আজম খান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আজম খান (জন্ম ফেব্রুয়ারি ২৮, ১৯৫০) একজন জনপ্রিয় বাংলাদেশী গায়ক। তাঁর পুরোনাম মাহবুবুল হক খান । বাবার নাম আফতাবউদ্দিন আহমেদ,মা জোবেদা খাতুন । তাঁকে বাংলাদেশের পপ ও ব্যান্ড সঙ্গীতের একজন অগ্রপথিক বা গুরু হিসেবে গন্য করা হয়। আজম খানের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে বাংলাদেশ (রেল লাইনের ঐ বস্তিতে), ওরে সালেকা, ওরে মালেকা, আলাল ও দুলাল, অনামিকা, অভিমানী, আসি আসি বলে ইত্যাদি। সর্বোপরি তিনি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের সময় ঢাকায় সংঘটিত কয়েকটি গেরিলা অভিযানে তিনি অংশ নেন। এছাড়া গেন্ডারিয়া ফেমাস দলের হয়ে তিনি বেশ কিছুদিন ক্রিকেট খেলেছেন।

[সম্পাদনা করুন] মুক্তিযোদ্ধা আজম খান

[সম্পাদনা করুন] গায়ক আজম খান

এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন
অন্যান্য ভাষা