Category talk:বাঙ্গালী পদার্থবিদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

[সম্পাদনা করুন] বাঙ্গালী/বাঙালি?

বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধানে বাঙ্গালী নামে কোন ভুক্তি নেই। তবে বাঙালি, বাঙালী আছে। আমাদেরকে ঠিক করতে হবে কোন বানানটা আমরা উইকিপিডিয়ায় সর্বক্ষেত্রে ব্যবহার করতে চাই। ।আমি বাঙালি ব্যবহারর সমর্থন করছি। -- অর্ণব

বাঙালি শব্দটিই সংসদ বাংলা অভিধানেও রয়েছে (ওখানে বাঙালী শব্দটি নেই)। কাজেই বাঙালি ব্যবহার করা উচিৎ। বাংলা একাডেমীর অভিধান কী অনলাইনে আছে? আমি সংসদ বাংলা অভিধানের ইউনিকোড সংস্করণ পেয়েছি এখানে। ধন্যবাদ। --Ragib ১৭:৫৮, ৩০ মে ২০০৬ (UTC)

তাহলে 'যেখানে দেখিবেন বাঙ্গালি তাকে করুন বাঙালি' কর্মসূচী গ্রহণ করতে হবে।--বেলায়েত ১৪:৪৫, ৩১ মে ২০০৬ (UTC)

[সম্পাদনা করুন] পদার্থবিদ/পদার্থবিজ্ঞানী

দুটোই সমার্থক শব্দ, কিন্তু বিষয়শ্রেণীকরণে সামগ্রিক সঙ্গতির লক্ষ্যে আমাদেরকে যেকোন একটা বেছে নিতে হবে। আমি পদার্থবিদ্যার পরিবর্তে পদার্থবিজ্ঞান-এর ব্যবহারের পক্ষপাতী (অনুরূপে পদার্থবিদ-এর পরিবর্তে পদার্থবিজ্ঞানী), যেহেতু বিষয়টি বিজ্ঞানের একটি শাখা। -- অর্ণব ১৭:৩২, ৩০ মে ২০০৬ (UTC)

[সম্পাদনা করুন] বাংলা একাডেমী অভিধান কি বলে?

আমার কাছে বাংলা একাডেমী 'সংক্ষিপ্ত বাংলা অভিধান' রয়েছে যেখানে বাঙালি ও বাঙ্গালী দুটি শব্দই রয়েছে। তবে বাঙালি তে 'ই-কার 'ব্যবহার হয়েছে। --Rajibul Hasan