পল ডিরাক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পল ডিরাক
জন্ম আগস্ট ৮, ১৯০২
ব্রিস্টল, ইংল্যান্ড
মৃত্যু অক্টোবর ২০, ১৯৮৪
ট্যালাহাসি, ফ্লোরিডা, ইউএসএ
জাতীয়তা দ্বিত্ব ইংরেজ-সুইস ১৯১৯ পর্যন্ত, তারপর ইংরেজ
কর্মক্ষেত্র পদার্থবিদ
এর্ডশ সংখ্যা
কর্মপ্রতিষ্ঠান ক্যামব্রীজ বিশ্ববিদ্যালয়, ফ্লোরিডা রাজ্য বিশ্ববিদ্যালয়
পঠিত বিদ্যাপীঠ ব্রিস্টল বিশ্ববিদ্যালয়, ক্যামব্রীজ বিশ্ববিদ্যালয়
অধিস্নাতক পরামর্শদাতা রালফ ফাউলার
অধিস্নাতক ছাত্রবৃন্দ হোমি ভাভা, ক্রিস্টি এলিজার, হ্যারিস-চন্দ্র, এ. লিজ, ডেনিস শিয়ামা
যে জন্যে পরিচিত কোয়ান্টাম পদার্থবিজ্ঞান
সমাজবর্গ ফেলো, রয়্যাল সোসাইটি (১৯৩০), ফেলো, আমেরিকান ফিজিক্যাল সোসাইটি (১৯৪৮)
পুরস্কার নোবেল পুরস্কার (১৯৩৩), রয়্যাল পদক (১৯৩৯), কোপলি পদক (১৯৫২), ম্যাক্স প্ল্যাংক পদক (১৯৫২)
জীবনসঙ্গী মার্গিট উইগনার (প. ১৯৩৭)
সন্তানাদি জুডিথ ডিরাক (সতকন্যা, পালিত), গ্যাব্রিয়েল অ্যানড্রু ডিরাক (গণিতবিদ, সতপুত্র, পালিত)
ধর্ম নাস্তিক
কোন হাতি ডান হাতি

পল অ্যাড্রিয়েন মরিস ডিরাক, ওএম, এফআরএস (আইপিএ: [dɪ'ræk]) (আগস্ট ৮, ১৯০২অক্টোবর ২০, ১৯৮৪) ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী একজন ব্রিটিশ তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী এবং কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের প্রতিষ্ঠাতাদের একজন। তিনি ক্যামব্রীজ বিশ্ববিদ্যালয়ের গণিতের লুকাসিয়ান অধ্যাপকের পদে আসীন ছিলেন। তাঁর গুরুত্বপূর্ণ বিভিন্ন আবিষ্কারের একটি হলো ডিরাক সমীকরণ। এই সমীকরণটি ফার্মিয়নদের আচরণকেই শুধু ব্যাখ্যা করে না, এর সাহায্যেই ডিরাক সর্বপ্রথম প্রতিপদার্থের অস্তিত্ব সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেন। ডিরাক ১৯৩৩ সালে এর‌উইন শ্রোডিঙ্গার এর সাথে যৌথভাবে পারমাণবিক তত্ত্বের অভিনব এবং ফলপ্রসু প্রকরণ আবিষ্কারের জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেন।