ইলেকট্রন-ভোল্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইলেকট্রন-ভোল্ট হলো শক্তির একপ্রকার একক। একে \,eV দ্বারা প্রকাশ করা হয়।

ভোল্ট বিভবপার্থক্যর দু'টি স্থানের একটি থেকে অন্যটিতে একটি ইলেকট্রনকে স্থানান্তর করতে ইলেকট্রনটির ওপর যে পরিমান কাজ সম্পাদিত হয় তাকেই ১ ইলেকট্রন-ভোল্ট বলে। এটি এস. আই. একক নয়, তবে মৌলিক কণিকাসমূহের শক্তি পরিমাপ করতে এই এককটি ব্যবহার করা হয়।

\,1 eV = \,1.602 * 10^{-19} জুল

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন