রানু ও ভানু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

রানু ও ভানু ভারতীয় বাঙালি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একটি উপন্যাস । এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র দুটি হল রবীন্দ্রনাথ ঠাকুর এবং রানু মুখোপাধ্যায় যিনি লেডি রানু নামেই খ্যাত এবং কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের প্রতিষ্ঠাতা । রবীন্দ্রনাথ ও রানুর মধ্যে বয়সের বিরাট ব্যবধান থাকা সত্বেও তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং রবীন্দ্রনাথের অনেক প্রেমবিষয়ক কবিতা নাকি রানুকে নিয়েই লেখা এরকম অনেকে বলেন । সেই বিষয়কে নিয়েই এই উপন্যাস ।