫০ থেকে ১১৬১ সাল পর্যন্ত বৌদ্ধ-ধর্মাবলম্বী পাল রাজারা ছিলেন বাংলার শাসক। তারপর ১০৯৫ থেকে ১২৬০ সাল পর্যন্ত হিন্দু-ধর্মাবলম্বী সেন রাজারা বাংলা শাসন করেন। ১৩শ শতাব্দীতে বাংলা মুসলিম শাসনের অধীনে আসে, এবং ১৬শ শতাব্দীতে মুঘল সাম্রাজ্যের অধীনে বাংলা বাণিজ্য ও শিল্পের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়। ১৫শ শতাব্দীর শেষভাগে বাংলায় ইউরোপীয় ব্যবসায়ীদের আবিরবভাব ঘটে এবং ১৮শ শতকের শেষভাগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এ অঞ্চলটি সম্পূর্ণ দখলে নেয়, এবং এখান থেকেই ভারতের সর্বত্র ব্রিটিশ শাসনের গোড়াপত্তন ঘটে।


[সম্পাদনা করুন] প্রশাসনিক বিভাগ

পশ্চিমবঙ্গের জেলাসমূহ
বড় করুন
পশ্চিমবঙ্গের জেলাসমূহ

পশ্চিমবঙ্গে রয়েছে ১৯ টি জেলা। কলকাতা, বর্ধমান জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলী ,হাওড়া ,উত্তর ২৪পরগণা, দক্ষিণ ২৪পরগণা ,নদীয়া, দার্জিলিং ,জলপাইগুড়ি ,কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ,মালদহ ,মুর্শিদাবাদ ,বীরভূম ,পূর্ব মেদিনীপুর ,পশ্চিম মেদিনীপুর



[সম্পাদনা করুন] খেলাধুলা

ফুটবল ও ক্রিকেট জনপ্রিয় খেলা। মোহন বাগান, ইস্ট বেঙ্গল, স্পোর্টিং ইউনিয়ন, টালিগঞ্জ অগ্রগামী, মোহামেডান স্পোর্টিং ইত্যাদি প্রধান ফুটবল ক্লাব দল।

[সম্পাদনা করুন] আরও দেখুন

  • বঙ্গ
  • বাঙালি রান্না
  • পশ্চিমবঙ্গের বিখ্যাত ব্যক্তিত্বের তালিকা
  • পশ্চিমবঙ্গের সঙ্গীত
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি
  • রবীন্দ্রনাথ ঠাকুর

[সম্পাদনা করুন] উৎসপঞ্জি

  1. [May 2004] “Introduction and Human Development Indices for West Bengal”, West Bengal Human Development Report 2004 (PDF), Development and Planning Department, Government of West Bengal. ISBN 81-7955-030-3, pp4–6. Retrieved on 2006-08-26.


[সম্পাদনা করুন] বহির্সংযোগ


এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন


The Flag of India, adopted on July 22, 1947.
ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল
রাজ্য অন্ধ্রপ্রদেশঅরুনাচল প্রদেশঅসমবিহারছত্তিসগড়গোয়াগুজরাতহরিয়ানাহিমাচল প্রদেশজম্মু ও কাশ্মীরঝাড়খন্ডকর্ণাটককেরালামধ্য প্রদেশমহারাষ্ট্রমণিপুরমেঘালয়মিজোরামনাগাল্যান্ডওড়িশাপাঞ্জাবরাজস্থানসিকিমতামিল নাড়ুত্রিপুরাউত্তরাঞ্চলউত্তর প্রদেশপশ্চিমবঙ্গ
কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জচন্ডীগড়দাদরা ও নগর হাভেলিন্যাশনাল ক্যাপিটাল টেরিটোরি অফ দিল্লীদমন ও দিউলাক্ষাদ্বীপপন্ডিচেরী